Chokh Lal Kise | চোখ লাল কিসে | Khairul Wasi | Rafi Bhaiyu | Ayat | JL MUSIC | Bangla New Song 2023
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- Chokh Lal Kise | চোখ লাল কিসে | Khairul Wasi | Rafi Bhaiyu | Ayat | JL MUSIC | Bangla New Song 2023
📖 About the Song:
Embark on an emotional voyage with "Chock Lal Kise," a heartfelt Bangla song brought to life by the soulful voice of Khairul Wasi. This lyric video adds a visual layer to the poetic beauty, allowing you to immerse yourself in the profound emotions conveyed through the lyrics.
খায়রুল ওয়াসির প্রাণময় কণ্ঠে "চোখ লাল কিসে" একটি প্রাণবন্ত, মন্ত্রমুগ্ধ বাংলা গান। চোখ লাল কিসে লিরিক্স ভিডিওটি কাব্যিক সৌন্দর্যে আপনার জন্য একটি ভিজ্যুয়াল স্তর যুক্ত হয়েছে, যা গানের মাধ্যমে এর গভীর আবেগে নিজেকে নিমজ্জিত করে দেয়।
Chokh Lal Kise Lyrics In Bengali:
চোখ লাল কিসে
পিরিতের বিষে নাকি অন্তরের দোষে,
চোখ লাল কিসে
পিরিতের বিষে নাকি অন্তরের দোষে।
সুযোগ পাইয়া বন্ধু তোমায়
মারলো পিষে পিষে,
সুযোগ পাইয়া বন্ধু তোমায়
মারলো পিষে পিষে।
চোখ লাল কিসে
পিরিতের বিষে নাকি অন্তরের দোষে,
চোখ লাল কিসে
পিরিতের বিষে নাকি অন্তরের দোষে।
তোমার মাঝে তুমি থাইকা
কারে করো খোঁজ,
এতো ব্যথা পাইয়াও
তবু রয়েছো অবুঝ।
তোমার মাঝে তুমি থাইকা
কারে করো খোঁজ,
এতো ব্যথা পাইয়াও
তবু রয়েছো অবুঝ।
দুঃখ কেন পাও তবু
তারেই ভালোবেসে,
দুঃখ কেন পাও তবু
তারেই ভালোবেসে।
চোখ লাল কিসে
পিরিতের বিষে নাকি অন্তরের দোষে,
চোখ লাল কিসে
পিরিতের বিষে নাকি অন্তরের দোষে।
তুমি এত সরল থাকো
গরল তোমায় চিনে,
ছদ্মবেশে তোমার সকল
ভিতর বাহির জানে।
তুমি এত সরল থাকো
গরল তোমায় চিনে,
ছদ্মবেশে তোমার সকল
ভিতর বাহির জানে।
তার মতে না চলিলে
যাইবা কিন্তু ফেসে,
তার মতে না চলিলে
যাইবা কিন্তু ফেসে।
চোখ লাল কিসে
পিরিতের বিষে নাকি অন্তরের দোষে,
চোখ লাল কিসে
পিরিতের বিষে নাকি অন্তরের দোষে।
প্রথম প্রথম সাধের পিরিত
কয়দিনেই হয় জ্বালা,
এখন ভাবো এমন পিরিত
না করিলেই ভালা।
প্রথম প্রথম সাধের পিরিত
কয়দিনেই হয় জ্বালা,
এখন ভাবো এমন পিরিত
না করিলেই ভালা।
কেউ বোঝে না কোন নেশায় চোখ
রক্ত জলে মিশে,
কেউ বোঝে না কোন নেশায় চোখ
রক্ত জলে মিশে।
চোখ লাল কিসে
পিরিতের বিষে নাকি অন্তরের দোষে,
চোখ লাল কিসে
🌟 Song Details: Chokh Lal Kise. চোখ লাল কিসে |
🎤 Singer: Khairul Wasi | Kamruzzaman Rabbi | Md M R Manik | Raju Mondol | SD Sagor
Casting : Saiful Islam Rafi | Rahaman Ayat | Joutho Khan | Joy sarker Bappy | Johon Alex Ray
🎵 Music Composer :
Lyric & Tune : Khairul Wasi
Music:SD Sagor
Music Director : Khairul Wasi
Rhythm : Shanto Ahmed
Dotara : Anupam
Flute : Rana
Director : Rashed Rana
Associate Director : Joutho Khan
Story, Scrpit: Jochonalok Team
Dop: Mehedi Hasan Limon
Edit & Colour : Flick Fuse
Label : JL Music
Location : Dia bari & Ocaso skyscape, Uttara.
