গতকাল শিরিন সোরাইয়া নামটি প্রথম শুনলাম আর আজই প্রায় দশটা গান শুনে ফেললাম। এটুকু বুঝলাম যে তেমনভাবে গাইতে জানলে যন্ত্রানুষঙ্গ, টিম-সাপোর্ট- কিচ্ছু লাগে না। সাধনাসিদ্ধ শিক্ষা, ভাবের গভীরতা আর কণ্ঠস্বর।
আগে জেনেছিলাম তুমি শিলচরে থাকো তার জন্য গত কাল comment এ তোমাকে কলকাতা এসে live program করার জন্য লিখেছিলাম, এখন শুনলাম তুমি কলকাতায় থাকছো, খুব ভাল এটা এখানে নিজের এই ভগবানের দানকে আরও বেশী বেশী করে মেলে ধর আমার শুভ আশীর্বাদ থাকলো , তুমি পারবে ।
শিরিন আমি ৮৪ তে পা দিয়েছি। আমি সারাজীবনই রবীন্দ্রসংগীতের ভক্ত। তোমার গান শুনে একটু অন্যরকম অভিজ্ঞতা হলো। তোমার কণ্ঠস্বরের নিজস্বতা, ভাব গান গাওয়ার পরিবেশনা একটু ব্যতিক্রমী মনে হলো।খুবই ভালো লাগলো।আশা করি বেঁচে থাকার শেষ মুহূর্ত পর্যন্ত তোমার গান শুনে যাবো।
আমার শুনতে খুব ভালো লাগে, শুনলে আরো গানের গভীরে পৌছানো যায়..., অপূর্ব সুন্দর হয়েছে, এমন উদার কন্ঠে স্পষ্ট উচ্চারনে কজন গাইতে পারে এই প্রজন্মে... ১) ইমন চক্রবর্তী, ২) সাহেব চট্টোপাধ্যায় ( অবশ্য ও আমার ভাগ্না হয়).. বড়ো ভালো রবীন্দ্র সঙ্গীত গায়, ওর জন্য আমার গর্বও অনুভব হয়.. ৩) শিরিন.. কে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ও আশীর্বাদ💝💝💝💝💝
Dear Sharon The impression I find in you is your being humble which is a great human virtue. Your voice Is sweet that one love to listen many times over. Good luck in your future journey on life’s long walk.
সব গুলো গানই ভীষন ভালো লাগে।আমি কবি গুরুর গানের একনিষ্ঠ ভক্ত।আপনার গান গাওয়া কেন যেন আরো বেশী ভালো লাগে!আলাদা একটা আকর্ষন অনুভব করি।ধন্যবাদ সুন্দর সুন্দর গানের জন্য।
Chokher alo dekhechilem chokher bahire.... sundor hoyeche gan ...sirin Soraya... sraboni sen student... voice bhalo tomar Rabindranath er ganer jonno..aro gan sunbo.... thank you very much..... Hyderabad
যিনি শ্রোতা এবং শিক্ষিকাকে সম্মান জানান, তিনি তো প্রথমেই সবার থেকে অর্ধেক সম্মান ছিনিয়ে নিলেন সঙ্গীত পরিবেশনের পূর্বেই । সুন্দর দর্শন মুখ থেকে সুন্দর কথার পর সুন্দর সুর ও সংগীত নিসৃত হবে এ আর আশ্চর্য কী ! গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ এবং চোখের আলোয় দেখেছিলাম😅 দুটো গান ই আমার খুব প্রিয় । খুবই ভালো লাগলো ।
ফেসবুক পেজে তোমার গান প্রায় রোজ ই শুনি। তবে গতকাল থেকে ইউ টিউবে তোমার গান শুনছি। শুনছি আর আপ্লুত হচ্ছি। জীবনের উপান্তে এসে তোমার গান খুবই শান্তি ও তৃপ্তি দিচ্ছে। ধন্যবাদ।
👍😘কী দারুণ গাইলে তুমি 👍😘 এই গানটা আমার দেবব্রত বিশ্বাসের গলায় অনেক বার শুনেছি। তোমার গলায় খুব ভালো লাগলো। এই রকম লাইভ আরোও দেখতে চাই। তুমি ও তোমার গান আমার খুব প্রিয়। শুভেচ্ছা সহ 👍😘
