KINNAUR TOUR GUIDE / KINNAUR TOUR PLAN / কিন্নর ভ্রমণ গাইড / KINNAUR KALPA / কিন্নর ভ্রমণ পরিকল্পনা

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • হিমাচল প্রদেশের দক্ষিণ পূর্ব দিকের একটি সুন্দর জেলা হল কিন্নর৷ কিন্নর কৈলাস, শ্রীখণ্ড পর্বত ও অন্যান্য পর্বতমালায় ঘেরা এই জায়গাটির মধ্যে দিয়ে বয়ে চলেছে শতদ্রু, বাসপা ও স্পিতি নদী। এই নদীগুলির উপত্যকায় গড়ে উঠেছে বেশ কিছু জনপদ। উপত্যকা জুড়ে পাহাড়ের ঢালে ঢালে রয়েছে আপেল, খোবানি, আখরোট, পাইন, দেওদার ও নানা নাম না জানা গাছপালা। এই অপরূপ উপত্যকার গ্রামগুলিতে রয়েছে তিব্বতীয় স্থাপত্যশৈলীতে গড়ে তোলা কাঠ ও পাথরের তৈরি বাড়ীঘর, মন্দির ও গুম্ফা। আর রয়েছে এখানকার সহজ সরল কিন্নর কিন্নরী। সিমলা পৌঁছে কিন্নর জেলার প্রধান তিনটি দর্শনীয় স্থান সাংলা, ছিটকুল ও কল্পা সহ সিমলা জেলার শেষে অবস্থিত সারাহানে আপনি কিভাবে যাবেন, কোথায় কতদিন থেকে কি কি দেখবেন সেসব তথ্য সহ গাড়ীভাড়া, হোটেলভাড়া ও মোট খরচের একটা সংক্ষিপ্ত তথ্য এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করলাম। প্রতিটি জায়গা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে এই চ্যানেলের কিন্নর প্লে লিস্ট দেখতে পারেন। আই বোতাম ও এন্ড স্ক্রিনে লিঙ্ক দিয়ে রাখলাম।
    HOTELS
    Sarahan-
    Hotel Snow View 9459000070
    Hotel Sagarika 9736195293
    Sangla-
    Debbhumi Regency 8240384585
    Sangla Valley Venture 7807297788
    Chitkul-
    Zostel Chitkul 01141219893
    Samaa Resorts 9892098962
    Kalpa-
    Hotel Apple Pie Kalpa 9857985700
    Hotel Kalpa 9811559496
    Hotel Kalpa Deshang 7650803303
    গাড়ীর জন্য একটি ট্রাভেলস এর ফোন নম্বর দিলাম। যোগাযোগ করতে পারেন।
    Radiance travels, Shimla- 9805899544
    এই চ্যানেলের কয়েকটি উল্লেখযোগ্য ভিডিও ঝাড়্গ্রাম বেলপাহাড়ী কাঁকরাঝোর(প্রথম পর্ব) • JHARGRAM BELPAHARI KAN...
    ঝাড়্গ্রাম বেলপাহাড়ী কাঁকরাঝোর (দ্বিতীয় পর্ব) • JHARGRAM BELPAHARI KAN...
    হরিদ্বার • হরিদ্বার : এক দিনে যা ...
    দেওঘর • DEOGHAR// BAIDYANATH D...
    #kinnaur
    #kinnaurvalley
    #kalpa

ความคิดเห็น • 391

  • @amitavabhattacharjee06
    @amitavabhattacharjee06  2 ปีที่แล้ว +8

    প্রিয় দর্শকবন্ধুরা, অনেকেই আমাকে বাঙালি হোটেলের ফোন নম্বর দিতে বলছেন। কিন্নরে বাঙালি পরিচালিত কিছু হোটেল ছিল। আমি ২০১৯ সালের অক্টোবরে সেখানে ছিলাম। কিন্তু করোনার জন্য সেই সংস্থা ও আরও অনেকেই হোটেলের লিজ ছেড়ে দিয়েছেন। আমার জানা বাঙালি সংস্থার কোনো হোটেলের খবর তাই এই মুহূর্তে দিতে পারছি না। দুঃখিত। পেলে অবশ্যই উল্লেখ করব। আপনারাও ইন্টারনেটে সার্চ করে দেখুন। সম্ভব হলে সকলের স্বার্থে জানান। আপাতত প্রতি জায়গারই কিছু হোটেলের ফোন নম্বর সংগ্রহ করে ডেস্ক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। গুগলে রিভিউ দেখে ফোন করে নেবেন। আর গাড়ীর জন্য আমার জানা একটি সংস্থার ফোন নম্বর আমি দিচ্ছি। যোগাযোগ করতে পারেন৷ আমি এদের থেকেই গাড়ী নিয়েছিলাম। কোনও অসুবিধা হয়নি। ইন্টারনেটে সার্চ করলেও কিছু সংস্থার নাম পাবেন।
    Radiance Travels, Shimla ( Sachin Bharadwaj) phn no 9805899544

    • @kallolsarkar6085
      @kallolsarkar6085 2 ปีที่แล้ว

      গাড়ির যে সংস্থা আপনাকে গাড়ি দিয়েছিলো তার ড্রাইভার কেমন ছিলো??তার নাম বা ফোন নং পাওয়া যাবে কি? সম্ভব হলে এখানে দিন॥

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  2 ปีที่แล้ว +1

      @@kallolsarkar6085 না, ড্রাইভারের ফোন নম্বর রাখিনি। এদের নিজেদেরই অনেক গাড়ী এর মালিক বলেছিলেন। ড্রাইভার তো এক থাকে না, পরিবর্তন হয়। নিজস্ব গাড়ী থাকায় রেটটা একটু কম পেয়েছিলাম। ড্রাইভার আমাদের জন্য ওনার এক বন্ধু ছিলেন। খুবই ভালো। তাঁরও গাড়ীর কোম্পানি আছে শুনেছি। তবে নম্বর নেই।

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  2 ปีที่แล้ว

      @@kallolsarkar6085 যে সংস্থা থেকে আমি গাড়ী নিয়েছিলাম তার নম্বর আগেই দিয়ে রেখেছি। আপনি ইচ্ছে করলে সেখানে কথা বলতে পারেন।

    • @amitdey5505
      @amitdey5505 ปีที่แล้ว +1

      যদি চণ্ডীগড় থেকে প্রথম দিন সিমলা না থেকে নারকানডা থাকি কেমন হবে?