Production : Masum, Tarek, Topu.
Digital Distribution : Dream Dec Technology
Producer : Rashed Rana
🎶 Delve into the Soul of the Song:
"Chock Lal Kise" invites you to explore the depths of its emotion through this captivating lyrics video. Khairul Wasi's evocative rendition, combined with the power of the lyrics, paints a vivid picture of love and longing. Let the words resonate within you, bringing the song's essence to life.
🚀 Your Musical Companion - JL MUSIC:
At JL MUSIC, we strive to be your go-to destination for immersive musical experiences. Subscribe to our channel to stay connected with a variety of lyric videos, ensuring you never miss the chance to connect with the profound stories behind each melody.
🌟 Connect with the Expressiveness:
Connect with the emotive artistry of Khairul Wasi and the lyrical magic of "Chock Lal Kise." Follow us on social media for updates, exclusive content, and behind-the-scenes glimpses:
👍 Like, Share, and Dive into the Emotion:
Share your thoughts on the lyrical depth of "Chock Lal Kise" in the comments below. Don't forget to give it a thumbs up and share the emotional resonance with fellow music enthusiasts!
#JLMusic #ChockLalKise #KhairulWasi #MusicalJourney #BanglaSong #subscribenow #jlmusic #chokhlakise #chokhlalkise #চোখলালকিসে
Please let us know your opinion about this song by making comments and please do not forget to subscribe to our channel and also please press the bell icon to get our latest video first. Thank you for staying with us!
ANTI-PIRACY WARNING *
This content is Copyright to JL Music. Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited from this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented!
All rights reserved by Jochonalok. This Visual and Audio Element is Copyrighted Content of JL Music. Any Unauthorized Publishing is Strictly Prohibited.
th-cam.com/video/5j2m2PithC4/w-d-xo.html
2:17
@@mohamodanoyar3339❤
@@mohamodanoyar3339😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@@mohamodanoyar3339😅 see
@@mohamodanoyar3339আমি এএ
valo laglo❤
আমাদের অন্যান্য গান দেখার আমন্ত্রণ রইলো
Hi ❤
😊
বর্তমান প্রজন্মের গানের মধ্যে এটি অন্যতম একটি গান।, বর্তমান চোখে অধিকাংশই বাজে মিউজিক তৈরি হয়। কিন্তু এই গানটি সবার এই হৃদয় ছোঁয়া একটি গান। ধন্যবাদ অভিনেতা ও গায়ক ভাই❤
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন।
দারুণ একটা গান যতবার লাইক পড়বে ততবার এসে শুনব❤
Thank u
আসেন😂😂
@@suptobaishnab7601 asci
আসছি@@suptobaishnab7601
❤❤❤❤❤
Nice. ❤❤❤❤❤
গানের কথাগুলোতে অন্তর পোড়া গন্ধ পাই।মনের অব্যক্ত কথাগুলো আজ গানে গানে খুজে পেলাম।ধন্যবাদ লিজেন্ডদের এমন গান উপহার দেওয়ার জন্য.......
😊:-মানসিক শান্তি বড় শান্তি 🥰-আর সেই শান্তি শুধুমাত্র " নামাজের "মধ্যে পাওয়া যায়..! আমিন🥰🥰
right 😮😮😮
Amakew saport korio plz bro
ইউটিউবে কি তাহাজ্জুদ পড়তে এসেছেন?
😂😊
@@bmusicapnasong8180ঢাদঢঢাদধাাদা
গানটা মনে ছুয়ে গেছে...১ ঘন্টা ধরে গানটা শুনলাম তবু বারবার শুনতে ইচ্ছা করছে.... ধন্যবাদ এমন মনের মতো গান উপহার দেওয়ার জন্য ❤❤
গান টা সত্যিই অনেক হিট হয়েছে 🥰🥰। তোমার যখন ই কেউ আমার coment এ এসে লাইক করবা তখন ই গান টা আবার শোনা হবে। 🥰🥰🥰🥰
Whkxbm
😅🎉rdhxbln
-মানসিক শান্তি'ই বড় শান্তি..❤️
-আর সেই শান্তি শুধুমাত্র "নামাজের" মাধ্যমে পাওয়া যায়..🥀
আমিতো গান গেয়ে পাই
Hmm❤❤❤❤❤❤❤❤
হুম
1qw2.
