মাহফুজ ভাইয়ের নাটক দেখলে ই , দেখি হয় সে ব্যর্থ প্রেমিক, না হয়, ত্রিভুজ প্রেমিক, কিন্তু কবি ও একটি মেয়ে নাটকে বিবাহিত মেয়েকে বিয়ে করে,তার নায়ক চরিত্র ফুটিয়ে তোলার জন্য, এই নাটকের সব শিল্প কলাকৌশলীদের ধন্যবাদ, খুবই ভালো লেগেছে নাটকটি উপভোগ করে।❤❤❤
Ay kobby akane natokti valo legese ato biroho ato maya ker zonno ato kanna natokti to deklam kinto porano na notun bole felo to Natoker porichalok o derector k darun natoker songlap .sob kotha zeno kemon kemon kotha golo mone hoy poricito mone hoy amer moton mone hoy koob cina china lagse mane amer amer lagse ..kemon prem e porso go .tomi boziye bolsona amy to ?..moner dooko mone roye gelo go .......ktomi ami kerkotha vabi seye bozaye bole na amy ? Kake boli ...tomi amer dorer nou tomi amer koob kaser .....
আমি কলকাতার দর্শক। বাংলাদেশের নাটক/টেলিফিল্ম অনেক দিন ধরেই দেখি ও উপভোগ করি। আজ এইমাত্র নাটকটি দেখা শেষ করলাম। চমৎকার নাটক। যেমন সুন্দর কাহিনি তেমনই অভিনয়। তিশা ও মাহফুজ অনবদ্য অভিনয় করেছে। অন্যান্য সব শিল্পীরাও নিজ নিজ স্থানে স্বমহিমায় কাজ করেছেন। আপনাদের গোটা টিমকে অভিনন্দন।
@@ChicagotoDhaka ধন্যবাদ😄।আমি কলকাতার বাসিন্দা ঠিকই, তবে প্রথম পরিচয় আমি একজন আদ্যপান্ত বাঙ্গালী, এখানে আপনার সঙ্গে আমার সম্পূর্ণ মিল। আমার বাবা দাদারা ওপারেই বসবাস করতেন। প্রথম ঢাকার বিক্রমপুরে ও পরে সন্দীপে। এসব কারনে আমার ওপার বাংলার ওপর একটা মানসিক টান জন্ম থেকেই আছে। একটা সময় ছিল যখন প্রকৃত অর্থেই কলকাতা গোটা দেশের সাংস্কৃতিক পীঠস্থান ছিল। কি সাহিত্যে , কি শিল্পে, কি চলচ্চিত্রে, কি সঙ্গীতে...! বড় দুঃখ ও বেদনা নিয়ে বলতে হচ্ছে যে সেই গৌরব কলকাতার আর এতটুকু অবশিষ্ট নেই। গভীর অন্ধকারে আজ আমরা আলো খুঁজছি। আপনাদের মুক্তিযুদ্ধ চলাকালে আমি কলেজে প্রথম বর্ষের ছাত্র ছিলাম, তাই সবটাই আমার স্মৃতিতে জাগরূক। ১৯৭১ থেকে আপনারা অনেকটাই এগিয়ে গেছেন, বলিষ্ঠ পদক্ষেপে, দৃঢতার সঙ্গে, বিশেষত art & culture এ। এবং ইদানিং এই ছোট নাটকে। কলকাতায় এইধরনের নাটক একদম হয় না আর যা মিডিয়ায় হয় তা কহতব্য নয়, দেখা তো দুরের কথা। তাই আমি বলি সাংস্কৃতিক জগতে ওপার বাংলা এপারকে অনেকটা পিছনে ফেলে কদম কদম এগিয়ে চলেছে। নমস্কার 🙏🙏
@@ChicagotoDhaka আপনাকে অজস্র ধন্যবাদ 🙏। এইরকম সুস্থ সাবলীল ও মুক্ত মনের আদান-প্রদানের মাধ্যমে আমাদের দুই বাংলা আরও প্রাণের কাছাকাছি আসুক এই প্রার্থনা করি। ভাল থাকবেন। সম্ভব হলে যোগাযোগ রাখবেন। নমস্কার।
শরত বাবুর সেই কথাটিই বার বার মনে পড়ছে....".বড় প্রেম শুধু কাছেই টানে না দূরেও ঠেলে দেয়......comment যদিও আগেই লিখেছিলাম but finishing is extremely nice.......
একটা সফল নাটকের বৈশিষ্ট্য হ'ল অভিনয় উত্কর্ষতা, পরিশীলিত সংলাপ এবং দক্ষ পরিচিলনা। এইগুলো সবকটির সমাহার ঘটেছে এই নাটকে। মাহফুজ এবং তিসা'র অসামান্য অভিনয় আমার বহুদিন মনে থাকবে। সংগীত এবং ছড়িয়ে থাকা গ্রামবাংলার প্রকৃতির অপরূপ রূপ এই নাটকের এক অনুপম সম্পদ। ক্যামেরাম্যানকে কুর্নিশ। তিসা'র বোনের চরিত্রায়ন অপূর্ব। পরিশেষে পরিচালক কে সালাম। 👍👍👍
দারুন সুন্দর একটা নাটক দেখলাম অসাধারণ অপূর্ব প্রেমের গল্প নিয়ে নাটক মাহফুজ তোমাকে আরও বেশি রোমান্টিক এবং সুন্দর লাগছে, সবাইকে নিয়ে দেখার মতো নাটক, তিশা ও তোমার অভিনয় অসাধারণ।
Ak kathay asadharan Sundar natok. Akdam perfect bastab sammato practical sikshamulak wonderful beautiful natok. Thank you very much for this heartiest and very very valuable and very very beautiful natok. Thank you very much all of artists and writer and director also from my heart.
