ความคิดเห็น •

  • @bimalenduadhikari295
    @bimalenduadhikari295 ปีที่แล้ว +470

    "পিসি-ভাইপো" অবিলম্বে 'তিহার' জেলযাত্রা করে বঙ্গবাসীকে স্বস্তি প্রদান করুক কামনা করে সন্ময় বাবুর অনুপম প্রতিবেদনকে জানাই আন্তরিক শুভেচ্ছা।

    • @mau8990
      @mau8990 ปีที่แล้ว +20

      আমি তো সবার আগে চাই।

    • @goutammukherjee4736
      @goutammukherjee4736 ปีที่แล้ว +19

      যারা বাংলার বার্তা র শ্রোতা তারা সবাই চান।

    • @basubanasri1358
      @basubanasri1358 ปีที่แล้ว +13

      ​@@mau8990 ভাইপো আর যেখানে যত লোক.. বংশতালিকায়! ..আর, রাজ্যের "অপরাধী".. এই অভিযুক্ত তালিকায়..!
      বিচারের নির্দিষ্টতায় সকলের ই জেলযাত্রা শুভ ও স্বাগত হোক্??!! ..

    • @samirmukherjee4932
      @samirmukherjee4932 ปีที่แล้ว +11

      শুধু ভাইপো কেন সমস্ত অপরাধীদের জেলযাত্রা অতি সত্তর প্রয়োজন।

    • @hirahalder2690
      @hirahalder2690 ปีที่แล้ว +6

      🤚🤚🤚

  • @shresthangshimitra2501
    @shresthangshimitra2501 ปีที่แล้ว +290

    তৃনমূলের অন্তিমযাত্রা আসন্ন তা নিশ্চিত.... ধন্যবাদ দাদা...🙏

    • @TheJoydish
      @TheJoydish ปีที่แล้ว +3

      Yes. It's a matter of time.

    • @lovemeorleaveme1961
      @lovemeorleaveme1961 ปีที่แล้ว

      বলহরি হরিবোল, চোরগুলোকে খাটে তোল 🛌

    • @Ankitachowdhury519
      @Ankitachowdhury519 ปีที่แล้ว

      Boycott TMC.Amra e pari TMC govt k ulte dite.

    • @subhadipghosh7230
      @subhadipghosh7230 ปีที่แล้ว +1

      *ভোট দেওয়ার আগে 10বার ভাবুন কারণ একটা ভোটই ভীষণ মূল্যবান*
      ------------------------------------------
      *কেন্দ্রীয় সরকারের বহুমুখী প্রকল্পগুলি হল*
      🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
      একটা মানুষের বেঁচে থাকার জন্য সবথেকে যেটা প্রয়োজন
      *1.প্রধানমন্ত্রী গরীবকল্যান যোজনা-* খাদ্য (চাল, ডাল, গম,চিনি etc)
      *2. প্রধানমন্ত্রী আবাস যোজনা-* ঘর
      *3.স্বচ্ছ ভারত অভিযান-* শৌচালয়।
      *4.আয়ুষ্মান ভারত -* (5লক্ষ টাকা) স্বাস্থ্য। কার্ডটাতে নরেন্দ্র মোদীর ছবি দেওয়া আছে তাই মমতা ব্যানার্জি এরাজ্যে চালু করতে দেয়নি।ভারতবর্ষের সব রাজ্যে আয়ুষ্মান ভারত চলছে, কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত চলছে না।আয়ুষ্মান ভারতের 70% কেন্দ্র আর 30% টাকা রাজ্য দেয়।
      *5. জল জীবন মিশন -* বিশুদ্ধ পানীয় জল।
      *6.মনরেগা প্রকল্প-* গরীব মানুষদের জন্য 100 দিনের কাজ।
      *7. Skill Development Project-* বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ।এই প্রকল্পটিকে এরাজ্যে *উৎকর্ষ বাংলা* বলে চালানো হচ্ছে।
      *8.প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা-* রাস্তা।
      *9.বার্ধক্য ভাতা-* 800 টাকা দেয় কেন্দ্র আর 200 টাকা দেয় রাজ্য।
      *10. প্রধানমন্ত্রী মাতৃবন্দনা প্রকল্প-* সরকারি hospital এ সন্তান প্রসবের পর 5 হাজার টাকা সহ AMBULANCE 🚑এ বাড়ি পৌছানোর ব্যবস্থা ও করে দিয়েছে।
      *11.* SC, ST দের Development এর জন্য কেন্দ্রীয় সরকার যে টাকা পাঠায় সেটা দিয়ে তাদের development না করে সেই টাকা দিয়ে *সবুজ সাথীর ভাঙা সাইকেল* দিচ্ছে।সাইকেলটা আবার কম করে 500 টাকা দিয়ে ঠিক করতে হচ্ছে।অভিষেক ব্যানার্জীর শ্যালিকা মেনকা গম্ভীরের শ্বশুরমশাই পবন অরোরা প্রতিটা সাইকেল থেকে 400টাকা কমিশন নেয়।
      *12.কৃষক সম্মান নিধি-* বছরে তিনবার 2000 টাকা করে 6000টাকা কৃষকদের Account এ
      ঢুকে যায়।2 বছর হয়ে গেলো এই প্রকল্পটিকে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে বন্ধ করে রেখে দিয়েছে।
      *13.মিড ডে মিল-* এটা ভারত সরকারের প্রকল্প।এর মাধ্যমে বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের স্কুল ছুটের সংখ্যা কমানো সম্ভব হয়েছে।
      *14. পি এম পোষণ-*
      ফল, ডিম, মাংস, দুধ শুধু পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষ জুড়ে দেওয়া হয়।এটা ভারত সরকারের নতুন প্রকল্প।শিক্ষার্থীদের অতিরিক্ত পুষ্টি সরবরাহ করার জন্য এই প্রকল্পটি করা হয়েছে।এটাকে মমতা ব্যানার্জি নিজের বলে চালিয়ে দিচ্ছে।
      *15. সমগ্র শিক্ষা মিশন-* বিদ্যালয়ের স্কুলের ব্যাগ,স্কুলের জামা, প্যান্ট, বই, খাতা দেওয়া হয়।এগুলো সবই কেন্দ্রীয় সরকার দিচ্ছে।কিন্তু মমতা ব্যানার্জি জামা, ব্যাগ এমনকি খাতাতেও বিশ্ববাংলার *ব* এর logo এবং নিজের ছবি বসিয়ে দিচ্ছে।
      *16.* কেন্দ্রীয় সরকার পর্যাপ্ত পরিমাণে ICDS(Integrated Child Development Services) কে যে টাকা দেয় সেই টাকা ICDS এর বিভিন্ন fund এ না দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিমাসে মহিলাদের একাউন্টে 500 টাকা ( *লক্ষ্মীর ভান্ডার* ) করে ঢুকিয়ে দিচ্ছে।এবার প্রশ্ন হচ্ছে ICDS এর প্রাপ্য টাকা টা দিচ্ছে কীভাবে ?
      কেন্দ্রীয় সরকার মিড ডে মিল প্রকল্পের জন্য যে টাকা দেয় সেই টাকার অধিকাংশ ICDS কে পরের মাসে দিয়ে দিচ্ছে।যারফলে এরাজ্যের স্কুলের ছাত্রছাত্রীরা মিড ডে মিল এ ভালো পুষ্টিকর খাবার ঠিকমতো পাচ্ছে না।
      এছাড়া সরকারি কর্মচারীদের প্রাপ্য টাকা DA না দিয়ে সেখান থেকেও বেশ কিছু টাকা চুরি করছে মাননীয়া লক্ষ্মীর ভান্ডারের জন্য।
      *17.প্রধানমন্ত্রী উজালা যোজনা-* রান্নার গ্যাস।
      *18. বিধবা ভাতা-* 800 টাকা দেয় কেন্দ্র ও 200 টাকা দেয় রাজ্য।40 থেকে 59 বছরের মহিলাদের দেওয়া হয়।
      *19. দিব্যাঙ্গ ভাতা-* দিব্যাঙ্গ দের জন্য 800 টাকা দেয় কেন্দ্র আর 200 টাকা দেয় রাজ্য।এটাকে মমতা ব্যানার্জি মানবিক ভাতা প্রচার করে রাজ্যের প্রকল্প বলে চালিয়ে দিচ্ছে।
      *সুতরাং যা বোঝা যাচ্ছে, কন্যাশ্রী রুপশ্রী ছাড়া রাজ্যসরকারের কোনো প্রকল্প নেই,পশ্চিমবঙ্গের 6 লক্ষ কোটি টাকা ঋণ হয়ে গেছে এই দুটো প্রকল্প দিতে গিয়ে।এছাড়া দূর্গাপূজায় ক্লাব গুলোকে 60,000টাকা দেওয়া,লক্ষ্মীর ভান্ডার, খেলা মেলা করে ঋণের বোঝা বাড়িয়ে দিয়েছে।রাজ্য সরকারের ঋণ মেটানোর কোনো চেষ্টা নেই,শ্রীলঙ্কার ঋণ হল 6 লক্ষ কোটি টাকা।মমতা ব্যানার্জির tendency হল রাজ্যকে ঋণের বোঝা বাড়িয়ে দেওয়া,এই ঋণ যতদিন শোধ না হবে ততদিন পশ্চিমবঙ্গে চাকরি,শিল্প,স্বাস্থ্য ক্ষেত্রে কোনোদিনই উন্নতি হবে না।*

  • @rubidas690
    @rubidas690 ปีที่แล้ว +366

    দুর্নীতি ও চোরদের বিরুদ্ধে বাংলার সব মানুষ এক হও।চোর হাটাও বাংলা বাঁচাও।

  • @ashokroy1827
    @ashokroy1827 ปีที่แล้ว +213

    দাদা একদম যতার্থ বলেছেন ঐ মহিলার মস্তিস্ক এখন আর স্বাভাবিক ভাবে কাজ করছে না, তাই উদ্ভট সব কাজ করে যাচ্ছে, কিন্তু যতো যাই করুক ভাইপোর শ্রীঘরে যাওয়া কিছুতেই আটকাতে পারবে না, সবাই অপেক্ষা করছি শুভ কাজটা যতো তাড়াতাড়ি হয় ততই মঙ্গল।

    • @kakolikarmakar8029
      @kakolikarmakar8029 ปีที่แล้ว +6

      Ekdom thik bolechen

    • @subhadipghosh7230
      @subhadipghosh7230 ปีที่แล้ว +1

      *কোন অঙ্কে অভিষেক ব্যানার্জীর গ্রেপ্তারি এখন-ই সম্ভব নয়!*
      এই মুহূর্তে গ্রেপ্তার করা হলে 2টো সমস্যা আছে------
      1. গ্রেপ্তার করা হলে দুদিনের মধ্যে অন্তত পক্ষে গোটা 100 জন বিধায়ক দল ছেড়ে দেবে রাতারাতি।তাহলে সরকার পড়ে যাবে।এবার সরকারটা চালাবে কে ?
      সংবিধান অনুযায়ী, যে বিরোধী দল থাকে তারই সরকার চালানোর অধিকার থাকে।যে দুর্নীতি গ্রস্থ সরকারের বিরুদ্ধে BJP লড়াই সেই দুর্নীতি গ্রস্থ দলের বিধায়ক নিয়ে BJP যদি সরকার গঠন করে ফেলে তাহলে নিঃসন্ধেহে বলাই যায়, সেই সরকার দীর্ঘস্থায়ী হবে না।তাই কেন্দ্রীয় সরকার তৃণমূলের বিধায়ক নিয়ে সরকার গঠন করতে চাইছে না।
      2. আরেকটি সমস্যা আছে, সেটা হল BJP যদি তৃণমূলের বিধায়ক নিয়ে সরকার গঠন না করে তাহলে পশ্চিমবঙ্গে সরকার চালানোর কেউ থাকবে না অর্থাৎ রাজনৈতিক শূন্যতা তৈরি হবে।তাহলে একমাত্র উপায় হচ্ছে রাষ্ট্রপতি শাসন জারি করা।কিন্তু BJPর পক্ষে রাষ্ট্রপতি শাসন পশ্চিমবঙ্গে জারি করা সম্ভব নয়।কারণ BJP আমলে BJP government ভারতের কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করেনি।যেটা কংগ্রেস আমলে congress বহু রাজ্যে বহুবার জোর খাটিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করতো।সেই কারণে 2014 সালে BJP powerএ আসার পর কংগ্রেসের জোর খাটিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করা নিয়ে BJP যেকোনো রাজনৈতিক মঞ্চে congress কে তীব্র আক্রমণ বা সমালোচনা করে থাকে।আর BJP যদি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করে দেয় তাহলে জাতীয় রাজনীতিতে কংগ্রেসের রাষ্ট্রপতি শাসন জারি করা নিয়ে আক্রমণের জায়গাটা আর থাকবে না।সেইজন্য কেন্দ্রীয় সরকার বাংলায় রাষ্ট্রপতি শাসনের দিকে হাটবে না
      এই দুটো কারণের জন্য, ED কাছে strong evidence থাকা সত্তেও অভিষেক ব্যানার্জীকে এই মুহূর্তে গ্রেপ্তার করে লাভ কিছু হবে না। 2024 election এর কয়েকমাস আগে গ্রেপ্তার করলে তখন রাতারাতি তৃণমূল দল ভেঙে যাবে এবং রাজনৈতিক শূন্যতা তৈরী হবে।যারফলে 2024 সালে লোকসভার সাথে বিধানসভা election একইসাথে করিয়ে মানুষের রায়ে ক্ষমতায় আসতে চাইছে BJP।তাহলে তৃণমূল বিধায়ক নিয়েও সরকার গঠন করতে হলো না এবং রাষ্ট্রপতি শাসন জারি কোনোটাই করতে হলো না।

    • @subhadipghosh7230
      @subhadipghosh7230 ปีที่แล้ว

      ​@@kakolikarmakar8029 *কোন অঙ্কে অভিষেক ব্যানার্জীর গ্রেপ্তারি এখন-ই সম্ভব নয়!*
      এই মুহূর্তে গ্রেপ্তার করা হলে 2টো সমস্যা আছে------
      1. গ্রেপ্তার করা হলে দুদিনের মধ্যে অন্তত পক্ষে গোটা 100 জন বিধায়ক দল ছেড়ে দেবে রাতারাতি।তাহলে সরকার পড়ে যাবে।এবার সরকারটা চালাবে কে ?
      সংবিধান অনুযায়ী, যে বিরোধী দল থাকে তারই সরকার চালানোর অধিকার থাকে।যে দুর্নীতি গ্রস্থ সরকারের বিরুদ্ধে BJP লড়াই সেই দুর্নীতি গ্রস্থ দলের বিধায়ক নিয়ে BJP যদি সরকার গঠন করে ফেলে তাহলে নিঃসন্ধেহে বলাই যায়, সেই সরকার দীর্ঘস্থায়ী হবে না।তাই কেন্দ্রীয় সরকার তৃণমূলের বিধায়ক নিয়ে সরকার গঠন করতে চাইছে না।
      2. আরেকটি সমস্যা আছে, সেটা হল BJP যদি তৃণমূলের বিধায়ক নিয়ে সরকার গঠন না করে তাহলে পশ্চিমবঙ্গে সরকার চালানোর কেউ থাকবে না অর্থাৎ রাজনৈতিক শূন্যতা তৈরি হবে।তাহলে একমাত্র উপায় হচ্ছে রাষ্ট্রপতি শাসন জারি করা।কিন্তু BJPর পক্ষে রাষ্ট্রপতি শাসন পশ্চিমবঙ্গে জারি করা সম্ভব নয়।কারণ BJP আমলে BJP government ভারতের কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করেনি।যেটা কংগ্রেস আমলে congress বহু রাজ্যে বহুবার জোর খাটিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করতো।সেই কারণে 2014 সালে BJP powerএ আসার পর কংগ্রেসের জোর খাটিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করা নিয়ে BJP যেকোনো রাজনৈতিক মঞ্চে congress কে তীব্র আক্রমণ বা সমালোচনা করে থাকে।আর BJP যদি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করে দেয় তাহলে জাতীয় রাজনীতিতে কংগ্রেসের রাষ্ট্রপতি শাসন জারি করা নিয়ে আক্রমণের জায়গাটা আর থাকবে না।সেইজন্য কেন্দ্রীয় সরকার বাংলায় রাষ্ট্রপতি শাসনের দিকে হাটবে না
      এই দুটো কারণের জন্য, ED কাছে strong evidence থাকা সত্তেও অভিষেক ব্যানার্জীকে এই মুহূর্তে গ্রেপ্তার করে লাভ কিছু হবে না। 2024 election এর কয়েকমাস আগে গ্রেপ্তার করলে তখন রাতারাতি তৃণমূল দল ভেঙে যাবে এবং রাজনৈতিক শূন্যতা তৈরী হবে।যারফলে 2024 সালে লোকসভার সাথে বিধানসভা election একইসাথে করিয়ে মানুষের রায়ে ক্ষমতায় আসতে চাইছে BJP।তাহলে তৃণমূল বিধায়ক নিয়েও সরকার গঠন করতে হলো না এবং রাষ্ট্রপতি শাসন জারি কোনোটাই করতে হলো না।

    • @subrataroychowdhury6046
      @subrataroychowdhury6046 ปีที่แล้ว

      ঐ মহিলার মস্তিস্ক কোন দিনই সুস্থভাবে কাজ করতো না। যারা ভোট দিয়ে বারবার ক্ষমতায় আনছেন তাদের মস্তিস্কের সুস্থতা নিয়েও এখন মনে প্রশ্ন জাগছে।

    • @susmitanath3058
      @susmitanath3058 ปีที่แล้ว

      ​@@kakolikarmakar8029❤❤❤

  • @somasanyal1301
    @somasanyal1301 ปีที่แล้ว +117

    ভাইপো খুব শিগগিরই ঢুকছে!! ঘটনাটা এটাই ঘটবে যে পিসিও নিজের শ্রীঘরে যাওয়ার রাস্তা পরিস্কার করলো!!!!