😂😂😂😂
গান টা অনেক ভালো হয়েছে। কমেন্ট রেখে গেলাম যতবার লাইক পরবে ততবার এসে শুনবো ❤
Amakew saport korio plz bro
😊
❤
However 183 bar sune6en?
আমার লাইকে একবার আইসেন
কমেন্ট টা রেখে গেলাম যেই লাইক দিবা তখনি ঠাস কইরা আইসা গানটা শনে যাব কেমন😂😂😂😅😁
Riple diyen
😅😅😂
গানটা শুনে যান🤣
Ashen ❤
Shon ebar
gaja khaya lal hoice
Is bro 🍁🤝
খুব সুন্দর .. খাইরুল অত্যন্ত মেধাবী একজন শিল্পী .. এখানে সবার সম্মিলিত গাওয়া খুবই প্রাণবন্ত হয়েছে ❤
কমেন্ট টা ২০৩০ সালের জন্য রেখে গেলাম। কারণ কেউ লাইক দিলে নর্টিফিকেশন পেয়ে যাতে আবার গান টা শুনতে পারি। কয়েক বার শোনার পরেও শুনতে আসি। অসাধারণ সুন্দর একটা গান❤❤❤❤❤
কমেন্টা তুই এসে এসে পড়িস...বলদা
😊
২০৫০ সালের জন্য রেখে গেলাম ❤
Amio❤
আর ৫০ বছর বাড়িয়ে দিলে ভালো হতো
- দিনশেষে স্মৃতিগুলোই থেকে যায়!🙂
- আর মানুষ গুলো হারিয়ে যায়।🙃🌸🥀
😂😂
Right 😢😢
ঠিক কথা আর এটায় সত্যাি
Hmmm💔💔😢😥
অসাধারণ একটা গান ❤❤❤
কিছু কিছু পুরাতন গান কখনো পুরাতন হয় না, তার মধ্যে এটা একটা,সব সব সময়ই নতুন থাকবে। ❤❤❤❤
অসাধারণ,,ধন্যবাদ এত সুন্দর একটা উপহার দেয়ার জন্য🎉🥀
❤❤ সব লিজেন্টরা একসাথে থাকলে এমন এমন গান আশা করা যায় এক কথায় অসাধারণ ❤❤
ধন্যবাদ ❤️
বর্তমান যুগটাই এমন ... গান টার সাথে বাস্তবতার সাথে অনেক মিল
অনেক দিন পরে মন জয় করার মতো একটি গান খুঁজে পেলাম...! 🖤
আসলেই অস্থির ভয়ানক গান।একটু অন্য রকম নতুনত্ব💘
Amakew saport korio plz bro
ভাল লাগল tnx bro...😊😊😊😊
মৃত ব্যক্তিকে হারানোর শোক সহ্য করা যায় কিন্তু জীবিত ব্যক্তিকে হারানোর কষ্ট সহ্য করার মতো নয়,,,😭😭😭😭
অসাধারণ, ভালো লাগছে মনা!
