পরিস্থিতি উদ্বেগজনক! | ব্যারিস্টার সারা হোসেন | জুলকারনাইন সায়ের খাঁন | Episode 7794

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ธ.ค. 2024

ความคิดเห็น • 243

  • @hossainstudent-c5r
    @hossainstudent-c5r 11 ชั่วโมงที่ผ่านมา +9

    বাংলাদেশের সকল যুবক যুবতীদের সামরিক ও শৃংখলা প্রশিক্ষণ বাধ্যতামূলক করে মানুষের জাতীয়তাবোধ জাগ্রত করতে হবে।প

    • @asif6035
      @asif6035 5 ชั่วโมงที่ผ่านมา

      সবাই না, শুধু মুসলিমরা

  • @mohammedalam9993
    @mohammedalam9993 16 ชั่วโมงที่ผ่านมา +10

    We all newspapers start developing English talk show and spread them around the world

  • @sadaksaffiullah8810
    @sadaksaffiullah8810 53 นาทีที่ผ่านมา

    বাংলাদেশ জিন্দাবাদ । আমরা সবাই বাংলাদেশী

  • @LotaSen-d9x
    @LotaSen-d9x 10 ชั่วโมงที่ผ่านมา +1

    সেনাবাহিনী একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে পরিচালিত হয়, ব্যক্তিগত সদিচ্ছার চেয়ে নিয়মিত প্রক্রিয়া বেশি গুরুত্বপূর্ণ। এখানে প্রতিটি সিদ্ধান্ত নেয়া হয় দায়িত্বশীলতা এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার কথা মাথায় রেখে, আপনার মন্তব্য আমার কাছে সবসময় মনগড়া মনে হয়।

  • @kanizalmaskhan3779
    @kanizalmaskhan3779 9 ชั่วโมงที่ผ่านมา

    ভালো লাগলো। সমস্যার সাথে সমাধানও কিছু উঠে এসেছে। ধন্যবাদ জিল্লুর ভাই॥

  • @rushonahmed5630
    @rushonahmed5630 18 ชั่วโมงที่ผ่านมา +10

    জুলাই হত্যাকান্ডের মামলা দায়েরের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার আন্তরিক হলে গুরুত্বপূর্ণ মামলা নিয়ে বানিজ্য বা প্রশ্নবিদ্ধ হতো না।

    • @Schlawg-x4s
      @Schlawg-x4s 16 ชั่วโมงที่ผ่านมา +1

      একদম সঠিক

  • @anwarhosain5576
    @anwarhosain5576 10 ชั่วโมงที่ผ่านมา +1

    ❤right right right ❤

  • @PradipSanyal-q2f
    @PradipSanyal-q2f 4 ชั่วโมงที่ผ่านมา

    চমৎকার দুই ব্যক্তিত্বের আলোচনা বিরক্তিকর মনে হলো। রিপিটেশন।

  • @harunrashid4906
    @harunrashid4906 5 ชั่วโมงที่ผ่านมา +1

    এখন থেকে ভারতে যখন‌ই সংখ্যালঘুদের উপর কোন অত্যাচার/হুমকি তৈরি হবে, বাংলাদেশের পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো প্রয়োজন।

  • @mohammedabulhashem6401
    @mohammedabulhashem6401 16 ชั่วโมงที่ผ่านมา +6

    বাংলাদেশের মিডিয়া গুলো ভারতের পেক নিউজের ব্যাপারে কোন উওর দেন না, বাংলাদেশের মিডিয়া গুলো বাংলাদেশের সঠিক নিউজ গুলো বেশি বেশি প্রচার করা দরকার।

    • @deedda59
      @deedda59 13 ชั่วโมงที่ผ่านมา +1

      Bangladeshi news is completely fake and fabricated news.

  • @sadekchoudhury8529
    @sadekchoudhury8529 16 ชั่วโมงที่ผ่านมา +6

    জিললুর মিয়া অনেক চেষ্টা করছে সামিরে দিয়া একটা বাজে কথা বলানোর জন্য প্রবাসী ইউটিউবারদের নিয়ে😂😅
    কিন্তু সামি জিললুরের ফাঁদে পা দেয়নি😂😅
    জিললুর সাব আপনি জাদের ব্যপারে নাম না নিয়ে রাজনীতি করতে চাইলেন,তাদের কেউ কেউ মেধা এবং জোগ্যতায় এবং দেশপ্রেমে আপনার চেয়ে অনেক অনেক উপরে😂😅

  • @AminaKabir-qj7ne
    @AminaKabir-qj7ne 18 ชั่วโมงที่ผ่านมา +4

    আমি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের মাধ্যমে সকল টিবি চ্যানলে কে অনুরোধ করব। ভারতীয় প্রদক্ষপের ব্যাপারে প্রান্তিক হিন্দু সম্প্রদায়ের মানুষের প্রতিক্রিয়া র সাক্ষাৎ কার সংগ্রহ করুন।

    • @ErthofsonSon
      @ErthofsonSon 18 ชั่วโมงที่ผ่านมา

      ওরা এসব নোংরা রাজনিতী বুঝে না তারা শান্তিতে আছে।

    • @Schlawg-x4s
      @Schlawg-x4s 16 ชั่วโมงที่ผ่านมา

      খুব ভালো বলেছেন... কিন্তু মিডিয়া নামক সর্ষে তেই তো ভুত😢

  • @julfikerrasel6395
    @julfikerrasel6395 12 ชั่วโมงที่ผ่านมา

    Sami vai say all the right things. Please keep it brother

  • @maarivk.31
    @maarivk.31 8 ชั่วโมงที่ผ่านมา +1

    Bangladesh Defense ministry should put number one priority on Drone Technology and get ready for drone warfare. All educational institution should join this effort ASAP.

