যশোরের গদখালীতে বিস্তীর্ণ জমিতে ফুল চাষ | Shykh Seraj | Channel i |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ธ.ค. 2024

ความคิดเห็น • 287

  • @mahabub499
    @mahabub499 5 ปีที่แล้ว +113

    বেকার যুবক ও হতাশ কৃষকদের অনুপ্রেরণা হল শাইখ সিরাজ স্যার, আল্লাহ যেন স্যার কে নেক হায়াত দান করুন।

  • @taariq7657
    @taariq7657 5 ปีที่แล้ว +78

    স্যার আপনার মত কোমল আর সুন্দর মনের মানুষের বড় অভাব এদেশে! সালাম আপনাকে স্যার

  • @mohammadimran07733
    @mohammadimran07733 5 ปีที่แล้ว +225

    যারা কৃষক কে ভালোবাসেন তা লাইক দিয়ে জানি দেন👍👍👍👍👍👍

  • @milon687
    @milon687 5 ปีที่แล้ว +26

    " ❀ ফুলের রাজ্যে কৃষকের জীবন ছন্দময় "
    জীবনের ছোট্ট গল্প এভাবেই মহান রব্বুল আলামীন বদলিয়ে দেন। ধন্যবাদ শাইখ সিরাজ, সুদীর্ঘ জীবন লাভ করুন।

  • @zaki9203
    @zaki9203 5 ปีที่แล้ว +28

    সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা!
    ধন্যবাদ সিরাজ দা 👍

  • @sweetheart8274
    @sweetheart8274 5 ปีที่แล้ว +21

    আমাদের যশোর এমনিতেই সব কিছুই সেরা যশোর সব দিক দিয়ে এগিয়ে

  • @mostakkhan6339
    @mostakkhan6339 5 ปีที่แล้ว +42

    চাচির হাসিটা ফুলের মতোই সুন্দর 🏵️🌺💮🌸🌻🌼🌷🌹

  • @mostakkhan6339
    @mostakkhan6339 5 ปีที่แล้ว +8

    আহা আজ এ বসন্তে কতো ফুল ফোটে পাখি গান গায়। আমি মুগ্ধ। ফাষ্ট কমেন্ট ।

  • @anupkumarmaity1054
    @anupkumarmaity1054 5 ปีที่แล้ว +13

    শাইখ সিরাজ স্যারকে প্রণাম।এমন নির্মল মনের মানুষ খুব কম দেখেছি। কৃষির প্রতি তাঁর প্রেম প্রশ্নাতীত।কৃষি সমৃদ্ধ বাংলাদেশের এই ছবি দেখে সত্যি আনন্দ হচ্ছে। শুভেচ্ছা রইল বাংলাদেশের জন্য।

    • @mdanamulhosin7389
      @mdanamulhosin7389 5 ปีที่แล้ว +1

      ভাই আপনি ইন্ডিয়ান

    • @anupkumarmaity1054
      @anupkumarmaity1054 5 ปีที่แล้ว

      হ্যাঁ, আমি ভারতীয়।

    • @poranahammed3117
      @poranahammed3117 5 ปีที่แล้ว

      ধন্যবাদ দাদা।
      ভাল থাকবেন।

    • @anupkumarmaity1054
      @anupkumarmaity1054 5 ปีที่แล้ว

      এইভাবে চললে শুধু আমি নয় আমরা সকলেই প্রবলভাবে ভালো থাকবো।ভালোবাসা নেবেন।

    • @tithisarkar2241
      @tithisarkar2241 4 ปีที่แล้ว

      K

  • @romanahamid8236
    @romanahamid8236 5 ปีที่แล้ว +4

    স্যার আমি আপনার একজন বক্ত । মাটি ও মানুষ অনুষ্ঠান প্রচার কালীন
    থেকে। আপনার নতুন নতুন উদ্গ
    নেয়ার জন্য আপনাকে ধন্যবাদ
    দেওয়ার ভাষা নেই। আপনার জন্য দোয়া রইল। সুস্থ থাকুন ভালো থাকুন

