এমন গুনি শিল্পীর করুন পরিনতি শুনলে চোক শুকনো রখা দায়।আজও যদি উনি বেঁচে থাকতেন ওনাকে যতকিছু সহযোগিতা দরকার আমি করতাম। আমার এখন বেলাশেষের দিন - মনে পড়ে ষাটের দশকের অনেক গানের আসরের কথা।
আমার অসম্ভব প্রিয় শিল্পী। এমন আবেগ মথিত গলা আমি আর কারুর গানেই পাই না। গীতা দত্ত বাদে। কিন্তু এই অসাধারণ শিল্পী র জীবনের শেষ পরিণতি এত করুন ছিল --- তা জানতাম না। জেনে খুব কষ্ট পেলাম। ভীষণ ই কষ্ট পেলাম।
অনেক কষ্ট পেলাম। আমার প্রিয় শিল্পী।এত সুন্দর মধু ঝরানো সুরকারো মাঝে খুঁজে পাইনি। আমি তখন অনেক ছোট বা্ংলাদেশ স্বাধীন হবার পর উনি বিটিভি তে গান গেয়ে অনেকের মত আমার মনে ও রাণীর আসোন করে নিয়ে ছিলেন।আজ ও উনি আমার কাছে শ্রেষ্ঠতম শিল্পী।।
যখন থেকে প্রতিমা বন্দ্যোপাধ্যায় এর গান শুনেছি সেদিন থেকেই শিল্পীকে ভালোবেসে ফেলেছি।আজ ও তার প্রতি ভালোবাসা আর তার গানের প্রতি আগ্রহ এতটুকু কমেনি।এত স্নিগ্ধ এত মধুর কন্ঠ আর বোধহয় কখনও খুঁজে পাইনি।
বাংলা গানের স্বর্ণযুগের এক অন্যতম শ্রেষ্ঠ শিল্পী, যার একমাত্র তুলনা তিনি নিজেই।"কটা কোকিল পুড়িয়ে খেয়েছো যে এমন কোকিল কণ্ঠ পেয়েছো!"প্রতিমা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এই প্রশংসা স্বয়ং কাজী নজরুল ইসলামের। বাস্তব জীবনে তিনি ছিলেন অত্যন্ত সাদাসিধে ও নিরহংকারী। বিন্দুমাত্র মাথা ও মুখ না নাড়িয়ে এমন সহজ ও নিরলস ভঙ্গিতে গান গাইতে আজ পর্যন্ত কোন শিল্পীকে দেখলাম না। তাঁর শেষ জীবনের করুণ পরিণতিতে অত্যন্ত ব্যথিত হলাম।
Pratima Bandyopadhyay was one of the rare Bengali artists of extraordinary merit and originality. The beautiful and unforgetable songs rendered by her have immense contribution to make Bengali songs rich and diverse. My humble pranam to the great artist and my heartiest thanks for making this video about her.
অসাধারণ সুকণ্ঠী গায়িকা ছিলেন, সরল ভাবে গান পরিবেশন করে শ্রোতাদের চিত্ত জয় করতে পেরেছিলেন, কোনরকম 'দ্যাখনদারি ' ব্যাপার ছিল না। প্রকৃত প্রতিভাময়ী শিল্পী। প্রনাম জানাই
আমি ছোট্ট বেলা থেকেই প্রতিমা বন্দ্যোপাধ্যায় এর গান শুনতে ভালোবাসি,ওনার জীবনী শুনে মনটা ভরাক্রান্ত হয়ে গেল।আমরা এরকম সহজ সরল মনের একজন বাঙ্গালী জাতির নারী শিল্পীকে হয়তো আর কোনো দিন ফিরে পাবো না। দুঃখ দারিদ্রতা বাঙ্গালী জাতির চিরকালের সঙ্গী হিসেবে থেকে যাবে।
এই osadharon শিল্পীর দুঃখের ইতিহাস জেনে খুব কষ্ট পেলাম, উনি আমাদের কাছে, shrodhyeo প্রনম্য, কণ্ঠ মাধুর্যে এক এবং অদ্বিতীয়, আপনাদের মাধ্যমে জানতে পারলাম, তার জন্য অসংখ্য ধন্যবাদ..... কিন্তু এই onoyo প্রতিভাময়ী শিল্পীর জন্য আমরা কেন কিছু করতে পারলাম না, সেটাই আমাদের চরম ব্যার্থতা।
