Vaiya amar jaipan delender.notun. amar mesine jay deina keno ada ba chal.jarer sathe belender lege jay kicukhon calanor por. dutir kaplar gole lege jay.pore tene khular por kaplar nosto hoye jay 5 bar caliaci 2 bar kaplar chang koreci. Amun keno hoy plz vaiya aktu bolber
ব্লেন্ডারের সাথে ব্লেন্ডার যার গ্রুপে মিলিয়ে সেট করলে কাপলারের সাথে কাপলার ঘর্ষণ লাগার কথা নয় আর যদি কাপলারে কাপলার ঘর্ষণ লাগে তাহলে কাপলার ক্ষয় হয়ে যায় এবং গলে যায়। আমার মনে হচ্ছে কাপলার টু কাপলার সঠিকভাবে এডজাস্ট হচ্ছে না।
আপনার ব্লেন্ডারের ওয়ার্ড যদি বেশি হয়ে থাকে 800 w এর উপরে তাহলে আপনি ওই ব্লেন্ডারে মসলা ব্লেন্ড করতে পারবেন এজন্য আপনাকে ওই একই মডেলের মসলার জার কিনতে হবে।
ব্লেন্ডার মটরের আর্মেচারের সাথে কমুটেটর বার থাকে এই কমুটেটর বার ক্ষয় হয়ে গেলে একটি বার হতে আরেকটি বার শর্ট হয়ে যায়। আর যখনই বিদ্যুৎ প্রবাহ হয় এবং আর্মেচার ঘুরতে থাকে তখন পাতলা হয়ে যাওয়া কমুটেটর বার শর্ট হয়ে যাওয়ার কারণে চির চির করে আগুন জ্বলতে থাকে। সমস্যা যদি এটি হয়ে থাকে তাহলে মোটর পরিবর্তন করতে হবে। ঠিক এই সমস্যা নিয়ে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম। যা আপনি ব্লেন্ডার পেলে লিস্টে পেয়ে যাবেন।
vai amr blender mechine ar sather capler ta nosto hoye khule gese notun capler ki poriborton kora jabe and poriborton korle ki blender thik hoye jabe janaben plz??
ভাঙ্গা কাপলার সাথে করে নিয়ে ইলেকট্রিক্যাল মার্কেটে চলে যান সেখানে পার্সের দোকানে খোঁজ করুন পেয়ে যাবেন অবশ্যই মডেল মিলিয়ে কিনতে হবে। কাপলা সবসময় উল্টা দিকে প্যাঁচ দিয়ে টাইপ করতে হয়।
কাপলার অবশ্যই মার্কেটে কিনতে পাওয়া যায় সমস্যা হল ছোটখাটো দোকানে এ ধরনের পার্টস পাওয়া যায়না বড় মার্কেটগুলোতে ইলেকট্রিক স্পেয়ার পার্টস এর দোকানে কাপলার সহ ব্লেন্ডারের যাবতীয় মালামাল এবং রাইস কুকারে মালামাল কিনতে পাওয়া যায়। আপনার জগের ভাঙ্গা কাপলার টি খুলে দোকানে নিয়ে গেলে ওই একই মডেলের আরেকটি কাপলার দিবে আপনি নিজেই সেট করে নিতে পারবেন। কাপলার খোলার নিয়ম হলো একটি কাপড় দিয়ে ব্লেড ধরে উল্টা দিকে ঘুরিয়ে দিলে কাপলার খুলে যাবে এবং সেট করার সময় ওই একই ভাবে সেট করতে হবে কাপলার সকল সময় উল্টাদিকে খুলবে এবং উল্টাদিকে টাইট হবে। এরপরেও কোন সহযোগিতা প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ।
Vaiya amar joger caplerta aktu fete gesilo halka silo to oi obosthai ami chal guro korte gesilam oisomoy caplerta vengge dui tukro hoye sob chal pore gesilo mashin chola obosthai
সমস্যা নেই আপনি মার্কেটে খুঁজে দেখেন ওই মডেলের কাপলার পেয়ে যাবেন এবং কাপলারের উপরে যে ওয়াশার ছিল তা অবশ্যই রাখবেন ওয়াসার হারিয়ে গেলে ব্লেড সঠিকভাবে সেটিং হবে না।
@@srabonahmed1000 আমি ভালোভাবে আপনার বক্তব্য বুঝতে পারিনি তবে এটা বুঝতে পারছি আপনার ব্লেন্ডার জগের কাপলার নষ্ট হয়েছে এবং মেশিনের ভেতর থেকে শব্দ হচ্ছে যদি এটাই হয়ে থাকে আমাকে জানান সমাধান দেয়ার চেষ্টা করবো।
আর্মেচারের কমুটেডর বারের সাথে কার্বন ব্রাশের ঘর্ষণের ফলে হালকা আলো দেখা দিতে পারে। বেশি পরিমাণে আলো হলে আর্মেচার অথবা কমোটেটার বার শর্ট হয়ে থাকার সম্ভাবনা রয়েছে। আলোসহ ছোট্ট একটি ভিডিও করে আমার whatsapp নাম্বারে পাঠিয়ে দিন আমি দেখে বুঝতে পারব 01764858484
ভালোভাবে বুঝতে পারিনি আপনার মনে হয় কাপলার ভেঙ্গে গেছে গোল যেটা ঘুরে এটাই ইলেকট্রিক পার্সের দোকানে পেয়ে যাবেন যেখানে বিভিন্ন যন্ত্রাংশের পার্স বিক্রি করা হয়।
সমস্যা নেই কাপলার মার্কেটে পাওয়া যায় আপনার জগের নিচে যে মডেলের কাপলার রয়েছে ওই একই মডেলের কাপলার আপনি ইলেকট্রিক পার্সের দোকান হতে কিনে নিয়ে আসবেন। এবং ব্লেড একটি কাপড় দিয়ে ধরে কাপলার উল্টা দিকে ঘুরালে খুলে যাবে। ওই একই প্রক্রিয়ায় নতুন কাপলার আপনি ফিটিং করতে পারবেন চাইলে আমার ভিডিওগুলি দেখে নিতে পারেন।
