শেষের কথা গুলো.. বাচ্চা দের মিছে কথা বলে দামু ঠকায় না..। আহাঃ কি অপূর্ব এমন স্ক্রিপ্ট আর হবে... ❤️ কতটা প্রকৃত মানুষ হলে, তার কথা রাখতে এমন করতে পারে.।
ছোটোবেলাতে এই অসাধারন সিনেমাটি দেখেছিলাম DD বাংলা চ্যানেলে!!! ২০০০ সাল হবে মনে হয়!! সারাজীবন ধরে এই সিনেমাটি আমার প্রিয় থাকবে❤️❤️❤️❤️❤️ ধন্যবাদ আমার ছোটোবেলার প্রিয় সিনেমাটি upload করার জন্য🙏🙏🙏
এমন সিনেমা কোটি তে একটাই হয়..। আর হবে না নতুন প্রজন্মেরা এই ধরনের সিনেমা মন দিয়ে দেখলে শুনলে.. তাদের ঔদধত্যতা কেটে যাবে নিশ্চিত. । শেষের গান টার কি দারুন মিনিং... সত্যিই অনবদ্য ❤️রাজা সেন 🙏ধন্য নারায়ণ গঙ্গোপাধ্যায় 🙏
Jotobar dekhi toto besi dekhte iccha hy , erkm acting, simplicity, nature er beauty pawa khub muskil , osadharon word tao kom onk "DAMU " movie er jnno ...
বিশ বছর আগে দামু প্রথম দেখেছিলাম। মাঝে আরো একবার দেখেছি। এই লকডাউনে মধ্যপ্রাচ্যে বসে আবার দেখলাম। যতবার দেখি ততবারই ভাল লাগে, মনে পড়ে যায় ইস্কুল জীবনের স্মৃতি কথা। যজ্ঞনগর, বানিজ্যপুকুর ও চার আমতলায় একটু বিশ্রাম নিয়ে আবার ইস্কুলের পথে চলা অথবা বাড়ী ফেরা। ঐ পথেয় দামুর শুটিং হয়েছিল। অসংখ্য ধন্যবাদ।
Amio sei 20 bocor age dekheci DD national chanel e. Amar boyos tkn 6 bocor tai Khub besi kicu mone cilo na sudhu hati kakur pukure snan kora scene ta mone cilo
সত্যি বলেছেন... আপনার কথা তে আমরা একমত... জেনে ভালো লাগলো যে দামু আপনার দেখা সেরা ছবি... ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
I am a Bangladeshi i am 30 years old now, i am as an aerospace engineer living now in germany,,to be honest i have watched the movie full and at the last i came into tears really,,,the lesson i have learnt from this movie is really something unbelievable,,,, the more you be naive and down to the earth and truthful to your words nothing can harm you in this world. i think THE CHARACTER DAMU is close to the movie forrest gump, the theme of the two movie is same, but here we find our traditional masala. khub valo legeche
Nice to read your feedback... The movie is based on story by eminent writer Narayan Gangopadhyay and is not inspired by forest gump... Thanks for watching and immensly loving and appreciating the movie... Keep watching and enjoy
আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ ছবি। সিনেমাটি কম করে ৪০ বার দেখেছি,এখনও দেখছি ভবিষ্যতেও দেখবো ।বাংলাতে তো বটেই ভারতবর্ষে এরকম সিনেমা কটা হয়েছে আমার সন্দেহ আছে। মুখ্য "দামু" চরিত্রে রঘুবীর যাদবের অভিনয় সারাজীবন মনে রাখার মত।চোখে জল এসে যায় শেষটা দেখলে ।এরকম সিনেমা বাংলায় কম করে ৫০০ বছরেও আর একটা হবে না। কথা দিয়ে কথা রাখা দামুর মত যদি সবাই পারতো....
২০০০ সালে একুশে টিভিতে দেখেছিলাম। সাদাকালো ছবিতে। আমার দেখা অসাধারণ মুভি গুলির একটি। এখন আবার দেখছি মোবাইল ফোনে। এত আগের ছবি ক্যামেরার কি সুন্দর কাজ। কি অভিনয় আহ । যারা দেখে নাই তারা মিস করছে।
1999 এর পর আবার দেখা হলো দামু খুব সুন্দর ছবি পরিচালনা কে ধন্যবাদ জানাই আজ কুড়ি বছর পর ইউটিউব কাছে একটাই আবেদন এই ছবিটা যেন উঠিয়ে না নাই বৃদ্ধ বয়েসেও দেখতে পাই
@Subhasish Maity You are most welcome... Thanks for watching and immensely loving the movie and for sharing your valuable feedback.... Keep watching and enjoy...
দামু, গুপী বাঘা, হীরক রাজার দেশে- এগুলো একটাও শিশুদের নয়। এগুলো বড়দের, এ সিনেমা গুলো যে কি শিক্ষা আমাদের দেয়। সত্যিই অমর সৃষ্টি। আজকের দিনের বাচ্চারা এগুলো দেখে বড়ো হোক, আর এই সিনেমার শিক্ষা নিজের জীবনে প্রয়োগ করে মানুষ হয়ে উঠুক। ধন্যবাদ চ্যানেল বি কে।
মন ছুঁয়ে যাওয়া একটি ছবি। ছোটবেলায় কত দেখেছি কিন্তু তখন ছবিটির মহত্ত্ব বুঝিনি। আমার বাবার খুব প্রিয় এই ছবিটি। বাবা দেখার জন্য ইউটিউবে সার্চ করতে বললেন। তারপর আমিও আবার দেখলাম পর পর দুদিন। দেখে মন ভরে গেল। কত সারল্য, কত সাধারণ তারপরেও অসাধারণ একটি ছবি।❤️
গ্রামগুলো সব শহর হয়ে যাচ্ছে গ্রামে থেকে যদি না এইসব পকিতি গুলো না পায় তাহলে আর গ্রামে থেকে কি লাভ মরে জায়ায় ভালো তখন মানুষের এত রোগ জালা ছিলো না এতো চিন্তা ভাবনা ছিল না আর এখন খালি পয়সা পয়সা পয়সা 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
ক্লাস ফাইভে যখন পড়তাম স্কুল থেকে এই সিনেমা এবং বেবিস ডে আউট দেখাতে নিয়ে গিয়েছিলেন স্যাররা। টিকিট মূল্য ছিল ২ টাকা দুটি সিনেমার জন্য। সিনেমা দেখে ছেলেবেলা মনে পড়ে গেল। ধন্যবাদ।।
You are most welcome... Nice to know that you was searching for this movie since long... Thanks for watching and immensely loving the movie... Keep watching and enjoy...
