1960এর দশকে যখন আমি সপ্তম শ্রেণীতে পড়ি তখন ছবিটি দেখেছি। গান টিও খুব গাইতাম। খুব প্রিয় গান। আজো আমার র একটি প্রিয় গান। অসাধারণ যতবার শুনেছি ততবারই ভালো লেগেছে। ধন্যবাদ গায়িকা কে। অমর গায়িকা।
এই গানটা চোখ বন্ধ করে শুনলে কেমন এটা মনে হয়। সামনে এক বিশাল খোলা মাঠ এক পূর্নিমা চাঁদ উঁকি দিচ্ছে গগনে,আমি কোনো এক গাছে হেলান দিয়ে বসে ,ফুরফুরে বাতাস বয়ে গেল । প্রানভরে নিশ্বাস নিলাম আর পাতা দের সেই শব্দ ❤️
আমাদের আশি নব্বই দশকের প্রায় সবাই চললেন। সলিল, কিশোর, মান্না, লতা, উত্তম, সুচিত্রা, আজ সন্ধ্যা মুখোপাধ্যায়ও নেই। অবশেষে শেষ হল একটা স্বর্ণযুগের। তবু যা কিছু রেখে গেলেন, তা নিয়ে সামনের একশোটা শরৎ কেটে যাবে।
আপনি " গীত শ্রী " সারা সংগীত সাধনার জগতের শ্রী , আপনি চিরো সুন্দর চিরো নতুন রূপে যেন আপনাকে চিরদিন চিরন্তন রূপে দেখতে পাই , আপনি খুব সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন । এটাই আমার প্রার্থনা ।
আপনাকে হাড়াবো ভাবিনি😭😭 খুব শুনতাম এই গানটা , আমি তো এই যুগের ছেলে মাত্র ২১ কিন্ত আপনার গান শুনতে খুব ভালো লাগে ,আপনি চলে গেলেন😭😭😭😭প্রণাম জানালাম শেষ বার
গৌরীপ্রসন্ন বাবুর কলমটি যদি পেতাম, কত ই না ভালো হতো ❤️❤️❤️।।। শুধু মাত্র গানের কথা দিয়েই সময়কে স্তব্ধ করে ফেলতাম।।।। কিন্তু এই সব কিংবদন্তিদের দ্বারাই সম্ভব ❤️❤️❤️।।। আমার প্রনাম গ্ৰহন করবেন স্যার
সঙ্গীতপ্রেমী মানুষদের জন্য ২০২২ সালের ফেব্রুয়ারী মাস মনে থেকে যাবে। প্রথমে সুরসম্রাজ্ঞী কোকিলকন্ঠী ভারতরত্ন লতা মঙ্গেস্কর তারপর আরেক সরস্বতী বরকন্যা এই গানটাকে অমর করে যাওয়া সন্ধ্যা মুখার্জি আর সবশেষে সুরসম্রাট ডিস্কো কিং বাপ্পি লাহিড়ী একে একে পৃথিবী ছেড়ে বিদায় নিলেন অমৃতলোকের উদ্দেশে। আপনাদের উদ্দেশ্যে শতকোটি প্রণাম এই ভক্তের তরফ থেকে... 🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐
৬০ বছরে কত প্রান হারালো, পৃথিবী কত যুদ্ধ দেখলো, অথচ আমার জীবনের ৩ গুন সময় আগের একটা গান এখনো আমি শুনছি, এবং মনে হচ্ছে গান টা আজকের জন্য লেখা, বা আজই লেখা। অমর হে কবি তুমি।
স্বপ্নালু আবেশে ভরা এই গানটি ঠিক পূর্ণিমার চন্দ্রলোকের মতোই মায়াবী জ্যোৎস্নায় আবিষ্ট করে রাখবে সকলের হৃদয় আর সে রাতের মায়াবিনী পরী তার শ্বেত শুভ্র পাখা মেলে উড়ে চলে গেলেন চন্দ্রের আঙিনায় হয়তো এই গানের সুরে গভীর রাত্রে ফিরেও আসবেন চাঁদের হাসিতে ফুলের আসরে বাতাসের সুরে ঐ গানের সাথে তাঁর মায়ার বন্ধনে......💐🥰🙏💞
Pure enchantment , every note , every trill trickles down like pure honey as she sings to us. The night paces down to match her melody. Thank you for this beautiful song , rest well wherever you are. You will forever be remembered in a fond memory ❤
