Robi wifi basic plan এ zlt t30 plus router দেয়া হয়। ওই রাউটার এর quality valo na. Ei karone peak hour e robi network e valo speed pabenna. Aita router er problem. Network problem na. Gpfi Huawei er valo model er router use kore. Ai karone gp internet stable thake
@@SimpleReviewerbd, apni Robi er onno ekti internet package kine abar speed and load test kore dekhoben. Emono hote pare "apni j package kina gp er shate compare koresen shei package er speed limit khubi kom silo jar karone gp er shate pareni. Jemonta gp er belay hoy 300gb over howar pore.
@@neellsadikএটা হতে পারে ভাই।কিন্তু আমি এখন দেখতে ছি আমার কম্পাড়িশনটা রাতের টাইম না করে দিনে এবং রাতে দুই তাইমেই করার দরকার ছিল।😢😢😢আমি সাধারণ রবি সিমে আনলিমিটেড প্ল্যান কিনে আরেকটা কেএমপেয়ার করে দেখব।
ইয়েস ভাই আপনি রবির বা এয়ারটেল এর সিম দিয়ে চালাতে পারবেন কিন্তু অন্য সিম রবি ওয়াইফাই রাউটারে সাস্পোর্ট করে না। রবি আর এয়ারটেল এর নরমাল সিমে আপনি আনলিমিটেড ইন্টারনেট নিয়ে এটিতে ভাল করেই চালাতে পারবেন।
I have used both GPfifi and ROBOwifi and found ROBIwifi much better that GP. I lived in Adabor and have used 40 Mbps package of both GP and ROBI. In case GP I never found more than 15 mbps download speed, whereas in case of ROBI it was always 35 to 38 mbps and sometimes 41 Mbps . ROBIwifi is the best.
I am not that lucky I have to say. Yes on GPFi I never get over 25 mbps but under Robi network at Day time my experience is much better,I get about 42 to 50 mbps sometimes it's over 70 to 80 mbps on general Sim unlimited plan. The sim that comes with Robi Wifi with 25 MBPS limited connection my experience is always been pretty bad 😞 at Day time it's manageable but in the night it's miserable 😖😖😖..Thanks for your opinion but our experience is not mutual 😕😕😕
@@SimpleReviewerbd রবি নিয়ে বিশাল ঝামেলায় আছি প্রথম ১৫দিন সান্ধায় অনেক ভালো স্পীড ছিলো, এখন ইউটিউব ভিডিও লোডিং হয় ১টা ডিভাইসে ও। জিপি কিনবো কিনা ভাবতেছি। এটা কি টাওয়ারের সমস্যা নাকি আমার লোকেশন বুঝিতেছিনা।
@@KutumbopurCC ভাই নেটওয়ার্ক এর কোন ইস্যু এটা না। এটা রুবির ওয়াইফাই প্যাক এর সমস্যা। রবি রাউটার টিতে airtel-এ সিম সাপোর্ট করে আপনি airtel-এ একটি ছোট প্যাক নিয়ে সন্ধ্যার দিকে স্পিড টেস্ট করে দেখতে পারেন। যদি ভালো স্পীড পান তাহলে বলবো airtel-er আনলিমিটেড কোন প্যাক নিয়ে চালাতে পারেন।
কানেক্ট করা যায় অনেকগুলা। মেক্সিমাম আপনি দশটা ডিভাইস কানেক্ট করতে পারবেন। কিন্তু চারটা বা ম্যাক্সিমাম পাঁচটা ডিভাইস হলে আপনি ভালো করে ইউজ করতে পারবেন মানে ভালো স্পিড পাবেন।
vai amar grame grameen er full 4g network ase, but gpfi ekhono available na, tahole ki ami j alakai available ase sekhan thake order kore niya chalate parbo???
রবি ওয়াইফাই তে প্রচুর লিমিটেশন না নেয়াই ভালো ডিসিশন। আপনি চাইলে জিপিফাই রাউটারটি নিতে পারেন ধরুন আপনার বাসায় বা আপনি রুরাল এরিয়াতে থাকেন যেখানে ঘরের ভিতরে ফোরজি পাওয়া যায় না কিন্তু ঘরের বাইরে ফোরজি নেটওয়ার্ক পাওয়া যায় সে ক্ষেত্রে আপনি জিপিফাই তে এক্সটার্নাল এন্টেনা লাগাতে পারবেন। কিন্তু রবি পাইতে পারবেন না। তো আশা করতেছি কালকে পরশু ভিডিওটা আসতেছে ।আপনি আরো অনেক কিছু জানতে পারবেন।
স্পিড টেস্ট করার সময় বাংলাদেশ থেকে সব চেয়ে দূরের কোনো দেশ(আমেরিকা, ব্রাজিল, বা অন্য কোনো দেশের) সার্ভার দিলেই প্রকৃত স্পীড দেখা যেতে পারে। দেশের ভিতরের সার্ভারে প্রকৃত স্পীড নাও আসতে পারে, ক্যাশিং(ক্যাশ সার্ভার) এর জন্য।
For mobile data speed,,,, there is usually no cache servers or BDIX speed,,,,,so all testing servers usually shows same speed in terms of mobile data...If you do not believe, just check it...little bit lower speed may found in terms of very distant servers.....
সাগর ভাই একমাত্র জিপির রাউটারটিতে বাংলাদেশের সকল সিম সাপোর্ট করবে। কিভাবে ইউজ করতে হয় ভাই একটা ভিডিও দেয়া আছে আপনি ওইটা দেখতে পারেন। th-cam.com/video/P4Fcqg3zo6U/w-d-xo.htmlsi=19dd2lirvNX6CCBg
vai banglalink unlimited internet jei package gula asche seta niye ekta video dile valo hoy karon kichu kichu package e FUP ache abar kichu package e FUP nai.ar sim router diye ei package gulo use korte parbo kina seta ektu janaben.
@@SimpleReviewerbd Apnr router ta te problem.. Robi Speed thik ase... Ar router jodi thik thake than Router ar mac dora dora comany speed limit kora disa.. 2 tar 1 ta hota pare. Support team ke janan.. I think router a kono problem thakle change kora dibe..