আমার মায়ের 72 year মায়ের খুব ভাল লাগে এই ধরনের মুভি । অসাধারণ এক সহজ সরল জীবনের রচনা। পরবর্তী প্রজন্মের এসবের প্রতি মন বসবে না জানি কিন্ত এই মুভি দেখার পর তারাও ভাববে তারা কোন জগতের বাসিন্দা যাদের মধ্যে কোনও মানবতা নেই ❤❤❤
আমাদের প্রয়াস এবং ছবিটা আপনার ভালো লেগেছে শুনে ভালো লাগলো... ছবিটা আবার দেখার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
অসাধারণ একটি প্রেরনামূলক ছায়াছবি 🙏😍🙏 উদ্দেশ্য সৎ থাকলে কোন কিছুই পাওয়া সম্ভব 🙏💓🙏 তা সে হাতি হোক বা চাঁদ হোক বা প্রতিটি মানুষের নিজের দেখা স্বপ্ন 🙏😍🙏 অসংখ্য ধন্যবাদ পরিচালক ও সমস্ত টিম মেম্বারদের 🙏🙏🙏
আমার দেখা সবচেয়ে প্রিয় মুভির মধ্যে দামু একটি ❤️ প্রথমবার এই মুভি দেখার পর দামু মুভির প্রেমে পড়ে ছিলাম ❤️ রঘুবীর যাদবের অভিনয়েয় তুলনা হয়ন ❤️ সত্য ব্যানার্জি, মনোজ মিত্র, সব্যসাচী মুখার্জি, মনু মুখার্জি ও ছিলেন অসাধারণ।
অতীতের স্মৃতি, গুলো যখন আমাদের মানসপটে ভেসে ওঠে তখন আনন্দিত হই আবার দুঃখে মন ভরে ওঠে,,,,,। গ্রাম বাংলার চিত্র গুলো এই সিনেমায় যে তুলে ধরা হয়েছে এই প্রজন্মের প্রকৃতি প্রেমীদের কাছে {একটা দৃষ্টান্ত }🙏🖊নারায়ন গঙ্গোপাধ্যায় ও রাজা সেন {বারিশালী,খন্ডঘোষ,পূর্ব বর্ধমান}
1996 e Cinema Hall e dekhate niye gechilo amar Maa Baba. Ei movie ta ami amar cheleke dekhabo. The grand legacy of perseverance and dedication should continue. Thanks a lot to the Channel ❤
বাহ.. জেনে খুব ভাল লাগলো.… তাহলে শীঘ্রই দেখে নিন পাকারাম, অগ্নিশ্বর, বাঞ্চারামের বাগান, মহাশ্বেতা, পরিণীতা ইত্যাদি... ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
Thank You soo much CHANNEL B ENTERTAINMENT for digitally remastering the video & audio quality of these priceless movies like "DAMU" , :BANCHARAMER BAGAN" etc !
Thanks for watching, immensely loving and appreciating our effort and for your valuable feedback... More such digitally restored movies are in pipeline and will be uploaded in future exclusively on our TH-cam channel... Keep watching and enjoy...
এটি এটি সিনেমার নাকি সাধারণ মানুষের জীবনের গল্প? বেশ ভালো লাগলো। দামুর মতো একদম সাধারন মানুষ নিজের কথা রাখার জন্য নিজের জীবন দিতে পারে। এ সত্যটি গল্পে সুন্দরভাবে ফুটে উঠেছে। পুরো কাহিনী দেখলে চোখে জল এসে যায়। এটি একটি অসাধারণ সিনেমা যা বারবার দেখতে ইচ্ছে করে। বইটির চিত্রায়ন ও অভিনয় অসাধারণ।
অসাধারণ ❤️❤️ প্রণাম পরিচালক শ্রী রাজা সেন মহাশয় 🙏 কাহিনীকার নারায়ণ গঙ্গোপাধ্যায় মহাশয় 🙏।। কমেন্টটি রেখে গেলাম ভবিষ্যত প্রজন্মের জন্য। তারা জানুক এত সমৃদ্ধ ছিলো আমাদের বাংলা সিনেমা ❤❤।।
আহা! কি মনোমুগ্ধকর!! একদম গ্রাম্য প্রকৃতির গ্রাম্য মানুষের জীবন।।সত্যি অসাধারন একটি চলচ্চিত্র।। বলা চলে সে দশকের আদর্শ গ্রাম্য প্রকৃতি ও মানুষের সচল আদর্শ দলিল।। সত্যি, অসাধারন।।❤❤❤
ছবিটার নাম ভুলে গেছিলাম,, অনেক খুজেছি মনে মনে,,আজ ২০ বছর পর ছবিটা খুজে পেয়ে আমি খুব আনন্দিত,, পুর ছবিটার সুধু হাতি খোজার কথাটা মনে ছিল,,অনেক ধন্যবাদ আপনাদের,
You are most welcome... Thanks for watching and immensely loving and appreciating the movie and for sharing your valuable feedback... Keep watching and enjoy...
গতকাল ১৫.০৬. ২০২১ ইং তারিখে বানঞ্জারামের বাগান ছবি দেখেছি এবং আজ ১৬.০৬.২০২১ ইং তারিখে দামু ছবি দেখলাম কি যে ভালো লাগলো। বার বার দেখতে ইচ্ছে করে। আমি মোঃ শামীম আহমেদ দুবাই থেকে দেখতেছি।আমি একজন বাংলাদেশী
বাহ... খুব ভালো... আপনার স্বাদ অনুযায়ী এর পর আমাদের চ্যানেলে পাকারাম এবং নীল লোহিত দেখে উঠুন... আশা করি সবার মত আপনিও পাকারাম দেখে নিজের হারানো স্মৃতি খুঁজে পেয়ে আনন্দে কাঁদতে থাকবেন... ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
One of the best movies I have ever seen. The village sceneries in this film are really eye soothing. It has touched my heart. Many, many thanks to CHANNEL B ENTERTAINMENT for uploading such an excellent movie with great picture & sound quality.
You are most welcome... You can also watch Pakaram, Neel Lohit and Bancharamer Bagan which you surely will love and enjoy... Thanks for watching and immensely loving and appreciating the movie and for sharing your valuable feedback... Keep watching and enjoy...
Nice to know that it is your favorite childhood movie... Truly, morale of the movie is that if you are determined to get something with a good motive, god will help you to achieve that in any way... Thanks for watching and immensly loving and appreciating the movie and for sharing your valuable feedback... Keep watching and enjoy...
