Calendar Reasoning Tricks in Bengali | ক্যালেন্ডারের অংক | বার নির্ণয়ের সহজ পদ্ধতি

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ธ.ค. 2020
  • Mottasin Pahlovi BUETian স্যারের Magic Math বইটি পড়লে যেকোনো চাকুরি পরীক্ষায় গণিত স্বল্প সময়ে সমাধান করতে পারবেন।
    Basic+Shortcut=Magic Math
    (এক মলাটে গণিত ও মানসিক দক্ষতা)
    গত ছয় মাসে ৫০ হাজারের বেশি বিক্রিত একমাত্র বই ম্যাজিক ম্যাথ।
    ১. bcs(বিসিএস)-গণিত ও মানসিক দক্ষতা
    ২. প্রাইমারি
    ৩.নিবন্ধন
    ৪. বিভিন্ন মন্ত্রনালয়ের পরীক্ষা
    ৫. সরকারি ও বেসরকারি নিয়োগ
    বিক্রয়কেন্দ্র:দেশের প্রতিটি জেলায় Magic Math (Job) (দাম লাইব্রেরি ভেদে ৪৩০-৪৫০টাকা) বইটি পাওয়া যাচ্ছে।
    এছাড়া রকমারি থেকে কিনতে 16297 এ কল করে অর্ডার দিতে পারেন।
    জরুরি প্রয়োজনে call/sms: 01966501568/01776633310
    50+ ট্রিক্স ও অনেকগুলোর মজার গল্প নিয়ে আমার (মোত্তাসিন পাহলভী, Mottasin Pahlovi - BUETian) লিখা গণিতের জেমস বন্ড বইটির প্রি অর্ডার শুরু হয়েছে।
    নিচে রকমারিতে প্রি অর্ডারের লিংক দেওয়া আছে।বইমেলায় ইনশাল্লাহ ২৮ মার্চ থেকে পাওয়া যাবে।
    বইটিতে যে 50+ ট্রিক্সগুলো সেগুলোর একাংশ -
    ♦নামতার মজার কয়েকটি টেকনিক
    ♦ গুণ ও ভাগের সেরা অনেকগুলো টেকনিক
    ♦দশমিকের গুণ ও ভাগের নিনজা টেকনিক
    ♦ভগ্নাংশের ছোট বড় ২ সেকেন্ডে নির্ণয়
    ♦বার নির্ণয়ের টেকনিকগুলো
    ♦তোমার জন্মদিন/ ঐতিহাসিক দিনের বার নির্ণয়
    ♦নদীর একপ্রান্ত থেকেই নদীর প্রস্থ নির্ণয়ের অস্থির টেকনিক
    ♦লসাগু গসাগু বের করার অসাধারণ ম্যাজিক
    ♦বর্গ করা এত সহজ
    ♦অংকের মজার খেলাগুলো
    এরকম গড়, ত্রিভুজ চতুর্ভূজের সংখ্যা নির্ণয়, ৫ ও ৯ এর ম্যাজিক খেলা সহ ৫০+ টেকনিক আছে এই বইটি।
    এটি গণিতের জেমস বন্ড বইয়ের প্রথম পার্ট।
    বইটির গল্প
    রাফাতের বয়সী ছেলেমেয়েরা যখন ভিডিও গেম খেলে, মুভি দেখে , বসে বসে গল্প করে সময় কাটায়, রাফাত তখন গণিতের বিভিন্ন মজার বিষয়গুলো নিয়ে গবেষণা করে।সে গণিতের অনেকগুলো ম্যাজিক ট্রিক্স আবিষ্কার করে। রাফাত প্রায়ই এ ম্যাজিক ট্রিক্সগুলো তার বন্ধুদের দেখায়।এগুলো দেখে সকলেই অবাক হয়ে যায়।রাফাতের দেখানো ম্যাজিকগুলো রাফাতের বন্ধুদের এতটাই মুগ্ধ করে যে একদিন রাফাতকে তার বন্ধুরা 'গণিতের জেমসবন্ড' উপাধি দেয়।
    প্রকৃতপক্ষে রাফাত এখানে একটি প্রতীকী নামমাত্র।গণিতকে ভালবেসে যারাই গণিতকে নিয়ে চিন্তা করে, গবেষণা করে তারা সকলেই গণিতের জেমসবন্ড।
    বইটি অর্ডার করার লিংকঃ
    www.rokomari.com/book/212229/...
    What is main purpose of this channel?
    I wanna create a platform which will provide education in a most interesting way. A learner will be able to learn many things in a short period of time but will not get bored. This is the ultimate goal of this TH-cam channel. I think, the most beautiful part of learning is that, no one can take it away from you.
    there are following topics you will find in this video
    বার নির্ণয়ের প্রতিটি পরীক্ষায় আসে। তার বার নির্ণয় সহজ পদ্ধতিতে শেখা খুবই জরুরি।ক্যালেন্ডার রিজনিং
    mottasin pahlovi buetian
    বার নির্ণয়ের অংক
    বিসিএস গণিত প্রস্তুতি
    বার নির্ণয়ের অংক
    ক্যালেন্ডারের অংক
    বিসিএস গণিত প্রস্তুতি
    গণিত,অংক
    Mottasin Pahlovi,Mottasin Pahlovi BUETian
    বার নির্ণয়ের নিয়ম,বার নির্ণয়,ক্যালেন্ডার 2020
    ক্যালেন্ডার তৈরি
    calendar reasoning tricks in bengali
    বিসিএস গণিত
    বিসিএস গণিত শর্টকাট
    প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২০
    gonit,onko,অংকের জাদু
    মোত্তাসিন পাহলভী
    গণিত নবম দশম শ্রেণি
    গণিত এসাইনমেন্ট