  • @mbbelayedhossan145
    @mbbelayedhossan145 5 ปีที่แล้ว +123

    বাংলাদেশে ডাঃ ইউনুছের পর।
    নোবেল পেলে......
    স্যার অবশ্যই যোগ্য ব্যাক্তি।

    • @zaki9203
      @zaki9203 5 ปีที่แล้ว +4

      নোবেল ভালো মানুষদের জন্য নয়

    • @ronymulla0796
      @ronymulla0796 5 ปีที่แล้ว +1

      @@zaki9203 Right

    • @মুসলিমমিডিয়া-হ৭ঙ
      @মুসলিমমিডিয়া-হ৭ঙ 5 ปีที่แล้ว +3

      শয়তানের নোবেল শেখ সিরাজের মত ভাল মানুষের জন্য অাশা করা ভুল

  • @manabenterprise5341
    @manabenterprise5341 5 ปีที่แล้ว +5

    এমন কৃষি এবং কৃষক প্রেমিক মানুষ আমার দেশে আর আসবে না।
    আপনাকে হাজার সেলুট।।।।।।

  • @mahaburalamnayan3858
    @mahaburalamnayan3858 5 ปีที่แล้ว +26

    চোখে জল আসে আবেগে।
    মাটি কাও কে দুঃখ দিয়ে কাদায় না।
    মাটি আনন্দ দিয়ে কাদায়।

  • @kartikpandit3930
    @kartikpandit3930 5 ปีที่แล้ว +24

    আমি ইন্ডিয়া থেকে বলছি। আমার প্রোগ্রামটা দেখতে ভালো লাগে।🇮🇳🇮🇳🇮🇳

  • @MdNazmul-yd4sh
    @MdNazmul-yd4sh 5 ปีที่แล้ว +3

    মাশাআল্লাহ চমৎকার প্রতিবেদন,, আমরা ফুলের সৌরভ মুগ্ধ হয়ে যাই,, কিন্তু ফুলের চাষী অনেক পরিশ্রম করে ফুল ফোঁটায়,, ধন্যবাদ স্যার কে ,, ধন্যবাদ সকলকে

  • @ferdousazamkhan9840
    @ferdousazamkhan9840 4 ปีที่แล้ว +1

    অনেক ভালোবাসা রইলো সকল ফুল চাষীদের জন্য আপনাদের মননশীলতায় সুরভিত হোক বাংলা। ধন্যবাদ শাইখ সিরাজ ভাইকে উনাদের সাথে আমাদের পরিচয় করিয়ে দেবার জন্য। শুভকামনা আপনাদের সবার জন্য। শুধু সবুজ, নয় রঙিন হোক বাংলাদেশ।

  • @SR_Akashh
    @SR_Akashh 5 ปีที่แล้ว +10

    আমাদের প্রিয় যশোর💝🇧🇩

    • @tohfaislam2404
      @tohfaislam2404 3 ปีที่แล้ว

      কোনো চাষির নাম্বার দিতে পারবেন কি?

  • @riseandshine70
    @riseandshine70 5 ปีที่แล้ว +3

    কৃষকদের এমন উন্নতি দেখে সত্যি ভাল লাগছে।ধন্যবাদ স্যার।

  • @mariecurie6674
    @mariecurie6674 4 ปีที่แล้ว +2

    কৃষি বিষয়ক সব অনুষ্ঠানই আমার ভালো লাগে কিন্তু আপনার উপস্থাপনা যেনো অন্যরকম। কৃষি মাটি মানুষ সব যেনো একাকার বড়ো সার্থক নাম হৃদয়ে মাটি ও মানুষ।

  • @saidulsk5642
    @saidulsk5642 5 ปีที่แล้ว +28

    আমি ভারত পশ্চিম বাংলার হুগলি জেলা থেকে দেখি খুব ভালো লাগলো সিরিজ স্যার আপনার মতো একজন মানুষ দরকার 🌹🌹🇮🇳🇮🇳🌹🌹🇧🇩🇧🇩❤️❤️

  • @ronysharker9758
    @ronysharker9758 5 ปีที่แล้ว +34

    সত্যিকারের দেশ প্রেমিক এবং আমাদের দেশের রত্ন স্যার শাইখ সিরাজ।

  • @adnankhan-qi9kl
    @adnankhan-qi9kl 4 ปีที่แล้ว +2

    সিরাজ ভাই আপনাকে সেলুট, আপনি অসাদারন একটা মানুষ

  • @anmonarimi8822
    @anmonarimi8822 5 ปีที่แล้ว +4

    আমাদের প্রিয় যশোর

  • @Jawher00
    @Jawher00 5 ปีที่แล้ว +4

    এই অনুষ্ঠানটা আমার খুবই প্রিয়!