সিলেক্টর সুইচ এবং সিলেক্টর সুইচ এর নব মার্কেটে কিনতে পাওয়া যায় আপনি ইলেকট্রিক পার্টস এর দোকানে খোঁজ নিতে পারেন যেখানে রাইস কুকার ব্লেন্ডার এই জাতীয় মেশিনের পার্টস বিক্রি করা হয়।
কাপলারের থেকে কুরিয়ার খরচ বেশি পড়ে যাবে আপনার এলাকায় খোঁজ করুন যেখানে ইলেকট্রিক পার্টস বিক্রি করা হয় সেখানে পেয়ে যাবেন অবশ্যই মডেল মিলিয়ে কিনতে হবে।
ভাইয়া আমার ব্যলেন্ডারের মেশিনটা পড়ে গিয়ে মেশিনের উপরের পেটে গেছে, এখন আমি বাটি বসাতে পারিনা,বাটি বসালে আটকে যায় মেশিন গুরেনা, মেশিন পড়ে যাওয়ার কারনে বাটি জায়গা মতো বসেনা এখন কি করবো একটু বলেন
প্রথমদিকে যদি ভালোভাবে গুড়া হয়ে থাকে এবং বর্তমানে না হয়ে থাকে তাহলে মনে হচ্ছে আপনার ব্লেন্ডারের ব্লেডের ধার কমে গেছে। পব্লেড খুলে ট্রাংগুলার ফাইল ব্যবহার করে ধার করলে সবথেকে ভালো হয় যদি ব্লেড খোলা সম্ভব না হয় তাহলে 0 শিরিষ কাগজ ব্যবহার করে আস্তে আস্তে জারের ভিতরে থাকা অবস্থায় ব্লেড ধার করে নিতে পারেন ।অনেক সময় মোটা আকারের সেন্টারিং বালু অথবা ছোট পাথরের টুকরো ব্লেন্ড করে ব্লেড ধার করা যায় কিন্তু এতে ব্লেড ভেঙে যাওয়ার ভয় থাকে। যাইহোক এতকিছু যদি আপনি করতে না পারেন তাহলে আমার দেখানো পদ্ধতি অনুযায়ী কাপলার খুলে ব্লেড খুলে ফেলুন এবং সিরিজ কাগজ ব্যবহার করে ব্লেডটি ধার করে ফেলুন। কিছু কিছু কাপলার রয়েছে যেখানে কোন প্যাচ থাকে না শুধু লক করা থাকে আপনার ব্লেন্ডারের কাপলার কোন সিস্টেমের আমার জানা নেই আপনি খেয়াল করে দেখুন পরবর্তীতে সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবেন ধন্যবাদ।
ভাই আমার বেলেন্ডার চালু করার পর একটু চলে হঠাত বন্ধ হয়ে জায়। তারপর দেখি খোলে জগের, বেলেন্ডারের পিনিয়াম অনেক গুরো হয়ে পরে আছে। তারপর চালু করলে ঐ জগটা পিনিয়াম গুরো হয়। জগটায় কিছু মিক্সড হয়না কি করব প্লিজ রিপ্লাই
যদি ব্লেন্ডার জারের ভেতর সাউন্ড হয় তাহলে খেয়াল করে দেখুন ব্লেড লুজ হয়ে গেছে কিনা। অথবা শ্যাফট বুষ খেয়ে গেছে কিনা ব্লেড ধরে ডানে বামে নাড়িয়ে দেখুন কোন গ্যাপ রয়েছে কিনা যদি গ্যাপ থাকে তাহলে বুস পরিবর্তন করতে হবে আর উপরে নিচে দাঁড়িয়ে দেখুন আপ ডাউন করে কিনা যদি বেশি পরিমাণে আপ ডাউন করে তাহলে ওয়াসার সেটিং করতে হবে।
মেটাল বডি ভালো হবে এখন আপনি কি কাজে ব্যবহার করবেন তার উপর আবার প্লাস্টিক হতে পারে। মশলা গুঁড়ো থেকে শুরু করে চাল গুঁড়ো অথবা ধক্ত জাতীয় জিনিস গুরো করতে স্টিল বডির জন্য ভালো। শরবত জুস তৈরি করতে অনেকেই প্লাস্টিক বডি ব্যবহার করে থাকে।
খেয়াল করে দেখুন যার ডানে বামে ঘুরালে ঘুরবে কিনা যদি ঘোরে তাহলে সম্ভবত যার হতে বেজ আলাদা হয়ে গেছে। অর্থাৎ যার ঘুরালে শুধুমাত্র যার ঘুরে বেজ ঘুরে না। যদি এই অবস্থা হয়ে থাকে তাহলে যার না ঘুরিয়ে একটি কাপড় দিয়ে যারের নিচর বেজ শক্ত করে ধরে ঘুরিয়ে খুলে ফেলুন। ব্যাপার যদি এটা না হয়ে থাকে তাহলে কি ধরনের সমস্যা হয়েছে ডিটেলসে বলুন সমাধান করার চেষ্টা করবেো ইনশাল্লাহ ।
সঠিকভাবে সমাধান দিতে হলে দেখতে হবে তবে আমি ধারণা করতে পারি শুধুমাত্র মেশিন চালিয়ে দেখুন মেশিনের উপরের যে কপলার তা ঘুরছে কিনা। শুধুমাত্র মেশিন যদি সঠিকভাবে ঘুরে থাকে তাহলে আপনার বিলিন্ডার যারে সমস্যা হয়েছে। এবার অনেক কারণের শব্দ করতে পারে যদি বুশ ক্ষয় হয়ে যায় বা শ্যাফ্ট ক্ষয় হয়ে যায় যায় অথবা ব্লেড লুজ হয়ে যায় অথবা কাপলার ক্ষয় হয়ে যায় বা ভেঙে যায় তাহলে হতে পারে। আপনি যদি সঠিকভাবে বলতে পারেন তাহলে সমাধান দিতে পারবো এছাড়া আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি যেভাবে বলেছি ঠিক সেইভাবে ভিডিও করে পাঠিয়ে দিলে আমি সহজে সমাধান দিতে পারবো হোয়াটসঅ্যাপ নাম্বার 01842858485
