মিশ্র সার কিভাবে তৈরী করি | কোন কোন গাছে দেবো | কতদিন রাখা যাবে | আমার বাগানের চাবিকাঠি | My Garden

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.พ. 2021
  • #my_garden_raju_paul
    মিশ্র সার কী
    Mixed fertilzers
    সেরার সেরা মিশ্র সার - দর্শকবন্ধুদের প্রশ্নের উত্তর || My Garden Raju Paul
    • সেরার সেরা মিশ্র সার -...
    SG 31/2020: ফাঙ্গিসাইড/ছত্রাকনাশক+কার্বনডিজম ও ম্যানকোজেব+সিস্টেমিক ও কনট্যাক্ট+নিয়ম ও সাবধানতা
    • SG 31/2020: ফাঙ্গিসাইড...
    "Plant Trees, Save Earth". You, I and we all will make a beautiful green earth.
    Raju Paul
    A tree lover & Govt. Employee
    Hobby: Gardening

ความคิดเห็น • 264

  • @anjalisengupta1965
    @anjalisengupta1965 3 ปีที่แล้ว +5

    দাদা এতে কি পোকা হবার কোনো সম্ভাবনা আছে?
    যদি পোকা হয় তাহলে কী মেশাব?

    • @Boss33335
      @Boss33335 3 ปีที่แล้ว +2

      পোকা হলে ভালো

    • @MyGardenRajuPaul
      @MyGardenRajuPaul  3 ปีที่แล้ว +4

      বিষয় টা গুরুত্বপূর্ণঃ
      মেটামুটি ৫-৬ দিন পর সাদা সাদা পোকা হতে পারে, চিন্তিত হওয়ার কিছু নেই। শুধু দুদিন পর পর হালকা জল দিয়ে নেড়েচেড়ে দিতে হবে। কয়েকদিন পর পোকা আর থাকবে না।

    • @muktibiswas9953
      @muktibiswas9953 3 ปีที่แล้ว

    • @MyGardenRajuPaul
      @MyGardenRajuPaul  3 ปีที่แล้ว +2

      না

    • @bikashkumarroy3329
      @bikashkumarroy3329 3 ปีที่แล้ว +1

      ভারমিকমপোস্ট এর সঙ্গে পাতাপচা সার একসঙ্গে মিশানো যাবে?

  • @sumanasarkar3228
    @sumanasarkar3228 2 ปีที่แล้ว +1

    দাদা আপনার পরিবেশনা বড় আন্তরিক, নতুনদের জন্য খুব সহজপাচ্য। ধন্যবাদ 🙏

  • @sukladey9482
    @sukladey9482 3 ปีที่แล้ว +1

    খুব উপকৃত হলাম ।

  • @bandanachakraborty5086
    @bandanachakraborty5086 ปีที่แล้ว +1

    অনেক ধন্যবাদ দাদা, এইভাবে সার তৈরি নিজে নিজেই তৈরি করা যায় জানতাম না। আপনি ভালো থাকবেন।

  • @moushumiganguly9645
    @moushumiganguly9645 3 ปีที่แล้ว +1

    Chotto Pakhi gulo ke dhonnobad. Apnar video ta te khub upokar holo

    • @MyGardenRajuPaul
      @MyGardenRajuPaul  3 ปีที่แล้ว

      ধন্যবাদ, ভালো থাকবেন।

  • @kabitasinha7427
    @kabitasinha7427 3 ปีที่แล้ว +2

    খুব ভালো লাগলো অনেক কিছু শিখলাম ধন্যবাদ দাদা। 🙏🙏🙏🙏

  • @debasishchatterjee3846
    @debasishchatterjee3846 3 ปีที่แล้ว +1

    খুব ভালো লাগলো ।আমি অবশ্যই বানাবো । ধন্যবাদ ,ভালো থাকবেন ।

  • @shibaprasadgupta9654
    @shibaprasadgupta9654 3 ปีที่แล้ว +1

    Apurbo explaination mix.manure er .asonkho dhanyabad.I must follow the process and shall preserve the same for future application on plants.

    • @MyGardenRajuPaul
      @MyGardenRajuPaul  3 ปีที่แล้ว

      ধন্যবাদ, শুভেচ্ছা রইলো।

  • @rohandas5670
    @rohandas5670 2 ปีที่แล้ว +1

    Apnar sb video khub vlo lage dada khub upokrito hoi apnr video thake dhonnobad

  • @sdasgupta6070
    @sdasgupta6070 3 ปีที่แล้ว

    Khub bhalo legchhe o upakrita holaam. Dhanyabaad.

  • @apolodas1869
    @apolodas1869 2 ปีที่แล้ว +1

    অসাধারণ অসাধারণ। এতো বিস্তারিত ভাবে কেউ বলে না।ধন্যবাদ।

    • @MyGardenRajuPaul
      @MyGardenRajuPaul  2 ปีที่แล้ว

      ধন্যবাদ, ভালো থাকবেন।

  • @mitaganguly5160
    @mitaganguly5160 3 ปีที่แล้ว +1

    Dada khub bhalo laglo. Apnar sob video gulo dekhi khubi upokrito hoi.

