প্রশ্নকারীকে তার চারপাশের লোকজন মারাত্মক মানুষিক চাপে রেখেছে। আগে থেকে সম্পর্ক থাকলে অনেক শক্ত মানুষিকতা থাকা লাগবে, না হলে চারপাশের মানুষের কথার অত্যাচারে জীবন শেষ হয়ে যাবে। বিশাল সমুদ্রকে এক ফোঁটা নোংরা পানি যেমন দূষিত করতে পারে না,তাই জীবন অনেক বড়, ছোট একটা ভূল জীবনকে থামিয়ে দিতে পারে না। চারপাশে কিছু ফালতুলোকের কথায় অপরাধবোধ না করে, আল্লাহর উপর ভরসা করে এগিয়ে যান। ভুলহীন মানুষ এই পৃথিবীতে নেই। কিন্তু অন্যের ভুলে আমরা সবাই ভালো পরামর্শ দিতে জানি। শুনেন আপু, কোন ভুল হয়নি, আপনার জীবন সঙ্গী বিয়ে করে ভুল করেছে এমন ধারণা মনে প্রাণে বিশ্বাস করে তাই আপনার প্রতি বিরক্ত হয়ে রাগারাগি করে। চারপাশের কোন মানুষের কথা শুনা যাবে না। চারপাশের মানুষের কথা শুনে সংসার করতে গেলে একজীবনে বিয়ে ৫/৬ বার করা লাগবে কিন্তু। নিজেরা শক্ত হয়ে, সংসারও নিজের কাজে মন দিয়ে এগিয়ে যান। কোন ভুল হয়নি। যতটুকু ভুল হয়েছে তার জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন। আর কে কি বললো কান দিবেন না। এই দেশে যৌতুক না পেলেই কেবল বিয়েটা ভুল বলে গণ্য হয়।
অসাধারণ আলোচনা, এ রকম আলোচনা একান্ত জরুরী।
প্রশ্নকারীকে তার চারপাশের লোকজন মারাত্মক মানুষিক চাপে রেখেছে।
আগে থেকে সম্পর্ক থাকলে অনেক শক্ত মানুষিকতা থাকা লাগবে, না হলে চারপাশের মানুষের কথার অত্যাচারে জীবন শেষ হয়ে যাবে।
বিশাল সমুদ্রকে এক ফোঁটা নোংরা পানি যেমন দূষিত করতে পারে না,তাই জীবন অনেক বড়, ছোট একটা ভূল জীবনকে থামিয়ে দিতে পারে না। চারপাশে কিছু ফালতুলোকের কথায় অপরাধবোধ না করে, আল্লাহর উপর ভরসা করে এগিয়ে যান। ভুলহীন মানুষ এই পৃথিবীতে নেই। কিন্তু অন্যের ভুলে আমরা সবাই ভালো পরামর্শ দিতে জানি।
শুনেন আপু, কোন ভুল হয়নি, আপনার জীবন সঙ্গী বিয়ে করে ভুল করেছে এমন ধারণা মনে প্রাণে বিশ্বাস করে তাই আপনার প্রতি বিরক্ত হয়ে রাগারাগি করে।
চারপাশের কোন মানুষের কথা শুনা যাবে না। চারপাশের মানুষের কথা শুনে সংসার করতে গেলে একজীবনে বিয়ে ৫/৬ বার করা লাগবে কিন্তু। নিজেরা শক্ত হয়ে, সংসারও নিজের কাজে মন দিয়ে এগিয়ে যান।
কোন ভুল হয়নি। যতটুকু ভুল হয়েছে তার জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন। আর কে কি বললো কান দিবেন না।
এই দেশে যৌতুক না পেলেই কেবল বিয়েটা ভুল বলে গণ্য হয়।
প্রথম প্রশ্নের উত্তরটা জাকির নায়েক এর একটা অনুষ্ঠানে হুবহু এইভাবেই বলেছিলেন
বিয়ের বিষয় টা নিয়ে উনি যা বললেন এটা কি ঠিক? বিয়ের বিষয় পূর্ব নির্ধারিত।