  • @mehediarafat1013
    @mehediarafat1013 18 ชั่วโมงที่ผ่านมา +8

    সামি ভাই ভালো বলেছে

    • @deedda59
      @deedda59 13 ชั่วโมงที่ผ่านมา +1

      Bangladesh Bangladesh Kangladesh Jongidesh.

    • @jesan145
      @jesan145 13 ชั่วโมงที่ผ่านมา

      ​@@deedda59 India need toilet

    • @user7646-o5l
      @user7646-o5l 12 ชั่วโมงที่ผ่านมา

      ​​@@deedda59তোর এখানে কাজ কি। উগ্রবাদীতা কি সেটা তোরা দেখিয়ে দিলি।উগ্রবাদী হিন্দু কোথাকার।এখানে পরিবেশ নষ্ট করবিনা, ভাগ

    • @user7646-o5l
      @user7646-o5l 12 ชั่วโมงที่ผ่านมา

      ​@@jesan145Don't call them india. Just call them west bengal

    • @jesan145
      @jesan145 12 ชั่วโมงที่ผ่านมา

      @@user7646-o5l বাংলাদেশর প্রায় ৯৮% জানে না পশ্চিম বাংলা ভারতের রাজ্য । পশ্চিম বাংলাকে সবাই কলকাতা বলি আমরা।

  • @mituhasnat5221
    @mituhasnat5221 10 ชั่วโมงที่ผ่านมา

    নেতৃত্ব পরিবর্তনের ধীরগতি সেনাবাহিনীর স্থিতিশীলতা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ। তড়িঘড়ি করে সেনাবাহিনীর দীর্ঘমেয়াদী কার্যক্রম ও কার্যক্ষমতায় বিরূপ প্রভাব ফেলতে পারে। তাই তড়িঘড়ি না করে ধীরগতিতে সিদ্ধান্ত নেয়াটাই ভাল।

  • @mahmud31400
    @mahmud31400 3 ชั่วโมงที่ผ่านมา

    Last few words of Mr,Sami is worrisome.

  • @ib1benuralo
    @ib1benuralo 13 ชั่วโมงที่ผ่านมา +12

    সামী যথার্থই বলেছেন- দেশের বাইরে থেকে যে কয়েকজনের কথা মিলিয়ন মিলিয়ন মানুষ শুনেছে এবং স্পষ্টতই প্রভাবিত হয়েছে তাদের সাথে যোগাযোগ রক্ষা করা সরকারের কর্তব্য ছিল! জিল্লুর এটাকে কেন অসম্ভব বলছেন বুঝিনা!

    • @Hridoy01888
      @Hridoy01888 10 ชั่วโมงที่ผ่านมา +3

      জিললুর আলো পরিবারের সদস্য

    • @saziajerin3989
      @saziajerin3989 7 ชั่วโมงที่ผ่านมา +1

      জুলাইয়ে নৈপথ্যের কারিগররা বেশিরভাগ আলো ও স্টারের সদস্য। এবার বয়কট করুন। 🤣🤣

    • @MSJaman-se6px
      @MSJaman-se6px 3 ชั่วโมงที่ผ่านมา

      পিনাকি, ইলিয়াস এরা পাগল। এদের কথার ৬০ ভাগ বোগাস। হইচই করাই এদের কাজ। আন্দোলনের সময় এমন লোক দরকার ছিলো এবং এদের পক্ষে যেটা করা সম্ভব সেটা এরা তখন খুব ভালভাবে করসে। কিন্তু এখনকার কাজ আর এদের দিয়ে সম্ভব না।

  • @md.faruquehossainsk9743
    @md.faruquehossainsk9743 12 ชั่วโมงที่ผ่านมา +3

    সারা আপা এখন কি দেশে কোন মানবধিকার আছে, হাজার হাজার মানুষ বিনা কারনে জেলে,আদালতে বিচার এর লেশমাত্র সঠিকতা নাই। মানুষ জামিন পায় না,উচ্চআদালতে বিচারের প্রহাসন চলছে।

  • @shahiedayasmein-xi7cg
    @shahiedayasmein-xi7cg 6 ชั่วโมงที่ผ่านมา

    Please keep patient Sara Miss.

  • @mdalamgir-c9v8j
    @mdalamgir-c9v8j 2 ชั่วโมงที่ผ่านมา

    জয়বাংলা

  • @RubelHosen-l2d
    @RubelHosen-l2d 10 ชั่วโมงที่ผ่านมา

    বাহিনীর বিষয়ে নেতিবাচক মন্তব্য করা বাহিনীর ভেতরে অস্থিরতা সৃষ্টি করতে পারে এবং বাহিনীর দক্ষতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

  • @shilpiakter-ej8uo
    @shilpiakter-ej8uo 10 ชั่วโมงที่ผ่านมา

    "স্লো প্রসেস" বলতে বোঝানো হয়, সিদ্ধান্ত নেয়ার আগে পুরো প্রক্রিয়া বিশ্লেষণ এবং দীর্ঘমেয়াদী প্রভাব নিশ্চিত করা। সেনাবাহিনীর স্থিতিশীলতা বজায় রাখে এবং একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে তা সঠিকভাবে পরিচালিত হওয়া।

  • @md.ashaduzzamankhan6491
    @md.ashaduzzamankhan6491 10 ชั่วโมงที่ผ่านมา

    সেনাবাহিনীতে প্রমোশন একটি প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া। যোগ্য কর্মকর্তাদের প্রমোশন দেয়ার সিদ্ধান্ত সেনাবাহিনীর নেতৃত্বের ওপর ছেড়ে দেয়া উচিত। সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত নিয়ে প্রমোশন প্রদান করা হয়, তাই নয় কি? এব্যাপারে আপনার মন্তব্য কি বলুন?