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  ปีที่แล้ว

      @@amitdey5505 যাওয়া যাবে৷ ১৭৪ কিলোমিটার। ৬-৭ ঘন্টা লাগবে।

  • @bipasaganguly8156
    @bipasaganguly8156 2 ปีที่แล้ว +7

    বাঃ. খুব উপযোগী ভ্রমণ গাইড। সুন্দর উপস্থাপনা। খুবই যত্নের সাথে তৈরি করা হয়েছে।

  • @abhijitsaila269
    @abhijitsaila269 ปีที่แล้ว +1

    khub khub sundor.mon bhore galo.

  • @sujitd4691
    @sujitd4691 ปีที่แล้ว +1

    Khub valo laglo.arokom aro onanyo vromon guide Pele upokrito hobo.

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  ปีที่แล้ว

      ধন্যবাদ। আমি যখন যেখানে বেড়াতে যাই সেখানকার প্রতিটা জায়গা নিয়ে তথ্যমূলক ভিডিও বানাই৷ সেখানে অনেক ডিটেইলস থাকে। এছাড়া ভ্রমণার্থীদের সুবিধার জন্য কিছু কিছু জায়গার ভ্রমণ গাইডও বানাই। তেমন আরও কিছু গাইড চ্যানেলে আছে, আবার গেলে বানাবও৷ সঙ্গে থাকুন৷ পাবেন। 🥰🎈

  • @minakshihalder4314
    @minakshihalder4314 ปีที่แล้ว +1

    Khub valo vabe ojhano ache khub valo laglo

  • @bithikasarkar8844
    @bithikasarkar8844 ปีที่แล้ว +1

    Khubb sunder mon vore gelo dhanyabad. Valo thakben

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  ปีที่แล้ว

      অসংখ্য ধন্যবাদ। উৎসাহিত হলাম। সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন।👌👌🎈

  • @TRAVELLERARUP
    @TRAVELLERARUP 2 ปีที่แล้ว +5

    অসাধারণ লাগলো ভিডিও টি 👌👌 অনেক information পেলাম 👍👍❤️❤️

  • @TasteNTravel.
    @TasteNTravel. 2 หลายเดือนก่อน

    Bhaa khub sundor.

  • @susmitasamanta3912
    @susmitasamanta3912 หลายเดือนก่อน

    Khub sundor

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  หลายเดือนก่อน

      @@susmitasamanta3912 অসংখ্য ধন্যবাদ। 🥰

  • @abhijitmukhopadhyay940
    @abhijitmukhopadhyay940 11 หลายเดือนก่อน

    খুব সুন্দর ভাবে এবং যত্ন সহকারে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ।

  • @kajolchowdhury5862
    @kajolchowdhury5862 ปีที่แล้ว +1

    অসাধারণ লাগলো

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  ปีที่แล้ว

      অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থাকুন। 🎈🥰

  • @swapnopaul
    @swapnopaul 2 ปีที่แล้ว +2

    সুন্দর ভাবে সাজানো ভ্রমণ গাইড

  • @niranjanhaldarveena
    @niranjanhaldarveena ปีที่แล้ว +2

    খুব সুন্দর, পরিচ্ছন্ন ও আকর্ষণীয় উপস্থাপনা।

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  ปีที่แล้ว

      অসংখ্য ধন্যবাদ। আপনার মন্তব্য পেয়ে ভীষণই উৎসাহিত বোধ করছি। 🙏

  • @supriyadas5980
    @supriyadas5980 2 ปีที่แล้ว +1

    Khub sundor bornona. Bhalo laglo sahajjo korbe ai guide.

  • @panchananmajumdar251
    @panchananmajumdar251 2 ปีที่แล้ว +2

    অতি অপূর্ব ভ্রমণ আপনি বর্ণনা করলেন, যাওয়া সাধ্য না হলেও আপনার ভিডিওটি দেখে ভ্রমণের আস্বাদ অন্তরে অনুভব করলাম । এই ভিডিওর জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ।

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  2 ปีที่แล้ว

      অসংখ্য ধন্যবাদ। এই ধরনের মন্তব্য ভালো কাজে উৎসাহিত করে।

  • @ankolikadas391
    @ankolikadas391 2 ปีที่แล้ว +1

    Asadharon uposthapona sir,khuuub valo laglo

  • @nikhiljana8943
    @nikhiljana8943 ปีที่แล้ว +1

    খুব ভালো লাগলো আপনার তোলা ভিডিওটা। আর তার সাথে আপনার চমৎকার গুছিয়ে কথা বলার ভঙ্গিমা। আপনার নির্দেশনামা আমাদের বেড়াতে যাওয়ার অনেকটাই সহায়ক হবে। জানাই অসংখ্য ধন্যবাদ।

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  ปีที่แล้ว

      অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আপনার কাজে লাগতে পারে জেনে ভালো লাগলো। সঙ্গে থাকুন। 🥰

  • @suparnadutta8846
    @suparnadutta8846 2 ปีที่แล้ว +2

    অসাধারণ একটি ভ্রমণ গাইড ।। অনেকেই উপকৃত হবেন আমার মতো। ধন্যবাদ ।।

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  2 ปีที่แล้ว +1

      ধন্যবাদ। উৎসাহিত হলাম।

    • @suparnadutta8846
      @suparnadutta8846 2 ปีที่แล้ว +1

      @@amitavabhattacharjee06আমরা এই ট্যুরটা কোন ট্রাভেল এজেন্ট ছাড়াই করতে চাইছি ।। ট্রাভেল এজেন্ট ছাড়া এই ট্যুরটা কি করা সম্ভব ??? প্লিজ একটু জানাবেন।

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  2 ปีที่แล้ว

      @@suparnadutta8846 অবশ্যই। আমি তো সেভাবেই যাই। আপনি কলকাতার হোটেল বুকিং এজেন্সি থেকে হোটেল বুক করে নিন। আর ডেসক্রিপশন বক্সে আমার দেওয়া গাড়ীর মালিকের সাথে কথা বলুন গাড়ির বিষয়ে। উনি খুব রিলায়েবল। সব নিজেই পারবেন। আর অবশ্যই আমার দেওয়া গাইডটা ফলো করে নেবেন। হয়ে যাবে।