চোখ লাল কিসে পিরিতের বিষে নাকি অন্তরের দোষে,মনা🚬🌿
ভাল্লাগছে ভাইয়ু❤️
অনেকদিন পরে একটা চোখ লাল করে শুনার মত একটা গান পাইছি
ধন্যবাদ ওয়াছি ভাই
Nice ❤
শরীরের সবচেয়ে দামী অংশ হলো মন যেখানে থাকার
যোগ্যতা সবার থাকে না😊
ঠিক বলছেন ভাই
Amakew saport korio plz bro
@@TamimAhmmed-j2j হুম ভাই😥😥
শরীরের সবচেয়ে দামী অংশ হলো মন.....? যেখানে থাকার যোগ্যতা সবার থাকে না....?(💔🥹)
রাইট বড় ভাইয়া
চোখ লাল কিসে ❤️
অসাধারণ 🥀
চোখ লাল কিসে পিরিতের বিসে না কি অন্তর এর দুষে এতো সুন্দর গান টা সুনার জন্য কমেন্ট টা রেকে গেলাম ২০২৬ এর জন্য ❤❤
Nice. ❤❤❤❤❤
💚💚💚💚💚💚💚
অসাধারণ ছিল ❤️🙏
গানটি অসাধারণ হয়েছে। এরকম অনেক গান ভবিষ্যতেও শোনার আশা রইল। পশ্চিমবঙ্গ থেকে অনেক অনেক ভালবাসা আর অভিনন্দন। ❤❤
thank u
মাল কয়ডা সব একলগে❤
অসাধারণ একটি লাইন, চোখ লাল কিসে পিরিতের বিষে নাকি অন্তরের দোষে ❤ শুভ কামনা রইলো অনেক দূর এগিয়ে যান ❤
😊
পাগলের মতো ভালো বাসার পর ও প্রিয় মানুষকে পায়নি যাঁরা 😒🥀
শুধু তাঁরাই জানে কতটা কষ্ট হয় তাকে ছাড়া 💔🥀
হুম 😢
হুম একদম ঠিক বলছেন ভাইয়া
@@MDMosaddek-f6i ❤️
Hmm
হুম
খায়রুল ওয়াসী💚💚
অনেক সুন্দর হয়েছে সবার জন্য ভালোবাসা 💚💚🖤🖤💜💜
তোমাকে পেয়ে গেলে হয়তো এত সুন্দর গান শোনা হতো না প্রিয়৷ স্মৃতি রেখে গেলাম যুগ যুগ ধরে যখন এই গান টা শোনতে আসবে তখন আমার কমেন্টে লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি আবার তোমাকে ভেবে গানটি শোনব প্রিয়৷ 💔💔
ধন্যবাদ
২০৩০থেকে ২০৪০ সালে যারা গান টা শুনবেন।
একটা লাইক দিয়েন । বেঁচে থাকলে গান টা আরো একবার শুনা হবে
চোখ লাল কিসে পিরিতের বিষে নাকি অন্তরের দোষে,, হাজারো জীবন্ত লাশের মনের অনুভুতি 💔
Amakew saport korio plz 🙏🙏
সঠিক ভাই 😢
❤❤❤❤❤
সিদ্ধি খাইয়া গানটা শুনলাম খুব ভালো লাগলো
Kal rat thake 50 bar moto sunlam contenue cholbe akhn 😊 sei gan
ধন্যবাদ। গানটি ভালো লাগলে ছড়িয়ে দিন বাকিদের শুনার জন্য।
সময়ের সাথে তাল মিলিয়ে লিজেন্ডারি গান উপহার দেওয়ার জন্য ধন্যবাদ 💕
টিক টক থেকে এখানে আসলাম গানটা শুনতে 🙂 অনেক সুন্দর লাগলো গানটা 😥👍 বর্তমান যুগের প্রেম কাহিনীর কথা তুলে দরা হয়েছে 💔😅
same to you bro??