  • @sarsar9559
    @sarsar9559 5 ปีที่แล้ว +4

    ওয়াও! সেই রোম্যান্টিক... 👌👌👌ফুল

  • @romonsarkar
    @romonsarkar 4 ปีที่แล้ว +1

    Sara des krishi die vasia dibo---- Sir Shyh Seraj er kotha ta khub valo laglo. Eta akta sologan hote pare. Thank you so much for the great work.

  • @abduljalil716
    @abduljalil716 5 ปีที่แล้ว +3

    ভিডিওটি খুবই ভালো লাগলো। উন্নত দেশের কায়দায় বাংলাদেশেও উন্নতমানের ফুল চাষ করা দরকার।
    চাষীভাই ও শেরাজভাইকে অষেশ ধন্যবাদ।
    💐💐💐🇧🇩🇧🇩🇧🇩 বাংলাদেশ এগিয়ে যাও।

  • @GreenBanglaShakilmahmud
    @GreenBanglaShakilmahmud 5 ปีที่แล้ว +3

    অসাধারণ শাইখ সিরাজ স্যার এর উপস্থাপনা এবং কৃষির সম্প্রসারণে তার ভূমিকাও অনেক আমাদের দেশে।

  • @ranamedia3520
    @ranamedia3520 5 ปีที่แล้ว +14

    ধন্যবাদ এতো সুন্দর সুন্দর ভিডিও উপহার আমাদের মাঝে দেওয়ার জন্য আমি আপনার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকি

  • @jakariaofficial1289
    @jakariaofficial1289 5 ปีที่แล้ว +14

    প্রথম বার ম্যাডামকে দেখলাম, ধন্যবাদ স্যার।

  • @greatindiankitchen6568
    @greatindiankitchen6568 5 ปีที่แล้ว +15

    Amar hridoye er manusti shykh seraj
    Seraj vaier fan akhane like please
    Love from Assam

  • @sumonabdullatif4592
    @sumonabdullatif4592 5 ปีที่แล้ว +2

    আসসালামুয়ালাইকুম স্যার অনেক ভালো লাগলো লাগলো ম্যাডাম কে দেখে মাশাআল্লাহ এই প্রথম দুইজন এক সাথে দেখলাম অনেক অনেক দোয়া আর ভালবাসার রইলো আগামী দিন গুলো জন্য 🌹🌹

  • @jakariaofficial1289
    @jakariaofficial1289 5 ปีที่แล้ว +13

    আমার যশোর, সকলকে গদখালী ফুলের রাজ্য ভ্রমনের দাওয়াত রইল ।

    • @m.s.kawsarmahmud8482
      @m.s.kawsarmahmud8482 3 ปีที่แล้ว

      আপনার বাড়ি কি এই এলাকায়? তাহলে আমাকে একটু তথ্য দিবেন প্লিজ।

  • @sharminakter-vf8sd
    @sharminakter-vf8sd 5 ปีที่แล้ว +1

    ফুল দেখেই মন ভরে গেল।।।মাসাল্লাহ অনেক সুন্দর।

  • @mdjuyel8924
    @mdjuyel8924 5 ปีที่แล้ว +1

    এগিয়ে যান সাইক শিরাজ । এগিয়ে যাক বাংলার কৃষি।❤❤❤❤❤❤❤

  • @HoppingFrog
    @HoppingFrog 5 ปีที่แล้ว +1

    খুবই ভালো একটি প্ৰতিবেদন।

  • @ranamalakar9872
    @ranamalakar9872 5 ปีที่แล้ว +6

    Sir. Love from india ...good job sir

  • @emdadrony9644
    @emdadrony9644 5 ปีที่แล้ว +1

    আমি এই প্রতিবেদন টা দেখতে দেখতে একটি জিনিস খেয়াল করলাম আমাদের দেশ টা কে আপনি এত সুন্দর করে বহির বিশ্বে ধরে তুলছেন বাহ আমি মুগ্ধ, আমি তৃপ্ত, আমি এক আমার সোনার বাংলা দেখতে পারছি তার পর তা ও দেখলাম মনে হচ্ছিল যেন এই প্রতিবেদন টি কুনু এক forgain country তে এত এগিয়ে গেছে আমাদের দেশ সোনার বাংলাদেশ ❤❤❤