    • @suparnadutta8846
      @suparnadutta8846 2 ปีที่แล้ว +1

      @@amitavabhattacharjee06 অবশ্যই আপনার দেওয়া নাম্বারে যোগাযোগ করব।। ধন্যবাদ দাদা ।।

    • @suparnadutta8846
      @suparnadutta8846 2 ปีที่แล้ว

      দাদা আপনি কলকাতার হোটেল বুকিং এজেন্সি থেকে হোটেল বুক করে নিতে বলেছেন। আপনার কাছে কি কোন ফোন নাম্বার আছে হোটেল বুকিং এজেন্সির ?? থাকলে নাম্বারটা কি পাওয়া যাবে?? তাহলে উপকৃত হতাম। আসলে আমি বর্ধমান এ থাকি। তাই সেক্ষেত্রে একটু সুবিধা হত। ।।

  • @JAIDIPDUTTA-rj8bv
    @JAIDIPDUTTA-rj8bv 4 หลายเดือนก่อน

    দারুণ লাগলো। আগামী পূজোর ছুটিতে বেড়ানোর সময় খুব কাজে লাগবে।

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  4 หลายเดือนก่อน

      অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ঘুরে আসুন। ভালো লাগবে। 🥰

  • @chandannaskar5042
    @chandannaskar5042 9 หลายเดือนก่อน

    সুন্দর উপস্থাপনা, ভীষণ ভালো লাগলো

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  9 หลายเดือนก่อน

      অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থাকুন। 🥰

  • @rajdiptachakraborty4816
    @rajdiptachakraborty4816 ปีที่แล้ว +1

    Khub sundor..jete ichhe korche.

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  ปีที่แล้ว

      ধন্যবাদ। উৎসাহিত হলাম। ঘুরে আসুন। খুব সুন্দর জায়গা৷ 🥰🎈

  • @indraneelnandy540
    @indraneelnandy540 2 ปีที่แล้ว +1

    Sotti khub sundor

  • @saswatadasbarman2565
    @saswatadasbarman2565 ปีที่แล้ว +1

    বেশ ভালো লাগলো।

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  ปีที่แล้ว

      অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থাকুন। ❤️❤️🎈

  • @neelrongchilovishonpriyo8391
    @neelrongchilovishonpriyo8391 5 หลายเดือนก่อน

    KHUB VALO LAGLO.❤

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  5 หลายเดือนก่อน

      @@neelrongchilovishonpriyo8391 অসংখ্য ধন্যবাদ। 🥰

  • @sujitsaha7945
    @sujitsaha7945 2 ปีที่แล้ว +1

    Khub valo laglo dada.khub sundar

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  2 ปีที่แล้ว

      অসংখ্য ধন্যবাদ। উৎসাহিত হলাম।

  • @ChaitaliRoyThakur
    @ChaitaliRoyThakur 2 ปีที่แล้ว +1

    অপূর্ব অপূর্ব, কি মনোরম দৃশ্য, দেখে মন ভরে গেলো, অনেক কিছু জানা গেলো, খুব সুন্দর ভিডিও, খুব ভালো লাগলো

  • @subratasarma52
    @subratasarma52 ปีที่แล้ว +1

    Nice presentation

  • @ranajitdey296
    @ranajitdey296 2 ปีที่แล้ว +1

    সত্যি, খুব সুন্দর আপনার কিন্নর কৈলাশ
    ভ্রমণ গাইড -এর উপস্থাপনা।

  • @malabikachel1695
    @malabikachel1695 2 ปีที่แล้ว +1

    Bah khub sundor.. Khub helpful.

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  2 ปีที่แล้ว

      ধন্যবাদ। চ্যানেলে কেদার- বদ্রী সিরিজের ভিডিও দেওয়া শুরু করেছি। আগ্রহ থাকলে দেখতে থাকুন। সঙ্গে থাকুন।

  • @sonalikarar4609
    @sonalikarar4609 8 หลายเดือนก่อน

    খুব সুন্দর

  • @ritticktarafdar1672
    @ritticktarafdar1672 ปีที่แล้ว

    আপনার সুন্দর ভাবে রুট পরিচালনা র জন্য আপনাকে ধন্যবাদ।

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  ปีที่แล้ว

      অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থাকুন। 🥰

  • @kasturichakrabarty7739
    @kasturichakrabarty7739 2 ปีที่แล้ว +1

    Khub informative

  • @subratabaidya8102
    @subratabaidya8102 ปีที่แล้ว

    Khub sundor presentation.

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  ปีที่แล้ว

      ধন্যবাদ। উৎসাহিত হলাম! এটা পুরোনো ভিডিও। এখনকার ভিডিওগুলোতে আরও একটু ভালো কিছু করার চেষ্টা করছি। চ্যানেলে ঢুকে দেখার অনুরোধ রাখি। 🥰

  • @karanmitraroyalride5552
    @karanmitraroyalride5552 2 ปีที่แล้ว +1

    Khub sundor description deachen..

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  2 ปีที่แล้ว

      অসংখ্য ধন্যবাদ। চ্যানেলের নতুন ভিডিও কেদার বদ্রী সিরিজ চলছে। দেখার অনুরোধ রইল।

  • @debabratapal5725
    @debabratapal5725 4 หลายเดือนก่อน

    Yourpresentation is allways balanced and enjoyablethanks a lot

  • @sarmishthaspassion5524
    @sarmishthaspassion5524 ปีที่แล้ว +1

    খুব ভালো

  • @somnathmukhopadhyay2630
    @somnathmukhopadhyay2630 ปีที่แล้ว +1

    খুব ভালো লাগলো।

  • @satinathbhattacharya1632
    @satinathbhattacharya1632 2 ปีที่แล้ว +1

    Opurbo বর্ণনা।দারুন দারুন

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  2 ปีที่แล้ว

      ধন্যবাদ। উৎসাহিত হলাম। সঙ্গে থাকুন।

  • @devasismukherjee6990
    @devasismukherjee6990 3 หลายเดือนก่อน

    Excellent guidance.

  • @somamukherjee7034
    @somamukherjee7034 2 ปีที่แล้ว +1

    Asadharon laglo ......