Jemon mafuz bhai er abhinoy temni tisha bandhoor anobodyo abhinoy madhurjo made me very very glad. Eti Tomader akonistho bhakto cum bandhoo . Arun Kumar Paul. From KOLKATA. WEST BENGAL. Akjon akonistho natyo premy. I respect your acting seriously from my heart ❤. I 💘 you very much from my antor.
এক কথায় দুর্দান্ত.... That's Called Natok (Drama).... Pure Class.... Level of Acting (All the Artists Specially The Aunt of Mahfuz Ahmed), Scenerios, Dialogues, Background Tune, Cinematography...All these things are perfectly placed in this Drama...... কি নেই এই নাটকে..? পরিবার বিষয়ক কাহিনী+ পরিচ্ছন্ন রোমান্স কিন্তু কত সুন্দর, ন্যাচারাল.... কত সুন্দর কথার ধরণ, ভাষার প্রয়োগ +সংলাপ এখনকার "তথাকথিত সস্তা প্রেম বিষয়ক" রোমান্টিক নাটক থেকে হাজারগুণে বেটার..... (সংলাপ-বিহীন ভাষা বিকৃত+যৌন সুরসুরিমুলক নাটক থেকে) পুরো নাটকের সাথে সম্পৃক্ত সকল কলাকৌশলীদের ধন্যবাদ.... (যদিও অনেক আগের নাটক, তাও মনের ভাবটা প্রকাশ না করে পারলাম নাহ...) আবারও বলতে হয়, অনবদ্য....
মন কেড়ে নেওয়া একটি নাটক!আর তার সঙ্গে মেহফুজ আহমেদের জীবন্ত অভিনয়, বিশেষ করে তার কথা বলার ঢং, মিষ্টি সুর এবং তার চেহারা ,সব মিলে কেমন যেন অন্তরে তোলপাড় লেগে যায়। অসম্ভব ভালো লেগে যায় মেহফুজ আহমেদকে!
This is not drama. It's a teaching for human beings. All people of this Earth should follow. I respect the writer,director and producer. Specially the actress TRISHA.
চমৎকার ছিলো নাটকটি।। মাহফুজ আহমেদ একজন পাক্কা অভিনেতা,, কিন্তু এখন আর তাকে দেখতে পাচ্ছিনা 😭😭😭লাভ ইউ মাহফুজ ভাইয়া ❤️❤️❤️তিশার কথা আর কি বলবো অসাধারণ অভিনেত্রী।
তিশা অভিনীত নাটকগুলোর মধ্যে এটি একটি অন্যতম শ্রেষ্ঠ নাটক। মাহফুজ ভাই যে অনেক বড়ো মাপের অভিনেতা, সে তো বলার অপেক্ষা রাখে না। পরিচালক মহাশয়কে অশেষ ধন্যবাদ জানাই তাঁর অসাধারণ পরিচালনার জন্য। ছোট বোনের ভূমিকায় অবতীর্ণ অভিনেত্রীর বলিষ্ঠ অভিনয় দুবোনের সম্পর্ককে অত্যন্ত জোরালো ও গাঢ় করে তুলেছে। এমন গল্প, চিত্রনাট্য, অভিনয় চিরদিন মানুষের মনে নির্দিষ্ট জায়গা করে নেয়। অসাধারন সংলাপ চিরন্তন হয়ে উঠেছে। শুধুমাত্র অভিনয় দেখার জন্য ' কবি ও একটি মেয়ে' নাটকটি আমি চারবার দেখলাম। সকলের অভিনয় মনকে নাড়া দিয়ে যায়।
এই ধরনের নাটক শিক্ষা দেয়, যে, যারাই সিনিয়র দের রেসপেক্ট ও সম্মান দেয়, অপেক্ষা করলে ভগবান তাঁদের মঙ্গল করেন। খালার চরিত্রের অভিনেত্রী অসাধারণ, কি বাচন ভঙ্গি, কি অসাধারণ অনুভূতিশীল অভিনয়। Excellent.
Natok gulo prithibir sreshtho.👏👍 Bangladesh er Natok dekhar por aar kono Drama ba Natok dekhte bhalo laage na. Story, Acting, Narration and Presentation are so realistic. Simply outstanding. 👍 God bless Bangladesh film industry for producing Great Dramas and Great Actors. 👏🙏
❤ আমার প্রতিটি নাটক অসাধারণ লাগে তবে মনে হয় এই নাটক গুলো মিলনের মধ্যে দিয়ে সমাপ্ত হলে ভালো ই লাগতো।❤ এটা আমার ব্যক্তিগত মত।❤ অনেক নাটক ই দেখলাম মেহফুজ সাহেবের সত্যি ই অসাধারণ।❤
eksho bar like dite ichche korche, eto bhalo legeche. Tisha Mahfuz Ahmed er avinoy anobodyo to botei , khalar role ti jini korechen taar avinoy o ashamanyo. Anek anek anek bhalo laaglo ei natok ti.