অনেক ছোট্ট বেলায় এই ছবিটি দেখেছিলাম। গতবছর এই ছবিটি খুজেছিলাম কিন্তু পাই নি কারন নাম টা জানা ছিল না। আজ হঠাৎ নতুন ছবি খুজঁতে পেয়ে গেলাম। ধন্যবাদ আপলোড কারীকে।
We used to wait in the 90s when Chhuti Chhuti would start during our vacations. Damu, Feluda, Hirak Raja, Charlie Chaplin etc were fun to watch. Simple days, simple lives! Then came the satelite and cable TV and now video and social media sites. Childhood innocence gone for my son's generation!
You are most welcome... Thanks for watching and immensely loving and appreciating the movie and for sharing your valuable feedback... Keep watching and enjoy...
Great to know that... Thanks for watching repeatedly and immensely loving and appreciating the movie and for sharing your valuable feedback... Keep watching and enjoy...
one of the great film of bengali language...take bow Raja sen...we bengali appreciate satyjit sir....but this movie is at par with Goopy gyne bagha byne...
শুনে ভালো লাগলো যে দামু আপনার সেরা ছবির মধ্যে একটা... ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
Watching this movie more than 💯 times and never bored for a single time..... I don't know which things of this movie charmed me with my heart. A dream character of Damu, expressing the last margin of SIMPLICITY and HONESTY.....
Wow! It feels great to know that you have watched this movie more than 100 times... We agree that there are some cult movies which can be watched again and again innumerable times without being bored... Damu is definitely one such movie because of perfect blend of great story telling by Narayan Gangopadhyay, good direction by Raja Sen and splendid acting by all the actors specially one and only Raghuvir Yadav... It is due to this combination, the film was honoured with prestigious National Award.... Thanks for repeatedly watching, immensely loving and appreciating the movie and for sharing your valuable feedback... Keep watching and enjoy...
দয়াকরে তুলে নেবেন না। আমাদের ঘরে সব্বাই বার বার দেখছে। আবালবৃদ্ধবনিতা সবারই ভীষণ ভালো লাগে। এইরকম ছোটোদের বই আর কেন যে হয় না আর হলেও টিভিতে বা সিনেমায় দেখায় না এ আমাদের দুরভাগ্য।
এই ছবিটা তুলে দেবার কোনো প্রশ্নই নেই... শুনে ভালো লাগলো যে আপনার পরিবারের সবাই এই ছবি বার বার দেখে... সত্যি এটা দুঃখজনক যে বাচ্চাদের ছবি আর তৈরি হয় না... আমাদের চ্যানেলে আপনি পাকারাম এবং অরুণ বরুণ কিরণমালা দেখতে পারেন যেটা আপনার স্বাদের ছবি এবং আমাদের বিশ্বাস এই ছবির মতোই আপনারা ভীষণ পছন্দ করবেন... ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
Nice to know that it is one of your favourite movie... Be assured, it will not be removed from our channel... Thanks for watching and immensely loving the movie and for sharing your valuable feedback... Keep watching and enjoy...
শেষের কথা গুলো..
বাচ্চা দের মিছে কথা বলে দামু ঠকায় না..।
আহাঃ কি অপূর্ব
এমন স্ক্রিপ্ট আর হবে... ❤️
কতটা প্রকৃত মানুষ হলে, তার কথা রাখতে এমন করতে পারে.।
ছোটোবেলাতে এই অসাধারন সিনেমাটি দেখেছিলাম DD বাংলা চ্যানেলে!!! ২০০০ সাল হবে মনে হয়!! সারাজীবন ধরে এই সিনেমাটি আমার প্রিয় থাকবে❤️❤️❤️❤️❤️ ধন্যবাদ আমার ছোটোবেলার প্রিয় সিনেমাটি upload করার জন্য🙏🙏🙏
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
Same case
১৯৯৬ সালের মুভি, ২০০০ সালের নয়।
@@saisabahmedআমি প্রথম দেখেছি ২০০০ সালে ডি ডি বাংলাতে রিলিজের ৪ বছর পর
Exactly ঠিক বলেছেন খুব ছোট ছিলাম তাও মনে আছে দূরদর্শনে দেখেছিলাম
"খুঁজে গেলে প্রাণ ঢেলে পেয়ে যাবে যাহা তুমি চাও রে" - খুব meaningful গানের line টা
Thanks for watching and loving... Keep watching and enjoy...
You are right😊
@@bhairabbiswas8533 thanks bro 🍻
এটা শুধু একটা সিনেমা নয়। এটা একটা বাস্তব জীবনগতি, একাগ্রচিত্তে লক্ষ্যে পৌঁছাতে শত বাধা বিপত্তি পেরিয়ে একজন মানুষের সফলতা গল্প।
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
A movie ta amader hetumpur movie
Hetumpur Raj brie
@@sumonchattaraj4998কোন জেলা ?
Pppppppppopppoopooooooopppppppppppupupuppuppppp0u0ppppppppppppppppppppppppppppppppppppppppppp0ppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppupppppppppppppppppppp
এমন সিনেমা কোটি তে একটাই হয়..। আর হবে না
নতুন প্রজন্মেরা এই ধরনের সিনেমা মন দিয়ে দেখলে শুনলে.. তাদের ঔদধত্যতা কেটে যাবে নিশ্চিত. ।
শেষের গান টার কি দারুন মিনিং... সত্যিই অনবদ্য ❤️রাজা সেন 🙏ধন্য নারায়ণ গঙ্গোপাধ্যায় 🙏
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
Jotobar dekhi toto besi dekhte iccha hy , erkm acting, simplicity, nature er beauty pawa khub muskil , osadharon word tao kom onk "DAMU " movie er jnno ...
বিশ বছর আগে দামু প্রথম দেখেছিলাম। মাঝে আরো একবার দেখেছি। এই লকডাউনে মধ্যপ্রাচ্যে বসে আবার দেখলাম। যতবার দেখি ততবারই ভাল লাগে, মনে পড়ে যায় ইস্কুল জীবনের স্মৃতি কথা। যজ্ঞনগর, বানিজ্যপুকুর ও চার আমতলায় একটু বিশ্রাম নিয়ে আবার ইস্কুলের পথে চলা অথবা বাড়ী ফেরা। ঐ পথেয় দামুর শুটিং হয়েছিল। অসংখ্য ধন্যবাদ।
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
Raghubir yadav তখন দামু আর এখন পঞ্চায়েত web series এ প্রধান জী, দুটো চরিত্রই খুব পছন্দের।।। অসাধারণ অভিনেতা উনি।❤❤
❤
❤❤ ❤a😊
P
❤
2024 সালে কারা কারা দেখছেন একটা সাড়া দিয়ে যাবেন! 🙋♂️🙂😊❤
Nice move
Yes
Ami✋🏼
আমি বাংলাদেশ থেকে ❤❤❤
Dekhlam abaro...mon valo kora ekta cinema...❤
চোখে জল ভরা আনন্দ,,, সিনেমা টা দেখতে দেখতে পুরো অন্য জগতে চলে গিয়েছিলাম💕💕💕খুব ভালো লেগেছে
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
Ek Dom tik
Onno jagotey jatey hobey na...ei jogotey thakun...