কাপলার ক্ষয় হওয়ার প্রধান কারণ হলো ব্লেন্ডার মেশিনের সাথে জার সঠিকভাবে ফিটিং না করে চালু করা। ব্লেন্ডার মেশিনের গ্রুপের সাথে জগের গ্রুপ এডজাস্ট করে ব্লেন্ডার চালু করলে দুটি কাপলার সঠিকভাবে ঘুরতে পারে আর যদি দুটি কাপলারের মাঝে সামান্য ফাঁকা থাকে তাহলে কাপলার ঘুরবে এবং ঘর্ষণের ফলে স্লিপ করবে কাপলার ক্ষয় হবে। এছাড়া দুর্বল প্লাস্টিক হলে কাপলার ক্ষয় হতে পারে সেটা অন্য বিষয় সচরাচর কাপলার সঠিকভাবে ফিটিং না করলেই ক্ষয় হয়।
আপনি যে এলাকায় থাকেন সেখানকার বড় মার্কেটগুলোতে খোঁজ করবেন। যেখানে ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস বিক্রি করা হয়। ব্লেন্ডার রাইস কুকার ওভেন ইলেকট্রিক আয়রন যেখানে বিক্রি করা হয় সেখানে খোঁজ নিয়ে দেখেতে পারেন।
ব্লেন্ডার যারে নিচের দিকে যে গোল প্লাস্টিকের জিনিসটা থাকে তাকে কাপলার বলে। যদি এটা হয়ে থাকে তবে ওই মডেলের কাপলার মার্কেট হতে কিনে সেট করে নিবেন। কাপলার খুব সহজেই সেট করা যায় কাপলার স্বাভাবিকভাবে উল্টা প্যাচে খুলতে হয় এবং উল্টা প্যাচে টাইট করতে হয় এ বিষয়ে আমার ডিটেলস ভিডিও রয়েছে আপনি দেখে সেটিং করে নিবেন।
হ্যাঁ ব্লেড কিনতে পাওয়া যায় আপনি মার্কেটে ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস এর দোকানে যোগাযোগ করেন যেখানে মূলত এই ধরনের ব্লেন্ডার রাইস কুকার ইলেকট্রিক আয়রনের পার্টস বিক্রি করা হয়। সাথে করে ভাঙ্গা ব্লেড এবং যার নিয়ে যাবেন মডেল মিলিয়ে সেট করার জন্য।
মনে হচ্ছে আপনার ব্লেন্ডারের জারের ঢাকনা পড়ে ভেঙে গেছে। ব্লেন্ডার জারের ঢাকনা কিনতে পাওয়া যায় যেকোনো পার্সের দোকানে খোঁজ করুন যেখানে ইলেকট্রিক পার্টস বিক্রি করা হয় অথবা ক্রোকারিজের দোকানে খোঁজ করুন।খুলনা এলাকা হলে আমি ঠিকানা বলে দিতে পারব।
জার শক্ত করে ধরে দুই দিকে ঘুরিয়ে দেখুন যদি কোন দিকে একটু ঘোরে তাহলে তুই কাপলারের মাঝে লক হয়ে গেছে। যাইপান ব্লেন্ডার হলে জার বাম দিকে ঘুরলে আনলক হয়ে যাওয়ার কথা। অন্যান্য মেশিনের ক্ষেত্রে যেদিকে আনলক হবে ঘুরিয়ে দেখতে পারেন। এতে যদি না হয় তাহলে জারের ঢাকনা খুলে কাপর দিয়ে ব্লেড ধরে বামদিকে ঘুরিয়ে দেখেন জারের কাপলারের সাথে মেশিনের কাপলার বেঁধে রয়েছে এ কারণে খোলা সম্ভব হচ্ছে না।
আরেকবার চেক করে দেখুন ব্লেড ঘোরে কিনা। মসলা থাকা অবস্থায় জারের ঢাকনা খুলে চেক করুন ব্লেড ঘোরে কিনা যদি ব্লেড না ঘোরে তাহলে ব্লেড এর উপরে যে নাট রয়েছে তা লুজ হয়ে গেছে আর যদি ব্লেড ঘোরে তাহলে সম্ভবত ব্লেডের ধার কমে গেছে। এ অবস্থায় ব্লেড ধারালো করা দরকার ব্লেড খুলে এবং না খুলেও ধারালো করা যায় এ বিষয়ে আমার চ্যানেলে ডিটেইলস ভিডিও রয়েছে আপনি দেখে নিতে পারেন।
আপনি সবার প্রশ্নের উত্তর দিয়ে সমাধান করতে চেষ্টা করেছেন এটাও একটা গুণ মাশাল্লাহ
অসংখ্য ধন্যবাদ কাজের পাশাপাশি কিছু করার চেষ্টা করছি।
@@kuelectric দোয়া রইলো এগিয়ে যান।
Assalamu alykum orahmatullahi obarakatuh. Vaiya amar baledere soto jar & majhari jar ta deowal capa pore venge giyeche..apni ki baniye dite parben...
Dhaka Uttara te kothai blander thik kora jai plz janaben
Vaiya amar jaipan delender.notun. amar mesine jay deina keno ada ba chal.jarer sathe belender lege jay kicukhon calanor por. dutir kaplar gole lege jay.pore tene khular por kaplar nosto hoye jay 5 bar caliaci 2 bar kaplar chang koreci. Amun keno hoy plz vaiya aktu bolber
ব্লেন্ডারের সাথে ব্লেন্ডার যার গ্রুপে মিলিয়ে সেট করলে কাপলারের সাথে কাপলার ঘর্ষণ লাগার কথা নয় আর যদি কাপলারে কাপলার ঘর্ষণ লাগে তাহলে কাপলার ক্ষয় হয়ে যায় এবং গলে যায়। আমার মনে হচ্ছে কাপলার টু কাপলার সঠিকভাবে এডজাস্ট হচ্ছে না।
very presentation.