  • @jasminejamil5589
    @jasminejamil5589 9 หลายเดือนก่อน +1

    আপনার সহজবোধ্য উপস্থাপনার জন্য আন্তরিক শুভকামনা। তবে যদি গ্রামের হিসাব না দিয়ে চা চামচ বা টেবিল চামচের হিসেবে বলে দিতেন তাহলে আমার জন্য খুবই উপকারী হতো। কারণ আমি গ্রামের হিসাব বুঝিনা। (বাংলাদেশ)

  • @apolodas1869
    @apolodas1869 2 ปีที่แล้ว

    আপনি ঠিক যেমনটি বলেছেন - ঠিক তেমন ভাবে জৈব সার প্রস্তুত করলাম।আজ ২০ দিন।অসাধারণ অসাধারণ অসাধারণ সার তৈরী হয়েছে।একেবারে BLACK GOLD🙏🙏 । ধৈর্য্য রাখতে না পেরে ঠিক ১৫ দিনের মাথায় জবা,বেলী আর জুঁই ফুলের গাছে দিয়েছিলাম ---- ৩ দিন পর থেকেই কচি পাতা বেরোতে শুরু করে।পাতার রঙ অপূর্ব হয়ে উঠছে ক্রমাগত।অনেক অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা ভাই।

  • @swapanbanerjee6710
    @swapanbanerjee6710 3 ปีที่แล้ว +1

    খুব সুন্দর হয়েছে আরো জানতে চাই

    • @MyGardenRajuPaul
      @MyGardenRajuPaul  3 ปีที่แล้ว

      ধন্যবাদ, ভালো থাকবেন।

  • @agamanibhattacharyya664
    @agamanibhattacharyya664 2 ปีที่แล้ว +1

    Apni je vabe bolen sobai upokrito to hoy..emon ki amar moto jara sobe bagan korte uddogi hoyeche tara boroi upokrito hoy...thank you

  • @swapandhar2627
    @swapandhar2627 3 ปีที่แล้ว +1

    অশেষ ধন্যবাদ আপনাকে

  • @shaogatmurshed517
    @shaogatmurshed517 3 ปีที่แล้ว

    REALLY SIR ,YOUR FERTILIZER ADVISE IS TO MUCH NICE SUGGESTIIN .

  • @sibsankarpramanik5570
    @sibsankarpramanik5570 3 ปีที่แล้ว +1

    দাদা ধন্যবাদ। সত্যিই অসাধারণ।

  • @krishnachakraborty517
    @krishnachakraborty517 3 ปีที่แล้ว +1

    Kub valo laglo,

  • @abhijitbanerjee7374
    @abhijitbanerjee7374 3 ปีที่แล้ว +1

    Nice Information 🙏🌹🌹🌹🌹🌹

  • @olivershamoli2317
    @olivershamoli2317 3 ปีที่แล้ว +3

    দাদা আপনার ভিডিও গুলি প্রায়ই আমি দেখি, এবং খুবই কার্যকরী বলে মনে হলো। আমি বাংলাদেশ থেকে বলছি-সুন্দর ভিডিওর জন্য ধন্যবাদ দিয়ে ছোট করবো না।

    • @MyGardenRajuPaul
      @MyGardenRajuPaul  3 ปีที่แล้ว

      অনেক অনেক ভালো থাকবেন।

  • @jayantibanerjee8657
    @jayantibanerjee8657 ปีที่แล้ว +1

    Thank you..

  • @gargisikdar9426
    @gargisikdar9426 3 ปีที่แล้ว +1

    আমার অনেক প্রশ্নের উত্তর পেলাম দাদা।অনেক ধন্যবাদ

    • @MyGardenRajuPaul
      @MyGardenRajuPaul  3 ปีที่แล้ว

      ধন্যবাদ, ভালো থাকবেন।

    • @subhasreebhadra8474
      @subhasreebhadra8474 11 หลายเดือนก่อน

      ভার্মি কমপোষটের বদলে কিচেন কমপোষট ব্যবহার করা যেতে পারে কিনা জানালে উপকৃত হব ।

  • @mouliadhikary1143
    @mouliadhikary1143 3 ปีที่แล้ว +1

    খুব ভালো লাগলো আপনার কাজ দাদা আমি চেষ্টা করবো তৈরি করার

  • @malabikachakma5468
    @malabikachakma5468 2 ปีที่แล้ว

    ধন্যবাদ

  • @maquaiyum4026
    @maquaiyum4026 2 ปีที่แล้ว

    Excellent 👌

  • @user-xx4vc9md7b
    @user-xx4vc9md7b 2 ปีที่แล้ว +1

    Thanku vai l see every vidio

  • @nazirali8321
    @nazirali8321 3 ปีที่แล้ว +1

    আপনার ভিডিও গুলো বেশ ভাল লাগে! বাগান বিলাস আমার খুব পছন্দের গাছ! আপনার ভিডিও দেখে শেখার চেষ্টা করছি। ভাল থাকবেন।