ความคิดเห็น • 3.5K

  • @dulalmukherjee467
    @dulalmukherjee467 3 ปีที่แล้ว +1431

    খুব ভাল। 65 বছর বয়সেও মন দিয়ে আপনার সমাধান কৌশল গুলো দেখি। ধন্যবাদ।

    • @soumyadipgole7653
      @soumyadipgole7653 3 ปีที่แล้ว +73

      আপনি পেরেছেন। আমরাও পারবো।

    • @funnyvideono1154
      @funnyvideono1154 3 ปีที่แล้ว +74

      শেখার আগ্রহ দেখে আমি খুব খুশি হলাম। তাই আমারও শেখার ইচ্ছা আরও বেড়ে গেলো

    • @mdtauhidulrakib8766
      @mdtauhidulrakib8766 3 ปีที่แล้ว +34

      আপনাকে অনেক ধন্যবাদ 54 বছর বয়সেও আপনার অংকের টেকনিকগুলো শিখলাম

    • @kalyanchatterjee6673
      @kalyanchatterjee6673 3 ปีที่แล้ว +20

      Khub bhalo paddhati.68 bachhar bayase o manajoge er sahit dekhi, r apsos kari ai padhati guli amader samay thakle Math a anek samriddha hotam. Akhan shekhar anande shikh chhi. Dhanyabad.

    • @RaselAhmed-hf2ry
      @RaselAhmed-hf2ry 3 ปีที่แล้ว +39

      গণিত প্রেমিকরা অমৃত্যু পর্যন্ত গণিতকে ভালোবাসে ৷ আপনি সেই সব প্রেমিকদের একজন ৷

  • @md.atikurrahman7413
    @md.atikurrahman7413 3 ปีที่แล้ว +51

    ধন্যবাদ দেওয়ার ভাষা নেই আমার। আইমিন কৃতজ্ঞতা জানিয়ে ছোট করবো না। বরং হৃদয় থেকে শ্রদ্ধাজ্ঞাপন করছি। কারন আমি ম্যাথ দেখলি ক্রোমায় চলে যেতাম, আর সেই আমি আপনার ভিডিও দেখে ম্যাথ আয়ত্ত করতে সক্ষম করেছি। যেটা আমার চাকুরী পরীক্ষায় কাজে দিবে। আমি জানতাম না যে, বাংলাদেশে এত যোগ্য এবং চমকপ্রদ শিক্ষক রয়েছে ❤❤❤❤

  • @md.shawall2867
    @md.shawall2867 ปีที่แล้ว +9

    প্রতিটি স্কুলে আপনার মতো টিচার প্রয়োজন।Love you Boss🥰

  • @shammyrkureghor
    @shammyrkureghor ปีที่แล้ว +34

    অসাধারণ।এতো সুন্দর করে কেউ গণিত বোঝাতে পারে জানা ছিল না। অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার।

  • @nayanuddin5473
    @nayanuddin5473 3 ปีที่แล้ว +48

    অনেক বছর হয়ে গেছিল এসব বার নিণর্য় অংক করতে পারতাম না। আপনি একদম সহজ সরল ভাবে অংক বুঝিয়েছেন। এখন থেকে আর ভুল হবে না। অনেক অনেক উপকৃত হতে পারলাম।
    শুভ কামনা রইল স্যার।

  • @sweetsmile2146
    @sweetsmile2146 2 ปีที่แล้ว +10

    খুবই ভাল বুঝিয়েছেন স্যার। অনেক হেল্পফুল আপনার ভিডিওগুলো। ধন্যবাদ স্যার 😊😊। দোয়া ও শুভকামনা রইলো। দীর্ঘজীবী হোন😊😊

  • @samirmukherjee6733
    @samirmukherjee6733 ปีที่แล้ว +34

    আমি একজন ভারতীয়। বয়স ৬৭ + তবুও আপনার অংকের ক্লাসে অনেক কিছু শেখার আছে। বাংলাদেশে আপনার দ্বারা অনেক অনেক ছাত্র ও ছাত্রী উপকৃত হয়েছে ও তাদের ভিত আপনি নিজের হাতে করে বানিয়ে দিয়েছেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন, এই কামনা করি।

    • @babai9143
      @babai9143 ปีที่แล้ว

      আপনার বুড়ো বয়সে ভীমরতি ধরেছে অংক শিখি কি করবেন এর আর কদিন পর তা আপনি বাঁচবেন না কৃষ্ণ নাম জপ করুন

    • @shreyadey74
      @shreyadey74 ปีที่แล้ว

      👍👍

    • @rs.subha.gaming
      @rs.subha.gaming หลายเดือนก่อน

      😅​@@shreyadey74

    • @PalashAhmed-bw9vl
      @PalashAhmed-bw9vl หลายเดือนก่อน

      আপনি বললেন "বাংলাদেশের শিক্ষার্থীরা উপকৃত হচ্ছে এমন স্যারের কাছ থেকে​" আমার কথা হচ্ছে ইন্ডিয়ানরা উপকৃত হচ্ছে না? এখানে আপনারা দেখবেন অনেক ইন্ডিয়ান কমেন্ট করেছে। আপনার মতো কিছু লোক উপকার নিয়েও স্বিকার করতে চায়না যে তারা উপকার পাচ্ছে। গাদ্দার@@shreyadey74

  • @user-go9xk6li4g
    @user-go9xk6li4g 6 หลายเดือนก่อน +2

    ধন্যবাদ জানানোর কোনো ভাষা নেই স্যার।। শুধু এটাই চাইবো আল্লাহ আপনার নেক হায়াত দান করুন।। আপনাকে সুস্থ রাখুন।। আপনার মা অনেক ভাগ্যবতী আপনার মতো সন্তান পেয়ে।।।

  • @faisalahmed1944
    @faisalahmed1944 3 ปีที่แล้ว +198

    বারের সমস্যা নিয়ে অনেকদিন ভুগছিলাম! অাল্লাহর রহমতে অাপনার উসিলায় অাজকে পরিত্রান পেলাম! thanks a lot.