  • @debasishnaskar4165
    @debasishnaskar4165 2 ปีที่แล้ว +1

    খুব ভালো লাগলো

  • @debdasray6256
    @debdasray6256 ปีที่แล้ว

    খুব সুন্দর বর্ণনা। অনেক শুভেচ্ছা রইল।

  • @namitachakraborty8764
    @namitachakraborty8764 2 ปีที่แล้ว +1

    Aurba, khub bhalo laglo, mone holo ghare bosei kalpa darshan holo, jete pari ar na pari, apnar bolar dharan o khub bhalo, monta bhore gelo,

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  2 ปีที่แล้ว

      ধন্যবাদ। এটা আপনি গাইড ভিডিও দেখলেন। কল্পা সহ এখানকার প্রতিটা জায়গা নিয়ে আলাদা২ এপিসোড চ্যানেলে আপলোড করা আছে। দেখতে পারেন।

  • @PradipKrGhosh-pq3qd
    @PradipKrGhosh-pq3qd 2 ปีที่แล้ว +1

    বা: খুবই সুন্দর উপস্হাপনা
    ধন্নবাদ

  • @biplabchatterjee4479
    @biplabchatterjee4479 2 ปีที่แล้ว +1

    Dada darun laglo.

  • @siprasengupta2926
    @siprasengupta2926 ปีที่แล้ว

    Valo laglo

  • @SarmilaBanerjee-i4n
    @SarmilaBanerjee-i4n 9 หลายเดือนก่อน

    Apnar video t khub valo

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  9 หลายเดือนก่อน

      অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থাকুন। 🥰

  • @biplabkumarbhadury6756
    @biplabkumarbhadury6756 2 ปีที่แล้ว +1

    NICE DESCRIPTION

  • @swapansingharoy5670
    @swapansingharoy5670 ปีที่แล้ว +1

    খুব সুন্দর লাগলো 🎉 পাঁচ এপ্রিল যাচ্ছি,,

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  ปีที่แล้ว

      ধন্যবাদ। ঘুরে আসুন। ভালো লাগবে।

  • @jharnamajumdar3052
    @jharnamajumdar3052 9 หลายเดือนก่อน

    Aponer plane khub valo

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  9 หลายเดือนก่อน

      অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থাকুন।🥰

  • @biplabchakraborty8329
    @biplabchakraborty8329 ปีที่แล้ว

    Excellent explanation. One of the best. Very useful information for tourist who wants to travel here. Flow of commentary is very attractive.

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  ปีที่แล้ว

      অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থাকুন। দেখতে থাকুন। 🥰

  • @RAJUBISWAS-jg7ch
    @RAJUBISWAS-jg7ch 2 ปีที่แล้ว +1

    Sundor

  • @kabitayamianjana6272
    @kabitayamianjana6272 ปีที่แล้ว

    Besh valo

  • @MithuChowdhury-i3b
    @MithuChowdhury-i3b 3 หลายเดือนก่อน

    খুব সুন্দরভাবে বুঝিয়েছেন এবং ভিডিও গুলি দারুন ভাবে উপভোগ করলাম। আর একটি বিষয়ে জানতে ইচ্ছে করছে 2025 সের মে মাসে আমরা 15-18 জনের টাইম নিয়ে যেতে চাইছি, কি করে আর সহজ হবে পুরো টাইম কে ট্যাকেল করা । যেখানে বেশি রুম বিশিষ্ট হোটেল আছে সেগুলির ফোন নম্বর থেকে জানান pls । Karon enara সবাই couple। ❤

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  3 หลายเดือนก่อน

      @@MithuChowdhury-i3b অসংখ্য ধন্যবাদ। ১৫- ১৮ জন না ১৫- ১৮ দিন? টাইম ট্যাকেল করা অর্থ বুঝলাম না৷ টাইমের প্ল্যান ভিডিওতে বলা আছে। আর ওই ধরনের হোটেলের নাম ও ফোন নম্বর ভিডিওর নীচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।🥰

  • @travelgotaindia4664
    @travelgotaindia4664 2 ปีที่แล้ว +1

    Darun lag--looo 👍👍👍👍👌👌

  • @manaskumarmandal2615
    @manaskumarmandal2615 ปีที่แล้ว

    অসংখ্য ধন্যবাদ।

  • @parimalkundu1825
    @parimalkundu1825 2 ปีที่แล้ว +1

    Khub sundor presentn. March mase jaoar ichha ache. Purota apnar plan e folw kore last amra chandigarh hoe firbo. Lets hope fr the betr.

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  2 ปีที่แล้ว

      ধন্যবাদ। ঘুরে আসুন। কিন্নর খুব সুন্দর জায়গা। 👌

  • @russel_dev
    @russel_dev 2 ปีที่แล้ว +1

    Pure gentleman, thank you for the video

  • @tapasdhar92
    @tapasdhar92 ปีที่แล้ว +1

    I love himachal Prodash.❤❤❤

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  ปีที่แล้ว

      ধন্যবাদ। হ্যাঁ, হিমাচল ভালোবাসার মতোই সুন্দর। 🥰🎈

  • @tarunkumarbhattacharya9480
    @tarunkumarbhattacharya9480 22 วันที่ผ่านมา

    ধন্যবাদ

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  22 วันที่ผ่านมา

      @@tarunkumarbhattacharya9480 ধন্যবাদ। 🥰

  • @sujitsen1742
    @sujitsen1742 2 ปีที่แล้ว +1

    খুব চমৎকার পর পর সাজিয়ে দিয়েছেন কি ভাবে এ ই জায়গা গুলো বেড়ানো যাবে। ধন্যবাদ আপনাকে ।

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  2 ปีที่แล้ว

      ধন্যবাদ। আপনাদের কাজে লাগলেই পরিশ্রম সার্থক হয়।

  • @samadritamaity3932
    @samadritamaity3932 3 หลายเดือนก่อน

    ❤😂❤very nice kinnor

  • @bishnumondal962
    @bishnumondal962 ปีที่แล้ว

    Asadhadon 🙏🙏🙏🙏🙏🙏

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  ปีที่แล้ว

      অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থাকুন। 🥰

  • @anandaroy1151
    @anandaroy1151 2 ปีที่แล้ว +1

    Wow 👃👃👍👍👍👍👍👍

  • @subashchatterjee4372
    @subashchatterjee4372 ปีที่แล้ว

    বেশ ভালো লাগলো। April মাসে এই program করা যাবে।

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  ปีที่แล้ว

      ধন্যবাদ। হ্যাঁ, এপ্রিল মাসে হবে।🥰

  • @nityanandaporia1201
    @nityanandaporia1201 2 ปีที่แล้ว +1

    Thanks

  • @sangitadas8759
    @sangitadas8759 หลายเดือนก่อน

    Dada apaner vedio ta dekhey Kinnaur jawar mon thik korchi. Ami ki amar 6 yr er Mey k sathey niye jetey parbo. Janaley khub valo hoto.

