কোন গাছ কিভাবে ঘরে রাখলে ঘর ঠান্ডা থাকবে????

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনি আসল জিনিসটাই মিস করবেন..
    আপনি যদি গরমে অস্থির হয়ে থাকেন এবং এসি ও কুলারের মতো জিনিসগুলি না থাকে তবে আপনি বাড়ির বারান্দায় এমন কিছু গাছ লাগাতে পারেন, যা পরিবেশের জন্য যেমন ভাল, তেমনি আপনার ঘরকেও রাখবে খুব ঠান্ডা।
    গরমে ঘর ঠান্ডা থাকবে এবং তাও বিনামূল্যে
    #viral #nursery #gardening #indoorplants #indore #indoorplant #indoorgardening
    #cool #temparature
    #summer
    #ঘর ঠান্ডা রাখার উপায়

ความคิดเห็น • 21

  • @asmadilafroz6735
    @asmadilafroz6735 5 หลายเดือนก่อน +1

    খুব ভালো আইডিয়া ।ধন্যবাদ আপনাকে ।বাংলাদেশ থেকে দেখছি ।

    • @soumyakanti-
      @soumyakanti-  5 หลายเดือนก่อน

      অনেক ধন্যবাদ
      চ্যানেলের অন্য ভিডিও গুলি দেখার নিমন্ত্রন রইলো।

  • @Santar_Official
    @Santar_Official 5 หลายเดือนก่อน +2

    ভাই একদম ঠিক কথা বলেছো...আমিও প্রচুর গাছ .... যদি একটা করে গাছ লাগায় তাহলে এসি বিক্রিয়া একটু কমে যাবে ব্যাপারটা খুবই ভালো হবে তোমার ভিডিও আমার খুবই ভালো লাগে

    • @soumyakanti-
      @soumyakanti-  5 หลายเดือนก่อน

      অনেক অনেক ধন্যবাদ।।।
      সব মানুষ এইভাবে ভাবলে পৃথিবীটাই বদলে যেতো।

  • @SumanDas-rg5ge
    @SumanDas-rg5ge 4 หลายเดือนก่อน +1

    Dada apni ki Sunday suspense ee kaj koren apnar narrate korar ghoron ta khub bhalo

    • @soumyakanti-
      @soumyakanti-  4 หลายเดือนก่อน

      আরে কি বলছেন!!
      🙏😅🙏
      অশেষ ধন্যবাদ আপনাকে।

  • @susmitamondal888
    @susmitamondal888 5 หลายเดือนก่อน +2

    Very helpful video 👍👍 তিন চার বছর আগে আমি একটা আলোভেরার চারা এনেছিলাম আর এখন প্রায় ৫০-৬০ টা চারা আছে আমার ঘরে এবং বাইরে...একটা রবার প্ল্যান্ট এবং স্নেক প্ল্যান্ট কেনার ইচ্ছে আছে😊 আপনার ভিডিও টা দেখে খুব ভালো ইমফরমেশান পেলাম ধন্যবাদ।

    • @soumyakanti-
      @soumyakanti-  5 หลายเดือนก่อน

      আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
      অবশ্যই এগুলি চটজলদি সমাধান না।
      কিন্তু চিরস্থায়ী সুরাহার কথা ভাবতে গেলে আমাদের এগুলি করতেই হবে।

    • @Santar_Official
      @Santar_Official 5 หลายเดือนก่อน +1

      Snake plant অনেক জঙ্গলে পেয়ে যাবেন...আমি অনেক পেয়েছি আর রাবার প্ল্যান্ট ও পেয়েছি...আমার বাগানের ভিডিও গুলো দেখুন তার মধ্যে বেশির ভাগ ই আমি বন জঙ্গল থেকে পাওয়া

  • @animaghosh5979
    @animaghosh5979 5 หลายเดือนก่อน +1

    খুব সুন্দর ভিডিও। কিন্তু আমার মনে হয় information এ একটু শোধরানোর প্রয়োজন আছে,স্নেক প্লান্ট রাত্রে অক্সিজেন নির্গমন করেনা, কেবল কার্বন ডাই অক্সাইড শোষণ করে জমা করে রেখে দেয়। দিনের বেলায় photosynthesis করার সময় সেটাকে ব্যবহার করে। এটাকে CAM ( Crassulacean Acid Metabolism ) বলে 😊 যেটা সমস্ত গাছ পারেনা। ধন্যবাদ 🙏

    • @soumyakanti-
      @soumyakanti-  5 หลายเดือนก่อน +1

      আপনি একদম সঠিক বলেছেন।
      প্রথমেই আপনাকে অনেক ধন্যবার এতো সুন্দর করে বোঝানোর জন্য।
      আমার মনে হয় আপনার তথ্যের সাথে আর একটু যোগ করে নেওয়া যেতে পারে।
      "these plants keep their stomata closed during day and open it during night for fix CO2 in the form of malate and releases O2."
      আসলে এরা দিনে পত্র রন্ধ্র খোলেই না। ফলে দিনে সালোকসংশ্লেষ এ উৎপাদিত o2 টা রাতে নির্গমন করা ছাড়া এদের আর উপায় থাকে না।।।

    • @animaghosh5979
      @animaghosh5979 5 หลายเดือนก่อน +1

      @@soumyakanti- আবার একটু সংশোধন করছি (আমার জানা তথ্য অনুসারে ) CAM plants দিনের বেলায় stomata খোলে শুধু gass exchange করার জন্যে কিন্তু Water loss হয়না। কারণ জল বেরোতে দেয়না। এটাই ওদের স্টোমাটার স্পেশালিটি। দিনের বেলায় ওরাও CO2 গ্রহণ করে 😊ভুল হলে সংশোধন করে দেবেন please। আমিও সঠিকটা জানতে চাই ধন্যবাদ 🙏

    • @soumyakanti-
      @soumyakanti-  5 หลายเดือนก่อน

      আমি যদ্দুর জানি
      এখানেই মজাটা
      এরা দিনে Water loss এর ভয়ে stromata open এ করে না।
      ফলে co2 absorbtion and o2 release দুটি কাজ রাতেই করতে হয়।

  • @kanokrahman4178
    @kanokrahman4178 5 หลายเดือนก่อน +1

    গাছ গুলোর নাম লিখে দিলে ভাল হতো 🙂

    • @soumyakanti-
      @soumyakanti-  5 หลายเดือนก่อน

      ভিডিও টি সম্পূর্ণ দেখুন
      সব কটি গাছে নাম
      উপকারী গুন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

  • @ছাদবাগানRooftopgarden
    @ছাদবাগানRooftopgarden 5 หลายเดือนก่อน +2

    Dada video ta onek valo laglo 😊😊😊try korbo 😊love form bangladesh ❤❤🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

    • @soumyakanti-
      @soumyakanti-  5 หลายเดือนก่อน

      অনেক অনেক ধন্যবাদ আপনাকে। চ্যানেলে এই সম্পর্কিত আরো ভিডিও আছে। অবশ্যই দেখবেন।

  • @mousinha9537
    @mousinha9537 5 หลายเดือนก่อน +1

    এসি বিক্রি বন্ধ করা হোক আগে এসি ছাড়া মানুষ থেকেছে আর এখনো পারবে

    • @soumyakanti-
      @soumyakanti-  5 หลายเดือนก่อน

      অবশ্যই
      প্রতিটি মানুষের মধ্যে এই সচেতনতা টা আসা উচিত।
      প্রযুক্তির দোহাই দিয়ে আমরা প্রকৃতির উপর নির্ভরশীলতা যত কমিয়েছি ততই ক্রমাগত আমাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে।।।

  • @bapansaha7302
    @bapansaha7302 5 หลายเดือนก่อน +4

    Eta amar ka6e helpful mone holo na

    • @soumyakanti-
      @soumyakanti-  5 หลายเดือนก่อน

      Dekhar jnne apnake dhanyabad