  • @imrankabir516
    @imrankabir516 3 ปีที่แล้ว +121

    স্যার আমি অনার্স ২য় বর্ষে রাষ্ট্রবিজ্ঞানে পড়ি। আমি এখন থেকে জব প্রিপারেশন নিচ্ছি। আর ম্যাথের জন্য আপনার ক্লাস গুলো করি এবং অনেক ভালো লাগে। আমার জন্য দোয়া রাখবেন।

    • @mohenchandrabarman9578
      @mohenchandrabarman9578 2 ปีที่แล้ว +1

      th-cam.com/video/-RuxWa1GReY/w-d-xo.html

    • @najmakhanam4037
      @najmakhanam4037 2 ปีที่แล้ว

      Thanks sir

    • @saminyeasar4655
      @saminyeasar4655 6 หลายเดือนก่อน

      👎🏾👎🏾👎🏾👎🏾👎🏾👎🏾👎🏾👎🏾👎🏾👎🏾👎🏾👎🏾👎🏾👎🏾😈😈😈😈😈😈😡😡😡😡😡😡😡😡🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🫣🫣

  • @morshedcoxs4201
    @morshedcoxs4201 ปีที่แล้ว +6

    আপনার বুঝানোর ক্ষমতার তুলনা হয় না।
    আসলে আমি মুগ্ধ স্যার আপনার ক্লাস গুলো দেখে।
    আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক। আমিন।

  • @lijaakter8522
    @lijaakter8522 2 ปีที่แล้ว +6

    স্যার আপনার ক্লাস গুলা সত্যিই অসাধারণ। দোয়া করি আল্লাহ আপনার নেক হায়াত বাড়িয়ে দিন.....

  • @assamiuakibtricks6736
    @assamiuakibtricks6736 2 ปีที่แล้ว +145

    এই স্যারের মত অন্য কোন স্যার বোঝাতে পারে না ❤️❤️
    আমি মনে করি তিনি অত্যন্ত জ্ঞানী ধৈর্যশীল ও বুদ্ধিমান

    • @amarhazra7214
      @amarhazra7214 ปีที่แล้ว +2

      স্যার আমি আপনার ক্লাস করি খুব ভালো লাগছে

    • @dalikarmakar2283
      @dalikarmakar2283 ปีที่แล้ว

      Sir apni khub sohojei bujhiye den.apnar class gulo ami kori khub vlo লাগে.tnk u sir

    • @ashutoshgiri4712
      @ashutoshgiri4712 ปีที่แล้ว

      Excellent teaching.

    • @veqaluplusat12345
      @veqaluplusat12345 ปีที่แล้ว +1

      Buetian bole kotha.

    • @kabirkhan9346
      @kabirkhan9346 ปีที่แล้ว

  • @salmarahman1191
    @salmarahman1191 2 ปีที่แล้ว +14

    স্যার,, আপনার মতো কেউ এত সুন্দর করে বুঝাতে পারে না,,আল্লাহ আপনাকে দীর্ঘ আয়ু দান করুক,, আমিন

  • @UnScripted_Life_BD
    @UnScripted_Life_BD ปีที่แล้ว +3

    স্যার খুব ই সুন্দর উপস্থাপন করেছেন এবং সব কিছু সহজেই বুঝা যায়। ধন্যবাদ স্যার।

  • @AntoraKoly
    @AntoraKoly หลายเดือนก่อน +1

    আসসালামু আলাইকুম স্যার। আপনার মত শিক্ষক যদি আমাদের বাংলাদেশে আরো আগে আসতো তাহলে কেউ অংকে ফেল করত না। আপনার ভিডিওগুলো আমি সব সময় ফলো করি। অসাধারণ আপনার অংক করার নিয়ম।

  • @aeshaanmjdghddhh
    @aeshaanmjdghddhh 2 ปีที่แล้ว +8

    খুবই ভালো লাগলো ৬০ বছর বয়সেও মনোযোগ সহ করে দেখি।আল্লাহ্ আপনাকে হায়াত দরাজ করুক, জাতিকে এই জটিল বিষয়ে সহজ সরল ভাবে শিক্ষা দিতে পারেন।

  • @Fatakesto_2_action
    @Fatakesto_2_action 2 ปีที่แล้ว +228

    "খবুই সহজ তাই না ," আপনার এই কথা টা আমার খুব ভালো লাগে ‌❤️♥️🤗☺️

  • @RakibAhmed-bj1lk
    @RakibAhmed-bj1lk ปีที่แล้ว +2

    আমার মতে আপনার মতো অভিজ্ঞতা সম্পূর্ণ গণিত স্যার দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয় গুলোতে একজন করে থাকা খুবই প্রয়োজনীয়

  • @mitamathur359
    @mitamathur359 หลายเดือนก่อน

    দারুণ । আমি এই consept টা bojhar jonno অনেক vodeo দেখলাম সব চেয়ে আপনার তা সহজ লাগলো thank you sir