  • @anupkumarbhattacharya6729
    @anupkumarbhattacharya6729 3 ปีที่แล้ว +1

    One man army. He changed Bangladesh agriculture history. 🙏🙏🙏 Respect from India🇮🇳 🙏

  • @MdForid-tx8mj
    @MdForid-tx8mj 5 ปีที่แล้ว +2

    মনটা ভরে গেল নিজের জেলা দেখে

  • @fardenkhan-tl8fr
    @fardenkhan-tl8fr ปีที่แล้ว

    ব্যক্তিগতভাবে শাইখ সিরাজ স্যারকে খুব ভালো লাগে... সাদা মনের মানুষ উনি

  • @mdshohan7332
    @mdshohan7332 4 ปีที่แล้ว +1

    সাহস না থাকলে কিছু করা যায় না জীবনে!!! ধন্যবাদ স্যার অাপনাকে সবার মাঝে সাহস জোগানোর জন্য।।।।

  • @rejonahmed3839
    @rejonahmed3839 5 ปีที่แล้ว +2

    সৌদি আরব থেকে শুনছি, খুব ভালো লাগে আপনার অনুষ্ঠান দেখে,

  • @themaskaraltd9235
    @themaskaraltd9235 5 ปีที่แล้ว +1

    আসসালামুয়ালাইকুম শেখ সিরাজ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি সবসময় নিয়মিত আপনার একজন ভিউয়ার্স আপনার ভিডিওগুলো আসলে মিস করতে ইচ্ছে হয় না কারণ কেন জানি একটা মায়া আসলে গ্রামের প্রতি বাংলাদেশের পরিবেশের প্রতি যার মায়া আছে তারা অবশ্যই আপনার ভিডিওটি মিস করবে না আর আজকের ভিডিও ফুল চাষ খুবই ভালো একটা বিষয় আসলে বাংলাকে বড় ভালোবাসি তাই আপনাকে ভালোবাসি 👉🇧🇩👉🇧🇩👉🇧🇩👍👍👍

  • @Moshiul
    @Moshiul 5 ปีที่แล้ว +3

    আপনি সর্বদা বাংলাদেশের ভাল দিক উপস্থাপন করেন।

  • @mdalaminhossain3243
    @mdalaminhossain3243 5 ปีที่แล้ว +1

    এটাই আমাদের যশোর

  • @GardenerFriend
    @GardenerFriend 5 ปีที่แล้ว +6

    আমি কম বেশী ১০ কাপ এর পর চা খাই প্রতিদিন।😃😃😃😃 চায়ের দোকনে বসেই ভিডিও দেখছি😅😅😅 চা প্রেমী hit like

    • @abdulmazed9163
      @abdulmazed9163 5 ปีที่แล้ว +1

      কিসের সাথে কি লিখলেন। কিছুই বুঝলাম না। লেখার মতো কিছু না থাকলে লেখার দরকার কি? এমন তো না যে কিছু না লিখলে বড় ধরনের লস হয়ে যাবে।

    • @GardenerFriend
      @GardenerFriend 5 ปีที่แล้ว +1

      @@abdulmazed9163 ভিডিও টি দেখলে বুঝতে পারবেন। ভিডিও তে shykh seraj স্যার কিছু চায়ের দোকানদার ও customer দের সাথে কথা বলছিলেন। সেই প্রসঙ্গেই কমেন্ট করলাম। ধন্যবাদ

    • @abedshah3176
      @abedshah3176 5 ปีที่แล้ว +1

      Sugar kom khaiyen Vai

    • @GardenerFriend
      @GardenerFriend 5 ปีที่แล้ว

      @@abedshah3176 চেষ্টা করবো দাদা

  • @masudahmed349
    @masudahmed349 4 ปีที่แล้ว +1

    স্যার_আমি একেবারে শুরুর দিকের বিটিভির কৃষি অনুশঠান থেকে আজাবধি আপনার অনিয়মিত _নিয়মিত দর্শক _মুগ্ধ হয়ে লাখোলাখো মানুষের মত আমিও দেখে আসছি শ্রধা অবনিমিতো চিত্তে __আমার অনুভুতি লিখতে গেলে একটা বাক্যই লিখতে পারি_""আপনি বাংলাদেশের আশীর্বাদ ""সকলের মনের গহিনে থেকে যাবেন জীবন থেকে জীবনে