আমার প্রিয় শিল্পী দের অন্যতম উনি। ওনার interview দেখলে বোঝা যায় উনি কত সরল মনের মানুষ ছিলেন। আর ওনার গান সম্পর্কে বলার চাইতে শুনলে বেশী সমৃদ্ধ হওয়া যায়। কিন্তু মানুষের জীবনের পরিণতি যে কি এটা বুঝে ওঠা খুব কঠিন। ওনার প্রতি আন্তরিক শ্রদ্ধা। 🙏🙏
প্রতিমা দিকে আজও সেই আগের মত শ্রদ্ধা করি ও ভালোবাসি তার প্রত্যেকটি গান ই আমাদের সবার মনকে আপ্লুত করে রাখে যা ভাষায় বর্ণনা করা অসম্ভব তাকে আমার অন্তরের ভক্তিপূর্ণ প্রণাম অর্পণ করলাম❤❤
এতো বড়ো শিল্পীর শেষ পরিণতির কথা জেনে মন এতোই ভরাক্রান্ত যে কোনো comments করতে ইচ্ছে করছে না। তাঁর মতো বড়ো মাপের ও বড় মনের শিল্পী খুব বিরল। তিনি যেখানেই থাকুন চির শান্তিতে থাকুন। যিনি এই ভিডিও টি উপহার দিলেন তাকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
এই ঘটনা থেকে শিক্ষা হয়, শিল্পীর গান শুনে আমরা আপ্লুত হই কিন্তু এইসব গুনী মানুষদের ব্যক্তিগত কষ্ট, দুঃখ আমাদের ব্যথিত করে না। তারপর প্রতিমা বন্দ্যোপাধ্যায় এর মতো মহান একজন শিল্পী সমাজের চরম অবহেলা, অপমান নিয়ে চলে যাবার পর। বড়োজোড় দুঃখ পাওয়ার অভিনয় করি মাত্র।
আমি প্রতিমার দুটো গান অসম্ভব পছন্দ করাতাম। ১ একটা গান লিখো আমার জন্য ২ বড়ো সাধ জাগে। এই দুটো গানের প্রেমে এতোটা বিভোর ছিলাম। কিন্তু কখনো প্রতিমাকে দেখিনি। কিন্তু প্রতি রাতে রাতে তার এই দুটো গান শুনি। যদি ও আমি লতা মঙ্গেশকর এর পাগল ভক্ত। এর পাশাপাশি আশা ভোসলে, হৈমন্তী শুকলা, সন্ধ্যা মুখোপাধ্যায় গান শুনতে অসম্ভব ভালো লাগে। আমার জীবন এর একটা অংশ হয়ে থাকবে। এই কালজয়ী লিজেন্ড শিল্পী গুলো। যতো দিন বাঁচব তাদের গান শুনে যাবো। এবং সারা জীবন ভালোবাসবো।❤❤❤❤
প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কোনো তুলনা চলেনা। তার তুলনা তিনি নিজেই। এমন দরদী কন্ঠ , মধুমাখা সুন্দর সুরের মূর্ছনায় প্রান উজাড় করা গান শুনে মন ভরে যায়। বিনম্র , সহজ সরল এই মহান শিল্পীকে আমার বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। জীবনের শেষ প্রান্তে এসে এত কষ্ট পেতে হয়েছে জেনে আমার চোখ জলে ভরে গেল। ঈশ্বর এর কাছে তার আত্মার শান্তি কামনা করি।
এটি এমন একটি হৃদয় স্পর্শ ঘটনা যা শোনার পর বাকরুদ্ধ হয়ে গেলাম। তিনি কেন এমন অসুস্থ হয়েছিলেন তা শুধু সৃষ্টিকর্তাই জানেন এমন মোহময় সুর যার কণ্ঠে সৃষ্টিকর্তা দিয়েছিলেন। তবে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি পরপারে তিনি যেন এখন ভালো থাকেন।