আমি আপনার চ্যানেলে নতুন এসেছি।আমার যেটা সবচেয়ে ভালো লাগলো আপনার নত নম্র কথা বার্তা আর সুললিত কন্ঠ।প্রভু ঈশ্বর আপনাকে তাঁর উদ্দেশ পেতে সাহায্য করুন। ঈশ্বর সংগীত প্রিয়।আর তাই আপনি তাঁরই সেবিকা।সুস্থ সুন্দর জীবন আপনার জন্য প্রার্থনা করি। ধন্যবাদ।🙏
দিন দশেক আগে প্রথমবারের মতো আপনার গান শুনলাম l এরপর থেকে শুনেই চলেছি l যতই শুনছি ততই মুগ্ধ হচ্ছি l সম্পূর্ণ এক ভিন্ন ভঙ্গিতে আপনি গান করেন , যা শ্রোতাদের মনে অন্যরকম এক অনুভূতি জাগ্রত করে l আপনি গেয়ে যান দিদি , আপনার কাছে আমাদের প্রত্যাশা অনেক বেড়ে গেলো l
কি বলছেন আপনি! মার্জনা করবো মানে? এই কথা শুনেইতো আপনার কণ্ঠে কবিতা আবৃত্তি শুনতে ইচ্ছে করে! জীবনানন্দ........রবীন্দ্রনাথ......নজরুল...... যথারীতি অপূর্ব গেয়েছেন, অনেক অনেক শুভকামনা।................💕
Bah, I am your Top most fan. I like your song most. Really apni bhalobese Rabindra Sangeet karen . I am your Top most fan -prize winner . So I know that you are God-blessed indeed. I bless you always. God is with you always.
আমার মিষ্টি বোনটিকে তার বকবকানির জন্য আমার কিন্তু খুব ভালো লাগে। আপনার গান আপনার উপস্থাপনা আমাকে খুব আনন্দ দেয়। আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।❤❤❤
You are simply wonderful georgious and outstanding. Your looks like a Tagore songs artist, keep it up, insha'Allah you will be great artist, l personally well wisher for you. Great great and great.thanks
আমি শুর ছন্দ ও গান কে ভালো বাসি...অন্য কোন দিকে তাকানোর লোক নয়...কে কিবা সিটা ও চিন্তার এক্তিয়ার ভুক্ত নয় ... তবে গান আমার জীবনের সাথে মিশে আছে বলে আমি ইটার প্রতি অশিম অনুরাগী।।। এই গান শুনার কারণে কত তালিমালি বাজে কথা ও বরন করে নিতে হয়েছে... খারাপ কাউকে চিন্তা করিনা সবাই কে সমহারে স্নেহ করি সমান্তরালে.... আমি আবার সবাইরে গান শুনি না... আমি যাকে আদর্শিক বলে ধারণায় পোষণ করি তাদের গান বেশি শুনি।এ আমার প্রথম সিলেক্ট শিল্পী... অনেক এগিয়ে ওর মতো আরো আঁট জন আছে বর্তমানে... বাকি রা ও উঠে আসবে ইনশাআল্লাহ। আমার ফেকটিরিতে যে ঢুকে যায়...সে আর বসে থাকার কথা নয় এই বিশ্বাস আমার প্রতি আমার আছে ইনশাআল্লাহ।।
আমি প্রথম শুনলাম আপনার গান। আমি মুগ্ধ, গানটিতে আপনি কোনো হারমোনিয়াম ছাড়া অন্য কোনো instrument ছাড়া করেছেন বলে আরও অসাধারণ হয়েছে। কেবল তানপুরা নিয়ে গাইলেও আমার ভাল লাগত। রবীন্দ্রসঙ্গীতে অন্যান্য instruments ছাড়া গাইলে আমার ভাল লাগে। সত্যিই অসাধারণ হয়েছে। রবীন্দ্রসঙ্গীত মানেই একান্তে অনুভবের গান।