    • @masudahmed349
      @masudahmed349 4 ปีที่แล้ว

      মাসুদ আহমেদ _নরসিংদী এজ-৫০

  • @jessorebioflocfishfarmands2511
    @jessorebioflocfishfarmands2511 4 ปีที่แล้ว +1

    অনেক অনেক ধন্যবাদ সাইখ সিরাজ স্যার আমাদের যশোরের ফুল তুলে ধরার জন্য

  • @shirinaktermunab7451
    @shirinaktermunab7451 5 ปีที่แล้ว +1

    মাশাল্লাহ, মাশাল্লাহ।

  • @sorifzaman5064
    @sorifzaman5064 3 ปีที่แล้ว

    আমি গিয়েছি খুব সুন্দর এলাকা বিকালের পরিবেশ টা অসাধারন ভাল লাগা জায়গা

  • @miftahulzannatJannat
    @miftahulzannatJannat 5 ปีที่แล้ว +3

    আল্লাহ আপনার সুস্থ সবল ও দিরঘ হায়াত দান করুন

  • @ronymulla0796
    @ronymulla0796 5 ปีที่แล้ว +11

    কারা কারা আছেন আমাদের যশোরের হাত তলেন👌💖💖💖😄😄😄আমার বাড়ি গদখালী from malaysia

  • @ISLAMERAGRADOOT
    @ISLAMERAGRADOOT 4 ปีที่แล้ว +1

    আমাদের গ্রাম কে সুন্দর ভাবে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ স্যার 🥰🥰

    • @mnenterprise3023
      @mnenterprise3023 2 ปีที่แล้ว +1

      Apnader village onek sundor...mashaallah

  • @MaHasim-id6nv
    @MaHasim-id6nv 5 ปีที่แล้ว +1

    Love is another name shykh seraj sir . Everyone love him deeply ....

  • @ashrafnoor6192
    @ashrafnoor6192 5 ปีที่แล้ว +1

    আলহামদুলিল্লাহ ।

  • @hmzahidulalam7017
    @hmzahidulalam7017 4 ปีที่แล้ว

    Shykh Seraj Superman,Love Boss,Love Bangladesh

  • @desherpothe5318
    @desherpothe5318 5 ปีที่แล้ว +1

    Oshadharon......

  • @evasarkar5847
    @evasarkar5847 3 ปีที่แล้ว

    খুবই সুন্দর 💐

  • @riponroy981
    @riponroy981 5 ปีที่แล้ว +13

    স্যার, একবার দিনাজপুর এসে লিচু নিয়ে একটা প্রতিবেদন করেন। কিভাবে লিচু সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, বাজারকরণ ইত্যাদি নিয়ে কথা বলেন।

    • @julhaque4095
      @julhaque4095 3 ปีที่แล้ว

      ঠিক বলেছেন

  • @সত্যেরপথেঅবিচল-ণ৫শ

    সিরাজ ভায়ের সবচেয়ে যে কথাটা ভালো লাগে সেটা হলো,ওনি আল্লাহর নাম সবসময় মুখে নেয়।

  • @MdMasum-nf5iv
    @MdMasum-nf5iv 4 ปีที่แล้ว +1

    Syek Siraj is proud for Bangladesh...............