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Vai amar blinder sudu fruit blender hoi mana 1 in 1 ami ki ata 3 in 1 korta parbo mana onno bati kinta parbo
আপনার ব্লেন্ডারের ওয়ার্ড যদি বেশি হয়ে থাকে 800 w এর উপরে তাহলে আপনি ওই ব্লেন্ডারে মসলা ব্লেন্ড করতে পারবেন এজন্য আপনাকে ওই একই মডেলের মসলার জার কিনতে হবে।
Amar miyako blender machine, model 303bl, chalu korlei vitore alo jole abar nive jai kintu motor thik chole, vitore alo jola ki kono shomossa?
ব্লেন্ডার মটরের আর্মেচারের সাথে কমুটেটর বার থাকে এই কমুটেটর বার ক্ষয় হয়ে গেলে একটি বার হতে আরেকটি বার শর্ট হয়ে যায়। আর যখনই বিদ্যুৎ প্রবাহ হয় এবং আর্মেচার ঘুরতে থাকে তখন পাতলা হয়ে যাওয়া কমুটেটর বার শর্ট হয়ে যাওয়ার কারণে চির চির করে আগুন জ্বলতে থাকে। সমস্যা যদি এটি হয়ে থাকে তাহলে মোটর পরিবর্তন করতে হবে। ঠিক এই সমস্যা নিয়ে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম। যা আপনি ব্লেন্ডার পেলে লিস্টে পেয়ে যাবেন।
vai amr blender mechine ar sather capler ta nosto hoye khule gese notun capler ki poriborton kora jabe and poriborton korle ki blender thik hoye jabe janaben plz??
ভাঙ্গা কাপলার সাথে করে নিয়ে ইলেকট্রিক্যাল মার্কেটে চলে যান সেখানে পার্সের দোকানে খোঁজ করুন পেয়ে যাবেন অবশ্যই মডেল মিলিয়ে কিনতে হবে। কাপলা সবসময় উল্টা দিকে প্যাঁচ দিয়ে টাইপ করতে হয়।
ar jonno ki abr mechine khulte hobe??
Vaiya ai capler guloki kinte pawa ja amar akta blendar er moto sob thik ase kintu joger nicher caplerta vengge gese plz aktu janaben
কাপলার অবশ্যই মার্কেটে কিনতে পাওয়া যায় সমস্যা হল ছোটখাটো দোকানে এ ধরনের পার্টস পাওয়া যায়না বড় মার্কেটগুলোতে ইলেকট্রিক স্পেয়ার পার্টস এর দোকানে কাপলার সহ ব্লেন্ডারের যাবতীয় মালামাল এবং রাইস কুকারে মালামাল কিনতে পাওয়া যায়। আপনার জগের ভাঙ্গা কাপলার টি খুলে দোকানে নিয়ে গেলে ওই একই মডেলের আরেকটি কাপলার দিবে আপনি নিজেই সেট করে নিতে পারবেন। কাপলার খোলার নিয়ম হলো একটি কাপড় দিয়ে ব্লেড ধরে উল্টা দিকে ঘুরিয়ে দিলে কাপলার খুলে যাবে এবং সেট করার সময় ওই একই ভাবে সেট করতে হবে কাপলার সকল সময় উল্টাদিকে খুলবে এবং উল্টাদিকে টাইট হবে। এরপরেও কোন সহযোগিতা প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ।
Vaiya amar joger caplerta aktu fete gesilo halka silo to oi obosthai ami chal guro korte gesilam oisomoy caplerta vengge dui tukro hoye sob chal pore gesilo mashin chola obosthai
R amar bleendarta desher baire theke ana
সমস্যা নেই আপনি মার্কেটে খুঁজে দেখেন ওই মডেলের কাপলার পেয়ে যাবেন এবং কাপলারের উপরে যে ওয়াশার ছিল তা অবশ্যই রাখবেন ওয়াসার হারিয়ে গেলে ব্লেড সঠিকভাবে সেটিং হবে না।
@@srabonahmed1000 আমি ভালোভাবে আপনার বক্তব্য বুঝতে পারিনি তবে এটা বুঝতে পারছি আপনার ব্লেন্ডার জগের কাপলার নষ্ট হয়েছে এবং মেশিনের ভেতর থেকে শব্দ হচ্ছে যদি এটাই হয়ে থাকে আমাকে জানান সমাধান দেয়ার চেষ্টা করবো।
Vai amader blender nutun kintu blend korar somoy machine er bitore alo jole kno
আর্মেচারের কমুটেডর বারের সাথে কার্বন ব্রাশের ঘর্ষণের ফলে হালকা আলো দেখা দিতে পারে। বেশি পরিমাণে আলো হলে আর্মেচার অথবা কমোটেটার বার শর্ট হয়ে থাকার সম্ভাবনা রয়েছে। আলোসহ ছোট্ট একটি ভিডিও করে আমার whatsapp নাম্বারে পাঠিয়ে দিন আমি দেখে বুঝতে পারব 01764858484
আপনার দোকান কোথায় ? ঢাকার উত্তরায় কোন মেরামত সেন্টার আছে কি ?
আমি খুলনায় থাকি ঢাকায় খোঁজ করলে পেয়ে যাবেন।
blender er cap/dhakna pawa jabe?
apnr adress kothay?
