ড. ইউনুসের শাসনে অস্থিরতা বাড়ছে! নৈরাজ্যের সাথে কি হারাচ্ছে নিরপেক্ষ নির্বাচনের আশা? | Asif Nozrul

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ต.ค. 2024
  • ড. ইউনুসের শাসনে অস্থিরতা বাড়ছে! নৈরাজ্যের সাথে কি হারাচ্ছে নিরপেক্ষ নির্বাচনের আশা? | Asif Nozrul
    ড. ইউনুসের শাসনের মধ্য দিয়ে দেশে অস্থিরতা বাড়ছে। নৈরাজ্যের এই পরিস্থিতিতে নিরপেক্ষ নির্বাচনের আশা কি দিন দিন হারিয়ে যাচ্ছে? আসিফ নজরুলের এই বিশেষ বিশ্লেষণে তুলে ধরা হয়েছে, ড. ইউনুসের নেতৃত্ব কীভাবে দেশের রাজনৈতিক অঙ্গনে নৈরাজ্য তৈরি করছে এবং এর প্রভাবে গণতন্ত্র ও নিরপেক্ষ নির্বাচনের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে।
    সর্বশেষ রাজনৈতিক বিশ্লেষণ এবং দেশের ভবিষ্যৎ নিয়ে জানতে 'আগামীর বাংলাদেশ' চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। সবার আগে খবর ও গভীর বিশ্লেষণ পেতে আমাদের সাথে থাকুন!
    #ডইউনুস #নৈরাজ্য #নিরপেক্ষনির্বাচন #AsifNozrul #বাংলাদেশরাজনীতি #LatestNews #AagamirBangladesh #PoliticalAnalysis #SubscribeNow

ความคิดเห็น • 3

  • @mpatwary610
    @mpatwary610 3 วันที่ผ่านมา

    আপনার স্ট্যান্ড পরিষ্কার করুন। আপনাদের সময় ফুরিয়ে আসছে।

  • @BidhanChandraDey-v6n
    @BidhanChandraDey-v6n 3 วันที่ผ่านมา

    স্যার আপনার মতো মানুেরষ খুব প্রয়োজন দেশের অন্তিম লগ্নে,,,,, ১৯৬৯ আমার জন্ম অনেক কিছু দেখতে হয়েছে এ-ই পর্যন্ত,,, কিন্তু এখন বা পরে ২০২৫ কি হাল হবে এই দেশের আর্থিক,,,সামাজিক,,,, রাজনৈতিক,, একজন দেশের সুনাগরিক হিসেবে নৈতিক দায়িত্ব থাকে আপনার মতো মানুষের

  • @mondamiahmiah363
    @mondamiahmiah363 3 วันที่ผ่านมา

    হাসিনা স্বৈরাচার ছিল খুব ভালো ছিল। এখন আপনাদের চেহারা পাল্টি কর্মকান্ড দিয়ে কিছু হবে না। সারা দিন তো ভারত বিদ্বেষী মনোভাব প্রচরণা তো এখন সাপে বর কার হলো, ভারতের। আগে যা ছিল কিছু ভারত রপ্তানি করতেন তাও এখন শেষ। হাসিনা খুব ভালো করে এটা উপলব্ধি করতে পেরেছিলেন যে ভারত ছাড়া বাংলাদেশের কোনো গতি নাই। আবেগ দিয়ে দেশ চলে না। গোলাম মওলা রনি, ভারত বিদ্বেষী তারেক - ছেলেটি সর্বদা ভারতীয় পণ্য বর্জন করার জন্য প্রচরণা করতো। আপনারা বাংলাদেশের সর্বনাশ করেগেছেন। এর পরিণাম যে কি হবে ভেবে আমি একজন সাধারণ নাগরিক আতংকিত হয়ে উঠি। যে ছোট সম্পত্তি ছিল তা আজ ভেস্তে যাওয়ার পথ টি আপনারা উন্মুক্ত করে দিয়েছেন। এখনো আমরা বুঝতে পারছিনা আমাদের কি সর্বনাশ আমরা ডেকে এনেছি। স্বয়ং হাসিনা আজ দেশে ফিরে এলো তার পক্ষে কিছু করার থাকবে না। সেও এখন ব্যার্থ হবে।
    আপনার সস্তা ন্যাকামি ধরণের কথা বন্ধ করে একদম সোজা কথা বলেন।