  • @bkd1611
    @bkd1611 8 ชั่วโมงที่ผ่านมา

    জিল্লুর ভাই, আমার মনে হয় সরকার এই পরিস্থিতির জন‍্য সম্পূর্ণ দায়ী। সংখ‍্যালঘু ইসুটা সরকার চাইলেই স্টপ করতে পারত। ওদের দু একটা দাবি মেনে নিয়ে বাকীগ‍ুলোর জন‍্য অপেক্ষা করতে বললেই হতো। এগুলো করে ভারত কে সরকার সুযোগ করে দিয়েছে।

  • @billahbd7422
    @billahbd7422 10 ชั่วโมงที่ผ่านมา

    আইন শৃঙ্খলা, বিচারবিভাগ, নির্বাচন কমিশন, ৩ টি সংস্কার। ৬ মাসে সম্পন্ন করে পরবর্তী ৩ মাসে নির্বাচন দিলে, দেশ সঠিক দিকে যাবে🎉

  • @mdmirajulislamraj1817
    @mdmirajulislamraj1817 10 ชั่วโมงที่ผ่านมา

    "উইল বি চেঞ্জ" বলার অর্থ হলো, সেনাবাহিনীর নেতৃত্ব পরিবর্তনের পরিকল্পনা ইতোমধ্যে রয়েছে। এটি সঠিক সময় এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই বাস্তবায়ন করা হয়, কোন কিছুই স্হায়ী নয়।

  • @FfaraziyMA-yc8bd
    @FfaraziyMA-yc8bd 13 ชั่วโมงที่ผ่านมา

    সাংবাদিক সামি সঠিক বলেছেন

  • @mduddin403
    @mduddin403 14 ชั่วโมงที่ผ่านมา +2

    দ্রব‍্য মূল‍্যের উর্ধগতি রোধ করা জরুরী ,এর জন‍্য প্রয়োজন উৎপাদন খরচ কমানো এবং উৎপাদক থেকে বাজার সাপ্লাই লাইন সংস্কার , তা কিছুই হচ্ছে না ,

  • @rezaulqader1267
    @rezaulqader1267 10 ชั่วโมงที่ผ่านมา

    ল মিনিস্ট্রির উচিত একটি কন্ট্রোল রুম গঠন করে জুলাই আগস্টের মামলা গুলো যাচাই করা ও কোরডিনেট করা।

  • @sarwarkamal1878
    @sarwarkamal1878 12 ชั่วโมงที่ผ่านมา

    Foreign Ministry adviser needed to be changed with a proper person immediately.

  • @MuktaZaman-j9p
    @MuktaZaman-j9p 10 ชั่วโมงที่ผ่านมา

    সেনাবাহিনীর সিদ্ধান্ত নেয়া প্রক্রিয়া বাহিনীর ভেতরের প্রেক্ষাপট ও প্রয়োজন অনুসারে পরিচালিত হয়। বাহিরের মতামত কখনো কখনো প্রাসঙ্গিক নয় এবং যা সেনাবাহিনীর কর্মকান্ডে বিঘ্ন ঘটাতে পারে।

  • @monoyaraagro2221
    @monoyaraagro2221 12 ชั่วโมงที่ผ่านมา +5

    ২১ শে আগষ্টের গ্রেনেড হামলার সব আসামি খালাস, এটা কিসের আলামত?

    • @MahmudulHasan-ks9hz
      @MahmudulHasan-ks9hz 10 ชั่วโมงที่ผ่านมา +3

      আফসোস-লীগের আলামত!😅

    • @Pak1947in
      @Pak1947in 10 ชั่วโมงที่ผ่านมา

      বিচারহীনতার সংস্কৃতি। আদালতকে ব্যবহার করেছে বিএনপি

    • @mdashikroheman408
      @mdashikroheman408 8 ชั่วโมงที่ผ่านมา

      এই আফসোস লীগ ছাড়া বাংলাদেশের উপায় নাই ​@@MahmudulHasan-ks9hz

  • @sonaliakter6604
    @sonaliakter6604 10 ชั่วโมงที่ผ่านมา

    সেনাবাহিনীর বিষয়ে নেতিবাচক আলোচনা সেনাবাহিনীর সদস্যদের মনোবল এবং পেশাদারিত্ব ক্ষতিগ্রস্ত করতে পারে, যা দেশের নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে। আমাদের সকলের উচিত সেনাবাহিনীকে নিয়ে এধরণের মন্তব্য থেকে বিরত থাকায় ভালই।

  • @pijusdhatto1620
    @pijusdhatto1620 10 ชั่วโมงที่ผ่านมา

    সেনাবাহিনীর অভ্যন্তরীণ নীতিমালা অনুযায়ী সকল প্রমোশন ও দায়িত্ব বণ্টন করা হয়। এটি একটি সুশৃঙ্খল পদ্ধতি, যা সেনাবাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখে।

  • @classicchuckberry8958
    @classicchuckberry8958 17 ชั่วโมงที่ผ่านมา +2

    Government of India cannot provide security to the Bangladesh Consulate,so we will cancel all diplomatic relations with India.

  • @auditiya1971
    @auditiya1971 17 ชั่วโมงที่ผ่านมา +1

    হিন্দু ধর্মাবলম্বী অতিথির কাছ থেকে এই বিষয়ে (১১ঃ৩০) শুনতে চাই।

  • @shimasetu
    @shimasetu 10 ชั่วโมงที่ผ่านมา

    প্রমোশন বা নেতৃত্ব পরিবর্তন নিয়ে অনুমানের ভিত্তিতে মন্তব্য করা সেনাবাহিনীর অভ্যন্তরীণ কাঠামো এবং মনোবলের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। সেনাবাহিনীকে নিয়ে এমন মন্তব্য জাতি কখনো মেনে নিবে না।

  • @LopaRahaman
    @LopaRahaman 17 ชั่วโมงที่ผ่านมา +1

    ভারতের সব ক্রিমিনালই মোছলমান
    ভারতের সব ক্রিমিনালই মোছলমান
    ভারতের সব ক্রিমিনালই মোছলমান

  • @1718Tan
    @1718Tan 9 ชั่วโมงที่ผ่านมา

    সেনাবাহিনী তে অনেক fanatic সৈন্য। যেটা খুবই alarming.