কল্যাণীয়াসু, শিরিন সরাইয়া , খুবই অল্প কদিন হল তোমার গানের সঙ্গে পরিচিত হলাম ৷ রবীন্দ্রসঙ্গীতের আমি একজন অন্ধ ভক্ত ৷ আমার একদিনও যায় না যেদিন আমি রবীন্দ্রসঙ্গীত গাইনি | তোমার গান শুনে আমার মনপ্রাণ মুদ্ধতায় ভরে গেছে ৷ আশ্চর্যরকম সাবলীল কন্ঠ, বিস্ময়কর পরিচ্ছন্ন উচ্চারণ, গানের ভাবের সঙ্গে সঙ্গতিপূর্ণ সুললিত আবেগমথিত প্রকাশভঙ্গি ৷ সব মিলিয়ে রবীন্দ্রসঙ্গীতের এমন সার্থক উপস্থাপনা চোখেই পড়ে না ৷ তোমার অনেক অনেক গান শোনার প্রতীক্ষায় থাকবো। তোমার কন্ঠে নিচের গানগুলি শোনার অদম্য ইচ্ছা রইল | পারলে গেও ৷ * নদী পারের এই আষাঢ়ের * জয় তব বিচিত্র কবি * একদিন যারা মেরেছিল * ঝড়ে যায় উড়ে যায় গো * ও ভাই কানাই কারে জানাই * পিনাকেতে লাগে টংকার এই গানগুলো আমিও গাই ৷ তুমি গাইলে আমি শুদ্ধ হতে পারব ৷ আমি একজন প্রবৃদ্ধমানুষ (৭৯বছর) | ডঃ অসীমরজ্ঞন পুরকায়স্থ | অবসররপ্রাপ্ত পদার্থবিজ্ঞানের রিডার | তোমার হোয়াস্এপ্ নং জানালে আমার গাওয়া গানগুলো তোমাকে পাঠাতেও পারি ৷ অবশ্যই তোমার অনুমতি সাপেক্ষে | আমার ফোন ও হোয়াস্এপ্ নং 9836242762 . তোমার জন্য রইল আমার শুভকামনা ও অকুণ্ঠ আশিস ৷
I happen to listen to your song suddenly in TH-cam. Beauty of your recording is less instruments & very low volume of the sound of instruments. Lyrics & your sweet voice gives a new feeling in Rabindrasangeet. Hope you continue the pattern. Bengal Foundation records also adopt low sounds of accompanying instruments.
গতকাল শিরিন সোরাইয়া নামটি প্রথম শুনলাম আর আজই প্রায় দশটা গান শুনে ফেললাম। এটুকু বুঝলাম যে তেমনভাবে গাইতে জানলে যন্ত্রানুষঙ্গ, টিম-সাপোর্ট- কিচ্ছু লাগে না। সাধনাসিদ্ধ শিক্ষা, ভাবের গভীরতা আর কণ্ঠস্বর।
❤❤❤
গান শুনে অনেক ভাল লাগল ❤️❤️❤️❤️
আমি বাংলাদেশের চট্টগ্রাম হতে আপনার গান নিয়মিত শুনি। খুব ভাল লাগে। এককথায় আমি আপনার ভক্ত--আজাদ।
আগে জেনেছিলাম তুমি শিলচরে থাকো তার জন্য গত কাল comment এ তোমাকে কলকাতা এসে live program করার জন্য লিখেছিলাম, এখন শুনলাম তুমি কলকাতায় থাকছো, খুব ভাল এটা এখানে নিজের এই ভগবানের দানকে আরও বেশী বেশী করে মেলে ধর আমার শুভ আশীর্বাদ থাকলো , তুমি পারবে ।
Excellent voice
আমার ভীষণ প্রিয় রবীন্দ্র সংগীতটি গাইবার জন্যে ধন্যবাদ সতত। ভালো থাকবেন সকলে মিলে।
এটি আমার ভীষণ প্রিয় রবীন্দ্র সংগীত। ধন্যবাদ গেয়ে শোনানোর জন্যে।
অপূর্ব অসাধারণ আন্তরিক অভিনন্দন শুভ অপরাহ্ন
শ্রদ্ধা জ্ঞাপন করি। রবীন্দ্র সংগীত শুনে ভালো লাগল।
ধন্যবাদ। হারুন অল রসিদ।
আমি বাংলাদেশ থেকে বলছি...
অসম্ভব ভালো লাগে আপনার কন্ঠ
এবং আপনাকে.…..