বরেণ্য শিল্পী প্রতিমা বন্দোপাধ্যায়ের কন্ঠের মাধুর্য অতুলনীয়, এই শ্রদ্ধাভাজন মানুষটির সারল্য সত্যি মুগ্ধ করার মত, তার শেষ জীবনের দূর্গতির কথা জেনে খুব কষ্ট পেলাম, যা বলে বুঝানো সম্ভব নয়, তারপরও তিনি আমাদের সকলের অতি কাছের মানুষ এবং তিনি স্মরণীয় ও বরণীয়।
শিল্পী প্রতিমা বন্দোপাধ্যায় এর গান শুনেছি প্রথম ৭০ দশকে, অদ্যাবধি তার গাওয়া গানগুলি কি যে ভাল লাগে তাহা বলে শেষ করা যাবে না। তার মত গুণি শিল্পী ও এমন মায়াবি কন্ঠি দ্বিতীয় হবে কি না জানি না, তার আত্মার প্রশান্তি কামনা করছি, ধন্যবাদ।
মতামত রাখার অবস্থায় নেই ।। আপনাদের এত্তো বড় চ্যানেলে এতো মর্মস্পর্শী ভিডিও টি দেখার পর,দু'চোখ যখন ভাসছে,ঠিক তখনই বলে উঠলেন, "ভিডিওটি যদি ভালো লেগে থাকে!!!!"..... এটা কেনো বললেন!! মা সরস্বতী পথে পথে খাবার চেয়ে খাচ্ছে, এটা শুনে আমার মত ভক্ত, যাদের কাছে তাঁর গান শ্বাসের বাতাস, তাদের কি ভালো লাগার কথা!!! ধরে নিলাম, হয়তো অভ্যাস বশত বলে ফেলেছেন;সেক্ষেত্রে কর্তৃপক্ষকে অনুরোধ করবো, ভবিষ্যতে content অনুযায়ী স্ক্রিপ্টে শব্দ চয়নে বদল আনুন।। এই ভিডিও ভালো লাগার নয়,হতেই পারে না।বলতে পারতেন, ভিডিওটি যদি হৃদয় স্পর্শ করে,তাহলে like share করবেন। আমি তো share করবই। কিন্তু এটুকু না বলে পারলাম না।
আমি শিল্পীকে খুব শ্রদ্ধা করি, তাঁর গান আমার খুব প্রিয়। কিন্তু তাঁর জীবনের এই করুন কাহিনী জানতাম না । তাঁকে শতকোটি প্রনাম জানাই । আপনিও আমার প্রনাম জানবেন।
Ai oyisorjomoy shilpr korun dikta jane sudhu kasto pachichi kichu korta ...yet Amader great full haoyr samoy aseche.legend ke sasordhdhyo pronam.thanks for b.g.
এমন মায়াময় কণ্ঠের শিল্পীর এমন বিপর্যয়কর পরিণতি মনকে বিষণ্ণ করে দিল ।
অসাধারণ অসাধারণ একজন শিল্পী।
প্রণাম ও শ্রদ্ধা 🙏
এমন গুনি শিল্পীর করুন পরিনতি শুনলে চোক শুকনো রখা দায়।আজও যদি উনি বেঁচে থাকতেন ওনাকে যতকিছু সহযোগিতা দরকার আমি করতাম। আমার এখন বেলাশেষের দিন - মনে পড়ে ষাটের দশকের অনেক গানের আসরের কথা।
আমার অসম্ভব প্রিয় শিল্পী। এমন আবেগ মথিত গলা আমি আর কারুর গানেই পাই না। গীতা দত্ত বাদে। কিন্তু এই অসাধারণ শিল্পী র জীবনের শেষ পরিণতি এত করুন ছিল --- তা জানতাম না। জেনে খুব কষ্ট পেলাম। ভীষণ ই কষ্ট পেলাম।
Thik
8 r 57 c9
অনেক কষ্ট পেলাম। আমার প্রিয় শিল্পী।এত সুন্দর মধু ঝরানো সুরকারো মাঝে
খুঁজে পাইনি। আমি তখন অনেক ছোট বা্ংলাদেশ স্বাধীন হবার পর উনি বিটিভি তে গান গেয়ে অনেকের মত আমার মনে ও
রাণীর আসোন করে নিয়ে ছিলেন।আজ ও
উনি আমার কাছে শ্রেষ্ঠতম শিল্পী।।
Sundar pratibedan. Emon Silpi r asbena. Amader antaray uni thakben.