  • @monoyaraagro2221
    @monoyaraagro2221 12 ชั่วโมงที่ผ่านมา +1

    ১৫ জুলাই থেকে ৮ আগষ্ট পর্যন্ত খুনিদের বিচার করা যাবেনা, এই অধ্যাদেশ কি মানবাধিকার লংঘন নয়?

  • @dewanafzal9857
    @dewanafzal9857 15 ชั่วโมงที่ผ่านมา +4

    Country is facing External threats people of Bangladesh 🇧🇩 unite 👍

  • @shafiqulislam5315
    @shafiqulislam5315 6 ชั่วโมงที่ผ่านมา

    সংসদ বিহীন অবস্থায়ী সরকার কি কোনো স্থায়ী সমাধান দিতে পারবে ধন্যবাদ

  • @rokeyapervin6137
    @rokeyapervin6137 9 ชั่วโมงที่ผ่านมา +1

    জিল্লুর ভাই সুবিধাবাদী

  • @desherkatha71
    @desherkatha71 11 ชั่วโมงที่ผ่านมา

    সমস্যা হলো বিচারের আওয়াজ পাচ্ছি না। আমরা বিচার চাই। ঘাতকদের বিচার সবার আগে। কিন্তু কেন বিচারের বিষয়টি মাত্র ৩ মাসেই ডিপ ফ্রিজে চলে যাচ্ছে জানি না।

  • @foyezmuhammad1809
    @foyezmuhammad1809 11 ชั่วโมงที่ผ่านมา

    মামলার রায়ে কাউকে দোষী না অথবা দোষী চিহ্নিত করা হয় নাই। আইনি প্রক্রিয়াগত দুর্বলতার জন্য মামলাটি/অভিযোগ পত্রটি বাতিল হয়েছে।

  • @ishaquemiya7284
    @ishaquemiya7284 15 ชั่วโมงที่ผ่านมา +1

    প্রিয় সাংবাদিক জিল্লুর রহমান ভাই আপনাকে ও দুইজন অতিথি কে আন্তরিক ভালবাসা ও সালাম জানাই। অনেক সুন্দর আলোচনা হচ্ছে।ভারত কখন ও আমাদের ভাল চায় না।তারা আমাদের চিরশত্রু। দক্ষিন পূর্ব এশিয়া শুধু নয় সারা পৃথিবীতে ও এমন কোন দেশ নাই রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে । ভারত আগামী এক হাজার বছরেও এভাবে রক্ত দিয়ে দেশ রক্ষা করতে পারবে না।ভারত স্বাধীনে মুসলমানদের অগ্রণী ভূমিকা পালন করেছিল।গদি মুদি পুরোটাই মিথ্যার উপর দাড়িয়ে আছে জালিম,খুনি ও অর্থ পাচার কারি মাপিয়া হাসিনার মত।

    • @deedda59
      @deedda59 13 ชั่วโมงที่ผ่านมา

      Bangladesh Bangladesh Kangladesh Jongidesh.

    • @deedda59
      @deedda59 13 ชั่วโมงที่ผ่านมา

      Bangladesh Bangladesh Kangladesh Jongidesh.

  • @parvezshahidi4783
    @parvezshahidi4783 14 ชั่วโมงที่ผ่านมา

    আমারদেশের মাহমুদুর রহমান সাহেব বাবরি মসজিদ ভাঙ্গার দিন ৬ই ডিসেম্বরে ১৯৯২ যাতে পরে ২০০০-৩০০০ মুসলমান হত্যা প্রতিবাদে কর্মসূচি দেওয়ার কথা বলেছেন । ৬ই ডিসেম্বর ২০২৪ সালে এই প্রতিবাদ কর্মসূচিতে সবারই অংশগ্রহণ খুবই গুরুত্ব পূর্ণ বিশেষত যারা ঢাকা থাকেন।
    এ ভাবে আমরা দেখতে পাড়ি যে ইন্ডিয়াতে সংখ্যালঘুরা ভীষণ নির্যাতনের শিকার হচ্ছে।

  • @AbrarTheMartyr
    @AbrarTheMartyr 12 ชั่วโมงที่ผ่านมา

    Now Reform of Interim Government should be the first Priority. No body knows, how the advisors are selected. They don't have coordination with other stakeholders of August Revolution or what we say.

  • @Schlawg-x4s
    @Schlawg-x4s 16 ชั่วโมงที่ผ่านมา +1

    সারা আপা গণ মামলা বিষয়ে আওয়াজ তুলেছিলেন সেই ৩ মাস আগে😢 আসিফ নজরুল কি শুনেছিলেন?🤔 আর কেউ কি????

  • @mdshohel2784
    @mdshohel2784 12 ชั่วโมงที่ผ่านมา

    ১৫ বছরের আমাদের ত্যাগ লুট হয়ে গেছে 😂😂

  • @RHchy007
    @RHchy007 14 ชั่วโมงที่ผ่านมา

    Said something about 21 August 2004 . Is it the new type of free and fair justice system

    • @deedda59
      @deedda59 13 ชั่วโมงที่ผ่านมา +1

      No just.