১৬-০২-২০২২ এই কালো দিনেই বিদায় নিলেন প্রিয় গায়িকা সন্ধ্যাঁ মুখার্জি! ওপারে নিশ্চয়ই বিরাট এক আসর বসেছে। সেই আসরে লতাজি, বাপ্পিদার সাথে এবার যুক্ত হলেন প্রিয় সন্ধ্যাঁ।
সুন্দরবন এক্সপ্রেস। রাত দশটায় খুলনা থেকে ছেড়ে আসতো, ঢাকা পৌঁছাতে ভোর সাতটা বেজে যেত। সারারাত পুরনো দিনের গানগুলো বাজতো ট্রেনে। ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়েছি। দুই ঈদের ছুটি, পরীক্ষার মাঝে বন্ধ, সামার ভ্যাকেশনসহ সব ছুটিতে এই ট্রেনে যাতায়াত করতাম। সন্ধ্যা মুখার্জির এই গানটি সেখানেই শোনা। যতবার ট্রেনে ভ্রমণ করতাম অন্যান্য গানের সাথে প্রত্যেকবার এই গানটা শুনতাম অনেক বার করে। সারা রাত এই গানের সুরটা মনের মধ্যে একটা ভাব-আবেগের সৃষ্টি করত। এখনো যখন গানটা শুনি মনে হয় সেই উঠতি যৌবনের সময়ের কথা, সেই বিশ্ববিদ্যালয় সময়ের কথা, সেই মাধবী রাতগুলোর কথা.....
আমার অত্যন্ত পছন্দের একটি গান।আমি যখন ছোট ছিলাম তখন প্রায়ই বাবার কন্ঠে গানটি শুনতাম।বাবা গুনগুন করে গানটি গাইতেন।তখন গানটির মর্মার্থ বুঝিনি।যেমন গানের কথা, তেমনিই মিষ্টি সুর।আর শিল্পীর কথা কি বলব, উনি তো আমার হৃদয়ে মিশে আছেন মায়ের মত।
This dozy moon and twinkling star at this affectionate night and this night has never ever come to my life I bid you welcome my visitor I bid you welcome my visitor o that loving moon and the night I heard his flute in the air his smile outstretched as flowers I filled my heart with that smile I bid you welcome my visitor o that loving moon and the night every lyrics to the song as if, it became fairytale today spring of flowers have come to my life as flower don't know how far he is but I am drifting in my mind towards dreamland I bid you welcome my visitor...
এই গান টা যে কতটা হৃদয়কে স্পর্শ করে তা বলে বোঝানো সম্ভব না😌😌, মন পুরো শান্ত হয়ে যায়, চারিদিক যেন স্তব্ধ হয়ে যায় একটা comment রেখে গেলাম কেও এই গানটি শুনতে আসলে ,এই কমেন্ট এ like করলে আমার কাছে ম্যাসেজ যায় আর আমি আবারও এই গানটি শুনতে আসি ❤❤❤❤❤❤
কলকাতা নিক্কো পার্ক এর কনসার্ট এর ভিডিও তে অরিজিৎ সিং এর গলায় প্রথম শুনেছি । তারপরই আরেকটা ভিডিও তে দেখলাম , অরিজিৎ সিং সন্ধ্যা মুখোপাধ্যায় এর সামনে গান টা গাইছিলেন, উনি (সন্ধ্যা মুখোপাধ্যায়) উচ্ছসিত হয়ে হাততালি দিচ্ছিলেন , আর অরিজিৎ সিং বলছিলেন তিনি এই গানটি গাইতে খুবই ভয় পাচ্ছেন । যদিও অরিজিৎ সিং এর গলায় শুনেই মনে ধরেছিলো গানটা । তারপর অরিজিন্যাল গান টা খুঁজতে খুঁজতে এলাম এখানে । এখন আমি আচ্ছন্ন হয়ে গেছি । উফফ ,কি মায়াবী এই গানটা । Thanks , অরিজিৎ সিং এত্তো সুন্দর বাংলা গান এর সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য । আর , আজ থেকে শুরু করলাম সন্ধ্যা মুখোপাধ্যায় এর গান শোনা । Add my new classic playlist started by Sondhya Mukhopadhyay .