    • @agantuk6708
      @agantuk6708 ปีที่แล้ว +1

      অসম্ভব। যতদিন শুভেন্দু মুকুল বাইরে আছে ভাইপোও বাইরে থাকবে।

    • @gopalpalchoudhury5978
      @gopalpalchoudhury5978 ปีที่แล้ว

      ​@@agantuk6708 wait & watch. Future will tell.

    • @SandipSanyal-wb1qw
      @SandipSanyal-wb1qw ปีที่แล้ว

      Durniti sab party kore,bjp holo sabcheye durnitibaj dal,jonogoner takabank er theke churi korche.Adani k bachia dilo.mandate bolche bjp 210 seat pabena 2024.didi r kichu korte parbena.didi pm na hoe jai.

  • @kailashpatimukherjee3821
    @kailashpatimukherjee3821 ปีที่แล้ว +134

    সন্ময়বাবু, অত্যধিক পরিস্কার ও যুক্তিপূর্ণ প্রতিবেদনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।

  • @debdasbiswas2580
    @debdasbiswas2580 ปีที่แล้ว +375

    এই চোর মুখ্যমন্ত্রীর জন্য আর সমবেদনা দেখবেন না , খুবই কষ্ট পাই , এমন নাচ্ছার মুখ্যমন্ত্রীর নাম মুখে নেওয়া ও পাপ ।

    • @kumkummondal9322
      @kumkummondal9322 ปีที่แล้ว +5

      Darun বলেছে ন

    • @ajitsarkar5432
      @ajitsarkar5432 ปีที่แล้ว +5

      খুব খুব খুব খুব খুব খুব খুব খুব খুব------------খু উ ব সত্য কথা বলেছেন । একদম ঠিক ।

    • @soumitromukherjee8919
      @soumitromukherjee8919 ปีที่แล้ว +3

      Debdas Biswas darun bolechen. Sobar moner katha.

    • @satyabratachaudhury4935
      @satyabratachaudhury4935 ปีที่แล้ว

      Bangladesh🇧🇩 r Hinduder upor nirjaton r apochesthayr chhaya dekha jachhe...... Durga puja r samaykar....

    • @subhadipghosh7230
      @subhadipghosh7230 ปีที่แล้ว +1

      ​@@satyabratachaudhury4935 ইসলাম ধর্ম 1400 বছর আগে সৃষ্টি।আগে সবাই হিন্দু ছিল।হজরত মহম্মদ হিন্দু ছিল সবাই জানে।
      *কোরানে লেখা আছে-*
      1. কোনো ইসলাম রাষ্ট্রে অন্য ধর্মের মানুষের স্বাধীনতা নিয়ে বসবাস করার অধিকার নেই।তাই ট্রেন, বাস পোড়াতে সাহস পাচ্ছে।
      2. গরু খেতে হবে ওদের কোরানে লেখা নেই।লেখা আছে উটের পীঠটা খেতে হবে।যেটাকে দুম্বা বলে।
      3. কোরানে লেখা আছে ঈশ্বর নিরাকার।সেইজন্য ওরা মূর্তি গুলো ভাঙছে।
      4. কোরানে হিন্দুদের কাফের অর্থাৎ শয়তান বলা হয়েছে।
      5. আর লেখা আছে ব্রাহ্মণ অর্থাৎ যে মূর্তি পূজারী সে হচ্ছে শয়তানের দলদাস।
      6. হিন্দুদের সাথে পেড়ে না উঠলে শান্তি চুক্তি করো।যেটা পাকিস্তান করতে চাইছে।পড়ে যখন শক্তিশালী হবে তখন আক্রমণ করো।
      কোরানে যেমন খারাপ জিনিস লেখা আছে তেমন ভালো জিনিস ও লেখা আছে।ওরাও চায় ওপরে থাকা শক্তির আশির্বাদ পেতে।হিন্দুদের ধর্মগ্রন্থ গীতাকে অনুসরণ করে কোরান রচিত হয়েছে।

  • @user-kj9vl4tj9k
    @user-kj9vl4tj9k ปีที่แล้ว +73

    মাননীয় প্রধান মন্ত্রী কে একান্ত অনুরোধ ED CBI member সংখ্যা কয়েক গুণ বেশি করা দরকার । ভারতের শেষ ভরসা এরাই । যেখানেই ভ্রষ্টাচার সেখানেই হানা যেন অব্যাহত থাকে । জয় ভারত । জয় হিন্দ ।

  • @arijitchakraborty9167
    @arijitchakraborty9167 ปีที่แล้ว +75

    সন্ময়বাবু,বাংলার অতীত ঐতিহ্য ফিরে পেতে চাইছি। ষাটের কোঠায় পৌঁছে এই বাংলা দেখতে আর ভালোলাগছে না।মন থেকে চাইছি,আপনার assessment যেন ঠিক হয়।

    • @kakolikarmakar8029
      @kakolikarmakar8029 ปีที่แล้ว +1

      Koto kosto diyeche apnader sorkar tai mon theke ei kotha bolechen. Sotti amadero khub kosto hoyeche. Apnader moner basona purno hok ei kamona kori

    • @hkdsikdar8902
      @hkdsikdar8902 ปีที่แล้ว

      ​@@kakolikarmakar8029 I think

    • @kakolikarmakar8029
      @kakolikarmakar8029 ปีที่แล้ว

      @@hkdsikdar8902 kolkatar sorbonas kore diyeche ei sarkar. Apnara janen sikhha babostha kotota pichiye geche. Students der vobisyot ses.

    • @kakolikarmakar8029
      @kakolikarmakar8029 ปีที่แล้ว

      Chor gulo jodi nata montri hoy tahole desh tar emon hal hi hobe.

    • @subhadipghosh7230
      @subhadipghosh7230 ปีที่แล้ว +1

      *ভোট দেওয়ার আগে 10বার ভাবুন কারণ একটা ভোটই ভীষণ মূল্যবান*
      ------------------------------------------
      *কেন্দ্রীয় সরকারের বহুমুখী প্রকল্পগুলি হল*
      🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
      একটা মানুষের বেঁচে থাকার জন্য সবথেকে যেটা প্রয়োজন
      *1.প্রধানমন্ত্রী গরীবকল্যান যোজনা-* খাদ্য (চাল, ডাল, গম,চিনি etc)
      *2. প্রধানমন্ত্রী আবাস যোজনা-* ঘর
      *3.স্বচ্ছ ভারত অভিযান-* শৌচালয়।
      *4.আয়ুষ্মান ভারত -* (5লক্ষ টাকা) স্বাস্থ্য। কার্ডটাতে নরেন্দ্র মোদীর ছবি দেওয়া আছে তাই মমতা ব্যানার্জি এরাজ্যে চালু করতে দেয়নি।ভারতবর্ষের সব রাজ্যে আয়ুষ্মান ভারত চলছে, কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত চলছে না।আয়ুষ্মান ভারতের 70% কেন্দ্র আর 30% টাকা রাজ্য দেয়।
      *5. জল জীবন মিশন -* বিশুদ্ধ পানীয় জল।
      *6.মনরেগা প্রকল্প-* গরীব মানুষদের জন্য 100 দিনের কাজ।
      *7. Skill Development Project-* বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ।এই প্রকল্পটিকে এরাজ্যে *উৎকর্ষ বাংলা* বলে চালানো হচ্ছে।
      *8.প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা-* রাস্তা।
      *9.বার্ধক্য ভাতা-* 800 টাকা দেয় কেন্দ্র আর 200 টাকা দেয় রাজ্য।
      *10. প্রধানমন্ত্রী মাতৃবন্দনা প্রকল্প-* সরকারি hospital এ সন্তান প্রসবের পর 5 হাজার টাকা সহ AMBULANCE 🚑এ বাড়ি পৌছানোর ব্যবস্থা ও করে দিয়েছে।
      *11.* SC, ST দের Development এর জন্য কেন্দ্রীয় সরকার যে টাকা পাঠায় সেটা দিয়ে তাদের development না করে সেই টাকা দিয়ে *সবুজ সাথীর ভাঙা সাইকেল* দিচ্ছে।সাইকেলটা আবার কম করে 500 টাকা দিয়ে ঠিক করতে হচ্ছে।অভিষেক ব্যানার্জীর শ্যালিকা মেনকা গম্ভীরের শ্বশুরমশাই পবন অরোরা প্রতিটা সাইকেল থেকে 400টাকা কমিশন নেয়।
      *12.কৃষক সম্মান নিধি-* বছরে তিনবার 2000 টাকা করে 6000টাকা কৃষকদের Account এ
      ঢুকে যায়।2 বছর হয়ে গেলো এই প্রকল্পটিকে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে বন্ধ করে রেখে দিয়েছে।
      *13.মিড ডে মিল-* এটা ভারত সরকারের প্রকল্প।এর মাধ্যমে বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের স্কুল ছুটের সংখ্যা কমানো সম্ভব হয়েছে।
      *14. পি এম পোষণ-*
      ফল, ডিম, মাংস, দুধ শুধু পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষ জুড়ে দেওয়া হয়।এটা ভারত সরকারের নতুন প্রকল্প।শিক্ষার্থীদের অতিরিক্ত পুষ্টি সরবরাহ করার জন্য এই প্রকল্পটি করা হয়েছে।এটাকে মমতা ব্যানার্জি নিজের বলে চালিয়ে দিচ্ছে।
      *15. সমগ্র শিক্ষা মিশন-* বিদ্যালয়ের স্কুলের ব্যাগ,স্কুলের জামা, প্যান্ট, বই, খাতা দেওয়া হয়।এগুলো সবই কেন্দ্রীয় সরকার দিচ্ছে।কিন্তু মমতা ব্যানার্জি জামা, ব্যাগ এমনকি খাতাতেও বিশ্ববাংলার *ব* এর logo এবং নিজের ছবি বসিয়ে দিচ্ছে।
      *16.* কেন্দ্রীয় সরকার পর্যাপ্ত পরিমাণে ICDS(Integrated Child Development Services) কে যে টাকা দেয় সেই টাকা ICDS এর বিভিন্ন fund এ না দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিমাসে মহিলাদের একাউন্টে 500 টাকা ( *লক্ষ্মীর ভান্ডার* ) করে ঢুকিয়ে দিচ্ছে।এবার প্রশ্ন হচ্ছে ICDS এর প্রাপ্য টাকা টা দিচ্ছে কীভাবে ?
      কেন্দ্রীয় সরকার মিড ডে মিল প্রকল্পের জন্য যে টাকা দেয় সেই টাকার অধিকাংশ ICDS কে পরের মাসে দিয়ে দিচ্ছে।যারফলে এরাজ্যের স্কুলের ছাত্রছাত্রীরা মিড ডে মিল এ ভালো পুষ্টিকর খাবার ঠিকমতো পাচ্ছে না।
      এছাড়া সরকারি কর্মচারীদের প্রাপ্য টাকা DA না দিয়ে সেখান থেকেও বেশ কিছু টাকা চুরি করছে মাননীয়া লক্ষ্মীর ভান্ডারের জন্য।
      *17.প্রধানমন্ত্রী উজালা যোজনা-* রান্নার গ্যাস।
      *18. বিধবা ভাতা-* 800 টাকা দেয় কেন্দ্র ও 200 টাকা দেয় রাজ্য।40 থেকে 59 বছরের মহিলাদের দেওয়া হয়।
      *19. দিব্যাঙ্গ ভাতা-* দিব্যাঙ্গ দের জন্য 800 টাকা দেয় কেন্দ্র আর 200 টাকা দেয় রাজ্য।এটাকে মমতা ব্যানার্জি মানবিক ভাতা প্রচার করে রাজ্যের প্রকল্প বলে চালিয়ে দিচ্ছে।
      *সুতরাং যা বোঝা যাচ্ছে, কন্যাশ্রী রুপশ্রী ছাড়া রাজ্যসরকারের কোনো প্রকল্প নেই,পশ্চিমবঙ্গের 6 লক্ষ কোটি টাকা ঋণ হয়ে গেছে এই দুটো প্রকল্প দিতে গিয়ে।এছাড়া দূর্গাপূজায় ক্লাব গুলোকে 60,000টাকা দেওয়া,লক্ষ্মীর ভান্ডার, খেলা মেলা করে ঋণের বোঝা বাড়িয়ে দিয়েছে।রাজ্য সরকারের ঋণ মেটানোর কোনো চেষ্টা নেই,শ্রীলঙ্কার ঋণ হল 6 লক্ষ কোটি টাকা।মমতা ব্যানার্জির tendency হল রাজ্যকে ঋণের বোঝা বাড়িয়ে দেওয়া,এই ঋণ যতদিন শোধ না হবে ততদিন পশ্চিমবঙ্গে চাকরি,শিল্প,স্বাস্থ্য ক্ষেত্রে কোনোদিনই উন্নতি হবে না।*

  • @monibanerjee3714
    @monibanerjee3714 ปีที่แล้ว +28

    অপূর্ব প্রতিবেদন অসাধারণ বিশ্লেষণ আপনি ভাইপো র যাবার কথাই বলছেন। চোরের রানী কবে যাবে তিহার এ।আপনার প্রতিবেদন থেকে সেই খবর এর অপেক্ষায দিন গুনছি।মঙ্গল হোক আপনার। 👍👌🙏👏

    • @subhadipghosh7230
      @subhadipghosh7230 ปีที่แล้ว +1

      *কোন অঙ্কে অভিষেক ব্যানার্জীর গ্রেপ্তারি এখন-ই সম্ভব নয়!*
      এই মুহূর্তে গ্রেপ্তার করা হলে 2টো সমস্যা আছে------
      1. গ্রেপ্তার করা হলে দুদিনের মধ্যে অন্তত পক্ষে গোটা 100 জন বিধায়ক দল ছেড়ে দেবে রাতারাতি।তাহলে সরকার পড়ে যাবে।এবার সরকারটা চালাবে কে ?
      সংবিধান অনুযায়ী, যে বিরোধী দল থাকে তারই সরকার চালানোর অধিকার থাকে।যে দুর্নীতি গ্রস্থ সরকারের বিরুদ্ধে BJP লড়াই সেই দুর্নীতি গ্রস্থ দলের বিধায়ক নিয়ে BJP যদি সরকার গঠন করে ফেলে তাহলে নিঃসন্ধেহে বলাই যায়, সেই সরকার দীর্ঘস্থায়ী হবে না।তাই কেন্দ্রীয় সরকার তৃণমূলের বিধায়ক নিয়ে সরকার গঠন করতে চাইছে না।
      2. আরেকটি সমস্যা আছে, সেটা হল BJP যদি তৃণমূলের বিধায়ক নিয়ে সরকার গঠন না করে তাহলে পশ্চিমবঙ্গে সরকার চালানোর কেউ থাকবে না অর্থাৎ রাজনৈতিক শূন্যতা তৈরি হবে।তাহলে একমাত্র উপায় হচ্ছে রাষ্ট্রপতি শাসন জারি করা।কিন্তু BJPর পক্ষে রাষ্ট্রপতি শাসন পশ্চিমবঙ্গে জারি করা সম্ভব নয়।কারণ BJP আমলে BJP government ভারতের কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করেনি।যেটা কংগ্রেস আমলে congress বহু রাজ্যে বহুবার জোর খাটিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করতো।সেই কারণে 2014 সালে BJP powerএ আসার পর কংগ্রেসের জোর খাটিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করা নিয়ে BJP যেকোনো রাজনৈতিক মঞ্চে congress কে তীব্র আক্রমণ বা সমালোচনা করে থাকে।আর BJP যদি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করে দেয় তাহলে জাতীয় রাজনীতিতে কংগ্রেসের রাষ্ট্রপতি শাসন জারি করা নিয়ে আক্রমণের জায়গাটা আর থাকবে না।সেইজন্য কেন্দ্রীয় সরকার বাংলায় রাষ্ট্রপতি শাসনের দিকে হাটবে না
      এই দুটো কারণের জন্য, ED কাছে strong evidence থাকা সত্তেও অভিষেক ব্যানার্জীকে এই মুহূর্তে গ্রেপ্তার করে লাভ কিছু হবে না। 2024 election এর কয়েকমাস আগে গ্রেপ্তার করলে তখন রাতারাতি তৃণমূল দল ভেঙে যাবে এবং রাজনৈতিক শূন্যতা তৈরী হবে।যারফলে 2024 সালে লোকসভার সাথে বিধানসভা election একইসাথে করিয়ে মানুষের রায়ে ক্ষমতায় আসতে চাইছে BJP।তাহলে তৃণমূল বিধায়ক নিয়েও সরকার গঠন করতে হলো না এবং রাষ্ট্রপতি শাসন জারি কোনোটাই করতে হলো না।