@@ashitboiragi5324 @@@
কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা হারিয়ে ফেলেছি। উনি আছেন এবং থাকেন আমাদের মাঝে!
প্রণাম জানাই এই অসাধারণ শিল্পীকে 🙏🙏
মন্তব্য করা অসম্ভব । ছেলে মেয়ে থাকা সত্ত্বেও মা ভিক্ষা করেন কীভাবে ? শেষ পর্যন্ত মৃত্যু এসে শান্তি দিল ।
উফফ! এত কষ্ট! এরকম একজন শিল্পীর এভাবে ভাগ্য বিপর্যয়! কেউ কি ছিল না তাঁকে রক্ষা করার!?
You are absolutely right
যখন থেকে প্রতিমা বন্দ্যোপাধ্যায় এর গান শুনেছি সেদিন থেকেই শিল্পীকে ভালোবেসে ফেলেছি।আজ ও তার প্রতি ভালোবাসা আর তার গানের প্রতি আগ্রহ এতটুকু কমেনি।এত স্নিগ্ধ এত মধুর কন্ঠ আর বোধহয় কখনও খুঁজে পাইনি।
প্রণাম জানাই
খুবই সুন্দর আর সুরেলা কন্ঠের গান মন উদাস করে দিতো।
কাজলা দিদির গান আজও আমার চোখে জল নিয়ে আসে। আমি বাক্য হারা হয়ে যাই।
🙏🙏ANEK INFORMATION PALAM... KHOOB JANER ECHHA CHILO.. THANKS FOR YOUR VIDEO 🙏.. 👍
বাংলা গানের স্বর্ণযুগের এক অন্যতম শ্রেষ্ঠ শিল্পী, যার একমাত্র তুলনা তিনি নিজেই।"কটা কোকিল পুড়িয়ে খেয়েছো যে এমন কোকিল কণ্ঠ পেয়েছো!"প্রতিমা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এই প্রশংসা স্বয়ং কাজী নজরুল ইসলামের।
বাস্তব জীবনে তিনি ছিলেন অত্যন্ত সাদাসিধে ও নিরহংকারী। বিন্দুমাত্র মাথা ও মুখ না নাড়িয়ে এমন সহজ ও নিরলস ভঙ্গিতে গান গাইতে আজ পর্যন্ত কোন শিল্পীকে দেখলাম না। তাঁর শেষ জীবনের করুণ পরিণতিতে অত্যন্ত ব্যথিত হলাম।
Pratima Bandyopadhyay was one of the rare Bengali artists of extraordinary merit and originality. The beautiful and unforgetable songs rendered by her have immense contribution to make Bengali songs rich and diverse. My humble pranam to the great artist and my heartiest thanks for making this video about her.
*Achha Singer Shriradha Banerjee Mam ki Pratima Banerjee Mam Ji r Meye ????*
অসাধারণ সুকণ্ঠী গায়িকা ছিলেন, সরল ভাবে গান পরিবেশন করে শ্রোতাদের চিত্ত জয় করতে পেরেছিলেন, কোনরকম 'দ্যাখনদারি ' ব্যাপার ছিল না। প্রকৃত প্রতিভাময়ী শিল্পী। প্রনাম জানাই
অসাধারণ সুন্দর কন্ঠস্বরের জন্য খ্যাত ছিলেন শ্রদ্ধেয়া প্রতিমা বন্দ্যোপাধ্যায়। প্রণাম জানাই।
উনি খুবই নম্র ও ভদ্র এবং গুনী ব্যক্তি ছিলেন আমার খুবই পছন্দের শিল্পী উনার প্রতি আমার শতকোটি প্রণাম রোইল 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের আত্মার শান্তি কামনা করি।
খুব ভাল লাগল ভালো থাকবেন
এমন মধুমাখা গলা অথচ সুক্ষ কারুকাজ ছিল গলায়! আর কি এমন সুরেলা কণ্ঠ আসবে পৃথিবীতে???