শিরিন আমি ৮৪ তে পা দিয়েছি। আমি সারাজীবনই রবীন্দ্রসংগীতের ভক্ত। তোমার গান শুনে একটু অন্যরকম অভিজ্ঞতা হলো। তোমার কণ্ঠস্বরের নিজস্বতা, ভাব গান গাওয়ার পরিবেশনা একটু ব্যতিক্রমী মনে হলো।খুবই ভালো লাগলো।আশা করি বেঁচে থাকার শেষ মুহূর্ত পর্যন্ত তোমার গান
শুনে যাবো।
🙏🙏শ্রদ্ধা
তোমার গানের কোন বিকল্প নাই
দিদি আপনার গ্রাম ছাড়া ঔ রাঙ্গা মাটির পথ এই গান টি আমাকে অনেক ভালো লেগেছে।যা অন্য কারো কন্ঠে এত ভালো লাগেনি।শাহাদৎ বাংলাদেশ থেকে
ধন্যবাদ।
শিরিন তোমার গান খুব ভালো লেগেছে। তোমার কথাগুলো ও সুন্দর। ঠিকিই বলেছো, এটা অন্তর এর অনুভূতির বিষয়। অনেক দূর এগিয়ে যাও মা, অনেক বড় হও।
আপনার গলার সুরের মাঝে রবিঠাকুরের ছোঁয়া আছে। খুব ভালো লাগলো ধন্যবাদ
একান্তে, সযতনে প্রকাশিত আপনী , এক কথায় সহজ, সরল ,অতি কাছের একজন ,অতি উপমাহীনা এক অনন্যা , স্যালুট ও ;;;;;; আপনাকে।
আমার শুনতে খুব ভালো লাগে, শুনলে আরো গানের গভীরে পৌছানো যায়..., অপূর্ব সুন্দর হয়েছে, এমন উদার কন্ঠে স্পষ্ট উচ্চারনে কজন গাইতে পারে এই প্রজন্মে... ১) ইমন চক্রবর্তী, ২) সাহেব চট্টোপাধ্যায় ( অবশ্য ও আমার ভাগ্না হয়).. বড়ো ভালো রবীন্দ্র সঙ্গীত গায়, ওর জন্য আমার গর্বও অনুভব হয়.. ৩) শিরিন.. কে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ও আশীর্বাদ💝💝💝💝💝
জীবনে প্রথম কমেন্ট করছি, বলতে পারেন বাধ্য হলাম। অসাধারণ সুরেলু কণ্ঠ। আরো গান শুনার জন্য অধীর অপেক্ষায় রইলাম।🙏
Nee sandha sundari, sundar kantha er sundar bachan vangee. Sobmelia srotara amra mugdha hoi jai. Bar bar Shirin er gaan sunee. Onek Subachaya Railo. Almighty bless. you.
Dear Sharon
The impression I find in you is your being humble which is a great human virtue. Your voice Is sweet that one love to listen many times over. Good luck in your future journey on life’s long walk.
রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানটি আমার খুবই প্রিয় একটি গান।আপনার কন্ঠে গাওয়া গানটি আমার খুবই ভালো লাগলো। শুভকামনা রইল।
সব মিলিয়ে অসাধারণ। কিছু দিন থেকে আপনার গান follow করছি। মুগ্ধ হচ্ছি। ভালো থাকবেন।
সব গুলো গানই ভীষন ভালো লাগে।আমি কবি গুরুর গানের একনিষ্ঠ ভক্ত।আপনার গান গাওয়া কেন যেন আরো বেশী ভালো লাগে!আলাদা একটা আকর্ষন অনুভব করি।ধন্যবাদ সুন্দর সুন্দর গানের জন্য।
Khub bhalo laglo apnaar gaan, very accurate and every note is correct
অসাধারন শুভেচ্ছা নিরন্তর।অনেক ভালবাসা
গানের প্রতি।
Chokher alo dekhechilem chokher bahire.... sundor hoyeche gan ...sirin Soraya... sraboni sen student... voice bhalo tomar Rabindranath er ganer jonno..aro gan sunbo.... thank you very much..... Hyderabad