আমি খুলনার একটি প্রতিষ্ঠানে ইলেকট্রিশিয়ান হিসেবে চাকরি করি। ব্লেন্ডার পট সহ কিনতে হবে শুধুমাত্র ঢাকনা বিক্রি হয় না যা আপনি মার্কেটে পেয়ে যাবেন।
Bhai amar belender er rubber mounting venge geche ami eita kothay pete pari. Please
ভালোভাবে বুঝতে পারিনি আপনার মনে হয় কাপলার ভেঙ্গে গেছে গোল যেটা ঘুরে এটাই ইলেকট্রিক পার্সের দোকানে পেয়ে যাবেন যেখানে বিভিন্ন যন্ত্রাংশের পার্স বিক্রি করা হয়।
ভাইয়া আমার ব্লেন্ডার এর জগের পিছোনের গোল প্লাস্টিকের ঘুরে যেটা দিয়ে ভেঙ্গে গেছে ওটা কি ঠিক করা যাবে।ওটা খুলে কি নতুন পাওয়া যাবে? প্লিজ জানাবেন
সমস্যা নেই কাপলার মার্কেটে পাওয়া যায় আপনার জগের নিচে যে মডেলের কাপলার রয়েছে ওই একই মডেলের কাপলার আপনি ইলেকট্রিক পার্সের দোকান হতে কিনে নিয়ে আসবেন। এবং ব্লেড একটি কাপড় দিয়ে ধরে কাপলার উল্টা দিকে ঘুরালে খুলে যাবে। ওই একই প্রক্রিয়ায় নতুন কাপলার আপনি ফিটিং করতে পারবেন চাইলে আমার ভিডিওগুলি দেখে নিতে পারেন।
Vaiya kothay Abong kon market a Paola jai
ইলেকট্রিক খুচরা পার্স বিক্রি করা হয় ঐ সমস্ত দোকানে পাওয়া যায়।
Vai amar blender ar caplar gole gai fate gai anno caplar lagano gabe kotai thik korano gabe
ওই একই মডেলের কাপলার মার্কেটে খোঁজ করুন পেয়ে যাবেন। যেখানে ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস বিক্রি করা হয় সেখানে পেয়ে যাবেন।
Ami 2 bar kinasi aki hoysi balancer ti vision model 003 net a dakan ano caplar lagano gabe
@@khairulislam1444 দুটি কাপলারের মাঝে কোন ফাঁকা থাকলে হবে না বা লুজ থাকলে হবে না তাহলে ঘষায় কাপলার নষ্ট হয়ে যাবে।
Apnar doken kotay
@@khairulislam1444 আমি খুলনায় একটি প্রতিষ্ঠানে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করি আমার কোন দোকান নেই।
ভাই,জাইপান ব্লেন্ডারোর মটর কি ১০০% কপারের?
Amar blender r regulator switch ta nosto hoye ata kothay pete pari kindly janaben.
সিলেক্টর সুইচ এবং সিলেক্টর সুইচ এর নব মার্কেটে কিনতে পাওয়া যায় আপনি ইলেকট্রিক পার্টস এর দোকানে খোঁজ নিতে পারেন যেখানে রাইস কুকার ব্লেন্ডার এই জাতীয় মেশিনের পার্টস বিক্রি করা হয়।
আমার একটি ব্লেন্ডারের কাবলার লাগবে দেওয়া যাবে
কাপলারের থেকে কুরিয়ার খরচ বেশি পড়ে যাবে আপনার এলাকায় খোঁজ করুন যেখানে ইলেকট্রিক পার্টস বিক্রি করা হয় সেখানে পেয়ে যাবেন অবশ্যই মডেল মিলিয়ে কিনতে হবে।
Apnar dokan kothay
আবার দোকান নেই আমি খুলনার একটি প্রতিষ্ঠানে ইলেকট্রিশিয়ান হিসেবে চাকরি করি।
ভাই আমার ব্লেন্ডারের কাপলার ক্ষয় হয়ে গেছে।এই সাদা কাপলার গুলা কি আপনার কাছে পাওয়া যাবে
আমি খুলনায় থাকি সব থেকে ভালো হয় আপনার এলাকার ইলেকট্রিক মার্কেটগুলোতে খোঁজ করলে। অবশ্যই পুরাতন কাপলার খুলে নিয়ে যাবেন।
ভাইয়া আমার ব্যলেন্ডারের মেশিনটা পড়ে গিয়ে মেশিনের উপরের পেটে গেছে, এখন আমি বাটি বসাতে পারিনা,বাটি বসালে আটকে যায় মেশিন গুরেনা, মেশিন পড়ে যাওয়ার কারনে বাটি জায়গা মতো বসেনা এখন কি করবো একটু বলেন
ওই মডেলের কেসিং মার্কেটে যদি পাওয়া যায় তাহলে ফিটিং করে দিলেই সমাধান হয়ে যাবে। তাছাড়া কতটুকু ভেঙে গেছে আমি না দেখে বলতে পারছি না।
@@kuelectric ভাইয়া এখানে তো ছবি দিতে পারছিনা তাহলে দেখাতাম
@@ReshmaSultana-gy7pf আমার whatsapp নাম্বারে পাঠিয়ে দিন 01764858484
@@kuelectric ভাইয়া ছবি পাঠাইছি দেখেন
কোথায় পাওয়া যায় সব
মার্কেটে পেয়ে যাবেন যেখানে ইলেকট্রিক পার্টস গুলো বিক্রি করা হয় ওই সমস্ত দোকানে পাওয়া যায়।
আমার বেলেন্ডারে জিরা বা চালের গুঁড়া কিনু কিছু ভালো করে পেস্ট হয়না করনিয় কি
প্রথমদিকে যদি ভালোভাবে গুড়া হয়ে থাকে এবং বর্তমানে না হয়ে থাকে তাহলে মনে হচ্ছে আপনার ব্লেন্ডারের ব্লেডের ধার কমে গেছে। পব্লেড খুলে ট্রাংগুলার ফাইল ব্যবহার করে ধার করলে সবথেকে ভালো হয় যদি ব্লেড খোলা সম্ভব না হয় তাহলে 0 শিরিষ কাগজ ব্যবহার করে আস্তে আস্তে জারের ভিতরে থাকা অবস্থায় ব্লেড ধার করে নিতে পারেন ।অনেক সময় মোটা আকারের সেন্টারিং বালু অথবা ছোট পাথরের টুকরো ব্লেন্ড করে ব্লেড ধার করা যায় কিন্তু এতে ব্লেড ভেঙে যাওয়ার ভয় থাকে। যাইহোক এতকিছু যদি আপনি করতে না পারেন তাহলে আমার দেখানো পদ্ধতি অনুযায়ী কাপলার খুলে ব্লেড খুলে ফেলুন এবং সিরিজ কাগজ ব্যবহার করে ব্লেডটি ধার করে ফেলুন। কিছু কিছু কাপলার রয়েছে যেখানে কোন প্যাচ থাকে না শুধু লক করা থাকে আপনার ব্লেন্ডারের কাপলার কোন সিস্টেমের আমার জানা নেই আপনি খেয়াল করে দেখুন পরবর্তীতে সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবেন ধন্যবাদ।
জুস জারের উপরের shape এ ছিদ্র হয়ে গেলে ঝালাই করছিলাম। তারপরও উপর দিয়ে পানি পড়ে যায়। এখন করণীয় কী?