  • @bhaskarganguly756
    @bhaskarganguly756 ปีที่แล้ว +174

    এই সরকার উন্মাদ হয়ে গেছে।

    • @subhadipghosh7230
      @subhadipghosh7230 ปีที่แล้ว +1

      *কোন অঙ্কে অভিষেক ব্যানার্জীর গ্রেপ্তারি এখন-ই সম্ভব নয়!*
      এই মুহূর্তে গ্রেপ্তার করা হলে 2টো সমস্যা আছে------
      1. গ্রেপ্তার করা হলে দুদিনের মধ্যে অন্তত পক্ষে গোটা 100 জন বিধায়ক দল ছেড়ে দেবে রাতারাতি।তাহলে সরকার পড়ে যাবে।এবার সরকারটা চালাবে কে ?
      সংবিধান অনুযায়ী, যে বিরোধী দল থাকে তারই সরকার চালানোর অধিকার থাকে।যে দুর্নীতি গ্রস্থ সরকারের বিরুদ্ধে BJP লড়াই সেই দুর্নীতি গ্রস্থ দলের বিধায়ক নিয়ে BJP যদি সরকার গঠন করে ফেলে তাহলে নিঃসন্ধেহে বলাই যায়, সেই সরকার দীর্ঘস্থায়ী হবে না।তাই কেন্দ্রীয় সরকার তৃণমূলের বিধায়ক নিয়ে সরকার গঠন করতে চাইছে না।
      2. আরেকটি সমস্যা আছে, সেটা হল BJP যদি তৃণমূলের বিধায়ক নিয়ে সরকার গঠন না করে তাহলে পশ্চিমবঙ্গে সরকার চালানোর কেউ থাকবে না অর্থাৎ রাজনৈতিক শূন্যতা তৈরি হবে।তাহলে একমাত্র উপায় হচ্ছে রাষ্ট্রপতি শাসন জারি করা।কিন্তু BJPর পক্ষে রাষ্ট্রপতি শাসন পশ্চিমবঙ্গে জারি করা সম্ভব নয়।কারণ BJP আমলে BJP government ভারতের কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করেনি।যেটা কংগ্রেস আমলে congress বহু রাজ্যে বহুবার জোর খাটিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করতো।সেই কারণে 2014 সালে BJP powerএ আসার পর কংগ্রেসের জোর খাটিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করা নিয়ে BJP যেকোনো রাজনৈতিক মঞ্চে congress কে তীব্র আক্রমণ বা সমালোচনা করে থাকে।আর BJP যদি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করে দেয় তাহলে জাতীয় রাজনীতিতে কংগ্রেসের রাষ্ট্রপতি শাসন জারি করা নিয়ে আক্রমণের জায়গাটা আর থাকবে না।সেইজন্য কেন্দ্রীয় সরকার বাংলায় রাষ্ট্রপতি শাসনের দিকে হাটবে না
      এই দুটো কারণের জন্য, ED কাছে strong evidence থাকা সত্তেও অভিষেক ব্যানার্জীকে এই মুহূর্তে গ্রেপ্তার করে লাভ কিছু হবে না। 2024 election এর কয়েকমাস আগে গ্রেপ্তার করলে তখন রাতারাতি তৃণমূল দল ভেঙে যাবে এবং রাজনৈতিক শূন্যতা তৈরী হবে।যারফলে 2024 সালে লোকসভার সাথে বিধানসভা election একইসাথে করিয়ে মানুষের রায়ে ক্ষমতায় আসতে চাইছে BJP।তাহলে তৃণমূল বিধায়ক নিয়েও সরকার গঠন করতে হলো না এবং রাষ্ট্রপতি শাসন জারি কোনোটাই করতে হলো না।

    • @puresoul504
      @puresoul504 ปีที่แล้ว

      তালে কিন্তু ঠিক আছে।

  • @ranjanadhar9345
    @ranjanadhar9345 ปีที่แล้ว +113

    অন্য কোনো দেশ হলে এই অসহনীয় অবস্থা এত দিন চলতো না।।

    • @TheJoydish
      @TheJoydish ปีที่แล้ว +1

      Setting is the root cause with an ultimate objective of rooting out Congress from India

    • @subhadipghosh7230
      @subhadipghosh7230 ปีที่แล้ว +1

      ​@@TheJoydish *কোন অঙ্কে অভিষেক ব্যানার্জীর গ্রেপ্তারি এখন-ই সম্ভব নয়!*
      এই মুহূর্তে গ্রেপ্তার করা হলে 2টো সমস্যা আছে------
      1. গ্রেপ্তার করা হলে দুদিনের মধ্যে অন্তত পক্ষে গোটা 100 জন বিধায়ক দল ছেড়ে দেবে রাতারাতি।তাহলে সরকার পড়ে যাবে।এবার সরকারটা চালাবে কে ?
      সংবিধান অনুযায়ী, যে বিরোধী দল থাকে তারই সরকার চালানোর অধিকার থাকে।যে দুর্নীতি গ্রস্থ সরকারের বিরুদ্ধে BJP লড়াই সেই দুর্নীতি গ্রস্থ দলের বিধায়ক নিয়ে BJP যদি সরকার গঠন করে ফেলে তাহলে নিঃসন্ধেহে বলাই যায়, সেই সরকার দীর্ঘস্থায়ী হবে না।তাই কেন্দ্রীয় সরকার তৃণমূলের বিধায়ক নিয়ে সরকার গঠন করতে চাইছে না।
      2. আরেকটি সমস্যা আছে, সেটা হল BJP যদি তৃণমূলের বিধায়ক নিয়ে সরকার গঠন না করে তাহলে পশ্চিমবঙ্গে সরকার চালানোর কেউ থাকবে না অর্থাৎ রাজনৈতিক শূন্যতা তৈরি হবে।তাহলে একমাত্র উপায় হচ্ছে রাষ্ট্রপতি শাসন জারি করা।কিন্তু BJPর পক্ষে রাষ্ট্রপতি শাসন পশ্চিমবঙ্গে জারি করা সম্ভব নয়।কারণ BJP আমলে BJP government ভারতের কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করেনি।যেটা কংগ্রেস আমলে congress বহু রাজ্যে বহুবার জোর খাটিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করতো।সেই কারণে 2014 সালে BJP powerএ আসার পর কংগ্রেসের জোর খাটিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করা নিয়ে BJP যেকোনো রাজনৈতিক মঞ্চে congress কে তীব্র আক্রমণ বা সমালোচনা করে থাকে।আর BJP যদি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করে দেয় তাহলে জাতীয় রাজনীতিতে কংগ্রেসের রাষ্ট্রপতি শাসন জারি করা নিয়ে আক্রমণের জায়গাটা আর থাকবে না।সেইজন্য কেন্দ্রীয় সরকার বাংলায় রাষ্ট্রপতি শাসনের দিকে হাটবে না
      এই দুটো কারণের জন্য, ED কাছে strong evidence থাকা সত্তেও অভিষেক ব্যানার্জীকে এই মুহূর্তে গ্রেপ্তার করে লাভ কিছু হবে না। 2024 election এর কয়েকমাস আগে গ্রেপ্তার করলে তখন রাতারাতি তৃণমূল দল ভেঙে যাবে এবং রাজনৈতিক শূন্যতা তৈরী হবে।যারফলে 2024 সালে লোকসভার সাথে বিধানসভা election একইসাথে করিয়ে মানুষের রায়ে ক্ষমতায় আসতে চাইছে BJP।তাহলে তৃণমূল বিধায়ক নিয়েও সরকার গঠন করতে হলো না এবং রাষ্ট্রপতি শাসন জারি কোনোটাই করতে হলো না।

  • @subhankarmondal862
    @subhankarmondal862 ปีที่แล้ว +432

    কে কে ভাইপোর শ্রীঘরে যাওয়ার পক্ষে।

    • @mau8990
      @mau8990 ปีที่แล้ว +17

      সবাই কেউ বাদ নেই।

    • @prabirchattoraj6700
      @prabirchattoraj6700 ปีที่แล้ว +16

      Sobai

    • @debdasbiswas2580
      @debdasbiswas2580 ปีที่แล้ว +12

      সবাই ভাইপোর শৃঘরের পক্ষে ....

    • @ajaykarmakar1155
      @ajaykarmakar1155 ปีที่แล้ว +18

      পিসি বাদ যাবে কেনো?

    • @sandeepchakraborty4070
      @sandeepchakraborty4070 ปีที่แล้ว +3

      কেন অভিসেক কি করেছে?

  • @rowdygamer263
    @rowdygamer263 ปีที่แล้ว +5

    সন্ময় দা সুপ্রভাত। শুধু কয়লা ভাইপো ভেতরে গেলে হবে না সঙ্গে পিসি কেও ভেতরে যেতে হবে।এটাই বাঙলার জনগন এর দাবি। অনেক অনেক সময় দিয়েছে এবার অন্তত কয়লা ভাইপো কে তুলুক।

  • @sujanbarman6540
    @sujanbarman6540 ปีที่แล้ว +491

    শুধু ভাইপো কে নয় মমতাকেও শ্রী ঘরে নিতে হবে এটা আমাদের সকলের দাবি ।

    • @tilottamab7614
      @tilottamab7614 ปีที่แล้ว

      100 %. Kintu modi sheta hote debe ki? Arrest korlei 7 din e Baile chhere debe r konodin dhorbe na. Madan Mitra r moto colourful jibon katabe.

    • @agantuk6708
      @agantuk6708 ปีที่แล้ว

      হবে না। মোদিজি যেতে দেবেন না। মজবুরি আছে

    • @Bishnu_Deb
      @Bishnu_Deb ปีที่แล้ว +22

      অবশেষে মমতাও শ্রীঘরে যাবে। এটা একেবারে নিশ্চিত।

    • @user-qrrnqqgddff2-7744
      @user-qrrnqqgddff2-7744 ปีที่แล้ว +6

      👍👍👍👍

    • @TheJoydish
      @TheJoydish ปีที่แล้ว +5

      In that case, the whole state will be saved. Purging the entire regime to be undertaken immediately

  • @bipulsarkar9284
    @bipulsarkar9284 ปีที่แล้ว +20

    Excellent. ভালো লাগলো। অতীব সুন্দর প্রতিবেদন।

  • @SumanSahaGplus
    @SumanSahaGplus ปีที่แล้ว +241

    এদের কোনো শাস্তি হয় না তো। তাই কোনো ভয় ভীতি ভাবনা ছাড়াই এই অন্যায় করে যাচ্ছে। দুর্দান্ত।

    • @TRIDB
      @TRIDB ปีที่แล้ว +9

      কেন্দ্রের সাথে গুপ্ত চুক্তি করে রেখেছে মনে হয়।

    • @rajabasu7655
      @rajabasu7655 ปีที่แล้ว +8

      Right

    • @chevktm7380
      @chevktm7380 ปีที่แล้ว +3

      মোদী যতো দিন
      ভাইপো ততো দিন সেফটি

    • @Rahul-vu7sx
      @Rahul-vu7sx ปีที่แล้ว

      ঠিক। । উনি ইলতঃ সবাই কে হাত এ রেকে চলে। তাই এত নির্ভয় a দুর্নীতি করে

    • @SanuBultiLifestyle
      @SanuBultiLifestyle ปีที่แล้ว

      ​@@TRIDB 😂😂 ota vam cong kerala te kore
      Tejosyi aKyiLes vAipo Er bondhu r apnader?😅