ভাই আমার এলাকায় gpfi আসেনি সে ক্ষেত্রে যদি আমি অর্ডার দিয়ে নিই তাহলে কি সিম ঢুকাই আনলিমিটেড অফার কিনে চালাতে পারব নাকি শুধু gpfi এর অফার কিনা লাগবে বা যে এলাকায় সার্ভিস চালু হইনি সেক্ষেত্রে কি করব?
যে কোন কোম্পানির প্রিপেইড সিমের মধ্যে যে আনলিমিটেড প্ল্যান গুলো অফার করতেছে। সেগুলো আপনি ওয়াইফাই রাউটারের শেয়ারের মাধ্যমে বেশি স্পিড পাবেন না। যেমন banglalink এর আনলিমিটেড এ আপনি হটস্পট বা রাউটারের মাধ্যমে চালাতে পারবেন না। শুধুমাত্র যে মোবাইলের সিম থাকবে সেই মোবাইলটি চালাতে পারবেন। রবির ওয়াইফাই কিনতে পারেন অথবা জিপি ফাই কিনতে পারেন। জিপিফাই কিনলে সুবিধা হচ্ছে আপনি যে কোন সিম ইউজ করতে পারবেন। যে এলাকায় জিপিফাই বা রুবি পাই আছে সেই এলাকা থেকে আপনি সংগ্রহ করতে পারবেন। পরবর্তীতে নিজ এলাকায় নিয়ে এসে চালাতে পারবেন। যদি কোনো কারণে আপনার কানেকশনটি বন্ধ করে দেয়। তাহলে আপনি অফিসে ফোন করে বলে দিবেন আপনি আপনার বাসার এরিয়া চেঞ্জ করছেন। তাহলে আবার কানেকশন দিয়ে দিবে। ধন্যবাদ ভাই।
@@SimpleReviewerbd ভাই কসর্টামার কেয়ারের সাথে কথা বললাম তারা বলতেছে ঠাকুরগাঁও জেলাতে এখনো সার্ভিস চালু হইনি, আর দেখতেছি যদি আমি পকেট রাউটারে সিম ঢুকায় আনলিমিটেড অফার কিনে চালাই তাহলে শর্ত যে ১ টা ডিভাইস চলবে শুধু, এখন কি করব কিছু বুঝতে পারছি না ভাই
@@SimpleReviewerbd কিন্তু আমি চাচ্ছিলাম যে পকেট রাউটার কিনে সেটাতে আনলিমিটেড অফার কিনে ২টা ফোন ১ টা ল্যাপটপ চালাব এখন অনেকে বলতেছে এটা হবে না কারন আনলিমিটেড অফার নাকি শুধু ১ ডিভাইসে চলবে 🥺
ভাই এক্সটার্নাল 0:340:38 এন্টিনার এন্টেনা টা কিভাবে ব্যবহার করতে হয় তার যদি একটা ধারণা দেন ভালো হতো আমার এলাকায় শুধু গ্রামীন ভালো নেটওয়ার্ক অলটাইম 4g পায় কিন্তু রুমের ভিতরে পায় না 2g হয়ে যায় আমি একটি গ্রামীণ রাউটার কিনতে চেয়েছিলাম আমার বাসার জন্য
জি ভাই আপনার মত যাদের এলাকায় ৪জি আছে কিন্তু ঘরে ডুকলে ২জি হয়ে যায় তাদের কথা মাথায় রেখে এই এন্টিনা পোর্ট রাখা হয়েছে।আপনি চাইলে আমি এর উপর একটা ভিডিও করতে পারি।
যেসব এলাকায় Gpfi Available আছে সেই এলাকা থেকে যদি আমি Oder করি এবং সেটি যদি আমি Non available এলাকায় ইউজ করতে চাই সেটা কি সম্ভব হবে? প্লিজ জানা থাকলে অবশ্যই জানাবেন আমাকে
জি ভাই এ পদ্ধতিতে আপনি যে কোন এলাকায় চালাতে পারেন। তবে প্রথম মাসের পরে আপনি কল সেন্টারে কল দিয়ে আপনার লোকেশন টা চেঞ্জ করে নিবেন। ব্যছ কোন সমস্যা থাকবে না।
না ভাই এখানে রবির নেটওয়ার্ক ভাল। এখানেই আমি রবির সাধারণ সিমে অনলিমিটেড প্ল্যান এ স্পিড পেয়েছি ৭০- ৮০ এমবিপিএস। এই ভিডিওটি দেখতে পারেন। th-cam.com/video/awY-aUyxOm8/w-d-xo.html
ভাই আমিওতো জিপি ফাই ব্যবহার করি 300 জিবি ব্যবহারের পর আমারতো স্পিড কমে না। মাঝেমধ্যে সমস্যা হলে রাউটার রিসেট দিলে আবার পুনরায় 25 এমবিপিএস স্পিডে নেট ব্যবহার করতে পারি
জিপি ফাই রুটারে চালাতে পারবেন কিন্তু রবি ওয়াইফাই পারবেন না।জিপি ফাই আনলক সব সিম চলে। রবি ওয়াইফাই তে শুধু রবি আর এয়ারটেল চলে। তাছাড়া রবি আর জিপি আনলিমিটেড প্ল্যানে সিঙ্গেল ডিভাইসে স্পিড পাওয়া যায় ভাল রাউটারে বা মোবাইল হটস্পট দিয়ে তেমন স্পিড পাবেন না। আর বাংলালিংক আনলিমিটেড ত শেয়ার ই করা যায় না। এই ভিডিও টি দেখতে পারেন। th-cam.com/video/3158VpOUyIM/w-d-xo.htmlsi=J-pHa2ZFx-K_ipZn
আচ্ছা রবি রাউটার আর হচ্ছে প্যাকেজ কি আলাদা কিনতে হয় আমাকে একটু জানাবেন গ্রামীনের রাউটারের সাথে প্যাকেজ এড করা থাকে আর আপনার প্রত্যেক কে ডিভাইসের নাম যদি একটু উল্লেখ করতেন তা ভালো হইতো রবি হয়তোবা নতুন আসছে তো যার কারণে ওদের সার্ভিসটা এখন পর্যন্ত করতে পারে না আর গ্রামীন যেহেতু অলরেডি ২-৩ মাস হয়ে গেছে প্যাকেজ টা পাওয়ার জন্য এজন্য হচ্ছে ওদের ভালো একটি সার্ভিস দেওয়া সম্ভব হচ্ছে না
জিপির স্পিড ভালো এবং কি সার কিছু ভালো অনেক কয়জন মিলে একসাথে চালানো যায় শুধু সমস্যা তাদের 300 জিবি ব্যবহারের পর 512 কেবি স্পিরিটে নেমে আসে মানে 5 এমবিপিএস হয়ে যায়