  • @palasmaana5520
    @palasmaana5520 3 ปีที่แล้ว +44

    আমি একজন বাংলাভাষী ভারতীয়। আপনার অংক শেখানোর পদ্ধতি খুব সহজ সরল। বহু ছাত্র উপকৃত হবে আশা করি। ভগবান আপনার মঙ্গল করুন।

    • @fatema262
      @fatema262 2 ปีที่แล้ว +1

      ★আই-কিউ(IQ)/মানসিক দক্ষতা/দক্ষতা বিশ্লেষণ/IQ একদিনে সম্পন্ন কোর্স শেষ করতে পারবেন, এবং সর্বোচ্চ মার্ক পেতে সহায়তা করবে ক্লাস গুলো। দেশ সেরা শিক্ষকের ক্লাস।এছাড়া Math এর ক্লাসও আছে।
      18.th-cam.com/video/sdeDFYtw874/w-d-xo.html
      17.th-cam.com/video/LFWoce7gFlw/w-d-xo.html
      16.th-cam.com/video/nD_KpFVsXaQ/w-d-xo.html
      15.th-cam.com/video/Z240A0fKLNM/w-d-xo.html
      14.th-cam.com/video/ndlMzIxufwY/w-d-xo.html
      13.th-cam.com/video/rCvBNnROvBE/w-d-xo.html
      12.th-cam.com/video/PqJu-Fb-pnw/w-d-xo.html
      11.th-cam.com/video/XYaAmc8v73A/w-d-xo.html
      10.(Part-01)th-cam.com/video/a71zV_R7_vY/w-d-xo.html
      10.(Part-02)th-cam.com/video/DJcNe5Zl-pU/w-d-xo.html
      09.th-cam.com/video/NN-biBm8k5I/w-d-xo.html
      08.th-cam.com/video/HesD9Vqmy_I/w-d-xo.html
      07.th-cam.com/video/wV9kNrCERak/w-d-xo.html
      06.th-cam.com/video/Wgp971tZQdY/w-d-xo.html
      05.th-cam.com/video/tG9KMvcTBv4/w-d-xo.html
      04.th-cam.com/video/eFsCq5AxdCc/w-d-xo.html
      03.th-cam.com/video/IwAfoVzz8Ng/w-d-xo.html
      02.th-cam.com/video/M7oeMjMGt0M/w-d-xo.html
      01.th-cam.com/video/nnCRL_6dMjM/w-d-xo.html
      19.th-cam.com/video/GYq5pbELoBA/w-d-xo.html
      আই-কিউ(IQ) Orientation Class-th-cam.com/video/_VFK-jK_8Do/w-d-xo.html
      ক্লাস গুলো চ্যানেলে রয়েছে।
      বিগত সালের গনিত প্রশ্নের সমাধান।
      1.th-cam.com/video/1Y_w1GiXLKk/w-d-xo.html(২০১৯-২০)
      2.th-cam.com/video/_Q7PiQHUwU0/w-d-xo.html(২০১৮-১৯
      3.th-cam.com/video/kvy2YRdIyoA/w-d-xo.html(২০১৬-১৯)
      4.th-cam.com/video/tHphyAY__qQ/w-d-xo.html
      $★th-cam.com/video/GYq5pbELoBA/w-d-xo.html
      5.th-cam.com/video/Q_Fn2vWo2gE/w-d-xo.html
      6.th-cam.com/video/n4iGHRYxZgY/w-d-xo.html
      7.th-cam.com/video/HcEOV6SWhak/w-d-xo.html
      8.th-cam.com/video/UOFjgPMillk/w-d-xo.html
      9.th-cam.com/video/qfNu5SuckAg/w-d-xo.html
      10.th-cam.com/video/GYq5pbELoBA/w-d-xo.html
      যুক্ত থাকুন আমাদের সাথে।উপকৃত হলে Videoগুলো Shere করুন।ধন্যবাদ😍

  • @jobandstudy
    @jobandstudy 3 ปีที่แล้ว +21

    Amazing class.Your every classes are amazing sir..May Allah increase your effective and helpful knowledge.

  • @RajShaikh-xt6oi
    @RajShaikh-xt6oi 3 หลายเดือนก่อน

    সত্যি খুব সুন্দর নিয়মে আপনি খুব সহজ নিয়মে অংক করান । সমস্ত অংকের শর্টকাট নিয়ম এর ভিডিও আপনি দিতে থাকবেন TH-cam এ 🎉🎉🎉

  • @sritamabhowmickdeb3958
    @sritamabhowmickdeb3958 2 หลายเดือนก่อน

    Excellent explanation, very easy and in lucid style, with strong positive attitude, i m a Mathematics teacher by profession, love to watch sir videos, God bless you and your family, i m 4rom West bengal.

  • @jobayerhossain8903
    @jobayerhossain8903 2 ปีที่แล้ว +11

    স্যার আপনি অনেক সহজ করে সব অংক গুলো বুঝিয়ে থাকেন। ধন্যবাদ স্যার

    • @goutambera6261
      @goutambera6261 9 หลายเดือนก่อน +1

      apnar bojhanor khamota ak kathaya asadharan

  • @riponstech5016
    @riponstech5016 3 ปีที่แล้ว +200

    খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। আল্লাহ আপনার নেক হায়াত দান করুক।

    • @AbulKalam-hj5qm
      @AbulKalam-hj5qm 3 ปีที่แล้ว +1

      thanks sir

    • @atulghosh9192
      @atulghosh9192 3 ปีที่แล้ว

      Very good

    • @jesamboss5021
      @jesamboss5021 3 ปีที่แล้ว

      Thank you sir

    • @bablishukla1536
      @bablishukla1536 3 ปีที่แล้ว

      sir aapni stty khub sundor vabe bujhiyechen ....amr calender er mathgulo korte khubbb osubidhe hoto ekdomi partam na aaj aapner vedio dekhe eto sohoj hoye gelo kichu bolar nei sir thnkuuu so much ...sir amr math ta khub week ....ami vlo kore math sikhte chai aapner kache ....