  • @SamirMondal-ro1sj
    @SamirMondal-ro1sj ปีที่แล้ว +52

    খুব ভাল লাগল আজকের প্রতিবেদন। প্রণাম সনময় দা।🙏🙏🙏

    • @subhadipghosh7230
      @subhadipghosh7230 ปีที่แล้ว +1

      *ভোট দেওয়ার আগে 10বার ভাবুন কারণ একটা ভোটই ভীষণ মূল্যবান*
      ------------------------------------------
      *কেন্দ্রীয় সরকারের বহুমুখী প্রকল্পগুলি হল*
      🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
      একটা মানুষের বেঁচে থাকার জন্য সবথেকে যেটা প্রয়োজন
      *1.প্রধানমন্ত্রী গরীবকল্যান যোজনা-* খাদ্য (চাল, ডাল, গম,চিনি etc)
      *2. প্রধানমন্ত্রী আবাস যোজনা-* ঘর
      *3.স্বচ্ছ ভারত অভিযান-* শৌচালয়।
      *4.আয়ুষ্মান ভারত -* (5লক্ষ টাকা) স্বাস্থ্য। কার্ডটাতে নরেন্দ্র মোদীর ছবি দেওয়া আছে তাই মমতা ব্যানার্জি এরাজ্যে চালু করতে দেয়নি।ভারতবর্ষের সব রাজ্যে আয়ুষ্মান ভারত চলছে, কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত চলছে না।আয়ুষ্মান ভারতের 70% কেন্দ্র আর 30% টাকা রাজ্য দেয়।
      *5. জল জীবন মিশন -* বিশুদ্ধ পানীয় জল।
      *6.মনরেগা প্রকল্প-* গরীব মানুষদের জন্য 100 দিনের কাজ।
      *7. Skill Development Project-* বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ।এই প্রকল্পটিকে এরাজ্যে *উৎকর্ষ বাংলা* বলে চালানো হচ্ছে।
      *8.প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা-* রাস্তা।
      *9.বার্ধক্য ভাতা-* 800 টাকা দেয় কেন্দ্র আর 200 টাকা দেয় রাজ্য।
      *10. প্রধানমন্ত্রী মাতৃবন্দনা প্রকল্প-* সরকারি hospital এ সন্তান প্রসবের পর 5 হাজার টাকা সহ AMBULANCE 🚑এ বাড়ি পৌছানোর ব্যবস্থা ও করে দিয়েছে।
      *11.* SC, ST দের Development এর জন্য কেন্দ্রীয় সরকার যে টাকা পাঠায় সেটা দিয়ে তাদের development না করে সেই টাকা দিয়ে *সবুজ সাথীর ভাঙা সাইকেল* দিচ্ছে।সাইকেলটা আবার কম করে 500 টাকা দিয়ে ঠিক করতে হচ্ছে।অভিষেক ব্যানার্জীর শ্যালিকা মেনকা গম্ভীরের শ্বশুরমশাই পবন অরোরা প্রতিটা সাইকেল থেকে 400টাকা কমিশন নেয়।
      *12.কৃষক সম্মান নিধি-* বছরে তিনবার 2000 টাকা করে 6000টাকা কৃষকদের Account এ
      ঢুকে যায়।2 বছর হয়ে গেলো এই প্রকল্পটিকে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে বন্ধ করে রেখে দিয়েছে।
      *13.মিড ডে মিল-* এটা ভারত সরকারের প্রকল্প।এর মাধ্যমে বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের স্কুল ছুটের সংখ্যা কমানো সম্ভব হয়েছে।
      *14. পি এম পোষণ-*
      ফল, ডিম, মাংস, দুধ শুধু পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষ জুড়ে দেওয়া হয়।এটা ভারত সরকারের নতুন প্রকল্প।শিক্ষার্থীদের অতিরিক্ত পুষ্টি সরবরাহ করার জন্য এই প্রকল্পটি করা হয়েছে।এটাকে মমতা ব্যানার্জি নিজের বলে চালিয়ে দিচ্ছে।
      *15. সমগ্র শিক্ষা মিশন-* বিদ্যালয়ের স্কুলের ব্যাগ,স্কুলের জামা, প্যান্ট, বই, খাতা দেওয়া হয়।এগুলো সবই কেন্দ্রীয় সরকার দিচ্ছে।কিন্তু মমতা ব্যানার্জি জামা, ব্যাগ এমনকি খাতাতেও বিশ্ববাংলার *ব* এর logo এবং নিজের ছবি বসিয়ে দিচ্ছে।
      *16.* কেন্দ্রীয় সরকার পর্যাপ্ত পরিমাণে ICDS(Integrated Child Development Services) কে যে টাকা দেয় সেই টাকা ICDS এর বিভিন্ন fund এ না দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিমাসে মহিলাদের একাউন্টে 500 টাকা ( *লক্ষ্মীর ভান্ডার* ) করে ঢুকিয়ে দিচ্ছে।এবার প্রশ্ন হচ্ছে ICDS এর প্রাপ্য টাকা টা দিচ্ছে কীভাবে ?
      কেন্দ্রীয় সরকার মিড ডে মিল প্রকল্পের জন্য যে টাকা দেয় সেই টাকার অধিকাংশ ICDS কে পরের মাসে দিয়ে দিচ্ছে।যারফলে এরাজ্যের স্কুলের ছাত্রছাত্রীরা মিড ডে মিল এ ভালো পুষ্টিকর খাবার ঠিকমতো পাচ্ছে না।
      এছাড়া সরকারি কর্মচারীদের প্রাপ্য টাকা DA না দিয়ে সেখান থেকেও বেশ কিছু টাকা চুরি করছে মাননীয়া লক্ষ্মীর ভান্ডারের জন্য।
      *17.প্রধানমন্ত্রী উজালা যোজনা-* রান্নার গ্যাস।
      *18. বিধবা ভাতা-* 800 টাকা দেয় কেন্দ্র ও 200 টাকা দেয় রাজ্য।40 থেকে 59 বছরের মহিলাদের দেওয়া হয়।
      *19. দিব্যাঙ্গ ভাতা-* দিব্যাঙ্গ দের জন্য 800 টাকা দেয় কেন্দ্র আর 200 টাকা দেয় রাজ্য।এটাকে মমতা ব্যানার্জি মানবিক ভাতা প্রচার করে রাজ্যের প্রকল্প বলে চালিয়ে দিচ্ছে।
      *সুতরাং যা বোঝা যাচ্ছে, কন্যাশ্রী রুপশ্রী ছাড়া রাজ্যসরকারের কোনো প্রকল্প নেই,পশ্চিমবঙ্গের 6 লক্ষ কোটি টাকা ঋণ হয়ে গেছে এই দুটো প্রকল্প দিতে গিয়ে।এছাড়া দূর্গাপূজায় ক্লাব গুলোকে 60,000টাকা দেওয়া,লক্ষ্মীর ভান্ডার, খেলা মেলা করে ঋণের বোঝা বাড়িয়ে দিয়েছে।রাজ্য সরকারের ঋণ মেটানোর কোনো চেষ্টা নেই,শ্রীলঙ্কার ঋণ হল 6 লক্ষ কোটি টাকা।মমতা ব্যানার্জির tendency হল রাজ্যকে ঋণের বোঝা বাড়িয়ে দেওয়া,এই ঋণ যতদিন শোধ না হবে ততদিন পশ্চিমবঙ্গে চাকরি,শিল্প,স্বাস্থ্য ক্ষেত্রে কোনোদিনই উন্নতি হবে না।*

  • @anjanghosh52
    @anjanghosh52 ปีที่แล้ว +77

    সন্ময়দা, আপনার আজকের প্রতিবেদন দারুন এবং তথ্যপূর্ণ।

    • @sipragolui.
      @sipragolui. ปีที่แล้ว +2

      তিওয়ারি জী র গুরুত্ব আরও বেড়ে গেল।

    • @subhadipghosh7230
      @subhadipghosh7230 ปีที่แล้ว +1

      *ভোট দেওয়ার আগে 10বার ভাবুন কারণ একটা ভোটই ভীষণ মূল্যবান*
      ------------------------------------------
      *কেন্দ্রীয় সরকারের বহুমুখী প্রকল্পগুলি হল*
      🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
      একটা মানুষের বেঁচে থাকার জন্য সবথেকে যেটা প্রয়োজন
      *1.প্রধানমন্ত্রী গরীবকল্যান যোজনা-* খাদ্য (চাল, ডাল, গম,চিনি etc)
      *2. প্রধানমন্ত্রী আবাস যোজনা-* ঘর
      *3.স্বচ্ছ ভারত অভিযান-* শৌচালয়।
      *4.আয়ুষ্মান ভারত -* (5লক্ষ টাকা) স্বাস্থ্য। কার্ডটাতে নরেন্দ্র মোদীর ছবি দেওয়া আছে তাই মমতা ব্যানার্জি এরাজ্যে চালু করতে দেয়নি।ভারতবর্ষের সব রাজ্যে আয়ুষ্মান ভারত চলছে, কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত চলছে না।আয়ুষ্মান ভারতের 70% কেন্দ্র আর 30% টাকা রাজ্য দেয়।
      *5. জল জীবন মিশন -* বিশুদ্ধ পানীয় জল।
      *6.মনরেগা প্রকল্প-* গরীব মানুষদের জন্য 100 দিনের কাজ।
      *7. Skill Development Project-* বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ।এই প্রকল্পটিকে এরাজ্যে *উৎকর্ষ বাংলা* বলে চালানো হচ্ছে।
      *8.প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা-* রাস্তা।
      *9.বার্ধক্য ভাতা-* 800 টাকা দেয় কেন্দ্র আর 200 টাকা দেয় রাজ্য।
      *10. প্রধানমন্ত্রী মাতৃবন্দনা প্রকল্প-* সরকারি hospital এ সন্তান প্রসবের পর 5 হাজার টাকা সহ AMBULANCE 🚑এ বাড়ি পৌছানোর ব্যবস্থা ও করে দিয়েছে।
      *11.* SC, ST দের Development এর জন্য কেন্দ্রীয় সরকার যে টাকা পাঠায় সেটা দিয়ে তাদের development না করে সেই টাকা দিয়ে *সবুজ সাথীর ভাঙা সাইকেল* দিচ্ছে।সাইকেলটা আবার কম করে 500 টাকা দিয়ে ঠিক করতে হচ্ছে।অভিষেক ব্যানার্জীর শ্যালিকা মেনকা গম্ভীরের শ্বশুরমশাই পবন অরোরা প্রতিটা সাইকেল থেকে 400টাকা কমিশন নেয়।
      *12.কৃষক সম্মান নিধি-* বছরে তিনবার 2000 টাকা করে 6000টাকা কৃষকদের Account এ
      ঢুকে যায়।2 বছর হয়ে গেলো এই প্রকল্পটিকে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে বন্ধ করে রেখে দিয়েছে।
      *13.মিড ডে মিল-* এটা ভারত সরকারের প্রকল্প।এর মাধ্যমে বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের স্কুল ছুটের সংখ্যা কমানো সম্ভব হয়েছে।
      *14. পি এম পোষণ-*
      ফল, ডিম, মাংস, দুধ শুধু পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষ জুড়ে দেওয়া হয়।এটা ভারত সরকারের নতুন প্রকল্প।শিক্ষার্থীদের অতিরিক্ত পুষ্টি সরবরাহ করার জন্য এই প্রকল্পটি করা হয়েছে।এটাকে মমতা ব্যানার্জি নিজের বলে চালিয়ে দিচ্ছে।
      *15. সমগ্র শিক্ষা মিশন-* বিদ্যালয়ের স্কুলের ব্যাগ,স্কুলের জামা, প্যান্ট, বই, খাতা দেওয়া হয়।এগুলো সবই কেন্দ্রীয় সরকার দিচ্ছে।কিন্তু মমতা ব্যানার্জি জামা, ব্যাগ এমনকি খাতাতেও বিশ্ববাংলার *ব* এর logo এবং নিজের ছবি বসিয়ে দিচ্ছে।
      *16.* কেন্দ্রীয় সরকার পর্যাপ্ত পরিমাণে ICDS(Integrated Child Development Services) কে যে টাকা দেয় সেই টাকা ICDS এর বিভিন্ন fund এ না দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিমাসে মহিলাদের একাউন্টে 500 টাকা ( *লক্ষ্মীর ভান্ডার* ) করে ঢুকিয়ে দিচ্ছে।এবার প্রশ্ন হচ্ছে ICDS এর প্রাপ্য টাকা টা দিচ্ছে কীভাবে ?
      কেন্দ্রীয় সরকার মিড ডে মিল প্রকল্পের জন্য যে টাকা দেয় সেই টাকার অধিকাংশ ICDS কে পরের মাসে দিয়ে দিচ্ছে।যারফলে এরাজ্যের স্কুলের ছাত্রছাত্রীরা মিড ডে মিল এ ভালো পুষ্টিকর খাবার ঠিকমতো পাচ্ছে না।
      এছাড়া সরকারি কর্মচারীদের প্রাপ্য টাকা DA না দিয়ে সেখান থেকেও বেশ কিছু টাকা চুরি করছে মাননীয়া লক্ষ্মীর ভান্ডারের জন্য।
      *17.প্রধানমন্ত্রী উজালা যোজনা-* রান্নার গ্যাস।
      *18. বিধবা ভাতা-* 800 টাকা দেয় কেন্দ্র ও 200 টাকা দেয় রাজ্য।40 থেকে 59 বছরের মহিলাদের দেওয়া হয়।
      *19. দিব্যাঙ্গ ভাতা-* দিব্যাঙ্গ দের জন্য 800 টাকা দেয় কেন্দ্র আর 200 টাকা দেয় রাজ্য।এটাকে মমতা ব্যানার্জি মানবিক ভাতা প্রচার করে রাজ্যের প্রকল্প বলে চালিয়ে দিচ্ছে।
      *সুতরাং যা বোঝা যাচ্ছে, কন্যাশ্রী রুপশ্রী ছাড়া রাজ্যসরকারের কোনো প্রকল্প নেই,পশ্চিমবঙ্গের 6 লক্ষ কোটি টাকা ঋণ হয়ে গেছে এই দুটো প্রকল্প দিতে গিয়ে।এছাড়া দূর্গাপূজায় ক্লাব গুলোকে 60,000টাকা দেওয়া,লক্ষ্মীর ভান্ডার, খেলা মেলা করে ঋণের বোঝা বাড়িয়ে দিয়েছে।রাজ্য সরকারের ঋণ মেটানোর কোনো চেষ্টা নেই,শ্রীলঙ্কার ঋণ হল 6 লক্ষ কোটি টাকা।মমতা ব্যানার্জির tendency হল রাজ্যকে ঋণের বোঝা বাড়িয়ে দেওয়া,এই ঋণ যতদিন শোধ না হবে ততদিন পশ্চিমবঙ্গে চাকরি,শিল্প,স্বাস্থ্য ক্ষেত্রে কোনোদিনই উন্নতি হবে না।*

    • @subhadipghosh7230
      @subhadipghosh7230 ปีที่แล้ว +1

      *কোন অঙ্কে অভিষেক ব্যানার্জীর গ্রেপ্তারি এখন-ই সম্ভব নয়!*
      এই মুহূর্তে গ্রেপ্তার করা হলে 2টো সমস্যা আছে------
      1. গ্রেপ্তার করা হলে দুদিনের মধ্যে অন্তত পক্ষে গোটা 100 জন বিধায়ক দল ছেড়ে দেবে রাতারাতি।তাহলে সরকার পড়ে যাবে।এবার সরকারটা চালাবে কে ?
      সংবিধান অনুযায়ী, যে বিরোধী দল থাকে তারই সরকার চালানোর অধিকার থাকে।যে দুর্নীতি গ্রস্থ সরকারের বিরুদ্ধে BJP লড়াই সেই দুর্নীতি গ্রস্থ দলের বিধায়ক নিয়ে BJP যদি সরকার গঠন করে ফেলে তাহলে নিঃসন্ধেহে বলাই যায়, সেই সরকার দীর্ঘস্থায়ী হবে না।তাই কেন্দ্রীয় সরকার তৃণমূলের বিধায়ক নিয়ে সরকার গঠন করতে চাইছে না।
      2. আরেকটি সমস্যা আছে, সেটা হল BJP যদি তৃণমূলের বিধায়ক নিয়ে সরকার গঠন না করে তাহলে পশ্চিমবঙ্গে সরকার চালানোর কেউ থাকবে না অর্থাৎ রাজনৈতিক শূন্যতা তৈরি হবে।তাহলে একমাত্র উপায় হচ্ছে রাষ্ট্রপতি শাসন জারি করা।কিন্তু BJPর পক্ষে রাষ্ট্রপতি শাসন পশ্চিমবঙ্গে জারি করা সম্ভব নয়।কারণ BJP আমলে BJP government ভারতের কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করেনি।যেটা কংগ্রেস আমলে congress বহু রাজ্যে বহুবার জোর খাটিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করতো।সেই কারণে 2014 সালে BJP powerএ আসার পর কংগ্রেসের জোর খাটিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করা নিয়ে BJP যেকোনো রাজনৈতিক মঞ্চে congress কে তীব্র আক্রমণ বা সমালোচনা করে থাকে।আর BJP যদি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করে দেয় তাহলে জাতীয় রাজনীতিতে কংগ্রেসের রাষ্ট্রপতি শাসন জারি করা নিয়ে আক্রমণের জায়গাটা আর থাকবে না।সেইজন্য কেন্দ্রীয় সরকার বাংলায় রাষ্ট্রপতি শাসনের দিকে হাটবে না
      এই দুটো কারণের জন্য, ED কাছে strong evidence থাকা সত্তেও অভিষেক ব্যানার্জীকে এই মুহূর্তে গ্রেপ্তার করে লাভ কিছু হবে না। 2024 election এর কয়েকমাস আগে গ্রেপ্তার করলে তখন রাতারাতি তৃণমূল দল ভেঙে যাবে এবং রাজনৈতিক শূন্যতা তৈরী হবে।যারফলে 2024 সালে লোকসভার সাথে বিধানসভা election একইসাথে করিয়ে মানুষের রায়ে ক্ষমতায় আসতে চাইছে BJP।তাহলে তৃণমূল বিধায়ক নিয়েও সরকার গঠন করতে হলো না এবং রাষ্ট্রপতি শাসন জারি কোনোটাই করতে হলো না।

  • @vijayvengsarkar7666
    @vijayvengsarkar7666 ปีที่แล้ว +69

    "কারো চাকরী খাবেন না"
    *কারণ ওদের কাছ থেকে আমি খেয়েছি। আদালত ওদের চাকরি খেলে ওরা আমায় খেয়ে ফেলবে।* 😊😊😊