  • @toufik_ahmmed481
    @toufik_ahmmed481 2 ปีที่แล้ว

    যার জন্য হয়তো কৃষকরা তাদের প্রাপ্য সম্মান পাওয়া শুরু করবে ❤️- গদখালী থেকে

  • @bazlur-Vancouver
    @bazlur-Vancouver 4 ปีที่แล้ว +2

    ১৯৬০ সময় আমার বাবা আজিজুর রহমান ছিলেন গদখালী উনিয়নের প্রথম চেয়ারম্যান। ৬৫ সাল পর্যন্ত। তখন গদখালী আর পানিসারা ছিল এক ইউনিয়ন। যখন উপজেলা ভাগাভাগি শুরু হলো ঝিকরগাছা ভেঙে ঝিকরগাছা আর চৌগাছা দুই উপজেলা হলো, আর গদখালী ইউনিয়ন ভেঙে হলো গদখালী আর পানিসারা। গদখালী ইউনিয়ন পরিষদ শুরু হলো কপোতাক্ষ নদের পশ্চিম পাশ থেকে বারাকপুর আর পুরোন্দপুর দিয়ে, থানা টা বারাকপুর গ্রামের শুরু। আমার বাবার পরিকল্পনায় এই উনিয়নের সমস্ত ছোট ছোট ব্রিজ, প্রায় সব প্রাইমারী স্কুল আর রাস্তাঘাট সব তৈরী হয়েছিলো। উন্নয়ন কাজের জন্য আমার বাবাকে খুলনা ডিভিশনের শেষ্ঠ চেয়ারম্যানের পুরস্কার দেয় তখনকার প্রেসিডেন্ট আয়ুব খান. ওই সার্টিফিকেট তা আমাদের গ্রামের বাড়িতে ঝুলানো ছিল ৭১ এর যুদ্ধের সময়. পাকিস্তানিরা যেন বাড়ি না পোড়ায়ে দেয় সে জন্য দরোজার সামনেই ঝুলিয়ে রাখা হয়েছিল, কারন আমার বাবা আওয়ামীলীগের নেতা থাকার জন্য বনগাঁয়ে ছিল. আমার তখন ১৪ বছর বয়স. বেশ ভালোই মনে আছে. পাকিস্তানিরা আর রাজাকাররা এসেছিলো আমাদের গ্রামের বাড়িতে, তবে কোনো ক্ষতি করিনি। আমাকে ধরে নিয়ে গিয়েছিলো, কিন্তু মাঝপথে আমাকে ছেড়ে দিয়েছিলো মুসলিমলীগের যে লোকের সাথে পাকিস্তানী আর রাজাকার এসেছিলো। কারণ মুসলিমলীগের নেতাদের ভয় ছিল আমাদের কিছু হলে তাদের অবস্থা খারাপ হবে. তারপর কত চেয়ারম্যান হলো। সবাই ছিল সিঁদেল চোর. ইউনিয়ন এর ডেভেলপমেন্টের টাকা মেরে অনেকেই বড় লোক হয়ে গিয়েছে। আমার শেষ গদখালী যাওয়া ঠিক ৭২ সালের প্রথম দিকে কোনো এক উপলক্ষে। তখন গদখালির মালেক সর্দার ছিল মেম্বার ও একজন ধনী , সৎ ব্যাবসায়ী আর বেশ ভালো জমির মালিক ছিলো। তার দুই ছেলেও খুব শিক্ষিত ছিল. একজন ডাক্তার। বাংলাদেশের কমার্শিয়াল পেঁপের চাষ ও শুরু হয় গদখালী থেকে। গদখালী বা পানিসারার কোনো এক ব্যক্তি পশ্চিম বাংলা থেকে পেঁপের বীজ আমদানি করে. তারপর তো ইতিহাস। আমাদের গ্রাম বারাকপুর থেকে তখন বেশি পেঁপে ঢাকার কাওরান বাজারে আস্ত। ডেইলি কয়েক ট্র্যাক ভোরে পাপে আস্ত। পেঁপের জন্য আমাদের পাড়ায় পারে যখন দুটা কুরবানী হতো, সেখানে ৩০ এর বেশি কোরবানি হয়েছিল আমি শুনেছি। ৮০ দিকে আমি দেশে এসে অনেক পরিবর্তন দেখি , মানে আমাদের গ্রামে আর গদখালীতে। গদখালীতে আমি যায়নি, তবে শুনেছি ওখানকার লোকজনের মুখে। কাওরান বাজারের পেঁপের আড়তে গিয়েছি দেখার জন্য। আমাদের পাড়ার বিরাট পরিবর্তন ঘটে. সবার দালান বাড়ি গড়ে উঠে. প্রায় সবারই অবস্থা ভালো হয়ে উঠে. এখন আমি জানিনা কেমন আছে, কারণ বিষ বছর বাংলাদেশী যায়নি। আমাদের এলাকার, মানে যশেরের লোকজনের ভালো অরে খোলামেলা ব্যবহার পদ্মা পারের কোনো ডিসট্রিক্টে পাবেনা। I wish everybody in Bangladesh live well, but Mullahs and madrasas already destroyed Bangladesh and it's future.