Khub sundor asadharon geyecho dhanyabad Tomay bondhu Shirin
যিনি শ্রোতা এবং শিক্ষিকাকে সম্মান জানান, তিনি তো প্রথমেই সবার থেকে অর্ধেক সম্মান ছিনিয়ে নিলেন সঙ্গীত পরিবেশনের পূর্বেই । সুন্দর দর্শন মুখ থেকে সুন্দর কথার পর সুন্দর সুর ও সংগীত নিসৃত হবে এ আর আশ্চর্য কী ! গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ এবং চোখের আলোয় দেখেছিলাম😅 দুটো গান ই আমার খুব প্রিয় । খুবই ভালো লাগলো ।
ফেসবুক পেজে তোমার গান প্রায় রোজ ই শুনি। তবে গতকাল থেকে ইউ টিউবে তোমার গান শুনছি। শুনছি আর আপ্লুত হচ্ছি।
জীবনের উপান্তে এসে তোমার গান খুবই শান্তি ও তৃপ্তি দিচ্ছে।
ধন্যবাদ।
আমি আজকেই প্রথমবার আপনার গান শুনলাম এবং চ্যানেলের সদস্য হযে গেলাম। অপূর্ব মিষ্টি কন্ঠস্বর এবং উপস্থাপনা। মনে গেঁথে রইল। নমস্কার।
অনেকদিন ধরে আপনার গান শুনছি।
অনুভুতি গুলো প্রকাশ করার ঠিক ঠিক শব্দ আমার জানা নেই।
এক কথায় মনকে ভীষন ভাবে
ছুয়ে যায়।
আজকের শিল্পীদের কারুর গলায় রবীন্দ্রসংগীত শুনতে ইচ্ছে করে তখন এক মাত্র আপনার নাম মনে পদে , শুনি , আর অন্য জগতে চলে যাই
অনবদ্য গাওয়া ,
Fantastic singing......
Aponar gan er gola vari misti.
👍😘কী দারুণ গাইলে তুমি 👍😘 এই গানটা আমার দেবব্রত বিশ্বাসের গলায় অনেক বার শুনেছি।
তোমার গলায় খুব ভালো লাগলো।
এই রকম লাইভ আরোও দেখতে চাই।
তুমি ও তোমার গান আমার খুব প্রিয়।
শুভেচ্ছা সহ 👍😘
শিরীন বোন অপূর্ব তোমার গায়কী
Khub khub bhalo, tomar safflo
কামনা করি।
আমি আপনার চ্যানেলে নতুন এসেছি।আমার যেটা সবচেয়ে ভালো লাগলো আপনার নত নম্র কথা বার্তা আর সুললিত কন্ঠ।প্রভু ঈশ্বর আপনাকে তাঁর উদ্দেশ পেতে সাহায্য করুন। ঈশ্বর সংগীত প্রিয়।আর তাই আপনি তাঁরই সেবিকা।সুস্থ সুন্দর জীবন আপনার জন্য প্রার্থনা করি। ধন্যবাদ।🙏
সত্যি আপনি কত সহজে কত কঠিন গান গাইতে পারেন। খুব সুন্দর গেয়েছেন। 🌹
Ki Darun Geet. Soti Asadharan hoyeche aapnar gala misti hoyechhe. Thanks for this upload.. (Tuna bal, 42 Mouza Katak Odisha)
Mone holo jannat theke asha ak angel odvut shundor akti Rabindra shangit shunie galo...jar resh akhono amar ghore goongoon kore ghure berachche!!!
সত্যি গানের মাধ্যমে কবিগুরুর বানীকে হৃদয়ে হৃদয়ে ছড়িয়ে দিতে আপনার প্রয়াস অনুপম ।❤❤
খুব, খুব ভাল লাগল। অবশ্য আপনার গান এমনিতেই আমার ভীষণ ভাল লাগে ।
Congratulations Sirin Soraia for your beautiful presentations . Go ahead. Bright future is waiting for the time to come.
Oshadharon gaoa! Bhushan sundor. Bhalobasha ar ashirbaad shobshomoi .