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  หลายเดือนก่อน

      অসুবিধা হওয়ার কথা নয়। শীতের পোশাক নিয়ে যাবেন বেশি করে যাতে ঠান্ডা না লাগে৷ বাচ্চার জন্য সম্ভাব্য সব রকমের ওষুধ সঙ্গে নিয়ে যাবেন। আর টিকিট কাটার আগে একবার চাইল্ড স্পেশালিস্টের সাথে পরামর্শ করে নেবেন৷

  • @FullMoonTourism
    @FullMoonTourism 9 หลายเดือนก่อน

    খুব সুন্দর উপস্থাপনা খুব ভালো টুর প্ল্যান। একটা যানার ইচ্ছে ডিসেম্বর (20.12. ) থেকে কলকাতা থেকে শুরু করলে কি পুরো ভ্রমণ কী করতে পারবো? যদি কিছু পরামর্শ দেন ভালো হয়। ধন্যবাদ🙏💕

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  9 หลายเดือนก่อน

      ডিসেম্বর জানুয়ারীতে এইসব জায়গায় বিশেষত সাংলা, ছিটকুলে খুব বরফ পড়ে। অনেক জায়গায় রাস্তা বন্ধ থাকে। সেই সময়ে সব জায়গায় যেতে পারবেন না বলেই মনে হয়। সেপ্টেম্বর, অক্টোবর ভালো সময়। 🥰

  • @soumidutta6051
    @soumidutta6051 2 ปีที่แล้ว +1

    Darun laglo apnar video .....onek kichu jana gelo ....eta kon maser video...??pls ektu bolben

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  2 ปีที่แล้ว

      ধন্যবাদ। এটা অক্টোবর মাসের ভিডিও।

  • @anupkumarbiswas9852
    @anupkumarbiswas9852 2 ปีที่แล้ว +2

    অনেক তথ্য পেলাম। Spiti নিয়ে তথ্য দিলে ভালো হয়

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  2 ปีที่แล้ว

      ধন্যবাদ। আমি স্পিতি যাইনি এই ট্যুরে। গেলে নিশ্চয়ই দেব।

  • @goutamroychowdhury640
    @goutamroychowdhury640 2 หลายเดือนก่อน

    উপস্থাপনা ভালো । তবে ভ্রমন বৃতান্তে মধ্যবিত্তের থাকার কিছু সন্ধন দিলে আরো ভালো হত ।

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  2 หลายเดือนก่อน

      @@goutamroychowdhury640 ধন্যবাদ। ভিডিওর নীচে একটা ডেস্ক্রিপশন বক্স আছে। সেখানে বিভিন্ন হোটেলের নাম ও ফোন নম্বর দেওয়া আছে।

  • @sresthabanerjee1247
    @sresthabanerjee1247 2 ปีที่แล้ว +1

    Sangla, chitkul, kalpa, kinnaur e... (mobile phone er jnne) prepaid internet services available ? jodi available thake to ..kon company internet okhne available thake ?...

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  2 ปีที่แล้ว

      জিও পাবেন। বি এস এন এল পাবেন। তবে সব জায়গায় পাবেন না।

  • @kakaliroy8798
    @kakaliroy8798 ปีที่แล้ว

    Apnar video ta deklam khub valo laglo dekhe. Amea samvabata 28th october kolkata theke raoana debo. Chandigarh theke shimla sarahan sangla samvanhole chitkul tarpar kalpa okhan theke manali. Manali te durat katiye back to chandigarh asbo. 12 nights 13th day te kolkata firbo. Samvabata ferar samay 11th november train e uthbo. Tai bolchi oi samay weather kamon thake? Apple dekte pabo to? R oi samay raster condition kamon thake sadharanata? Rasta ki khub narrow? Na motamoti safely ghure aste parbo. Pls ektu bistarita bolben. Asale amar husd oi raster akdhare khara parbat r akdike gavir khat dekhe ekyu vay pacchen. Puro rastai ki oirakam durgam na rasta valo. Rasta ki mahe maje khub kharai na ektu ektu kore oporee dike utheche. Pls ektu janan. Husd.k bolle hayto vay ta kombe. Thanks in advance. Pls ans me between two or three days.

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  ปีที่แล้ว

      পাহাড়ের রাস্তা ভালো খারাপ, খাড়াই, ওঠা নামা সব মিলিয়েই হয়, হবে। সিজনভেদে রাস্তার কন্ডিশন পালটায়৷ তবে অক্টোবরে ওয়েদার ভালো পাবেন। আপেল আর কদিন আগে গেলে পেতেন। অক্টোবরের শেষে খুব একটা পাবেন না। রাস্তা আরও ভালোভাবে দেখে নেওয়ার জন্য আমার চ্যানেলেই আলাদা করে প্রতি জায়গা টু জায়গা ডিটেইলস দেখানো আছে। দেখে নিতে পারেন। মানুষজন তো ঘুরছেন। ভয় পাবেন না। এনজয় করে ঘুরে আসুন।

  • @dipankaradhikary1866
    @dipankaradhikary1866 ปีที่แล้ว +1

    Dada aapni khub sundar ekta bromoner jayga thekey ghure esechen . R ektu keno gelen na eki rute Nako < Taboh and Spriti vally. Paharer sundor aro kichu rup dekhtey , Dangerous but beautiful Dry and ZIG ZAG ROAD .from Nako To Taboh and Spiriti..(Vally).. Extra 4 days only..
    Oi dike jadi arekbar jaan taholey Spriti thekey 48 km. dure Leh and Ladhak route. Ekey barai korey asben.

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  ปีที่แล้ว

      ধন্যবাদ। হ্যাঁ, স্পিতিটা জুড়ে নিয়ে এই ট্যুর করলে অবশ্যই ভালো হত। তবে আমাদের সঙ্গীদের সবার অতদিন সময় ছিল না। পরে কোনও সময় এদিকটা সংক্ষেপে দেখে ওদিকটা দেখে নেবখন।। 👌

  • @Krishnapal934
    @Krishnapal934 ปีที่แล้ว

    dada apnar video deklam eto sundor bhabe guide koreche... bujte kono asubidha holo na.amara 30/9/2023 jachi.konno hotels chilen jodi share korten.....