  • @skhasan-vv4lv
    @skhasan-vv4lv 15 ชั่วโมงที่ผ่านมา +1

    সবক'টা জানালা খুলে দাও না
    আমি গাইব, গাইবো বিজয়েরই গান।
    ওরা আসবে চুপি চুপি,
    যারা এই দেশটাকে ভালবেসে দিয়ে গেছে প্রান।
    আমরা তোমাদের ভুলবনা।

  • @KaziRafel-yc9cq
    @KaziRafel-yc9cq 12 ชั่วโมงที่ผ่านมา

    বিচার যদি ২১ শে আগস্ট গ্রেনেড হামলার বিচারের মতো হয়।

  • @Shiful-tl8tj
    @Shiful-tl8tj 17 ชั่วโมงที่ผ่านมา +1

    এখানো বোইসমম, কার সবাইকে এখানে নেওয়া হয় কিন্তু কিছু লোক ডাকা হচ্ছে না

  • @mdimranhossain6492
    @mdimranhossain6492 10 ชั่วโมงที่ผ่านมา

    টক শো তে এসে সবাই ভাল ভাল কথা বলে ,কিন্ত ক্যামেরার বাইরে আর এদের গুডি গুডি কথা থাকে না । এত সৎ এবং ভাল লোক যদি ক্যামেরার বাইরে থাকত ,তাহলে আর এত অশান্তি থাকতো না ।

  • @dileepkarmaker3765
    @dileepkarmaker3765 11 ชั่วโมงที่ผ่านมา

    During the partition of Bengal, the Hindu population was approximately 33%, but it has now dwindled to 7.9%. The current government needs to address the reasons behind this demographic decline. Unfortunately, successive governments have tended to deny these facts. India was partitioned based on the two-nation theory, but the proposed Hindu-Muslim exchange program was never implemented.
    Local influential individuals have forcibly seized most of the properties owned by Hindus, often using flimsy excuses. Hindus have not received fair justice for the allegations they reported to the authorities or law enforcement agencies. Would you agree that if India wants to rectify the situation, it should consider implementing the exchange program that was never realized during the partition?
    Since the current government came to power, we have observed a troubling trend where individuals are being harassed in the streets due to their political identity. There is a culture of impunity surrounding those who have been imprisoned, and arbitrary arrests are occurring. People are being attacked while in police custody, even when they are being escorted to court while wearing vests and helmets. Unfortunately, the law and order situation is deteriorating day by day. Many hoped that under this government, the prices of essential commodities would be reduced, but that has not happened. The financial struggles of the working class are becoming increasingly severe, as they struggle to survive on their meager incomes.

  • @babla0100
    @babla0100 18 ชั่วโมงที่ผ่านมา +4

    বিচার বিভাগীয় সংস্কার কার্যকরকরণ শুরুতেই প্রশ্নবিদ্ধ। বিচারকদের প্রত্যাহার এবং নতুন নিয়োগ নিয়ে জনমনে নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে। মানুষ বলাবলি করে যেই লাউ সেই কদু।

    • @MaHAbUB__ALaM
      @MaHAbUB__ALaM 13 ชั่วโมงที่ผ่านมา +3

      ke bolse vai😅

    • @যমদূত
      @যমদূত 12 ชั่วโมงที่ผ่านมา +1

      _যেই লাউ সেই কদু না। লাউটা ছিল আগের দলের, কদুটা নতুন দলের। লাউটা থাকতে কদুওয়ালাদের অন্যায় ভাবে মারত, এখন কদু লাউওয়ালাদের অন্যায় ভাবে মারছে। কদুওয়ালারা এই কাজ করার জন্যই বুইঝা শুনাই নিজেদের কদুদের বসাইসে জায়গামত !!! লাউওয়ালাদের সময় তাদের বিরূদ্ধে কিছু কইলেই আপনারে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি বইলা দাইগা দিত, আর এখন কদুওয়ালাদের বিরূদ্ধে কিছু কইলেই আপনারে বিপ্লব বা ২য় মুক্তিযুদ্ধ বিরোধী ফ্যাসিবাদী বইলা দাইগা দেয় !!! আসলে ফ্যাসিবাদী সব হালাই। কেউ কারও চেয়ে কম যায় না। আমরা আম জনতা আসলে ফুটন্ত কড়াই থিকা জ্বলন্ত উনুনে পড়সি !!!_

    • @MSJaman-se6px
      @MSJaman-se6px 3 ชั่วโมงที่ผ่านมา

      কোন মানুষ বলাবলি করসে?

  • @aosimkumar8398
    @aosimkumar8398 18 ชั่วโมงที่ผ่านมา +3

    Apnadar kasa akta prosno dash kokon valo cilo. akon na hasinar somoy plz aktu bolban

    • @helpalways981
      @helpalways981 18 ชั่วโมงที่ผ่านมา +1

      অবশ্যই এখন

    • @anikraihan2630
      @anikraihan2630 18 ชั่วโมงที่ผ่านมา

      হাসিনার সময় হাসিনার বাপের দেশ ছিলো তখন দুই বোন মিলে দেশটাকে খেয়ে চলে গেছে ।

    • @muradulislam-un3sv
      @muradulislam-un3sv 14 ชั่วโมงที่ผ่านมา

      তোর নানির সময়ের থেকে ভালো আছি

  • @kayshnct8742
    @kayshnct8742 13 ชั่วโมงที่ผ่านมา

    Sami bro should be in security Bord...

  • @suzaulislam9263
    @suzaulislam9263 13 ชั่วโมงที่ผ่านมา

    আমাদের দেশের হিন্দুদের আমরা সংখ্যালঘু মনে করি না। ভারতের সংখ্যালঘু নিয়ে ভাবা উচিত।

  • @ferdousibegum-b6f
    @ferdousibegum-b6f 2 ชั่วโมงที่ผ่านมา

    are you not expecting too much to quickly? we are not without internal and external enemies. We must take our time to find out very carefully who are our friend and who are our enemy. you can not turn round last 15 years of troubled system into all ok overnight. Assalamualaykom.