ব্লেড শ্যাফটের সাথে ঘুরে শ্যাফটের সাথে যদি পানি লিক হয়ে কাপলার পর্যন্ত যায় ব্লেডের নিচে একটি প্লাস্টিকের ওয়াসার ব্যবহার করে দেখতে পারেন।
ভাই আমার বেলেন্ডার চালু করার পর একটু চলে হঠাত বন্ধ হয়ে জায়। তারপর দেখি খোলে জগের, বেলেন্ডারের পিনিয়াম অনেক গুরো হয়ে পরে আছে। তারপর চালু করলে ঐ জগটা পিনিয়াম গুরো হয়। জগটায় কিছু মিক্সড হয়না কি করব প্লিজ রিপ্লাই
দুঃখিত ভাইজান সমস্যাটি বুঝতে পারেনি আপনি এই নাম্বারে 01764858484 হোয়াটসঅ্যাপ ভিডিও করে পাঠালে সমাধান দেয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
কোন কোম্পানির, ভাই?
ভাইয়া প্রচুর সাউন্ড হচ্ছে কি করনীয়?
যদি ব্লেন্ডার জারের ভেতর সাউন্ড হয় তাহলে খেয়াল করে দেখুন ব্লেড লুজ হয়ে গেছে কিনা। অথবা শ্যাফট বুষ খেয়ে গেছে কিনা ব্লেড ধরে ডানে বামে নাড়িয়ে দেখুন কোন গ্যাপ রয়েছে কিনা যদি গ্যাপ থাকে তাহলে বুস পরিবর্তন করতে হবে আর উপরে নিচে দাঁড়িয়ে দেখুন আপ ডাউন করে কিনা যদি বেশি পরিমাণে আপ ডাউন করে তাহলে ওয়াসার সেটিং করতে হবে।
হ্যালো ভাই বেলেন্ডারের নিজের বেস্ট প্লাস্টিকের ভালো হবে না মেটালের
মেটাল বডি ভালো হবে এখন আপনি কি কাজে ব্যবহার করবেন তার উপর আবার প্লাস্টিক হতে পারে। মশলা গুঁড়ো থেকে শুরু করে চাল গুঁড়ো অথবা ধক্ত জাতীয় জিনিস গুরো করতে স্টিল বডির জন্য ভালো। শরবত জুস তৈরি করতে অনেকেই প্লাস্টিক বডি ব্যবহার করে থাকে।
ভাই আমার সেম ব্লেন্ডার, ইলেকট্রিক লাইন পাইতেছে কিন্তু ঘুরতেছে না। কি করা যায়
ওভারলোড পুশ চেপে দেখেছেন কি ব্লেন্ডারের নিচের দিকে একটি পুশ রয়েছে চেপে দেখুন ব্লেন্ডার চালু হয় কিনা।
ব্লেন্ডার থেকে যারটা খুলছে না। সাহারা ব্যান্ডের ব্লেন্ডার। একদম নতুন দুই মাস ধরে কিনেছি। কি করব?
খেয়াল করে দেখুন যার ডানে বামে ঘুরালে ঘুরবে কিনা যদি ঘোরে তাহলে সম্ভবত যার হতে বেজ আলাদা হয়ে গেছে। অর্থাৎ যার ঘুরালে শুধুমাত্র যার ঘুরে বেজ ঘুরে না। যদি এই অবস্থা হয়ে থাকে তাহলে যার না ঘুরিয়ে একটি কাপড় দিয়ে যারের নিচর বেজ শক্ত করে ধরে ঘুরিয়ে খুলে ফেলুন। ব্যাপার যদি এটা না হয়ে থাকে তাহলে কি ধরনের সমস্যা হয়েছে ডিটেলসে বলুন সমাধান করার চেষ্টা করবেো ইনশাল্লাহ ।
লোকেশন কোথায় আপনাদের?
আমি খুলনার একটি বেসরকারি প্রতিষ্ঠানে ইলেকট্রিশিয়ান হিসেবে চাকরি করি।
আমার ব্লেন্ডার সম্ভবত ঘুরছে অনেক শব্দ করছে কিন্তু সামান্য পেঁয়াজ মরিচও কাটছে না... কি সমস্যা হতে পারে বলতে পারবেন??