@@SimpleReviewerbd ১.২ কিলোমিটার দুরে টাওয়ার আছে, আমাদের ঘর টিনের। কিন্তু আমাদের এলাকায় ইটের বাড়িতে শুধু ২G পাই, 4G পাই না। ঘরে বাইরে থেকে, ইউটিউব থেকে ডাউনলোড দিলেও 700kb/s এর বেশি ডাউনলোড স্পিড , তাও গ্রামীণফোনে
Ami konodin o preferre korbo na gaming er jonno or normal use er jonno because broadband line er letency & sim er latency konodin o same hobe na er ca mobile data use kora better 😂 Eta dhokabazi chara kisui na
দুঃখিত ভাই আমি রেঞ্জের কথা বলি নাই। কিন্তু স্পিডিতো পাই না ভাই আপনি রেঞ্জ দিয়ে কি করবেন। আমার বাসা টি চার রুমের। ড্রয়িং রুম বা মধ্যে রুমে রাখায় দুটি রাউটার থেকেই সব ঘরে ভালো রেঞ্জ পাওয়া যায়। কিন্তু রাউটারের কাছে থাকলে বেশি স্পিড পাওয়া যায়।
@SimpleReviewerbd আমার বাসার সাইডে রবি টাওয়ার এবং গ্রামীন টাওয়ার, দুটোই আছে এক জায়গায়, সেহেতু স্পিড নিয়ে আমার মনে হয় না কোন সমস্যা হবে, মোবাইল সিমে যেহেতু রবিতে এবং গ্রামীনে 95 100 এমবি বিএস স্পিড পায়,, তাই আমার জানা দরকার দুটি রাউটারের রেঞ্জ সম্পর্কে, যেটার রেঞ্জ ভালো সেটাই নিবো 🥰🥰
@@HasibulHasan-q9l আপনি রবি ফাই নিতে পারেন ভাই রেঞ্জ ভাল পাবেন।কিন্তু স্পিড কেমন পাবেন জানি না। আর রবি ওয়াইফাই তে এয়ারটেল এর রবি ছাড়া অন্য সিম কার্ড চলে না।🥰🥰 ধন্যবাদ ভাই আমার ভুল ধরার জন্য ।😞😞
Robi wifi basic plan এ zlt t30 plus router দেয়া হয়। ওই রাউটার এর quality valo na. Ei karone peak hour e robi network e valo speed pabenna. Aita router er problem. Network problem na. Gpfi Huawei er valo model er router use kore. Ai karone gp internet stable thake
Right....
জি ভাই এটা হতে পারে। রাতে একদম স্পিড পাওয়া যাচ্ছে না। রবি ওয়াইফাই এর 4G LTE মডেম দুনিয়ার ফালতু।আপনার কমেন্ট পিন করে দিলাম। ধন্যবাদ ভাই 🥰🥰🫡🫡🫡
Band change korle speed valo paowa jay vai
Speed problem hole TDD BAND THEKE FDD BAND E SWITCH KORE DEKHTE PAREN.
ওকে এই আইডিয়া গুলো ট্রাই করে দেখব।❤❤
Very informative and helpful video. Thankyou so mutch!
Glad it was helpful! 🤠😀😀
@@SimpleReviewerbd, apni Robi er onno ekti internet package kine abar speed and load test kore dekhoben. Emono hote pare "apni j package kina gp er shate compare koresen shei package er speed limit khubi kom silo jar karone gp er shate pareni. Jemonta gp er belay hoy 300gb over howar pore.
@@neellsadikএটা হতে পারে ভাই।কিন্তু আমি এখন দেখতে ছি আমার কম্পাড়িশনটা রাতের টাইম না করে দিনে এবং রাতে দুই তাইমেই করার দরকার ছিল।😢😢😢আমি সাধারণ রবি সিমে আনলিমিটেড প্ল্যান কিনে আরেকটা কেএমপেয়ার করে দেখব।
Good video. Recommend ❤.
Please Make video with Banglalink unlimited.
I will ☺️☺️☺️😁
অসংখ্য ধন্যবাদ ভাই
আপনাকে ধন্যবাদ ভাই 🫡🫡😍😍
Review দেবার জন্য ধন্যবাদ আপনাকে।
আমি gpfi নেবার চিন্তা ভাবনা করছি।
জহির ভাই আপনি নিঃসন্দেহে জিপি পাই রাউটারটি নিতে পারেন।
ভাই রবি dual সিম রাউটারে কি নরমাল রবির আনলিমিটেড ইন্টারনেট প্যাক চালানো যাবে
ইয়েস ভাই আপনি রবির বা এয়ারটেল এর সিম দিয়ে চালাতে পারবেন কিন্তু অন্য সিম রবি ওয়াইফাই রাউটারে সাস্পোর্ট করে না। রবি আর এয়ারটেল এর নরমাল সিমে আপনি আনলিমিটেড ইন্টারনেট নিয়ে এটিতে ভাল করেই চালাতে পারবেন।
Vai GPfi er atar actual model ki?
Ami jani Huawei router but model jani na
এটাই মডেল Huawei B320🤗🤗
Very nice video vai ❤
ধন্যবাদ তূর্য ভাই
I have used both GPfifi and ROBOwifi and found ROBIwifi much better that GP. I lived in Adabor and have used 40 Mbps package of both GP and ROBI. In case GP I never found more than 15 mbps download speed, whereas in case of ROBI it was always 35 to 38 mbps and sometimes 41 Mbps . ROBIwifi is the best.