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  ปีที่แล้ว

      অসংখ্য ধন্যবাদ। আমি কলকাতা থেকে দেবলোক ট্রাভেলস এর মাধ্যমে নানান হোটেল বুক করে গেছিলাম। নাম মনে নেই। ভিডিওর ডেসক্রিপশন বক্সে অনেক হোটেলের নাম দিয়ে রেখেছি। দেখতে পারেন। 🥰

    • @Krishnapal934
      @Krishnapal934 ปีที่แล้ว

      @@amitavabhattacharjee06 thank you

  • @somnathmukhopadhyay2630
    @somnathmukhopadhyay2630 ปีที่แล้ว +1

    খুব ভালো লাগলো।সিমলা থেকে সিমলা সাত দিনের জন্য গাড়ি নিতে হবে মনে হয়। আমরা তিনজন। কি গাড়ি নেওয়া যায়? তার প্রতিদিনের ভাড়া কত হতে পারে?

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  ปีที่แล้ว

      ধন্যবাদ। ৬ দিনের জন্য গাড়ি লাগবে। ডিজায়ার ধরনের গাড়ির ভাড়া ৩০০০ টাকা পার ডে হতে পারে। আপনি যে কোনো গাড়ি কোম্পানির সাথে কথা বলুন। ডেস্ক্রিপশন বক্সে আমিও একটা নম্বর দিয়ে রেখেছি। দেখুন।

    • @somnathmukhopadhyay2630
      @somnathmukhopadhyay2630 ปีที่แล้ว

      @@amitavabhattacharjee06 ধন্যবাদ

    • @somnathmukhopadhyay2630
      @somnathmukhopadhyay2630 ปีที่แล้ว

      দ্বিতীয় দিন সারাহান থেকে সাংলা পৌছতেই তো বিকাল হয়ে যাবে। সেইদিন সাংলায় থেকে পরদিন ছিটকুলে থাকতে চাইলে তো সাংলাকে উপভোগ করার সুযোগ পাওয়া যাবে না। তাহলে কি সাংলায় দুটি রাত ও ছিটকুলে একটি রাত কাটাতে হবে?তারপর কল্পায় তো দুদিন থাকবো। তাহলে কদিন গাড়িভাড়া নিতে হবে? আমরা যেহেতু তিনজন, বড় গাড়ি তো নিতে পারছি না। আপনি একটু গাইড করে দিলে ভালো হয়।

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  ปีที่แล้ว +1

      @@somnathmukhopadhyay2630 হ্যাঁ, সাংলায় ২ দিন আর ছিটকুলে ১ দিন থাকলে তো খুবই ভালো হয়। তাহলে সিমলা টু সিমলা ৭ দিনের জন্য ডিজায়ার বা ওই ধরনের গাড়ি ভাড়া নিন। দিনপ্রতি ৩০০০-৩৫০০ টাকা ভাড়া নেবে।

    • @somnathmukhopadhyay2630
      @somnathmukhopadhyay2630 ปีที่แล้ว +1

      ​@@amitavabhattacharjee06 অনেক ধন্যবাদ।

  • @pinakiadhikary4396
    @pinakiadhikary4396 2 ปีที่แล้ว +1

    Kon mase gele sundor drisso pabo dekhte

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  2 ปีที่แล้ว

      এপ্রিল মে কিংবা অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে সুন্দর দৃশ্য পাবেন।

  • @subhenduacharya5665
    @subhenduacharya5665 3 หลายเดือนก่อน

    অসম্ভব সুন্দর ভিডিও। আমার একটা জিজ্ঞাস্য আছে। ডিসেম্বরের শেষে পরিবার নিয়ে সিমলা-- সারাহান-- কিন্নর-- কল্পা-- সিমলা ট্যুর কি করা যাবে? পথে কোথাও আটকে যাবো নাতো? গাড়ি, হোটেলের জন্য কোথায় যোগাযোগ করবো?

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  3 หลายเดือนก่อน

      ধন্যবাদ। ডিসেম্বরের শেষে ছিটকুল সহ বেশ কিছু জায়গায় বরফে রাস্তা আটকে যায়। হোটেলও সব খোলা থাকে না। আপনি আমার এই ভিডিওর নীচে ডেসক্রিপশন বক্সে হোটেল ও গাড়ির ফোন নম্বর পাবেন। ওদের ফোন করে ভালো করে জেনে নিয়ে সিদ্ধান্ত নিন। 🥰

  • @Sarkar_Ramkrishna
    @Sarkar_Ramkrishna 2 ปีที่แล้ว +1

    আপনার ভ্রমন বর্ননা এবং অভিজ্ঞতা অসাধারণ। আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কৃতজ্ঞ। ডিসেম্বরের মাঝামাঝি কুনঝুম পাশ খোলা থাকে কি। আর ডিসেম্বরের মাঝামাঝি সিমলা থেকে আট দিনে কলপা সাংলা মানালি ভ্রমন সম্ভব কি না। জানালে উপকৃত হব। অনেক ধন্যবাদ।

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  2 ปีที่แล้ว +1

      ধন্যবাদ। না, কুমজুম পাস খোলা থাকে না। কল্পার দিক থেকে কম দূরত্বে মানালি যেতে জালোরি পাস লাগে৷ সেটাও খোলা থাকে না। কল্পা থেকে সিমলা ফিরে তারপর মানালি যেতে হবে। সুতরাং আট দিনে কোনোভাবে যা যা বলেছেন তা হবে না।

  • @ajoybhattacharjee9667
    @ajoybhattacharjee9667 ปีที่แล้ว

    আপনি অক্টোবর এর কত তারিখ গেছিলেন?
    Your prestetion is very much interesting.
    We are planning for middle of the October.
    Thanks 🙏

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  ปีที่แล้ว

      ধন্যবাদ। হ্যাঁ, অক্টোবরের মাঝামাঝিই যান। আমিও ওই সময়ই গিয়েছিলাম। 🥰

  • @utpalbanerjee1759
    @utpalbanerjee1759 2 ปีที่แล้ว +1

    খুব ভালো লাগলো, একটা কথা এপ্রিল মাসের প্রথমে কি এই টুর টা করা যাবে এবং কল্পা থেকে শিমলা না করে মানালি করা যাবে কি

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  2 ปีที่แล้ว

      ধন্যবাদ। হ্যাঁ, এপ্রিল মাসের শুরুতে এই ট্যুর করা যাবে। কল্পা থেকে ফেরার সময় ১০০ কিলোমিটার এসে রামপুরে থাকুন। তারপর জালোরি পাস পেরিয়ে ২০০ কিলোমিটার অতিক্রম করে মানালি পৌঁছে যান।

  • @jharnamajumdar3052
    @jharnamajumdar3052 9 หลายเดือนก่อน

    Ami December 21 th saraha kalpa kinnor sangla jabo 5 night six days thik hobe ki?

