প্রিয় ভাই ভালবাসা রইলো,ভাই আমি tvs stryker 125 cc চালাই আমার গাড়ি চলেছে ৩৪০০ কিলো আমার বাইক চালানোর সময় কোনো সমস্যা হয়না তবে জদি জ্যামে পরি তখন বাইক থামালে এসটার অবস্থায় থাকলে পরে গাড়ি কেলাচ ছারার সময় আর পি এম আসতে আসতে ওঠে বা বাইক বন্ধ হয়েজায়, সাজেশন দিলে উপকৃত হবো
অভিজ্ঞ একজন টেকনিশিয়ান কে প্রবলেমটা খুলে বলুন। আমার মনে হচ্ছে আপনি যখন পিকআপ দেন তখন আপনার গাড়ির দম বন্ধ হয়ে আসে প্রথম অবস্থায়। এটা কার্বুরেটর থেকে শ্রেষ্ঠ যে কোন একটা প্রবলেম যা তেলের কারণে হয়ে থাকতে পারে। আপনি অভিজ্ঞ একজন টেকনিশিয়ানকে সমস্যাগুলো খুলে বলুন অথবা আপনার ভাই যে এই শোরুম থেকে কিনেছেন সেখানে নিয়ে যান।
কথা আছে ভাই একটু শুনেন।আমার Tvs Metro plus 110 cc বাইক।এখন এই বাইকের ইউজার মেনুয়াল বইতে লিখা আছে ৬ হাজার কিলো পর পর Engine Oil পরিবর্তন করুন।কিন্তু সার্ভিসিং এর যে বই আছে Tvs কম্পানির সেখানে লিখা আছে ১,০০০-১,২০০ কিলো পর পর ইঞ্জিন অইল পরিবর্তন করুন।এখন ২ টাই তো Tvs এর ই বই।তাইলে কোনটা সত্য একটু যদি বলতেন।
দুইটাই tvs এর বই কিন্তু যেটা ইউসার ম্যানুয়াল বই সেটা সরাসরি বাইক প্রস্তুতকারক কোম্পানির ইঞ্জিনিয়ার দ্বারা প্রস্তুতিতে বই। এবং যেখানে ১০০০ থেকে ১২০০ কিলোমিটার লেখা রয়েছে সেটা tvs কোম্পানির বাংলাদেশের রিসেলারদের তৈরি নিজস্ব বই। বাংলাদেশের টিভিএস যারা বিক্রি করে তাদের টার্গেটই হচ্ছে কিভাবে তারা বেশি বেশি করে ইঞ্জিন অয়েল বিক্রি করবে এই কারণে বাইকারদের হুগা মারার জন্য তারা ১০০০-১২০০ কিলোমিটার লিখে রেখেছে। এইজন্য সব সময় অরিজিনাল কোম্পানির ইঞ্জিনিয়ারদের দ্বারা প্রস্তুতকৃত বই এর নির্দেশনা ফলো করুন. আর যেখানে ৬ হাজার কিলোমিটার লেখা রয়েছে সেখানে প্রতি তিন হাজার কিলোমিটার পর পর আপনাকে চেক করতে হবে ইঞ্জিন অয়েলের লেভেল কমেছে কিনা যদি লেভেল কমে যায় সে ক্ষেত্রে যতটুকু কমেছে ততটুকু আবার সেম গ্রেডের অয়েল দিয়ে ভরে দিতে হবে সেই নির্দেশনা ও লেখা রয়েছে। সবচেয়ে বেটার হচ্ছে 4000 km চালিয়ে ফেলে দিবেন
হ্যাঁ মামা অনেক সুন্দর হয়েছে
ভাগ্নে অনেক ধন্যবাদ ❤️
ভালো লাগলো ভাই ধন্যবাদ ❤
মুল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ
🤔🤔🤔
মুল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ
প্রিয় ভাই ভালবাসা রইলো,ভাই আমি tvs stryker 125 cc চালাই আমার গাড়ি চলেছে ৩৪০০ কিলো আমার বাইক চালানোর সময় কোনো সমস্যা হয়না তবে জদি জ্যামে পরি তখন বাইক থামালে এসটার অবস্থায় থাকলে পরে গাড়ি কেলাচ ছারার সময় আর পি এম আসতে আসতে ওঠে বা বাইক বন্ধ হয়েজায়, সাজেশন দিলে উপকৃত হবো
অভিজ্ঞ একজন টেকনিশিয়ান কে প্রবলেমটা খুলে বলুন। আমার মনে হচ্ছে আপনি যখন পিকআপ দেন তখন আপনার গাড়ির দম বন্ধ হয়ে আসে প্রথম অবস্থায়। এটা কার্বুরেটর থেকে শ্রেষ্ঠ যে কোন একটা প্রবলেম যা তেলের কারণে হয়ে থাকতে পারে।
আপনি অভিজ্ঞ একজন টেকনিশিয়ানকে সমস্যাগুলো খুলে বলুন অথবা আপনার ভাই যে এই শোরুম থেকে কিনেছেন সেখানে নিয়ে যান।
ভাই একবার সিনথেটিক মবিল ব্যাবহার করে আবার মিনারেল ব্যাবহার করা জাবেকিনা,বা একবার মিনারেল আরেকবা সিনথেটিক ব্যাবহার করলে কেনো সমস্যা হবে কিনা
আপনার যখন যেটা ইচ্ছা সেটাই ব্যবহার করতে পারবেন এক্ষেত্রে কোন ধরনের বাধা ধরা কোন নিয়ম নেই এবং এতে কোন ধরনের কোন চেঞ্জ আসে না।
কথা আছে ভাই একটু শুনেন।আমার Tvs Metro plus 110 cc বাইক।এখন এই বাইকের ইউজার মেনুয়াল বইতে লিখা আছে ৬ হাজার কিলো পর পর Engine Oil পরিবর্তন করুন।কিন্তু সার্ভিসিং এর যে বই আছে Tvs কম্পানির সেখানে লিখা আছে ১,০০০-১,২০০ কিলো পর পর ইঞ্জিন অইল পরিবর্তন করুন।এখন ২ টাই তো Tvs এর ই বই।তাইলে কোনটা সত্য একটু যদি বলতেন।
দুইটাই tvs এর বই কিন্তু যেটা ইউসার ম্যানুয়াল বই সেটা সরাসরি বাইক প্রস্তুতকারক কোম্পানির ইঞ্জিনিয়ার দ্বারা প্রস্তুতিতে বই। এবং যেখানে ১০০০ থেকে ১২০০ কিলোমিটার লেখা রয়েছে সেটা tvs কোম্পানির বাংলাদেশের রিসেলারদের তৈরি নিজস্ব বই।
বাংলাদেশের টিভিএস যারা বিক্রি করে তাদের টার্গেটই হচ্ছে কিভাবে তারা বেশি বেশি করে ইঞ্জিন অয়েল বিক্রি করবে এই কারণে বাইকারদের হুগা মারার জন্য তারা ১০০০-১২০০ কিলোমিটার লিখে রেখেছে।
এইজন্য সব সময় অরিজিনাল কোম্পানির ইঞ্জিনিয়ারদের দ্বারা প্রস্তুতকৃত বই এর নির্দেশনা ফলো করুন.
আর যেখানে ৬ হাজার কিলোমিটার লেখা রয়েছে সেখানে প্রতি তিন হাজার কিলোমিটার পর পর আপনাকে চেক করতে হবে ইঞ্জিন অয়েলের লেভেল কমেছে কিনা যদি লেভেল কমে যায় সে ক্ষেত্রে যতটুকু কমেছে ততটুকু আবার সেম গ্রেডের অয়েল দিয়ে ভরে দিতে হবে সেই নির্দেশনা ও লেখা রয়েছে।
সবচেয়ে বেটার হচ্ছে 4000 km চালিয়ে ফেলে দিবেন
price koto vaiii?
350 -400