  • @osintwork2933
    @osintwork2933 10 ชั่วโมงที่ผ่านมา

    সেনাবাহিনীতে যোগ্য ব্যক্তির অভাব নেই। বরং সঠিক নেতৃত্বের জন্য প্রয়োজনীয় কৌশলগত সিদ্ধান্ত নেয়া হয়, যা সেনাবাহিনীর কাঠামো ও কার্যক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আপনার এধরণের বাজে মন্তব্য জনগণ কখনো মেনে নিবে না।

  • @farhadhossain668
    @farhadhossain668 12 ชั่วโมงที่ผ่านมา

    পিনাকীকে নিয়ে একদিন একটা টকশো করেন।

  • @NihaRahman-r8f
    @NihaRahman-r8f 13 ชั่วโมงที่ผ่านมา +2

    অতীতে মৃত্যরা কোনদিন ফিরে আসেনি তবে এখন মৃত্যুরা ফিরে আসছে! কিভাবে বিচার করবেন সারা আলী?

  • @SanMartin-m6j
    @SanMartin-m6j 11 ชั่วโมงที่ผ่านมา

    9:46 Mr Sair finds no reasons to dishonor the Bangladeshi Flag and show anger in the Deputy High Commission at Agartala. How blind he is!! His meritorious juniors are drawing and using India/USA's flags as mats in the walkway of BUET and many other education institutes with a malintention to humiliate those countries' patriotic symbols. On top of that, neither the BUET authority nor the BD Govt took any action against those scoundrels. Here, on the contrary, Mr Sair is overlooking these sensitive issues and expecting no counter-actions from their citizens. If you find someone dishonoring the BD flag, how will you react? If you believe in the freedom of our country.

  • @malhimal
    @malhimal 14 ชั่วโมงที่ผ่านมา

    #boycottprothomalo
    #boycottdailystar

  • @sayedabeauty7225
    @sayedabeauty7225 10 ชั่วโมงที่ผ่านมา

    ২০০৪ সালে ২১ই আগষ্টের ২৪জনকে গেনেন্ত হামলা মামলার রায়কে কি ভাবে
    দেখেন

  • @mutu-nk1mf
    @mutu-nk1mf 18 ชั่วโมงที่ผ่านมา +5

    মিথ্যা কথা কতো সুন্দর করে বলা যায় এদের দেখে বুঝতে পারলাম

    • @mkwazbanglabd.9390
      @mkwazbanglabd.9390 17 ชั่วโมงที่ผ่านมา +2

      আফসোস লীগ

    • @shmriz
      @shmriz 17 ชั่วโมงที่ผ่านมา

      Anonto Jolil .... ekta mittha jodi arekt mitthar shathe onno arekta mitthar upor .......

  • @ablalhossain94-i9w
    @ablalhossain94-i9w 11 ชั่วโมงที่ผ่านมา +1

    Bangladeshis are the most peaceful and civilized nation in the world. Thanks

    • @suefeen6853
      @suefeen6853 10 ชั่วโมงที่ผ่านมา +1

      Are you serious??

  • @skhasan-vv4lv
    @skhasan-vv4lv 14 ชั่วโมงที่ผ่านมา

    ইসকন শব্দের অর্থ হলো:
    আওয়ামী লীগ
    ছাত্রলীগ
    যুবলীগ
    স্বেচ্ছাসেবক লীগ
    মহিলা লীগ
    বাংলাদেশের শিব সেনা
    বাংলাদেশের বিজেপি
    বাংলাদেশের হিন্দু মহাসভা
    বাংলাদেশের ভারত লীগ
    বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ
    উদীচি ... ... ।
    আরো আছে এখন নাম স্মরণ হচ্ছে না।

  • @badrukhan8045
    @badrukhan8045 17 ชั่วโมงที่ผ่านมา

    Julkarnine Sayer Khan's expectation is too high on the interim government of Bangladesh! It's BS logic.

  • @akashmahamud109
    @akashmahamud109 19 ชั่วโมงที่ผ่านมา

    😢

  • @jalidhar6383
    @jalidhar6383 14 ชั่วโมงที่ผ่านมา

    চিন্ময় প্রভুকে এরেস্ট করে সাম্প্রদায়িকতাকে উস্কে দেয়া হলো না কি? খুব প্রয়োজন ছিল কি এই মুহুর্তে এরেস্ট করা!

    • @pairakhatun2426
      @pairakhatun2426 11 ชั่วโมงที่ผ่านมา

      রাইট এরা ইচ্ছা করে এগুলা করতেছে। যে কাজ করা প্রয়োজন সেগুলো না করে যা করলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে সেই গুলো করতেছে

  • @জারিনসামিয়া
    @জারিনসামিয়া 2 ชั่วโมงที่ผ่านมา

    সামি ভাই আল-জাজিরাকে বলে কি হিন্দু -মুসলিমদের বাংলাদেশ এ সম্পর্ক নিয়ে একটা প্রতিবেদন তৈরি করা যায় না???

  • @br.hridoykhan8248
    @br.hridoykhan8248 8 ชั่วโมงที่ผ่านมา

    ভালো লাগলো সব কয়টা দালাল, বাটপার দের একসাথে দেখে। 😂😂

  • @helalhussain4377
    @helalhussain4377 16 ชั่วโมงที่ผ่านมา

    মুন্নি সাহাকে রেন ছেড়ে দেওয়া হল?

  • @faizahmed3788
    @faizahmed3788 14 ชั่วโมงที่ผ่านมา

    All godi midia will be stoped in our country.