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  9 หลายเดือนก่อน

      ডিসেম্বরে ওদিকের রাস্তাঘাট অনেক সময়ই বরফে বন্ধ হয়ে যায়৷ খোঁজ নিয়ে তবেই ট্যুর ফাইনাল করুন।

  • @ApareshBanerjee
    @ApareshBanerjee 2 หลายเดือนก่อน

    can this tour be combined with Manali and associated tours. Then how many days it will take and what will be cost?

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  2 หลายเดือนก่อน

      @@ApareshBanerjee হ্যাঁ, করা যাবে। দিন চারেক বেশী লাগবে। কল্পা থেকে ফেরার পথে একরাত রামপুরে কাটিয়ে পরদিন জালোরি পাস পেরিয়ে ২০০ কিলোমিটার গেলে মানালি।।

  • @-bhramankatha3938
    @-bhramankatha3938 ปีที่แล้ว +1

    অসাধারণ ভিডিও! তথ্য সমৃদ্ধ! সেপ্টেম্বর-অক্টোবর পিক টাইম নয়--তাই তো?কয়েকটা হোম স্টে বা হোটেলের নাম বলা সম্ভব?আপনার ভিডিও দেখে অক্টোবরে যাওয়ার ইচ্ছে রইল।

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  ปีที่แล้ว

      ধন্যবাদ। সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে দুর্গাপূজার সময় সব জায়গায়ই পিক সিজন। এ বাদে নয়। হোটেলের নামের বিষয়ে আমার কমেন্ট পিন করে অপারগতা জানিয়েছি৷ কেন দেখে নিন। এই মুহূর্তে বলতে গেলে আমাকে নেট ঘাঁটতে হবে৷ সেটা আপনিও পারবেন। কষ্ট করে একটু দেখে নেওয়ার অনুরোধ রইল। 👌🎈

  • @sandhyaschannel3498
    @sandhyaschannel3498 10 หลายเดือนก่อน

    Shimla theke sb jaiga ghure abar shimla aste koto diner jnne gari vara krte hbe janaben plz

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  10 หลายเดือนก่อน

      ভিডিওতে এটা স্পষ্ট করে বলা ও লেখা আছে তো।

  • @anishmitaganguli3830
    @anishmitaganguli3830 ปีที่แล้ว

    Dada October er 3rd week a ke apple dektey paowa jabey, ektu bolben plz

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  ปีที่แล้ว

      আমি ১৬ ই অক্টোবর কলকাতা থেকে রওনা দিয়ে ওখানে পৌঁছে আপেল পেয়েছিলাম। তবে সেটা সিজনের শেষ আপেল। ভাগ্য ভালো থাকলে আপনিও অক্টোবরের তৃতীয় সপ্তাহে আপেল পেতে পারেন। তবে নিশ্চিত করে কিছুই বলা যায় না।

  • @debabratasur1676
    @debabratasur1676 2 ปีที่แล้ว +1

    November er 1st week jete chai weather kamon pabo,apple ki gache dekte pabo?Thanks in advance.

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  2 ปีที่แล้ว

      খুব বেশী শীত পড়ে। কিছু জায়গায় বরফ পড়া শুরু হয়। আপেল পাবেন না।

  • @ashisranjanchakraborty7870
    @ashisranjanchakraborty7870 2 ปีที่แล้ว +2

    খুব ভালো তথ্যসমৃদ্ধ ভিডিও।কিছু বাঙালী হোটেলের নাম ও ফোন নং দিলে ভালো হয়।

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  2 ปีที่แล้ว +2

      ধন্যবাদ। চেষ্টা করব। এখানে তো হোটেলই কম। তার উপর আগে যে সব বাঙালি হোটেল লিজ নিয়েছিলেন তাঁরা করোনার সময় অনেকেই লিজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। আমি খোঁজখবর করছি। আশা করছি পেয়ে যাব। পেলেই ডেসক্রিপশন বক্সে নম্বর দিয়ে দেব।

  • @patrikapal1674
    @patrikapal1674 ปีที่แล้ว

    14seater gari te luggage rakhar besbosta ache kinta please janaben

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  ปีที่แล้ว

      পিছনের ডিকি আর ছাদে লাগেজ নেয়।

  • @alokechakraborty8635
    @alokechakraborty8635 2 ปีที่แล้ว +2

    October 17 o 18 te jabo...apple dekhte pabo?

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  2 ปีที่แล้ว

      ওই সময়টা আপেলের শেষ সিজন। তবুও পাবেন আশাকরি।

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  2 ปีที่แล้ว

      আমি ২০ অক্টোবরের পরে গিয়েও গাছ ভর্তি আপেল পেয়েছি। যা আমার ভিডিওতে দেখিয়েছি। তবে ওই শেষ। এর পরে গেলে আর পাওয়া যায় না।

  • @Sarkar_Ramkrishna
    @Sarkar_Ramkrishna 2 ปีที่แล้ว +1

    আপনার ভ্রমন বর্ননা অসাধারণ লাগল। কলপা অথবা সাংলা থেকে মানালি যাওয়ার সংক্ষিপ্ত কোন পথ কি আছে কিনা বা কি ভাবে যাওয়া যাবে জানালে উপকৃত হব। ধন্যবাদ নেবেন।

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  2 ปีที่แล้ว

      ধন্যবাদ। অনেককেই এই প্রশ্নের উত্তর দিয়েছি। হ্যাঁ, যাওয়া যাবে। আপনি সাংলা বা কল্পা থেকে ফেরার পথে মাঝরাস্তায় রামপুরে এসে একরাত থাকুন। তারপর জালোরি পাস পেরিয়ে ২০০ কিলোমিটার পাড়ি দিলেই মানালি৷ সেখানে দিন তিনেক কাটিয়ে সিমলা ফিরে আসুন।