আজকাল হায় প্রেম হায় ভালোবাসা।এই নাটক দেখেই সত্যিকারের ভালবাসা শেখা যায়।তবে এখনকার নাটকে এই দৃষ্ট আর দেখা যায় না।ধন্যবাদ পরিচালক, অভিনেতা,অভিনেত্রী ও সকল কলাকৌশলীদের
What a beautiful drama....Kobi O ekti Maaya. congratulations both Tisha Madam and our hero M........ All Bharati Basi wants again this type of Natak from their end end.
আমি পশ্চিম বঙ্গের বাসিন্দা । ছোট বেলা থেকেই নাটকের প্রতি আমার টান । পশ্চিমবঙ্গের কলাকুশলীদের প্রচুর নাটক দেখেছি , তারপরও বলি এই টিশা ও মাহাফুজ ভাইয়ের জুটি অনবদ্য প্রান ভরে যায় ।
আবারও দেখলাম, অসাধারণ ড্যাসিং নাটক!!!!এইরকম ভালবাসার নাটকই প্রকৃত রোমান্টিক!!! মন ভাল করার মেডিসিন!! মাহফুজ তিসা অসাধারণ!! ধন্যবাদ নাট্যকার আর সব কলাকুশলী, খালা চরিত্রের অভিনয় শিল্পী মিরানা জামান খুবই গুণী একজন অভিজ্ঞ অভিনেত্রী ..।❤❤❤❤❤😊😂
কলকাতায় বসে টেলিফিল্মটি দেখলাম। পরিচালক থেকে মেকআপ ম্যান সবাইকে ধন্যবাদ এরকম একটি রুচিশীল ও সুন্দর অভিনয় দিয়ে মন জয় করার জন্য। আবার সেই অনুরোধ জয়া এহসান র মত এপারের বড় পর্দায় তিসা ম্যাডামকে কবে দেখতে পাব? সব বাঙালির একটাই দেশ। একদিন তা নিশ্চয়ই হবে।
মাহফুজ ভাইয়ের নাটক দেখলে ই , দেখি হয় সে ব্যর্থ প্রেমিক, না হয়, ত্রিভুজ প্রেমিক, কিন্তু কবি ও একটি মেয়ে নাটকে বিবাহিত মেয়েকে বিয়ে করে,তার নায়ক চরিত্র ফুটিয়ে তোলার জন্য, এই নাটকের সব শিল্প কলাকৌশলীদের ধন্যবাদ, খুবই ভালো লেগেছে নাটকটি উপভোগ করে।❤❤❤
4Ccc
Ay kobby akane natokti valo legese ato biroho ato maya ker zonno ato kanna natokti to deklam kinto porano na notun bole felo to
Natoker porichalok o derector k darun natoker songlap .sob kotha zeno kemon kemon kotha golo mone hoy poricito mone hoy amer moton mone hoy koob cina china lagse mane amer amer lagse ..kemon prem e porso go .tomi boziye bolsona amy to ?..moner dooko mone roye gelo go .......ktomi ami kerkotha vabi seye bozaye bole na amy ? Kake boli ...tomi amer dorer nou tomi amer koob kaser
.....
Koobi. Cina go .
Kobby tomi ato nirob keno ?amer sate kotha bolbena bozi.
ভালো লাগার মত একটা নাটক, সত্যি এখনো বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি শুধু নাটকের জন্যই বেঁচে আছে।
মনে রাখার মত নাটক।
00
নাটকের লেখক অসাধারণ ভাবে খালার মাধ্যমে নায়কের মনে নায়িকা ভালবাসা জন্ম দিয়েছেন। আরো ধন্যবাদ ছোট্ট বোন নামের বন্ধুটিকে এক কথায় এই বছরের সেরা নাটক।
চনচন নের নাটক দেখব।
আমি কলকাতার দর্শক। বাংলাদেশের নাটক/টেলিফিল্ম অনেক দিন ধরেই দেখি ও উপভোগ করি। আজ এইমাত্র নাটকটি দেখা শেষ করলাম। চমৎকার নাটক। যেমন সুন্দর কাহিনি তেমনই অভিনয়। তিশা ও মাহফুজ অনবদ্য অভিনয় করেছে। অন্যান্য সব শিল্পীরাও নিজ নিজ স্থানে স্বমহিমায় কাজ করেছেন। আপনাদের গোটা টিমকে অভিনন্দন।
Apnader zee bangla r star jolsa serial valo lage na? Apni bojen r amader nijeder desher manus boje na desher mormo...apsus. Thanks a lot for support.
@@ChicagotoDhaka ধন্যবাদ😄।আমি কলকাতার বাসিন্দা ঠিকই, তবে প্রথম পরিচয় আমি একজন আদ্যপান্ত বাঙ্গালী, এখানে আপনার সঙ্গে আমার সম্পূর্ণ মিল। আমার বাবা দাদারা ওপারেই বসবাস করতেন। প্রথম ঢাকার বিক্রমপুরে ও পরে সন্দীপে। এসব কারনে আমার ওপার বাংলার ওপর একটা মানসিক টান জন্ম থেকেই আছে। একটা সময় ছিল যখন প্রকৃত অর্থেই কলকাতা গোটা দেশের সাংস্কৃতিক পীঠস্থান ছিল। কি সাহিত্যে , কি শিল্পে, কি চলচ্চিত্রে, কি সঙ্গীতে...! বড় দুঃখ ও বেদনা নিয়ে বলতে হচ্ছে যে সেই গৌরব কলকাতার আর এতটুকু অবশিষ্ট নেই। গভীর অন্ধকারে আজ আমরা আলো খুঁজছি। আপনাদের মুক্তিযুদ্ধ চলাকালে আমি কলেজে প্রথম বর্ষের ছাত্র ছিলাম, তাই সবটাই আমার স্মৃতিতে জাগরূক। ১৯৭১ থেকে আপনারা অনেকটাই এগিয়ে গেছেন, বলিষ্ঠ পদক্ষেপে, দৃঢতার সঙ্গে, বিশেষত art & culture এ। এবং ইদানিং এই ছোট নাটকে। কলকাতায় এইধরনের নাটক একদম হয় না আর যা মিডিয়ায় হয় তা কহতব্য নয়, দেখা তো দুরের কথা। তাই আমি বলি সাংস্কৃতিক জগতে ওপার বাংলা এপারকে অনেকটা পিছনে ফেলে কদম কদম এগিয়ে চলেছে। নমস্কার 🙏🙏
@@ab55ful Bah! Khob sundor gucano kotha. Valo laglo. Valo thakben
@@ChicagotoDhaka আপনাকে অজস্র ধন্যবাদ 🙏। এইরকম সুস্থ সাবলীল ও মুক্ত মনের আদান-প্রদানের মাধ্যমে আমাদের দুই বাংলা আরও প্রাণের কাছাকাছি আসুক এই প্রার্থনা করি। ভাল থাকবেন। সম্ভব হলে যোগাযোগ রাখবেন। নমস্কার।
শরত বাবুর সেই কথাটিই বার বার মনে পড়ছে....".বড় প্রেম শুধু কাছেই টানে না দূরেও ঠেলে দেয়......comment যদিও আগেই লিখেছিলাম but finishing is extremely nice.......
🎉@
31:10 বোনে বোনের এতো ভালবাসা সত্যিই আমাকে আপ্লুত করেছে । বেঁচে থাক পৃথিবীর সমস্ত বোনদের মধ্যে অকৃত্রিম ভালবাসাগুলো
আমরা তিন বোন এক একজনের সঙ্গে খুব ভালো সম্পর্ক দোয়া করবেন সারা জীবন যেনো এমনি থাকে
Allah bhorosa,tai jeno sotti hoy.
Thanks forever dost.
@@salimaa5885 আমরাও তিন বোন দুই ভাই সবার সম্পর্ক আমার সাথে খুবিই ভালো..কারো কিছূ হলে সবার আগে আমার কাছে আসে,,বেঁচে থাক ভাই বোনের সম্পর্ক আজীবন
@@salimaa5885Same... ❤
একটা সফল নাটকের বৈশিষ্ট্য হ'ল অভিনয় উত্কর্ষতা, পরিশীলিত সংলাপ এবং দক্ষ পরিচিলনা। এইগুলো সবকটির সমাহার ঘটেছে এই নাটকে। মাহফুজ এবং তিসা'র অসামান্য অভিনয় আমার বহুদিন মনে থাকবে। সংগীত এবং ছড়িয়ে থাকা গ্রামবাংলার প্রকৃতির অপরূপ রূপ এই নাটকের এক অনুপম সম্পদ। ক্যামেরাম্যানকে কুর্নিশ। তিসা'র বোনের চরিত্রায়ন অপূর্ব।
পরিশেষে পরিচালক কে সালাম। 👍👍👍
Good
দারুন সুন্দর একটা নাটক দেখলাম
অসাধারণ অপূর্ব প্রেমের গল্প নিয়ে নাটক
মাহফুজ তোমাকে আরও বেশি রোমান্টিক এবং সুন্দর লাগছে, সবাইকে নিয়ে দেখার মতো নাটক, তিশা ও তোমার অভিনয় অসাধারণ।
সত্যিই একটি ভালো নাটক দেখলাম।
🎉 রঙ বে ঈদের উ🎉পহার ঘন চুল ঙ🎉
অনেক সুন্দর হয়েছে নাটকটা,,,❣️❣️❣️❣️
চমৎকার একটি নাটক। মন ভরে গেল।সবার অভিনয় অসম্ভব সুন্দর। প্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ এর অভিনয় বার বার দেখতে ইচ্ছে করে।
J7íZßa at
প্রিয় মাহফুজ ভাই অসাধারণ
তিশা আপুর কথা আর কি বলবো সেই।
নাটক টা আসলে দারুণ হয়েচে.......
Ak kathay asadharan Sundar natok. Akdam perfect bastab sammato practical sikshamulak wonderful beautiful natok. Thank you very much for this heartiest and very very valuable and very very beautiful natok. Thank you very much all of artists and writer and director also from my heart.
Jemon mafuz bhai er abhinoy temni tisha bandhoor anobodyo abhinoy madhurjo made me very very glad. Eti Tomader akonistho bhakto cum bandhoo . Arun Kumar Paul. From KOLKATA. WEST BENGAL. Akjon akonistho natyo premy. I respect your acting seriously from my heart ❤. I 💘 you very much from my antor.
এক কথায় দুর্দান্ত....
That's Called Natok (Drama)....
Pure Class....
Level of Acting (All the Artists Specially The Aunt of Mahfuz Ahmed), Scenerios, Dialogues, Background Tune, Cinematography...All these things are perfectly placed in this Drama......
কি নেই এই নাটকে..? পরিবার বিষয়ক কাহিনী+ পরিচ্ছন্ন রোমান্স কিন্তু কত সুন্দর, ন্যাচারাল....
কত সুন্দর কথার ধরণ, ভাষার প্রয়োগ +সংলাপ
এখনকার "তথাকথিত সস্তা প্রেম বিষয়ক" রোমান্টিক নাটক থেকে হাজারগুণে বেটার.....
(সংলাপ-বিহীন ভাষা বিকৃত+যৌন সুরসুরিমুলক নাটক থেকে)
পুরো নাটকের সাথে সম্পৃক্ত সকল কলাকৌশলীদের ধন্যবাদ....
(যদিও অনেক আগের নাটক, তাও মনের ভাবটা প্রকাশ না করে পারলাম নাহ...)
আবারও বলতে হয়, অনবদ্য....
মাহফুজ দাদা আপনার অভিনয় অনেক ভালো হয়েছে , আর তিশা দীদির কথা কি বলব উনার কুনো তুলনা হয় না ❤️❤️❤️
ইন্ডিয়া , আসাম ।
আমি বাংলাদেশ থেকে ধন্যবাদ দাদা
Hbggg6
ধন্যবাদ আলতাব লস্কর
অসাধারণ একটি গল্প।সকল অভিনয় শিল্পী এবং পরিচালক বৃন্দকে অসংখ্য ধন্যবাদ
কে কে 2021 সালে এই নাটকটা দেখেছেন।
@@channelionline yyg and
2021 a dheklam 12.54 Am
@@afrinzaman1496 o
@@channelionline েেেেোোেেেেেেেেেেেেেেেেেেেেোোেেেেেৌেেেৈেেেেেেেেেেোেেেেেোেেেোোেেোোৈেেেেেেেেেেেেেেেেেেেোোেেেেেেেোেোেেেেেেেোেেেেেেেেেোেেেেেেেৈেেেেোেোেেেেেেেেেেেেেেেেেোোোেেেেেেেেোেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেোেোেেেেেেেেোেেেেেেেেেেেেেোোেেেেেেোোোেোেেেেেেেেেেেেেেেেেেেেেেেোেেেেোোোেেোেেেেেেেেেেেেেেেোেেেেেেেোোেেোেেোোেোোোোৈেেেোেেেৈেেেেেেেেেেেেোেোোেোৌোেেেেেেেেেেেেেৈেেেেেোেেোেেোোেেোোেেোেোেোেেেেেেেেেেেৈেেেেেেেোেোেৌেোেোোোোোেেেেেেৈেেেেেেেেেেেেেৈোেেেেেেেোেেেৌ
Ami
Onek valo laglo,ek kothai nice💐6/1/2021
Opurbo Opurbo sesta khubi shundor mon valo hoye gelo ,dhonnobad Milon vai .love from New .York ❤
আসুন সবাই পাঁচ ওয়াক্তা নামাজ পরি নামাজ বেহেস্তের চাবি।
কোথায় আছে নামাজ বেহেশতের চাবি
নাটক দেখতে এসে নামাযের কথা বলার দরকার ছিল কি। জেনে বুঝে কাজ করবেন
@@mojiburbhuiyan6031৳ 17:09❤❤
@@mojiburbhuiyan6031ভাই ভালো কাজ তো নামাজের ই অংশ
নামাজ বেহেশতের চাবি এ কথাটি মিথ্যা আশা করি যাচাই করবেন
Wow...মাহফুজ এর সমতুল্য কোনো অভিনেতার জন্ম এই 2021 পযর্ন্ত হয়নি।কোনদিন হবেও না।❤👌and lot of thanks to channel i...
অসাধারণ একটা নাটক। তিশার অভিনয় দেখে বলার কিছুইনাই অসাধারণ
কেন, অপূর্ব ? অপূর্ব-তিশা জুড়ি
অতুলনীয় ।
এ সময়ের ১০০ টা সিনেমার সমান এই একটি নাটোক, জাচট অসাধারণ
অসাধারন। মাহফুজ আহমেদ আমার সব চেয়ে পছন্দের অভিনেতা।❤️❤️
Dew
আমার ও খুব পছন্দের শিল্পী
WoW প্রথমেই Wow এত্তো এত্তো ভালো লেগেছে তা ভাষায় প্রকাশ করা অসম্ভব...... আমি কোথায় হারিয়ে গেছি তা আমি নিজেও জানিনা 💜💜💜💜
এত্ত এত্ত সুন্দর একটা নাটক,খুবই ভালো লেগেছে,তবে খুব কম সময়ের নাটক,৩ /৪ ঘন্টা হলে ভালো হত,অসাধারণ অভিনয় সকলের
right
@@shahinakter4984 tnx apu
Khub valo laglo . Mahfuz amar khub priyo ovineta
মন কেড়ে নেওয়া একটি নাটক!আর তার সঙ্গে মেহফুজ আহমেদের জীবন্ত অভিনয়, বিশেষ করে তার কথা বলার ঢং, মিষ্টি সুর এবং তার চেহারা ,সব মিলে কেমন যেন অন্তরে তোলপাড় লেগে যায়। অসম্ভব ভালো লেগে যায় মেহফুজ আহমেদকে!
কি সুন্দর বোনের সম্পর্ক।দেখেও শান্তি।খুব ভালো নাটকটা।👍👍
শুভেচ্ছা হক এর অভিনয় এতো সুন্দর, চমৎকার, খুব ভালো লাগলো.. ❤️❤️
পাঁচ ওয়াত নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন অনেক সুন্দর হয়েছে নাটক অসাধারণ
এতো সুন্দর নাটক যা শেষ হয়েও যেন হইলোনা শেষ। অনেক বিখ্যাত ছবিকেও যেন হার মানিয়ে দিয়েছে...... অসাধারন....
Noob
Yes, correct your complements.
@@mohsinamary8053 Thanks a lot........wishing your happy and healthy life not for the time being, but for all time....
বাস্তব জীবনে এই ঘটনা অমিল নয়। মাহফুজ সাহেব ও তিসা ম্যাডামের অসাধারণ অভিনয় নাটকটিকে আকর্ষণীয় করে তুলেছে।
This is not drama. It's a teaching for human beings. All people of this Earth should follow. I respect the writer,director and producer. Specially the actress TRISHA.
খুব সুন্দর একটা নাটক
চমৎকার ছিলো নাটকটি।। মাহফুজ আহমেদ একজন পাক্কা অভিনেতা,, কিন্তু এখন আর তাকে দেখতে পাচ্ছিনা 😭😭😭লাভ ইউ মাহফুজ ভাইয়া ❤️❤️❤️তিশার কথা আর কি বলবো অসাধারণ অভিনেত্রী।
ছোট বোন টার অভিনয় খুব সুন্দর ছিল
Absolutely right
0p
0l
P
অনেক নাটক দেখার পরে মনের অজান্তে চোখে জল আসে এনাটকেও তাই হলো। আর একে বলে নাটক।নির্মিতাকে অসংখ্য ধন্যবাদ।
ggg
,p
সত্যি অসাধারণ একটা নাটক।মনটা ছুঁয়ে গেছে।।
নাটকের নাট্যরূপ ও তিশার অভিনয় আমাকে প্রাণবন্ত করে তুলেছে । সত্যি একটা ভালো নাটক দেখলাম । ধন্যবাদ সবাইকে ।
অসাধারণ।।। মনেপড়েগেলো সেই হারানো পুরনো দিনের গল্প, না ভোলা কিছু স্মৃতি 😢😢😢😢😢😢
Sympathy for you.❤
কেদেছি কেদেছি কেদেছি,যে নাটক মনের অজান্তেই কাদিয়ে ফেলে সেই গুলো ছাড়া অন্য কিছু আমার কাছে মূল্যহীন
বাংলাদেশ এত সুন্দর সুন্দর অভিনেতা অভিনেত্রী সুন্দর সুন্দর নাটকে কি বলে যে অভিনন্দন জানাবো ভাষা খুঁজে পাচ্ছিনা। আমাদের বিনোনের জন্য যুগ যুগ জিও।
অনেক সুন্দর একটা নাটক দেখলাম,,অনেক ভালো লাগলো
Excellent Drama My favorite actress is Tisha Mam her acting is very natural I am watching from India
Welcome ❤
তিশা অভিনীত নাটকগুলোর মধ্যে এটি একটি অন্যতম শ্রেষ্ঠ নাটক। মাহফুজ ভাই যে অনেক বড়ো মাপের অভিনেতা, সে তো বলার অপেক্ষা রাখে না। পরিচালক মহাশয়কে অশেষ ধন্যবাদ জানাই তাঁর অসাধারণ পরিচালনার জন্য। ছোট বোনের ভূমিকায় অবতীর্ণ অভিনেত্রীর বলিষ্ঠ অভিনয় দুবোনের সম্পর্ককে অত্যন্ত জোরালো ও গাঢ় করে তুলেছে। এমন গল্প, চিত্রনাট্য, অভিনয় চিরদিন মানুষের মনে নির্দিষ্ট জায়গা করে নেয়। অসাধারন সংলাপ চিরন্তন হয়ে উঠেছে। শুধুমাত্র অভিনয় দেখার জন্য ' কবি ও একটি মেয়ে' নাটকটি আমি চারবার দেখলাম। সকলের অভিনয় মনকে নাড়া দিয়ে যায়।
অসাধারণ নাটক ও অভিনয়ের জন্য ১০০০০০০% ধন্যবাদ জানাই সবাইকে । ভারত, আসাম) জীবনের সবচেয়ে ভালো বাস্তবে ঘটে যাওয়া দৃশ্য দেখতে পেলাম ।
অশেষ ধন্যবাদ, ভালোথাকেন সবাইকে নিয়া,
এই ধরনের নাটক শিক্ষা দেয়, যে, যারাই সিনিয়র দের রেসপেক্ট ও সম্মান দেয়, অপেক্ষা করলে ভগবান তাঁদের মঙ্গল করেন।
খালার চরিত্রের অভিনেত্রী অসাধারণ, কি বাচন ভঙ্গি, কি অসাধারণ অনুভূতিশীল অভিনয়।
Excellent.
Natok gulo prithibir sreshtho.👏👍 Bangladesh er Natok dekhar por aar kono Drama ba Natok dekhte bhalo laage na. Story, Acting, Narration and Presentation are so realistic. Simply outstanding. 👍 God bless Bangladesh film industry for producing Great Dramas and Great Actors. 👏🙏
❤ আমার প্রতিটি নাটক অসাধারণ লাগে তবে
মনে হয় এই নাটক গুলো মিলনের মধ্যে দিয়ে সমাপ্ত হলে ভালো ই লাগতো।❤
এটা আমার ব্যক্তিগত মত।❤
অনেক নাটক ই দেখলাম মেহফুজ সাহেবের
সত্যি ই অসাধারণ।❤
Thik ei rokom ekti finishing manush khoje...valo laglo onek...thanks all..😅😊
নারীদের সম্মান করা খুবই প্রয়োজন । এই নাটক দেখার পর অনেকের মানষিকতার পরিবর্তন হওয়া উচিত। ম্যাডাম তিশা শিল্পী জগতের গর্ব। সবাইকে ধন্যবাদ 🌹
😅
eksho bar like dite ichche korche, eto bhalo legeche. Tisha Mahfuz Ahmed er avinoy anobodyo to botei , khalar role ti jini korechen taar avinoy o ashamanyo. Anek anek anek bhalo laaglo ei natok ti.
আজকাল হায় প্রেম হায় ভালোবাসা।এই নাটক দেখেই সত্যিকারের ভালবাসা শেখা যায়।তবে এখনকার নাটকে এই দৃষ্ট আর দেখা যায় না।ধন্যবাদ পরিচালক, অভিনেতা,অভিনেত্রী ও সকল কলাকৌশলীদের
Khub khub sundar monta vore gelo 👌👌👌👌👌😊😊😊
Khub khub valo laglo. Darun natok.acting fatafati chilo.
নাটক তো অনেকেই দেখি কিন্তু এই নাটক দেখার পড়ে কেন যে চোখের পানি চলে আসলো বুঝতে পারছি না ধন্যবাদ এই নাটকের লেখককে
Very nice and beautiful dreams thak you to writer.
.
Nice and well casted and too good for this lost dumb country!
@@mdmansoorali4916😂😂😂😂❤❤l😮😊 see Dr Dr sbb😊😅😮😢🎉😂❤❤seb
❤❤😂😂
CT CT no no see no
42:29 @@mdmansoorali4916😊😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😊😊😊😮 ft ft
অসাধারণ ছবি। বস্তুতান্ত্রিক এবং নারী অবমাননাকারী সমাজের প্রতি একটা শুভ বার্তাও বটে।
You are absolutely correct. 🎉
নাটকের শেষে দর্শকদের কষ্ট না দেয়ার জন্য পরিচালককে অশেষ ধন্যবাদ। ❤️
Same to you.
❤
শেষে মিলনের জন্য পরিচালক মশাইকে ধন্যবাদ।এতো সাবলীল অভিনয় করার জন্য সকলকে ধন্যবাদ।
What a beautiful drama....Kobi O ekti Maaya.
congratulations both Tisha Madam and our hero M........
All Bharati Basi wants again this type of Natak from their end end.
কলকাতা থেকে।খুব ভালো লাগে আপনাদের টেলিফিল্ম গুলো। সবুজ মনের প্রকাশ থাকে।
Welcome ❤
কি অপূর্ব গল্প... কি অপূর্ব অভিনয়...! মনটা ভরে গেলো...
... নুসরাত ইমরোজ তিশা-র নাটক অনেক দিন পর দেখলাম। বেশ ভালো লাগলো...!
❤️❤️❤️
অসম্ভব ভালো লাগছে নাটকটি সবার অভিনয় ছিল অসাধারণ ধন্যবাদ পরিচালক কে
তিশার বাবাকে দেখে আমার বাবার কথা মনে পড়ে গেল.ঠিক এমনই ছিল আমার বাবা,
অপূর্ব এক কথায় 👍👍👍👍👍
মন ছুয়ে যাওয়া একটি গল্প
শুভেচ্ছা হক কে শুভেচ্ছা.. 🌹🌹
Excellent 👌 Mahfuz R Tishar Abhinoy onoboddo. Mahfuz Ahmed sotti ekjon boro maper Abhineta. onar chokh mukhei Abhinoy thake . thanks 🙏 for India.❤
বুলবুলির অভিনয় অনেক ভালো হইছে
খুব সুন্দর নাটক! মাহফুজ আহমদের কোনো তুলনা নেই । ❤
Khb vlo laglo mon ta vlo hoye gelo,ami holeo thik ey kaj tay krtam😊
এতো ভালো লাগলো বলে বুঝাতে পারবো না,সবাই অনেক ভালো অভিনয় করেছেন, এক কথায় অসাধারণ ।
আমি পশ্চিম বঙ্গের বাসিন্দা । ছোট বেলা থেকেই নাটকের প্রতি আমার টান । পশ্চিমবঙ্গের কলাকুশলীদের প্রচুর নাটক দেখেছি , তারপরও বলি এই টিশা ও মাহাফুজ ভাইয়ের জুটি অনবদ্য প্রান ভরে যায় ।
মাহফুজ ভাইয়ের - নুরুল হুদা একদা ভালোবেসেছিলো এই নাটকটি দেখবেন তাহলে আশা করি ভালো লাগবে আপনার
AaQQQ1
আবারও দেখলাম, অসাধারণ ড্যাসিং নাটক!!!!এইরকম ভালবাসার নাটকই প্রকৃত রোমান্টিক!!! মন ভাল করার মেডিসিন!! মাহফুজ তিসা অসাধারণ!! ধন্যবাদ নাট্যকার আর সব কলাকুশলী, খালা চরিত্রের অভিনয় শিল্পী মিরানা জামান খুবই গুণী একজন অভিজ্ঞ অভিনেত্রী ..।❤❤❤❤❤😊😂
Bharat theke bolchi.Khub sundor golpo.olpo somoyer moddhye onek kichu bola hoyecche.Acting actor actress v good.Mon bhore gelo.
আসলে মাহফুজ ভাই ও তিশা আপুর ঝোটি খুবই অসাধারন
Darun darun darun 🌹🌹🌹🌹🌹🌹👍👍👍👍👍👍👍👍🌹🌹🌹🌹
কলকাতায় বসে টেলিফিল্মটি দেখলাম। পরিচালক থেকে মেকআপ ম্যান সবাইকে ধন্যবাদ এরকম একটি রুচিশীল ও সুন্দর অভিনয় দিয়ে মন জয় করার জন্য। আবার সেই অনুরোধ জয়া এহসান র মত এপারের বড় পর্দায় তিসা ম্যাডামকে কবে দেখতে পাব?
সব বাঙালির একটাই দেশ। একদিন তা নিশ্চয়ই হবে।
Tisha bangladesher sobcyeye guni actress epar banglai ei muhurte eto bhalo abhinetri nei
চোখের জলের বিনিময়ে, অবশেষে একটুকরো হাসি খুজে পেলো দূ পাপড়িটা।।।।।
আবেগময় এক সাহিত্যে হেরে গিয়েও হার না মানা এক সমাপ্তি,,,,,,,,
Real .
Natak beautiful,Tisha er acting nothing to comment,always good,infact atlast Kobi er acceptence ta correct khoob bhalo👋👋/Kol
এই নাটকের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে
অনেক কষ্টের এবং দুঃখের নাটক। লেখক, পরিচালক এবং সবার আগে তিশা ও মাহফুজ আহমেদ কে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন।
বহু দিন পরে একটি ভালো নাটক দেখলাম।
অফুরাণ ভালোলাগা💕💕💕💕💕
এক কথায় ,,অসাধারন❤
কিছু কিছু ভালোবাসা শূন্যতা থেকে যায় ❤❤
আসলেই ছোট বোনের অভিনয় অনেক সুন্দর হয়েছে।
Osadharon....
ভালবাসা কখনও কুসংস্কার আটকায় না😊❤❤
ওহ্ কি কথন, কি উপমা আর কি উক্তি, এক কথায় অসাধারণ। ধন্যবাদ সবাইকে,
ইমদাদুল হক মিলন এর উপন্যাস খুব ভালো লাগে। এই নাটকের রচয়িতা সে। তার জন্য দেখতে আসা।তিশা ও মাহফুজ ভালো অভিনয় করেন। নাটক ভালোই হবে।
বেশ ভালো
বুল বুলির অভিনয় টা অনেক ভাল ছিল।
hmmm,,,right bolesen
এত সুন্দর অভিনয় এত সুন্দর নাটক মন ছুঁয়ে গেল অসাধারণ ভালবাসা দিয়ে শুরু অসম্ভব ভালবাসা নিয়ে সমাপ্তি আমরা এমন নাটক সব সময় চাই 👌👌👌 সত্যি জীবনটা যদি এমন সুন্দর হত।আসলে জীবনটাতো নাটকের চেয়েও নাটকিও
Khub sundor ,monta vore gelo ,ses valo jar sob valo.
অসাধারণ লাগছে নাটক টি ধন্যবাদ সবাই কে
এই রকম গল্প এখন আর হয় না। কতো সুন্দর অভিনয়!
Hava a nice move and we have learnt lesson from this move
চমৎকার, ❤❤❤
অনেক ভালো লাগলো
Khub bhalo realistic rkta story..Anek dhhannabad....
Excellent plot. Khub valo laglo. Videography, porichalona, kahani, background music khub sundor. R Ovinoi Sabar e khub pranobonto. Tisha Madam, Mahfuz shb o choto bon Asadharon. Kolkata, Newtown. Thanks.
Exellent ... Mahfuzbhai n Trisha u rsuperb