সঠিকভাবে সমাধান দিতে হলে দেখতে হবে তবে আমি ধারণা করতে পারি শুধুমাত্র মেশিন চালিয়ে দেখুন মেশিনের উপরের যে কপলার তা ঘুরছে কিনা। শুধুমাত্র মেশিন যদি সঠিকভাবে ঘুরে থাকে তাহলে আপনার বিলিন্ডার যারে সমস্যা হয়েছে। এবার অনেক কারণের শব্দ করতে পারে যদি বুশ ক্ষয় হয়ে যায় বা শ্যাফ্ট ক্ষয় হয়ে যায় যায় অথবা ব্লেড লুজ হয়ে যায় অথবা কাপলার ক্ষয় হয়ে যায় বা ভেঙে যায় তাহলে হতে পারে। আপনি যদি সঠিকভাবে বলতে পারেন তাহলে সমাধান দিতে পারবো এছাড়া আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি যেভাবে বলেছি ঠিক সেইভাবে ভিডিও করে পাঠিয়ে দিলে আমি সহজে সমাধান দিতে পারবো হোয়াটসঅ্যাপ নাম্বার 01842858485
Amar. Akta. Soto. Jarer. Lid. Akta. Gascet. R. Akta. Soto. Jarer. Full. Set. Dorker.
ভালোভাবে বুঝতে পারেনি আপনি বাংলায় লিখে জানান।
আমার ১ মাস ব্যবহার করা ব্লেন্ডার টার হটাৎ করে কাবলার গুলো ক্ষয় হয়ে গেছে,,,মেশিন চালু করলেই এমন হয়ে যাচ্ছে,,,এর কারন কি?
কাপলার ক্ষয় হওয়ার প্রধান কারণ হলো ব্লেন্ডার মেশিনের সাথে জার সঠিকভাবে ফিটিং না করে চালু করা। ব্লেন্ডার মেশিনের গ্রুপের সাথে জগের গ্রুপ এডজাস্ট করে ব্লেন্ডার চালু করলে দুটি কাপলার সঠিকভাবে ঘুরতে পারে আর যদি দুটি কাপলারের মাঝে সামান্য ফাঁকা থাকে তাহলে কাপলার ঘুরবে এবং ঘর্ষণের ফলে স্লিপ করবে কাপলার ক্ষয় হবে। এছাড়া দুর্বল প্লাস্টিক হলে কাপলার ক্ষয় হতে পারে সেটা অন্য বিষয় সচরাচর কাপলার সঠিকভাবে ফিটিং না করলেই ক্ষয় হয়।
আমার জগ ভেঙে গেছে কোথায় পাব ঠিকানা সহ জানাবেন
আপনি যে এলাকায় থাকেন সেখানকার বড় মার্কেটগুলোতে খোঁজ করবেন। যেখানে ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস বিক্রি করা হয়। ব্লেন্ডার রাইস কুকার ওভেন ইলেকট্রিক আয়রন যেখানে বিক্রি করা হয় সেখানে খোঁজ নিয়ে দেখেতে পারেন।
Hi ভাই মেসিনের ঝার কোথায় পাওয়া যাবে
ইলেকট্রিক খুচরা পার্সের দোকানে পেয়ে যাবেন বড় মার্কেট গুলোতে খোঁজ করুন।
ঢাকায় কোথায় ঠিক করা হয় যদি কেউ ঠিকানা জানেন একটু জানাবেন।
ব্লেন্ডার অথবা ব্লেন্ডার জারে কি ধরনের সমস্যা হয়েছে খুলে বলুন।
জারের সকেট টা ফেটে গেছে আমার এটা কিভাবে কি করা যায় কিনতে কি পাওয়া যায়
ব্লেন্ডার যারে নিচের দিকে যে গোল প্লাস্টিকের জিনিসটা থাকে তাকে কাপলার বলে। যদি এটা হয়ে থাকে তবে ওই মডেলের কাপলার মার্কেট হতে কিনে সেট করে নিবেন। কাপলার খুব সহজেই সেট করা যায় কাপলার স্বাভাবিকভাবে উল্টা প্যাচে খুলতে হয় এবং উল্টা প্যাচে টাইট করতে হয় এ বিষয়ে আমার ডিটেলস ভিডিও রয়েছে আপনি দেখে সেটিং করে নিবেন।
আমার ব্লেন্ডারের ভিতরের ব্লেড ভেঙ্গে গেছে ।ব্লেড কি কিনতে পাওয়া যায় ।
হ্যাঁ ব্লেড কিনতে পাওয়া যায় আপনি মার্কেটে ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস এর দোকানে যোগাযোগ করেন যেখানে মূলত এই ধরনের ব্লেন্ডার রাইস কুকার ইলেকট্রিক আয়রনের পার্টস বিক্রি করা হয়। সাথে করে ভাঙ্গা ব্লেড এবং যার নিয়ে যাবেন মডেল মিলিয়ে সেট করার জন্য।
আমার ছোট জার টা লাগবে, কিভাবে পাব
আপনার এলাকায় ইলেকট্রিক মার্কেটগুলোতে খোঁজ করুন পেয়ে যাবেন।
জারের মুখের রাবার আলাদা পাওয়া যায়?
রাবার আলাদা পাওয়া যায় না বিভিন্ন পার্সের গ্যাসকেট কেটে তৈরি করে নেওয়া যায় যদি পারেন তাহলে তো ভালো নতুবা নতুন জার কিনে নিতে পারেন।
Thanks
বাজারে কি এক্সট্রা জার কিনতে পাওয়া যায়?
হ্যাঁ এক্সট্রা জার কিনতে পাওয়া যায় অবশ্যই মডেল মিলিয়ে কিনতে হবে।
conion এর কপলার কোথায় পাব
যেকোনো কাপলার আপনি ইলেকট্রিক এসপেআর পার্টস এর দোকানে পেয়ে যাবেন। সাথে করে অবশ্যই পুরাতন জগ বা কাপলার নিয়ে যাবেন তাহলে মডেল মিলে যাবে।
Vaiya amar blader mesiner kaplar ta nosto hoie gece.. jei dokan teke nici oi dokane waranti kagoj dite ki paltai debe...? Plz reply vaiya
@@quietboy7432 ওয়ারেন্টি পিরিয়ডের ভিতরে সার্ভিস করে দিতে পারে। কাপলারের খুব বেশি দাম হবে না প্রয়োজন হলে কিনে দিতে পারেন।
আমার ব্লেন্ডারের জার পোরে গিয়ে প্লাস্টিকের অংশটা ভেঙে গেছে। কি কোরতে পারি?