    • @MyGardenRajuPaul
      @MyGardenRajuPaul  3 ปีที่แล้ว

      ধন্যবাদ, শুভেচ্ছা রইলো

    • @tapasidas524
      @tapasidas524 3 ปีที่แล้ว +1

      আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ।

  • @azizhasan3748
    @azizhasan3748 2 ปีที่แล้ว

    খুবই ভাল লাগলো। অনেক ধন্যবাদ। অন্যান্য উপাদান, যেমন, ম্যাগনেসিয়াম সালফেট, বোরন, জিঙ্ক, জিপসাম, সালফার, ইত্যাদি তো মেশালেননা। তাহলে এগুলো কি গাছে প্রয়োজন নেই? এই বিষয়টি দয়া করে পরিষ্কার করে দিবেন আশা করি। অপেক্ষায় থাকলাম। আপনাকে আগাম ধন্যবাদ রইল।

  • @prodiproy5112
    @prodiproy5112 3 ปีที่แล้ว +1

    খুব ভাল লাগলো, উপকৃত হলাম

  • @diptammondal8772
    @diptammondal8772 ปีที่แล้ว

    Er sathe super phosphate, potash mishiye begounvilla te deoa jabe?

  • @AbhijitDas-vq7rj
    @AbhijitDas-vq7rj 2 ปีที่แล้ว

    Must compliment for your detailed information in all videos. Please let me know as to why you have not put equal quantity of Mustard cake Powder?

  • @AbhijitDas-vq7rj
    @AbhijitDas-vq7rj 2 ปีที่แล้ว

    Can this be used for Areca palm?

  • @dhritabhowmik9036
    @dhritabhowmik9036 ปีที่แล้ว

    Varmi compost ki? Valo kore ektu bolun..ghorowa upaiye..

  • @kaberiroy2569
    @kaberiroy2569 3 ปีที่แล้ว +1

    Dada,khub Bhalo laglo.sab gachhe bybhar karte parbo ...Karon anek Kichu mone rakhte parina.👍r background je chhotto pakhita Tomar sange chhilo.Ota doyel❤️

    • @MyGardenRajuPaul
      @MyGardenRajuPaul  3 ปีที่แล้ว

      ধন্যবাদ, ভালো থেকো।

  • @debashismondal2723
    @debashismondal2723 2 ปีที่แล้ว

    দাদা নমস্কার। আপনার পরামর্শ বাস্তবসম্মত ও সহজ সরল। যদি কিছু মনে না করেন আপনার পেশা কি জানতে পারি।

  • @user-xc7jp6lt7e
    @user-xc7jp6lt7e 2 ปีที่แล้ว +1

    Dada khub bhalo lage apnar video guli, khub help hoy.
    Kintu ebare sar banie rekhe diyechilam , dudin pore dekchi fungus hoye geche o dhela moto hoye geche, ki kori please advice

    • @MyGardenRajuPaul
      @MyGardenRajuPaul  2 ปีที่แล้ว

      ডেসক্রিপশন বক্সে যে ভিডিওটা দেয়া আছে সেটা দেখুন আশা করি কাজে আসবে এবং বিষয়টা বুঝতে পারবেন।

  • @subhasreebhadra8474
    @subhasreebhadra8474 11 หลายเดือนก่อน

    ভার্মি কমপোষট না দিয়ে মিশ্র সারে কিচেন কমপোষট use করা কি যেতে পারে ?জানালে খুব উপকৃত হব ।

  • @sujitdey7064
    @sujitdey7064 ปีที่แล้ว

    আচ্ছা ভাই je kono রাসায়নিক বা জৈব্য সার বানিয়ে কতো দিন রেখে মানে বানিয়ে তারপর used korbo please amake bolo ami didi.

  • @bapu-sWorld39
    @bapu-sWorld39 2 ปีที่แล้ว

    দাদা নিমখোল বাংলাদেশে পাওয়া যায় ই না,নিম খোলের পরিবর্তে কি ব্যবহার করতে পারি??
    আর শিংকুচির পরিবর্তে কি ডিমের শেল/কলার খোসার গুড়া ব্যবহার করা যাবে?
    প্লিজ উত্তর দিবেন🙏🙏🙏

  • @cityinstant9380
    @cityinstant9380 ปีที่แล้ว

    Dada ami jodi ar sata badam khol die ta te kano osubidha acha

  • @DilipDas-or9bw
    @DilipDas-or9bw 10 หลายเดือนก่อน

    ভার্মি কম্পোস্ট সারের বদলে কিচেন কম্পোস্ট দিয়ে মিশ্রসার কি বানাতে পারি ?

  • @debashreeray858
    @debashreeray858 3 ปีที่แล้ว +1

    Dadà ei mixed organic fertilizer ta baniyechi but j air tight container rekhechilam pore tar vitor sada mould hoye jachhe.ki korbo?ota ki use kora jabe further?

