খুব ভালো লাগল, অনেকদিন পর আফজাল ও মৌয়ের এ জুটি,আর অভিনয় দক্ষতা চমতকার, চয়নিকার লেখা নাটকটি সর্বোপরি দর্শকদের আনন্দ দিয়েছে,ধন্যবাদ এ নাটকের কলাকুশলীদের।
প্রকৃতি কখনো কেড়ে নেয় না,নিজে যতোখন বিসর্জন না দেয়, একটা মেয়ে কখনো তার ভালো বাসাকে ভুলতে পারে না, প্রতিনিয়তো তার সাথে মিশে থাকে জিবনের চলার পথে কাঁটার মতো, যতো ভালো থাকুক না কেনো বারবার স্বপ্নে আসে প্রিয় মানুষ টা এটাই প্রকৃত ভালো বাসা, বাস্তব জীবনের কথা গুলো বলা হয়েছে, এটা সত্যি ভালো বাসার মানুষ মিথ্যা বললে ও বুঝতে পারাটাও ভালো বাসা
অনেক আগ্ৰহ ছিলো নাটক টি দেখার। ফারিয়া আর চয়নিকা সাথে আফজাল,মৌ আর সেলিম । অবশ্যই বিশেষ কিছুর প্রত্যাশা। হতাশ হলাম। আফজাল এবং সেলিম নামের প্রতি সুবিচার করলেও মৌয়ের অভিনয় একঘেয়ে লেগেছে। মৌ কে বলবো একই রকম স্যাডিস্ট চরিত্র না করে মাঝেমাঝে উচ্ছ্বল মেয়ের চরিত্রে অভিনয় করিয়েন। নাবিলা অনেক ভালো করেছে।
অসাধারণ নাটক, দুর্দান্ত অভিনয়। বাংলাদেশে নাটক বলতেই স্কুল, কলেজের প্রেম। এছাড়া আর কিছু থাকে না। কিন্তু মধ্যবয়সী মানুষদের নিয়েও যে নাটক বানানো যায়, আর তাদের গল্পগুলো যে কতটা বাস্তবধর্মী আর প্রাকৃতিক হইতে পারে তা দেখে খুব ভালো লাগলো। যতক্ষণ দেখছি একদম নাটকের মধ্যেই ছিলাম।
এই নাটকের পটভূমি বোঝার জন্য আসলেই অনেকটা ম্যাচিউরিটি দরকার। যিনি জীবনের এই সময়গুলো পেছনে ফেলে এসেছেন কেবল তিনিই হয়তো বুঝতে পারবেন, অনুধাবন করতে পারবেন।
স্যালুট,ফারিয়া হোসেন এবং চয়নিকা চৌধুরীকে।যেমন লেখনী তেমনি পরিচালনা,তেমনি দূর্ধর্ষ অভিনয়।আফজাল হোসেন,মৌ,শহিদুজ্জান সেলিম জুনিয়র অভিনেত্রী নাবিলা ইসলাম সবাইকে ও স্যালুট।গতানুগতিক ধারা থেকে একেবারেই ভিন্ন একটি নাটক।আপনারা সবাই আমাদের দেশের গর্ব।ভারতীয় মুভি তুচ্ছ আমাদের এমন লেখক, নির্মাতা,অভিনেতা অভিনেত্রীদের নিকট।
Opurbo ❤️ onek din por amon shundor meaning full natok dekhlam. Bhishon priyo Afzal Hossain , Mou r Shahiduzzaman Salim er oshadharon obhinoy e mughdho holam.