মনে হচ্ছে আপনার ব্লেন্ডারের জারের ঢাকনা পড়ে ভেঙে গেছে। ব্লেন্ডার জারের ঢাকনা কিনতে পাওয়া যায় যেকোনো পার্সের দোকানে খোঁজ করুন যেখানে ইলেকট্রিক পার্টস বিক্রি করা হয় অথবা ক্রোকারিজের দোকানে খোঁজ করুন।খুলনা এলাকা হলে আমি ঠিকানা বলে দিতে পারব।
@@kuelectric ঢাকনা না নিচের অংশটা। উপোরে তো লোহার অংশ আর নিচের যে প্লাস্টিক অংশ ওটা ভেঙ্গে গেছে।
@xdxx6910 মনে হচ্ছে কাপলার ভেঙে গেছে গোলাকার যেটা ঘুরলে ব্লেড ঘোরে ওটার নাম কাপলার তা কিনতে পাওয়া যায়।
আর যদি কাপলার ভেঙে না থাকে তাহলে জারের বেজ ওটাকে সকেট বলে। ব্লেন্ডার জারের নিচের অংশ এই সকেট কিনতে পাওয়া যায় এবং পরিবর্তন করে নেওয়া যায়।
@@kuelectric হা সকেট ভেঙেছে। আপনার দোকান কি ঢাকায়?
ব্লান্ডারের গোল রাবার কোথায় পাবো
ইলেকট্রিক পার্টস এর দোকানে খোঁজ করুন যেখানে রাইস কুকার ব্লেন্ডার ও ওভেন ইলেকট্রিক আয়রন এসি ফ্রিজের যন্ত্রাংশ বিক্রি করা।
ভাই খুলনাতে ব্লেনডার মেশিনের জার ঠিক করার মত কোন দোকান থাকলে ঠিকানা দেন কষ্ট করে
ডাকবাংলা শহীদ সোহরাওয়ার্দী মার্কেট
@@rafsanalifakash ধন্যবাদ ভাই
ভাইয়া আমার ব্লেন্ডার মেশিন টা সাথে লক হয়ে গেছে এখন কোন ভাবেই আলাদা করতে পারতেছি না
জার শক্ত করে ধরে দুই দিকে ঘুরিয়ে দেখুন যদি কোন দিকে একটু ঘোরে তাহলে তুই কাপলারের মাঝে লক হয়ে গেছে।
যাইপান ব্লেন্ডার হলে জার বাম দিকে ঘুরলে আনলক হয়ে যাওয়ার কথা। অন্যান্য মেশিনের ক্ষেত্রে যেদিকে আনলক হবে ঘুরিয়ে দেখতে পারেন। এতে যদি না হয় তাহলে জারের ঢাকনা খুলে কাপর দিয়ে ব্লেড ধরে বামদিকে ঘুরিয়ে দেখেন জারের কাপলারের সাথে মেশিনের কাপলার বেঁধে রয়েছে এ কারণে খোলা সম্ভব হচ্ছে না।
ব্লেন্ডার ঘুরছে কিন্তু কোন কিছু গুঁড়া হচ্ছে না জার বদলিয়ে দেখেছি , খালি ঘুরিয়ে দেখেছি । কোন কিছু দিলে গুঁড়া হয় না বা কাজ হয় না । কি করবো?
আরেকবার চেক করে দেখুন ব্লেড ঘোরে কিনা। মসলা থাকা অবস্থায় জারের ঢাকনা খুলে চেক করুন ব্লেড ঘোরে কিনা যদি ব্লেড না ঘোরে তাহলে ব্লেড এর উপরে যে নাট রয়েছে তা লুজ হয়ে গেছে আর যদি ব্লেড ঘোরে তাহলে সম্ভবত ব্লেডের ধার কমে গেছে। এ অবস্থায় ব্লেড ধারালো করা দরকার ব্লেড খুলে এবং না খুলেও ধারালো করা যায় এ বিষয়ে আমার চ্যানেলে ডিটেইলস ভিডিও রয়েছে আপনি দেখে নিতে পারেন।
ভাই যার কোথায় থেকে চেঞ্জ করেছেন একটু বলবেন
মার্কেটে খোঁজ করুন যেখানে বিভিন্ন যন্ত্রাংশের খুচরা পার্স বিক্রি করা হয় সেখানে পেয়ে যাবেন।
এক জারের ব্লেড অন্য জারে লাগানো যাবে??
ছোট জারের ব্লেড মিডিয়াম জারে লাগানো যাবে??
সাইজে খাটলে লাগানো যাবে কিন্তু সাধারণত ছোট জারে মসলা ব্লিন করা। এখন যদি জুসের ব্লেডে মসলা গুড়া করা হয় তাহলে একুরেট নাও হতে পারে।
ভাই আপনার ফোন নাম্বার দেন
নাহলে দোকানের ঠিকানা বলেন
ভাইজান আমার কোন দোকান নেই আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে ইলেকট্রিশিয়ান হিসেবে চাকরি করি। আপনি একজন দক্ষ টেকনিশিয়ান দ্বারা কাজ করিয়ে নিতে পারেন।
@@kuelectric টেকনিশিয়ান তো পাই না
খুলনাতে আপনার জানা থাকলে ঠিকানা দেন কষ্ট করে
ভাই ব্লেন্ডার মেশিনের জার কি আলাদা কিনতে পাওয়া যায়নি?
হ্য কিনতে পাওয়া যায়।
@@kuelectric kothai pawa jabe
বড় মার্কেটে ইলেকট্রিকের স্পেয়ার পার্টস এর দোকানে খোঁজ নিতে পারেন।
এগুলো কাপলার এর দাম কত?
30 টাকা থেকে শুরু।
😢
ব্লেন্ডার মেশিন গুরছে না কেন
মূল সমস্যা খুলে বলুন সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ।
Apnar sathe jogajog korte chai phone number diben
01764858484