Khub bhalo. Eirokom bhalobhalo movi aro onek dekhte chai.plz
@@ChannelBDigital 11 MN
আমি 20 বছর আগে দেখেছি কিন্তু এখনও হৃদয়ে গেঁথে আছে।
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন
মামুন মাহমুদ, কোন চেনেলে দেখেছিলেন, মনে আছে?
ছোট্ট মেয়েটা কে, বলতে পারবেন?!
Amio sei 20 bocor age dekheci DD national chanel e. Amar boyos tkn 6 bocor tai Khub besi kicu mone cilo na sudhu hati kakur pukure snan kora scene ta mone cilo
@@md.fakharuddin4848 Rimi Sen 😊
Aami 97-98 around dekhechi in DD Bangla
প্রতিজ্ঞা রক্ষা করা মানুষের মহৎ চরিত্রের লক্ষণ।।
Thik bolechen 🙂🙂
@@bollywoodsongs5517 momomkmmpom9m9
2023 সালে কারা কারা এই ভিডিও সিনেমা দেখলে ? লাইক দাও 👍 👌
আমি
আমি আছি 🖐️from BANGLADESH
Ami❤
ami dekhlam
অসাধারণ গল্প ও তার চলচ্চিত্র রূপায়ণ ।অভিনন্দন জানাই পরিচালক মহাশয় ।
কোন মানুষকে অবজ্ঞা করতে নাই কখনও , সৎ পথে থকলে সত্যি কথার দাম অবশ্য ই আছে ,দামু ই হলো তার উপযুক্ত জবাব । আমার দেখা অন্যতম সেরা বাংলা চলচিত্র 🙏🇮🇳🔰🇮🇳🙏
সত্যি বলেছেন... আপনার কথা তে আমরা একমত... জেনে ভালো লাগলো যে দামু আপনার দেখা সেরা ছবি... ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
@@ChannelBDigital আপনাকেও অনেক অনেক ধন্যবাদ 🙏
আমি একজন মাতৃ হারা সন্তান , সৎ পথে থাকার চেষ্টা করি , মিথ্যা কথা প্রায় না বলার চেষ্টা করি 🙏
I am a Bangladeshi i am 30 years old now, i am as an aerospace engineer living now in germany,,to be honest i have watched the movie full and at the last i came into tears really,,,the lesson i have learnt from this movie is really something unbelievable,,,, the more you be naive and down to the earth and truthful to your words nothing can harm you in this world. i think THE CHARACTER DAMU is close to the movie forrest gump, the theme of the two movie is same, but here we find our traditional masala. khub valo legeche
Nice to read your feedback... The movie is based on story by eminent writer Narayan Gangopadhyay and is not inspired by forest gump... Thanks for watching and immensly loving and appreciating the movie... Keep watching and enjoy
N ni
Qqqq na1 1q1uqq1qqqq1quqq1qqqqqqqqqqqquq1qqqqq
আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ ছবি। সিনেমাটি কম করে ৪০ বার দেখেছি,এখনও দেখছি ভবিষ্যতেও দেখবো ।বাংলাতে তো বটেই ভারতবর্ষে এরকম সিনেমা কটা হয়েছে আমার সন্দেহ আছে। মুখ্য "দামু" চরিত্রে রঘুবীর যাদবের অভিনয় সারাজীবন মনে রাখার মত।চোখে জল এসে যায় শেষটা দেখলে ।এরকম সিনেমা বাংলায় কম করে ৫০০ বছরেও আর একটা হবে না। কথা দিয়ে কথা রাখা দামুর মত যদি সবাই পারতো....
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
দাদা আপনার সঙ্গে আমিও একমত। মন খারাপ করলে সিনেমাটা দেখে ফেলি। এক নিমেষে মনটা ভালো হয়ে যায়।
১৯৯৯ তে দেখেছিলাম
২০ বাছর পর
আবার ২০১৯ এ দেখলাম।
অসাধারণ একটা ফিল্ম।
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার মত অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
ভাই আমি ও অনেক চেষ্টার পর২০২০তে দেখলাম
চোখেরজল ধরে রাখতে পারিনি। অনেক ভালবাসা ও আশীর্বাদ আপনার জন্য, সকলের জন্য
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
রঘুবীর যাদবের অভিনয় অসাধারণ হয়েছে, কত সহজ সরল চরিত্র ফুটিয়ে তুলেছে।আবার এই রঘুবীর পঞ্চায়েত ওয়েব সিরিজের পঞ্চায়েত হয়েছে।দারুন অভিনয়।
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন
২০০০ সালে একুশে টিভিতে দেখেছিলাম। সাদাকালো ছবিতে। আমার দেখা অসাধারণ মুভি গুলির একটি। এখন আবার দেখছি মোবাইল ফোনে। এত আগের ছবি ক্যামেরার কি সুন্দর কাজ। কি অভিনয় আহ । যারা দেখে নাই তারা মিস করছে।
ছবিটি দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
1999 এর পর আবার দেখা হলো দামু খুব সুন্দর ছবি পরিচালনা কে ধন্যবাদ জানাই আজ কুড়ি বছর পর ইউটিউব কাছে একটাই আবেদন এই ছবিটা যেন উঠিয়ে না নাই বৃদ্ধ বয়েসেও দেখতে পাই
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
@Subhasish Maity You are most welcome... Thanks for watching and immensely loving the movie and for sharing your valuable feedback.... Keep watching and enjoy...
কত বছর ধরে মুভিটা দেখার ইচ্ছে ছিলো, ১৯৯৯ খুব ছোট সময় দেখেছি, ধন্যবাদ আপলোড দেওয়ার জন্য।
Anqaasrm
While I was watching this movie Tears came to my eyes and feel happy also... Proud to be born as BENGALI SON. From Durgapur, West Bengal, India.