1960এর দশকে যখন আমি সপ্তম শ্রেণীতে পড়ি তখন ছবিটি দেখেছি। গান টিও খুব গাইতাম। খুব প্রিয় গান। আজো আমার র একটি প্রিয় গান। অসাধারণ যতবার শুনেছি ততবারই ভালো লেগেছে। ধন্যবাদ গায়িকা কে। অমর গায়িকা।
Akn apnar age koto
মুভিটির নাম কী?
@@শাফায়াত-র৯ঙ Sobar Upore: Suchitra / Uttomer ekta classic movie... 1960's a college porar somoy dekhechilam.....th-cam.com/video/0Xdj0QsFbLA/w-d-xo.html
ছোটো বেলায় বাবার মুখে এই শুনে ঘুমাতাম.সেই বয়স থেকে থেকে এই গান খুব ভালো লাগে.
তখন আপনার বয়স কত ছিল?
1:14 এখানটা শুনলে হঠাৎই একটা রোমাঞ্চকর অনুভব করি। যেমন মিষ্টি সুর, তেমনি সন্ধ্যা মুখোপাধ্যায়ের মধুর সুরেলা কণ্ঠ। আহা।
একদম
শিল্পীর মৃত্যু হয়না❤️মায়াভরা চাঁদ আর মায়াবিনী রাতের মতোই আপনার মায়াভরা কণ্ঠের আবেশে বিমোহিত থাকবে সহস্র শতাব্দী❤️
ঠিকই বলেছেন
❤
এই গানটা চোখ বন্ধ করে শুনলে কেমন এটা মনে হয়। সামনে এক বিশাল খোলা মাঠ এক পূর্নিমা চাঁদ উঁকি দিচ্ছে গগনে,আমি কোনো এক গাছে হেলান দিয়ে বসে ,ফুরফুরে বাতাস বয়ে গেল । প্রানভরে নিশ্বাস নিলাম আর পাতা দের সেই শব্দ ❤️
একদম, ঠিক তাই 💗
Ekdom tai.
এত্ত কঠিন গানগুলো এত্ত সহজভাবে গাওয়া ....oh my god 🔥🔥 I'm in love...
ঠাকুর দা, বাবা এবং আমি তিন জেনারেশনের কাছেই সমান জনপ্রিয় এই গান। আগামীতেও থাকবে হয়তো।। ❤️
Hoyto na nischoi thakbe ai gan gulo omor hoea thakbe jotoi notun asuk agulo thakei jabe
Jotodin prithibi থাকবে এই gan গুলো থাকবে
আমাদের আশি নব্বই দশকের প্রায় সবাই চললেন। সলিল, কিশোর, মান্না, লতা, উত্তম, সুচিত্রা, আজ সন্ধ্যা মুখোপাধ্যায়ও নেই। অবশেষে শেষ হল একটা স্বর্ণযুগের।
তবু যা কিছু রেখে গেলেন, তা নিয়ে সামনের একশোটা শরৎ কেটে যাবে।
আপনাকে শতকোটি প্রনাম, আপনার আত্মার চির শান্তি কামনা করি। যেখানেই থাকবেন ভালো থাকবেন, 'গীতশ্রী'। 🙏🙏🙏
আপনি " গীত শ্রী " সারা সংগীত সাধনার জগতের শ্রী , আপনি চিরো সুন্দর চিরো নতুন রূপে যেন আপনাকে চিরদিন চিরন্তন রূপে দেখতে পাই , আপনি খুব সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন ।
এটাই আমার প্রার্থনা ।
Osam
Listening it in 2020?...congrats to you for the golden heart
2021/07/17
2021/07/28
।
2021/8/9
2021/10/23
আপনাকে হাড়াবো ভাবিনি😭😭 খুব শুনতাম এই গানটা , আমি তো এই যুগের ছেলে মাত্র ২১ কিন্ত আপনার গান শুনতে খুব ভালো লাগে ,আপনি চলে গেলেন😭😭😭😭প্রণাম জানালাম শেষ বার
গতকাল এই মহান গুণী শিল্পী কে হারালাম। এই মায়াবী কন্ঠের মানুষটিকে বিনম্র শ্রদ্ধা 💗💖।
গৌরীপ্রসন্ন বাবুর কলমটি যদি পেতাম, কত ই না ভালো হতো ❤️❤️❤️।।। শুধু মাত্র গানের কথা দিয়েই সময়কে স্তব্ধ করে ফেলতাম।।।। কিন্তু এই সব কিংবদন্তিদের দ্বারাই সম্ভব ❤️❤️❤️।।। আমার প্রনাম গ্ৰহন করবেন স্যার
একদম ঠিক কথা বলেছেন দাদা। ভালো থাকবেন।
সঙ্গীতপ্রেমী মানুষদের জন্য ২০২২ সালের ফেব্রুয়ারী মাস মনে থেকে যাবে। প্রথমে সুরসম্রাজ্ঞী কোকিলকন্ঠী ভারতরত্ন লতা মঙ্গেস্কর তারপর আরেক সরস্বতী বরকন্যা এই গানটাকে অমর করে যাওয়া সন্ধ্যা মুখার্জি আর সবশেষে সুরসম্রাট ডিস্কো কিং বাপ্পি লাহিড়ী একে একে পৃথিবী ছেড়ে বিদায় নিলেন অমৃতলোকের উদ্দেশে। আপনাদের উদ্দেশ্যে শতকোটি প্রণাম এই ভক্তের তরফ থেকে... 🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐
আজ একবছর হলো, আপনি নেই!! কিন্তু আপনি থেকে যাবেন আপনার এই সৃষ্টির মধ্যে দিয়ে। বিনম্র শ্রদ্ধা 🙏🏻🙏🏻❤️❤️💐💐💐
সত্যি অসাধারণ 😌❤️
৬০ বছরে কত প্রান হারালো, পৃথিবী কত যুদ্ধ দেখলো, অথচ আমার জীবনের ৩ গুন সময় আগের একটা গান এখনো আমি শুনছি, এবং মনে হচ্ছে গান টা আজকের জন্য লেখা, বা আজই লেখা। অমর হে কবি তুমি।
This is a landmark song in the history of Bengali cinema . The lyrics presented in bold Bengali and English alphabets is very satisfying .
My 8 month old daughter and 8 yr old nephew prefer to listen to this song when sung by their 67 year old grandmother 😀
আপনি চলে গেলেও সবার মধ্যে চিরকাল অমর। আপনাকে শতকোটি প্রণাম 🙏🙏
Evergreen song of Sandhya Mukherjee which is written by Gouriprasanna Majumdar & composed by Rabin Chaterjee.
Uff..... কি গান I'm 19 but ...এই বয়সেই শ্রী সন্ধ্যা মুখার্জী এর এইরকম গান শোনার মজাই আলাদা.. love from Kolkata ❤
স্বপ্নালু আবেশে ভরা এই গানটি ঠিক পূর্ণিমার চন্দ্রলোকের মতোই মায়াবী জ্যোৎস্নায় আবিষ্ট করে রাখবে সকলের হৃদয় আর সে রাতের মায়াবিনী পরী তার শ্বেত শুভ্র পাখা মেলে উড়ে চলে গেলেন চন্দ্রের আঙিনায় হয়তো এই গানের সুরে গভীর রাত্রে ফিরেও আসবেন চাঁদের হাসিতে ফুলের আসরে বাতাসের সুরে ঐ গানের সাথে তাঁর মায়ার বন্ধনে......💐🥰🙏💞
Gaan tar sathe chok mukh valo mil kore apnar . Gaan ta mon diye sunchen . Anuvap korchen.
আজ উনি চলে গেলেন ওনার স্মৃতি উদ্দেশ্য এই কমেন্ট টা রেখে গেলাম। ভগবান ওনার আত্মার শান্তি কামনা করূন।।
🙏🙏
২০২১ সালে এসেও গানটি সেরা❤️❤️
কালজয়ী সৃষ্টি❣️❣️
সা রে গা মা শুধু বাবা মা কেন এই প্রজন্মের বাঙালিরা ও শোনে । এসব চিরদিনের গান । বাঙালি যতদিন থাকবে ততদিন এই গান বাঙালি শুনবে
অনেক ধন্যবাদ আপনাকে!! আপনার সুর গান কোনোদিন কেউ ভুলতে পারবে না!! 🙏
aisob gan sunle mone hoy jiboner somosto sukh pawa hoye galo. chokhe jol asa galo.
অবিস্মরনীয় গান!! এই সুর আর কথা, অনবদ্য! মাত্র কটি যন্ত্র আর এই কন্ঠ, এর বেশী আর কিছু প্রয়োজন নেই!!!
From Bangladesh, RIP Legend, tumi Oshadharon kichu gaan diye geso amader. ❤❤❤
*সন্ধ্যা দির মৃত্যুর কথা শুনে কে কে এই গান টা শুনতে আসছেন ১৫-২-২০২২..*
এই ছবি দেখছি কমপক্ষে ১০ বার আর গানটি ঢের বেশি।
অসম্ভব একটা ভালো লাগার গান, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইল গানের লেখক, সুরকার ও প্রিয় শিল্পী কে ❤️❤️🩹🤍
Pure enchantment , every note , every trill trickles down like pure honey as she sings to us. The night paces down to match her melody. Thank you for this beautiful song , rest well wherever you are. You will forever be remembered in a fond memory ❤
ঘুম ঘুম চাঁদ আজ নিজেই তারাদের দেশে চলে গেলেন...💔😓 অন্যতম প্রিয় গান...❤️
গানটাও মায়াভরা !!!! খুব আন্তরিক সুন্দর !!!!
অনেক আন্তরিক ধন্যবাদ জানাই আপনাকে , কমেন্ট পছন্দ করার জন্য।
Listening to it in 2024?
Yeah
শুধু নিরবে নিস্তব্ধ হয়ে একাকি শুনতে থাকি আর শুনতে থাকি।আর এক অতুলনীয় ভালো লাগা কাজ করে 😌😌❣️💖💗💕
১৬-০২-২০২২
এই কালো দিনেই বিদায় নিলেন প্রিয় গায়িকা সন্ধ্যাঁ মুখার্জি! ওপারে নিশ্চয়ই বিরাট এক আসর বসেছে। সেই আসরে লতাজি, বাপ্পিদার সাথে এবার যুক্ত হলেন প্রিয় সন্ধ্যাঁ।
“গীতশ্রী” সন্ধ্যা মুখোপাধ্যায়ের বিদেহী আত্মার শান্তি কামনা করি🙏🥰🤲❤️।
এমন সব কালজয়ী গান উপহার দেওয়ার জন্য অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসা💗💗💗💗
কি গান। অপূর্ব সুন্দর। মন ভরে যায়।💜💜💜
কখনও পুরানো হবে না গান। ♥♥
Who listen this song 2024❤❤❤❤❤❤❤❤❤
কি যে ভালো গান বলার কোনো ভাষা নেই ❤❤
সুন্দরবন এক্সপ্রেস। রাত দশটায় খুলনা থেকে ছেড়ে আসতো, ঢাকা পৌঁছাতে ভোর সাতটা বেজে যেত। সারারাত পুরনো দিনের গানগুলো বাজতো ট্রেনে। ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়েছি। দুই ঈদের ছুটি, পরীক্ষার মাঝে বন্ধ, সামার ভ্যাকেশনসহ সব ছুটিতে এই ট্রেনে যাতায়াত করতাম। সন্ধ্যা মুখার্জির এই গানটি সেখানেই শোনা। যতবার ট্রেনে ভ্রমণ করতাম অন্যান্য গানের সাথে প্রত্যেকবার এই গানটা শুনতাম অনেক বার করে। সারা রাত এই গানের সুরটা মনের মধ্যে একটা ভাব-আবেগের সৃষ্টি করত। এখনো যখন গানটা শুনি মনে হয় সেই উঠতি যৌবনের সময়ের কথা, সেই বিশ্ববিদ্যালয় সময়ের কথা, সেই মাধবী রাতগুলোর কথা.....
Takes me back to the days when these songs moved our teenage minds.
আপনি এক বিস্ময় । এরকম কিছু মাস্টারপিস আমাদের দেবার জন্য আপনাকে সহস্র ধন্যবাদ। যখনি আপনার গান গুলো শুনবো শুধু আপনাকেই মনে পড়বে। ভালো থাকবেন গীতশ্রী।
আমার অত্যন্ত পছন্দের একটি গান।আমি যখন ছোট ছিলাম তখন প্রায়ই বাবার কন্ঠে গানটি শুনতাম।বাবা গুনগুন করে গানটি গাইতেন।তখন গানটির মর্মার্থ বুঝিনি।যেমন গানের কথা, তেমনিই মিষ্টি সুর।আর শিল্পীর কথা কি বলব, উনি তো আমার হৃদয়ে মিশে আছেন মায়ের মত।
আমার প্রিম মানুষের প্রিয় গান...! সে আজ নেই তবু তার গান আমার সঙ্গে রয়ে গেছে। এই গান তাকে অমর করে রেখে।
ধন্যবাদ প্রজাতি মিলা...!
মন ভরিয়ে দেয় একেবারে 💗💮
স্বপ্নের দেশ টাকে যেনো আরো সজ্জিত করেছে এই কণ্ঠ❤❤❤❤❤
Legends leave their legacy behind... U'll always be in the heart of every Bengali ❤️
This dozy moon and twinkling star
at this affectionate night
and this night has never ever
come to my life
I bid you welcome my visitor
I bid you welcome my visitor
o that loving moon and the night
I heard his flute in the air
his smile outstretched as flowers
I filled my heart with that smile
I bid you welcome my visitor
o that loving moon and the night
every lyrics to the song
as if, it became fairytale
today spring of flowers have
come to my life as flower
don't know how far he is
but I am drifting in my mind
towards dreamland
I bid you welcome my visitor...
Great
Excellent English translation.
Excellent translation !
Sotti beautiful
Good voice
R.I.P to the legend, you'll be missed Sandha Mukhopadhyay 🥺😭❤️
This is 2021...nd I m thinking about my loved one nd listening to this...❤️
Onekdin por abar shunte elam...Sandhya Ji ❤️❤️❤️❤️❤️
This is mid 2021 and I still remember my loved oned while listening to this song. This song means a lot me 🖤
এই গান টা যে কতটা হৃদয়কে স্পর্শ করে তা বলে বোঝানো সম্ভব না😌😌, মন পুরো শান্ত হয়ে যায়, চারিদিক যেন স্তব্ধ হয়ে যায়
একটা comment রেখে গেলাম কেও এই গানটি শুনতে আসলে ,এই কমেন্ট এ like করলে আমার কাছে ম্যাসেজ যায় আর আমি আবারও এই গানটি শুনতে আসি ❤❤❤❤❤❤
Aj amar jiboner ekta visn kster din ei gan gulo sune nijeke santo rakhchi
💖
Maa and I love this song !
Woww just wonderful woww🙏
Ki sundor😍....... Mon vore gelo. 😘
সুরের জাল গুলো অবলীলায় গেয়ে গেছেন, অনেক প্রণাম ,,শ্রদ্ধা ,,আপনারাই জীবন্ত ভগবান🙏🙏
এতো কঠিন গান কি সহজ ভাবে গাইতেন ,আপনারা সত্যিই মহামানব ।
still on 03.o9.2021 iam hearing this song.i like this song much .
কলকাতা নিক্কো পার্ক এর কনসার্ট এর ভিডিও তে অরিজিৎ সিং এর গলায় প্রথম শুনেছি । তারপরই আরেকটা ভিডিও তে দেখলাম , অরিজিৎ সিং সন্ধ্যা মুখোপাধ্যায় এর সামনে গান টা গাইছিলেন, উনি (সন্ধ্যা মুখোপাধ্যায়) উচ্ছসিত হয়ে হাততালি দিচ্ছিলেন , আর অরিজিৎ সিং বলছিলেন তিনি এই গানটি গাইতে খুবই ভয় পাচ্ছেন । যদিও অরিজিৎ সিং এর গলায় শুনেই মনে ধরেছিলো গানটা । তারপর অরিজিন্যাল গান টা খুঁজতে খুঁজতে এলাম এখানে । এখন আমি আচ্ছন্ন হয়ে গেছি । উফফ ,কি মায়াবী এই গানটা । Thanks , অরিজিৎ সিং এত্তো সুন্দর বাংলা গান এর সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য । আর , আজ থেকে শুরু করলাম সন্ধ্যা মুখোপাধ্যায় এর গান শোনা । Add my new classic playlist started by Sondhya Mukhopadhyay .
গানের জগতে আমার সবচেয়ে প্রিয় গান
Ahhh Heart Soothing❣️
Legend never die ❤
Legendary song...gaan ta sunlei mon ta chuye jai ❣️❣️
monta just santo hoiye jai,ei gaan gulo sunle❤❤❤
আমার আর এক মায়ের গান❤️❤️❤️❤️❤️ হৃদয়ে খুব স্পর্শ করে গানটা।
সাক্ষাৎ সরস্বতী
Asadharon....still new in 2021.
Asadharon
outstanding....
So wonderful song
আজ 15/02/2022 আপনি চলে গেলেন। রেখে গেলেন এই কালজয়ী গানগুলো।
খুব সুন্দর একটা গান ❤ এত্ত সুন্দর বার বার শুনতে ইচ্ছে হয় এতো সুন্দর সুর 😌❤️✨
মন ছুঁয়ে যাওয়া
Legendary voice.. unparallal
আত্মা কে
ছুঁয়ে গেলো যেন ۔۔۔
oshadharon......oshadharon........
এই সব গান এখনো বেঁচে আছেন মানুষের মধ্যে আর তার সাথে বেঁচে আছে আমাদের সকলের প্রিয় সর্গিয়া সন্ধ্যা মুখার্জী ❤❤
আমার মা এখন ৭৫ এখনো এই কন্ঠে গান গায়। উনার সব গান মায়া জাদু তে ভরা।প্রনাম জানাই।
ওগো মায়া ভরা চাঁদ আর ওগো মায়াবিনী রাত❣️❣️❣️
Golden era of bengali film.
One of most favorite bengali classic song❤️🥰
আজ রাত এই গান শুনেই কেটে যাবে। চিরকাল থেকে যাবেন আপনি। 🥀🙏
এই গান কখনও পুরানো হয় না। চির নূতন ই থাকে। মনে দাগ কাটে। রেখাপাত করে।
এ গান গাইতে শুনতাম মাকে, এ ছিল তাদের সময়ের গান, কবে যে আমাদের হয়ে গেল জানিনা ❤
2024 e ke ke shunchen ?
আহ কি অসাধারণ সুর🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
ইস এসব গান নতুন থাকবে পৃথিবীর আয়ু অব্দি.
Now She is no more💔🥺
But She is still here❤️❤️
What a song!!!
অতুলনীয় !
এই গানটা আমার ঠাকুমা গুণ গুণ করে গাইত আজ আঠারো বছর বয়সী আমি ঠাকুমার মত একই রোগে আক্রান্ত হয়ে পড়েছি😅✨😌🌼
২০০২ এ জন্ম আমার, তবু কেনো জানিনা পুরনো সময়, পুরনো গান আমায় ভীষণ রকম আকৃষ্ট করে, সে যে ভাষাই হোক. This song gives me so much nostalgic feelings.
Gaan sonar jonno kan darkar . Sur r khatha je kono gaan valo lage.
Darun jatobar suni eki ananda
Kon lok jara 13 dislike kore chay
Manus noi bodh hoi
Arijit Singh is God 🙏
The composition : just enchanted
কি মিস্টি একটা গান