    • @MyGardenRajuPaul
      @MyGardenRajuPaul  3 ปีที่แล้ว

      হ্যাঁ, ব্যাবহার করা যাবে। ওগুলো খুবভালো ডিকম্পোস্ট হওয়ার লক্ষ্মন। মাঝে মাঝে কন্টেনারের মুখ খুলে নিতে হবে, নাহলে গ্যাস উৎপন্ন হবে।

  • @subratakumardutta1953
    @subratakumardutta1953 3 ปีที่แล้ว +1

    Hornmile ye bodole ki debo..kono chemical fertiliser dite para jay...Darun video...gondhoraj yer video deo...

    • @MyGardenRajuPaul
      @MyGardenRajuPaul  3 ปีที่แล้ว

      হর্ন মিলে নাইট্রোজেন ও ফসফরাস থাকে। ডি এ পি দিতে পারেন।

  • @sandipsett5323
    @sandipsett5323 ปีที่แล้ว +1

    Tulsi gach e singkuchi,har guro dea jai na.Er alternate ki debo?

    • @MyGardenRajuPaul
      @MyGardenRajuPaul  ปีที่แล้ว

      তুলসিগাছ বসানোর সময় একটু সামান্য গোবরসার/ভার্মি দিয়ে বসান। জল ছাড়া আর কিছুই দিতে হয় না।

  • @rahaarindam
    @rahaarindam ปีที่แล้ว

    Mixed fertilizer toiri kore rekhe diechilam 5 din age, ekhon dekhchi puro ta chatrak e dheke geche,,,eta ki savavik?

  • @mahuadasgupta7303
    @mahuadasgupta7303 3 ปีที่แล้ว +1

    খুব উপকৃত হলাম দাদা। ধন্যবাদ।আমার একটা প্রশ্ন ছিল যে সর্ষের খোল গুঁড়ো বা হাড়ের গুঁড়ো কিছুদিন প্লাস্টিক এর বোতলে রাখলে সাদা রঙের ফাঙ্গাস ধরে যায়।সেক্ষেত্রে কি করণীয়?

    • @MyGardenRajuPaul
      @MyGardenRajuPaul  3 ปีที่แล้ว +1

      ওগুলো ডিকম্পোস্ট হচ্ছে, এরকম হলে সরাসরি মাটিতে ব্যাবহার করা যায়, ভালো ও দ্রুত কাজ।

    • @mahuadasgupta7303
      @mahuadasgupta7303 3 ปีที่แล้ว +1

      @@MyGardenRajuPaul apni sobar comment reply koren eta khub valo laglo. onek onek dhonnobad.sikhchi onek kichu

    • @MyGardenRajuPaul
      @MyGardenRajuPaul  3 ปีที่แล้ว

      ধন্যবাদ, ভালো থাকবেন।

  • @Boss33335
    @Boss33335 3 ปีที่แล้ว

    গোবর সারের সঙ্গে এই জিনিস গুলো মেশানো যাবে

  • @sayantanicollegeofeducatio9115
    @sayantanicollegeofeducatio9115 3 ปีที่แล้ว +1

    Gangharaj flower plant er jonnyo ki vabe soil tairy korbo?

    • @MyGardenRajuPaul
      @MyGardenRajuPaul  3 ปีที่แล้ว

      গরমের গাছের যে মাটি সেটাই দিন

  • @sakilahmed7654
    @sakilahmed7654 2 ปีที่แล้ว +1

    Dada tob er matite ... কেঁচো hoche ki korbo ?? Plz bolben

    • @MyGardenRajuPaul
      @MyGardenRajuPaul  2 ปีที่แล้ว

      কোন সমস্যা না। টব যাতে সরাসরি মাটির সাথে লেগে না থাকে সেটা দেখে রাখুন।

  • @mdshahidalom6774
    @mdshahidalom6774 3 ปีที่แล้ว +2

    Dada oi baganbilas fulta oi size e thakbay ota jeno boro na hoy tar jonno ki korsilan

    • @MyGardenRajuPaul
      @MyGardenRajuPaul  3 ปีที่แล้ว +1

      নিয়মিত কাটাই ছাটাই করতে হবে।

  • @ashishmuhury761
    @ashishmuhury761 3 ปีที่แล้ว +2

    আমি এভাবে মিক্সড সার তৈরি করেছি--
    2 বাটি ভার্মি কম্পোস্ট
    ১ বাটি করে শষ্যখৈল + নিমখৈল + হাঁড়গুড়ো + কলার খোসা গুঁড়ো + ডিমের খোসা গুঁড়ো ...এই পদ্ধতিও দেওয়া যাবে ??

  • @rafiaadnin620
    @rafiaadnin620 2 ปีที่แล้ว +1

    স্যার আমি দোকান থেকে মিশ্র সার কিনে এনেছি। গাছে মিশ্র সার দেওয়ার পর কি অন্য আর কোনো সার দিতে হবে?আর এই মিশ্র সার কত দিন পর পর গাছে দিতে হবে?

