ডাঃ নীহাররঞ্জন গুপ্ত র বর্ণময় জীবন কাহিনী | Bengali writer Nihar ranjan gupta | বাংলা

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 มิ.ย. 2024
  • Join this channel to get access to perks:
    / @amiavijitbolchi
    ডাক্তার ডাক্তারি বিদ্যায় কৃতকার্য হন তিনি। দ্বিতীয় মহাযুদ্ধ চলাকালীন সময়ে নিহার রঞ্জন ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন ও বিশ্বের বিভিন্ন জায়গায় স্থানান্তরিত হন। এরপর তিনি মেজর পদে উন্নীত হন। এই চাকুরীর সূত্রে তিনি চট্টগ্রাম, বার্মা (বর্তমানঃ মায়ানমার) থেকে মিশর পর্যন্ত বিভিন্ন রণাঙ্গনে ঘুরে বহু বিচিত্র অভিজ্ঞতা সঞ্চয় করেন। এরপর তিনি লন্ডন থেকে ডাক্তারি শাস্ত্রের ডার্মেটোলোজি বা চর্মবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। তিনি চর্মরোগ বিশেষজ্ঞ ছিলেন। ছাত্রাবস্থায় তার বড় বোন পোকার কামড়ে মারা যায়। ফলে চিকিৎসা বিজ্ঞানের মহান পেশায় নিয়োজিত থেকে এই রোগ সাড়ানোর জন্য স্বপ্ন দেখেন ও পরবর্তী জীবনে বাস্তবায়িত হয়। যুক্তরাজ্য থেকে বিশেষ ডিগ্রী অর্জন শেষে তিনি কলকাতা মেডিক্যাল কলেজে যোগ দেন। এরপর তিনি ভারতের বিভিন্ন হাসপাতালে কাজ করেছেন। ভারত বিভক্তির পর ১৯৪৭ সতিনি ও তার পরিবার স্থায়ীভাবে কলকাতায় অভিবাসিত হন।
    #information #bangla #biography
  • บันเทิง

ความคิดเห็น • 12

  • @swapanchakraborty6196
    @swapanchakraborty6196 หลายเดือนก่อน +2

    খুব ভালো লাগল প্রতিবেদন।

  • @somnathmitra2448
    @somnathmitra2448 หลายเดือนก่อน +2

    ভীষণ ভীষণ ভালো লাগল। কোন ছোট বয়স থেকে ওনার লেখা গল্প উপন্যাস সবই পড়েছি ।শুধু তাই নয় ওনার লেখা যেকটি গল্প সিনেমা হয়েছে সবকটি দেখেছি। ঐ কিংবদন্তী লেখকের শ্রীচরনে শত শত কোটি প্রনাম ।🍁🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 তোমাকে ❤❤❤❤❤

  • @aparnakarmakar4929
    @aparnakarmakar4929 หลายเดือนก่อน +1

    ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ।

  • @user-qs1vg2ps5e
    @user-qs1vg2ps5e หลายเดือนก่อน

    তাঁর প্রচুর লেখা পড়েছি।তাঁকে সশ্রদ্ধ প্রণাম জানাই।

  • @DR.SMNOWSHER1
    @DR.SMNOWSHER1 หลายเดือนก่อน

    পঠন একদম বাজে।চর্চা লাগবে

  • @snag434
    @snag434 หลายเดือนก่อน

    ডাক্তার নিহার রঞ্জন গুপ্ত আমার প্রিয় লেখক তার কিছু বই আমি পড়েছি আর আজ নিহার রঞ্জন গুপ্ত কে নিয়ে তোমার অসাধারণ প্রতিবেদন মনে দাগ কেটে গেল স্বল্প সময়ের মধ্যে অসাধারণ বিশ্লেষণ