    • @m.s.kawsarmahmud8482
      @m.s.kawsarmahmud8482 2 ปีที่แล้ว

      আপনি বর্তমানে কি ঐ এলাকায় আছেন?

    • @bazlur-Vancouver
      @bazlur-Vancouver 2 ปีที่แล้ว

      @@m.s.kawsarmahmud8482 না, আমি ১৯৭৪ সাল থেকে বিদেশে থাকি, ৩০ বছর কানাডাতে থাকি.

  • @zahirulislambanglaboy1568
    @zahirulislambanglaboy1568 5 ปีที่แล้ว +1

    আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতুল্লাহ নিজের হাতে সুন্দর করছে সুন্দর হোক ফুলের মত সবার জীবন কুয়েত থেকে দেখছি

  • @পদ্মাপাড়েরঢেউ
    @পদ্মাপাড়েরঢেউ 3 ปีที่แล้ว

    স্যার গদখালির স্বপ্ন আমার দু-চোখ ছুয়ে গেল
    রাজশাহী থেকে যেতে চায় প্রিয় ফুলের জনপদ গদখালিতে

  • @kamalahammad3870
    @kamalahammad3870 5 ปีที่แล้ว

    হৃদ্ধয় জুড়াইয়া যায়। মনে হয় আমিও ওনার সাথে আছি।

  • @jahanursubedar5644
    @jahanursubedar5644 3 ปีที่แล้ว

    Allah apnar valo kaj gulor protidan valor cheye beshi dek. Amin

  • @AABIRKOL
    @AABIRKOL 4 ปีที่แล้ว +1

    You are really awesome Sir, you are the best anchor.
    All the best Sir.....

  • @rocksaifulblog121
    @rocksaifulblog121 4 ปีที่แล้ว

    অনেক সুন্দর একটি প্রতিবেদন, ধন্যবাদ স্যার

  • @KamrulHasanSujon-t1r
    @KamrulHasanSujon-t1r 5 ปีที่แล้ว +1

    ভালো লাগলো খুব।

  • @mdhassin7059
    @mdhassin7059 5 ปีที่แล้ว +1

    অনেক সুন্দর

  • @romjanmahmud8012
    @romjanmahmud8012 5 ปีที่แล้ว +6

    স্যার আপনাকে সালাম জানাই।

  • @umizamaryam
    @umizamaryam 3 ปีที่แล้ว

    মাশাল্লাহ্।আন্টিকে দেখতে পেরে ভালো থাকুন দুজনেই 🇫🇷🗼

  • @asmakhatun4701
    @asmakhatun4701 3 ปีที่แล้ว +3

    এই দিন আমরা তিন বান্ধবী মিলে এখানে বেড়াতে গিয়েছিলাম আর সিরাজ স্যার এর সাথে কথা হয়েছিল।

  • @s420a8
    @s420a8 5 ปีที่แล้ว +2

    স্যার আপনাকে অনেক ভালো লাগে।

  • @riyadkhan9747
    @riyadkhan9747 5 ปีที่แล้ว +3

    Whenever I watch this show
    Right then I think about a topic very poorly
    When Sir Shykh Seraj is not in our midst
    Then who will handle the event
    Many wishes for you in the new year
    And I wish you long life
    Happy New Year Sir

  • @MomtazGarden
    @MomtazGarden 4 ปีที่แล้ว +2

    Flower business is booming in Khulna and many people have changed their lot during the past few years. Thanks for sharing:)

  • @tipsforsuccess2229
    @tipsforsuccess2229 4 ปีที่แล้ว

    কৃষি দিবানিশি প্রতিটি অনুষ্ঠানই আমাদেরকে অনুপ্রেরণা যোগাড় কৃষি কাজে।

  • @maria_tonu
    @maria_tonu 2 ปีที่แล้ว

    শাইখ সিরাজ স্যার আমরা আপনার দীর্ঘ আয়ু কামনা করি।

  • @12maru
    @12maru 5 ปีที่แล้ว +2

    I can imagine, how divinely smelling this place is! Everywhere in the world, farmers are the reason, we have food on the table and now these flowers are to satisfy as our home decore.

    • @bazlur-Vancouver
      @bazlur-Vancouver 4 ปีที่แล้ว

      Tы русская или болгарка?