    • @sanjibdas1524
      @sanjibdas1524 ปีที่แล้ว +3

      Satti akdam thik bolechen ... Excellent

    • @san9641
      @san9641 ปีที่แล้ว +3

      😄😄😄😄😄👍👍👍😄

    • @kakolikarmakar8029
      @kakolikarmakar8029 ปีที่แล้ว +3

      😂😂😂😂😂😂😂😂

    • @subhadipghosh7230
      @subhadipghosh7230 ปีที่แล้ว +1

      *কোন অঙ্কে অভিষেক ব্যানার্জীর গ্রেপ্তারি এখন-ই সম্ভব নয়!*
      এই মুহূর্তে গ্রেপ্তার করা হলে 2টো সমস্যা আছে------
      1. গ্রেপ্তার করা হলে দুদিনের মধ্যে অন্তত পক্ষে গোটা 100 জন বিধায়ক দল ছেড়ে দেবে রাতারাতি।তাহলে সরকার পড়ে যাবে।এবার সরকারটা চালাবে কে ?
      সংবিধান অনুযায়ী, যে বিরোধী দল থাকে তারই সরকার চালানোর অধিকার থাকে।যে দুর্নীতি গ্রস্থ সরকারের বিরুদ্ধে BJP লড়াই সেই দুর্নীতি গ্রস্থ দলের বিধায়ক নিয়ে BJP যদি সরকার গঠন করে ফেলে তাহলে নিঃসন্ধেহে বলাই যায়, সেই সরকার দীর্ঘস্থায়ী হবে না।তাই কেন্দ্রীয় সরকার তৃণমূলের বিধায়ক নিয়ে সরকার গঠন করতে চাইছে না।
      2. আরেকটি সমস্যা আছে, সেটা হল BJP যদি তৃণমূলের বিধায়ক নিয়ে সরকার গঠন না করে তাহলে পশ্চিমবঙ্গে সরকার চালানোর কেউ থাকবে না অর্থাৎ রাজনৈতিক শূন্যতা তৈরি হবে।তাহলে একমাত্র উপায় হচ্ছে রাষ্ট্রপতি শাসন জারি করা।কিন্তু BJPর পক্ষে রাষ্ট্রপতি শাসন পশ্চিমবঙ্গে জারি করা সম্ভব নয়।কারণ BJP আমলে BJP government ভারতের কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করেনি।যেটা কংগ্রেস আমলে congress বহু রাজ্যে বহুবার জোর খাটিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করতো।সেই কারণে 2014 সালে BJP powerএ আসার পর কংগ্রেসের জোর খাটিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করা নিয়ে BJP যেকোনো রাজনৈতিক মঞ্চে congress কে তীব্র আক্রমণ বা সমালোচনা করে থাকে।আর BJP যদি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করে দেয় তাহলে জাতীয় রাজনীতিতে কংগ্রেসের রাষ্ট্রপতি শাসন জারি করা নিয়ে আক্রমণের জায়গাটা আর থাকবে না।সেইজন্য কেন্দ্রীয় সরকার বাংলায় রাষ্ট্রপতি শাসনের দিকে হাটবে না
      এই দুটো কারণের জন্য, ED কাছে strong evidence থাকা সত্তেও অভিষেক ব্যানার্জীকে এই মুহূর্তে গ্রেপ্তার করে লাভ কিছু হবে না। 2024 election এর কয়েকমাস আগে গ্রেপ্তার করলে তখন রাতারাতি তৃণমূল দল ভেঙে যাবে এবং রাজনৈতিক শূন্যতা তৈরী হবে।যারফলে 2024 সালে লোকসভার সাথে বিধানসভা election একইসাথে করিয়ে মানুষের রায়ে ক্ষমতায় আসতে চাইছে BJP।তাহলে তৃণমূল বিধায়ক নিয়েও সরকার গঠন করতে হলো না এবং রাষ্ট্রপতি শাসন জারি কোনোটাই করতে হলো না।

  • @legendarygamer8519
    @legendarygamer8519 ปีที่แล้ว +70

    বাঙলার মানুষ কে কিছু দেখাতে হবে না।সব মানুষ দেখছে আর আছে আপনার প্রতিবেদন। মানুষ কে ভুল বোঝাতে পারবে না মুখ্যমন্ত্রী।

    • @gopalpalchoudhury5978
      @gopalpalchoudhury5978 ปีที่แล้ว +1

      Very correct.

    • @subhadipghosh7230
      @subhadipghosh7230 ปีที่แล้ว +1

      *কোন অঙ্কে অভিষেক ব্যানার্জীর গ্রেপ্তারি এখন-ই সম্ভব নয়!*
      এই মুহূর্তে গ্রেপ্তার করা হলে 2টো সমস্যা আছে------
      1. গ্রেপ্তার করা হলে দুদিনের মধ্যে অন্তত পক্ষে গোটা 100 জন বিধায়ক দল ছেড়ে দেবে রাতারাতি।তাহলে সরকার পড়ে যাবে।এবার সরকারটা চালাবে কে ?
      সংবিধান অনুযায়ী, যে বিরোধী দল থাকে তারই সরকার চালানোর অধিকার থাকে।যে দুর্নীতি গ্রস্থ সরকারের বিরুদ্ধে BJP লড়াই সেই দুর্নীতি গ্রস্থ দলের বিধায়ক নিয়ে BJP যদি সরকার গঠন করে ফেলে তাহলে নিঃসন্ধেহে বলাই যায়, সেই সরকার দীর্ঘস্থায়ী হবে না।তাই কেন্দ্রীয় সরকার তৃণমূলের বিধায়ক নিয়ে সরকার গঠন করতে চাইছে না।
      2. আরেকটি সমস্যা আছে, সেটা হল BJP যদি তৃণমূলের বিধায়ক নিয়ে সরকার গঠন না করে তাহলে পশ্চিমবঙ্গে সরকার চালানোর কেউ থাকবে না অর্থাৎ রাজনৈতিক শূন্যতা তৈরি হবে।তাহলে একমাত্র উপায় হচ্ছে রাষ্ট্রপতি শাসন জারি করা।কিন্তু BJPর পক্ষে রাষ্ট্রপতি শাসন পশ্চিমবঙ্গে জারি করা সম্ভব নয়।কারণ BJP আমলে BJP government ভারতের কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করেনি।যেটা কংগ্রেস আমলে congress বহু রাজ্যে বহুবার জোর খাটিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করতো।সেই কারণে 2014 সালে BJP powerএ আসার পর কংগ্রেসের জোর খাটিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করা নিয়ে BJP যেকোনো রাজনৈতিক মঞ্চে congress কে তীব্র আক্রমণ বা সমালোচনা করে থাকে।আর BJP যদি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করে দেয় তাহলে জাতীয় রাজনীতিতে কংগ্রেসের রাষ্ট্রপতি শাসন জারি করা নিয়ে আক্রমণের জায়গাটা আর থাকবে না।সেইজন্য কেন্দ্রীয় সরকার বাংলায় রাষ্ট্রপতি শাসনের দিকে হাটবে না
      এই দুটো কারণের জন্য, ED কাছে strong evidence থাকা সত্তেও অভিষেক ব্যানার্জীকে এই মুহূর্তে গ্রেপ্তার করে লাভ কিছু হবে না। 2024 election এর কয়েকমাস আগে গ্রেপ্তার করলে তখন রাতারাতি তৃণমূল দল ভেঙে যাবে এবং রাজনৈতিক শূন্যতা তৈরী হবে।যারফলে 2024 সালে লোকসভার সাথে বিধানসভা election একইসাথে করিয়ে মানুষের রায়ে ক্ষমতায় আসতে চাইছে BJP।তাহলে তৃণমূল বিধায়ক নিয়েও সরকার গঠন করতে হলো না এবং রাষ্ট্রপতি শাসন জারি কোনোটাই করতে হলো না।

  • @narayanchatterjee6678
    @narayanchatterjee6678 ปีที่แล้ว +15

    জেলে গেল কি গেল না, তাতে কিচ্চু যায় আসে না ---- আমি চাই অসৎ উপায়ে, চুরি করে যে প্রভূত সম্পত্তি আত্মসাৎ করেছে, তা বাজেয়াপ্ত করে ল্যাংটো করে রাস্তায় ছেড়ে দেওয়া.....

  • @ashokedas8396
    @ashokedas8396 ปีที่แล้ว +22

    মেঘালয় আর ত্রিপুরায় লাথি খেয়ে সাগরদিঘির বুকজলে ডুবে ভাইপো এখন ঘুমিয়ে আছে!)

    • @amritakumar5343
      @amritakumar5343 ปีที่แล้ว +2

      গোয়া ? ওই সময় তো চোখে PUNCH ।

  • @jayantapoddar2814
    @jayantapoddar2814 ปีที่แล้ว +45

    নবীন পট্টনায়ক সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের আদর্শ হওয়া উচিৎ.. কি ভাবে নিজের রাজ্যকে শ্রেষ্ঠত্বের আসনে একটু একটু করে এগিয়ে নিয়ে চলেছেন তা সত্যিই শিক্ষনীয়....

    • @subhadipghosh7230
      @subhadipghosh7230 ปีที่แล้ว +1

      *কোন অঙ্কে অভিষেক ব্যানার্জীর গ্রেপ্তারি এখন-ই সম্ভব নয়!*
      এই মুহূর্তে গ্রেপ্তার করা হলে 2টো সমস্যা আছে------
      1. গ্রেপ্তার করা হলে দুদিনের মধ্যে অন্তত পক্ষে গোটা 100 জন বিধায়ক দল ছেড়ে দেবে রাতারাতি।তাহলে সরকার পড়ে যাবে।এবার সরকারটা চালাবে কে ?
      সংবিধান অনুযায়ী, যে বিরোধী দল থাকে তারই সরকার চালানোর অধিকার থাকে।যে দুর্নীতি গ্রস্থ সরকারের বিরুদ্ধে BJP লড়াই সেই দুর্নীতি গ্রস্থ দলের বিধায়ক নিয়ে BJP যদি সরকার গঠন করে ফেলে তাহলে নিঃসন্ধেহে বলাই যায়, সেই সরকার দীর্ঘস্থায়ী হবে না।তাই কেন্দ্রীয় সরকার তৃণমূলের বিধায়ক নিয়ে সরকার গঠন করতে চাইছে না।
      2. আরেকটি সমস্যা আছে, সেটা হল BJP যদি তৃণমূলের বিধায়ক নিয়ে সরকার গঠন না করে তাহলে পশ্চিমবঙ্গে সরকার চালানোর কেউ থাকবে না অর্থাৎ রাজনৈতিক শূন্যতা তৈরি হবে।তাহলে একমাত্র উপায় হচ্ছে রাষ্ট্রপতি শাসন জারি করা।কিন্তু BJPর পক্ষে রাষ্ট্রপতি শাসন পশ্চিমবঙ্গে জারি করা সম্ভব নয়।কারণ BJP আমলে BJP government ভারতের কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করেনি।যেটা কংগ্রেস আমলে congress বহু রাজ্যে বহুবার জোর খাটিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করতো।সেই কারণে 2014 সালে BJP powerএ আসার পর কংগ্রেসের জোর খাটিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করা নিয়ে BJP যেকোনো রাজনৈতিক মঞ্চে congress কে তীব্র আক্রমণ বা সমালোচনা করে থাকে।আর BJP যদি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করে দেয় তাহলে জাতীয় রাজনীতিতে কংগ্রেসের রাষ্ট্রপতি শাসন জারি করা নিয়ে আক্রমণের জায়গাটা আর থাকবে না।সেইজন্য কেন্দ্রীয় সরকার বাংলায় রাষ্ট্রপতি শাসনের দিকে হাটবে না
      এই দুটো কারণের জন্য, ED কাছে strong evidence থাকা সত্তেও অভিষেক ব্যানার্জীকে এই মুহূর্তে গ্রেপ্তার করে লাভ কিছু হবে না। 2024 election এর কয়েকমাস আগে গ্রেপ্তার করলে তখন রাতারাতি তৃণমূল দল ভেঙে যাবে এবং রাজনৈতিক শূন্যতা তৈরী হবে।যারফলে 2024 সালে লোকসভার সাথে বিধানসভা election একইসাথে করিয়ে মানুষের রায়ে ক্ষমতায় আসতে চাইছে BJP।তাহলে তৃণমূল বিধায়ক নিয়েও সরকার গঠন করতে হলো না এবং রাষ্ট্রপতি শাসন জারি কোনোটাই করতে হলো না।

  • @commonman4964
    @commonman4964 ปีที่แล้ว +49

    ভাইপো করে তিহারে যাবে ?

    • @subhadipghosh7230
      @subhadipghosh7230 ปีที่แล้ว +1

      *কোন অঙ্কে অভিষেক ব্যানার্জীর গ্রেপ্তারি এখন-ই সম্ভব নয়!*
      এই মুহূর্তে গ্রেপ্তার করা হলে 2টো সমস্যা আছে------
      1. গ্রেপ্তার করা হলে দুদিনের মধ্যে অন্তত পক্ষে গোটা 100 জন বিধায়ক দল ছেড়ে দেবে রাতারাতি।তাহলে সরকার পড়ে যাবে।এবার সরকারটা চালাবে কে ?
      সংবিধান অনুযায়ী, যে বিরোধী দল থাকে তারই সরকার চালানোর অধিকার থাকে।যে দুর্নীতি গ্রস্থ সরকারের বিরুদ্ধে BJP লড়াই সেই দুর্নীতি গ্রস্থ দলের বিধায়ক নিয়ে BJP যদি সরকার গঠন করে ফেলে তাহলে নিঃসন্ধেহে বলাই যায়, সেই সরকার দীর্ঘস্থায়ী হবে না।তাই কেন্দ্রীয় সরকার তৃণমূলের বিধায়ক নিয়ে সরকার গঠন করতে চাইছে না।
      2. আরেকটি সমস্যা আছে, সেটা হল BJP যদি তৃণমূলের বিধায়ক নিয়ে সরকার গঠন না করে তাহলে পশ্চিমবঙ্গে সরকার চালানোর কেউ থাকবে না অর্থাৎ রাজনৈতিক শূন্যতা তৈরি হবে।তাহলে একমাত্র উপায় হচ্ছে রাষ্ট্রপতি শাসন জারি করা।কিন্তু BJPর পক্ষে রাষ্ট্রপতি শাসন পশ্চিমবঙ্গে জারি করা সম্ভব নয়।কারণ BJP আমলে BJP government ভারতের কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করেনি।যেটা কংগ্রেস আমলে congress বহু রাজ্যে বহুবার জোর খাটিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করতো।সেই কারণে 2014 সালে BJP powerএ আসার পর কংগ্রেসের জোর খাটিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করা নিয়ে BJP যেকোনো রাজনৈতিক মঞ্চে congress কে তীব্র আক্রমণ বা সমালোচনা করে থাকে।আর BJP যদি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করে দেয় তাহলে জাতীয় রাজনীতিতে কংগ্রেসের রাষ্ট্রপতি শাসন জারি করা নিয়ে আক্রমণের জায়গাটা আর থাকবে না।সেইজন্য কেন্দ্রীয় সরকার বাংলায় রাষ্ট্রপতি শাসনের দিকে হাটবে না
      এই দুটো কারণের জন্য, ED কাছে strong evidence থাকা সত্তেও অভিষেক ব্যানার্জীকে এই মুহূর্তে গ্রেপ্তার করে লাভ কিছু হবে না। 2024 election এর কয়েকমাস আগে গ্রেপ্তার করলে তখন রাতারাতি তৃণমূল দল ভেঙে যাবে এবং রাজনৈতিক শূন্যতা তৈরী হবে।যারফলে 2024 সালে লোকসভার সাথে বিধানসভা election একইসাথে করিয়ে মানুষের রায়ে ক্ষমতায় আসতে চাইছে BJP।তাহলে তৃণমূল বিধায়ক নিয়েও সরকার গঠন করতে হলো না এবং রাষ্ট্রপতি শাসন জারি কোনোটাই করতে হলো না।

  • @inaminadika3559
    @inaminadika3559 ปีที่แล้ว +89

    Yes, Nabin Patta nayak is the best CM in India. Absolutely Right.

    • @goutambasak1556
      @goutambasak1556 ปีที่แล้ว +3

      ekdom thik katha bolechen. shudhu tai noi navin babu atyanto educated person. uni amader CM er moton noi.

  • @subrataroychowdhury6046
    @subrataroychowdhury6046 ปีที่แล้ว +35

    আধ পাগল তো প্রথম থেকেই ছিল। এখন পুরো পাগল হয়ে গেছে।

  • @ranabratachoudhury6924
    @ranabratachoudhury6924 ปีที่แล้ว +83

    প্রধানমন্ত্রী হওয়ার জন্য মমতার শেষ সাপোর্ট পাকিস্থান আর বাংলাদেশ॥

    • @pradipkar9474
      @pradipkar9474 ปีที่แล้ว +2

      বেশ বলেছেন !!