Same
মানসিক শান্তি বড় শান্তি। গান টা সত্যি অসাধারণ এই গান টা প্রতিদিন একবার হলেও শুনি তাই ডাউনলোড দিয়ে রাখছি স্মৃতি হিসেবে কমেন্ট টা করে গেলাম ❤️
ধন্যবাদ
বাহ, ভালো লাগলো।
thank u
আমার প্রিয়তমা তোমাকে পেয়েগিলে হয়তো এতো সুন্দর গান শোনা হতো না😢কমেন্টে যদি কেও লাইক দেই সেদিন আবার আসবো গানটা শুনতে 😭😭
আবেগের ঠেলায় বানান ভুল।
@@abirchowdhury8390😂😂😂
@@abirchowdhury8390 কোন বানান ভুল ভাই
অসাধারণ
ভালোবাসা অবিরাম❤️
পুরো টিম কে।।
এত সুন্দর একটা গান উপহার দেয়ার জন্য
Amakew saport korio plz bro
Amakew saport korio plz bro
😢😢তোমাকে পেয়ে গেলে এত সুন্দর গানটি শুনা হতো না প্রিয়, কমেন্ট করে গেলাম মানুষ যখন এই গানটি শুনতে এসে আমার কমেন্টে লাইক দিবে তখন আমি নটিফিকেশন পেয়ে আবার শুনতে আসব গানটি, যেখানে থাক ভালো থেকো তুমি সবসময় প্রিয় ❤️❤️
Amakew saport korio plz 🙏🙏🙏🙏
❤❤❤❤❤❤
ভুল কথা, ভাইরাল গান ফেসবুকে আসবেই আর যারা এই ধরনের গান ভালোবাসি তারা থাকতে না পেরে একটা লাইন শুনেই গান খুঁজতে চলে আসি।
শরীরের সবচেয়ে দামি অংশ হলো মন🤗
যেখানে থাকার যোগ্যতা সবার থাকে না 🙂🖤
ঠিক বলছেন ভাইয়া
Amakew saport korio plz 🙏🙏
ওয়াও খুবই সুন্দর হইয়াছে সম্ভবতঃ 🫶🫶🫶
অনেক সুন্দর একটা গান উপহার দেয়ার জন্য ধন্যবাদ
_মনের মতো একটা গান 🤗🔥
Amakew saport korio plz bro
Thank you
এক চোখে অপেক্ষা ও অন্য চোখে শূন্যতা,তবুও বিশ্বাস রাখি একদিন তুমি আমার হবেই..!☺️🖤
🥺😶🥲
কমেন্ট করলাম😊 লাইক পরলে গানটা আবারও শুনতে পাবো
ধন্যবাদ
অনেক অনেক ভালোবাসা ❤❤❤
পুরো টিম কে,,,,
এতো সুন্দর গান আমাদের উপহার দেওয়া জন্য,,,,,,
অনেক ধন্যবাদ আপনাকে ভালো একটা গান উপহার দেয়ার জন্য কমপক্ষে 20/30 বার শুনলাম তবু আরও শুনতে ইচ্ছে করছে।
গুনি নাই কত বার সুনলাম গান টা
সব মিলিয়ে অসাধারন একটি গকন
~ হাঁসি খুশি থাকি প্রতিদিন...😍🖤
~ কিন্তু মন খুলে হাঁসি"না বহুদিন...🥺💔
অসাধারণ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ।
আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন
Amin
ameen
পরবর্তী প্রজন্মের জন্য কিছু লিখে গেলাম,,,,, 😢😢😢
মনে বিরহের ব্যথা অন্ধকার রুম ঠোটে জলন্ত সিগারেট আর এই গান টা,, সব মিলিয়ে একটা অন্য রকম ফিলিংস,,,,,, 😢😢😢😢😢😢
খুব সুন্দর গান ভালো লাগলো ❤
🙏🙏👌👌
এই গানটা যেহেতু প্রতিদিন শুনি তার জন্য স্মৃতি হিসেবে কমেন্ট রেখে গেলাম এরপর লাইক দেখে বুঝতে পারবো কতজন গানটা শুনতে এসে কমেন্ট পড়ে গেলো।❤❤❤❤
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন।
যেদিন গানটা আপলোড করছিলো সেইদিন থেকে শুনতেছি .! দেখতে দেখতে মিলিয়ন পার হয়ে গেলো ভিউ!
এক কথায় অসাধারন গানটা ! গানের বিশেষত্ব তিনটা প্রানের বড় ভাই একসাথে 🥰
কমেন্ট রেখে গেলাম হয়তো ৫০ বছর পরেও চোখে পরবে 😇
❤❤❤
মনের মত একটা গান পাইছি অনেক দিন পরে।
ধন্যবাদ ❤️
হে
Tik bolsan❤
আপনি টিকটকার হতে পারেন সবাই তো আর টিকটক করে না
ইহা একটি বালের গান 😾😾🏏
গানের মধ্যে একটা ভাব আছে
অনেক গান হয় আমাদের দেশে কিন্তু এমন কোরাস,এমন টিউন আর এমন লিরিক্স সাথে গ্রাম বাংলার একটা স্বাদ সব মিলিয়ে গানটা অস্থির
অনেকদিন পরে একটা ফাটাফাটি গান শুনলাম।❤❤❤ Love you all bro❤❤❤
প্রথম লাইন দুটি মন ছুয়ে গেছে,,,
অসাধারণ ❤
আহা!!!
খুব ভালো হইছে
গান টা আমি ফেসবুক শুনছি তাই এখন ইউটিউব ভিডিও দেখতে আসলাম অনেক সুন্দর গান টা ধন্যবাদ ভাই এমন একটা গান দেয়ার জন্য ❤❤❤
এক কথায় অসাধারণ ❤❤❤
রাফির অভিনয় আর শিল্পীদের সুরে দেশবাসী মুগ্ধ ❤
খুব সুন্দর একটা গান
Thanks
চোখ লাল কিসে?
পিরিতের বিষে নাকি
অন্তরের দোষে🎭👌❤️
I'm Too Ovak
চোখ লাল কিসে..?
ভালোবাসার চেয়ে একাকীত্ব উত্তম😢
পিরিতের বিষেই চোখ লাল ভাই ❤
বাংলা গান বাঁচিয়ে রাখবে শুধুমাত্র বাংলাদেশি শিল্পীরাই ❤ ❤ love from India ❤❤❤
ধন্যবাদ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।
চোখ লাল কিসে
পিরিতির বিষে নাকি
অন্তরের দোষে...
লাইন'টা সবাইকে স্পর্শ করছে 🖤
Akdom 😅😩
Akdom
❤❤❤❤❤
thank u
দারুণ গান ❤❤❤❤
thank u
গান টা রিলিজের তিন দিন পরে দেখলাম এবং কমেন্ট করে গেলাম।আশাবাদী যে খুব তারাতাড়ি মিলিওন ভিউ হবে❤❤❤❤❤❤
thank u
osadaron song
গানটা এই পর্যন্ত মনে হয় ১০০ বার শুনছি। কি আছে এই গানের মধ্যে জানি না কিন্তু গান টা শুধুই শুনতে মন চাইতে আছে। আমার মতো আর কে কে আছো হাত তুলো।
Amakew saport korio plz bro
Right bro
যারে প্রেম করে ছেকা খাইছে তারা তারা হয়তো একটু বেশি শোনে
আবার এমনএকটা গানে আশায় আছি আমি ❤❤❤
অনেক ভাল লাগছে ভাই,,,এমন গান আরও চাই❤❤❤
দারুন
হ্যাঁ আমি স্পেশাল,
কারন আমি হযরত মুহাম্মদ (সাঃ) এর উম্মত!
আলহামদুলিল্লাহ্.!'🌹🌹🌹
তাহলে শাবনুরের ছবিটা বদলান।
যেদিন আবেগ ধোয়ার কাছে ধর্ষিত হবে, সেদিন চোখ লাল থাকবে🍁🙂🤙
thank you
অনেক ধন্যবাদ😊সুন্দর গান উপহার দেওয়ার জন্য❤😊 ছেলেদের জন্য গান😢❤কিন্তু যার জন্য লাল......😢😅
Amakew saport korio plz 🙏🙏🙏
অসাধারণ একটা গান
ধন্যবাদ
গানটি যদি কোক স্টুডিও বাংলা প্লাটফর্মে আবারও কভার করে ফাটাফাটি হবে ❤
মনের কথা কইসেন ভাই!❤
"দেওনা কিছু emotions,
একটু হাসি একটু কান্না
সাথে কিছু অভিমান আর খানিকটা বায়না....!"❤
অসাধারন একটা গান। অনেক বার শুনলাম। কমেন্ট করে স্মৃতি রেখে গেলাম।যতোবার নোটিফিকেশন আসবে ততোবার শুনবো।😊😊
Amakew saport korio plz bro
অনেক সুন্দর হয়েছে গানটা
শিল্পীদের অঙ্গভঙ্গি আরো ভালো লাগলো
ধন্যবাদ সুন্দর গান পরিবেশনের জন্য।
টিকটক থেকে ইউটিউবে আসলাম পুরো গানটা অনেক সুন্দর ❤
এটাই গান, জা আজ বিলুপ্ত। আজ সুধু ডিজের কদর আছে। বুজুক বা নাবুঝুক। আপনাদের ধন্যবাদ আমাদের ঐতিহ্য ধরে ফুটিয়ে তোলার জনা 🥰🥰🥰🥰🥰🥰💖💖💖💖💗💗💗💗💗💓💓💓💓💓💞💞💞💞💞
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন।
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন।
গান উপভোগ করার মত একটি গান ❤️🩹