Thanks for watching and immensely loving the movie... Keep watching and enjoy
@@ChannelBDigital ik8
@@ChannelBDigital aLkkklhkKslljjklljklljljldljlxjljlljllljllljljlkllkjlklljjjljJlJjljlljl
jljljljjomm9o9omokjom
ooo
ljlmoljljjjlnlllmjmljjljljjljjjmojlkjkmmm999mmomlmokojlmooj
oomoimmmlfjlkfmlkdksffljjjjkllfkmkkmslmmmmkmdslkmkmkmlkmkmlllms
@@ChannelBDigital aLkkklhkKslljjklljklljljldljlxjljlljllljllljljlkllkjlklljjjljJlJjljlljl
jljljljjomm9o9omokjom
ooo
ljlmoljljjjlnlllmjmljjljljjljjjmojlkjkmmm999mmomlmokojlmooj
oomoimmmlfjlkfmlkdksffljjjjkllfpmklkmkkmslmmmmkmdslkmkmkmlkmkmlllms
@@ChannelBDigital aLkkklhkKslljjklljklljljldljlxjljlljllljllljljlkllkjlklljjjljJlJjljlljl
jljljljjomm9o9omokjom
ooo
ljlmoljljjjlnlllmjmljjljljjljjjmojlkjkmmm999mmomlmokojlmooj
oomoimmmlfjlkfmlkdksffljjjjkllfpmklllfffspmklkkkmkkmslmmmmkmdslkmkmkmlkmkmlllms
দামু, গুপী বাঘা, হীরক রাজার দেশে- এগুলো একটাও শিশুদের নয়। এগুলো বড়দের, এ সিনেমা গুলো যে কি শিক্ষা আমাদের দেয়। সত্যিই অমর সৃষ্টি। আজকের দিনের বাচ্চারা এগুলো দেখে বড়ো হোক, আর এই সিনেমার শিক্ষা নিজের জীবনে প্রয়োগ করে মানুষ হয়ে উঠুক। ধন্যবাদ চ্যানেল বি কে।
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
মন ছুঁয়ে যাওয়া একটি ছবি। ছোটবেলায় কত দেখেছি কিন্তু তখন ছবিটির মহত্ত্ব বুঝিনি। আমার বাবার খুব প্রিয় এই ছবিটি। বাবা দেখার জন্য ইউটিউবে সার্চ করতে বললেন। তারপর আমিও আবার দেখলাম পর পর দুদিন। দেখে মন ভরে গেল। কত সারল্য, কত সাধারণ তারপরেও অসাধারণ একটি ছবি।❤️
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
ভীষণ ভীষণ ভালো লাগলো সিনেমা টি। সম্পূর্ণ সহজ সরল প্রানোজ্জল ব্যক্তি। দামু। আজকের সময়ে আমাদের নাড়া দেয়। সেইসাথে অফুরন্ত আনন্দ খুঁজে পাই। চ্যানেল আধিকারিক এর কাছে আবেদন এরকম গ্রামীন চলচিত্র সংগ্রহে থাকলে দিবেন🙏পরিচালক ও নারায়ণ গঙ্গোপাধ্যায় মহাশয়কে অসংখ্য প্রণাম।🙏🙏
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
You can watch Pakaram which is as good as Damu...
❤❤❤ Choto Belar Sriti gulo abar jege uthlo ❤😍😘👌
Thanks for watching and immensely loving the movie... Keep watching and enjoy
গ্রামগুলো সব শহর হয়ে যাচ্ছে গ্রামে থেকে যদি না এইসব পকিতি গুলো না পায় তাহলে আর গ্রামে থেকে কি লাভ মরে জায়ায় ভালো তখন মানুষের এত রোগ জালা ছিলো না এতো চিন্তা ভাবনা ছিল না আর এখন খালি পয়সা পয়সা পয়সা 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
এত সুন্দর মুভিটা মানুষ কিভাবে ডিসলাইক করে😡😡😡 । ১৮ বছর পর অনেক চেষ্টার পর ছবিটা দেখতে পেলাম ♥️♥️♥️♥️ অসাধারণ
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
ইটিভি বাংলায় ছোট বেলায় দেখসিলাম এক বার,অসাধারন একটি মুভি🇧🇩
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার মত অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
অসাধারণ ছায়াছবি
@@jibanmaji ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার মত অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
Vbbhh
১৯৯৮ এ আমি এই সিনেমাটি একটি বিয়ে বাড়িতে বেরাতে গিয়ে দেখেছিলাম আর ২২বছর পর আবার দেখলাম দারুণ লাগে সব পুরানো কথা মনে পড়ে গেল।
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
ক্লাস ফাইভে যখন পড়তাম স্কুল থেকে এই সিনেমা এবং বেবিস ডে আউট দেখাতে নিয়ে গিয়েছিলেন স্যাররা। টিকিট মূল্য ছিল ২ টাকা দুটি সিনেমার জন্য। সিনেমা দেখে ছেলেবেলা মনে পড়ে গেল। ধন্যবাদ।।
বাহ্... ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
Ki darun din chilo segulo
অসাধারণ একটা সিনেমা, ছোটবেলার কথা মনে পড়ে গেল। দামুর মতো এমন চরিত্র আজকাল সত্যিই খুব দরকার 😊😊
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
1 Dom tik katha
বহুদিন পর একটা ভালো রূপকথা(বা রূপকথার মত,আদপে হয়তো সত্য আখ্যান)উপভোগ করলাম।.....একজন সরল,সাদাসিধে বাচ্ছা শিশুর প্রতিশ্রুতি রক্ষার্থে আরেক সাধাসিধে দামুর এত আয়োজন।....আর আমরা!!!!!!.....খু---উ-উ-উ-উ-ব ভালো লাগলো।....👍👍👍👍
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
Onek din dhore khujechhi. Ekhon pelam. Asonkho dhonnobad.......
You are most welcome... Nice to know that you was searching for this movie since long... Thanks for watching and immensely loving the movie... Keep watching and enjoy...
Nice...movi....
@@royking814 Thanks for watching and loving the movie... Keep watching and enjoy...
Cole Galam choto ball 😭😭😭🖐️🖐️🖐️
আগে দেখার সুযোগ হয়নি এখন দেখলাম খুব ভালো সিনেমা l
খুব সুন্দর ❤❤❤❤❤❤
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
আমার মায়ের 72 year মায়ের খুব ভাল লাগে এই ধরনের মুভি । অসাধারণ এক সহজ সরল জীবনের রচনা। পরবর্তী প্রজন্মের এসবের প্রতি মন বসবে না জানি কিন্ত এই মুভি দেখার পর তারাও ভাববে তারা কোন জগতের বাসিন্দা যাদের মধ্যে কোনও মানবতা নেই ❤❤❤
ছোট বেলার স্মৃতি মাখানো ছবি .... কঠিন সত্য ...নিষ্ঠা আর পরিশ্রম সাফল্যের চাবি কাঠি
সত্যি... ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
অনেক ভালোবাসি এই সিনেমা টা। আজকাল কার জেনারেশন বুঝবে না এটা আশা করি। অনেক স্মৃতি জড়ানো একটা গল্প।
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
হাতি নিয়ে মাতামাতি!দারুন সুন্দর! অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা সিনেমার সুন্দর প্রিন্ট দেওয়ার জন্য। সেই ছোটবেলায় দেখা সিনেমা আবার দেখলাম।
আমাদের প্রয়াস এবং ছবিটা আপনার ভালো লেগেছে শুনে ভালো লাগলো... ছবিটা আবার দেখার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
Bahu din pore dekhlam .amar maa babar sathe dekhte gechilam.etodin pore dekhe maa er sathe katano muhurto gulo mone pore gelo..