Purono shei diner kotha geou ekbar please
খুব ভাল লাগল। আমি রবীন্দ্রসঙ্গীত শুনতে ভাল বাসি। অল্প কিছু দিন আপনার গান শুনছি এবং মুগ্ধ হচ্ছি।
আহা। প্রান জুড়িয়ে গেল । সশ্রদ্ধ প্রণাম নেবেন। অনেক ভাল থাকুন। আরো অনেক অনেক গান করুন।
অসাধারণ গেয়েছেন। আপনার যেমন কন্ঠ তেমন গান গাওয়ার ভঙ্গি। খুবই ভালো লাগছে ধন্যবাদ।
যতই শুনি, মনে হয় গান শোনার মধ্যে ভেসে যেতে ইচ্ছে করে । অসাধারণ কণ্ঠস্বর ।🙏❤️
আমি বাংলাদেশ থেকে আপনার গান শুনি। ভীষণ ভালো লাগে। তাই প্রিয় গান শোনার পর প্রিয়জনকে শেয়ার করি। শুভ কামনা রইলো।
Chiro sakha he...sunte chai chai chai,kub balo laglo gan.💕💕💕
আপনার সুললিত কন্ঠ শুনে প্রীত হয়েছি! যদি আপনার কন্ঠে আনকমন গান শুনতে পেতাম, আরও খুশী হতাম!❤❤❤❤🙏🙏
দিন দশেক আগে প্রথমবারের মতো আপনার গান শুনলাম l এরপর থেকে শুনেই চলেছি l যতই শুনছি ততই মুগ্ধ হচ্ছি l সম্পূর্ণ এক ভিন্ন ভঙ্গিতে আপনি গান করেন , যা শ্রোতাদের মনে অন্যরকম এক অনুভূতি জাগ্রত করে l আপনি গেয়ে যান দিদি , আপনার কাছে আমাদের প্রত্যাশা অনেক বেড়ে গেলো l
কি বলছেন আপনি! মার্জনা করবো মানে?
এই কথা শুনেইতো আপনার কণ্ঠে কবিতা আবৃত্তি শুনতে ইচ্ছে করে!
জীবনানন্দ........রবীন্দ্রনাথ......নজরুল......
যথারীতি অপূর্ব গেয়েছেন, অনেক অনেক শুভকামনা।................💕
Shirin,tumi satyai guni,tumi khub safal Rabindra Sangeet kanthashilpi. Shubho Kamona railo .
সত্যি তুমি কত কঠিন গানগুলি গাইতে পারো খুব সুন্দর ভালো লাগলো❤
Bah, I am your Top most fan.
I like your song most.
Really apni bhalobese
Rabindra Sangeet karen .
I am your Top most fan -prize
winner . So I know that you are God-blessed indeed. I bless you always. God is with you always.
আমার মিষ্টি বোনটিকে তার বকবকানির জন্য আমার কিন্তু খুব ভালো লাগে। আপনার গান আপনার উপস্থাপনা আমাকে খুব আনন্দ দেয়। আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।❤❤❤
অসাধারণ একটি গান শোনালেন। আপনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আপনার একজন প্রিয় শিল্পী।
Excellent 👌 didi,,tumi...maa jano tomake onek Ashirbad dan... valo thakoo....
Voice ta etttttttto sweet chilo,
Ekkebare amr mon chuye geche boin. So thanks dear shirin soraiya
You and your rendition is simply amazing.
খুব ভাল লাগে আপনার গান।আজকাল কার young প্রজন্মের গানের ন্যাকামি নেই আপনার গানে।তাই আপনি exceptional.
আপনার গান শুনলে মনে শান্তি পাই, ভালো থাকুন এই ভাবে সবাইকে মুগ্ধ করুন।
At last ! Where had u been so long in U-tube . U r so dear to us for ur unparallel " gayaki " & devotion ! Let us listen to u everyday .
তোমার গান সত্যিই খুব সুন্দর। সুন্দর তোমার উপস্থাপনা। May God bless you always 🙏
আমি প্রথম যখন আপনাকে দেখি, আমি.............
আপনার কন্ঠ, আপনি অনেক অনেক সুন্দর।
Khub bhalo laglo... Amar sabcheye pochonder Rabindra Sangeet er ekta...Asadharan geyecho..
আপনার কথা শুনতে আমার অনেক ভালো লাগে। আর অনেক কথার পর হাসি মুখো ও চোখের একশনে গান শুনতে শুনতে মনে হয় আপনি মানুষের অনেক কাছের মানুষ। ধন্যবাদ।
শিরিন সুরাইয়া খুবই পরিচিত ব্যাক্তিত্ব। দারুণ গায়িকা।
Darun sundor gailen. Sundor pariben korlen. Didi thank you.
আমি ঢাকা থেকে বলছি। আপনার গান,গান গাওয়ার এক্সপ্রেশন চমৎকার।
You are fantastic singer for your sincerity and love on songs. Very nice.
