ভাইয়া, আমি ক্লাস ৮-এ পড়ি। ৩ ও ৪-এ করোনার কারণে ঠিকমতো পড়াশোনা হয়নি, ৫-এ নরমাল পরীক্ষা দিয়েছি। ৬ এবং ৭-এ নতুন কারিকুলাম এসেছে, আর ৮-এ এখন সৃজনশীল কারিকুলাম চলছে। এই কয়দিন ধরে লক্ষ্য করছি যে আমার পড়াশোনা শুধু পরীক্ষাভিত্তিক হয়ে যাচ্ছে। পরীক্ষার পর সবকিছু ভুলে যাই। আসল জ্ঞান হচ্ছে না। বিশেষ করে এর কারণে গণিত বিষয়টির অনেক ক্ষতি হচ্ছে। একজন মানুষকে বলতে শুনেছিলাম যে ক্লাস ১০, ১১, ১২-তে সেই ছাত্রদের মেধাবী বলা হয় যাদের বেসিক ক্লিয়ার থাকে। কারণ, যাদের বেসিক মজবুত থাকে, তারা আস্তে আস্তে পড়লেও কম সময় লাগে। কিন্তু আমার মনে হচ্ছে আমার গণিতের বেসিক ক্লিয়ার নয়। এখন প্রশ্ন হচ্ছে, এভাবে পড়লে আমার জন্য ভালো হবে না। আমি চাই গণিতে একদম বেসিক থেকে ক্লাস ১০ পর্যন্ত অ্যাডভান্স সবকিছু শিখতে। এই বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে চাই পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিসংখ্যান-এগুলো সম্পূর্ণভাবে। এর A থেকে Z পর্যন্ত কী কী পড়তে হবে, দয়া করে বলবেন ভাইয়া। আমি অনেকজনকে জিজ্ঞেস করেছি, কিন্তু কেউ ঠিকভাবে বলেনি। প্লিজ, প্লিজ, একটা ভিডিও লিংক দেবেন। আমি সিলেট থেকে বলছি।
কী অবস্থা সবার? আর কী কী ক্লাস চাও কমেন্টে জানাও ⬇
✔সব বিষয়ের এমন আরো High Quality ভিডিও পেয়ে যাবে এখানেঃ edgecoursebd.com/courses/ssc-25-lastshot-golden-a-program/
✔বাকি ক্লাসের প্লে-লিস্টঃ
th-cam.com/play/PL1XLynZ3dQxXzIFPbAGenr41Fg5CDfxL_.html
✔ যেকোনো বিষয়ের প্রব্লেম সল্ভ করতে এই ফেসবুক গ্রুপে জয়েন করোঃ
web.facebook.com/groups/1374673516510833/
✔ যেকোন দরকারে ম্যাসেজ করোঃ
www.m.me/hulkensteinschool
দেখা হচ্ছে বিজয়ে 💪
ভাইয়া, আমি ক্লাস ৮-এ পড়ি। ৩ ও ৪-এ করোনার কারণে ঠিকমতো পড়াশোনা হয়নি, ৫-এ নরমাল পরীক্ষা দিয়েছি। ৬ এবং ৭-এ নতুন কারিকুলাম এসেছে, আর ৮-এ এখন সৃজনশীল কারিকুলাম চলছে। এই কয়দিন ধরে লক্ষ্য করছি যে আমার পড়াশোনা শুধু পরীক্ষাভিত্তিক হয়ে যাচ্ছে। পরীক্ষার পর সবকিছু ভুলে যাই। আসল জ্ঞান হচ্ছে না। বিশেষ করে এর কারণে গণিত বিষয়টির অনেক ক্ষতি হচ্ছে।
একজন মানুষকে বলতে শুনেছিলাম যে ক্লাস ১০, ১১, ১২-তে সেই ছাত্রদের মেধাবী বলা হয় যাদের বেসিক ক্লিয়ার থাকে। কারণ, যাদের বেসিক মজবুত থাকে, তারা আস্তে আস্তে পড়লেও কম সময় লাগে। কিন্তু আমার মনে হচ্ছে আমার গণিতের বেসিক ক্লিয়ার নয়। এখন প্রশ্ন হচ্ছে, এভাবে পড়লে আমার জন্য ভালো হবে না।
আমি চাই গণিতে একদম বেসিক থেকে ক্লাস ১০ পর্যন্ত অ্যাডভান্স সবকিছু শিখতে। এই বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে চাই পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিসংখ্যান-এগুলো সম্পূর্ণভাবে। এর A থেকে Z পর্যন্ত কী কী পড়তে হবে, দয়া করে বলবেন ভাইয়া। আমি অনেকজনকে জিজ্ঞেস করেছি, কিন্তু কেউ ঠিকভাবে বলেনি। প্লিজ, প্লিজ, একটা ভিডিও লিংক দেবেন। আমি সিলেট থেকে বলছি।
❤ ঠিক আছে
Chemistry chapter 10 please 🥺
Thanks a lot 😊
ভাইয়া, ক্লাস ৮-এ কীভাবে সব সাবজেক্টে ৯৫+ পাবে (যেগুলোতে মার্কস ৫০, সেখানে ৫০ পাবে) এবং রোল ১ হবো?