    • @kakolikarmakar8029
      @kakolikarmakar8029 ปีที่แล้ว

      O Pakistan o Bangladesh er montri hobari jogyo

    • @debabratachowdhury6366
      @debabratachowdhury6366 ปีที่แล้ว

      😂😂😂😂😂

    • @jayantanag7736
      @jayantanag7736 ปีที่แล้ว +1

      Eta aabar ki Katha Tomra to AAJ ekhane pa rahate perechho or janya e CPIM amale Ekta BAL o bjp chhirate pareni BJP R TMC DUTO E RSS R POLITICAL TOOL

    • @mayaranimitra9590
      @mayaranimitra9590 ปีที่แล้ว

      😂good

  • @sanghamitrachattopadhyay5934
    @sanghamitrachattopadhyay5934 ปีที่แล้ว +43

    রোজ,রোজ একই কথা শুনতে, শুনতে আমরা ক্লান্ত, আদৌ কিছু হবে কি? এখন মনে হয় সত্যি, সত্যি নিশ্চই সেটিং আছে , তা না হলে অনির্দিষ্ট দিন ধরে এই জিনিস চলতে পারে না।

    • @prabhatmaiti4083
      @prabhatmaiti4083 ปีที่แล้ว

      সিসোদিয়া কেস কতদিন চলছে জানেন? সেটিং করে নরেন্দ্র মোদী র কি লাভ? বরং নয়না নিজেই তেল মারতে যায়। প্রচার করে জিতেছি? কদিন?কেষ্ট মাছ বিক্রেতা । হাত সাফাই তার পেশা। নয়নার তিহার যাত্রা জলদি করার হাত সাফাই করছে।

    • @subhadipghosh7230
      @subhadipghosh7230 ปีที่แล้ว +1

      *কোন অঙ্কে অভিষেক ব্যানার্জীর গ্রেপ্তারি এখন-ই সম্ভব নয়!*
      এই মুহূর্তে গ্রেপ্তার করা হলে 2টো সমস্যা আছে------
      1. গ্রেপ্তার করা হলে দুদিনের মধ্যে অন্তত পক্ষে গোটা 100 জন বিধায়ক দল ছেড়ে দেবে রাতারাতি।তাহলে সরকার পড়ে যাবে।এবার সরকারটা চালাবে কে ?
      সংবিধান অনুযায়ী, যে বিরোধী দল থাকে তারই সরকার চালানোর অধিকার থাকে।যে দুর্নীতি গ্রস্থ সরকারের বিরুদ্ধে BJP লড়াই সেই দুর্নীতি গ্রস্থ দলের বিধায়ক নিয়ে BJP যদি সরকার গঠন করে ফেলে তাহলে নিঃসন্ধেহে বলাই যায়, সেই সরকার দীর্ঘস্থায়ী হবে না।তাই কেন্দ্রীয় সরকার তৃণমূলের বিধায়ক নিয়ে সরকার গঠন করতে চাইছে না।
      2. আরেকটি সমস্যা আছে, সেটা হল BJP যদি তৃণমূলের বিধায়ক নিয়ে সরকার গঠন না করে তাহলে পশ্চিমবঙ্গে সরকার চালানোর কেউ থাকবে না অর্থাৎ রাজনৈতিক শূন্যতা তৈরি হবে।তাহলে একমাত্র উপায় হচ্ছে রাষ্ট্রপতি শাসন জারি করা।কিন্তু BJPর পক্ষে রাষ্ট্রপতি শাসন পশ্চিমবঙ্গে জারি করা সম্ভব নয়।কারণ BJP আমলে BJP government ভারতের কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করেনি।যেটা কংগ্রেস আমলে congress বহু রাজ্যে বহুবার জোর খাটিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করতো।সেই কারণে 2014 সালে BJP powerএ আসার পর কংগ্রেসের জোর খাটিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করা নিয়ে BJP যেকোনো রাজনৈতিক মঞ্চে congress কে তীব্র আক্রমণ বা সমালোচনা করে থাকে।আর BJP যদি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করে দেয় তাহলে জাতীয় রাজনীতিতে কংগ্রেসের রাষ্ট্রপতি শাসন জারি করা নিয়ে আক্রমণের জায়গাটা আর থাকবে না।সেইজন্য কেন্দ্রীয় সরকার বাংলায় রাষ্ট্রপতি শাসনের দিকে হাটবে না
      এই দুটো কারণের জন্য, ED কাছে strong evidence থাকা সত্তেও অভিষেক ব্যানার্জীকে এই মুহূর্তে গ্রেপ্তার করে লাভ কিছু হবে না। 2024 election এর কয়েকমাস আগে গ্রেপ্তার করলে তখন রাতারাতি তৃণমূল দল ভেঙে যাবে এবং রাজনৈতিক শূন্যতা তৈরী হবে।যারফলে 2024 সালে লোকসভার সাথে বিধানসভা election একইসাথে করিয়ে মানুষের রায়ে ক্ষমতায় আসতে চাইছে BJP।তাহলে তৃণমূল বিধায়ক নিয়েও সরকার গঠন করতে হলো না এবং রাষ্ট্রপতি শাসন জারি কোনোটাই করতে হলো না।

  • @malayacharya119
    @malayacharya119 ปีที่แล้ว +31

    সেটিং তত্ত্ব খারিজ করে তদন্তের শেষ দরকার।

  • @narayanchandradas9775
    @narayanchandradas9775 ปีที่แล้ว +10

    নমস্কার, sanmoy babu, খুব সুন্দর বললেন, বিনাশ কালে বুদ্ধি ভ্রম, ধন্যবাদ I

  • @PS-vw1vj
    @PS-vw1vj ปีที่แล้ว +81

    13:35 আজ খবরে দেখলাম এই 'নির্দিষ্ট' বেঞ্চ ED এর কাছে দেখতে চেয়েছিল সঞ্জয় বসুর বিরুদ্ধে কি কি প্রমাণ তথ‍্য সংগ্রহ করেছে। এরপরই তাদের সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত খুবই ইঙ্গিতবাহী।

    • @rajatshubhrosengupta284
      @rajatshubhrosengupta284 ปีที่แล้ว +1

      Bench of HIGH COURT or SUPREME Court ??

    • @rakeshroshan4
      @rakeshroshan4 ปีที่แล้ว

      Hc

    • @subhadipghosh7230
      @subhadipghosh7230 ปีที่แล้ว +1

      ​@@rajatshubhrosengupta284 *কোন অঙ্কে অভিষেক ব্যানার্জীর গ্রেপ্তারি এখন-ই সম্ভব নয়!*
      এই মুহূর্তে গ্রেপ্তার করা হলে 2টো সমস্যা আছে------
      1. গ্রেপ্তার করা হলে দুদিনের মধ্যে অন্তত পক্ষে গোটা 100 জন বিধায়ক দল ছেড়ে দেবে রাতারাতি।তাহলে সরকার পড়ে যাবে।এবার সরকারটা চালাবে কে ?
      সংবিধান অনুযায়ী, যে বিরোধী দল থাকে তারই সরকার চালানোর অধিকার থাকে।যে দুর্নীতি গ্রস্থ সরকারের বিরুদ্ধে BJP লড়াই সেই দুর্নীতি গ্রস্থ দলের বিধায়ক নিয়ে BJP যদি সরকার গঠন করে ফেলে তাহলে নিঃসন্ধেহে বলাই যায়, সেই সরকার দীর্ঘস্থায়ী হবে না।তাই কেন্দ্রীয় সরকার তৃণমূলের বিধায়ক নিয়ে সরকার গঠন করতে চাইছে না।
      2. আরেকটি সমস্যা আছে, সেটা হল BJP যদি তৃণমূলের বিধায়ক নিয়ে সরকার গঠন না করে তাহলে পশ্চিমবঙ্গে সরকার চালানোর কেউ থাকবে না অর্থাৎ রাজনৈতিক শূন্যতা তৈরি হবে।তাহলে একমাত্র উপায় হচ্ছে রাষ্ট্রপতি শাসন জারি করা।কিন্তু BJPর পক্ষে রাষ্ট্রপতি শাসন পশ্চিমবঙ্গে জারি করা সম্ভব নয়।কারণ BJP আমলে BJP government ভারতের কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করেনি।যেটা কংগ্রেস আমলে congress বহু রাজ্যে বহুবার জোর খাটিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করতো।সেই কারণে 2014 সালে BJP powerএ আসার পর কংগ্রেসের জোর খাটিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করা নিয়ে BJP যেকোনো রাজনৈতিক মঞ্চে congress কে তীব্র আক্রমণ বা সমালোচনা করে থাকে।আর BJP যদি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করে দেয় তাহলে জাতীয় রাজনীতিতে কংগ্রেসের রাষ্ট্রপতি শাসন জারি করা নিয়ে আক্রমণের জায়গাটা আর থাকবে না।সেইজন্য কেন্দ্রীয় সরকার বাংলায় রাষ্ট্রপতি শাসনের দিকে হাটবে না
      এই দুটো কারণের জন্য, ED কাছে strong evidence থাকা সত্তেও অভিষেক ব্যানার্জীকে এই মুহূর্তে গ্রেপ্তার করে লাভ কিছু হবে না। 2024 election এর কয়েকমাস আগে গ্রেপ্তার করলে তখন রাতারাতি তৃণমূল দল ভেঙে যাবে এবং রাজনৈতিক শূন্যতা তৈরী হবে।যারফলে 2024 সালে লোকসভার সাথে বিধানসভা election একইসাথে করিয়ে মানুষের রায়ে ক্ষমতায় আসতে চাইছে BJP।তাহলে তৃণমূল বিধায়ক নিয়েও সরকার গঠন করতে হলো না এবং রাষ্ট্রপতি শাসন জারি কোনোটাই করতে হলো না।

  • @strenger4037
    @strenger4037 ปีที่แล้ว +80

    এই দল টা একদিন মানুষের মনেই থাকবে না

    • @trendsint6687
      @trendsint6687 ปีที่แล้ว

      থাকবে অসততার প্রতিক হিসেবে,চোর ডাকাত দের প্রতিক হিসেবে।

    • @subrataroychowdhury6046
      @subrataroychowdhury6046 ปีที่แล้ว

      মানুষের মনে রাখাটা এই দলের কাছে মূল্যহীন। আদর্শহীন একটা দলের কাছে সেটাই প্রত্যাশিত। এই দলটা তৈরিই হয়েছে সমস্ত চোর,ছ্যাচোর,গুন্ডা,লুম্পেন,খুনিদের নিয়ে যাদের একমাত্র উদ্দেশ্য হলো লুটেপুটে খাওয়া। এক সময় CPM-র বিরুদ্ধে লড়াই করা নেতা কর্মীদের নেত্রী অনেক আগেই বিতাড়িত করেছে।

    • @netaidey3438
      @netaidey3438 ปีที่แล้ว

      Chor ar tmc equal

    • @PankajDas-zc7qn
      @PankajDas-zc7qn ปีที่แล้ว

      Baler dol.

  • @shyamdebnath8327
    @shyamdebnath8327 ปีที่แล้ว +83

    আমার মনে হয় মুখ্যমন্ত্রীর মাথায়ও মুকুল রায়ের মতো চিপ বসাতে হবে !!

  • @ajitsarkar5432
    @ajitsarkar5432 ปีที่แล้ว +10

    খুবই যুক্তিপূর্ণ তথ্য পরিবেশন করলেন এবং করে চলেছেন বাংলার মন ও বাংলার বার্তায় । প্রকৃত সংবাদ পরিবেশন আপনার মাধ্যমেই সম্ভব । আমরা সবাই সেইদিনের অপেক্ষায় আছি যেদিন ' শ্রীমতি ' - ' শ্রীঘরে '

    • @subhadipghosh7230
      @subhadipghosh7230 ปีที่แล้ว +1

      *ভোট দেওয়ার আগে 10বার ভাবুন কারণ একটা ভোটই ভীষণ মূল্যবান*
      ------------------------------------------
      *কেন্দ্রীয় সরকারের বহুমুখী প্রকল্পগুলি হল*
      🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
      একটা মানুষের বেঁচে থাকার জন্য সবথেকে যেটা প্রয়োজন
      *1.প্রধানমন্ত্রী গরীবকল্যান যোজনা-* খাদ্য (চাল, ডাল, গম,চিনি etc)
      *2. প্রধানমন্ত্রী আবাস যোজনা-* ঘর
      *3.স্বচ্ছ ভারত অভিযান-* শৌচালয়।
      *4.আয়ুষ্মান ভারত -* (5লক্ষ টাকা) স্বাস্থ্য। কার্ডটাতে নরেন্দ্র মোদীর ছবি দেওয়া আছে তাই মমতা ব্যানার্জি এরাজ্যে চালু করতে দেয়নি।ভারতবর্ষের সব রাজ্যে আয়ুষ্মান ভারত চলছে, কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত চলছে না।আয়ুষ্মান ভারতের 70% কেন্দ্র আর 30% টাকা রাজ্য দেয়।
      *5. জল জীবন মিশন -* বিশুদ্ধ পানীয় জল।
      *6.মনরেগা প্রকল্প-* গরীব মানুষদের জন্য 100 দিনের কাজ।
      *7. Skill Development Project-* বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ।এই প্রকল্পটিকে এরাজ্যে *উৎকর্ষ বাংলা* বলে চালানো হচ্ছে।
      *8.প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা-* রাস্তা।
      *9.বার্ধক্য ভাতা-* 800 টাকা দেয় কেন্দ্র আর 200 টাকা দেয় রাজ্য।
      *10. প্রধানমন্ত্রী মাতৃবন্দনা প্রকল্প-* সরকারি hospital এ সন্তান প্রসবের পর 5 হাজার টাকা সহ AMBULANCE 🚑এ বাড়ি পৌছানোর ব্যবস্থা ও করে দিয়েছে।
      *11.* SC, ST দের Development এর জন্য কেন্দ্রীয় সরকার যে টাকা পাঠায় সেটা দিয়ে তাদের development না করে সেই টাকা দিয়ে *সবুজ সাথীর ভাঙা সাইকেল* দিচ্ছে।সাইকেলটা আবার কম করে 500 টাকা দিয়ে ঠিক করতে হচ্ছে।অভিষেক ব্যানার্জীর শ্যালিকা মেনকা গম্ভীরের শ্বশুরমশাই পবন অরোরা প্রতিটা সাইকেল থেকে 400টাকা কমিশন নেয়।
      *12.কৃষক সম্মান নিধি-* বছরে তিনবার 2000 টাকা করে 6000টাকা কৃষকদের Account এ
      ঢুকে যায়।2 বছর হয়ে গেলো এই প্রকল্পটিকে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে বন্ধ করে রেখে দিয়েছে।
      *13.মিড ডে মিল-* এটা ভারত সরকারের প্রকল্প।এর মাধ্যমে বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের স্কুল ছুটের সংখ্যা কমানো সম্ভব হয়েছে।
      *14. পি এম পোষণ-*
      ফল, ডিম, মাংস, দুধ শুধু পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষ জুড়ে দেওয়া হয়।এটা ভারত সরকারের নতুন প্রকল্প।শিক্ষার্থীদের অতিরিক্ত পুষ্টি সরবরাহ করার জন্য এই প্রকল্পটি করা হয়েছে।এটাকে মমতা ব্যানার্জি নিজের বলে চালিয়ে দিচ্ছে।
      *15. সমগ্র শিক্ষা মিশন-* বিদ্যালয়ের স্কুলের ব্যাগ,স্কুলের জামা, প্যান্ট, বই, খাতা দেওয়া হয়।এগুলো সবই কেন্দ্রীয় সরকার দিচ্ছে।কিন্তু মমতা ব্যানার্জি জামা, ব্যাগ এমনকি খাতাতেও বিশ্ববাংলার *ব* এর logo এবং নিজের ছবি বসিয়ে দিচ্ছে।
      *16.* কেন্দ্রীয় সরকার পর্যাপ্ত পরিমাণে ICDS(Integrated Child Development Services) কে যে টাকা দেয় সেই টাকা ICDS এর বিভিন্ন fund এ না দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিমাসে মহিলাদের একাউন্টে 500 টাকা ( *লক্ষ্মীর ভান্ডার* ) করে ঢুকিয়ে দিচ্ছে।এবার প্রশ্ন হচ্ছে ICDS এর প্রাপ্য টাকা টা দিচ্ছে কীভাবে ?
      কেন্দ্রীয় সরকার মিড ডে মিল প্রকল্পের জন্য যে টাকা দেয় সেই টাকার অধিকাংশ ICDS কে পরের মাসে দিয়ে দিচ্ছে।যারফলে এরাজ্যের স্কুলের ছাত্রছাত্রীরা মিড ডে মিল এ ভালো পুষ্টিকর খাবার ঠিকমতো পাচ্ছে না।
      এছাড়া সরকারি কর্মচারীদের প্রাপ্য টাকা DA না দিয়ে সেখান থেকেও বেশ কিছু টাকা চুরি করছে মাননীয়া লক্ষ্মীর ভান্ডারের জন্য।
      *17.প্রধানমন্ত্রী উজালা যোজনা-* রান্নার গ্যাস।
      *18. বিধবা ভাতা-* 800 টাকা দেয় কেন্দ্র ও 200 টাকা দেয় রাজ্য।40 থেকে 59 বছরের মহিলাদের দেওয়া হয়।
      *19. দিব্যাঙ্গ ভাতা-* দিব্যাঙ্গ দের জন্য 800 টাকা দেয় কেন্দ্র আর 200 টাকা দেয় রাজ্য।এটাকে মমতা ব্যানার্জি মানবিক ভাতা প্রচার করে রাজ্যের প্রকল্প বলে চালিয়ে দিচ্ছে।
      *সুতরাং যা বোঝা যাচ্ছে, কন্যাশ্রী রুপশ্রী ছাড়া রাজ্যসরকারের কোনো প্রকল্প নেই,পশ্চিমবঙ্গের 6 লক্ষ কোটি টাকা ঋণ হয়ে গেছে এই দুটো প্রকল্প দিতে গিয়ে।এছাড়া দূর্গাপূজায় ক্লাব গুলোকে 60,000টাকা দেওয়া,লক্ষ্মীর ভান্ডার, খেলা মেলা করে ঋণের বোঝা বাড়িয়ে দিয়েছে।রাজ্য সরকারের ঋণ মেটানোর কোনো চেষ্টা নেই,শ্রীলঙ্কার ঋণ হল 6 লক্ষ কোটি টাকা।মমতা ব্যানার্জির tendency হল রাজ্যকে ঋণের বোঝা বাড়িয়ে দেওয়া,এই ঋণ যতদিন শোধ না হবে ততদিন পশ্চিমবঙ্গে চাকরি,শিল্প,স্বাস্থ্য ক্ষেত্রে কোনোদিনই উন্নতি হবে না।*

  • @kulkarni945
    @kulkarni945 ปีที่แล้ว +9

    ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আপনি সুস্থ থাকুন। দীর্ঘজীবী হোন। আপনাকে আজ ভীষণ প্রয়োজন আমাদের।

  • @bharatarya4050
    @bharatarya4050 ปีที่แล้ว +83

    Kick 🦶 out TMC from West Bengal..