অসাধারণ এবং রুচি সম্পন্ন একটা নাটক দেখলাম নব্বই দশকের পর, আমার প্রিয় অভিনেতা আফজাল সাহেব এর বাস্তবধর্মী অভিনয় শৈলী, দারুণ ভাল লাগল। তাঁর সাথে সুবর্ণা মোস্তফাকেই বেশি পছন্দ করতাম, আজ মৌ কে আরো বেশি ভাল লাগল। ধন্যবাদ ❤❤❤❤
আফজাল ভাই তার চিরাচরিত নিয়ম অনুযায়ী অভিনয়ের ভিতর চাপা চাপা সভাবের অভিনয় করেছেন আর অপজিটে সেলিম ভাই আফজাল ভাইয়ের অভিনয়কে ছাড়িয়ে যাওয়ার জন্য তার স্বভাবসুলোভ উচ্ছল প্রাণবন্ত অভিনয় করে নাটকটিকে পরিনত দান করেছেন,নাটকটি সাকসেসফুল হয়েছে, এইটুকুই শুধু বলতে পারি,গান নাটকটিকে একটি অতিরিক্ত মাত্রা যোগ করেছে।
বাড়িটা খুব সুন্দর। একদম মন ভালো করার মতো। মৌ সবসময় চির সবুজ একজন মানুষ। আমার খুব ভালো লাগে। গল্প ভালো ছিলো। শুধু অতিরিক্ত মিউজিক দিয়ে নাটক এর সময় বাড়ানো টা ভালো লাগেনি। ধন্যবাদ।
একটা ক্লাসিকধর্মী নাটক দেখে সত্যি ভীষণ খুশি হয়েছি। এরকম গল্প ভাবনার লেখক আজ বিরল। আর চরিত্রাভিনেতারা অসাধারণ অভিনয় গুণে জটিল ব্যাখ্যাগুলো ফুটিয়ে তুলেছেন। এককথায় অভিভূত। বাংলাদেশ পারে এমন নাটক উপহার দিতে।
Overall a good Drama , thank u the writer and director. In new look Afzal hossain looks good. The young actress Nabila done very good, compair to other 3 her acting was more natural.
আজকাল মেয়েরা বয়স্ক পুরুষদের প্রতি বেশি আস্থা ও বিশ্বাস রাখতে পারে। এই নাকটা তারই বাস্তব বহিঃপ্রকাশ। আমিও একজন মেয়ে তাই বিষয়টা পুরোপুরি উপলব্ধি করতে পারি।
বাচ্চা মেয়েরা আজকাল বিবাহিত পুরুষ ও ২/৩টা ছেলে মেয়ের বাপের প্রতি বেশী আস্থা রাখতে পারে। যেই পুরুষের সন্তানদের চেয়ে মেয়েটা বয়সে ছোট হয়ে থাকে। এগুলো প্রেম না। শয়তানি। বদমাইশি।
আফজাল ভাই, আজও হিরো.......চুল, দাড়ি সাদা হলেও হিরু সব সময়ের হিরো। আফজাল ভাই তাই........ মৌ সেটা অসাধারণ অভিনেত্রী, নাচের ওস্তাদ। ওল্ড ইজ গোল্ড........অনেক দিন পর রোমান্টিক ঈদ নাটক দেখলাম।
পরিচালক চয়নিকা চৌধুরী ভাইয়া নিবেদিত অসাধারণ স্টোরি গল্পের রোমান্টিক ভালোবাসার দৃষ্টিনন্দন অভিনয়টা সাদিয়া ইসলাম মৌ আপু দ্বারা নির্মিত করলেন চমৎকার অভিনয় ধন্যবাদ 💜🇧🇩🖤
৯০ এর দশকের জনপ্রিয় মডেল নৃত্য শিল্পী মৌ, মৌ এর অভিনয় খুব চমৎকার হয়েছে, আশাকরি আরও নতুন নাটক উপহার পাবো,,
আমার অসম্ভব প্রিয়, ৯০ দশকের অভিনয় শিল্পীদের অভিনয়, সবসময়ই অসাধারণ ছিল এবং থাকবে!
খুব ভালো লাগল, অনেকদিন পর আফজাল ও মৌয়ের এ জুটি,আর অভিনয় দক্ষতা চমতকার, চয়নিকার লেখা নাটকটি সর্বোপরি দর্শকদের আনন্দ দিয়েছে,ধন্যবাদ এ নাটকের কলাকুশলীদের।
প্রকৃতি কখনো কেড়ে নেয় না,নিজে যতোখন বিসর্জন না দেয়, একটা মেয়ে কখনো তার ভালো বাসাকে ভুলতে পারে না, প্রতিনিয়তো তার সাথে মিশে থাকে জিবনের চলার পথে কাঁটার মতো, যতো ভালো থাকুক না কেনো বারবার স্বপ্নে আসে প্রিয় মানুষ টা এটাই প্রকৃত ভালো বাসা, বাস্তব জীবনের কথা গুলো বলা হয়েছে, এটা সত্যি ভালো বাসার মানুষ মিথ্যা বললে ও বুঝতে পারাটাও ভালো বাসা
একটা ছেলেও কখনো একটা মেয়েকে ফেলে দেয় না যদি সত্যি ভালোবাসে তবে প্রকৃতি হারিয়ে দেয়।
খুবই ভাল লেগেছে,এরকম নাটক সত্যিই প্রশংসার দাবীদার।
বহুদিন..... বলতে গেলে বহুদিন পর হৃদয় ছোঁয়া নাটক দেখলাম। ধন্যবাদ সবাইকে এত সুনিপুণ অভিনয়ের জন্য।❤️❤️❤️
অনেক আগ্ৰহ ছিলো নাটক টি দেখার। ফারিয়া আর চয়নিকা সাথে আফজাল,মৌ আর সেলিম । অবশ্যই বিশেষ কিছুর প্রত্যাশা। হতাশ হলাম। আফজাল এবং সেলিম নামের প্রতি সুবিচার করলেও মৌয়ের অভিনয় একঘেয়ে লেগেছে। মৌ কে বলবো একই রকম স্যাডিস্ট চরিত্র না করে মাঝেমাঝে উচ্ছ্বল মেয়ের চরিত্রে অভিনয় করিয়েন। নাবিলা অনেক ভালো করেছে।
Mou ucchsol character E temon ekta expert na Imo. Amar kase mine hoi, take ei character e valo manai or personality er shate
চয়নিকা চৌধুরী অসাধারন নাটক উপহার দিলেন এই ঈদে। অনেক অনেক অনেক ধন্যবাদ ।
অসাধারণ নাটক, দুর্দান্ত অভিনয়। বাংলাদেশে নাটক বলতেই স্কুল, কলেজের প্রেম। এছাড়া আর কিছু থাকে না। কিন্তু মধ্যবয়সী মানুষদের নিয়েও যে নাটক বানানো যায়, আর তাদের গল্পগুলো যে কতটা বাস্তবধর্মী আর প্রাকৃতিক হইতে পারে তা দেখে খুব ভালো লাগলো। যতক্ষণ দেখছি একদম নাটকের মধ্যেই ছিলাম।
ফিরে দেখা অতীত.......
অপূর্নতা রয়েই গেল... It’s a masterpiece. অভিনয় কি, কিভাবে সেটা করতে হয় এই নাটক না দেখলে বুঝতাম না.... Salute 90 decades actor & actress...
অসাধারণ, অসাধারণ, অসাধারণ। ❤️❤️❤️❤️
৯০ দশকের অভিনয় শিল্পীরা আজও সেরা।
Khub e Valo laglo...bastobik...oshadharon
অনেকদিন পর একটি ভালো নাটক দেখলাম ,ভালো অভিনয় দেখলাম ,খুব ভকেলো লাগলো ।ধন্যবাদ এই নাটকের পরিচালক কে। চয়নিকা চৌধুরীর নাটকগুলো অনেক সুন্দর হয় ।
অসাধারণ।
ভালোবাসার অনুভূতি চির অম্লান।
এই নাটকের পটভূমি বোঝার জন্য আসলেই অনেকটা ম্যাচিউরিটি দরকার। যিনি জীবনের এই সময়গুলো পেছনে ফেলে এসেছেন কেবল তিনিই হয়তো বুঝতে পারবেন, অনুধাবন করতে পারবেন।
😭😭😭
অনেক বছর পর।৯০দশকের নাটক।দেখলাম,ভালো লাগল
স্যালুট,ফারিয়া হোসেন এবং চয়নিকা চৌধুরীকে।যেমন লেখনী তেমনি পরিচালনা,তেমনি দূর্ধর্ষ অভিনয়।আফজাল হোসেন,মৌ,শহিদুজ্জান সেলিম জুনিয়র অভিনেত্রী নাবিলা ইসলাম সবাইকে ও স্যালুট।গতানুগতিক ধারা থেকে একেবারেই ভিন্ন একটি নাটক।আপনারা সবাই আমাদের দেশের গর্ব।ভারতীয় মুভি তুচ্ছ আমাদের এমন লেখক, নির্মাতা,অভিনেতা অভিনেত্রীদের নিকট।
Opurbo ❤️ onek din por amon shundor meaning full natok dekhlam. Bhishon priyo Afzal Hossain , Mou r Shahiduzzaman Salim er oshadharon obhinoy e mughdho holam.
কত পরিকল্পনা ,জীবন টাকে নিয়ে ।কিন্তু হয়না বাস্তবায়ন তার সবটাই ।
“সত্যিই মানুষ বড অসহায় ,প্রতিটা মানুষ”👌
প্রথম প্রথম প্রেম অভিনয়টা সাদিয়া ইসলাম মৌ আপু এবং শহীদুজ্জামান সেলিম ভাই দ্বারা অসাধারণ রুচিসম্পন্ন অভিনয় দেখে সত্যি মুগ্ধ হলাম ধন্যবাদ 💜🇧🇩🖤
Oh darun natok ... Bangladeshi natok >> bollywood movie ❤💜🖤
Gazipur and Alamin Munshi
অসাধারণ এবং রুচি সম্পন্ন একটা নাটক দেখলাম নব্বই দশকের পর, আমার প্রিয় অভিনেতা আফজাল সাহেব এর বাস্তবধর্মী অভিনয় শৈলী, দারুণ ভাল লাগল। তাঁর সাথে সুবর্ণা মোস্তফাকেই বেশি পছন্দ করতাম, আজ মৌ কে আরো বেশি ভাল লাগল। ধন্যবাদ ❤❤❤❤
আফজাল ভাই তার চিরাচরিত নিয়ম অনুযায়ী অভিনয়ের ভিতর চাপা চাপা সভাবের অভিনয় করেছেন আর অপজিটে সেলিম ভাই আফজাল ভাইয়ের অভিনয়কে ছাড়িয়ে যাওয়ার জন্য তার স্বভাবসুলোভ উচ্ছল প্রাণবন্ত অভিনয় করে নাটকটিকে পরিনত দান করেছেন,নাটকটি সাকসেসফুল হয়েছে, এইটুকুই শুধু বলতে পারি,গান নাটকটিকে একটি অতিরিক্ত মাত্রা যোগ করেছে।
ওহ্, মনে দাগ কেটে দিলে 💐
অতি চমৎকার সতেজ শুভ্র সকালের শুভেচ্ছা 🌻🌻🌻 আপনাদের 🍀
মৌ আপু আমার খুব প্রিয় অভিনেত্রী ❤️❤️❤️
অভিভূত। আমি বাকরুদ্ধ। চমৎকার উপস্থাপন।
বহু দিন পরে আফজাল নাটক অসাধারণ
ভালো , এভাবেই আমাদের স্পর্শকাতর নাটকের প্রত্যাশা থাকলো।
অসাধারন চিত্রনাট্য । প্রতিটি জীবন ই এক একটা নাটক । পুরোপুরি কারও সাথে মিল হয়না । শক্তিমান অভিনেতা- নেত্রী ছিল বলে গল্প ও নাটক ভাল লেগেছে ।
বাড়িটা খুব সুন্দর। একদম মন ভালো করার মতো। মৌ সবসময় চির সবুজ একজন মানুষ। আমার খুব ভালো লাগে।
গল্প ভালো ছিলো। শুধু অতিরিক্ত মিউজিক দিয়ে নাটক এর সময় বাড়ানো টা ভালো লাগেনি।
ধন্যবাদ।
ঠিক মৌ বেস্ট জয়ার মত ফালতু লাগেনা ۔۔۔۔ মৌ একদম পারফেক্টলি বেস্ট
চয়নিকা চৌধুরীর পরিচালনায় নাটক মানেই অসাধারণ
খুব ভালো লাগলো নাটকটা অসাধারণ
অসাধারণ❤️
অসাধারণ নাটক সত্যিই খুবই ভাল লাগলো ৯০ দশকের অভিনেতা অভিনেত্রীদের অভিনয় হৃদয় করে নেওয়ার মতো অপুর্ব।
আমার ভালোবাসার ২ জন। আফজাল হোসেন এবং মৌ। সেলিম সাহেব ও ভালো অভিনয় করেছেন। পুরনো দজনের কথা মনে পড়ে গেলো।
Oshadharon hoese.
বহুদিন পর নাটক দেখলাম।
অসাধারণ কিছু অভিনয় শিল্পীর দেখা।
চয়নিকা চৌধুরী অসাধারণ পরিবেশনা।
প্রথম প্রেম কখনো ভোলা জাইনা।এক অন্য রকম অনুভুতি,ভালোলাগা,ভালোবাসা।
Onoboddo,osshadharon.
Oshadharon
Mou ma’am looking out standing l like all charecter love all ❤️❤️
অসাধারণ! 🙏 বহুদিন পর একটা অসাধারণ নাটক দেখার সুযোগ পেলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ।
অনেক দিন পরে সুন্দর একটা গল্প দেখলাম।নাটট নয়।জীবন।
বাংলা নাটকের সুনাম ও ঐতিহ্য ধরে রাখার মতো "অসাধারণ নাটক"!
এক কথায় অসাধারণ। আমরা অনেক কিছু জানি বাট মানতে ভীষণ কষ্ট হয়।
this story is very beautiful and Actor , Actress also best , I salute all of them " Jai Bangla"
অনেক দিন পরে অসাধারণ একটা নাটক পেলাম প্রিয় শিল্পি সমেত। বর্তমানের অশ্লীল ভাষা আর জোর করে হাসানো, আধুনিক প্রেমের গল্পের ভিড়ে এই নাটক একটা শান্তি।
আমার ও আফজাল ভাইয়ার মত এত সুন্দর একটা মানুষ চুল এইভাবে রাখাতে খুব ই বেমানান লাগছে ওনাকে।
just mou apur jonno dekhlam . khuv bhalo laglo
Khub bhalo laglo
আজকের গেটআপ অসম্ভব সুন্দর লেগেছে
Oshadharon natok Khub valo legese .
sundor natok 👍
অসাধারণ লেখনী। খুব ভালো লেগেছে নাটক টা। মৌ আপুর অভিনয় বলার অপেক্ষা রাখেনা। আফজাল স্যারের নতুন লুকিং ওয়াও। গল্প টা খুব ভালো।
আফজাল মৌ সভাই দারুণ অবিনই করছে অনেক সুণ্দর জিবন্টা বরই অদবুত
নাবিলার অভিনয় অসাধারণ।
খুউউব খুউউব খুউউব সুন্দর নাটক টা
ভালো থাকুক ভালোবাসার মানুষ....
কি! অসাধারণ চিত্রনাট্য, কি! চমৎকার অভিনয় গুণী অভিনেতা/ অভিনেত্রীদের। ওল্ড ইজ গোল্ড। নাবিলা ইসলাম অনেক ভাল অভিনেত্রী।
Onk din por afzal, mou k aksathe natoke, dekhe' kije valo laglo. Thnks chayonika chowdhori k afzal vhi k neye kj krr jnnu.
দেখ ছিলাম আর ভাবছিলাম আমার মত আরও অনেক এর ই জীবনের প্রথম
ভালবাসা এই ভাবেই হারিয়ে গেছে। যা জীবনের পরন্ত বেলায় এসে আজও কষ্ট দে
Same to my life.True love never dies.Its so much painful
শহিদুজ্জামান সেলিম ও মৌ আপুর অভিনয় অসাধারণ। 👍👍👍
onekdin por valolagar valobasar manusgulo k dekhte parlam. Thanks choyonika mam
Khub shundor.
2022 আমাদের সেরা নাটক গুলোকে উপহার দিয়েছে। এতোদিন পর যে এদের একসাথে দেখতে পাবো তা ভুল করেও ভাবতে পারি নি।! অল্ড ইজ গোল্ড গুরু!!
একটা ক্লাসিকধর্মী নাটক দেখে সত্যি ভীষণ খুশি হয়েছি। এরকম গল্প ভাবনার লেখক আজ বিরল। আর চরিত্রাভিনেতারা অসাধারণ অভিনয় গুণে
জটিল ব্যাখ্যাগুলো ফুটিয়ে তুলেছেন। এককথায় অভিভূত। বাংলাদেশ পারে এমন নাটক উপহার দিতে।
সব নাটক দেখার আগেই কমেন্ট পড়ি,তবে এই নাটকের মতো এত ভালো কমেন্ট আগে পড়ি নাই
এখানে প্রেমের অপূর্ণতা নেই । হারিয়েও দুজন কে পেয়ে যাওয়া । ( রাবীন্দ্রিক প্রেম )
( পেয়ে তোমায়
হারাই মিলন ঘোরে ) 🌷💓💞🍒
90 is the best.. All of them done their best
অসাধারণ চিত্র নাট্য❤️❤️❤️
Cmnt Porte aslam
Afzal bhai r mou apu k onek valo lage. Ekhon aro beshi valo lagche. Onek onek.
হৃদয় ছুঁয়ে গেল।
Overall a good Drama , thank u the writer and director. In new look Afzal hossain looks good. The young actress Nabila done very good, compair to other 3 her acting was more natural.
প্রথম প্রেম চিরসবুজ,মন বাগানে বেঁচে থাকে শেষ দিন পর্যন্ত
অসাধারন
কেন আসো আমার স্বপ্নে.... এখনও
সবকিছু কেড়ে নেয়া যায় কিন্তু স্মৃতি না তাই স্বপ্নে বারবার আসে
মানসম্মত অভিনয় শুধু ৯০ দশকের অভিনয় শিল্পী রাই করতে পারে
আজকাল মেয়েরা বয়স্ক পুরুষদের প্রতি বেশি আস্থা ও বিশ্বাস রাখতে পারে। এই নাকটা তারই বাস্তব বহিঃপ্রকাশ। আমিও একজন মেয়ে তাই বিষয়টা পুরোপুরি উপলব্ধি করতে পারি।
এইটা কোন কথা ই না ভালবাসা টা কখন কার জন্য হয় কেউ বলতে পারেনা
বয়স্ক রা সংসার বুঝে ছোকরা যেতা সহজে বুঝে না
বাচ্চা মেয়েরা আজকাল বিবাহিত পুরুষ ও ২/৩টা ছেলে মেয়ের বাপের প্রতি বেশী আস্থা রাখতে পারে। যেই পুরুষের সন্তানদের চেয়ে মেয়েটা বয়সে ছোট হয়ে থাকে।
এগুলো প্রেম না। শয়তানি। বদমাইশি।
মৌ, আমার খুব পছন্দের মডেল নৃত্য নাটক, তাকে আমি খুব ভালো বাসি
বাপ রে বাপ।আফজাল এর অভিনয়, এটিচ্যুড এক্সিলেন্ট। এখনো।
আফজাল ভাই, আজও হিরো.......চুল, দাড়ি সাদা হলেও হিরু সব সময়ের হিরো। আফজাল ভাই তাই........ মৌ সেটা অসাধারণ অভিনেত্রী, নাচের ওস্তাদ। ওল্ড ইজ গোল্ড........অনেক দিন পর রোমান্টিক ঈদ নাটক দেখলাম।
পলি দারুণ অভিনয় করেছে
বাংলা নাটকের পাশে থাকুন সবসময়।
আপনাদের ভালোবাসায় এগিয়ে যাক আমাদের বাংলা নাটক।
সকলের প্রতি অফুরন্ত ভালোবাসা 💝
Of course
Sotti e eka thaka ta khub koster😭😭😭
চমৎকার।
Gosh…Afzaal sir looks AWFUL in that hair style
Afzal amar cherokaler hero
মৌ আফু তুমি বেশ 🤎💕❤️💞🖤👍👌👌
Nice 👍🏼
ছোট বেলায় কুমার বিশ্বজিৎ এর গানটি শুনেছি নাটকে ছিল।
Oshadaron background music
চুল লম্বা করে ভান্ডারী সাজায় আফজাল কে মোটেও ভাল লাগেনি।
🤪😝🤣😆
🤪🤪🤪🤪🤪🤪
হ্যা ঠিক বলেছেন, এখন আর ভালো দেখা যায় না।
Hmm. Amaro. Onake ebhabe bhalo lagchena.
Right…agreed
Kothay jen harye gelam🥰
পরিচালক চয়নিকা চৌধুরী ভাইয়া নিবেদিত অসাধারণ স্টোরি গল্পের রোমান্টিক ভালোবাসার দৃষ্টিনন্দন অভিনয়টা সাদিয়া ইসলাম মৌ আপু দ্বারা নির্মিত করলেন চমৎকার অভিনয় ধন্যবাদ 💜🇧🇩🖤
Uni Bhai na
Lady Writter
উনি ভাইয়া না আপা
kub sundor
Love u all
সময়োপযোগী নাটক
💖💖অন্ধ শিকারী 💖💖
থিম সং