শুনলাম মুগ্ধ হয়ে! আপনার সাথে পরিচয় কবিতার মাধ্যমেই এবং আপনাকে যখন প্রথম শুনি সেই থেকেই আপনার আবৃত্তির ভক্ত আমি! অনেক কিছু জানছি ও শিখছি আপনার কাছ থেকে। ভুবন বাংলায় একদিন সময় দিননা আবার! আপনার কাছ থেকে অনেক কিছু শুনতে ও জানতে চাই। আটলান্টা সময় শনিবার রাত অথবা রবিবার সকাল! ধন্যবাদ দিদি আপনাকে॥
সত্যি কথা বলতে এখন বহু বাচিক শিল্পী দেখা যায়,, কিন্তু উচ্চারণে অনেক ভুল থাকে,, কে বলবে তাদের, কবিতা পাঠ করলেই হবে না,, উচ্চারণ টা আগে ঠিক করা দরকার কেননা আমাদের মতো দর্শক সবটাই খুব মন দিয়ে শুনি,, ভুল হলে খারাপ লাগে। তোমার প্রতিটি কবিতার উচ্চারণ মন ছুঁয়ে যায়,, এক কথায় অসাধারণ 👌 এই ভাবে আমাদের আরো আরো শোনাতে হবে 😊
ছোট বেলায় এই কবিতার সঙ্গে পরিচয় ঘটেছিল , একবার আবৃত্তি করেছিলাম , কিন্তু তোমার মতন শিক্ষা গুরু ছিল না , তাই হয়তো বেশি এগুতে পারি নি , মন ভরে গেলো নস্টালজিক হয়ে পড়লাম গো
ভীষন ভালো লাগল।খুব সুন্দর কণ্ঠস্বর।আরও শোনার আগ্রহ রইল। খুব ভালো থাকবেন।অনেক কবিতা শোনাবেন।আমার ঘরে আপনার আমন্ত্রণ রইল।শুনে ভালো,খারাপ কিছু মতামত পেলে উপকৃত হব।নিজের উন্নতি সাধনে সক্ষম হব।🙏🙏🙏
খুব ভালো। রবীন্দ্রনাথকে এই প্রজন্মের কাছে তুলে ধরার শুভ প্রচেষ্টাকে সাধুবাদ জানাই।
ভালোবাসা
আহা কি অবিশ্বাস্য আকুল আকুতি আর্তি দরদি আবেগী মন্ত্রমুগ্ধতার তুরীয় মাত্রার যাদুকরী মূর্চ্ছনার সুরভিত সৌরভের সুবাসিত সুবাসে শান্ত সমাহিত ধ্যানমগ্ন আত্মস্হ অনিন্দ্যসুন্দর মন ছুঁয়ে যাওয়া অসাধারণ আবৃত্তি সুধার অবগাহনে স্নাতস্নিগ্ধ হলো মমচিত্ত।
শব্দসেনানী স্বপ্না
তুঝে সালাম
ডাঃ শঙ্কর মজুমদার
প্রতিষ্ঠাতা কর্ণধার " অঙ্গীকার "
তোমার কণ্ঠে কবিতাটি শুনে ......মুগ্ধ হয়ে গেলাম ❤❤❤❤❤❤
অনেক ভালোবাসা
খুব সুন্দর। অসাধারণ। খুব সুন্দর কণ্ঠস্বর ❤❤❤❤।
তোমার উচ্চারণেই উচ্চারিত হয় কবিতা যাপনের বিশুদ্ধতা !! তোমার স্বরক্ষেপনের পরিমিতি বোধ এক বিরাট আশ্রয় হয়ে ওঠে কবিতার মননে !! এত্ত ভালো লাগলো কাজটা।
এত সুন্দর করে বললে মনটা ভালো হয়ে গেল।
নিমগ্ন উচ্চারণ ৷ খুব ভালো লাগলো ৷
অপূর্ব উচ্চারণে মুগ্ধতায় ও স্নিগ্ধতায় মন ভরে গেল।
সুন্দর উপস্থাপনা। ধন্যবাদ।
অপূর্ব তুমি , উচ্চারণে হৃদয় ছুঁয়ে যাও , অদ্ভুত এক পরিবেশ সৃষ্টি করো তুমি , অনবদ্য তুমি
অনেক ধন্যবাদ বন্ধু
Ki nibir uchcharan . Khub bhalo laglo
খুব সুন্দর লাগলো দিদি। খুব সুন্দর উপস্থাপনা আর প্রক্ষেপণ।
শুভেচ্ছা অন্তহীন
খুব সুন্দর লাগল। নিখুঁত উচ্চারণ। যথাযথ স্বরক্ষেপণ।
অনেক ধন্যবাদ
How wonderful recitation ohh. I amazed.
অনেক ধন্যবাদ
দূর্দান্তে দারুণ !!