  • @mithilazaman829
    @mithilazaman829 10 ชั่วโมงที่ผ่านมา

    সেনাবাহিনীর অভ্যন্তরীণ প্রক্রিয়া নিয়ে নেতিবাচক মন্তব্য করা সেনাবাহিনীর পেশাদারিত্ব ও সুনাম ক্ষুন্ন হতে পারে। এতে সেনাবাহিনীর সদস্যদের মনোবল দূর্বল এবং অপ্রয়োজনীয় বিতর্কের সৃষ্টি হতে পারে। বাজে মন্তব্য করা থেকে বিরত থাকুন।

  • @deedda59
    @deedda59 13 ชั่วโมงที่ผ่านมา +1

    Bangladesh Bangladesh Kangladesh Jongidesh.

  • @RHchy007
    @RHchy007 14 ชั่วโมงที่ผ่านมา

    Is she really a human right activist or anti Awamiligue activist.we do understand she have a lots of anger towards Hasina because of her father kamal Hussain.

  • @aosimkumar8398
    @aosimkumar8398 18 ชั่วโมงที่ผ่านมา

    Ami vv

  • @mohammadshahadathhossain981
    @mohammadshahadathhossain981 14 ชั่วโมงที่ผ่านมา

    Julkarnain Sami bhai is working in Al Jazeera network as an investigative journalist. He perhaps can move forward with a documentary featuring all the lies and disinformation spread by the so called Godi media. I hope he thinks about it!

  • @SumonSharker-z2z
    @SumonSharker-z2z 18 ชั่วโมงที่ผ่านมา

    Italy take

  • @KumarLimo
    @KumarLimo 17 ชั่วโมงที่ผ่านมา +5

    ভাই সামী
    হিন্দুরা ৩৫% থেকে ৭% কেমনে কি ভাই ???
    ওরা কোথায়। বুঝেও না বুঝার ভান করেন। আপনি বিদেশে থেকে, দেশ নিয়ে কথা বলতে পারেন ।
    অন্যরা বলতে পারে না ।

    • @AG-et6jp
      @AG-et6jp 15 ชั่วโมงที่ผ่านมา +1

      মিথ্যা না বললে হয়তো উত্তর জানা যেত। 47 এর পরে পূর্ব বাংলায় হিন্দুদের সংখ্যা ছিল ২৩%। ১৯৭১ পরে এই সংখ্যাটা হচ্ছে 13%। তাহলে বাংলাদেশ সময়ে 13 থেকে 8 ভাগ এসেছে।। মানে 5 শতাংশ হ্রাস পেয়েছে। আপনি নিজে খুঁজে বের করেন কেন এই ৫% শতাংশ হ্রাস পেয়েছে। খুব কঠিন কিছু না।

  • @mymuna9141
    @mymuna9141 13 ชั่วโมงที่ผ่านมา

    Udbegg...vii akta desh ER Sathe bibad onno desh ER thakhtyy pare..kintu high commissione attack bujhen??? united nations ke janaboo uchittt

  • @juxtapositionMS
    @juxtapositionMS 5 ชั่วโมงที่ผ่านมา

    সারা হোসেন ফালতু অযৌক্তিক কথা বলছে, সামির কাউন্টার ভাল হয়েছে।

  • @Jholchobi
    @Jholchobi 7 ชั่วโมงที่ผ่านมา

    Tho bichar ki 5 mash ei hoye jabe? Shomoy den re bhai.

  • @aosimkumar8398
    @aosimkumar8398 18 ชั่วโมงที่ผ่านมา

    Vi amadar akany Kal ka o akta mondir vagya hoisa ar apnara

    • @robinsaha3118
      @robinsaha3118 18 ชั่วโมงที่ผ่านมา

      কোথায় ভাই?

    • @Schlawg-x4s
      @Schlawg-x4s 15 ชั่วโมงที่ผ่านมา

      ​@@robinsaha3118নিরুত্তর!

  • @MdMizan-d7r
    @MdMizan-d7r ชั่วโมงที่ผ่านมา

    জিল্লুর ভাই,, ইংলিশ গুলার বাংলা অর্থ আছে কিনা? সবাইতু আর ইংলিশ বুজেনা সেটা খেয়াল রাখতে হবে

  • @jeweelsmc6908
    @jeweelsmc6908 18 ชั่วโมงที่ผ่านมา +6

    মিথ্যা কত সুন্দর ভাবে বলা যায় এসব লোককে না দেখলে কোনদিন বুঝা যাইত না 😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣

    • @ahmtipsandtriks1787
      @ahmtipsandtriks1787 18 ชั่วโมงที่ผ่านมา

      কি মিথ্যা বলেছেন?

    • @TajulIslam-ck6ol
      @TajulIslam-ck6ol 18 ชั่วโมงที่ผ่านมา +7

      যারা সবসময়ই মিথ্যা কথা শুনতে শুনতেন নিজের মন একবারই নষ্ট করে ফেলেছে, এখন সত্য কথা শুনলেই মিথ্যা মনে হয়।

    • @jeweelsmc6908
      @jeweelsmc6908 18 ชั่วโมงที่ผ่านมา

      ​@@TajulIslam-ck6ol২০০১ এর নির্বাচন পরবর্তী সহিংসতা , সাঈদীর ফাঁসির রায় এর পর তাণ্ডব
      রামুর বুদ্ধ মন্দিরে বৌদ্ধপল্লীতে হামলা
      পাবনার সাঁথিয়া নাসিরনগর রংপুর গংগাচড়া
      সুনামগঞ্জ দিরাই শাল্লা
      কুমিল্লা মুরাদনগর নড়াইল ২০২১ সালের রক্তাক্ত সারদ
      ২৪ এর গণঅভ্যুত্থান পরবর্তী
      এই ঘটনাগুলোর পরেও তারা কিভাবে নির্লজ্জ মিথ্যাচার করে.?
      আমাকেও কিছু মিথ্যা কথা শিখতে হবে এদের কাছ থেকে🤔🤔