  • @sammeahmed5557
    @sammeahmed5557 3 ปีที่แล้ว

    যশোরের গদখালির একজন বেস্ট ফ্রেন্ড প্রয়োজন।

  • @cookbook4226
    @cookbook4226 4 ปีที่แล้ว +1

    I visited there. Amazing place 😍😍

  • @gonigoni4785
    @gonigoni4785 5 ปีที่แล้ว +1

    অসাধারণ

  • @ANOWARHOSSAIN-vr9qj
    @ANOWARHOSSAIN-vr9qj 5 ปีที่แล้ว +3

    উনাকে কৃষক পিতা ঘোষণা করা হোক ৷

  • @mscompare1837
    @mscompare1837 5 ปีที่แล้ว +1

    অসাধারণ ছিলো ❤

  • @shamsunhussain8633
    @shamsunhussain8633 5 ปีที่แล้ว +1

    Happy new year and beautiful flowers i like flowers and vegetable garden I have little garden

  • @mdosmangoni3552
    @mdosmangoni3552 4 ปีที่แล้ว

    Khub valo laglo

  • @user-IMRAN-Ri8
    @user-IMRAN-Ri8 11 หลายเดือนก่อน

    ❤❤❤❤ Jashore ❤❤❤❤

  • @aburaihan720
    @aburaihan720 4 ปีที่แล้ว

    আপনার ভিডিও দেখে,,আমি অনেক অনুপ্রাণিত...
    অনেক ইচ্ছে জাগে...

  • @tourworldtravailingaloneli3957
    @tourworldtravailingaloneli3957 4 ปีที่แล้ว

    Sir apnar valobasha moiye kotha dunlei du chokhe jol ashe,,

  • @shreyadas1942
    @shreyadas1942 4 ปีที่แล้ว

    সুন্দর প্রতিবেদন

  • @NayemIslam-xw2yq
    @NayemIslam-xw2yq 5 ปีที่แล้ว +9

    এই ভিডিও টা দেখে। আমারো ফুল চাষ করতে। অনেক শখ হয়ে গেছে।

  • @mdmohanmiah4127
    @mdmohanmiah4127 5 ปีที่แล้ว +1

    masha Allah onek sundor

  • @Raselahmed-xb5pc
    @Raselahmed-xb5pc 5 ปีที่แล้ว +23

    শাইখ সিরাজ স্যারের এই শার্ট টাকে কৃষি খাতে নোবেল পুরষ্কার দেওয়া হোক।

    • @muhammadimamhussain236
      @muhammadimamhussain236 3 ปีที่แล้ว

      বিটি বেগুন ও তুলা মানব জীবনে ক্ষতি কতটুকু জানাবেন স্যার। প্রতিবেদন চাই।

  • @beautifulbangladesh5116
    @beautifulbangladesh5116 5 ปีที่แล้ว +2

    আমাদের বাড়ি চট্টগ্রাম আমাদের বাড়ির পাশে কয়েকটা লবার বাগান ছিল সেই বাগানে 800 থেকে 900 লুক প্রতিদিন কাজ করতো সেইখানে তিন চারটা লিচু বাগান ছিল বাগানের লাকড়ি দিয়ে অনেক পরিবার সংসার চলত কিন্তু এক আওয়ামী লীগের এমপি সেই রাবার বাগান লিচুবাগান গুলা কেটে ইটের বেচে দিয়েছে আজকে 4, 5 বছর হয়ে গেছে সেই বাগানে একটা নতুন করে চালাও লাগাই নাই

  • @razzakislam4850
    @razzakislam4850 4 ปีที่แล้ว

    আমার মতে সব চেয়ে সম্মানের পেশা কৃষি এবং সবচেয়ে সম্মান পাওয়ার যোগ্য কৃষক

  • @saddambappy5907
    @saddambappy5907 4 ปีที่แล้ว

    i love my bangladesh and love you m shykh serak sir....♥♥♥♥♥♥♥♥♥♥

  • @SOCIALVIEW
    @SOCIALVIEW 5 ปีที่แล้ว +3

    আনেক সুন্দর প্রোগ্রাম
    শুভ কামনা

  • @mamunmdalmamun6308
    @mamunmdalmamun6308 3 ปีที่แล้ว

    স্যার এর এই টি শার্ট দেখলেই মানুষ চিনতে পারে, শুভ কামনা রইলো