অসাধারণ একটি প্রেরনামূলক ছায়াছবি 🙏😍🙏
উদ্দেশ্য সৎ থাকলে কোন কিছুই পাওয়া সম্ভব 🙏💓🙏 তা সে হাতি হোক বা চাঁদ হোক বা প্রতিটি মানুষের নিজের দেখা স্বপ্ন 🙏😍🙏
অসংখ্য ধন্যবাদ পরিচালক ও সমস্ত টিম মেম্বারদের 🙏🙏🙏
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন
প্রায় ২০ বছর পর দেখলাম, মনটা ভরে গেল।এর আগে বাড়ির সাদা কালো টিভিতে দেখেছিলাম। আগের মত এখনও চোখে জল এসে গেল।এটা২০২৪ এর কার্তিক মাস।
ছবিটি দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
প্লিজ তুলে নেবেন না. খুব ভালো কোয়ালিটি. অসাধারণ 👍
নিশ্চিন্ত থাকুন... ছবিটা সরানো হবে না... ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
1:58:45 এই দৃশ্যতে আমার দুচোখ ভিজে গেলো এতটাই ইমোশনাল হলাম...
ধন্যবাদ সিনেমা নির্মাতাকে ।।
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন
আমার দেখা সবচেয়ে প্রিয় মুভির মধ্যে দামু একটি ❤️ প্রথমবার এই মুভি দেখার পর দামু মুভির প্রেমে পড়ে ছিলাম ❤️ রঘুবীর যাদবের অভিনয়েয় তুলনা হয়ন ❤️ সত্য ব্যানার্জি, মনোজ মিত্র, সব্যসাচী মুখার্জি, মনু মুখার্জি ও ছিলেন অসাধারণ।
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন
এই মুভিটা কিন্তু,, জাতীয় পুরষ্কার পেয়েছে ❤
Satti
@@dailysharebazar5059 hmmm
দামুর জন্য মায়া আর ভালোবাসায় আমার চোখ ভিজে আসছে।😪
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন
অসাধারণ একটি সিনেমা🎬 আমার মতো 2024 এ কে কে দেখছেন😊
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
Ami dekhlam,darun laglo
@@krishnenduhaldar6115 Thanks for watching and immensely loving the movie... Keep watching and enjoy
জীবনের লক্ষ্য হতে হবে দামুর হাতির মতো।
অতীতের স্মৃতি, গুলো যখন আমাদের মানসপটে ভেসে ওঠে তখন আনন্দিত হই আবার দুঃখে মন ভরে ওঠে,,,,,। গ্রাম বাংলার চিত্র গুলো এই সিনেমায় যে তুলে ধরা হয়েছে এই প্রজন্মের প্রকৃতি প্রেমীদের কাছে {একটা দৃষ্টান্ত }🙏🖊নারায়ন গঙ্গোপাধ্যায় ও রাজা সেন {বারিশালী,খন্ডঘোষ,পূর্ব বর্ধমান}
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
এই ধরনের কিছু সিনেমার নাম কেউ কি আমাকে দয়াকরে জানাবেন 🙏
1996 e Cinema Hall e dekhate niye gechilo amar Maa Baba. Ei movie ta ami amar cheleke dekhabo. The grand legacy of perseverance and dedication should continue. Thanks a lot to the Channel ❤
You are most welcome... It feels nice to read about your thoughts... Thanks for watching and immensly loving the movie... Keep watching and enjoy
দামু এবং পরিচালক রাজা সেন এর প্রতি অসংখ্য ভালোবাসা আর শ্রদ্ধা রইলো❤
"কাঁচের স্বর্গ" দেখে "Channel B" এর ভক্ত হয়েছিলাম, এবার "দামু" দেখে।
জিতে রহ চ্যানেল B
বাহ.. জেনে খুব ভাল লাগলো.… তাহলে শীঘ্রই দেখে নিন পাকারাম, অগ্নিশ্বর, বাঞ্চারামের বাগান, মহাশ্বেতা, পরিণীতা ইত্যাদি... ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
@@ChannelBDigital তাপস পাল ও দেবশ্রী অভিনীত নয়ন মুনি ছবিটা আপলোড করুন?
Thank You soo much CHANNEL B ENTERTAINMENT for digitally remastering the video & audio quality of these priceless movies like "DAMU" , :BANCHARAMER BAGAN" etc !
Thanks for watching, immensely loving and appreciating our effort and for your valuable feedback... More such digitally restored movies are in pipeline and will be uploaded in future exclusively on our TH-cam channel... Keep watching and enjoy...
@@ChannelBDigital Remember my childhood days. Thanks
@@dipayandas6576 Thanks for watching and loving the movie... Keep watching and enjoy...
ৌ
@@ChannelBDigital 1¹1
সেই ছোটবেলার কাথা মনে পড়ে গেল আমার প্রিয় ছবি শেষের দিকে চোখে জল চলে এলো
সত্যি... ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
২০২১ সালের মত মডান যুগে থেকে এখনো পুরান সব সুন্দর ছবি দেখা আমি।।।।আসোলেই ভালো লাগে।।।আর আগের দিনের কথাগুলো মনে পরে।।।
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন
এটি এটি সিনেমার নাকি সাধারণ মানুষের জীবনের গল্প? বেশ ভালো লাগলো। দামুর মতো একদম সাধারন মানুষ নিজের কথা রাখার জন্য নিজের জীবন দিতে পারে। এ সত্যটি গল্পে সুন্দরভাবে ফুটে উঠেছে। পুরো কাহিনী দেখলে চোখে জল এসে যায়। এটি একটি অসাধারণ সিনেমা যা বারবার দেখতে ইচ্ছে করে। বইটির চিত্রায়ন ও অভিনয় অসাধারণ।
ছবিটা দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
অসাধারণ একটি ছবি। সুন্দর তার গল্প ,আর গানগুলো আরো বেশি চমকপ্রদ। .বাহ্।
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন....