  • @asmamonika3049
    @asmamonika3049 ปีที่แล้ว +1

    এই সারে নাইট্রোজেন ফসফরাস পটাসিয়াম তিনটাই আছে?

  • @shuvendupalchowdhury4151
    @shuvendupalchowdhury4151 ปีที่แล้ว

    Akta 8" o 10" tobe ko chamoch dite hobe

  • @madhumitabarman4814
    @madhumitabarman4814 2 ปีที่แล้ว

    Dada cinder e golap er vedio kore dakhaben

  • @RanginChadBagan
    @RanginChadBagan 2 ปีที่แล้ว +1

    Dada amar muxed sarer modhe ektu poka chilo, seta suddhu golap gacher matite diyechi, ete ki kono khoti hobe?

    • @MyGardenRajuPaul
      @MyGardenRajuPaul  2 ปีที่แล้ว

      না
      ডেসক্রিপশন বক্সে দেওয়া ভিডিওটি দেখে নিতে পারেন

  • @chandralekhapoddar3802
    @chandralekhapoddar3802 3 ปีที่แล้ว +1

    Dada ai mix sar ta babohar korle ki alada kore sorse kholpocha jol dite hobe?dile ta kotodin por debo.ami ekdom notun bagani apner video gulo folo korchhi.

    • @MyGardenRajuPaul
      @MyGardenRajuPaul  3 ปีที่แล้ว

      গাছ বিশেষ দিতে হবে, মাসে একবার মিশ্র সার দিলে ১৫ দিন অন্তর খোল জল দেওয়া যাবে। কোন গাছের কথা বলছেন?

  • @arupkumarmondal5922
    @arupkumarmondal5922 ปีที่แล้ว

    দাদা ভার্মি কম্পোস্টের পরিবর্তে এক বছরের পুরনো গোবর সার দেওয়া যাবে?
    আর এতে জলের বদলে ওয়েস্ট ডিকম্পোজারের দ্রবন ব্যবহার করলে কি কোন অসুবিধা হতে পারে?

  • @skshakal2702
    @skshakal2702 ปีที่แล้ว +1

    শিং কুচি যদি গুড়ো হয় সেই ক্ষেত্রেও কি ১০/১৫দিন অপেক্ষা করে পচাতে হবে?

  • @swarnalidas4598
    @swarnalidas4598 ปีที่แล้ว +1

    Dada ami na ei mishron e sorsher khol er sathe badam khol o misiyechi.tai bolchi je 2toi meshano te kono somossa hbe na to?Plz ektu janaben

  • @santuhalder7955
    @santuhalder7955 ปีที่แล้ว

    মিশ্র সার বানিয়ে বাইরে রেখেছিলাম।গতকাল বৃষ্টি তে ভিজে কিছুটা কাদা কাদা হয়ে গেছিলো।আজ নাড়াচাড়া দিতে দেখি প্রচুর সাদা সাদা পোকা কিলবিল করছে।এটা কি স্বাভাবিক? না হলে এখন কি করণীয়?

  • @sunirmalray7497
    @sunirmalray7497 ปีที่แล้ว

    এর সংগে কোন পটাশ সার কখন এবং কিভাবে মেশাবো?

  • @mithun207
    @mithun207 ปีที่แล้ว

    জুলাই মাসে কি গাছে মিশ্র সার দেওয়া জাবে দাদা

  • @anondosadhona1000
    @anondosadhona1000 2 ปีที่แล้ว +1

    Please advice me,12:61:00 ki bone meal poriborte deoa jabe?khoob pipre,bone meal.dilei khete asche. Golap gach achhe, dite parchi na.answer deben please.

    • @MyGardenRajuPaul
      @MyGardenRajuPaul  2 ปีที่แล้ว

      দেওয়া যাবে। তবে বোনডাস্টের সাথে নিমখোল মিশিয়ে দিয়ে দেখতে পারেন।

    • @anondosadhona1000
      @anondosadhona1000 2 ปีที่แล้ว +1

      Onek.onek.dhonyobad apnake.

  • @FAMILYWORLDBYSHILPE
    @FAMILYWORLDBYSHILPE 3 ปีที่แล้ว +1

    দাদাই সব ভিডিও দেখা হয়েছে 🥀💔💔

  • @taleoffoods2355
    @taleoffoods2355 ปีที่แล้ว +1

    Ami jodi ei mixed khabar tober matite debar agee jole gule 4/5 din rekhe tarpore chekenie oi jole aro kichuta poriman jol mixed kore gacher gorate diye dile seta deoa jabe kina ba uchit hobe kina pl ektu janie deben.🙏🙏