    • @motilaldas8388
      @motilaldas8388 3 ปีที่แล้ว

      এবার বোঝা গেলো

  • @harikishoredatta9662
    @harikishoredatta9662 9 หลายเดือนก่อน +1

    I am just spellbound after seeing your technique!!! You are simply amazing!!!❤❤❤❤❤❤❤❤❤

  • @jamshedsheikh-cr4yi
    @jamshedsheikh-cr4yi ปีที่แล้ว +6

    আপনার মতো একজন স্যার পাওয়া ভাগ্যের ব্যাপার 😊😊😊😊😊😊🎉

  • @sharminsanjida5490
    @sharminsanjida5490 2 ปีที่แล้ว +24

    অনলাইনে বেস্ট গণিত টিচার খুঁজেছি আজ পেয়ে গেছি....🥰🥰
    ইউ আর বেস্ট স্যার....🥰🥰

  • @sadekasultana5559
    @sadekasultana5559 3 ปีที่แล้ว +129

    স্যার মানসিক দক্ষতা আর বীজগণিত আর পাটিগণিত এর উপর আপনার এমন মজাদার ও সহজভাবে অংক করার আরও ক্লাস চাই।

    • @khasnudia9388
      @khasnudia9388 2 ปีที่แล้ว +1

      khbb vlo..eirkm aro video chai...

    • @arifrahamanarif2603
      @arifrahamanarif2603 2 ปีที่แล้ว

      @@khasnudia9388 qqwaaqaa1ww1aa1aqq1wqqqaqw1wwwwq1qqwqaa1w1q1wwq111qqwwaqwawa11ww1w1ww1ww2w11wq11qawaawa11aw1aswwawwwawaaa1aaqAwwaa2awa1wwqw1a21aawwwww1qw111w111waa11wwwwwww2w122wa1q1ww1w2w1a1a211a1w21111www1a

  • @arupsen-ls3we
    @arupsen-ls3we 9 หลายเดือนก่อน +1

    আজ আমি আপনার ভিডিও দেখলাম, এই বিষয়টা মাথায় ঢুকছিলো না, কতো সুন্দর ভাবে মাথায় ঢুকিয়ে দিলেন, অসংখ্য অসংখ্য thanks আপনাকে😊

  • @sabitabhattacharjee1214
    @sabitabhattacharjee1214 5 ชั่วโมงที่ผ่านมา

    ৬২ বছর বয়সে ও মন দিয়ে আপনার সমাধান কৌশল দেখি, ভালো লাগে।

  • @kishorsarker2285
    @kishorsarker2285 ปีที่แล้ว +8

    আপনি খুব ভালো ভাবে বোঝান স্যার খুব ভাল লাগে আপনার শিক্ষা গুলো।।

  • @daewatalislam9109
    @daewatalislam9109 3 ปีที่แล้ว +12

    আপনার মতো স্যার পেলে যারা অংকে দূর্বল তারা আর অংক কে ভয় পেত না বরং মজায় মজায় অংক করতো। দোয়া রইলো স্যার ।

  • @tanmoyroyprotik2012
    @tanmoyroyprotik2012 11 หลายเดือนก่อน +1

    Nobody can't make understand us clearly like this sir . Who are like this brilliant and meritorious sir

  • @badalsaren9064
    @badalsaren9064 2 หลายเดือนก่อน

    অতি সুন্দর, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে

  • @SaidulIslam-65
    @SaidulIslam-65 ปีที่แล้ว +44

    স্যার আপনার মতোই প্রত্যেক প্রতিষ্ঠানে যদি এভাবে গণিত শিক্ষা দিত তাহলে প্রাইভেট নিয়ে এত চিন্তা করতে হতো না।
    একেবারে অতুলনীয় ❤️❤️❤️❤️

    • @mdsaifulislam151
      @mdsaifulislam151 ปีที่แล้ว +1

      Hea😊

    • @abdulmotin8902
      @abdulmotin8902 6 หลายเดือนก่อน

      ১৯৯৪ সাল ৩৬৫ দিনে হয় , স্যার লিখেছেন ৩৬৬ দিন এবং লিপিয়ার , ১৯৯৪ সাল ৩৬৬ দিন নয়।

  • @nabilazaman5961
    @nabilazaman5961 2 ปีที่แล้ว +5

    স্যার,যতদিন পড়াশোনা থাকবে ততদিন আপনার ক্লাস ফলো করবো ইনশাআল্লাহ।।।

  • @debasish9585
    @debasish9585 ปีที่แล้ว +1

    অতুলনীয় , হিতকর আপনার শেখানোর কৌশল। আপনাকে অশঙ্খ ধন্যবাদ। 🙏

  • @SohelRana-ok7jl
    @SohelRana-ok7jl ปีที่แล้ว +1

    ধন্যবাদ স্যার, আপনার ক্লাস দেখে অনেক উপকৃত হই। ❤

  • @nazmulislamshakib945
    @nazmulislamshakib945 ปีที่แล้ว +8

    এক কথায় অসাধারণ প্রিয় স্যার❤️

  • @surajitghosh6292
    @surajitghosh6292 3 ปีที่แล้ว +150

    আমি পশ্চিমবজ্ঞের ,আপনার VDO আমাকে উপকৃত করছে ছেলে ও মেয়েকে সহজে অংক বোঝাতে ও ওদের অংকের প্রতি ভীতি কাটাতে