Watching this movie after so many years. I was only 6 yrs old when I watched it for the first time. Now I'm 24 😆✌️. Such a simple and beautiful film.
Thanks for watching and immensely loving and appreciating the movie... Keep watching and enjoy...
কতবার দেখ লাম
এই চলচিত্র আমি যতবার। বিশ্বাস করুন যতবারই দেখি, ততবারই মনে হয়... অসাধারণের মধ্যে সাধারণ শব্দটি লুকিয়ে আছে। কি অভিনয়। প্রত্যেকের।
ছবিটা বারম্বার দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
ভাগ্য বা কপাল বলে কিছু আছে কে কে বিশ্বাস করো,,,,লাইক here
Dipankar Duuta. Salkia Howrah 08.06.2020. অপূর্ব একটা ছবি দেখলাম । ছবিটা যেন তুলে নেবেন না। মানুষ চাইলে আকাশের চাঁদ হাতে পাওয়া যেতে পারে ।
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
আমি বাংলাদেশি কিন্তু কোলকাতার পুরনো মুভি গুলোর খুবই পছন্দ করি।।সময় পেলেই এইসব মুভি গুলো দেখি।আগের দিনের মানুষ গুলো খুবই ভালো আর সহজ সরল ছিলো।
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন
ছবিতে যারা যারা অভিনয় করছেন সবাই এক সে এক talleneted তার করণেই এতো সুন্দর একটা মুভি দেখার সুযোগ হয়ে উঠলো এক কথায় অসাধারণ ♥️
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
One of the finest bengali movies. The movie has touched my heart. Special thanks to the channel
You are most welcome... Thanks for watching and immensely loving the movie and for sharing your valuable feedback... Keep watching and enjoy...
Sondor, mazadar.
Thanks for uploading.
অসাধারণ ❤️❤️
প্রণাম পরিচালক শ্রী রাজা সেন মহাশয় 🙏
কাহিনীকার নারায়ণ গঙ্গোপাধ্যায় মহাশয় 🙏।।
কমেন্টটি রেখে গেলাম ভবিষ্যত প্রজন্মের জন্য। তারা জানুক এত সমৃদ্ধ ছিলো আমাদের বাংলা সিনেমা ❤❤।।
ছবিটি দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
আহা! কি মনোমুগ্ধকর!! একদম গ্রাম্য প্রকৃতির গ্রাম্য মানুষের জীবন।।সত্যি অসাধারন একটি চলচ্চিত্র।।
বলা চলে সে দশকের আদর্শ গ্রাম্য প্রকৃতি ও মানুষের সচল আদর্শ দলিল।।
সত্যি, অসাধারন।।❤❤❤
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
ছবিটার নাম ভুলে গেছিলাম,, অনেক খুজেছি মনে মনে,,আজ ২০ বছর পর ছবিটা খুজে পেয়ে আমি খুব আনন্দিত,, পুর ছবিটার সুধু হাতি খোজার কথাটা মনে ছিল,,অনেক ধন্যবাদ আপনাদের,
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন
Really..... Touch my heart.... Damuda is excellent character..... Respect to Raja Sen......
Thanks for watching and immensely loving the movie... Keep watching and enjoy...
Please tell me who is the writer of Damu?
Excellent movie in all respects. Superb acting by Raghubir Yadav. Thanks for uploading.
You are most welcome... Thanks for watching and immensely loving and appreciating the movie and for sharing your valuable feedback... Keep watching and enjoy...
আমি বীরভূমবাসী হয়ে গর্বিত ❤️❤️
সমস্ত চিত্র আমাদের বীরভূমের
গতকাল ১৫.০৬. ২০২১ ইং তারিখে বানঞ্জারামের বাগান ছবি দেখেছি এবং আজ ১৬.০৬.২০২১ ইং তারিখে দামু ছবি দেখলাম কি যে ভালো লাগলো। বার বার দেখতে ইচ্ছে করে। আমি মোঃ শামীম আহমেদ দুবাই থেকে দেখতেছি।আমি একজন বাংলাদেশী
বাহ... খুব ভালো... আপনার স্বাদ অনুযায়ী এর পর আমাদের চ্যানেলে পাকারাম এবং নীল লোহিত দেখে উঠুন... আশা করি সবার মত আপনিও পাকারাম দেখে নিজের হারানো স্মৃতি খুঁজে পেয়ে আনন্দে কাঁদতে থাকবেন... ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
One of the best movies I have ever seen. The village sceneries in this film are really eye soothing. It has touched my heart. Many, many thanks to CHANNEL B ENTERTAINMENT for uploading such an excellent movie with great picture & sound quality.
You are most welcome... You can also watch Pakaram, Neel Lohit and Bancharamer Bagan which you surely will love and enjoy... Thanks for watching and immensely loving and appreciating the movie and for sharing your valuable feedback... Keep watching and enjoy...
My son is 9 years old. He always used to watch Doreamon,Bhim. I insist him to watch this movie. Finally he watched this movie and he said "wow".
Wow... That's great to know... Thanks for watching and immensely loving the movie and for sharing your valuable feedback... Keep watching and enjoy...
@@ChannelBDigital jjjjjjjjjjjjj#jjj##i
@@ChannelBDigital *kk
My childhood memory is reflected through this movie...
Nice to know that... Thanks for watching and immensely loving the movie... Keep watching and enjoy...
Aj 25 November narayan gangopady jonmodina abaro daklam❤❤❤❤❤ damu
বিদ্যালয় জীবনে টাকার অভাবে এই ছায়াছবিটি দেখতে পায়নি।আজ বহু বছর পর মনের ইচ্ছে পূর্ণ হল।দারুন আনন্দ লাগছে........
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
Movie ta choto Belay dekhe chilam abar2019 a dekhlam. thank You.14 november2019.
You are most welcome... Thanks for watching and immensely loving the movie... Keep watching and enjoy...
My favourite childhood movie.we learn a lesson from this movie- if anyone tries his best to get something,GOD will help him to have it.
Nice to know that it is your favorite childhood movie... Truly, morale of the movie is that if you are determined to get something with a good motive, god will help you to achieve that in any way... Thanks for watching and immensly loving and appreciating the movie and for sharing your valuable feedback... Keep watching and enjoy...