Uni আমার প্রিয় শিল্পী।
জেনে কষ্ট পেলাম
Very nice vdo thanks 🙏
প্রণাম জানাই মহান শিল্পীকে
আমি ছোট্ট বেলা থেকেই প্রতিমা বন্দ্যোপাধ্যায় এর গান শুনতে ভালোবাসি,ওনার জীবনী শুনে মনটা ভরাক্রান্ত হয়ে গেল।আমরা এরকম সহজ সরল মনের একজন বাঙ্গালী জাতির নারী শিল্পীকে হয়তো আর কোনো দিন ফিরে পাবো না। দুঃখ দারিদ্রতা বাঙ্গালী জাতির চিরকালের সঙ্গী হিসেবে থেকে যাবে।
আমার প্রিয় শিল্পী । তার গান শুনেই মুগ্ধ ছিলাম । এই সব তথ্য জানতাম না। আপনাকে অনেক ধন্যবাদ।
Certainly I must like it . And please present such videos again also.. Many thanks for your devotion also.
খুব ভালো উপস্থাপনা করেছেন। আপনার কন্ঠস্বরের মেদুরতা অন্তরকে স্পর্শ করে।🙏
ধন্যবাদ
Apurbo sundor gan onar. Mugdho hoya suni...🙏🙏🙏
এই osadharon শিল্পীর দুঃখের ইতিহাস জেনে খুব কষ্ট পেলাম, উনি আমাদের কাছে, shrodhyeo প্রনম্য, কণ্ঠ মাধুর্যে এক এবং অদ্বিতীয়, আপনাদের মাধ্যমে জানতে পারলাম, তার জন্য অসংখ্য ধন্যবাদ..... কিন্তু এই onoyo প্রতিভাময়ী শিল্পীর জন্য আমরা কেন কিছু করতে পারলাম না, সেটাই আমাদের চরম ব্যার্থতা।
YOU ARE ABSOLUTELY RIGHT.LAST LIVES OF MANY POPULAR ARTISTS ARE VERY VERY PAINFUL IN OUR WEST BENGAL.
অসাধারণ এই গুণী শিল্পী কে জানাই আমার অন্তরস্থল থেকে বিনম্র শ্রদ্ধা ও প্রণাম...🙏
Thanking eagerly for introducing the best singer.
Khub sundor video hoyeche
Khub valo laglo kichhu ajana katha jante parlam shilpir bisoye
অসাধারন শিল্পী , জানিনা আর কাউকে ধারেকাছে দেখব কিনা ??প্রনাম জানাই।।🙏🙏
Asadharon shilpee God gifted amar khub priyo shilpee :
আমার প্রিয় শিল্পী দের অন্যতম উনি। ওনার interview দেখলে বোঝা যায় উনি কত সরল মনের মানুষ ছিলেন। আর ওনার গান সম্পর্কে বলার চাইতে শুনলে বেশী সমৃদ্ধ হওয়া যায়। কিন্তু মানুষের জীবনের পরিণতি যে কি এটা বুঝে ওঠা খুব কঠিন। ওনার প্রতি আন্তরিক শ্রদ্ধা। 🙏🙏
Asadharon selpe. Namaste.
আমার প্রাণের সঙ্গীত শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়। ওঁকে শ্রদ্ধা নিবেদন করি ও প্রণাম জানাই।
Pratima had God gifted melodious voice.She is one and only in her world of music. I am a blind aficionado of Pratima Banerjee.
Two extraordinary singing genius Geeta Dutt ..Pratima Bannerjee.... India will never have...again
খুব ভালো লাগলো শুনে
Kalyan Sen I am lucky that I have heard almost all the great song of the great great Singer like Protima Bondopadhyay which can not be forgotten.
প্রতিমা বন্দ্যোপাধ্যায় কে খুব মিস করি এখনও। ওনাকে আমার প্রণাম জানাই 🙏🙏🙏
প্রতিমা দিকে আজও সেই আগের মত শ্রদ্ধা করি ও ভালোবাসি তার প্রত্যেকটি গান ই আমাদের সবার মনকে আপ্লুত করে রাখে যা ভাষায় বর্ণনা করা অসম্ভব তাকে আমার অন্তরের ভক্তিপূর্ণ প্রণাম অর্পণ করলাম❤❤
এমন সুরের কণ্ঠ ঈশ্বরএর দান।তাই সুর ঝরে পড়তো তাঁর গাওয়া যে কোনো গানে।
প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের দেহাবসান হলেও,
সুরের আকাশে আজও তিনি অপরিম্লান।
Khub e bhalo laglo
মন ছুঁয়ে গেল ❤
কি সরলতা মুখে! সশ্রদ্ধ প্রণাম। তাঁর দুই সন্তানের কি মায়ের প্রতি সামান্যতম অনুভূতি ছিলো না! কি চরম নিষ্ঠুরতা! বড়োই বেদনাদায়ক!