I am not that lucky I have to say. Yes on GPFi I never get over 25 mbps but under Robi network at Day time my experience is much better,I get about 42 to 50 mbps sometimes it's over 70 to 80 mbps on general Sim unlimited plan. The sim that comes with Robi Wifi with 25 MBPS limited connection my experience is always been pretty bad 😞 at Day time it's manageable but in the night it's miserable 😖😖😖..Thanks for your opinion but our experience is not mutual 😕😕😕
@@SimpleReviewerbd রবি নিয়ে বিশাল ঝামেলায় আছি প্রথম ১৫দিন সান্ধায় অনেক ভালো স্পীড ছিলো, এখন ইউটিউব ভিডিও লোডিং হয় ১টা ডিভাইসে ও। জিপি কিনবো কিনা ভাবতেছি। এটা কি টাওয়ারের সমস্যা নাকি আমার লোকেশন বুঝিতেছিনা।
@KutumbopurCC রবি সন্ধ্যা পর থেকে রাতের ১২ পর্যন্ত তেমন কোন স্পিড পাওয়া যায় না। আমিতো ভাই কম্পারিজন ভিডিও দেখাই দিছি।
@@SimpleReviewerbd রবি সেল করি জিপি কিনবো। এ ছাড়া আর কোন উপায় থাকলে প্লিজ বলবেন ভাই,টাকা গুলো জলে গেলো।
@@KutumbopurCC ভাই নেটওয়ার্ক এর কোন ইস্যু এটা না। এটা রুবির ওয়াইফাই প্যাক এর সমস্যা। রবি রাউটার টিতে airtel-এ সিম সাপোর্ট করে আপনি airtel-এ একটি ছোট প্যাক নিয়ে সন্ধ্যার দিকে স্পিড টেস্ট করে দেখতে পারেন। যদি ভালো স্পীড পান তাহলে বলবো airtel-er আনলিমিটেড কোন প্যাক নিয়ে চালাতে পারেন।
আমি যদি রবির ল্যান্ড পরে একটি সুইচ ব্যবহার করি, আর ওই লেনকোডে আউটপোর্ট কত Mbps দিবে
রবি লেন পুরেট আউটপুট স্পিড ১০০ এমবিপিএস।
ভাই গ্রামীন রাউটার এ কি রবির নরমাল আনলিমিটেড ইন্টারনেট প্যাক চালানো যায়
জি ভাই।
জিপি উই ফি রাউটার দিয়ে কি নরমাল রবি আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ ব্যবহার করা যাবে
জি ভাই জিপি ফাই দিয়ে সব সিম চালাতে পারবেন।
ভাই রাউটারের সাথে কি তারা সিম দিয়ে দেয় নাকি আমার পার্সোনাল সিমে প্যাকেজ অন করে দেবে
ভাই রবি ডুয়েল সিম রাউটার এ লেনপোড কয়টা আছে। রবিতে কল করে জানাবেন
আমি যেই রাউটার চালাচ্ছি সেটিতে লেন পুর্ট মাত্র একটি।
একটি রাউটারের কয়টি ডিভাইস কানেক্ট করা যাবে।
কানেক্ট করা যায় অনেকগুলা। মেক্সিমাম আপনি দশটা ডিভাইস কানেক্ট করতে পারবেন। কিন্তু চারটা বা ম্যাক্সিমাম পাঁচটা ডিভাইস হলে আপনি ভালো করে ইউজ করতে পারবেন মানে ভালো স্পিড পাবেন।
vai amar grame grameen er full 4g network ase, but gpfi ekhono available na, tahole ki ami j alakai available ase sekhan thake order kore niya chalate parbo???
জি ভাই আপনি অন্য এলাকা থেকে কিনে এনে আপনার এলাকায় যেহেতু ফোরজি আছে চালাতে পারবেন। আপনি ইচ্ছা করলে একটা সিম রাউটার কিনে ও চালাতে পারবেন।
17:47 😂 moja
ভাই আপনিতো লেজেন্ট😂😂😁😁
😔😔🥲🥲🥲
গ্রামীনফোন বর্তমানে তিনঘণ্টা ব্যাটারি ব্যাকাপ সহ,, একটি রাউটার এনেছে দেখতে অনেকটা Robifi এর মতো,, আপনি নতুন ডিভাইস নিয়ে একটা ভিডিও বানান,,
ভাই নতুন কোন রাউটার আনে নাই শুধু মাত্র একটা ব্যাটারি প্যাক নিয়ে এসেছে। যেটা অনেকটা ছুট ইউপিএস এর মত।
@SimpleReviewerbd কিন্তু আমি তো লাগাছি আমার বনের বাড়িতে,, যেটা কিনা সেম রবি রাউটারের মতো,,বাইরে কোন ব্যাটারি দেওয়া নেই
Good review
Glad you think so! 😉☺️
Bortoman a 500 gb korse and 4000 ar device a Battery backup ase
জি ভাই ৫০০ জিবি আর ১৩০০ টাকার প্যাকে আনলিমিটেড কোন ডাটা লিমিট নাই। আর ব্যাটারি ব্যাকাপ নাই এটাই প্রবলেম।
আপনার ভিডিওটি দেখে অনেক উপকৃত হয়েছি। আমি রবি ওয়াইফাই নিতে চেয়েছিলাম কিন্তু এখন আর নিব না।
রবি ওয়াইফাই তে প্রচুর লিমিটেশন না নেয়াই ভালো ডিসিশন। আপনি চাইলে জিপিফাই রাউটারটি নিতে পারেন ধরুন আপনার বাসায় বা আপনি রুরাল এরিয়াতে থাকেন যেখানে ঘরের ভিতরে ফোরজি পাওয়া যায় না কিন্তু ঘরের বাইরে ফোরজি নেটওয়ার্ক পাওয়া যায় সে ক্ষেত্রে আপনি জিপিফাই তে এক্সটার্নাল এন্টেনা লাগাতে পারবেন। কিন্তু রবি পাইতে পারবেন না। তো আশা করতেছি কালকে পরশু ভিডিওটা আসতেছে ।আপনি আরো অনেক কিছু জানতে পারবেন।
@SimpleReviewerbd । ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া ।
স্পিড টেস্ট করার সময় বাংলাদেশ থেকে সব চেয়ে দূরের কোনো দেশ(আমেরিকা, ব্রাজিল, বা অন্য কোনো দেশের) সার্ভার দিলেই প্রকৃত স্পীড দেখা যেতে পারে। দেশের ভিতরের সার্ভারে প্রকৃত স্পীড নাও আসতে পারে, ক্যাশিং(ক্যাশ সার্ভার) এর জন্য।
@@mdyousufali5788 ইউসুফ আলী ভাই আপনি ঠিক বলছেন। দেশী সার্ভারের যত স্পিড পাওয়া যায় সিঙ্গাপুরের সার্ভার দিলে এর চেয়ে অনেক কম স্পিড দেখায়।
For mobile data speed,,,, there is usually no cache servers or BDIX speed,,,,,so all testing servers usually shows same speed in terms of mobile data...If you do not believe, just check it...little bit lower speed may found in terms of very distant servers.....