    • @prabirchattoraj6700
      @prabirchattoraj6700 ปีที่แล้ว +5

      It is must.

    • @prabirchattoraj6700
      @prabirchattoraj6700 ปีที่แล้ว

      Akhilesh is a reputed tap thief in UP.

    • @kakolikarmakar8029
      @kakolikarmakar8029 ปีที่แล้ว +1

      👍👍👍👍👍

    • @subhadipghosh7230
      @subhadipghosh7230 ปีที่แล้ว +1

      *কোন অঙ্কে অভিষেক ব্যানার্জীর গ্রেপ্তারি এখন-ই সম্ভব নয়!*
      এই মুহূর্তে গ্রেপ্তার করা হলে 2টো সমস্যা আছে------
      1. গ্রেপ্তার করা হলে দুদিনের মধ্যে অন্তত পক্ষে গোটা 100 জন বিধায়ক দল ছেড়ে দেবে রাতারাতি।তাহলে সরকার পড়ে যাবে।এবার সরকারটা চালাবে কে ?
      সংবিধান অনুযায়ী, যে বিরোধী দল থাকে তারই সরকার চালানোর অধিকার থাকে।যে দুর্নীতি গ্রস্থ সরকারের বিরুদ্ধে BJP লড়াই সেই দুর্নীতি গ্রস্থ দলের বিধায়ক নিয়ে BJP যদি সরকার গঠন করে ফেলে তাহলে নিঃসন্ধেহে বলাই যায়, সেই সরকার দীর্ঘস্থায়ী হবে না।তাই কেন্দ্রীয় সরকার তৃণমূলের বিধায়ক নিয়ে সরকার গঠন করতে চাইছে না।
      2. আরেকটি সমস্যা আছে, সেটা হল BJP যদি তৃণমূলের বিধায়ক নিয়ে সরকার গঠন না করে তাহলে পশ্চিমবঙ্গে সরকার চালানোর কেউ থাকবে না অর্থাৎ রাজনৈতিক শূন্যতা তৈরি হবে।তাহলে একমাত্র উপায় হচ্ছে রাষ্ট্রপতি শাসন জারি করা।কিন্তু BJPর পক্ষে রাষ্ট্রপতি শাসন পশ্চিমবঙ্গে জারি করা সম্ভব নয়।কারণ BJP আমলে BJP government ভারতের কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করেনি।যেটা কংগ্রেস আমলে congress বহু রাজ্যে বহুবার জোর খাটিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করতো।সেই কারণে 2014 সালে BJP powerএ আসার পর কংগ্রেসের জোর খাটিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করা নিয়ে BJP যেকোনো রাজনৈতিক মঞ্চে congress কে তীব্র আক্রমণ বা সমালোচনা করে থাকে।আর BJP যদি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করে দেয় তাহলে জাতীয় রাজনীতিতে কংগ্রেসের রাষ্ট্রপতি শাসন জারি করা নিয়ে আক্রমণের জায়গাটা আর থাকবে না।সেইজন্য কেন্দ্রীয় সরকার বাংলায় রাষ্ট্রপতি শাসনের দিকে হাটবে না
      এই দুটো কারণের জন্য, ED কাছে strong evidence থাকা সত্তেও অভিষেক ব্যানার্জীকে এই মুহূর্তে গ্রেপ্তার করে লাভ কিছু হবে না। 2024 election এর কয়েকমাস আগে গ্রেপ্তার করলে তখন রাতারাতি তৃণমূল দল ভেঙে যাবে এবং রাজনৈতিক শূন্যতা তৈরী হবে।যারফলে 2024 সালে লোকসভার সাথে বিধানসভা election একইসাথে করিয়ে মানুষের রায়ে ক্ষমতায় আসতে চাইছে BJP।তাহলে তৃণমূল বিধায়ক নিয়েও সরকার গঠন করতে হলো না এবং রাষ্ট্রপতি শাসন জারি কোনোটাই করতে হলো না।

  • @tapankumarmondal2454
    @tapankumarmondal2454 ปีที่แล้ว +8

    ভাইপো জেলে না গেলে তার মন অনেক বেড়ে যাবে। এই পশ্চিমবঙ্গে যা ইচ্ছা তাই করবে। অতএব ভাইপোর জেলে যাওয়া পশ্চিমবঙ্গ বাসির কাছে সুখবর হবে।

  • @pradipsircer6713
    @pradipsircer6713 ปีที่แล้ว +27

    শুভ সকাল। আপনার আজকের দিনটি শুভ হোক।

  • @pritypandit2698
    @pritypandit2698 ปีที่แล้ว +15

    চিরকালের অপরিণত মস্তিষ্ক বাংলার মুখ্যমন্ত্রীর।

  • @knowledge15134
    @knowledge15134 ปีที่แล้ว +4

    খুব উপকৃত হলাম সন্ময় বাবু। আমার প্রণাম নেবেন 🙏💐🎊

  • @bratindrabhattacharya4377
    @bratindrabhattacharya4377 ปีที่แล้ว +11

    নওশাদ সিদ্দিকী সাহেবও অসাধারণ সংযম দেখিয়েছেন।

  • @thearupmaths8505
    @thearupmaths8505 ปีที่แล้ว +9

    আর কত অপেক্ষা করতে হবে। সত্যিই কি উনি যাবেন। যতখন না হচ্ছে বিশ্বাস করি না। আদৌ যাবেন কি আমার সন্দেহ আছে।

  • @মানবধর্মমুক্তদর্শন

    চিন্হিত ক্রিমিনালগুলো মূল মাথা সহ যত তাড়াতাড়ি শ্রীঘরে ঢুকবে তত ই বাঙলার মঙ্গল । ভালো থাকবেন।

  • @aviksrimany6907
    @aviksrimany6907 ปีที่แล้ว +11

    ঠিকই তো বলেছে। পার্থ কেষ্ট দশ শতাংশ নিয়েছে আর বাকি নব্বই শতাংশ পিসি ভাইপোর কাছে পাঠিয়েছে।

    • @subhadipghosh7230
      @subhadipghosh7230 ปีที่แล้ว +1

      *কোন অঙ্কে অভিষেক ব্যানার্জীর গ্রেপ্তারি এখন-ই সম্ভব নয়!*
      এই মুহূর্তে গ্রেপ্তার করা হলে 2টো সমস্যা আছে------
      1. গ্রেপ্তার করা হলে দুদিনের মধ্যে অন্তত পক্ষে গোটা 100 জন বিধায়ক দল ছেড়ে দেবে রাতারাতি।তাহলে সরকার পড়ে যাবে।এবার সরকারটা চালাবে কে ?
      সংবিধান অনুযায়ী, যে বিরোধী দল থাকে তারই সরকার চালানোর অধিকার থাকে।যে দুর্নীতি গ্রস্থ সরকারের বিরুদ্ধে BJP লড়াই সেই দুর্নীতি গ্রস্থ দলের বিধায়ক নিয়ে BJP যদি সরকার গঠন করে ফেলে তাহলে নিঃসন্ধেহে বলাই যায়, সেই সরকার দীর্ঘস্থায়ী হবে না।তাই কেন্দ্রীয় সরকার তৃণমূলের বিধায়ক নিয়ে সরকার গঠন করতে চাইছে না।
      2. আরেকটি সমস্যা আছে, সেটা হল BJP যদি তৃণমূলের বিধায়ক নিয়ে সরকার গঠন না করে তাহলে পশ্চিমবঙ্গে সরকার চালানোর কেউ থাকবে না অর্থাৎ রাজনৈতিক শূন্যতা তৈরি হবে।তাহলে একমাত্র উপায় হচ্ছে রাষ্ট্রপতি শাসন জারি করা।কিন্তু BJPর পক্ষে রাষ্ট্রপতি শাসন পশ্চিমবঙ্গে জারি করা সম্ভব নয়।কারণ BJP আমলে BJP government ভারতের কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করেনি।যেটা কংগ্রেস আমলে congress বহু রাজ্যে বহুবার জোর খাটিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করতো।সেই কারণে 2014 সালে BJP powerএ আসার পর কংগ্রেসের জোর খাটিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করা নিয়ে BJP যেকোনো রাজনৈতিক মঞ্চে congress কে তীব্র আক্রমণ বা সমালোচনা করে থাকে।আর BJP যদি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করে দেয় তাহলে জাতীয় রাজনীতিতে কংগ্রেসের রাষ্ট্রপতি শাসন জারি করা নিয়ে আক্রমণের জায়গাটা আর থাকবে না।সেইজন্য কেন্দ্রীয় সরকার বাংলায় রাষ্ট্রপতি শাসনের দিকে হাটবে না
      এই দুটো কারণের জন্য, ED কাছে strong evidence থাকা সত্তেও অভিষেক ব্যানার্জীকে এই মুহূর্তে গ্রেপ্তার করে লাভ কিছু হবে না। 2024 election এর কয়েকমাস আগে গ্রেপ্তার করলে তখন রাতারাতি তৃণমূল দল ভেঙে যাবে এবং রাজনৈতিক শূন্যতা তৈরী হবে।যারফলে 2024 সালে লোকসভার সাথে বিধানসভা election একইসাথে করিয়ে মানুষের রায়ে ক্ষমতায় আসতে চাইছে BJP।তাহলে তৃণমূল বিধায়ক নিয়েও সরকার গঠন করতে হলো না এবং রাষ্ট্রপতি শাসন জারি কোনোটাই করতে হলো না।

  • @rahuljaiswal6229
    @rahuljaiswal6229 ปีที่แล้ว +23

    Within few minutes what a wonderful briefing you have done sir and u are 100% correct

  • @AsitMondal-vd9bz
    @AsitMondal-vd9bz ปีที่แล้ว +7

    অসাধারণ প্রতিবেদন সন্ময়দা।

  • @fulkiganguli2949
    @fulkiganguli2949 ปีที่แล้ว +9

    বিচারপতির এবার কিন্তু সঠিক রায় ঘোষণা করার সময় এসেছে। অপরাধী র বিরুদ্ধে দোষী প্রমাণ না করা পর্যন্ত তৃণমূলীরা বলেই যাবে অভিযোগ তো এখনো প্রমাণ হয় নি! এই সব অভিযুক্তদের কঠোরতম শাস্তিদানের আশে প্রয়োজন।

  • @paritoshchandradey783
    @paritoshchandradey783 ปีที่แล้ว +68

    Our extremely ill fated Bengal suffers a lot endlessly. Not because of the violence of bad people, but because of the silence of good people.

    • @tamalbanerjee2910
      @tamalbanerjee2910 ปีที่แล้ว

      Pagoler mela....

    • @purusottamdey
      @purusottamdey ปีที่แล้ว

      Non,aa

    • @captainnemo1606
      @captainnemo1606 ปีที่แล้ว

      Can you pls say how many " good people" are there in West Bengal ?
      Is there " Dharma" in West Bengal? Forget about crimes, how many Bengalis today even help out each other? Do you care if something happens to your neighbour? How many feel genuinely happy seeing the success of others?

  • @dipasantra7743
    @dipasantra7743 ปีที่แล้ว +1

    আপনাকে অন্তর থেকে প্রণাম জানাই। ঈশ্বর আপনাকে রক্ষা করুন। ভালো থাকুন।

  • @JamesBond-mi7ts
    @JamesBond-mi7ts ปีที่แล้ว +7

    ভাইপো কবে ঢুকছে? আমি আর সবুর করতে পারছি না। কবে ঢুকছে ভাইপো? কবে ঢুকছে পিসি ?

    • @subrataroychowdhury6046
      @subrataroychowdhury6046 ปีที่แล้ว +1

      পিসি কি জেলে যাবেনা? যাবেনা পিসি জেলে?

  • @anupamdas5681
    @anupamdas5681 ปีที่แล้ว +1

    অসাধারণ, অপূর্ব বিশ্লেষণ। প্রতিবেদন টি মন দিয়ে শুনলাম এবং বক্তার যুক্তিপূর্ণ বিশ্লেষণে অভিভূত হয়ে গেলাম।

  • @pradipmondal751
    @pradipmondal751 ปีที่แล้ว +101

    বিনাশ কালে বুদ্ধিনাশ 😊

    • @sanchitabarman5458
      @sanchitabarman5458 ปีที่แล้ว +3

      Ha ha ha ha ha ha ha ha

    • @kakolikarmakar8029
      @kakolikarmakar8029 ปีที่แล้ว +1

      👍👍👍👍👍👍👍

    • @subhadipghosh7230
      @subhadipghosh7230 ปีที่แล้ว +1

      *কোন অঙ্কে অভিষেক ব্যানার্জীর গ্রেপ্তারি এখন-ই সম্ভব নয়!*
      এই মুহূর্তে গ্রেপ্তার করা হলে 2টো সমস্যা আছে------
      1. গ্রেপ্তার করা হলে দুদিনের মধ্যে অন্তত পক্ষে গোটা 100 জন বিধায়ক দল ছেড়ে দেবে রাতারাতি।তাহলে সরকার পড়ে যাবে।এবার সরকারটা চালাবে কে ?
      সংবিধান অনুযায়ী, যে বিরোধী দল থাকে তারই সরকার চালানোর অধিকার থাকে।যে দুর্নীতি গ্রস্থ সরকারের বিরুদ্ধে BJP লড়াই সেই দুর্নীতি গ্রস্থ দলের বিধায়ক নিয়ে BJP যদি সরকার গঠন করে ফেলে তাহলে নিঃসন্ধেহে বলাই যায়, সেই সরকার দীর্ঘস্থায়ী হবে না।তাই কেন্দ্রীয় সরকার তৃণমূলের বিধায়ক নিয়ে সরকার গঠন করতে চাইছে না।
      2. আরেকটি সমস্যা আছে, সেটা হল BJP যদি তৃণমূলের বিধায়ক নিয়ে সরকার গঠন না করে তাহলে পশ্চিমবঙ্গে সরকার চালানোর কেউ থাকবে না অর্থাৎ রাজনৈতিক শূন্যতা তৈরি হবে।তাহলে একমাত্র উপায় হচ্ছে রাষ্ট্রপতি শাসন জারি করা।কিন্তু BJPর পক্ষে রাষ্ট্রপতি শাসন পশ্চিমবঙ্গে জারি করা সম্ভব নয়।কারণ BJP আমলে BJP government ভারতের কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করেনি।যেটা কংগ্রেস আমলে congress বহু রাজ্যে বহুবার জোর খাটিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করতো।সেই কারণে 2014 সালে BJP powerএ আসার পর কংগ্রেসের জোর খাটিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করা নিয়ে BJP যেকোনো রাজনৈতিক মঞ্চে congress কে তীব্র আক্রমণ বা সমালোচনা করে থাকে।আর BJP যদি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করে দেয় তাহলে জাতীয় রাজনীতিতে কংগ্রেসের রাষ্ট্রপতি শাসন জারি করা নিয়ে আক্রমণের জায়গাটা আর থাকবে না।সেইজন্য কেন্দ্রীয় সরকার বাংলায় রাষ্ট্রপতি শাসনের দিকে হাটবে না
      এই দুটো কারণের জন্য, ED কাছে strong evidence থাকা সত্তেও অভিষেক ব্যানার্জীকে এই মুহূর্তে গ্রেপ্তার করে লাভ কিছু হবে না। 2024 election এর কয়েকমাস আগে গ্রেপ্তার করলে তখন রাতারাতি তৃণমূল দল ভেঙে যাবে এবং রাজনৈতিক শূন্যতা তৈরী হবে।যারফলে 2024 সালে লোকসভার সাথে বিধানসভা election একইসাথে করিয়ে মানুষের রায়ে ক্ষমতায় আসতে চাইছে BJP।তাহলে তৃণমূল বিধায়ক নিয়েও সরকার গঠন করতে হলো না এবং রাষ্ট্রপতি শাসন জারি কোনোটাই করতে হলো না।

  • @motivationswithme8702
    @motivationswithme8702 ปีที่แล้ว +12

    আমাদের এই মঞ্চ শুধুমাত্র সরকারি কর্মী এবং রাস্তায় বসে থাকা যোগ্য ছেলেমেয়েদের জন্য। ধর্ম, রাজনৈতিক দল নিরপেক্ষ।

  • @chaitalimitra6651
    @chaitalimitra6651 ปีที่แล้ว +48

    ভাবতে ভয় করে যিনি মুখ্যমন্ত্রীর পদটা ভালোভাবে পালন করতে পারলেন না অসম্মানিত করলেন, তিনি প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখেন, পাগলের প্রলাপ😀

    • @subrataroychowdhury6046
      @subrataroychowdhury6046 ปีที่แล้ว +4

      উনি আজ অবধি কোন দায়িত্বটা সঠিকভাবে পালন করেছেন? যতবার কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন ততবার কিছুদিন পর কোন না কোন অজুহাতে ছেড়ে দিয়েছেন। ওনার মন্ত্রী হওয়ার যোগ্যতা কোনদিনই ছিলনা। মুখ্যমন্ত্রীর হওয়ার তো নয়ই।

    • @kakolikarmakar8029
      @kakolikarmakar8029 ปีที่แล้ว

      Ami jani to oi dakat rani kono din pm hote parbena. Or sob ses lobh e pap pape mrityu hoyeche. Ei manosikota niye kono din desher seba kora jayna.

    • @kakolikarmakar8029
      @kakolikarmakar8029 ปีที่แล้ว

      @@subrataroychowdhury6046 ekdom thik bolechen ghenna kori ei buri daini ke

    • @juthikachakraborty8087
      @juthikachakraborty8087 ปีที่แล้ว

      ​@@subrataroychowdhury6046 deep😮bhul n bhul😊

  • @gorachandbandyopadhyay4272
    @gorachandbandyopadhyay4272 ปีที่แล้ว +8

    Thank you Sanmoy babu, waiting for the climex

  • @dib113
    @dib113 ปีที่แล้ว +4

    Dada Grt. Excellent analysis..... absolutely perfect analysis....👍

  • @anandaprasadjana6834
    @anandaprasadjana6834 ปีที่แล้ว +8

    কথায় আছে,গরু হারালে হয়গো মা এমন।গরু খুঁজে পাবেনা নিজে ফিরে আসবেনা।

  • @joydebchatterjee3879
    @joydebchatterjee3879 ปีที่แล้ว +6

    দাদা আপনি যতই বলুন শুনেছেন তো সেই যে যিনি নিজেকে দারুণ চিজ বলেছিলেন তাঁর একবার দিল্লি যাত্রা আর একটা রূদ্ধদ্বার বৈঠক তারপর সব কুল কুল (ঠান্ডা ঠান্ডা)।

  • @sankarmondal9635
    @sankarmondal9635 ปีที่แล้ว +1

    খুব যুক্তিসঙ্গত আলোচনা করেছেন।

  • @purnimadas7207
    @purnimadas7207 ปีที่แล้ว +7

    Very Very good analysis regarding anarchist C.M AT PRESENT AND PRESENT SITUATIONS in in indian politics. Thank you so much.

  • @avijitghosh5334
    @avijitghosh5334 ปีที่แล้ว +3

    শনিবার রাত ৮টায় ইন্ডিয়া টুডের মঞ্চে দেওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তৃতা টা শুনলেই বুঝতে পারবেন কোনো রকম সেটিং হবেনা।

  • @Rahul-vu7sx
    @Rahul-vu7sx ปีที่แล้ว +4

    সত্যিই কি তাই হবে । অপেক্ষায় রয়েছি।

  • @tarunkumarsarkar6555
    @tarunkumarsarkar6555 ปีที่แล้ว +6

    আপনি কি স্থির নিশ্চিত যে ED-CBI শেষ লক্ষ্য পর্যন্ত পৌঁছবে ?

  • @supriyachatterjee5485
    @supriyachatterjee5485 ปีที่แล้ว +5

    ED ভাইপোর রক্ষা কবচ বাতিলের জন্য কেন সুপ্রীম কোর্টে যাচ্ছে না দাদা ? এটা কি সেটিং ইঙ্গিত করে না?

  • @prabirintube
    @prabirintube ปีที่แล้ว +4

    "পা হাটে, মাথায়ও হাটে" । পা এখনো হাঁটছে কিন্তু মাথা আর হাঁটছেনা!

  • @prasunganguli7698
    @prasunganguli7698 ปีที่แล้ว +5

    অপূর্ব। আপনার মুখে ফুল চন্দন।

  • @somamitra5589
    @somamitra5589 ปีที่แล้ว +4

    সন্ময় বাবু, সুপ্রভাত। পাগল সাজার চেষ্টা করছে। ধরা পড়লে কি অ্যালিবাই দেবে তার জন্য। যেমন মুকুল রায়। পাগল সাজতে গিয়ে পুরোটাই গেছে। প্রনাম নেবেন।

  • @প্রীতমকুমারদে
    @প্রীতমকুমারদে ปีที่แล้ว +22

    আজ আমার মনে হচ্ছে ২৪ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে বিজেপি র আসন ১৮ থেকে ২২-২৩ হবে

    • @netaidey3438
      @netaidey3438 ปีที่แล้ว +2

      Ekdom right

    • @rajatshubhrosengupta284
      @rajatshubhrosengupta284 ปีที่แล้ว +1

      But majority of Bengal voters are committed to block the Entry of BJP in Bengal.
      So we have got what we voted for .

  • @lauraghosh5165
    @lauraghosh5165 ปีที่แล้ว +19

    A large number of people in W. B. want Koila should stay in jail. For this reason Koila is shivering with fear. After Koila next is Who? Everybody can guess easily.

  • @ashokmaji2800
    @ashokmaji2800 ปีที่แล้ว +5

    পাশে আছে নোবেল্ প্রাইজ প্রাপ্ত একজন অর্থনীতিবিদ

  • @kajalsahu7792
    @kajalsahu7792 ปีที่แล้ว +2

    এই দলটা আর এই সব দুর্নীতিগ্রস্তরা যেন পৃথিবীর ম্যাপ থেকে মুছে যায় ভগবানের কাছে এই কামনা করি ।

  • @s.sundar1320
    @s.sundar1320 ปีที่แล้ว +5

    এই গানটা বেশ ভালোই লাগে👇
    "কালীঘাটে টালির চালা
    চোরেদের পাঠশালা"।।

  • @biswanathnandi2803
    @biswanathnandi2803 ปีที่แล้ว +1

    দারুন বিশ্লেষণ করেছেন দাদা। আপনাকে অসংখ্য ধন্যবাদ🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @tapasghosh3584
    @tapasghosh3584 ปีที่แล้ว +4

    সুপ্রিম কোর্টে বার বার কয়লা কেস পিছিয়ে যাচ্ছে কি করে হবে

  • @babinghosh
    @babinghosh ปีที่แล้ว +1

    চমৎকার বিশ্লেষণ সন্ময়বাবু। এগিয়ে চলুন সাথেই আছি।🙏

  • @scscscsc6983
    @scscscsc6983 ปีที่แล้ว +3

    দলমত নির্বিশেষে সব মানুষের এক হয়ে এ সরকারকে না সরালে বাংলার নিস্তার নেই।

  • @sujitroy5008
    @sujitroy5008 ปีที่แล้ว +1

    🇮🇳 ⚖ 💐 🙏🏾 👍🏿
    Well Explained,
    Well Said Sonmoy Sir ‼
    Logic is Beautifully Blended ✅ 👍🏿

  • @shibabrata7983
    @shibabrata7983 ปีที่แล้ว +12

    I look forward to listening to your news on this channel every morning

  • @umenia5472
    @umenia5472 ปีที่แล้ว +3

    বাংলার মাটি সূভাষের ঘাটি
    ছলনার কোনো স্থান নেই।

  • @ওয়াহিদাবক্তিয়ার

    যে মুর্খ এবং চোর যার মাথায় কোনকালেই কোন বুদ্ধি ছিল না, তার মাথা কাজ করবে কি করে? এক চোর অন্য পাড়ার চোরকে ডেকে মিটিং করছে কিভাবে চুরির ধরন পাল্টানো যায়।

  • @dipakmishra1419
    @dipakmishra1419 ปีที่แล้ว +1

    প্রত্যেককেই সদা সতর্ক ভাবে পথ চলতে হবে। প্রতিনিয়ত অঘটন ঘটে চলেছে।

  • @sisterniveditaspiritual6090
    @sisterniveditaspiritual6090 ปีที่แล้ว +36

    স্ট্যালিনের প্রসঙ্গের জায়গায় টি তে হাসি পাচ্ছে।😀

    • @subhadipghosh7230
      @subhadipghosh7230 ปีที่แล้ว +1

      *কোন অঙ্কে অভিষেক ব্যানার্জীর গ্রেপ্তারি এখন-ই সম্ভব নয়!*
      এই মুহূর্তে গ্রেপ্তার করা হলে 2টো সমস্যা আছে------
      1. গ্রেপ্তার করা হলে দুদিনের মধ্যে অন্তত পক্ষে গোটা 100 জন বিধায়ক দল ছেড়ে দেবে রাতারাতি।তাহলে সরকার পড়ে যাবে।এবার সরকারটা চালাবে কে ?
      সংবিধান অনুযায়ী, যে বিরোধী দল থাকে তারই সরকার চালানোর অধিকার থাকে।যে দুর্নীতি গ্রস্থ সরকারের বিরুদ্ধে BJP লড়াই সেই দুর্নীতি গ্রস্থ দলের বিধায়ক নিয়ে BJP যদি সরকার গঠন করে ফেলে তাহলে নিঃসন্ধেহে বলাই যায়, সেই সরকার দীর্ঘস্থায়ী হবে না।তাই কেন্দ্রীয় সরকার তৃণমূলের বিধায়ক নিয়ে সরকার গঠন করতে চাইছে না।
      2. আরেকটি সমস্যা আছে, সেটা হল BJP যদি তৃণমূলের বিধায়ক নিয়ে সরকার গঠন না করে তাহলে পশ্চিমবঙ্গে সরকার চালানোর কেউ থাকবে না অর্থাৎ রাজনৈতিক শূন্যতা তৈরি হবে।তাহলে একমাত্র উপায় হচ্ছে রাষ্ট্রপতি শাসন জারি করা।কিন্তু BJPর পক্ষে রাষ্ট্রপতি শাসন পশ্চিমবঙ্গে জারি করা সম্ভব নয়।কারণ BJP আমলে BJP government ভারতের কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করেনি।যেটা কংগ্রেস আমলে congress বহু রাজ্যে বহুবার জোর খাটিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করতো।সেই কারণে 2014 সালে BJP powerএ আসার পর কংগ্রেসের জোর খাটিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করা নিয়ে BJP যেকোনো রাজনৈতিক মঞ্চে congress কে তীব্র আক্রমণ বা সমালোচনা করে থাকে।আর BJP যদি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করে দেয় তাহলে জাতীয় রাজনীতিতে কংগ্রেসের রাষ্ট্রপতি শাসন জারি করা নিয়ে আক্রমণের জায়গাটা আর থাকবে না।সেইজন্য কেন্দ্রীয় সরকার বাংলায় রাষ্ট্রপতি শাসনের দিকে হাটবে না
      এই দুটো কারণের জন্য, ED কাছে strong evidence থাকা সত্তেও অভিষেক ব্যানার্জীকে এই মুহূর্তে গ্রেপ্তার করে লাভ কিছু হবে না। 2024 election এর কয়েকমাস আগে গ্রেপ্তার করলে তখন রাতারাতি তৃণমূল দল ভেঙে যাবে এবং রাজনৈতিক শূন্যতা তৈরী হবে।যারফলে 2024 সালে লোকসভার সাথে বিধানসভা election একইসাথে করিয়ে মানুষের রায়ে ক্ষমতায় আসতে চাইছে BJP।তাহলে তৃণমূল বিধায়ক নিয়েও সরকার গঠন করতে হলো না এবং রাষ্ট্রপতি শাসন জারি কোনোটাই করতে হলো না।

  • @sudamda8179
    @sudamda8179 ปีที่แล้ว +8

    ধন্যবাদ আপনাকে দাদা

  • @tapasbiswas9150
    @tapasbiswas9150 ปีที่แล้ว +3

    ধন্যবাদ আপনাকে।

  • @amalsain4149
    @amalsain4149 ปีที่แล้ว +18

    Nowsad Bhai has done a noble job to the attacker not to touch him by anyone

  • @maharajmaharaj1282
    @maharajmaharaj1282 ปีที่แล้ว +6

    তিহার জেলটাকেই বাংলায় আনা হোক , এতো নেতা কর্মীদের এতো দূর নিয়ে যাওয়া সময় সাপেক্ষ , তাই টুক করে ধরো আর ফুক করে ভিতরে চালান করে দাও .

  • @শুভদীপসেন
    @শুভদীপসেন ปีที่แล้ว +1

    সন্ময় দা...প্রণাম নেবেন। আপনার সাথে কথা বলার ইচ্ছে থাকলেও সেই সুযোগ নেই। শুধু একটা কথা খুব যন্ত্রণা সহকারে বলছি...আদতে কিছুই হবে না!

  • @pradipnandi3232
    @pradipnandi3232 ปีที่แล้ว +7

    Excellent analysis

  • @asissur6560
    @asissur6560 ปีที่แล้ว +1

    শুধু ভাইপো নয় আমরা চটিরো গ্রেফতার চাই।

  • @subhajitchatterjee5969
    @subhajitchatterjee5969 ปีที่แล้ว +6

    মানুষ জবাব দেবে । ভোট টা আসুক ।

  • @suprabhatshastri791
    @suprabhatshastri791 ปีที่แล้ว

    সঠিক খবর জানানোর জন‍্যো ধন‍্যোবাদ সন্ময় কাকা।

  • @asimmandal3521
    @asimmandal3521 ปีที่แล้ว +15

    VERY GOOD NEWS SIR

  • @ashisbhadra5371
    @ashisbhadra5371 ปีที่แล้ว +2

    শুভ রাত্রি.
    ভালো থাকবেন মহাশয়.

  • @prabirkumarray4657
    @prabirkumarray4657 ปีที่แล้ว +4

    Sanmoybabu,Fantastic Analysis.

  • @biswajitsarkar6604
    @biswajitsarkar6604 ปีที่แล้ว +1

    শুধু ভাইপো গেলে হবেনা....বাংলার মানুষ বলছে 'ইয়ে দিল মাঙ্গে মোর '....

  • @subhasghosh4117
    @subhasghosh4117 ปีที่แล้ว +3

    কো-অর্ডিনেটের লোকেরা যদি, মুখ্যমন্ত্রীর মতে, ৯০ % খেয়ে থাকে, তো স্বরাষ্ট্র ও পুলিশ মন্ত্রী কী করছিলেন?

  • @bidhanchandrqjamader6859
    @bidhanchandrqjamader6859 ปีที่แล้ว +2

    Excellent explanation .pranam kori apnake Ex lecturer DIET 72 years old.

  • @shantanumukhopadhyay5848
    @shantanumukhopadhyay5848 ปีที่แล้ว +5

    আসলে ও কাউনটার করে বাঁচতে চাইছে দূঃখিত উনি ওনার জন্য আর মানায় না

  • @ashisdas9280
    @ashisdas9280 ปีที่แล้ว +1

    Vociferous and most excellent analysis of current matters that is the beginning of the cruel end, which is only a matter of time.