An unforgettable golden voice.
Late Pratima Bandopadhyay is no more in this world today but her songs will remain immortal in the hearts of millions of people.
Khub bhalo laglo
খুব ভালো লাগলো উপস্থাপন
আপনার এই অমূল্য তথ্য সংগ্রহ করার জন্য অনেক অনেক ধন্যবাদ । সত্যিই তার এই কষ্টের কথা শোনা আমাদের সবার ই কেসটো লাগে ।ধন্যবাদ
এতো বড়ো শিল্পীর শেষ পরিণতির কথা জেনে মন এতোই ভরাক্রান্ত যে কোনো comments করতে ইচ্ছে করছে না। তাঁর মতো বড়ো মাপের ও বড় মনের শিল্পী খুব বিরল। তিনি যেখানেই থাকুন চির শান্তিতে থাকুন। যিনি এই ভিডিও টি উপহার দিলেন তাকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
,আমার খুব প্রিয় শিল্পী,,🙏🙏❤️❤️
Andhaar amar bhalo lage......what a song.....Mala theke phul .......apare ganga opare ganga.....megh rangano osto akash ❤❤❤
অসাধারণ অসাধারণ। শ্রদ্ধা জানাই🙏
ওনার কন্ঠের তুলনা নেই 🙏🙏🙏
এই ঘটনা থেকে শিক্ষা হয়, শিল্পীর গান শুনে আমরা আপ্লুত হই কিন্তু এইসব গুনী মানুষদের ব্যক্তিগত কষ্ট, দুঃখ আমাদের ব্যথিত করে না। তারপর প্রতিমা বন্দ্যোপাধ্যায় এর মতো মহান একজন শিল্পী সমাজের চরম অবহেলা, অপমান নিয়ে চলে যাবার পর। বড়োজোড় দুঃখ পাওয়ার অভিনয় করি মাত্র।
😢❤
ওনার মুখ টা, একজন মমতাময়ী মা এর 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Melody queen pratima di amar rahe.
আমার প্রিয় শিল্পীর মধ্যে একজন, তবে দুঃখ হয়. তাঁর আত্মার শান্তি কামনা করি।
Protima mam k amar sshodho pronam
প্রতিমা দির জীবনের কষ্টের শেষ জীবনের ঘটনাগুলো শুনে আমার হৃদয়টা ভেঙ্গে পড়ছে,শুনতে ইচ্ছা করছে না।
আমি প্রতিমার দুটো গান অসম্ভব পছন্দ করাতাম। ১ একটা গান লিখো আমার জন্য ২ বড়ো সাধ জাগে। এই দুটো গানের প্রেমে এতোটা বিভোর ছিলাম। কিন্তু কখনো প্রতিমাকে দেখিনি। কিন্তু প্রতি রাতে রাতে তার এই দুটো গান শুনি। যদি ও আমি লতা মঙ্গেশকর এর পাগল ভক্ত। এর পাশাপাশি আশা ভোসলে, হৈমন্তী শুকলা, সন্ধ্যা মুখোপাধ্যায় গান শুনতে অসম্ভব ভালো লাগে। আমার জীবন এর একটা অংশ হয়ে থাকবে। এই কালজয়ী লিজেন্ড শিল্পী গুলো। যতো দিন বাঁচব তাদের গান শুনে যাবো। এবং সারা জীবন ভালোবাসবো।❤❤❤❤
কিছু বলার নাই আমার... এমন সময়ে তিনি , যদি এমন পরিস্থিতিতে থাকতেন তাহলে আমার কাছে খুব যত্ন করে রাখতাম 😭😭
সশ্রদ্ধ প্রণাম জানাই 🙏
খুবই দুক্ষ পেলাম ঘটনাটা শুনে ।প্রতিমা দেবীর আওার শান্তি হোক ।
এই মহান সরল সহজ শিল্পীর প্রতি রইল আমার অশেষ শ্রদ্ধা।
Dhonnobad
Amar boro priyo shilpi.Sesh jeebon ato koster !🙏🙏🙏
A God gifted artist .I never forget her songs .