আসসালামু আলাইকুম ভাই Gpfi ওয়াইফাই অন্য রাউটারে তার দিয়ে কানেক্ট করা যাবে ৩০ মিটার দূরে
ভাই জানাবেন
Gp fi te ki onno normal gp sim support korbe
সাগর ভাই একমাত্র জিপির রাউটারটিতে বাংলাদেশের সকল সিম সাপোর্ট করবে। কিভাবে ইউজ করতে হয় ভাই একটা ভিডিও দেয়া আছে আপনি ওইটা দেখতে পারেন।
th-cam.com/video/P4Fcqg3zo6U/w-d-xo.htmlsi=19dd2lirvNX6CCBg
External antenna kmn kaj kore ba je sob gore 4 g pay na se sob ghore kmn kaj kore ekta experiment kore dekhale khushi hotam
এই এনটিনা গুলো এভেইলেবল পাওয়া যায় না। আমি দেখি একটা এন্টেনা পাইলে ভিডিওটা বানায় দিব। ধন্যবাদ ভাই বলার জন্য।
@@SimpleReviewerbd apnakew donnobad. Ami nite cacchi but amar roome 4g pay na to sejonno jana dorkar
@@SimpleReviewerbd Daraz ye onek rokom powerful antenna paoya jay vai. Oita bes kaj kore huawei er router ye
Gpfi ar price koto taka
vai banglalink unlimited internet jei package gula asche seta niye ekta video dile valo hoy karon kichu kichu package e FUP ache abar kichu package e FUP nai.ar sim router diye ei package gulo use korte parbo kina seta ektu janaben.
আপনি বলেছেন ভাই এটাই যথেষ্ট আমি ভিডিও দেয়ার চেষ্টা করতে ছি। ইনশাল্লাহ।
@@SimpleReviewerbd
amar kotha vai er tahole mone ache
অভি ভাই ভাল আছেন? আপনার বাংলািংক এর ভিডিও দেয়া হইছে। দেখতে পারেন।🥰🥰
Apnr Area te Robi network kemon ?
@@HasanMuqtadir খুবই ভাল ভাই। নরমাল সিমের আনলিমিটেড প্ল্যানে ৭০-৮০ এমবিবিএস স্পিড পায়।
@@SimpleReviewerbd Router ar SIM ta Phone Tula check diciln ?
@@HasanMuqtadir জি ভাই দিছি। পিক হাওয়ারে রাউটার থেকে বেশি স্পিড পাওয়া যায়।রাউটারে একদম বাজে অবস্থা।
@@SimpleReviewerbd Apnr router ta te problem.. Robi Speed thik ase... Ar router jodi thik thake than Router ar mac dora dora comany speed limit kora disa.. 2 tar 1 ta hota pare. Support team ke janan.. I think router a kono problem thakle change kora dibe..
@@HasanMuqtadir ওকে ভাই । এগুলা কোন আর্কটা কারণ তো হবেই। আমি কাস্টমার কেয়ারে কল দিব এবং বিষয় গুলা জানাব। দেখি ওরা কি সমাধান দেয়।
ভাই গ্রামীনফোন এ wifi এ কি ১ টা ডিভাইস কানেক্ট করা যায় নাকি ৪ -৫ টা চালানো যাবে। বিস্তারিত বললে ভাল হয়
ভাই আপনি সর্বোচ্চ ১০ টি ডিভাইস চালাতে পারবেন।
Gpfi ki Middle kore tin room chalanu jay
মিজান ভাই এই যে একটা ভিডিও লিংক দিলাম আপনি এটা একটু দেখেন তাইলেই বুঝতে পারবেন।
th-cam.com/video/xhBaOemNYOk/w-d-xo.html
Robi router backup time???
রবি রাউটারে তিন ঘণ্টার মত থাকে। জিপিফাইতে ব্যাকআপ নাই।
Uttara te toh vlo broad band option ache , eta na nileo toh parten jodi na commute korer time a robi wifi ba gpwifi sathe niye jan
ভাই আমি রিভিও করার জন্য কিনেছি। আমার বাসায় ব্রডব্যান্ড কানেকশন আছে।
ভাই আমার সিম রাউটার আছে টিপি লিঙ্ক এর এখন আমি কোন সিম দিয়ে আনলিমিটেড ইন্টারনেট ব্রাউজ করলে ভালো হয়
আপনি জিপি বা এয়ারটেল এর আনলিমিটেড প্ল্যান গুলো দেখতে পারেন।
জিপিফাই আনলিমিটেড প্রো রাউটার দিয়ে 30 এমবিবিএস এর প্যাকেজ দিয়ে কতজন চালানো যাবে সর্বোচ্চ
আপনি সর্বোচ্চ ৮-১০ জন চালাতে করবেন।
@@SimpleReviewerbd 40 এমবিবিএস দিয়ে কতজন চালানো যাবে
Vai robi naki 2500 square feet pronto cover kore
না ভাই এতটা না। ম্যাক্সিমাম আপনি ১৫০০-১৬০০ স্কুয়ারফিট কভারেজ পাবেন।
ভাই জিপি রাউডার দিয়ে কতো দুর পর্যন্ত Wifi থাকে
জিপি ফাই এর রেঞ্জ ভাল।
বাংলালিংক নিয়ে একটা বিডিও দেন রাইজি এপ্স নিয়ে ❤❤❤
আশিক ভাই ঠিক আছে আমি বাংলালিংক নিয়ে একটি ভিডিও করছি।
ভাই আমার এলাকায় gpfi আসেনি সে ক্ষেত্রে যদি আমি অর্ডার দিয়ে নিই তাহলে কি সিম ঢুকাই আনলিমিটেড অফার কিনে চালাতে পারব নাকি শুধু gpfi এর অফার কিনা লাগবে বা যে এলাকায় সার্ভিস চালু হইনি সেক্ষেত্রে কি করব?