    • @daliamondal6305
      @daliamondal6305 3 ปีที่แล้ว +1

      Darun👍

    • @sailendas8832
      @sailendas8832 3 ปีที่แล้ว

      😅

    • @probudhya9521
      @probudhya9521 3 ปีที่แล้ว

      @@sailendas8832 I'm

    • @sahidmolla1531
      @sahidmolla1531 2 ปีที่แล้ว

      উনি তো মুসলীম তার উপরে বা্্লাদেশি ওনার শিখ্যা পদ্ধতি নিলে আপনাদের জাত চলে যাবে হয়তো । তাই আমার পরামশ্য হলো আর এস এসের শিখ্যক দের শিখ্যা নেন ওরা গো মাতা নিয়ে গবেষনা করে ডক্টরেট উপাধী দেবে । আপনারা জানতে পারবেন কিভাবে গোরূর দুধে সোনা পাওয়া যায় ? কিভাবে গোমুএ খেলে করোনা সারে 😂😘

    • @avijitroy4749
      @avijitroy4749 2 ปีที่แล้ว

      Amio

  • @pujaroy18
    @pujaroy18 ปีที่แล้ว +5

    অনেক সুন্দর ভাবে বুঝিয়েছেন sir 👍💙

  • @12pijushkantidas9
    @12pijushkantidas9 3 หลายเดือนก่อน

    ❤চমৎকার ধারণা। ধন্যবাদ আপনাকে।

  • @prosenjitmandal9984
    @prosenjitmandal9984 ปีที่แล้ว +3

    খুব সুন্দর হয়েছে।একেবারে ধর্য সহকারে আপনার প্রোগ্রাম গুলো দেখা হয়।

  • @abutahershaikh3647
    @abutahershaikh3647 2 ปีที่แล้ว +6

    ধন্যবাদ স্যার। WBCS - WEST BENGAL CIVIL SERVICE - 22/08/2021 তারিখের পরিক্ষায় এসেছিল।

  • @mohammadbayezidbostame3219
    @mohammadbayezidbostame3219 ปีที่แล้ว

    বুঝতে সক্ষম হয়েছি। টেকনিকগুলো অবশ্যই সহজতর। ধন্যবাদ আপনাকে।

  • @Natural-Environment
    @Natural-Environment ปีที่แล้ว

    Thank you very much. জাযাকাল্লাহু খাইর।

  • @farzanalipy699
    @farzanalipy699 2 ปีที่แล้ว +66

    অনেক ভালো লাগলো স্যার।
    আশা রাখছি আমাদের মত মধ্যবিত্তদের সন্তানদের জন্য এভাবেই ফ্রি ক্লাস দিয়ে উপকার করবেন।

  • @syedmustakim9460
    @syedmustakim9460 3 ปีที่แล้ว +15

    স্যার, আমার গণিতে খুব সমস্যা, তবে আপনাকে পাওয়ার পর এখন অনেক সাহস পাচ্ছি। আপনার এত মূল্যবান সময় আমাদের দেয়ার জন্য অনেক ভালবাসা রইল স্যার,,💗,,,,, ক্লাসের মধ্যে আপনার মুখ ভর্তি হাসি গুলো আপনাকে আরও প্রিয় করে তুলছে। Love you countless, sir....😍💗💗❤

  • @sbinfotech662
    @sbinfotech662 2 ปีที่แล้ว +1

    Darun hoyeche Sir, I am very thankful for you.🙏🙏👍💐

  • @ProsanjitSarkar-tc9lf
    @ProsanjitSarkar-tc9lf 5 หลายเดือนก่อน

    এত সুন্দর করে বুঝিয়েছেন যে একবারের সব জলের মত সহজ মনে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার । প্রণাম নিবেন।🙏🙏❤️❤️

  • @SMCREATION-gj7pf
    @SMCREATION-gj7pf 2 ปีที่แล้ว +33

    স্যার আপনার মত সব sir এরাই যদি এইভাবে বুঝিয়ে দিতো তাহলে আজ সকল ছাত্র ছাত্রীরা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুত থাকতো ।
    ধন্যবাদ sir আমাদের পাশে থাকুন এগিয়ে রাখুন ।

  • @sujansardar1734
    @sujansardar1734 3 ปีที่แล้ว +14

    আপনার বোঝানোর কৌশল খুব সহজ । যেকোনো ছাত্রছাত্রী খুব সহজেই সবকিছু বুঝে নেবে । ধন্যবাদ স্যার 🙏🙏🙏

  • @sekharhazra6865
    @sekharhazra6865 ปีที่แล้ว

    Ami India ar ektu chotto state Assam theke dekchy amr 28the Aug state govt xam xam aapnar easy procedure maths amake onek tension free kore dichche Sir..oshesh dhonnobad n pronam aapnar moto guru er jonno

  • @peyasakand4841
    @peyasakand4841 ปีที่แล้ว

    চমক লাগছে প্রত্যেকটা ক্লাস। আমি সবগুলোই দেখার চেষ্টা করি। ধন্যবাদ স্যার।

  • @mdkamrulhasan5269
    @mdkamrulhasan5269 2 ปีที่แล้ว +7

    ধন্যবাদ স্যার এতো সুন্দর ভাবে বুঝানোর জন্য

  • @swapnadebnath7647
    @swapnadebnath7647 3 ปีที่แล้ว +22

    Thanks for your help ❤️🙏☺️ love from India 🇮🇳 সত্যি আপনার ক্লাস করতে খুব ভালো লাগলো

  • @rifa87
    @rifa87 ปีที่แล้ว

    আপনার মত মজা করে কেউ ভিডিও করেনা আর ভালোভাবেও বুঝায় না আমার কাছে আপনিই best🥰🥰😍😍 সমনের দিকে এগিয়ে যান

  • @kazisefa8134
    @kazisefa8134 2 ปีที่แล้ว

    Onek valo laglo.ato sundor kore bujhanor jonno dhonnobad.