খুব ভালো লাগলো আপনার গান শুনে। আপনার উচ্চারণ খুব ভালো। ভবিষ্যৎ উজ্জল।
আপনার গান আমি প্রতিদিন সন্ধ্যায় শুনি। আমার খুব ভালো লাগে। আরও বেশী করে গান করুন।
খুব সুন্দর আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
ভারী সুন্দর গাইলেন।
ভবিষ্যতে গানের জগতে একজন তারকা হওয়ার সম্ভাবনা আছে। প্রাকটিস চালিয়ে যান। অনেক শুভেচ্ছা রইল।
You are simply wonderful georgious and outstanding. Your looks like a Tagore songs artist, keep it up, insha'Allah you will be great artist, l personally well wisher for you. Great great and great.thanks
মধুর বিরহের সঙ্গীত মধুর কণ্ঠে আত্মিক সম্পর্ক, শিল্পীকে অশেষ ধন্যবাদ !
বাহ অসাধারণ লাগলো।
শুভ কামনা নিরন্তর।
Very cold and snow listening your Rabidra sangeet witha a cup of coffee in the morning
আমি শুর ছন্দ ও গান কে ভালো বাসি...অন্য কোন দিকে তাকানোর লোক নয়...কে কিবা সিটা ও চিন্তার এক্তিয়ার ভুক্ত নয় ... তবে গান আমার জীবনের সাথে মিশে আছে বলে আমি ইটার প্রতি অশিম অনুরাগী।।। এই গান শুনার কারণে কত তালিমালি বাজে কথা ও বরন করে নিতে হয়েছে... খারাপ কাউকে চিন্তা করিনা সবাই কে সমহারে স্নেহ করি সমান্তরালে.... আমি আবার সবাইরে গান শুনি না... আমি যাকে আদর্শিক বলে ধারণায় পোষণ করি তাদের গান বেশি শুনি।এ আমার প্রথম সিলেক্ট শিল্পী... অনেক এগিয়ে ওর মতো আরো আঁট জন আছে বর্তমানে... বাকি রা ও উঠে আসবে ইনশাআল্লাহ। আমার ফেকটিরিতে যে ঢুকে যায়...সে আর বসে থাকার কথা নয় এই বিশ্বাস আমার প্রতি আমার আছে ইনশাআল্লাহ।।
খুব সুন্দর লাগলো।আপনার সুর ও মিষ্টি গলার গান শুনে
মুগ্ধ হয়ে যাই।এত নিষ্ঠা সহকারে গান যা সবাইকার
মন জয় করে ফেলবেন আপনি 🌹
Sweet heart is singing sweet song with love and aptitude, congratulations !
অনেক শুভেচ্ছা আপনাকে। খুব ভাল লাগে আপনার গান।
আমি প্রথম শুনলাম আপনার গান। আমি মুগ্ধ, গানটিতে আপনি কোনো হারমোনিয়াম ছাড়া অন্য কোনো instrument ছাড়া করেছেন বলে আরও অসাধারণ হয়েছে। কেবল তানপুরা নিয়ে গাইলেও আমার ভাল লাগত। রবীন্দ্রসঙ্গীতে অন্যান্য instruments ছাড়া গাইলে আমার ভাল লাগে। সত্যিই অসাধারণ হয়েছে। রবীন্দ্রসঙ্গীত মানেই একান্তে অনুভবের গান।
Asadharan sundar gurudeb er gaan .( Bangladesh theke .)
Sundoor hoyeche. Puro rabindrik ghorona
বাকরুদ্ধ। শ্রুতিমধুর কণ্ঠ আর অপূর্ব গায়কী।বারবার শুনতে ইচ্ছে করে।
অনবদ্য।সাবলীল ভাবে গান গাইছো প্রাণের আনন্দে সবাই কে আনন্দ দিয়ে উজ্জ্বল জীবনের আনন্দ উপভোগ কর।প্রাণভরা ভালবাসা
রইলো।আমরা সুন্দর পৃথিবী ছেড়েযাওয়ার অপেক্ষায়,জানিনা কদিন বাকি।তাই প্রাণভরে রবীন্দ্র সঙ্গীত শুনে যাই।ঈশ্বর তোমার মঙ্গল করুন।শুভরাত্রি।
Kichu bolar nei!!!!