  • @sabrinabinte7618
    @sabrinabinte7618 ปีที่แล้ว

    আমি একেবারে নতুন বাগানি আমি এসব বুঝিনা সব মাথার উপর দিয়ে যায়😢
    আমাকে কি সহজ কোনো উপায়ে পরিচর্যা করার উপায় বলা যাবে প্লিজ
    আমার বাগানে গোলাপ আর রঙ্গন, জবা, বাগান বিলাস,হাসনাহেনা,কাটামুকুট এই গাছ গুলো আছে এগুলোর পরিচর্যা কি এসব দিয়ে করা যাবে আর কতদিন পরপর দিতে হবে

  • @biyasghosh3187
    @biyasghosh3187 ปีที่แล้ว +1

    এই মিশ্রসারটা কি বর্ষাকালে প্রয়োগ করা যাবে? আশা করি উত্তর দেবেন।

    • @MyGardenRajuPaul
      @MyGardenRajuPaul  ปีที่แล้ว

      একটানা বৃষ্টি হলে সেই সময় কোন খাবারই দেওয়া উচিত না।

  • @anushreeadda
    @anushreeadda 4 หลายเดือนก่อน +1

    জল না দিয়ে রাখলে কি হবে সেটা একটু জানাবেন দয়া করে , আমি জল না দিয়েই রেখেছি মিক্স করে ছাওয়া জায়গায় ..উত্তর তা দেবেন প্লিজ।

    • @MyGardenRajuPaul
      @MyGardenRajuPaul  3 หลายเดือนก่อน +1

      একটু ময়েশ্চার না থাকলে কম্পোস্ট হবে না মানে পচবে না

  • @pradipdey2950
    @pradipdey2950 3 ปีที่แล้ว +1

    Dada amer joba gacher pata holud hoye jachhe r kurigulo khose pore jachhe ki korbo?

    • @MyGardenRajuPaul
      @MyGardenRajuPaul  3 ปีที่แล้ว

      কত দিনের গাছ, কোথায় আছে, কী কী খাবার কতদিন আগে দিয়েছেন ডিটেইল বলুন।

  • @sumidutta9976
    @sumidutta9976 2 ปีที่แล้ว +1

    Ami kitchen waste diye compost baniye chilam. Baltir dhakna haway urey bristir jol bhore gachey. Ota kibhabey abar use kortey parbo please help korun. Oneyk dineyr porishrom. 🙏

    • @MyGardenRajuPaul
      @MyGardenRajuPaul  2 ปีที่แล้ว +1

      লিক্যুইডটা ছেঁকে রাখুন। গাছে জলের মতো দেওয়া যাবে। আর কম্পোস্ট ছায়ায় শুকিয়ে ঝুরঝুরে করে নিন।

    • @sumidutta9976
      @sumidutta9976 2 ปีที่แล้ว

      Oneyk dhonnyobad🙏🙏

  • @subhashisbanerjee6857
    @subhashisbanerjee6857 3 ปีที่แล้ว +1

    Dada, ei sar ta rady hobar por, store korar somoy ki moist vab rekhei store korte hobe na dry kore niye store korte hobe...???
    Answer please..😊

    • @MyGardenRajuPaul
      @MyGardenRajuPaul  3 ปีที่แล้ว

      যেমন কন্ডিশনে থাকবে তেমনই রাখুন

    • @subhashisbanerjee6857
      @subhashisbanerjee6857 3 ปีที่แล้ว +1

      Thank u dada.

  • @swapnaghosh747
    @swapnaghosh747 3 ปีที่แล้ว +1

    Sir bagan bilas ami onek lagiyechi but apnar moto ful nei. Ami apnar moto korte chai

    • @MyGardenRajuPaul
      @MyGardenRajuPaul  3 ปีที่แล้ว

      একদিন আগে বাগান বিলাসের একটি ভিডিও দেওয়া আছে, দেখতে থাকুন।

  • @palashsen3022
    @palashsen3022 3 ปีที่แล้ว +2

    দাদা নমস্কার,
    ভালো আছেন তো?
    আমার একটা সমস্যা হচ্ছে। দিন 15 আগে একটা জবা গাছ কিনি। গাছ টা পটিং করি। গরমের গাছের মাটি যেমন তৈরি করেছিলেন সেই মাটি দেই। গাছ গুলোর পাতা কেমন তাজা থাকছে না। একটু নেতিয়ে নেতিয়ে আছে। কি করি একটু ডিটেইলস বলে দেবেন....

    • @MyGardenRajuPaul
      @MyGardenRajuPaul  3 ปีที่แล้ว

      রিপট করার পর ছায়ায় রাখতে হবে। রিপট করার সময় গোঁরার মাটি ভেঙে গেলে বা শিকর নষ্ট হলে এই সমস্যা হতে পারে। জল কম দিন।

  • @tanmoyghosh5396
    @tanmoyghosh5396 ปีที่แล้ว

    Raju da ...ami alpo kore banai ...poka hoy tai.... 1 kj vermi compost
    250 gm neam khol
    200 gm sorser khol
    250 gm har guro
    200 gm sing kuchi
    Amk ektu bole dao poriman ta thik ache kina

  • @udaysankarchakraborty9366
    @udaysankarchakraborty9366 ปีที่แล้ว +1

    পনেরো দিন কি ঢাকা দিয়ে রাখবো। ভিডিওতে বলা হয় নি।একটু দয়াকরে জানাবেন

  • @soumikchem
    @soumikchem 2 ปีที่แล้ว +1

    Waste decomposer জল দেওয়া যাবে?

  • @rockbaban6453
    @rockbaban6453 3 ปีที่แล้ว +1

    এখন এই চড়া রোদে হাইব্রিড vinca গাছগুলো কোথায় রাখবো?? এই গাছে যদিও সরাসরি সূর্যালোক পছন্দ করে তবুও এত চড়া রোদ কী সহ্য করতে পারবে? এ নিয়ে ভিডিও দিন

    • @MyGardenRajuPaul
      @MyGardenRajuPaul  3 ปีที่แล้ว

      সকাল ও দুপুরের রোদ দিন

  • @anudeepaghosh
    @anudeepaghosh 11 หลายเดือนก่อน

    apni vermicompost er byapare khub important kotha bollen.. amar khub baje ekta experience ache.. ami new gardener, amazon e sobcheye popular brand er vermicompost kine mati prepare korechilam.. 1 week er moddhei sei 7-8 ta gach kore gelo.. ami bhabtei parini vermi'r dosh hote pare..new gardener tai bujhteo parchilam na ki bhul korlam..bhablam transplant shock.. ba onno gulo, jemon neem khol, haar gulo, bhablam ogulo bodhoy besi diye diyechi.. ogulo baad diye again 2to gach boshalam, again morey gelo.. then bhablam kijani mati'r dosh, maybe fungus ache.. mati onno jaiga theke nilam, again eki... ekdom sese porey roilo vermi... then ota suspect korlam.. kintu amazon e ettto lok kineche, 4.1 rating... bisshah i hocchilo na... but still ami vermicompost eliminate kore just mati bali te boshalam.. byas, dibbi gach beche roilo.. 12 din baad theke oplo olpo shar dite thaklam.. besh ache gach ekhon, bolte nei..ami new gardener, ei tikto experience er por ami bhebechilam amar dara gach hobena, bhishon discouraged hoye gechilam..but thank God je lege thekechhilam.. ekhon nursery theke ni, and notun kichu kinle aage ekta gach e apply kore dekhe ni... thik thakle tobei baki gach e di... apni ekdom thik bolechen, nischoi urea jatio strong chemical kichu meshano chhilo... nahle erom 1 week er moddhe healthy gach morbe keno... experience ta share korlam, jodi onno keu upokrito hon..

  • @madhumitabose9872
    @madhumitabose9872 2 ปีที่แล้ว

    আমি আপনার শেখানো এই সারটি তৃতীয়বার তৈরি করছি। আজ ৫ দিন হল আজ সারটি নাড়াচাড়া করতে গিয়ে দেখলাম তাতে প্রচুর ছোট ছোট সাদা কেঁচো , এটা ঠিক আছে নাকি সমস্যা হয়েছে আর সারটি সঠিক জায়গাতেই রেখেছি তাতে হাওয়া বাতাস লাগছে কিন্ত কোন বৃষ্টির জল লাগছে না ।

  • @bobbydas7637
    @bobbydas7637 3 ปีที่แล้ว

    Dada phospet o potash koto din ontor didte hoy ?

  • @anirbandas4524
    @anirbandas4524 ปีที่แล้ว

    Whare is potassium content ? Why it is not added

  • @biswajitpaul4805
    @biswajitpaul4805 2 ปีที่แล้ว +1

    দাদা,আমি এই ভাবে মিক্স সার তৈরি করেছি - গোবর সার -২কেজি
    নিম খোল -১কেজি
    সর্ষের খোল -৫০০গ্রাম
    হার গুঁড়ো -৫০০গ্রাম
    সিং কুচি -৫০০গ্রাম
    ডি এ পি -২০০গ্রাম
    সুপার ফসফেট -২০০গ্রাম
    সি উইড গ্রানুয়েলস -২০০গ্রাম এই উপাদান গুলি একসাথে মিশিয়ে জল দিয়ে হালকা ভিজিয়ে ডি কম্পোস্ট করে একটি কৌটো তে রেখে দিয়েছি।এই খাবার দিলে কোনো ক্ষতি হবে কি?

    • @MyGardenRajuPaul
      @MyGardenRajuPaul  2 ปีที่แล้ว

      রাসায়নিক সারগুলো কেন দিয়েছেন? কী হবে জানি না।

  • @SaurabThakur
    @SaurabThakur ปีที่แล้ว +1

    ভার্মি কম্পোস্ট এর পরিবর্তে কি গোবর সার ব্যবহার করা যাবে?

  • @masumaakter4010
    @masumaakter4010 ปีที่แล้ว +1

    Poka jate na hoy sei ta kivabe bondho korbo.