অপূর্ব ও অসাধারণ রচনা ও পরিবেশনা । অভিনন্দন 💐
অপূর্ব সুন্দর হয়েছে দিদি ভাই। এতো সুন্দর সাবলীল কণ্ঠস্বর শুনে মনে হল আমি যেন" সেই দ্বিজোত্তম সত্যকুল জাত!" 😂
কি সুন্দর লাগল গো দিদি🤩 অসাধারণ....হারিয়ে গেলাম যেন ওই পরিবেশে
অনেক ভালোবাসা
অনেক দিন পর ব্রাহ্মণ কবিতা শুনলাম, অসাধারণ, আরও শুনতে চাই,
শুনলাম মুগ্ধ হয়ে! আপনার সাথে পরিচয় কবিতার মাধ্যমেই এবং আপনাকে যখন প্রথম শুনি সেই থেকেই আপনার আবৃত্তির ভক্ত আমি! অনেক কিছু জানছি ও শিখছি আপনার কাছ থেকে। ভুবন বাংলায় একদিন সময় দিননা আবার! আপনার কাছ থেকে অনেক কিছু শুনতে ও জানতে চাই।
আটলান্টা সময় শনিবার রাত অথবা রবিবার সকাল!
ধন্যবাদ দিদি আপনাকে॥
অনেক ধন্যবাদ
Khub sundar uposthapona....that is called a performance.
thank you so much
মন ভরে গেল। অসাধারণ
অসাধারণ সুন্দর উচ্চারণে মুগ্ধতা হৃদয় ছুঁয়ে গেলো গো❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Vison sundor uposthapona didi
অসাধারণ ।।
দৃঢ়তা তোমার কন্ঠের জাদু, তাতে মিশে যায় অন্তর এর অনুভূতি, মন ছুয়ে গেল গো
অনেক ধন্যবাদ
ভীষন ভালো লাগলো, স্পষ্ট উচ্চারণ ও কণ্ঠের গভীরতা হৃদয় স্পর্শ করে 🌹🌹
অনেক ধন্যবাদ
অপূর্ব।
অসাধারণ !! অপূর্ব সুন্দর
আপনার আবৃত্তি শুনে মুগ্ধ হয়ে যাই। আরও ভালো আরওসুন্দর হউক। আর্শীর্বাদ করি
অনেক ধন্যবাদ
Khub valo laglo mam😊😊
স্কুল জীবনে জবালা সত্যকামের গল্প পড়েছিলুম। অনেকদিন পর ব্রাহ্মণ কবিতার আবৃত্তির মধ্যে তোমার অসাধারণ সুমিষ্ট কণ্ঠের পরিবেশনা সত্যিই প্রশংসনীয়।
আমার শুভেচ্ছা জেনো
ভীষণ ভীষণ সুন্দর ❤👌 স্বরক্ষেপনে আবেগ-কম্পন দৃঢ়তা বিষাদঘন অনুভব😰😢💔 জাগায় শিহরণ 🤗🤝
ভালোবাসা দি
অসাধারণ।
মন টা ভরে গেল ❤️
অপূর্ব
খুব খুব ভালো লাগলো রে❤️
অনেক ভালোবাসা
অপূর্ব হয়েছে দিদি❤
অনেক ভালোবাসা
অপূর্ব হয়েছে দিদি ।
ভালেবাসা
Ati sundar, apurbo,and am2👌
দারুণ হয়েছে
সত্যি কথা বলতে এখন বহু বাচিক শিল্পী দেখা যায়,, কিন্তু উচ্চারণে অনেক ভুল থাকে,, কে বলবে তাদের, কবিতা পাঠ করলেই হবে না,, উচ্চারণ টা আগে ঠিক করা দরকার কেননা আমাদের মতো দর্শক সবটাই খুব মন দিয়ে শুনি,, ভুল হলে খারাপ লাগে। তোমার প্রতিটি কবিতার উচ্চারণ মন ছুঁয়ে যায়,, এক কথায় অসাধারণ 👌 এই ভাবে আমাদের আরো আরো শোনাতে হবে 😊
অনেক ধন্যবাদ গো
Excellent!
অসাধারন সুন্দর।
আমার শুভেচ্ছা জানবেন
Darun Darun
দূর্দান্ত আবৃত্তি ।
আদর
ছোট বেলায় এই কবিতার সঙ্গে পরিচয় ঘটেছিল , একবার আবৃত্তি করেছিলাম , কিন্তু তোমার মতন শিক্ষা গুরু ছিল না , তাই হয়তো বেশি এগুতে পারি নি , মন ভরে গেলো নস্টালজিক হয়ে পড়লাম গো
আমার শুভেচ্ছা জেনো
খুব ভালো হয়েছে।
অনেক ধন্যবাদ
অনেক অনেক সুন্দর আয়োজন
অনেক ধন্যবাদ
Soumya snigdho shanto dhanogomvir uccharone anonbaddo upothapina
খুব সুন্দর।
আমার শুভেচ্ছা জেনো
অনেক ধন্যবাদ
Keya bath
বেশ ভালো ।
শুভকামনা
Khub valo hayechhe didi
Ati sundar
অসাধারণ আবৃত্তি।
অসাধারন ।
অনেক ধন্যবাদ