    • @mdRafi-ym6qz
      @mdRafi-ym6qz 18 ชั่วโมงที่ผ่านมา

      শেখ হাসিনার মিথ্যাকে সত্য বলতে বলতে আসলে সত্য কি ঐটা ভুলে গেছে

    • @TajulIslam-ck6ol
      @TajulIslam-ck6ol 18 ชั่วโมงที่ผ่านมา

      @jeweelsmc6908 কারা করেছে হিন্দু সম্প্রদায়ের বসত বাড়িতে হামলা লুঠপাট ২০০১ সালে ভোলার ঘটনা কে করেছে জানেন আওয়ামী লীগের নেতা তোফায়েল আহমদ এবং বিএনপি স্থানীয় নেতারা, তবে প্রধান ইন্ধন দাতা হলেন তোফায়েল আহমদ।

  • @RHchy007
    @RHchy007 14 ชั่วโมงที่ผ่านมา

    More peoples are killed in last three months then last 15 years madam sara Hussain. I do understand most of you ppl are anti Awamiligue and you would try your best to defend this younus government. But ppl are not dumb they will understand

  • @Nur-yp4sm
    @Nur-yp4sm 17 ชั่วโมงที่ผ่านมา +1

    Apnira Bangladesh sesh kore deben

  • @khaledayasmin5765
    @khaledayasmin5765 12 ชั่วโมงที่ผ่านมา

    এই লোক কে সাংবাদিক বলা চলে না উল্টা পাল্টা সংবাদ দেয় নিশ্চয় অর্থের বিনিময়ে ।

  • @M369-y8j
    @M369-y8j 4 ชั่วโมงที่ผ่านมา

    জুলকারনাইন সায়ের সাঙ্গবাদিক ?
    হাস্যকর ।

  • @alvihassanmahin3997
    @alvihassanmahin3997 2 ชั่วโมงที่ผ่านมา

    Kire chadabaj😂😂

  • @OmorOmor-l4e
    @OmorOmor-l4e ชั่วโมงที่ผ่านมา

    This gobor ment one eleven goborment .because asef nozrull and prothrombin alow mother and worker. Sorker.

  • @mahmudullahkabir9918
    @mahmudullahkabir9918 13 ชั่วโมงที่ผ่านมา

    সারা হোসেন মুসলমানদের পক্ষ নিয়ে বলতে রাজি না বোঝা যাচ্ছে।

  • @mdimranhossain6492
    @mdimranhossain6492 11 ชั่วโมงที่ผ่านมา

    সামি কি ইলিয়াস হোসেনের সেই লোক ?

    • @Princehaqnov
      @Princehaqnov 10 ชั่วโมงที่ผ่านมา

      ভাইয়া, একদম ঠিক বলেছেন। জুলকারনাইন সায়ের প্রচুর মিথ্যা বলেন। উনার পোস্টিং এ যদি কেউ প্রুফ চায়, উনি বিশ্বাসযোগ্য প্রুফ provide করতে পারেন না। আমি যেটা শুনেছি তা অনেক ভয়ঙ্কর। তা হচ্ছে- উনার পোস্টগুলো উদ্দেশ্য প্রনোদিত এবং কাল টাকায় নিয়ন্ত্রিত। ‘জুলকারনাইন সায়ের’ সম্পর্কে কয়দিন আগে আমি যা জানতে পেরেছি:
      পরিবারিক পটভূমি:
      তাকে এএমসি (আর্মি মেডিকেল কর্পস) ডাক্তারের প্রথম স্ত্রীর সন্তান হিসেবে বর্ণনা করা হয়েছে, যার নাম লেফটেন্যান্ট কর্নেল বাসিত। তার মা অনেক আগেই মারা গেছেন, এবং তার বাবা দ্বিতীয় বিয়ে করেছেন।
      অসৎ সঙ্গ:
      বলা হয়েছে যে, তার বাবা ও সৎমায়ের অবহেলার কারণে তিনি "অসৎ ও অপব্যয়ী" লোকদের সাথে মিশতে শুরু করেন।
      চট্টগ্রাম ক্যান্টনমেন্টে পিএনজি ঘোষিত:
      তাকে চট্টগ্রাম ক্যান্টনমেন্টে "পিএনজি" (পার্সোনা নন গ্রাটা) ঘোষণা করা হয়েছিল, যা একজন অফিসারের সন্তানের জন্য অস্বাভাবিক, এবং এটি গুরুতর শৃঙ্খলাভঙ্গের ইঙ্গিত দেয়।
      শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বহিষ্কার:
      দাবি করা হয়েছে যে, তিনি চুরির কারণে ক্যাডেট কলেজ এবং বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) উভয় স্থান থেকে বহিষ্কৃত হন।
      র‌্যাব দ্বারা আটক:
      একবার র‌্যাব-৩ দ্বারা আটক হওয়ার কথাও উল্লেখ করা হয়েছে, যা অপরাধমূলক কার্যকলাপের সাথে সংশ্লিষ্টতার ইঙ্গিত দেয়।
      বিবাহজনিত বিতর্ক:
      দাবি করা হয়েছে যে, তিনি ব্রিগেডিয়ার জেনারেল তাসলিমের কন্যাকে বিয়ে করেছিলেন, তবে আগের বিয়ের তথ্য গোপন করেন। পরে এ বিষয়ে সমস্যা সৃষ্টি হয় এবং ওই কন্যার বিবাহবিচ্ছেদ হয়।
      চোরাচালানের সাথে যুক্ত হওয়া:
      তিনি হাঙ্গেরিতে যান এবং চোরাচালানের সাথে যুক্ত হন বলে দাবি করা হয়েছে। এছাড়া তিনি অন্যদের সাথে চোরাচালানের অংশীদার হন বলে উল্লেখ রয়েছে।

  • @aosimkumar8398
    @aosimkumar8398 18 ชั่วโมงที่ผ่านมา

    Apnara ki soti bolta paran na