যে কোন কোম্পানির প্রিপেইড সিমের মধ্যে যে আনলিমিটেড প্ল্যান গুলো অফার করতেছে। সেগুলো আপনি ওয়াইফাই রাউটারের শেয়ারের মাধ্যমে বেশি স্পিড পাবেন না। যেমন banglalink এর আনলিমিটেড এ আপনি হটস্পট বা রাউটারের মাধ্যমে চালাতে পারবেন না। শুধুমাত্র যে মোবাইলের সিম থাকবে সেই মোবাইলটি চালাতে পারবেন।
রবির ওয়াইফাই কিনতে পারেন অথবা জিপি ফাই কিনতে পারেন। জিপিফাই কিনলে সুবিধা হচ্ছে আপনি যে কোন সিম ইউজ করতে পারবেন। যে এলাকায় জিপিফাই বা রুবি পাই আছে সেই এলাকা থেকে আপনি সংগ্রহ করতে পারবেন। পরবর্তীতে নিজ এলাকায় নিয়ে এসে চালাতে পারবেন। যদি কোনো কারণে আপনার কানেকশনটি বন্ধ করে দেয়। তাহলে আপনি অফিসে ফোন করে বলে দিবেন আপনি আপনার বাসার এরিয়া চেঞ্জ করছেন। তাহলে আবার কানেকশন দিয়ে দিবে। ধন্যবাদ ভাই।
@@SimpleReviewerbd ভাই কসর্টামার কেয়ারের সাথে কথা বললাম তারা বলতেছে ঠাকুরগাঁও জেলাতে এখনো সার্ভিস চালু হইনি,
আর দেখতেছি যদি আমি পকেট রাউটারে সিম ঢুকায় আনলিমিটেড অফার কিনে চালাই তাহলে শর্ত যে ১ টা ডিভাইস চলবে শুধু, এখন কি করব কিছু বুঝতে পারছি না ভাই
@@SimpleReviewerbd কিন্তু আমি চাচ্ছিলাম যে পকেট রাউটার কিনে সেটাতে আনলিমিটেড অফার কিনে ২টা ফোন ১ টা ল্যাপটপ চালাব এখন অনেকে বলতেছে এটা হবে না কারন আনলিমিটেড অফার নাকি শুধু ১ ডিভাইসে চলবে 🥺
ভাই জিপিফাই এ সিম আর ব্রডব্যান্ড লাইন এক রাতে পারবো? বা জিপিফাই রাউটার দিয়ে শুধু ব্রডব্যান্ড চালাতে পারবো?
জি রাতুল ভাই জিপিফাই দিয়ে আপনি ব্রডব্যান্ড চালাতে পারবেন। কিন্তু এক সাথে পারবেননা।
@SimpleReviewerbd ধন্যবাদ ভাই। ভাই মনে করেন আমার বাসায় ব্রডব্যান্ড লাইনে সমস্যা তখন কি আমি সিমে দিয়ে চলতে পারবো?এমবি কিনে?
@@ratulislam7521 জি ভাই ব্রডব্যান্ড না থাকলে আপনি সিম লাগিয়ে বা সিমে ইন্টারনেট প্যাক কিনে চালাতে পারবেন।
মাইজিপি রাউটারে কি সেকেন্ডারি রাউটার কানেক্ট করা যাবে। জিপি ফাই আনলিমিটেড প্রো রাউটার কতদূর থেকে চালানো যাবে।
জি ভাই আপনি কানেক্ট করতে পারবেন। আর রেঞ্জ ভাল প্রায় ১৬০০ স্ক্যইয়ার মিটার পর্যন্ত চালানো যায়
ভাই আপনার ঔখানে কি রবির নেট কানেকশন ভালো
না ভাই এদিকে অনেক ভাল রবির নেটওয়ার্ক।
খুবই ভাল রবির নেটওয়ার্ক এখানে।দিনের বেলায় এখানে আমি ৬০-৭০ এমবিপিএস স্পিড পাই।
ভাই এক্সটার্নাল 0:34 0:38 এন্টিনার এন্টেনা টা কিভাবে ব্যবহার করতে হয় তার যদি একটা ধারণা দেন ভালো হতো
আমার এলাকায় শুধু গ্রামীন ভালো নেটওয়ার্ক অলটাইম 4g পায় কিন্তু রুমের ভিতরে পায় না 2g হয়ে যায়
আমি একটি গ্রামীণ রাউটার কিনতে চেয়েছিলাম আমার বাসার জন্য
জি ভাই আপনার মত যাদের এলাকায় ৪জি আছে কিন্তু ঘরে ডুকলে ২জি হয়ে যায় তাদের কথা মাথায় রেখে এই এন্টিনা পোর্ট রাখা হয়েছে।আপনি চাইলে আমি এর উপর একটা ভিডিও করতে পারি।
@SimpleReviewerbd ওকে ভাই অপেক্ষায় থাকবো এক্সটার্নাল এন্টিনার কিভাবে কাজ করে
সেই ভিডিও
হ্যাঁ ভাই ভিডিও চাই।।৷ এবং এন্টেনা কোথায় পাব, কোন এন্টেনা কিনতে হবে, কত দাম পড়বে সব বিষয়ে বলবেন দয়া করে@@SimpleReviewerbd
Bhai, Star link Er Video Diyen.
অনেক চেষ্টা করতে ছি। আপনি মনের কথাটা বললেন।
@@SimpleReviewerbd ❤💘💗
আপনার সাথে যোগাযোগ করবো কি ভাবে?