মূল গল্পের নাম পঞ্চাননের হাতি, নারায়ণ বাবুর লেখা
ঠিক কথা বলেছেন ।
অনুপ্রেরণা যোগায় এই সিনেমা টি ,সমস্ত বাচ্চাদের এই এটা দেখা উচিত লক্ষ্য ঠিক থাকলে মোক্ষ লাভ হবেই
ছবিটি দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
অনেক ছোট্ট বেলায় এই ছবিটি দেখেছিলাম। গতবছর এই ছবিটি খুজেছিলাম কিন্তু পাই নি কারন নাম টা জানা ছিল না। আজ হঠাৎ নতুন ছবি খুজঁতে পেয়ে গেলাম। ধন্যবাদ আপলোড কারীকে।
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন
সেই ২০০০ সালে প্রথম এই সিনেমাটা দেখেছিলাম, আবারো ছুঁয়ে গেলো.... মন, ইসস যদি দামু হতে পারতাম....
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
ধন্যবাদ ছবি টা দেবার জন্য
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
We used to wait in the 90s when Chhuti Chhuti would start during our vacations. Damu, Feluda, Hirak Raja, Charlie Chaplin etc were fun to watch. Simple days, simple lives!
Then came the satelite and cable TV and now video and social media sites. Childhood innocence gone for my son's generation!
Truly... Thanks for watching and loving the movie... Keep watching and enjoy
খুবই সুন্দর অসাধারণ ।এবং গ্ৰামের সহজ সরল চরিত্রে দামুর অভিনয় অসাধারণ হয়েছে এরকম ছবি মন কারার মত মনোমুগ্ধকর ।সত্যি অসাধারণ ।
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ অসাধারণ, অনবদ্য, সব শব্দই কম, এমন সিনেমা আরও তৈরি হোক।
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
Kub valo laglo...... thanks...😊 akhon arokom cinema r hoy na...
74 dislike...
Kara dislike dilo???
You are most welcome... Thanks for watching and immensely loving and appreciating the movie and for sharing your valuable feedback... Keep watching and enjoy...
The best movie I've ever seen in my childhood. Have seen more than 50 times but still i never get bored while watching this film.
Great to know that... Thanks for watching repeatedly and immensely loving and appreciating the movie and for sharing your valuable feedback... Keep watching and enjoy...
one of the great film of bengali language...take bow Raja sen...we bengali appreciate satyjit sir....but this movie is at par with Goopy gyne bagha byne...
Thanks for watching and immensely loving and appreciating the movie and for sharing your valuable feedback... Keep watching and enjoy...
Khun sundor,. Last time 2000 e dekhechilam black and white e DD Bangla chennel e. Onek purono kotha mone pore gelo....
Thanks for watching and immensely loving the movie and for sharing your valuable feedback... Keep watching and enjoy...
Ami o dakhe chilam DD Bangla channel a
Sotti khub sundor khub khub sundor thank you guru ji❤❤❤❤apnar jonno ato sundor akta muvi dekte pelam
Thanks for watching and immensely loving the movie... Keep watching and enjoy
আমার ছোট বেলায় দেখা সিনেমা গুলোর মধ্যে অন্যতম ,সেরা একটা সিনেমা।☺️
শুনে ভালো লাগলো যে দামু আপনার সেরা ছবির মধ্যে একটা... ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
Watching this movie more than 💯 times and never bored for a single time..... I don't know which things of this movie charmed me with my heart. A dream character of Damu, expressing the last margin of SIMPLICITY and HONESTY.....
Wow! It feels great to know that you have watched this movie more than 100 times... We agree that there are some cult movies which can be watched again and again innumerable times without being bored... Damu is definitely one such movie because of perfect blend of great story telling by Narayan Gangopadhyay, good direction by Raja Sen and splendid acting by all the actors specially one and only Raghuvir Yadav... It is due to this combination, the film was honoured with prestigious National Award.... Thanks for repeatedly watching, immensely loving and appreciating the movie and for sharing your valuable feedback... Keep watching and enjoy...
@@ChannelBDigital thanks for your reply
@@parthabhattacharya3690 You are most welcome... Keep watching and enjoy...
দয়াকরে তুলে নেবেন না।
আমাদের ঘরে সব্বাই বার বার দেখছে।
আবালবৃদ্ধবনিতা সবারই ভীষণ ভালো লাগে।
এইরকম ছোটোদের বই আর কেন যে হয় না আর হলেও টিভিতে বা সিনেমায় দেখায় না এ আমাদের দুরভাগ্য।
এই ছবিটা তুলে দেবার কোনো প্রশ্নই নেই... শুনে ভালো লাগলো যে আপনার পরিবারের সবাই এই ছবি বার বার দেখে... সত্যি এটা দুঃখজনক যে বাচ্চাদের ছবি আর তৈরি হয় না... আমাদের চ্যানেলে আপনি পাকারাম এবং অরুণ বরুণ কিরণমালা দেখতে পারেন যেটা আপনার স্বাদের ছবি এবং আমাদের বিশ্বাস এই ছবির মতোই আপনারা ভীষণ পছন্দ করবেন... ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
ঠিক বলেছেন আমি এই সিনেমাটা খুব ভালো বাসি দেখতে.
@@anushreehait7123 ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার মত অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
oshombhobvalo ekta cinema, patal ghor dekhte paren otou khub valo lagbe.
@@ChannelBDigital আজব গায়ের আজব কথা সিনেমা টা আপলোড করুন প্লিজ
অসাধারণ একটা মুভি।
মুভির জন্য ইন্ডিয়া বেস্ট।এরকম মুভি লাখে একটা হয়।
বাংলাদেশ থেকে ভালোবাসা ❤
ছবিটি দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
Darun movie ta❤❤❤
Thanks for watching and immensely loving the movie... Keep watching and enjoy
এটা যেন সরিয়ে দেবেন না।১৯৯৯ এর পরে আবার দেখলাম।বারে বারে দেখব। অসাধারণ একটি ছবি। অনেক ধন্যবাদ আপনাকে।
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
10-12 Years pore dekhlam aabar 👍👍👍👍👍👍👍
Thanks for watching and immensely loving the movie again... Keep watching and enjoy...
Please keep this movie in this channel, it's one of my favorite movies
Nice to know that it is one of your favourite movie... Be assured, it will not be removed from our channel... Thanks for watching and immensely loving the movie and for sharing your valuable feedback... Keep watching and enjoy...
ছোটোবেলার সেই স্বাদটা আবার অনুভব করলাম,যেন রবিবারের সেই বিকেল-সন্ধ্যা গুলো।ধন্যবাদ
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
এমন সিনেমা আজ আর হয়না, কী সুন্দর গ্রামের দৃশ্য মানুষের জীবনের কত বৈচিত্র, ছবিটা এই নিয়ে ৫১ বার দেখলাম যত দিন বেঁচে থাকবো ততদিন দেখে যাবো😍😍❤️❤️❤️
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন