একদম শূন্য পাওয়া নেতা হলো শতরূপ। খুব সুন্দর কথা বলে কিন্তু যে দলের হয়ে কথা বলে সেই দল অবলুপ্তির পথে। বাংলার মানুষ এখন মমতা ব্যানার্জি ছাড়া আর কাউকেই চায় না। শতরূপ স্টুডিও তে বসে বড়বড় লেকচার বাজি করে। কিন্তু সিপিএম কে বাংলার মানুষ অনেক আগেই প্রত্যাখ্যান করেছে। জ্যোতি বসু একজন সুবিধাবাদী নেতা ছিল। ওনার বড় অহংকার ছিল ওনার মত নেতা এই বিশ্বে নেই। তবে মানুষ হিসেবে খুব ই ধুর্ত ছিল। বানতলা মরিচ ঝাঁপি তার প্রমাণ। দাঙ্গা লাগিয়ে উনি মজা দেখে ছিলেন। পুলিশ এর রেশনের কমিশন নিতেন। গরীবের নেতা গরীব এর রক্ত চুষে খেতেন। ওনাকে চিনতেন ইন্দিরা গান্ধী।
@@sumanmondal5495 সিপিএম এর আমলে তো মমতা টাটা কে তাড়ালো। কি করেছিল সিপিএম। সিপিএম এই বার লোকসভায় কার ভোট কেটে কার সুবিধা করে দিয়েছিল পশ্চিম বঙ্গের লোক সব দেখেছে। তাই আগামী দিনে এই দালাল দের দল সিপিএম কে একটাও ভোট নয়। কে ফিসফ্রাই খেতে নবান্নে যায়। সবাই জানে। তাই আপাতত চুপ থাকুন।
@@sumanmondal5495 হ্যাঁ, আপনি এমন ভাবে বলছেন, যেন সিপিআইএম কেন্দ্রের ক্ষমতায় আছে। আর অপেক্ষাকৃত কম অপরাধে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী এবং দিল্লির মুখ্যমন্ত্রীকে রাতারাতি জেলে ভরেছে, অথচ হাজারগুন বেশি অপরাধ করা সত্বেও পিসি-ভাইপোকে জেলে ভরছে না ।!!! আপনার মনে প্রশ্ন জাগেনা? কি কারনে মোদীজী পিসি-ভাইপোর কোন ক্ষতি চায় না ???
ভালো ভালো কথা বললেই লোকে ভোট দিয়ে দিতো? বাম উত্থান চট করে এখন সম্ভব নয়। কারণ বিরোধী পরিসর থেকে ছিটকে গিয়েছে ২০১৬ সালের বিধানসভার পর বাম-কংগ্রেসের জোট ভেঙে বেরিয়ে আসার জন্য। ওটা ঐতিহাসিক ভুল ছিল। প্রায় ৪০% ভোট পাওয়া সত্ত্বেও অনেক বেশি রেডদের সেটা পছন্দ হয় নি। এখন সাম্প্রদায়িক মেরুকরণ হয়ে গেছে। ৫৪% হিন্দু ভোটার সব দল থেকে এসে বিজেপি কে সমর্থন করছে। এতে শুধু ধর্মীয় মেরুকরণ নেই, প্রতিষ্ঠান বিরোধী ভোটও আছে।
অতীতের খেসারত দিতে হচ্ছে। যতক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে থেকে অতীতের অন্যায়ের ছাপ না মুছবে ততদিন এটাই চলবে। অথবা বর্তমান প্রশাসকের অন্যায় মাত্রা ছাড়াবে, অপ্রাসঙ্গিক কটুক্তি করার অভ্যাস না ত্যাগ করতে পারছেন ততদিন অপেক্ষা করতে হবে।
কংগ্রেস এখন আর আপনাদের কাছে বুর্জোয়া নয়? সিপিআইএম কংগ্রেস কে ভোট দেয় কিন্তু কংগ্রেস কোনোদিনই সিপিআইএম কে ভোট দেয় না। এটা আমরা বুঝি কিন্তু আপনারা বোঝেন না। 2016 সাল থেকে এক ভুল করে যাচ্ছেন।
অবশ্যই অর্থনৈতিক প্রশ্নে কঙগ্রেস সিপিআইএম এর কাছে বুর্জোয়া দল, কিন্তু লোকসভা নির্বাচনে কঙগ্রেস সিপিআইএম বিভিন্ন রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী সিট অ্যাডজাস্টমেন্ট হয়েছে যাকে জোট বলা হয় তেমন হয়নি,কারন জোট হয় মতাদর্শগত ভাবে এক হলে কমন মিনিমাম প্রোগ্রাম করে,এখানে নিজেদের স্ব স্ব অর্থনৈতিক অবস্থান অপরিবর্তিত রেখে দেশের গনতন্ত্র, ধর্মনিরপেক্ষতা,এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি যাতে বিজেপি ধ্বংস করতে না পারে,একযোগে বিজেপির এই বর্বরতার বিরুদ্ধে লড়া যায় তার জন্য কঙগ্রেসের সঙ্গে বামপন্থীদের এই বোঝাপড়া,কোন অর্থনৈতিক নীতির ভিত্তিতে জোট হয়নি। সুতরাং সামগ্রিক পরিস্থিতি না বুঝে অতি বোদ্ধার মত স্থূল কথাবার্তা বলে সমগোত্রীয়দের শস্তা হাততালি পাওয়া যায় আদতে নিজেকে অজ্ঞ হিসেবেই হাজির করা হয়।😅
নো ভোট টু বিজেপি বলে শতরূপ অনেক ভোট পেয়েছো। এর বেশী ভোট তোমাদের আর দরকার নাই। চৌত্রিশ বছর ধরে যা করেছো সবাই জানে। কেন্দ্র দেয়নি আর কেন্দ্র দেয়নি এই করে ভালো ছাত্র ছাত্রী তৈরি করেছো। আজ তারা ছড়ি ঘুরাচ্ছে। আর যতই লড়ো আর দাঁড়াবে না। এবার পারলে সব বিরোধীরা এক হয়ে লড়াই করো।
Asal lodai 26 a.pls be united.BJP 300 theke besi karmi khun hoyeche BJP bange akhane niye ashte.as BJP supporter ami maa boneder k BJP ke vote dite bolte habe
@@atheistbanerjee008 Lal supporter ayodhya naam a kono lok sabha seat nei Faizabad constituency te ayodhya pore Faizabad 5 ta vidhansabha jekhane BJP 1 tai jite 4 hereche 1 vidhansabha agiye chilo seta hochhe ayodhya parle check kore nao, 🪷🪷🪷🪷🪷toder manifesto dekhle hasi chute
CPIM ar rigging ar training niya ,guru mara vidhya prayog korchay. Ara tosamodkari dal. 34 years West Bengal Ar bahaut back side niya gachan. Sab silpa te tala lagiya prachur lok beggar baniychan.Abar 68 years rest nin. Apnara sabai West Bengal O Tripura sarkar thKe sudu nijer cader der service property baniychan . Negative politics ar dita habay , chalney na politics ar janma diya vote paya bahut khati korachan.
@@jayantamalakar7327bam ra bam der moto loreche sudhu manush tha hole sob vote BJP ke dite parto. Bam ra ki tha hole vote e na darale valo hoto bolte Chan
@@somjyotimallick2226 haa ami kori,Indian constitution sabar jonno ek hova uchit, special status kiser jonno, centre theke sob theke besi fund jeto j&k ke.
How Many CPM Leaders' Sons' or Daughters' Marriages are Between Hindu & Muslim ? That Proves How Secular They Are. Speeches & Lectures Don't Prove Anything.
@@nabarun8 vaipor jail hole cpim politburo congress high command sobai varot bondh dakbe Karon ora India jote ache R cpim R 50% candidate nepotism product sobai Jane dipsitar family te ke mla chilo ba srijon R family kon post hold kore
কতগুলো রাজনৈতিক শ্লোগান যেমন---সাম্প্রদায়িকতা, রুটি-রুজি, আদর্শ-নীতি এগুলোর কোনো মূল্য নেই---সিপিএম এখন সারা ভারতবর্ষে অস্তিত্ব রক্ষার লড়াই করছে।টিম-টিম করে কেরলে টিকে আছে---আমি নিশ্চিত পরের বিধানসভা নির্বাচনে এটাও যাবে।তাই সমস্ত বিরোধী একজোট না হলে কিম্বা মুশলমানদের মত হিন্দু একজোট না হলে এই অসভ্য তৃণমূলকে সরানো যাবে না।
রান্না যত ই ভালো হোক পরিবেশন কারীর হাতে ঘা পাচড়া থাকলে নিমন্ত্রিতরা খাবে না। বামদের 34 বছরের অপশাসনে হাতে ঘা পাচড়ায় ভরে গেছে তাই তাদের কথা মানুষ গ্রহণ করছে না।
1. Babar poisaay kinechhe, nijer poysaay noy. 2. Sorbohaarar nets der ki 22 lakher gadi chauda maanay, ta se jari poysaay kena hok ! 3. Babar kostarjito poysaay jodi gadi na kine oi taka ta diye sorbohara Dee jonno kichhu korto tobei joggo sorboharar dol hoto.@@SeuliRoy-w2d
তাহলে সব ভোট বিজেপিকেই দিতে হবে। তাহলে, মুজফফর নগর হাতরাস, উন্নাহ গুজরাটের ঘটনাকে সমর্থন করতে হবে। জাতির জনকের হত্যাকারীর মুর্তি নির্মাণ করে তার পূজো করতে হবে। বাংলাদেশকে সব সময় বাপবাপন্ত করবে আর নির্লজ্জ ভাবে বাংলাদেশকে রাজনৈতিক ভাবে সমর্থন করে যাবে। তাদের কে সবরকম ভাবে রসদ যোগাবে।
আমার খুবই বেমানান লেগেছে লোকসভা নির্বাচনে প্রধানত দেশের বিদেশনীতি, অর্থনীতি,শিক্ষানীতি, মূল্যবৃদ্ধি, বেকারত্ব, দৈনিক মজুরি সংক্রান্ত কোনো আলোচনায় নেয়, বিরোধীরা শুধুমাত্র রাজ্য সরকারের দুর্নীতি নিয়ে সরব হোলো ।
শতরূপ আপনার কথা গুলোর সাথে আমি সমপূর্ণ একমত 👍
যতো এক মত হবে ততো বড়ো বড়ো গোল্লা পাবে
একদম শূন্য পাওয়া নেতা হলো শতরূপ। খুব সুন্দর কথা বলে কিন্তু যে দলের হয়ে কথা বলে সেই দল অবলুপ্তির পথে। বাংলার মানুষ এখন মমতা ব্যানার্জি ছাড়া আর কাউকেই চায় না। শতরূপ স্টুডিও তে বসে বড়বড় লেকচার বাজি করে। কিন্তু সিপিএম কে বাংলার মানুষ অনেক আগেই প্রত্যাখ্যান করেছে। জ্যোতি বসু একজন সুবিধাবাদী নেতা ছিল। ওনার বড় অহংকার ছিল ওনার মত নেতা এই বিশ্বে নেই। তবে মানুষ হিসেবে খুব ই ধুর্ত ছিল। বানতলা মরিচ ঝাঁপি তার প্রমাণ। দাঙ্গা লাগিয়ে উনি মজা দেখে ছিলেন। পুলিশ এর রেশনের কমিশন নিতেন। গরীবের নেতা গরীব এর রক্ত চুষে খেতেন। ওনাকে চিনতেন ইন্দিরা গান্ধী।
@@pintudasdas8597ঠিক বলেছো !
যদি সত্যি টিএমসি কে সরাতে চান তাহলে আর সিপিআইএম কে ভোট না দিয়ে যে দলের যোগ্যতা আছে হারানোর তাদের ভোট দিন , একজোট হোন ... নতুবা কোনোদিন হবে না
জিজ্ঞাসা করুন এর ওর fault finding না করে ওনাদের দেশের জন্য specific road map টা কি????
তিরিশ টা সিটে প্রার্থী দিয়ে আটাশ টাতে জামানত বাজেয়াপ্ত হয়েছে। কি বলবেন?
Wrong information
সঠিক টা কি জানতে পারি?
শহর কেন্দ্রিক নয়। গ্রামের দিকে সংগঠনের নজর দিলে ভালো হয়।
Gramer lok ekhono Bhangar, Singur, Nandigram, Netai, Sainbari bholeni. Gramer lok jhata peta korbey
চোরা না শোনে ধর্মের কাহিনী। গ্রামে স্নো পাউডার AC বাবার গাড়ি এসব কই পাবে?
Grame era ja koreche okhane gele ektao jento firbe na
@@raay411keno ki koreche
@@raay411 তবে আর কী? বিপ্লব মাথায় থাক। আপনি বাঁচলে বাপের নাম।
সৎ সাহস করে সত্যি বলতে ধক লাগে। কমঃ লাল সেলাম।
কমরেড দের ঠিকানা মিউজিয়ামে
শহর ছেড়ে গ্রামে আসুন। মানুষের পাশে দাঁড়ান। মানুষ কি ভাবে ভালো থাকবে তার উপর কাজ করুন।
TMC এর সঙ্গে সেটিং করে সময় পেলে তো সিপিএম গ্রামে যাবে। আসলে দুই দলই মুসলমান ভক্ত তাই বিজেপি কে রুখতে এত তৎপর।
@@surojitpal1861 tmc cpim settings r tai vaipo jail er baire
@@sumanmondal5495 সিপিএম এর আমলে তো মমতা টাটা কে তাড়ালো। কি করেছিল সিপিএম। সিপিএম এই বার লোকসভায় কার ভোট কেটে কার সুবিধা করে দিয়েছিল পশ্চিম বঙ্গের লোক সব দেখেছে। তাই আগামী দিনে এই দালাল দের দল সিপিএম কে একটাও ভোট নয়। কে ফিসফ্রাই খেতে নবান্নে যায়। সবাই জানে। তাই আপাতত চুপ থাকুন।
@@sumanmondal5495 হ্যাঁ, আপনি এমন ভাবে বলছেন, যেন সিপিআইএম কেন্দ্রের ক্ষমতায় আছে। আর অপেক্ষাকৃত কম অপরাধে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী এবং দিল্লির মুখ্যমন্ত্রীকে রাতারাতি জেলে ভরেছে, অথচ হাজারগুন বেশি অপরাধ করা সত্বেও পিসি-ভাইপোকে জেলে ভরছে না ।!!!
আপনার মনে প্রশ্ন জাগেনা? কি কারনে মোদীজী পিসি-ভাইপোর কোন ক্ষতি চায় না ???
বাবু সেই বুঝলে কিন্তু বড্ড দেরিতে। দুর্নীতির কথা সবাই জানে তা সত্ত্বেও আমরা ঐ কথাই বলেছি আমরা কি কি করবো সেটা কম বলেছি
ভালো ভালো কথা বললেই লোকে ভোট দিয়ে দিতো? বাম উত্থান চট করে এখন সম্ভব নয়। কারণ বিরোধী পরিসর থেকে ছিটকে গিয়েছে ২০১৬ সালের বিধানসভার পর বাম-কংগ্রেসের জোট ভেঙে বেরিয়ে আসার জন্য। ওটা ঐতিহাসিক ভুল ছিল। প্রায় ৪০% ভোট পাওয়া সত্ত্বেও অনেক বেশি রেডদের সেটা পছন্দ হয় নি। এখন সাম্প্রদায়িক মেরুকরণ হয়ে গেছে। ৫৪% হিন্দু ভোটার সব দল থেকে এসে বিজেপি কে সমর্থন করছে। এতে শুধু ধর্মীয় মেরুকরণ নেই, প্রতিষ্ঠান বিরোধী ভোটও আছে।
@@manisharoychowdhury7212 মনীষ রায়চৌধুরীর মতো শতরুপ কি মোদী মমতাজ বেগম কে মা বাবা হিসেবে স্বীকৃতি দেবে!
চোরদের পক্ষেই রায় দিয়েছে মানুষ তো সিপিএম কি করবে? মানুষ যদি মেনে নেয়।
Shatarup da to nije bollo left jetar jonno na BJP haranor jonno lodlo,indi jote to 29 asan pelo bange
এটা তো পুরোনো কথা। আগে বলেছে জনগণ ভুল করেছে, জনগণ বিষ খেয়েছে।
Very bright and brilliant logical conclusion.
আবার সেই আগের মতই শূন্য থেকে মহাশূন্য এর দিকে যাচ্ছে বামেরা ... শূন্য শূন্য শূন্য
শূন্য আছে বলেই বাকি সংখ্যার গুরুত্ব আছে। শূন্য ছাড়া বাকি সংখ্যাও অস্তিত্বহীন। সংখ্যার শুরু শূন্য থেকেই। আর্যভট্ট বলেছেন
বাম যত শুন্য তোমাদের জীবন ও জীবিকা তত শুন্য
@@somjyotimallick2226
Thik . Vaam gulo joto shunya theke mohashunye bilin hoye jaabe , totoi BJP shaktishali hobe . Bharater oyikya er swarthey vaam gulo nischinha howa joruri .
Outstanding speech Shatarup ❤
শুধু গোল গোল কথা, উনি তো ষ্টুডিও রুম পলিটিক্স করেন
Tai naki? Onyader mato churi to kore nai
NICE ~~ evaluation of Satarup Ghosh
মুসলিম লিগের সাথে জোট করে এরা সাম্প্রদায়িকতার বিরোধিতা করছে😂😂
Muslim league r mantrisabhay chilo Shyamaprasad
@@swagatoghosh9603 শ্যামাপ্রসাদ বৃটিশের বংশধর!
অতীতের খেসারত দিতে হচ্ছে। যতক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে থেকে অতীতের অন্যায়ের ছাপ না মুছবে ততদিন এটাই চলবে। অথবা বর্তমান প্রশাসকের অন্যায় মাত্রা ছাড়াবে, অপ্রাসঙ্গিক কটুক্তি করার অভ্যাস না ত্যাগ করতে পারছেন ততদিন অপেক্ষা করতে হবে।
শ্যামাপ্রসাদ মুসলীম লীগের সাথে জোট করে ভোটে লড়েছিল। আর বিজেপি কাশ্মীরে কাদের সাথে জোট করে নির্বাচনে লড়েছিল?
@@bkghosh শ্যামাপ্রসাদ বৃটিশদের সন্তান ছিল বলেই তো ওর অফিসিয়াল বাবা আশুতোষ মুখোপাধ্যায় কে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বেসর্বা করা হয়েছিল!
একদম ঠিক কথা ।
কংগ্রেস এখন আর আপনাদের কাছে বুর্জোয়া নয়? সিপিআইএম কংগ্রেস কে ভোট দেয় কিন্তু কংগ্রেস কোনোদিনই সিপিআইএম কে ভোট দেয় না। এটা আমরা বুঝি কিন্তু আপনারা বোঝেন না। 2016 সাল থেকে এক ভুল করে যাচ্ছেন।
sathik katha
বুঝতে পেরেছি বলে আমি সিপিএম ছেড়ে দিয়েছি।
@@mantupramanik51akhon ki TMC koren😂😂😂
কংগ্রেসের ভোট না পেলে সেলিম
মুর্শিদাবাদ এ ৫ লক্ষ ভোট পেতো???
অবশ্যই অর্থনৈতিক প্রশ্নে কঙগ্রেস সিপিআইএম এর কাছে বুর্জোয়া দল, কিন্তু লোকসভা নির্বাচনে কঙগ্রেস সিপিআইএম বিভিন্ন রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী সিট অ্যাডজাস্টমেন্ট হয়েছে যাকে জোট বলা হয় তেমন হয়নি,কারন জোট হয় মতাদর্শগত ভাবে এক হলে কমন মিনিমাম প্রোগ্রাম করে,এখানে নিজেদের স্ব স্ব অর্থনৈতিক অবস্থান অপরিবর্তিত রেখে দেশের গনতন্ত্র, ধর্মনিরপেক্ষতা,এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি যাতে বিজেপি ধ্বংস করতে না পারে,একযোগে বিজেপির এই বর্বরতার বিরুদ্ধে লড়া যায় তার জন্য কঙগ্রেসের সঙ্গে বামপন্থীদের এই বোঝাপড়া,কোন অর্থনৈতিক নীতির ভিত্তিতে জোট হয়নি। সুতরাং সামগ্রিক পরিস্থিতি না বুঝে অতি বোদ্ধার মত স্থূল কথাবার্তা বলে সমগোত্রীয়দের শস্তা হাততালি পাওয়া যায় আদতে নিজেকে অজ্ঞ হিসেবেই হাজির করা হয়।😅
নিজের নাক কেটে অপরের যাত্রা নষ্ট করে খুব আনন্দ পেয়েছে।
Ai dol ta akhon vote katua hoyeche
নো ভোট টু বিজেপি বলে শতরূপ অনেক ভোট পেয়েছো। এর বেশী ভোট তোমাদের আর দরকার নাই। চৌত্রিশ বছর ধরে যা করেছো সবাই জানে। কেন্দ্র দেয়নি আর কেন্দ্র দেয়নি এই করে ভালো ছাত্র ছাত্রী তৈরি করেছো। আজ তারা ছড়ি ঘুরাচ্ছে। আর যতই লড়ো আর দাঁড়াবে না। এবার পারলে সব বিরোধীরা এক হয়ে লড়াই করো।
একদম। একদম।
Hannn.. bihari gurajtai dangabaz mudi r baccha r party Kom seat paoa tela khub anonder👍👍
@@arnabghosh4061 chup molla bangladeshi
একটা দলের আসন একই আছে। সেটা বামফ্রন্ট,,,,0
😄😄😄😄😄😄😄😄😄
বামেদের লাভ-লস কিচ্ছুটি নেই।😂😂😂😂😂😂😂😂😂😂
@@TapasGhosh-n5l 4 টে আসন পেয়েছে লোকসভায় আগের বার 3 টেপেয়েছিল
ভুল জায়গায় অযথা নিজেদের শক্তি নষ্ট করছ হে। শুন্যের সঙ্গে শুন্য যোগ করলে শুন্যই হয়।
ভাইপো টাকা দিয়ে ভোট কিনে নিচ্ছে, টাকা দিয়ে সবাইকে ম্যানেজ করছে। আর ওদের সাহায্য করছে পুলিশ ও আমলারা।
Ioooooo
Soththo
😂😂😂😂
Ha Bhai CPM er time e police amla sob ekbare judhistir r harishchandra chilo.. ekhne sob ucchane geche😂
কথার ফুলঝুরি
মদ মাসল মাংস মানি
সবকিছুর মূলে জানি।
ধর্ম আফিমের প্রচার করে
মানুষের বিভাজনের তাই প্রতি ঘরে।
EXCUSE ME, BJP 39% ভোট পেয়েছে।।।।।
To ki hoyeche tarpor o hereche r tmc k jit te sahayo koreche
Asal lodai 26 a.pls be united.BJP 300 theke besi karmi khun hoyeche BJP bange akhane niye ashte.as BJP supporter ami maa boneder k BJP ke vote dite bolte habe
@@NewEraThought 26se bjp bal chirbe. Kota neta bjp r tmc join kore dekh age
@@NewEraThought বাংলায় বিজেপি কোনদিনও আসবে না
Tate ki hoyechhe,, oi niye khusi thakun.. se up teo birodhi 58% vote peyechhilo 2022 e
সেকুলারিজম এখন অচল পয়সার মত ❤ প্রতিবেশী দেশ থেকে চলে আসা মানুষ আভিঞগ
চ্যানেল এ বসে রাজনীতি হয় না।
Batala komba na ar CPM konodin firba na.
CPM কেনো গো হারা হারলো সেটা ও কিছুতেই কথায় আসবেনা।।।
তুমি বলোনা কেন সি পি এম হারলো পন্ডিত।
@@GobindaDas-qs9yg CPM আর কোনদিন জিতবে না বলে পন্ডিত।
@@GobindaDas-qs9yg
Lwra Kamponthi 🤣🤣⭕⭕⭕⭕⭕⭕
Trinomul ooo onak bar go hara hereche sei bishoye apnar ki ovimot
চিরকাল দালালি করে এসেছে প্রথমে মুসলিম লীগ পরে কংগ্রেস এখন তৃণমূলের এইতো রাজনীতির আদর্শ 😂😂😂😂😂😂😂😂
ভাইপো সবাই কে কিনে নিয়েছে।
এসব বাজে কথা যত বলবে তত শুন্য থেকে মহাশুন্যে চলে যাবে।
R chole asbe durniti kora dal
CPM against Hindus, but love Islam.Vote bank.
Baaal .
Sal
অযোধ্যায় ৮৪% হিন্দু, তোরা হারলি কেন ?
@@atheistbanerjee008 Lal supporter ayodhya naam a kono lok sabha seat nei Faizabad constituency te ayodhya pore Faizabad 5 ta vidhansabha jekhane BJP 1 tai jite 4 hereche 1 vidhansabha agiye chilo seta hochhe ayodhya parle check kore nao, 🪷🪷🪷🪷🪷toder manifesto dekhle hasi chute
@atheistbanerjee008 Don't worry. Just wait and see.
Ms Mamata Banerjee may not be foolproof but certainly better than CPM. I don't like her but respect simply for freeing WB from CPM atrocities.
Tar mane apni chor tolabaj durniti grasto der respect koren? Apni nijeo ki oi daler?
CPIM er keu kintu churi kore jail a jay ni.
Excellent shatarup da .
Voters still didn't forget 34 years of their Regime!!! and they would not for another 34 years!!!
Hindu dharmo k respect kora uchit.
Dharma dhue bhikka kor
@@nabarun8Marx bad leninbad beche bhikkha kor
এটা মহম্মদ সেলিম কে বলতে পারলে বুঝবো ক্ষমতা আছে।
বেচবে টা কোথায় ?
34 বছর কি রেসপেক্ট করতো , আর এখন ডিসরেসপেক্ট করে ?
@@atheistbanerjee008 ekhono dhormo chudie Bera aro harbi
বর্তমান সময় শিক্ষিত মানুষের কোনো মর্যাদা নেই।জনগন দুর্নীতি কারীদের ভোট দেন।
Bjp ato durniti ato baje bhasa babohar karar par BJP k kono cpm birodhita korlo?
যেমন গণহত্যাকারীদের ভোট দিত 34 বছর ধরে।
ভাই, আপনাদের সি মি এমের এমন পরিনতি হলো? আসলে ভাই, বাংলার বেশিরভাগ মানুষই ভাতা পেয়েই সন্তুষ্ট।
@@monotoshmodak8062 ১৯৪৭ সালের পর থেকে কোনো সরকার পিঠে শিল্পের উন্নয়ন করেন নি- বর্তমান সরকার কিন্তু সেটা করে দেখিয়েছেন।
এরা সব youtube, Facebook -এ নেতা।
😅😅😅
দেবাঙশু নিখোঁজ!
তবুও ভালো এরা তো চুরি করেনি।
To kiser neta dekhte chan
@@nasim_NotOut Sujog pak tarpor korbe
Please join blp because only need BJP of West Bengal
ভাম বেড়াল একটা
'স্পিরিট'টা চমৎকার!
ইনসাফ যাত্রা, লাল সেলাম শব্দ গুলো কেমন যেন একপেশে।
"Insaf" , "selam" Ei shabdo gulo bideshi urdu shado .
নজরুল ইসলাম যে দলের প্রতিষ্ঠাতা তাদের এমন বক্তব্য হবেই।
এরা এমন কাজ করেছে যে কৌন বিশ্বাস যোগ্যতা নেই।
অসম লড়াই, এই লড়াই এ জেতা মুস্কিল।
নাচতে না জানলে উঠোন ব্যাকা
CPIM ar rigging ar training niya ,guru mara vidhya prayog korchay. Ara tosamodkari dal. 34 years West Bengal Ar bahaut back side niya gachan. Sab silpa te tala lagiya prachur lok beggar baniychan.Abar 68 years rest nin. Apnara sabai West Bengal O Tripura sarkar thKe sudu nijer cader der service property baniychan . Negative politics ar dita habay , chalney na politics ar janma diya vote paya bahut khati korachan.
Aii atel dol ta sunyo theke mohasunnye pari diyeche... nisproyozonio ekkebare!! Jay didi-r, Jay bangla🙏🙏
বামকংগ্রেসদের উচিত হতাশ না হয়ে, জেতার জন্য সঠিক ব্যবস্থা নেয়া ❤
বামেরা জিতবে বলে কি লড়েছিল?? 😂😂 নাকি তোলামূল কে জেতাবে বলে 😂😂😂😂?
ঠিক ঠিক ঠিক।
Bjp ar Left 2 Jon e Vote kete Tmc ke jetalo
তোলা মুলকে জেতাবে বলেই লড়েছিল সিপিএমের পার্টি কংগ্রেস এই সিদ্ধান্ত তৃণমূল থাকে থাকুক।
জঙ্গিপুর, মুর্শিদাবাদ, বহরমপুরে বিজেপি জিতবে বলে লড়েছিল?? 😂😂 নাকি তোলামূল'কে জেতাবে বলে 😂😂😂😂?
@@jayantamalakar7327bam ra bam der moto loreche sudhu manush tha hole sob vote BJP ke dite parto. Bam ra ki tha hole vote e na darale valo hoto bolte Chan
নিজেরা 0 পেলি, পেলি
অধীর টাকেও হাত ধরে নিয়ে গেলি!!!
34বছর যা যা করেছো আগে সেটা বলুন তারপর বলবেন কি কি করবেন , লোকের বাড়ি ঢুকে ঢুকে যা অত্যাচার করেছেন সেগুলো বলেন
CPIM Manifesto kichu line gulo vul hole khama kore sudhre deben,
1.Kashmir Theke 370 firiye aana.
2.UAPA scrapping
3.PMLA
4.CAA scraping
5.Manrega
Onno kichu gulo ache amar atai mone ache,manrega chara aar kono jinis sadharan manusher jonno ontoto amar mone hoi na, I think left ideology is living in dreams,tomar aar mainstream politics a asha khubi difficult,ader mukh democracy word manay na,ader core cader puro TMC sei jonno ato atyachar.
আপনি একটি অশ্বডিম্ব ।
@@prasenjit55 apnake subecha janai,apnar reply suno naxal hobo na kintu.but amake khun korben Kano apnader k lal anek priya
৩৭০ ধারা বিলোপ আপনি সমর্থন করেন? আইনটা কী ছিলো জানেন? ধারা সম্পর্কে ধারণা আছে?
@@somjyotimallick2226 haa ami kori,Indian constitution sabar jonno ek hova uchit, special status kiser jonno, centre theke sob theke besi fund jeto j&k ke.
@@somjyotimallick2226keno 370 thakhbe keno akta democracy desh e. Onk subhida dewa hoyeche kashimir basi der r na
Red Salute Satarup Da.
এটা কে রে। তিন বার হেরে বড় বড় কথা
CPM sobcheye boro samprodayik
How Many CPM Leaders' Sons' or Daughters' Marriages are Between Hindu & Muslim ? That Proves How Secular They Are. Speeches & Lectures Don't Prove Anything.
আসল সেটিং তো হয়েছিল CPM & TMC র মধ্যে যদি বিশ্বাস নাহয় তাহলে বুথ ভিত্তিক লোকসভার রেজাল্ট দেখুন 🙏
Thik sei jonnyoi bhaipo r jail hoi na
@@nabarun8 এবারে sure হতো কিন্তু যে 7 লাখ ভোটে জয়ী তার কলারে হাত দেয়া অতো সোজা নয়
@@nabarun8 vaipor jail hole cpim politburo congress high command sobai varot bondh dakbe Karon ora India jote ache R cpim R 50% candidate nepotism product sobai Jane dipsitar family te ke mla chilo ba srijon R family kon post hold kore
Exactly. They will never accept their filthy game
@@Skha612 hol to wara jail tarpor dekh na k bondh dake. Gare Dom nei ghorar abar chilkani
বাংলার সব বিরোধীদের এক হয়ে লড়তে হবে।
কতগুলো রাজনৈতিক শ্লোগান যেমন---সাম্প্রদায়িকতা, রুটি-রুজি, আদর্শ-নীতি এগুলোর কোনো মূল্য নেই---সিপিএম এখন সারা ভারতবর্ষে অস্তিত্ব রক্ষার লড়াই করছে।টিম-টিম করে কেরলে টিকে আছে---আমি নিশ্চিত পরের বিধানসভা নির্বাচনে এটাও যাবে।তাই সমস্ত বিরোধী একজোট না হলে কিম্বা মুশলমানদের মত হিন্দু একজোট না হলে এই অসভ্য তৃণমূলকে সরানো যাবে না।
aaj bjp r sompotti o tmc r theke kom. ami ekmot bjp cpm ke ek hoye lorte hobe.
Bal habe
@@santanusengupta6049kire chor
গালটা দিন দিন ফুলছে । কাজের কাজ কিছু নেই। খালি ভাষণ দিতে পারে
রান্না যত ই ভালো হোক পরিবেশন কারীর হাতে ঘা পাচড়া থাকলে নিমন্ত্রিতরা খাবে না।
বামদের 34 বছরের অপশাসনে হাতে ঘা পাচড়ায় ভরে গেছে তাই তাদের কথা মানুষ গ্রহণ করছে না।
Bam jokhon chilo ja era koreche jibone keu biswas korena
টিএমসি এর এই সময়ের মধ্যেই ক্যান্সার দেখা দিয়েছে।সেটা একটু ভাবুন।
তাই? আপনি পরিবেশনকারীকে দেখে নিমন্ত্রণ বাড়ি যান বোধহয়
দারুন বলেছেন।
একেবারে হক কথা।
শতরূপ কে বলুন মাঠে, মানুষের সঙ্গেই মিশতে । শুধুই মিডিয়ায় দুটো বক্তৃতা দিয়ে লাভ নেই।
অতি সত্য কথা। মুখের কথায় চিড়ে ভিজবে না।
সৃজন দীপ্সিতা কি মাঠে মেশেনি
শতরূপের জনসংযোগ সম্পর্কে তাহলে আপনার জানা নেই
Sabas. Comred. Sundor alochona. Lal selam.
এরা TH-cam নেতা
CPM vote kata dal
Tui kon level r murkho re . Cpim r sathe ki bjp r understanding chilo naki
সিপিএম মানে তৃণমূল এবং জাতীয় কংগ্রেস এবং জাতীয় কংগ্রেস তৃণমূল মানে সিপিএম
বিজেপি+তৃণমূল=বিজেমূল
Tai tho vaipo jail er baire
Akdom Bastob Kotha Gulo Tule Dhorechen Amar Bhison Bhison Priyo Comrade Shatarup Ghosh Amar Priyo Comrade Ke Janai Roktim Abhinandan O Red Salute
জনসংযোগ বাড়াতে হবে। বড় সভা না করে pratyek barite যেতে হবে। এটাই একমাত্র উপায়। আমার অভিজ্ঞতা একজন karmi হিসেবে বলছি
একেবারে সঠিক বলেছেন। নিবিড় জনসংযোগ করা দরকার।
Excellent
হ্যাট্রিক হতরূপ কী কসবায় এবার কোয়াটার হতরূপ হবে 😂
#WouldBeQuaterHatarup
#22LakiLwraKamponthi😂
22 lakh r gari loker taka churi kore keneni
1. Babar poisaay kinechhe, nijer poysaay noy.
2. Sorbohaarar nets der ki 22 lakher gadi chauda maanay, ta se jari poysaay kena hok !
3. Babar kostarjito poysaay jodi gadi na kine oi taka ta diye sorbohara Dee jonno kichhu korto tobei joggo sorboharar dol hoto.@@SeuliRoy-w2d
তোরা ফেসবুক এই বিপ্লব করে যা
ভাতার মরে মরুক
কিন্তু সতীন যেনো বিধবা হয়😂বাম থিসিস😂
Excellent example 😂
cpm Muslim der jonno.Cpm k dewar thekey NOTA debo
এখন বসে বাতেলা দিচ্ছ ।আর এই দিকে পিন্ডি জোটে নাম দিয়েছে
লাল সেলাম কমরেড।
অসম্ভব ফালতু কথা বলা ছেলে, আজ পর্যন্ত একটা ভোটেও জেতেনি।
ভোটে জিতলেই কি দারুন সব কথা বলা লোক হয়ে যায়?
এই ছেলেটি যে কোন বামপন্থী পার্টির পক্ষে আনফট
শতরূপ কে জিজ্ঞেস করুন দিপশিতার দাদুর নাম কি ? ও কি এখনও কচি ভাবছে নাকি নিজেকে ? ?? ধরের নাতনি ছাড়া দিপসিতার কি টিকিট পেত ??
Re eder neta hoy either chater, Banerjee, Mukherjee,bhatcharjee othoba kono purono netar bongshodor .. ei sob netara vote jitbe 😂😂😂
সৃজন ও এক ক্যাটাগরি
তোরা চুপ করে বসে থাক। 34 বছরের কাজের ফলাফল। মানুষ কি সহজেই ভূলবে।
ওদের দয়াতেই তবু ছেলেপুলেদের নিয়ে খেয়ে পড়ে আছিস।মাথার তো গোবর আর গোমুত্র।
Lok saat diner aager katha bhoole jai. 1000 pete vote deachen boloon na. 34 bachar tene laav ki.
মানুষ চোরদের বেশি পছন্দ করছে তাই তোলামুল জিতছে সি পি আই এম জিতলে তৃনমূলের কপালে দুঃখ আছে।
@@bhaskarganguly3740 lok sobay mone rakhe , voter result e tar proman😂😂😂
34 bacharer athachar korechilis. Money pore.
সুজন নাকি কচি তাহলে শতরুপ কি প্যান্টে হিসু করে ?
Kire bejonma
সত্যি সেলুকাস কি বিচিত্র এই cpm
Onyader dekhe obak hobena na?
শতরুপ একদম সঠিক মূল্যায়ন করেছো আমি তোমার সাথে একমত
Bamphront hereche Rahul Gandhi k saport korar jonno
নিজের দল নিয়ে প্রশ্ন করলে অন্য দলের কথা বললে কি আর ভোট বাড়বে?
Cpim cong Tmc muslim panthi
৩৪ বছরের অপশাসন ভুলতে মানুষের অনেক সময় লাগবে।
১৩ বছরের সুশাসন মানুষ কোনোদিন ভুলতে পারবে না 😂😂😂😂
এখন তো স্বর্গরাজ্য। ঠিক বললাম তো?
মোদী মমতাজ বেগমের সন্তানের মতো উক্তি!
@@somjyotimallick2226
SORGO RAJJO 34 BOCHOR CHILO MANUSH VOLENI
২২ লাখি গাড়ি চড়া বাবুর কথার কোনো মূল্যে নেই। এরপর Congress Trinomul জোট হলে তোমাদের চিনে যেতে হবে।
F.u.c.......😅
আপনি বোকা বোকা কথা বলছেন।
Rog ta jadi janis tahale state treatment karis ni keno?
34 বছরের স্মৃতিটা এখনো ফিকে হয়নি। প: বঙ্গের মানুষের কাছে সি পিএম তথা বাম ফ্রন্টের credibility বা বিশ্বাসযোগ্যতা আদৌ ফিরে আসেনি।
আজকের দিনে সিপিএম অন্ততপক্ষে পুরোপুরি একটি শহরকেন্দ্রিক পার্টি। লিখে রাখুন, 2026এও ভোট পার্সেন্টেজ বাড়বে না।🙂🙂
Barbe ki kore gram bengla te cpm er ja resources chilo shob to lock stock and barrel ekhon oi onnyo dal e
Bekar বাড়বে সাথে এইটাও মানতে হবে
কট্টর হিন্দু বিরোধী দল CPM, TMC CONGRESS.
100%Right
কট্টর হিন্দু বিরো* ধী দল TMC TMC CONGRESS
Aar BJP Holo Anti Bengal.
@@supersaiyans7845 তাহলে শ্যামাপ্রসাদ মুখার্জি কে?
তাহলে সব ভোট বিজেপিকেই দিতে হবে। তাহলে, মুজফফর নগর হাতরাস, উন্নাহ গুজরাটের ঘটনাকে সমর্থন করতে হবে। জাতির জনকের হত্যাকারীর মুর্তি নির্মাণ করে তার পূজো করতে হবে। বাংলাদেশকে সব সময় বাপবাপন্ত করবে আর নির্লজ্জ ভাবে বাংলাদেশকে রাজনৈতিক ভাবে সমর্থন করে যাবে। তাদের কে সবরকম ভাবে রসদ যোগাবে।
Correct analysis, ❤❤❤
✊✊✊
শতরূপ বাববু এই সব ফালতু কথা বলে গুলিয়ে দেবেন না, কতটা আপনারা tmc র বিরোধিতা করেন সকলেই বোঝে
সকলেই বোঝে শুধু তুই বুঝিস না।
@@bananimukharjee2007 ভাষা ঠিক করলে ভালো হয় কারণ এতে ভদ্র অভদ্র বোঝা যায়
Awesome
22 লাখের গাড়িটা বেচে কর্মীদের জন্য কাজ কর, টোটো চালা।
🤣😂🤣⭕⭕⭕⭕⭕⭕
না তোদের মতন চাকরি চুরি বালি চুরি করবে
@@chandguin1995
Lwra 4.75 % Kamponthi 🤣😂🤣🤣⭕⭕⭕⭕⭕
@@Biki3379 চাকরি চুরি কর 😄😄😄
কেন রে, তোর মা কিনে দিয়েছিল 😄😄
সেরা চাটন, তবুও বলবে ভাত চাই
আমার খুবই বেমানান লেগেছে লোকসভা নির্বাচনে প্রধানত দেশের বিদেশনীতি, অর্থনীতি,শিক্ষানীতি, মূল্যবৃদ্ধি, বেকারত্ব, দৈনিক মজুরি সংক্রান্ত কোনো আলোচনায় নেয়, বিরোধীরা শুধুমাত্র রাজ্য সরকারের দুর্নীতি নিয়ে সরব হোলো ।
রাজ্যসরকারের বক্তব্য কি ছিল 😄😄
দারুন বলেছেন কমরেড শতরুপ
Ata bole Aar TMC ke vote koro
সেলিম সাহেবের চুল তো এত কাল হতে পারেনা। রং মেখে সং সাজেন তো উনিও।
খালি বক্তৃতা দিয়ে কোনো লাভ হবে না। আশেপাশে লোকজনদের সাহায্য করুন।
প্রেজেন্টারের নামকি 4:28
মানুয তাদের কথাই ভাববে যারা ভাযন কম দেবে কিজ বেশি করবে
টিভি মিডিয়াতে বেশি থাকলে আর পিছনে যাবে
Cpi-m sob jaygay TMC ke vote diyche. Setting setting bole bole tole tole TMC ke support.