জানতামনা।ধন্যবাদ আপনায়।
Ato surola gola khub kom e ache mon ta kharap hoye gelo 💚❤🙏🙏🙏
অপূর্ব
ওনার এক ছেলে আর এক মেয়ে আছে। তারা কি অমানুষ ?? এমন একজন মা পেয়েও তাঁর প্রতি এত অবহেলা আর অনাদর কেন দেখাত তারা , কে জানে। 🥺
Ami barir samne dokane jokhon jetam(Nepal Bhattacharjee St)...majhe modhyei onake dekhtam dokaner baire blank hoye boshe achhen...tokhono bujhini onar obostha...I was too young; ekhon jante pere khubi koshto hochhe mone...onar chhele-meye ki kono responsibility ee kokhonoi nae ni?? Khubi dukkher....
রজত ওনার ছেলে,,,,আমার স্কুলের একই ক্লাসের সহপাঠী ছিলো, তখন তো ভালই ছিল,,কেনো ও কি ওর মাকে দেখতে না,,,অদ্ভুত ব্যাপার
প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কোনো তুলনা চলেনা। তার তুলনা তিনি নিজেই। এমন দরদী কন্ঠ , মধুমাখা সুন্দর সুরের মূর্ছনায় প্রান উজাড় করা গান শুনে মন ভরে যায়। বিনম্র , সহজ সরল এই মহান শিল্পীকে আমার বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। জীবনের শেষ প্রান্তে এসে এত কষ্ট পেতে হয়েছে জেনে আমার চোখ জলে ভরে গেল। ঈশ্বর এর কাছে তার আত্মার শান্তি কামনা করি।
ওনার জীবনী যতবার শুনি শুধু কষ্ট পাই।এটাই বোধ হয় ভাগ্য ।
আমিও😢
আমার প্রিয়তম শিল্পীর শেষজীবনের দুঃখের কষ্টের কথায় মর্মাহত হলাম ! ধিক্কার বোধ হচ্ছে ! কি কঠিন দুনিয়া !
এটি এমন একটি হৃদয় স্পর্শ ঘটনা যা শোনার পর বাকরুদ্ধ হয়ে গেলাম। তিনি কেন এমন অসুস্থ হয়েছিলেন তা শুধু সৃষ্টিকর্তাই জানেন এমন মোহময় সুর যার কণ্ঠে সৃষ্টিকর্তা দিয়েছিলেন। তবে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি পরপারে তিনি যেন এখন ভালো থাকেন।
A great history preserved
কি মায়াবী কন্ঠের অধিকারী ছিলেন, তিনি!!তার শেষ জীবনের পরিণতির কথা জেনে খুব কষ্ট পেলাম।
বরেণ্য শিল্পী প্রতিমা বন্দোপাধ্যায়ের কন্ঠের মাধুর্য অতুলনীয়, এই শ্রদ্ধাভাজন মানুষটির সারল্য সত্যি মুগ্ধ করার মত, তার শেষ জীবনের দূর্গতির কথা জেনে খুব কষ্ট পেলাম, যা বলে বুঝানো সম্ভব নয়, তারপরও তিনি আমাদের সকলের অতি কাছের মানুষ এবং তিনি স্মরণীয় ও বরণীয়।
শিল্পী প্রতিমা বন্দোপাধ্যায় এর গান শুনেছি প্রথম ৭০ দশকে, অদ্যাবধি তার গাওয়া গানগুলি কি যে ভাল লাগে তাহা বলে শেষ করা যাবে না। তার মত গুণি শিল্পী ও এমন মায়াবি কন্ঠি দ্বিতীয় হবে কি না জানি না, তার আত্মার প্রশান্তি কামনা করছি, ধন্যবাদ।
আমার খুব প্রিয় শিল্পী ❤জীবন কাহিনী শুনে চোখে এসেছে 😢এইরকম শিল্পী আর দিতীয় হয় নি হবে না ।
Pronam Protima Bandhopadhay!
অসাধারণ সঙ্গীত শিল্পী ছিলেন। আমার খুব প্রিয় । শেষ জীবন টা খুব দুঃখের। সত্যি মনটা খারাপ হয়ে যায়।
চমৎকার কণ্ঠস্বর
মতামত রাখার অবস্থায় নেই ।। আপনাদের এত্তো বড় চ্যানেলে এতো মর্মস্পর্শী ভিডিও টি দেখার পর,দু'চোখ যখন ভাসছে,ঠিক তখনই বলে উঠলেন, "ভিডিওটি যদি ভালো লেগে থাকে!!!!"..... এটা কেনো বললেন!! মা সরস্বতী পথে পথে খাবার চেয়ে খাচ্ছে, এটা শুনে আমার মত ভক্ত, যাদের কাছে তাঁর গান শ্বাসের বাতাস, তাদের কি ভালো লাগার কথা!!! ধরে নিলাম,
হয়তো অভ্যাস বশত বলে ফেলেছেন;সেক্ষেত্রে কর্তৃপক্ষকে অনুরোধ করবো, ভবিষ্যতে content অনুযায়ী স্ক্রিপ্টে শব্দ চয়নে বদল আনুন।। এই ভিডিও ভালো লাগার নয়,হতেই পারে না।বলতে পারতেন, ভিডিওটি যদি হৃদয় স্পর্শ করে,তাহলে like share করবেন।
আমি তো share করবই। কিন্তু এটুকু না বলে পারলাম না।
My dear sister you are really great
দিকপাল কোকিল কণ্ঠী শিল্পী।অন্তর মন্দিরে অমর প্রতীমা হয়েই থাকবেন।
আমার মতে প্রতিমা বন্দোপাধ্যায় এর প্রতিভার সাথে লতার ই তুলনা চলে।
Pratima Banarjee is an invaluable ornamentation of songs ever born!
মহান শিল্পীকে আমার প্রনাম🙏🙏🙏
আমি বাংলাদেশ থেকে বলছি, তাঁর সারল্য আমাকে অভিভূত করে, তাঁকে কাছে পেলে মার্তৃসমজ্ঞানে শ্রদ্ধা করতাম। তাঁর স্মৃৃতির প্রতি শ্রদ্ধা রইলো নিরন্তর।
আমার কাছে প্রতিমা বন্দ্যোপাধ্যায় এক ও অদ্বিতীয় কণ্ঠ শিল্পী। তাঁর শেষ বয়সের কথা শুনে মর্মান্তিক আঘাত পেলাম। পর জগতে ভালো থাকুন সহজ-সরল প্রিয় শিল্পী।
আমার প্রিয় শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়।প্রাতিমা তে মা আছে। এই প্রতিমা ঈশ্বর প্রদত্ত।❤❤
আমি শিল্পীকে খুব শ্রদ্ধা করি, তাঁর গান আমার খুব প্রিয়। কিন্তু তাঁর জীবনের এই করুন কাহিনী জানতাম না । তাঁকে শতকোটি প্রনাম জানাই । আপনিও আমার প্রনাম জানবেন।
"আঁধার আমার ভালো লাগে।
তারা দিয়ে সাজিও না আমার আকাশ,,"!
প্রণাম ওনার চরণতলে ❤❤🙏🙏🙏
Ai oyisorjomoy shilpr korun dikta jane sudhu kasto pachichi kichu korta ...yet Amader great full haoyr samoy aseche.legend ke sasordhdhyo pronam.thanks for b.g.
খুবই কষ্ট পেলাম গায়িকা প্রতিমা বন্দোপাধ্যায়ের জন্য এত কষ্ট সহ্য করেছিলেন তা শুনে আমার বড় দুঃখ লাগলো ধন্যবাদ আপনাকে পাঠক নমস্কার নেবেন ❤️ 🙏
ভুলিতে পারিনা, তবু ভুলে যেতে হয়
🙏🙏🙏🙏🙏🙏 onek Sharddha, bhalobasa💐💐💐
Beautiful.
এমন একজন শিল্পী র জীবনী শুনে মনে খুব কষ্ট পেলাম। তার প্রতি র ইলো আমার ভক্তি পূন
প্রনাম।