    • @MyGardenRajuPaul
      @MyGardenRajuPaul  ปีที่แล้ว

      কিছুদিন পর পোকা এমনিতেই চলে যায়

  • @niveapaul2159
    @niveapaul2159 3 ปีที่แล้ว +1

    Dada zarbera kibhabe korbo bolben

    • @MyGardenRajuPaul
      @MyGardenRajuPaul  3 ปีที่แล้ว

      জারবেরার অনেক ভিডিও দেওয়া আছে

  • @satyaranjande8604
    @satyaranjande8604 2 ปีที่แล้ว +1

    এই সার কি বোগেনভেলিয়া গাছে ব্যবহার করতে পারব?

  • @Life-es2hq
    @Life-es2hq 2 ปีที่แล้ว +2

    Sada sada poka hoyeche dekhe ami ai misron ta 30min rode rekhechilam, ate ki kono khoti hobe? Please janaben 🙏

    • @MyGardenRajuPaul
      @MyGardenRajuPaul  2 ปีที่แล้ว +1

      মিশ্র সারে ময়েশ্চার রাখতে পারলে ভালো হয়। অসুবিধা নেই, এরপরে আর রোদে দেবেন না।

    • @Life-es2hq
      @Life-es2hq 2 ปีที่แล้ว +1

      @@MyGardenRajuPaul anek dhonyobad, apnake jotobar proshno korechi proti bar e apni uttor diyeche

  • @shanchitaafrin3246
    @shanchitaafrin3246 2 ปีที่แล้ว +1

    দাদা সার টা 15 দিন পর কি রোদে শুকিয়ে এয়ার টাইট বক্সে রাখব নাকি অই ভিজা ভিজা অবস্থাই রেখে দেব?

    • @MyGardenRajuPaul
      @MyGardenRajuPaul  2 ปีที่แล้ว +1

      না, শুকালে হবে না। ডেসক্রিপশন বক্সে দেওয়া ভিডিওটি দেখুন।

  • @subratakumardutta1953
    @subratakumardutta1953 3 ปีที่แล้ว +1

    Misro saarye sathye potash mesabo ki?

    • @MyGardenRajuPaul
      @MyGardenRajuPaul  3 ปีที่แล้ว

      তৈরী করার সময় মেশাবেন না, ব্যাবহারের সময় মেশান। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া ভিডিওটি দেখুন।

  • @rehamgphouse7959
    @rehamgphouse7959 2 ปีที่แล้ว +1

    দাদা আমরা তো সিং খুঁজি পাচ্ছি না আমরা তাহলে কি দিব বিকল্প কিছু আছে কি??

    • @MyGardenRajuPaul
      @MyGardenRajuPaul  2 ปีที่แล้ว

      কিছু দিতে হবে না। মিশ্র সার মাটিতে দেওয়ার সময় ভার্মি কম্পোস্ট বা গোবর সার দিন।

  • @pradiphawladar5922
    @pradiphawladar5922 2 ปีที่แล้ว

    ভার্মির বদলে গোবর সার দিলে হবে

  • @user-kx5dz4om4b
    @user-kx5dz4om4b 2 ปีที่แล้ว +1

    জলটা শুকিয়ে সংরক্ষণ করবো নাকি ভেজাটাই?

    • @MyGardenRajuPaul
      @MyGardenRajuPaul  2 ปีที่แล้ว

      জল তো থাকবে না, হালকা ময়েশ্চার থাকবে কখনোই জল বেশি থাকবে না।

  • @shahanayesmin6330
    @shahanayesmin6330 2 ปีที่แล้ว

    শিংকুচি ও হাড়ের গুড়া বাংলাদেশে পাওয়া যায় না এর পরিবর্তে কি ব্যাবহার করতে পারি
    শিংকুচি =
    হাড়ের গুড়া৷ =

  • @DPCreative
    @DPCreative 2 ปีที่แล้ว +1

    সর্ষের খোল এর জায়গায় বাদাম খোল ব্যাবহার করা যাবে কি?

  • @purabibarma5888
    @purabibarma5888 3 ปีที่แล้ว +1

    দাদা এই মিশ্র সারে পটাশিয়াম আছে ?
    যদি না থাকে তাহলে পটাশিয়ামের অভাব পূরণের জন্য কি ব্যবহার করতে হবে ?

    • @MyGardenRajuPaul
      @MyGardenRajuPaul  3 ปีที่แล้ว +1

      আলাদা করে পটাশ মাটিতে দিতে হবে।

  • @manoramadas6051
    @manoramadas6051 2 ปีที่แล้ว +1

    Amar sab gachh gulo satez,sabuz dekhazayna keno ? Zatna ne,khabar o dei,

    • @MyGardenRajuPaul
      @MyGardenRajuPaul  2 ปีที่แล้ว

      জল বা খাবার বেশী হয়, রুট স্ট্রং নয়

  • @mitadas3174
    @mitadas3174 3 ปีที่แล้ว +1

    Dheke rakhte hobe ki ??

    • @MyGardenRajuPaul
      @MyGardenRajuPaul  3 ปีที่แล้ว

      না, হাওয়া বাতাস লাগাতে হবে।