  • @mdsabbirhossen360
    @mdsabbirhossen360 3 ปีที่แล้ว +11

    জীবনে এতো মনোযোগ সহকারে কোন ভিডিও দেখি নাই youটিউবে।
    এতটা ইন্টারেস্টিং ছিলো যে 1 সেকেন্ড ও মন এদিক ওদিক হয়নি।
    এরকম ভিডিও আরো চাই।

  • @DegrapixasAH
    @DegrapixasAH 2 ปีที่แล้ว +49

    আপনার মতো ধৈর্য, যত্ন ও মজা করে যদি প্রতিটা শিক্ষক পড়াইতেন তাহলে সত্যিই দেশ ও জাতির ভবিষ্যৎ উজ্জ্বল হত।

    • @abdurrab7287
      @abdurrab7287 2 ปีที่แล้ว

      Thanks , Very nice.

    • @mp.ariyan.895
      @mp.ariyan.895 2 ปีที่แล้ว

      স্যার আপনার কাছে পড়তে পেলে আমি মাথে ভালো স্টুডেন্ট হজেতাম

    • @ShohidulIslam-sg3by
      @ShohidulIslam-sg3by 2 ปีที่แล้ว

      Nice

    • @farjanamuna3012
      @farjanamuna3012 2 ปีที่แล้ว

      2018 সাল থেকে শেখার চেষ্টা করছি কিন্তু সম্ভব হয়নি আজ আপনার ভিডিও দেখে শিখতে পেরেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মত টিচার পেলে হয়তো বা আমাদের জন্য গণিত এতটা কঠিন হতো না।

    • @samirdatta3008
      @samirdatta3008 2 ปีที่แล้ว

      Khub valo lagece

  • @bidishadebnath56
    @bidishadebnath56 ปีที่แล้ว

    Darun darun darun.. Anek dhanyobad

  • @kamrunnahareti7391
    @kamrunnahareti7391 6 หลายเดือนก่อน

    অনেক ভালো,অসংখ্য ধন্যবাদ স্যার

  • @smsadekulmilon7002
    @smsadekulmilon7002 3 ปีที่แล้ว +6

    Good, apnr 1 st class korchilam udvash a, chemistry

  • @raiyanasarkar8365
    @raiyanasarkar8365 3 ปีที่แล้ว +12

    আল্লাহ তায়ালা আপনাকে নেক হায়াত দান করুন আমিন

  • @sakilatajrin1080
    @sakilatajrin1080 10 หลายเดือนก่อน

    Sir apnar vdo gulo just osadharon lage..

  • @mojahidulislam259
    @mojahidulislam259 ปีที่แล้ว +2

    আমি India থেকে দেখছি ‌। খুব ভালো লাগলো ধন্যবাদ

  • @sidratulmuntaha8338
    @sidratulmuntaha8338 2 ปีที่แล้ว +3

    স্যার,আপনার সব গুলো ভিডিওই ইউনিক। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদিন দিন, আমিন।

  • @Hollywood-g5w
    @Hollywood-g5w 3 ปีที่แล้ว +3

    আমি ক্যালেন্ডারের অঙ্ক দেখে ভয় পেতাম কিন্ত আজ আপনার এই ভিডিও টি দেখে একটা অসাধারণ অভিজ্ঞতা পেলাম।। ধন্যবাদ

  • @sadiaafroz7298
    @sadiaafroz7298 10 หลายเดือนก่อน

    Thank u so much sir.ato sundor kore math bojhanor jonno.sohojei bujhte peresi

  • @uddipanaghosh8473
    @uddipanaghosh8473 หลายเดือนก่อน

    Kub valo laglo.!! Thank you so much sir.

  • @sohagislam5693
    @sohagislam5693 ปีที่แล้ว +5

    আপনার মত এমন অসাধারন শিক্ষক আমার লাইফেই আমি পাইনি এবং দেখিওনি,,,
    প্রতিটা স্কুলে যদি আপনার মত শিক্ষক থাকত আমাদের প্রত্যেকটি শিক্ষার্থীর ম্যাথ বিষয়ক বেসিক বেজমেন্ট অনেক স্ট্রং হত।
    আল্লাহ্ আপনার নেক হায়াত দান করুক।

  • @morshedaakter7207
    @morshedaakter7207 3 ปีที่แล้ว +50

    স্যার আপনার শেখানোর কৌশল এতো মজার,,, আল্লাহ আপনাকে নেক হায়াত দিন,,,,সবাই কে আরও বেশি শিক্ষাতে পারেন 👍👍👍👍