  • @tulan1568
    @tulan1568 9 หลายเดือนก่อน

    Ae trip ta ki kono travel agent chara plan kora somvob??? Gari ar hotel er information dile bhalo hoto

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  9 หลายเดือนก่อน +1

      এজেন্ট ছাড়া করা যাবে৷ আমিই এজেন্ট ছাড়া ঘুরেছি। হোটেল ও গাড়ির নম্বর ভিডিওর টাইটেলের নীচে যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে দেওয়া রয়েছে। দেখে নিন। 🥰

  • @arpitapaul1009
    @arpitapaul1009 ปีที่แล้ว +1

    খুব ভালো লাগলো ভিডিওটি। একটা জিজ্ঞাসা আছে... কলকাতা থেকে দিল্লি হয়ে যাওয়া টা সুবিধা হয় ? নাকি kalka গিয়ে toy ট্রেন ধরে সিমলা পৌঁছানো সুবিধা? কোনটা টাইম কম লাগবে? আর খরচ কম হবে?😊

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  ปีที่แล้ว

      ধন্যবাদ। ট্রেনেই যদি যান তবে মাঝপথে দিল্লিতে নেমে আবার ট্রেনে চেপে কালকা গেলে সময় ও খরচ অবশ্যই বেশি লাগবে৷ সরাসরি কালকা গেলে সময় ও খরচ কম হবে। কালকা মেলে টিকিট না পেলে তবেই মানুষ দিল্লি হয়ে যায়। আর যারা এয়ার এ যায় তারা দিল্লি নেমে তারপর যায়।

  • @rupashreeroy3570
    @rupashreeroy3570 ปีที่แล้ว

    Er Sathe Manali add korte chaile kivabe jaoa jabe?Manali thek sarahan jaoa jabe?

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  ปีที่แล้ว +1

      ভিডিওটা কি দেখেছেন? না দেখে থাকলে পুরোটা দেখুন। সারাহান তো এই ট্যুরে আছেই। মানালি যেতে চাইলে কল্পা থেকে ফেরার পথে মাঝখানে রামপুরে একরাত কাটিয়ে জালোরি পাস পেরিয়ে ২০০ কিলোমিটার গেলেই মানালি পৌঁছে যাবেন।

  • @snehabhattacharyya280
    @snehabhattacharyya280 2 ปีที่แล้ว

    খুব ভালো লাগলো। আমি কল্পনা থেকে মানালি ও ডালহৌসি হয়ে পাঠান কোট হয়ে ফিরতে চাই। একটু গাইড করে দিন প্লিজ

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  2 ปีที่แล้ว

      ধন্যবাদ। কল্পনা নয়, কল্পা। আপনি কল্পা থেকে ফেরার পথে ১০০ কিলোমিটার এসে মাঝপথে রামপুরে একরাত থাকুন। তারপর জালোরি পাস পেরিয়ে ২০০ কিলোমিটার গিয়ে দু/তিন রাত মানালিতে থাকুন। এরপর ২১৭ কিলোমিটার পাড়ি দিয়ে ধরমশালায় এসে ২ রাত থাকুন। তারপর ধরমশালা থেকে ১২৭ কিলোমিটার পেরিয়ে ডালহৌসিতে পৌঁছে ২ রাত থেকে ৯০ কিলোমিটার দূরের পাঠানকোটের উদ্দেশ্যে রওনা দিন।

  • @debashishia9437
    @debashishia9437 ปีที่แล้ว

    January month e KALPA tour ki possible? Pls ektu janaben.

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  ปีที่แล้ว

      হবে। তবে যদি বরফ থাকে তবে কিছু কিছু জায়গায় যাওয়া যাবে না। আপনি ওখানকার ট্রাভেল কোম্পানির সাথে একবার কথা বলে নিন। ওরা আরও ভালো করে বলতে পারবে।

  • @sanchitaghosh8722
    @sanchitaghosh8722 ปีที่แล้ว

    Rasta khub durgam.simla theke ki flight a ki kinnar kilas jawa jai.please janan

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  ปีที่แล้ว

      পাহাড়ে যেখানেই যাবেন রাস্তার কিছু না কিছু অংশ দুর্গম থাকবে। এতদসত্ত্বেও প্রাকৃতিক সৌন্দর্যপিয়াসী মানুষ পাহাড়ে বেড়াতে যাচ্ছেন। কিন্নরে যেতে গেলে এই রাস্তা দিয়েই যেতে হবে। কোনো এয়ারপোর্ট এখানে নেই।

  • @manashichaudhuri782
    @manashichaudhuri782 2 ปีที่แล้ว +1

    Sangla kalpa te middle of september e ki bristi pore???i

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  2 ปีที่แล้ว

      সেপ্টেম্বরের মাঝামাঝি বৃষ্টি পেতে পারেন। তবে সেপ্টেম্বরের শেষের দিকে বৃষ্টি খুব একটা পাওয়া যায় না।

  • @pravashbhattacharya7588
    @pravashbhattacharya7588 2 ปีที่แล้ว +1

    Gari kotha theke paowa jabe and per day koto kore porbe???
    It would be great if you give reply.

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  2 ปีที่แล้ว

      ইন্টারনেটে সার্চ করলে অনেক গাড়ীর কোম্পানি পাবেন। আর গাড়ী পার ডে কত পড়বে সেটা ভিডিওতে বলা আছে। ভিডিও না দেখে প্রশ্ন করলে তো হবে না। ভিডিও দেখুন। বলা আছে।

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  2 ปีที่แล้ว +1

      আপনি গাড়ী কোথা থেকে পাওয়া যাবে জিজ্ঞাসা করেছিলেন। ইন্টারনেটে অনেক কোম্পানি পাবেন। আর আমি যেখান থেকে গাড়ী নিয়েছিলাম তার নম্বরটা খুঁজে পেয়ে দিলাম। যোগাযোগ করতে পারেন৷ Radiance Travels, Shimla. Phn 9805899544

  • @rimitamaity8945
    @rimitamaity8945 2 ปีที่แล้ว

    Amra kinnar kailash gure spiti lahaul gele ki dhoroner problem hote pare, sate 4 years baby ache.

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  2 ปีที่แล้ว

      আমি বলব, কিন্নর অবধিই ঘুরুন। সঙ্গে বাচ্চা নিয়ে বেশী ঝুঁকি নেবেন না। ঠান্ডা আছে। তাছাড়া রাস্তাঘাট আজ ভালো তো কাল খারাপ।