আমি আমি আশুলিয়া থাকি আমার কোনটা নিলে ভালো হবে আর রবিতে কয়টা ডিবাইস চালাতে পারবো রেন্জ কত দুর
আমি আশুলিয়ায় একটা ফেকটুরিতেই আছি এখন। কাল আসলে আমি রাউটার গুলো নিয়ে আসব ইনশাল্লাহ।আপনাকে কাল জানাতে পারব।
ভাই আমাকে একটি দিবেন টাকা দিব আমার এখানে robi WiFi available na
যেসব এলাকায় Gpfi Available আছে সেই এলাকা থেকে যদি আমি Oder করি এবং সেটি যদি আমি Non available এলাকায় ইউজ করতে চাই সেটা কি সম্ভব হবে? প্লিজ জানা থাকলে অবশ্যই জানাবেন আমাকে
জি ভাই এ পদ্ধতিতে আপনি যে কোন এলাকায় চালাতে পারেন। তবে প্রথম মাসের পরে আপনি কল সেন্টারে কল দিয়ে আপনার লোকেশন টা চেঞ্জ করে নিবেন। ব্যছ কোন সমস্যা থাকবে না।
আপনি যে জায়গায় আছেন ওই জায়গায় রবির ইন্টারনেট মনে হয় কিছুটা খারাপ আর গ্রামীন ইন্টারনেট ভালো
জায়গা চেঞ্জ করলে বুঝা যাবে
না ভাই এখানে রবির নেটওয়ার্ক ভাল। এখানেই আমি রবির সাধারণ সিমে অনলিমিটেড প্ল্যান এ স্পিড পেয়েছি ৭০- ৮০ এমবিপিএস। এই ভিডিওটি দেখতে পারেন।
th-cam.com/video/awY-aUyxOm8/w-d-xo.html
Robi Wifi Router এ কি এক্ট্রানাল এন্টেনা ব্যবহার করা যাবে?
না ভাই সেটা পারবেননা। শুধু জিপি ফাই রুটারেই এন্টেনা ব্যবহার করতে পারবেন।
ভাই জিপি ফাই দিয়ে কি সকল সিম চলবে
জি ভাই সব সিম চলে।
রবির রাউটারে এন্টিনা খুলে ইউজ করা যায়?
@@saif.alv33 না ভাই এগুলা খুলা যায় না। তবে পিছনে ফোল্ড করে রাখা যায়।
Bdix স্পিড পায়?
Na vai extra Kono speed nai
@@SimpleReviewerbd tahole ek sathe onek koyjon chalabo ki kore?😂
ভাইয়া রবি wifi প্রো ডিভাইস tar review diyen. Etar review ekhon পর্যন্ত কেউ দেয় নাই। আর এটা ইউজ করলে may be আপনার নেটওয়ার্ক prblm সলভ হতে পারে
অবশ্যই আসিফ ভাই । আমি চেষ্টা করতেছি।
ভাই আপনার ওখানে কি কাভারেজ কেমন টেস্ট করে লাগানো হয়েছে?
আপনার এলাকায় রবির ৪জি কাভারেজ ভালো না থাকলে নেটও ভালো পাবেন না
খুব ভাল নেটওয়ার্ক দিনে অনেক স্পিড পায় রাতে পাচ্ছে না। আর বেশি মানুষ ব্যবহার করলে স্পিড একদম পায় না।
ভাই শুধু রবি রাউটারটা বিক্রি করে দেন আমাদের এখানে রবি ওয়াইফাই নাই
ওকে ভাই যোগাযোগ রাইখেন।
@SimpleReviewerbd আমি বর্তমানে সৌদি আরবে আছি দুই মাস পর আপনার সাথে কন্টাক্ট করব
ভাই আমিওতো জিপি ফাই ব্যবহার করি 300 জিবি ব্যবহারের পর আমারতো স্পিড কমে না। মাঝেমধ্যে সমস্যা হলে রাউটার রিসেট দিলে আবার পুনরায় 25 এমবিপিএস স্পিডে নেট ব্যবহার করতে পারি
কি বলেন ভাই আপনিতো লাকি লোক!!! আমার কপাল খারাপ স্পিড ৩০০ জিবি শেষহইলে কমে যায়।
@@SimpleReviewerbd 300 জিবি ব্যবহার করার পর রাউটারটি একবার রিসেট দিয়ে দেখতে পারেন সবকিছু ঠিক হয় কিনা
@@mdsezar ধন্যবাদ সেজার ভাই টিপসটি দেওয়ার জন্য। ট্রাই করে দেখব ইনশাল্লাহ।
@@mdsezar na ata vul khota 300gb sesh howar por router er lekha e utay 5mbps
একটা বিষয়, সেটা হলো! আমি যদি ওদের দেওয়া সিম খুলে আমার নরমাল সিম দিয়ে লিমিটলেস প্যাকেজ কিনে চালায়, তাহলে কি চলবে?
জিপি ফাই রুটারে চালাতে পারবেন কিন্তু রবি ওয়াইফাই পারবেন না।জিপি ফাই আনলক সব সিম চলে। রবি ওয়াইফাই তে শুধু রবি আর এয়ারটেল চলে। তাছাড়া রবি আর জিপি আনলিমিটেড প্ল্যানে সিঙ্গেল ডিভাইসে স্পিড পাওয়া যায় ভাল রাউটারে বা মোবাইল হটস্পট দিয়ে তেমন স্পিড পাবেন না। আর বাংলালিংক আনলিমিটেড ত শেয়ার ই করা যায় না। এই ভিডিও টি দেখতে পারেন।
th-cam.com/video/3158VpOUyIM/w-d-xo.htmlsi=J-pHa2ZFx-K_ipZn
আচ্ছা রবি রাউটার আর হচ্ছে প্যাকেজ কি আলাদা কিনতে হয় আমাকে একটু জানাবেন গ্রামীনের রাউটারের সাথে প্যাকেজ এড করা থাকে আর আপনার প্রত্যেক কে ডিভাইসের নাম যদি একটু উল্লেখ করতেন তা ভালো হইতো রবি হয়তোবা নতুন আসছে তো যার কারণে ওদের সার্ভিসটা এখন পর্যন্ত করতে পারে না আর গ্রামীন যেহেতু অলরেডি ২-৩ মাস হয়ে গেছে প্যাকেজ টা পাওয়ার জন্য এজন্য হচ্ছে ওদের ভালো একটি সার্ভিস দেওয়া সম্ভব হচ্ছে না
হে ভাই এটা হতে পারে। কিন্তু আপনি তাদের গাফিলতির ভুক্ত ভুগি।
ভাই রবি dual সিমের রাউটারে ল্যান্ডপোর্ট কয়টা
একটা লেন পোর্ট আছে।
torrent use kora jai
Ji vai Torrent download kora jacce.
একটি গেমিং ভিডিও চাই রাতের দুইটি রাউটার দিয়ে
জিপির স্পিড ভালো এবং কি সার কিছু ভালো অনেক কয়জন মিলে একসাথে চালানো যায় শুধু সমস্যা তাদের 300 জিবি ব্যবহারের পর 512 কেবি স্পিরিটে নেমে আসে মানে 5 এমবিপিএস হয়ে যায়
জি ভাই এটাই প্রবলেম জিপিফাই এর।
ভাই আমাদের ঘরে ভিতরে কোনো সিমে নেটওয়ার্ক পাই না, তাই কাক দোষটা দিবো
আপনার বাড়ি থেকে মনে হয় নেটওয়ার্ক অনেক দূরে।অথবা আপনার টিন শিট ঘর!!
@@SimpleReviewerbd ১.২ কিলোমিটার দুরে টাওয়ার আছে, আমাদের ঘর টিনের। কিন্তু আমাদের এলাকায় ইটের বাড়িতে শুধু ২G পাই, 4G পাই না। ঘরে বাইরে থেকে, ইউটিউব থেকে ডাউনলোড দিলেও 700kb/s এর বেশি ডাউনলোড স্পিড , তাও গ্রামীণফোনে
@@BsBs-dx7sz আপনি মোবাইলের এন্টিন ব্যবহার করতে পারেন ভাল নেট পাবেন।আপনি জিপি ফাই রউতারটি কিনে তার সাথে একটা এন্টিনা লাগিয়ে নিলেই ঘরের ভেতরে ভাল নেট পাবেন। এই ভিডিওটিতে দেখেন জিপি ফাই রাউটারের এক্সটারনাল এন্তিনা পোর্ট আছে।
th-cam.com/video/C1ERgsIaWug/w-d-xo.html
আপনার বাসা থেকে রবি টাওয়ার হয়তো দূরে। টাওয়ার থেকে ডিভাইসের দূরত্বের উপর স্পিড অনেকটাই নির্ভর করে।
খালিদ ভাই এটা হবার কথা না। কারণ একই পজিশন থেকে আমি দিনের বেলায় ৭০-৮০ এমবিপিএস স্পিড পেয়েছি ।
Robi wifi router pro এর রিভিও দিয়েন ।
ইনশাল্লাহ ভাই দিব।🥰🥰
Ami konodin o preferre korbo na gaming er jonno or normal use er jonno because broadband line er letency & sim er latency konodin o same hobe na er ca mobile data use kora better 😂
Eta dhokabazi chara kisui na
এটা ঠিক বলেছেন ভাই।
Area upor different korba amar ai deka abar robi best
তা করতে পারে। আমার এদিকে দিনের বেলায় ভাল থাকে কিন্তু রাতে একদম খারাপ হয়ে যায়।
wifi is best for ever ... 1gbps speed 🥰
ইয়েস ভাই। ব্রড ব্র্যান্ডের ধরে কাছেও কেও নাই।
apnar location koi Bhai? kon isp r bill koto
বিটিসিএল-এর জিপন ইন্টারনেট বেষ্ট
ট্রাই করা হয় নাই এখনো ভাই।
ভাই আমিও gpfi নিয়েছি
গুড ডিসিশন।
Vai gp fi te ki onno gp sim e net kine Chala no jabe
জিপি ফাই তে কি রবি সিম ইউজ করা যাবে?
জি ভাই আপনি যে কোন সিম ইউজ করতে পারেন গ্রামীণফোনের জিপিফাই তে। আমিও ভাই উন্মাদের ফেন🤗🤗
STAR Link Asuk tarpor nibo
আইডিয়া কি খারাপ না।👌👌👌
Vai ki khobor
এই ছেলে কেমন আছ তুমি??,🤗🤗
Gp r sathy jabona
এখনকার জন্য জিপি তো ভালোই দিচ্ছে। আমাদের তো অন্য কোন অপশন নাই। তাই জিপির সাথেই এখন থাকতে হচ্ছে আপাতত।
ভাই banglalink নিয়ে একটা ভিডিও দেন প্লিজ
ওকে ভাই দিব।
Vaiya bkash a 50 tk dila ami khub kushi hobo
আচ্ছা দিব আস একদিন আমার অফিসে।
Kisu to dilan na
তুমি ত কল ধরে কথা বলল্লা না?? কল দিও।
শুধু স্পিড এর কথাই বলে গেলেন 21 মিনিট ধরে,, কোন রাউটারে কতটুকু রেঞ্জ এই সম্পর্কে বললেন না, অথচ 21 মিনিট ভিডিও বানিয়েছেন ফালতু ভিডিও
দুঃখিত ভাই আমি রেঞ্জের কথা বলি নাই। কিন্তু স্পিডিতো পাই না ভাই আপনি রেঞ্জ দিয়ে কি করবেন।
আমার বাসা টি চার রুমের। ড্রয়িং রুম বা মধ্যে রুমে রাখায় দুটি রাউটার থেকেই সব ঘরে ভালো রেঞ্জ পাওয়া যায়। কিন্তু রাউটারের কাছে থাকলে বেশি স্পিড পাওয়া যায়।
@SimpleReviewerbd আমার বাসার সাইডে রবি টাওয়ার এবং গ্রামীন টাওয়ার, দুটোই আছে এক জায়গায়, সেহেতু স্পিড নিয়ে আমার মনে হয় না কোন সমস্যা হবে, মোবাইল সিমে যেহেতু রবিতে এবং গ্রামীনে 95 100 এমবি বিএস স্পিড পায়,, তাই আমার জানা দরকার দুটি রাউটারের রেঞ্জ সম্পর্কে, যেটার রেঞ্জ ভালো সেটাই নিবো 🥰🥰
@@HasibulHasan-q9l আপনি রবি ফাই নিতে পারেন ভাই রেঞ্জ ভাল পাবেন।কিন্তু স্পিড কেমন পাবেন জানি না। আর রবি ওয়াইফাই তে এয়ারটেল এর রবি ছাড়া অন্য সিম কার্ড চলে না।🥰🥰 ধন্যবাদ ভাই আমার ভুল ধরার জন্য ।😞😞
Vai apnar number ta deya jabe
আপনি এই Email koren. Number dicci.
kausar2sany@gmail.com