    • @mdmosarrafhossain6687
      @mdmosarrafhossain6687 ปีที่แล้ว

      স্যার আপনি যে ভাবে শিখান তাতে মনে হয় offline এ শিখাচ্ছেন

  • @rumpamazumder2852
    @rumpamazumder2852 ปีที่แล้ว +1

    বাপ রে,,কি অসাধরণ টেকনিক।। না বোঝা মানুষটাও আজ বুঝে গেলাম।। ভালো থাকবেন ❤️❤️

  • @sankarbiswas4721
    @sankarbiswas4721 ปีที่แล้ว

    অনেক অনেক ধন্যবাদ ।। খুব ভালো লাগলো।।

  • @IsmailHossain-jn3vv
    @IsmailHossain-jn3vv 3 ปีที่แล้ว +9

    আপনার বোঝানোর স্টাইল অনেক সুন্দর স্যার, এই অংকগুলোর পাশাপাশি PGCB তে যে মানসিক দক্ষতার অংক আসে সেগুলোর একটি ভিডিও দিলে ভালো হয় । আপনাকে অনেক অনেক ধন্যবাদ, স্যার ।
    আমি এখন থেকে ইউটিউবে আসে আপনার চ্যানেল আগে দেখবো ।

  • @jajneswardebnath9269
    @jajneswardebnath9269 3 ปีที่แล้ว +3

    স্যার আমি বৃদ্ধ বয়সে ও আপনার অংকগুলো প্রতিদিন দেখি। খুব ই ভালো লাগে। মনে হয় মরে গেলে ও যেন কিছু জ্ঞ্যান নিয়ে মরতে পারি।
    যজ্ঞেশ্বর দেব নাথ
    উত্তর ত্রিপুরা।

  • @riyachowdhury3200
    @riyachowdhury3200 10 หลายเดือนก่อน

    Khub upokrito holam sir.....

  • @masummasum6260
    @masummasum6260 ปีที่แล้ว

    Mashallah, onek dhonnobad sir apnake. Apnar video gulo khub valo lage.

  • @ashrafulsumon885
    @ashrafulsumon885 3 ปีที่แล้ว +4

    Absolutely fantastic brother....Take love

  • @dipanaskar6049
    @dipanaskar6049 3 ปีที่แล้ว +8

    আপনার মতো শিক্ষক কে আমার সহস্র কোটি প্রণাম।মন্ত্রমুগ্ধ হয়ে আপনার অঙ্ক শেখানোর পদ্ধতি শুনি।স্কুল জীবনে আপনার মতো শিক্ষক পেলে হয়তো অঙ্ক কে ভয় পেতাম না।🙏🙏🙏🙏

  • @arpitaghosh2723
    @arpitaghosh2723 ปีที่แล้ว +1

    খুব ভালো লাগলো স্যার। অনেক সমৃদ্ধ হলাম। 🙏🏻

  • @pralayrana5234
    @pralayrana5234 10 หลายเดือนก่อน

    sir apnar bojhano asadharon.....pronam....

  • @najmusshakibofficial3729
    @najmusshakibofficial3729 2 ปีที่แล้ว +6

    আসলেই অনেক সহজ। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার বুঝানোর ক্যাপাসিটি টা অসাধারণ লাগে 😍 ❤️

  • @shilpiakter4820
    @shilpiakter4820 ปีที่แล้ว +6

    স্যার অসাধারণ ❤❤❤

  • @kheyachowdhury5348
    @kheyachowdhury5348 ปีที่แล้ว +1

    অসাধারণ স্যার আপনার ক্লাস,,,মুগ্ধ হয়ে গেলাম স্যার

  • @selimakhatun5610
    @selimakhatun5610 9 หลายเดือนก่อน

    Ami Indian theke dekchi....thank you so much sir....khub valo laglo

  • @chitrolekha323
    @chitrolekha323 2 ปีที่แล้ว +5

    অসংখ্য ধন্যবাদ, স্যার ❤️

  • @s.l.drawingworld8988
    @s.l.drawingworld8988 3 ปีที่แล้ว +14

    sir i like ur teaching .and i understand clearly ..thank u sir ..sir waiting for new videos of competitive xm

  • @rahsedaakter2273
    @rahsedaakter2273 ปีที่แล้ว

    খুব ভালো বুঝতে পারছি এজন্য আপনাকে ধন্যবাদ

  • @MdSumon-fi5pp
    @MdSumon-fi5pp 2 ปีที่แล้ว +1

    স্যার খুব ভালো লাগছে আপনার ভিডিও দেখলে গনিতের অন্য রকম একটা ফিলিংন্স আসে অনেক ধন্যবাদ

  • @rrikmallick2317
    @rrikmallick2317 3 ปีที่แล้ว +10

    কি বলব Comment করতে পারছি না। আপনার মতো শিক্ষক সমাজে দরকার। ধন্যবাদ। 🙏🙏🙏

  • @shahinshimron5996
    @shahinshimron5996 2 ปีที่แล้ว +4

    স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ ❤️

  • @RahmatUllah-np2fx
    @RahmatUllah-np2fx ปีที่แล้ว

    মাশাল্লাহ, সত্যিই অসাধারণ। স্যালুট আপনাকে...

  • @mdmonircpa4693
    @mdmonircpa4693 ปีที่แล้ว

    অনেক ধন্যবাদ স্যার অনেক সহজেই ম্যাথগুলো করতে পারতেছি।

  • @mitalibiswas8344
    @mitalibiswas8344 3 ปีที่แล้ว +4

    কৃতজ্ঞতা প্রকাশ করার মতো ভাষা জানা নাই।আপনার মঙ্গল হোক।

  • @niratuljannat5768
    @niratuljannat5768 ปีที่แล้ว +3

    সত্যি অসাধারণ স্যার💝

  • @shatipal1113
    @shatipal1113 ปีที่แล้ว +1

    স্যার অনেক অনেক ধন্যবাদ, আপনার ক্লাস করে অনেক কিছু শিখতে পারি। খুব সহজে বুঝতে পারি।

  • @sibpadasarkar138
    @sibpadasarkar138 ปีที่แล้ว

    খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ।