ছ'বছর বাদে অ্যালবাম তবে ঠিক "দূরবীনে চোখ রাখবোনা " ভাইব পাচ্ছি বেশ ❤️ , প্রথম গান অ্যালবামের টোন সেট করে ঠিক যেমন "তিস্তান" , "অদ্ভুত মুগ্ধতা" , "যে সমাজে " আর "আমার শহর " রচে গিয়েছে এ গানটিও যেন করে গেলো । ফ্যান হিসেবে পছন্দসই হলো বৈকি দাদা ...ওই মেমোরি কার্ডের দিনগুলোর অ্যালবাম অ্যালবাম গন্ধ লেগে আছে এ গানে। ভালোবাসা ❤️🤝🏼
আমার আর আমার বান্ধবীর প্রথম আলাপ এবং কথাবার্তার মধ্যে প্রথম থেকে অনেকটা জুড়ে ছিল তোমার গান। সে তখনো অনুপম রায় শোনেনি সেভাবে। আর আমি পাগলের যতো খুঁজে খুঁজে ফিল্ম আর অ্যালবাম থেকে তোমার গান শুনি। তিস্তান থেকে, 'অন্য কেউ থাকবে কাছাকাছি' হয়ে 'জানি দেখা হবে' কিচ্ছু বাদ দিইনা। মন খারাপ হলে কলেজ ডুব মেরে সারা দুপুর লুপে শুনতে থাকি 'আলস্য' কিংবা 'উড়ে যাক এ ঘুম আমার'। সেই ২০১৪ সালের কথা। তখন পেনড্ৰাইভে একে একে বান্ধবীকে পাঠাতাম বোবা টানেল, ফাঁকা ফ্রেম, অদ্ভুত মুগ্ধতা, তিস্তান। আমাদের প্রথম একসাথে ছবি রাখার যে অ্যালবাম-টা ছিল সেটার নাম দিয়েছিলাম 'অদ্ভুত মুগ্ধতা'। তারপর দিন গড়িয়েছে, আমরা বড়ো হয়েছি। প্রথম একসঙ্গে অনুপম রায় শো দেখেছি নজরুল মঞ্চে। এখনও তোমার নতুন গান আসছে জানতে পারলেই অপেক্ষা করে থাকি দু'জনে। বুঝতে পারি, আমাদের সঙ্গে সঙ্গে অনুপম রায়েরও বয়স বেড়েছে। তবু অপেক্ষা করি, আবার নিশ্চয়ই এমন কিছু একটা আসবে, যেটা মনে থেকে যাবে আজীবন। থ্যাঙ্ক ইউ অনুপমদা ফর্ অল্ দ্য মেমোরিজ্। এই গানটা ভীষণ নরম।
সত্যি কথা বলতে অনেকটা অভিমান জমে গেছিল শেষ ৫ বছরে l মনে হয়েছিল হয়তো আর সেই অনুপমদাকে পাবোনা যে ভিউজ নয় নিজের core fan দের জন্যও গান লিখতো l but annie hall সব অভিমান এক পলকে মুছে দিলো l আবার সেই পুরোনো অনুপম রায়ের লিরিক্সের ভাইবটা ফিরে পেয়েছি l অনেক ধন্যবাদ দাদা l বছরে বা দুবছরে অন্তত একটা অ্যালবাম এনো l তুমি অসাধারণ ❤️
হ্যাঁ, আমাদের জেনারেশনের কাছে অনুপম রায় শুধু একজন শিল্পী নয়, অনুপম রায় একটা আবেগ.. দশক এর পর দশক ধরে লোকে যেমন বলে আসছে আমাদের সময় অমুক শিল্পী ছিলো, আমরাও গর্ব করে বলতে পারি.. আমাদের জেনারেশনের অনুপম রায় নামের একটা আবেগ পেয়েছে.. প্রথম দেখা থেকে প্রথম ভালোলাগা আবার সেখান থেকে প্রথম প্রেম সব টা জুড়েই অনুপম.. সে গভীর রাত হোক কিংবা বোবা টানেল কিংবা হাত বাড়িয়ে দেওয়ার গল্প থাকে গা ছুঁয়ে বলা, হোক না একটু বন্ধু দের সাথে জলফরিং খোঁজার খেলা.. আর live concert দেখার পর তো সব গান গুলো ই যেনো মানে যেনো বদলে গেছে, জীবনের একটা সেরা রাত 25.01.23 (Anupam Roy live at KKI JGM)🙃😌 ঝাড়গ্রাম থেকে ভালোবাসা রইলো স্যার..!!
sotti e taai...hya ekta din chilo 25 tarikh!!sotti bolte sopnopuron er din ota...aj o monkharap hole just ekta sediner moment dekhi..sei chitkaar..sei abeg jeno koto choto theke tule rakha chilo oirokom ekta din er opekkhatei....valolaga valobasa monkharap depression kinba kokhono vison ekaa lagaguloke celebrate korte shikhiyechen apni..aro onek gaan er opekkhai amra...vaalo thakben sir...
নায়গ্রা ফলস, নিউ ইয়র্ক থেকে শুনছি। একুশ বছরের নিউ ইয়র্ক সিটি জীবন ছেড়ে গতবছর একেবারে চলে আসি এখানে। যখন গানটি শুনছি তখন রাস্তা ঢেকে আছে বরফে। কেন জানি না গানের দুই লাইন শুনেই চোখে পানি চলে আসে। পরে শুনি একটি লাইন বলছে- “মাঝে মাঝে চোখে এসে যায় জল” ধন্যবাদ অনুপম। গানটি হৃদয় ছুয়েছে। অনেকবার শুনব মনে হচ্ছে। বিশেষ করে রাস্তায় ড্রাইভ করার সময় আমি অনুপম রায়ের আগের গানগুলো, শানের রবীন্দ্র সংগীত, মাহের জাইনের গান, ও ইউসুফ ইসলামের রোড সিংগার গানগুলো শুনি। এই গানটিও যোগ হলো।
'বাক্যবাগীশ' দিয়েই প্রথম চিনেছিলাম,তারপর কতশত দিন চলে গেল আমাদের এগান গুলোয় ডুবে।'এবার মরলে গাছ হবো' থেকে 'অদৃশ্য নাগরদোলার ট্রিপ' এর মধ্যে অনেক বড় হয়ে গেলাম সবাই,কতকিছু বদলে গেল,শুধু ওই ভালোলাগাগুলো কনস্ট্যান্ট হয়ে রয়ে গেছে এখনো.....ভীষণ ভালো লাগল গানটা।অনেকদিন পর প্লেলিস্টে আরো একখান গান যোগ হলো😌 🎡
আমি এইমাত্র জানতে পারলাম, Annie Hall, 1977 এর একটি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড প্রাপ্ত অসাধারণ সিনেমা। যেখানে অ্যালভি সিনগার ও অ্যানি হল, যারা প্রাক্তন প্রেমিক তাদের গল্প বলা হয়েছে। জানার পর গানটার প্রতি একটা অন্য মাত্রার ভালো লাগা কাজ করছে... ❤💔❤
অফিশিয়াল ফ্যান পেজ এ লাইভ দেখার পর দুরবিন এ চোখ রেখেছিলাম,.... গরম পড়েছে হাল্কা করে ... আজ বিকেলে ট্রেন এ সাথে কিছু মন খারাপ. উইন্ডো সিট..... কানে বাজলো হঠাৎ তোমার গান, একটা ঠান্ডা হাওয়া গায়ে লাগলো.. আর.. ঝরছে শিত.... তাকে মনে করে চোখ এ জল এলো বই কি🙂🙂, হাওয়া টা আবারও গায়ে লাগছে আর মনে পড়ছে.... এখনো ঝরছে শিত..
Gotokal theke loop e sunchi gaanta.Annie Hall (1977) amar sobcheye pochonder Hollywood cinema gulor modhye onnotomo.Prottek ta scene chokher samne bheshe uthche ei gaanta sunchi jokhon.❤️❤️
বাড়ির স্টোররুমে গেলে হলদে পাতার ধুলো পরা পুরোনো বই গুলোর একটা কাঁচামিঠে গন্ধ পাওয়া যায় ; পুরোনো গানগুলোর সেরকম একটা ভালোলাগা ফিরে পেলাম এই কথা গুলোর ফাঁকে! সেই ঘরের জানলায় রাখা দূরবীনে চোখ রাখলে দেখা মেলে দ্বিতীয় সেই পুরুষের, যার কণ্ঠ বাক্যবাগীশের কথা বলে , মরে যাবার পরেও সবুজের বুকে গাছ হয়ে নিশ্বাস নিতে চায় প্রতি স্পন্দনে...এই গল্প যেনো তারই ছায়া !! ❤️
@@ciasma_xavi somoy er sathe sathe bangla sobdobhander somriddho hocche... Chair , table, selfie eisob sobdo ke relate korte parben ? Ar oikhane 'sex' ee jaygay onno sobdo boslae... Valo lagchilo na.. Akta valo gan upohar daoa anupam roy er icche...
Ei gaan'ta ekta alada level peye gyache with the maestro Prabuddha Banerjee. Ki oshombhob mishti sur, ar temon'ey brilliant arrangement. Anupam-Prabuddha duo ke aaro shonar aagroho roilo.
এই সিনেমাটা কি যে সুন্দর! আমি বলে বোঝাতে পারবো না কত ভালো লেগেছিল। সিনেমাটা দেখে তোমার গানের কথাই মনে পড়েছিল। তুমি এত সুন্দর সব গল্পটা বলেছ গানে, তুলনা হয় না। ❤ আমার ভীষন মনের কাছের এই সিনেমটা আর এই গানটা। অনেক ধন্যবাদ
Ami onk eka drive kori. Tomar gan gulo feel e korte dai na eka drive korchi. Bristi veja December 2019 a Bishnupur a tomar live performance dekhechilam... Mon chuye gachilo. Erakm e theko dada down to earth. R o onk valo gan r opekhai roilam.
কিছু টা nervous ছিলাম... আবার এতো সময় পর একটা album আসছে... But সত্যি.. এবারে সেই আবার Anupam da তোমার nostalgia melodi এর সাথে কিছু আলাদা রকম নতুন ধরনের lyrics নিয়ে .. যেগুলো Anupam দা এর থেকে কখনোই শুনি নি.. বেশ ভালো লাগলো ।। New feelings with nostalgia melodi.. Love from Alipurduar 💓💓
Annie Hall ekta khub priyo cinema. Sekhaneo happy ending nei. Tobe kada chora churi nei, break up ta mutual. Personal life niye kichu bolte chai na.. Tobe ei gaan tar pechone kotota emotion chepe rekhe lekha hoeche sheta aj bujhte parchi.
you could look at it from a perspective of alvy singer and annie hall, or you could think its a reference to his own life. annie hallis your past love, your dying love, your "praktan", he looks back in the past, as he always does. tears come to his eyes because he somehow feels it unreal that she, is a dead love. hes a lyrical genius
খুব সুন্দর গানটা। Annie Hall আমার অত্যন্ত পছন্দের এবং কাছের একটি সিনেমা। এবার থেকে সিনেমাটা কখনো দেখলে বারবার এই গানটাকেই মনে পড়বে আমার। আর ততবার এসে শুনে যাবো এখানে।
Have downloaded Annie Hall multiple times ⏲️ but couldn't make time for it. Today again downloaded this movie 🎬 from pirate ☠️ bay. This song 🎵 has motivated 🙌 me to the core to watch this movie 🎬 without miss this time ⏲️ Super motivated to dive in and experience the magic 🎩 of Annie Hall. Liked the lyrics... Again Anupam Da has delivered his best. Liked the maturity of the lyrics and again thanks for reminding us of this timeless Hollywood classic of Woody Allen.
অনেকের বহু সম্পর্ক গুলো আপনার এই গানের সুরে যেনো ভেসে উঠে অনুপম দা,(সাথে "annie hall" এর সেই ছবিটাও)যা এক অসাধারণ উত্তেজনার সাথে শান্তিও দেয় মনে মনে।😊😌
কেমন আছো Annie Hall? ভালোই আছে। তবে Alvy Singer কি মন থেকে miss understanding কে good bye জানাতে পেরেছে? মনের খবর দিয়ে পত্রিকার শিরোনাম কিংবা গাড়ির চাকা কোনোটাই বানানোর প্রয়োজনবোধ করছি না। গানের লাইনগুলো কিন্তু মুভিটার মুহূর্তগুলোকে ভালোভাবেই চোখের সামনে এনে দিচ্ছে, এলবামের পরবর্তীতে আর কি-কি আছে অপেক্ষায়।
ছ'বছর বাদে অ্যালবাম তবে ঠিক "দূরবীনে চোখ রাখবোনা " ভাইব পাচ্ছি বেশ ❤️ , প্রথম গান অ্যালবামের টোন সেট করে ঠিক যেমন "তিস্তান" , "অদ্ভুত মুগ্ধতা" , "যে সমাজে " আর "আমার শহর " রচে গিয়েছে এ গানটিও যেন করে গেলো । ফ্যান হিসেবে পছন্দসই হলো বৈকি দাদা ...ওই মেমোরি কার্ডের দিনগুলোর অ্যালবাম অ্যালবাম গন্ধ লেগে আছে এ গানে। ভালোবাসা ❤️🤝🏼
আমার আর আমার বান্ধবীর প্রথম আলাপ এবং কথাবার্তার মধ্যে প্রথম থেকে অনেকটা জুড়ে ছিল তোমার গান।
সে তখনো অনুপম রায় শোনেনি সেভাবে। আর আমি পাগলের যতো খুঁজে খুঁজে ফিল্ম আর অ্যালবাম থেকে তোমার গান শুনি। তিস্তান থেকে, 'অন্য কেউ থাকবে কাছাকাছি' হয়ে 'জানি দেখা হবে' কিচ্ছু বাদ দিইনা। মন খারাপ হলে কলেজ ডুব মেরে সারা দুপুর লুপে শুনতে থাকি 'আলস্য' কিংবা 'উড়ে যাক এ ঘুম আমার'।
সেই ২০১৪ সালের কথা। তখন পেনড্ৰাইভে একে একে বান্ধবীকে পাঠাতাম বোবা টানেল, ফাঁকা ফ্রেম, অদ্ভুত মুগ্ধতা, তিস্তান।
আমাদের প্রথম একসাথে ছবি রাখার যে অ্যালবাম-টা ছিল সেটার নাম দিয়েছিলাম 'অদ্ভুত মুগ্ধতা'।
তারপর দিন গড়িয়েছে, আমরা বড়ো হয়েছি। প্রথম একসঙ্গে অনুপম রায় শো দেখেছি নজরুল মঞ্চে।
এখনও তোমার নতুন গান আসছে জানতে পারলেই অপেক্ষা করে থাকি দু'জনে। বুঝতে পারি, আমাদের সঙ্গে সঙ্গে অনুপম রায়েরও বয়স বেড়েছে। তবু অপেক্ষা করি, আবার নিশ্চয়ই এমন কিছু একটা আসবে, যেটা মনে থেকে যাবে আজীবন।
থ্যাঙ্ক ইউ অনুপমদা ফর্ অল্ দ্য মেমোরিজ্।
এই গানটা ভীষণ নরম।
❤❤❤
😂kaj nei??
Pora shona koro. Bari giye.🤣✌❤
@@anobody4464 কেন? প্রেম কি আপনার খারাপ লাগে?
আপনি নিশ্চয়ই ছাত্রাবস্থায় প্রেম করেননি/করেছেন!
সত্যি কথা বলতে অনেকটা অভিমান জমে গেছিল শেষ ৫ বছরে l মনে হয়েছিল হয়তো আর সেই অনুপমদাকে পাবোনা যে ভিউজ নয় নিজের core fan দের জন্যও গান লিখতো l but annie hall সব অভিমান এক পলকে মুছে দিলো l আবার সেই পুরোনো অনুপম রায়ের লিরিক্সের ভাইবটা ফিরে পেয়েছি l অনেক ধন্যবাদ দাদা l বছরে বা দুবছরে অন্তত একটা অ্যালবাম এনো l তুমি অসাধারণ ❤️
হ্যাঁ, আমাদের জেনারেশনের কাছে অনুপম রায় শুধু একজন শিল্পী নয়, অনুপম রায় একটা আবেগ.. দশক এর পর দশক ধরে লোকে যেমন বলে আসছে আমাদের সময় অমুক শিল্পী ছিলো, আমরাও গর্ব করে বলতে পারি.. আমাদের জেনারেশনের অনুপম রায় নামের একটা আবেগ পেয়েছে.. প্রথম দেখা থেকে প্রথম ভালোলাগা আবার সেখান থেকে প্রথম প্রেম সব টা জুড়েই অনুপম.. সে গভীর রাত হোক কিংবা বোবা টানেল কিংবা হাত বাড়িয়ে দেওয়ার গল্প থাকে গা ছুঁয়ে বলা, হোক না একটু বন্ধু দের সাথে জলফরিং খোঁজার খেলা..
আর live concert দেখার পর তো সব গান গুলো ই যেনো মানে যেনো বদলে গেছে, জীবনের একটা সেরা রাত 25.01.23 (Anupam Roy live at KKI JGM)🙃😌
ঝাড়গ্রাম থেকে ভালোবাসা রইলো স্যার..!!
I was also live on this memorible concert,love from Belpahari❤️
sotti e taai...hya ekta din chilo 25 tarikh!!sotti bolte sopnopuron er din ota...aj o monkharap hole just ekta sediner moment dekhi..sei chitkaar..sei abeg jeno koto choto theke tule rakha chilo oirokom ekta din er opekkhatei....valolaga valobasa monkharap depression kinba kokhono vison ekaa lagaguloke celebrate korte shikhiyechen apni..aro onek gaan er opekkhai amra...vaalo thakben sir...
আমার ভাগ্যে আর লাইভ দেখা জুটলো না... কবে যে বাড়ি ফিরবো 😟😣
Ekdommmm bhaiiiii.... Ekdom samne chilam... সে এক মুহূর্ত... ❤️
"মাঝে মাঝে চোখে এসে যায় জল, কেমন আছো Annie Hall?" মন ছুঁয়ে গেল❤️
মাঝে মাঝে চোখে এসে যায় জল
এটাই অনুপম রায়ের কৌশল (গুরুদেব)🥰
নায়গ্রা ফলস, নিউ ইয়র্ক থেকে শুনছি। একুশ বছরের নিউ ইয়র্ক সিটি জীবন ছেড়ে গতবছর একেবারে চলে আসি এখানে। যখন গানটি শুনছি তখন রাস্তা ঢেকে আছে বরফে। কেন জানি না গানের দুই লাইন শুনেই চোখে পানি চলে আসে। পরে শুনি একটি লাইন বলছে- “মাঝে মাঝে চোখে এসে যায় জল”
ধন্যবাদ অনুপম। গানটি হৃদয় ছুয়েছে। অনেকবার শুনব মনে হচ্ছে। বিশেষ করে রাস্তায় ড্রাইভ করার সময় আমি অনুপম রায়ের আগের গানগুলো, শানের রবীন্দ্র সংগীত, মাহের জাইনের গান, ও ইউসুফ ইসলামের রোড সিংগার গানগুলো শুনি। এই গানটিও যোগ হলো।
'বাক্যবাগীশ' দিয়েই প্রথম চিনেছিলাম,তারপর কতশত দিন চলে গেল আমাদের এগান গুলোয় ডুবে।'এবার মরলে গাছ হবো' থেকে 'অদৃশ্য নাগরদোলার ট্রিপ' এর মধ্যে অনেক বড় হয়ে গেলাম সবাই,কতকিছু বদলে গেল,শুধু ওই ভালোলাগাগুলো কনস্ট্যান্ট হয়ে রয়ে গেছে এখনো.....ভীষণ ভালো লাগল গানটা।অনেকদিন পর প্লেলিস্টে আরো একখান গান যোগ হলো😌
🎡
Pelm❤
উডি অ্যালেনের সিনেমার ভাষা, ব্যাকরণ ও চলনের সঙ্গে অনুপম রায়ের গানের কথা, সুর ও ছন্দের একটা অদ্ভুত মিল রয়েছে!
আমি এইমাত্র জানতে পারলাম, Annie Hall, 1977 এর একটি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড প্রাপ্ত অসাধারণ সিনেমা। যেখানে অ্যালভি সিনগার ও অ্যানি হল, যারা প্রাক্তন প্রেমিক তাদের গল্প বলা হয়েছে। জানার পর গানটার প্রতি একটা অন্য মাত্রার ভালো লাগা কাজ করছে... ❤💔❤
Tomake thank you and take 🤍
বালের গান
Woody Allen er chhobi.
th-cam.com/video/LxRkusLIqLg/w-d-xo.htmlsi=AKwyaBNbq7JY_BMZ
Etaa shunun akbaar
অফিশিয়াল ফ্যান পেজ এ লাইভ দেখার পর দুরবিন এ চোখ রেখেছিলাম,.... গরম পড়েছে হাল্কা করে ... আজ বিকেলে ট্রেন এ সাথে কিছু মন খারাপ. উইন্ডো সিট..... কানে বাজলো হঠাৎ তোমার গান, একটা ঠান্ডা হাওয়া গায়ে লাগলো.. আর.. ঝরছে শিত.... তাকে মনে করে চোখ এ জল এলো বই কি🙂🙂, হাওয়া টা আবারও গায়ে লাগছে আর মনে পড়ছে.... এখনো ঝরছে শিত..
Those who search and listen this several times, I want to say them 'You all have a great music taste'
একখান কাল্পনিক চরিত্রও বাস্তব থেকে গড়া, আবার কাল্পনিক ও বাস্তব হয়ে ওঠে। "চাকা তো ঘুরবেই।" অনুপম দা এভাবেই লিখতে থাকো, ছোঁয়াচে কলমের নিবে কালি উগ্রে কষ্ট ব্যাথা ভালোবাসা এভাবেই জোগাতে থাকো।
Gotokal theke loop e sunchi gaanta.Annie Hall (1977) amar sobcheye pochonder Hollywood cinema gulor modhye onnotomo.Prottek ta scene chokher samne bheshe uthche ei gaanta sunchi jokhon.❤️❤️
একরাশ মুগ্ধতায় আমার দিন কাটে তোমার গানের সুর ও শব্দে ❤️🌻🫂
বাড়ির স্টোররুমে গেলে হলদে পাতার ধুলো পরা পুরোনো বই গুলোর একটা কাঁচামিঠে গন্ধ পাওয়া যায় ; পুরোনো গানগুলোর সেরকম একটা ভালোলাগা ফিরে পেলাম এই কথা গুলোর ফাঁকে! সেই ঘরের জানলায় রাখা দূরবীনে চোখ রাখলে দেখা মেলে দ্বিতীয় সেই পুরুষের, যার কণ্ঠ বাক্যবাগীশের কথা বলে , মরে যাবার পরেও সবুজের বুকে গাছ হয়ে নিশ্বাস নিতে চায় প্রতি স্পন্দনে...এই গল্প যেনো তারই ছায়া !! ❤️
Majhe majhe chokhe eshe jaai jol..
Ki shundor r snigdho..
You are not only a artist you are emotion for each and every bangali 🥺✨❣️
Akdom thik.... ❤❤❤🥰🥰🥰
@@ciasma_xavi toh bangali ra sex korena?? Chele pule gulo ki amazon flipkart theke order dei?? 😅
@@ciasma_xavi sex এর দৃষ্টিভঙ্গি বলবে যে সেটা কি রূপ প্রকাশ করছে। নয় তো সে বিষয়ে বলতে -" রাধা কৃষ্ণ অবিবাহিত হয়েও একত্রে সময় কাটাতেন।"
@@ciasma_xavi somoy er sathe sathe bangla sobdobhander somriddho hocche...
Chair , table, selfie eisob sobdo ke relate korte parben ?
Ar oikhane 'sex' ee jaygay onno sobdo boslae...
Valo lagchilo na..
Akta valo gan upohar daoa anupam roy er icche...
@@ciasma_xavi kno Bengali ra sex kore na? Tader bacha ki gache jonmai?
Ata amader Anupam Da ar Piya Didi.... Majhe majhe chokhe ashe jai jol... Kemon acho Tomra dujon !
মাঝে মাঝে চোখে এসে যায় জল.... আহা কি সুন্দর কথা 😍
Ei gaan'ta ekta alada level peye gyache with the maestro Prabuddha Banerjee. Ki oshombhob mishti sur, ar temon'ey brilliant arrangement. Anupam-Prabuddha duo ke aaro shonar aagroho roilo.
বহুকাল পর তোমার নতুন অ্যালবাম রিলিজ হচ্ছে। কি যে আনন্দ হচ্ছে! এই গানগুলোর জন্যই তো বেঁচে থাকা... ভালোবাসা নিও 🤍
এই সিনেমাটা কি যে সুন্দর! আমি বলে বোঝাতে পারবো না কত ভালো লেগেছিল। সিনেমাটা দেখে তোমার গানের কথাই মনে পড়েছিল। তুমি এত সুন্দর সব গল্পটা বলেছ গানে, তুলনা হয় না। ❤
আমার ভীষন মনের কাছের এই সিনেমটা আর এই গানটা। অনেক ধন্যবাদ
গানটি শুনে মন প্রাণ জুড়িয়ে গেল ❤❤❤️❤️🌹🌹💖💖💖💓💓
অনুপমের গান শুধু শীতে না বারো মাসেই উষ্ণ অনুভুতি যোগায়।❤️🔥
Ami onk eka drive kori. Tomar gan gulo feel e korte dai na eka drive korchi.
Bristi veja December 2019 a Bishnupur a tomar live performance dekhechilam... Mon chuye gachilo.
Erakm e theko dada down to earth.
R o onk valo gan r opekhai roilam.
কিছু টা nervous ছিলাম... আবার এতো সময় পর একটা album আসছে... But সত্যি.. এবারে সেই আবার Anupam da তোমার nostalgia melodi এর সাথে কিছু আলাদা রকম নতুন ধরনের lyrics নিয়ে .. যেগুলো Anupam দা এর থেকে কখনোই শুনি নি.. বেশ ভালো লাগলো ।। New feelings with nostalgia melodi.. Love from Alipurduar 💓💓
আবার শুনলাম আজ। নতুন করে পেলাম গানটা ।
মনে এসে লাগলো " মাঝে মাঝে চোখে এসে যায় জল, কেমন আছো Anni Hall"
আহা কি শুনছি
উফ্ অপেক্ষা স্বার্থক❤️😌
তুমি বার বার আমাদের অবাক করে দাও
তোমার গানে কথায় আরো অনেক অনেক এরকম উপহার চাই❤️❤️❤️
মাঝে মাঝে চোখে এসে যায় জল, তোর দেওয়া কষ্টের কথা গুলো ভারী মনে পড়ে আমার, অজানা রাতে আমি কি করি বল..!!🖤
Lots of love From Siliguri 🙌💝
মাঝে মাঝে চোখে এসে যায় জল ❤️🥹
সত্যিই অনুপম দা তুমি সেরা ❤️
এক অন্য রকম মাদকতায় মিশিয়ে গেয়েছে অনুপম,,,, মন ভরিয়ে দিতে সক্ষম 👌👌👌
"মাঝে মাঝে চোখে এসে যায় জল, কেমন আছো Annie Hall?" My 35 years's life is in those 10 words....
Also my 27 years life 🥺
Annie Hall ekta khub priyo cinema. Sekhaneo happy ending nei. Tobe kada chora churi nei, break up ta mutual. Personal life niye kichu bolte chai na.. Tobe ei gaan tar pechone kotota emotion chepe rekhe lekha hoeche sheta aj bujhte parchi.
কেন প্রতিবার এমনভাবে মন ছুঁয়ে যাও?? ... কি মায়ায় না তোমার গানে!🖤
Anupam da khub nostalgic gaan ta❤❤❤❤❤❤.
"Fera na jay na ar" is the most heart breaking line ever to me.
কিছু পুরানো স্মৃতি মনে পড়ে গেল।miss kori but চোখে জল আর আসে না।
গান টা শুনে মন টা যেন নরম হয়ে গেল অনুপম দা
গান টা মনে পড়ে গেল পুরোনো X কথা।।
অনুপম দা আপনাকে ধন্যবাদ
এরকম গান দেওয়ার জন্য ❤️
Jani na tomar gaan e ki khuje pai... Sudhu bastobota holeo hote pare 🥹... Tobe tomar gaan er moddhei valo thaki sudhu💖
Jantam az natun gan release hbe , saradin অপেক্ষা te chilam tai , ❤️❤️ দারুণ গান টা 🥹
এই গানটা একটা না জানা গল্প বলছে, একটা 'ভিন্টেজ অঞ্জন দত্ত' টাচ আছে গানটায়, বেশ ভালো লাগল।।
মন ছুঁয়ে যায়।
রোজ নতুন করে বাঁচতে শেখায় অনুপম রায়।।🙏🙏🙏
Jara Annie Hall dekheche , tara khub bhalo bhabe relate korte parbe❤️
*_অসাধারণ হয়েছে গান টা শুনতে অনেক ভালো লাগলো..._*
you could look at it from a perspective of alvy singer and annie hall, or you could think its a reference to his own life. annie hallis your past love, your dying love, your "praktan", he looks back in the past, as he always does. tears come to his eyes because he somehow feels it unreal that she, is a dead love. hes a lyrical genius
খুব সুন্দর গানটা। Annie Hall আমার অত্যন্ত পছন্দের এবং কাছের একটি সিনেমা। এবার থেকে সিনেমাটা কখনো দেখলে বারবার এই গানটাকেই মনে পড়বে আমার। আর ততবার এসে শুনে যাবো এখানে।
Transcendental
Onekta Simon & Garfunkel er vibe pelam. Khub soothing laglo. Take Love ❤️
তোমার গলায় আলাদাই ম্যাজিক💙💙
আর লিরিক্স পুরো ছবির মত😊
অনেক দিনের পুরনো সেই অনুপম ফ্লেবার। ❤️❤️
Khub sundor hoyeche gaan ta Anupam da ❤️ Loved the arrangement too.
Thanks Ranajoy ❤️
মরে যাই,যতবার শুনি....
Have downloaded Annie Hall multiple times ⏲️ but couldn't make time for it. Today again downloaded this movie 🎬 from pirate ☠️ bay. This song 🎵 has motivated 🙌 me to the core to watch this movie 🎬 without miss this time ⏲️ Super motivated to dive in and experience the magic 🎩 of Annie Hall.
Liked the lyrics...
Again Anupam Da has delivered his best. Liked the maturity of the lyrics and again thanks for reminding us of this timeless Hollywood classic of Woody Allen.
Ashadharon...Dada you're a Blessing to us...God bless you always 🙏🙏🙏🌷🌷🌷
Ki shundor gaan.. so soothing and calming.. ❤️
Btw, Annie Hall movie is one of my favorites ❤️
গানের লাইনগুলো মন থেকে অনুভব করলে প্রত্যেকে নিজের জীবনের কোনো না কোনো সময়ের সাথে রিলেট করতে পারবে আমার মনে হয়...❤️👌❤️
এই লাইনগুলো থেকে যাবে।।
অনেকের বহু সম্পর্ক গুলো আপনার এই গানের সুরে যেনো ভেসে উঠে অনুপম দা,(সাথে "annie hall" এর সেই ছবিটাও)যা এক অসাধারণ উত্তেজনার সাথে শান্তিও দেয় মনে মনে।😊😌
Darun hoyeche dada...ei gaan tar jonno ei jante parlam eita Annie hall cinema r upor ..dekhte hobe eibar cinema ta
অনুপম রায় মানেই অন্যরকম এক অনুভূতি♥♥♥
তোমার গানেই সব ব্যথা নিভে আসে প্রায়
কেমন আছো তুমি, অনুপম রায়?
Wow... @ Mr. Anupam roy another master piece
ফেরা না যায় না আর...
মাঝেমাঝে চোখে এসে যায় জল
কেমন আছো এ্যানি হল
কেমন আছো Annie Hall? ভালোই আছে। তবে Alvy Singer কি মন থেকে miss understanding কে good bye জানাতে পেরেছে? মনের খবর দিয়ে পত্রিকার শিরোনাম কিংবা গাড়ির চাকা কোনোটাই বানানোর প্রয়োজনবোধ করছি না।
গানের লাইনগুলো কিন্তু মুভিটার মুহূর্তগুলোকে ভালোভাবেই চোখের সামনে এনে দিচ্ছে, এলবামের পরবর্তীতে আর কি-কি আছে অপেক্ষায়।
A very good tribute to Woody Allen ❤️❤️❤️
The name is really so promising🥰... Can't wait 😌
2:38 - 3:09 ❤❤ কী সুন্দর কথা
Why am I already in tears?
অপেক্ষা আছিস
love from gazole
Anupam dada joy rock 🤘❤️
Your words have lost that old magic...
Felt like 2010 , jokhon amake amar moto thakte dao sunlam, same feeling fire aslo ❤️
Ashadhoron
প্রিয়াঙ্কা আমার ভালোবাসা । ধন্যবাদ অনুপম দা । আপনার জন্য আজ আমরা এক সঙ্গে । আপনার গান শুনতে শুনতে কখন আমরা গল্পটি লিখতে শুরু করেছিলাম আজ ও অজানা ।
Vishon sundor laglo .....
ভীষণ ভীষণ সুন্দর কথা ও সুর এবং কন্ঠস্বর
আমার আপনাকে খুব খুব খুব খুব ভালো লাগে অনুপম দা তুমি খুব খুব মিস্টি
Trippy as anything ✨
Beautiful. Apurbo Aanubhuti :)
Ek adrishya sutoi mon ta bendhe dilo...jeno ek adrishya jadur trip
Ufff Darun......JUST EGARLY was waiting for this MASTERPIECE......
Khub e shundor gaan ti ❤️❤️
অনুপম দা
তুমি মানে মন ছুয়ে যাওয়া🥺
তোমাকে কতদিন পর ফিরে পাচ্ছি, অনুপমদা। অনেক ভালোবাসা 💛
Darun laglo gaanta.. Jodio movie ta dekhini jetar reference gaanta.. Tobu gaanta darun laglo.. ❤️
Dekhe niyo film tao. :)
Ekdom.. 😃
মন ছুঁয়ে গেলো❤️
Byapok!! Dada!!
❤👌🙃
অনুপ দা that is amazing song দারুণ দাদা
দাদা tomar কাছ থেকে... আরো ভালো গান আশা করি... 🙏... সেই পুরানো.. গান গুলো র মতো গান চাই....
Mon bhalo kora tune❤
বাংলাদেশ থেকে ,,
দাদা ভালোবাসা অবিরাম তোমার জন্য...❤️
দাদা মনটা ছুঁয়ে গেল ❤️✨
Lyrics taa mojar chilo 😁 😁 মৃত্যু নিয়ে ভেবে ভেবে তবু বাঁচতে আমি চাই আজও আমি
আহা সুন্দর বরাবরের মতোই💟
It's like, "somehow you never knew someday this could hurt, cause you could never let her go"
Osadharon
Tumi to Tumi-e guru 😭❤️
Annie Hall beautiful concepts very Serene visuals!
I simply loved Annie Hall.
At last after 3years!!! Osadharon 😍
Valobassa roilo❤️