Mon ta vore gelo👆👍👍🌹🌹
যতই শুনি, শুনবার ইচ্ছেটা যেনো
অপ্রতিরোধ্য হয়ে এক অবর্ণনীয় আকাঙ্খাকে বেগবান করে হৃদয়ে তুলে প্রচণ্ড ঝড়। ❤
Extremely splendid sweet voice presentation
আপনার কথা গুলো ভালো লাগলো। আপনার এই গানটি অসাধারণ হয়েছে। আপনাকে ধন্যবাদ। আপনার কাছে শুনেত চাই, এই মনিহার আমায় নাই সাজে। গানটি।
Beautiful singer, beautiful tone.
কল্যাণীয়াসু, শিরিন সরাইয়া , খুবই অল্প কদিন হল তোমার গানের সঙ্গে পরিচিত হলাম ৷ রবীন্দ্রসঙ্গীতের আমি একজন অন্ধ ভক্ত ৷ আমার একদিনও যায় না যেদিন আমি রবীন্দ্রসঙ্গীত গাইনি | তোমার গান শুনে আমার মনপ্রাণ মুদ্ধতায় ভরে গেছে ৷ আশ্চর্যরকম সাবলীল কন্ঠ, বিস্ময়কর পরিচ্ছন্ন উচ্চারণ, গানের ভাবের সঙ্গে সঙ্গতিপূর্ণ সুললিত আবেগমথিত প্রকাশভঙ্গি ৷ সব মিলিয়ে রবীন্দ্রসঙ্গীতের এমন সার্থক উপস্থাপনা চোখেই পড়ে না ৷
তোমার অনেক অনেক গান শোনার প্রতীক্ষায় থাকবো।
তোমার কন্ঠে নিচের গানগুলি শোনার অদম্য ইচ্ছা রইল | পারলে গেও ৷
* নদী পারের এই আষাঢ়ের
* জয় তব বিচিত্র কবি
* একদিন যারা মেরেছিল
* ঝড়ে যায় উড়ে যায় গো
* ও ভাই কানাই কারে জানাই
* পিনাকেতে লাগে টংকার
এই গানগুলো আমিও গাই ৷ তুমি গাইলে আমি শুদ্ধ হতে পারব ৷
আমি একজন প্রবৃদ্ধমানুষ (৭৯বছর) |
ডঃ অসীমরজ্ঞন পুরকায়স্থ | অবসররপ্রাপ্ত পদার্থবিজ্ঞানের রিডার | তোমার হোয়াস্এপ্ নং জানালে আমার গাওয়া গানগুলো তোমাকে পাঠাতেও পারি ৷ অবশ্যই তোমার অনুমতি সাপেক্ষে | আমার ফোন ও হোয়াস্এপ্ নং 9836242762 . তোমার জন্য রইল আমার শুভকামনা ও অকুণ্ঠ আশিস ৷
তুমি কেমন করে গান কর হে গুণী-------আমি অবাক হয়ে শুনি।
অনেক অনেক ভালো লাগল সুন্দর মুখের সুন্দর কন্ঠ জন্যে ৷
আমি বাংলাদেশ থেকে দেখছি প্রথম দিদি আপনার গান শুনে মুখ ন হলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ
I happen to listen to your song suddenly in TH-cam. Beauty of your recording is less instruments & very low volume of the sound of instruments. Lyrics & your sweet voice gives a new feeling in Rabindrasangeet. Hope you continue the pattern.
Bengal Foundation records also adopt low sounds of accompanying instruments.
Pratham apnar kantha sunlam .Khub bhalo laglo.
Sirin Sona boan tomar videota darun laglo ❤ ..Ami subscriber hoe galam
Tomar rendition sab samay bhalo lage , God bless daughter
তোমার অসাধারণ কন্ঠে গান ,শুনে ভীষণ মুগ্ধ হলাম।
Prosongsar vasa amar jana nei. Khub khub valo laglo
খুব ই ভালো লাগলো- বলার ভাষা হারিয়ে ফেলেছি-শুধুমাত্র তুমি ভালো থেকো আর এইভাবে গান শোনাও।
তোমার সব কটি গান ই ভালো লাগবার মত " তোমার জন্য দোয়া ও শুভেচ্ছা ""
খুবই সুন্দর গেয়েছেন, এটি আমার khub পছন্দের একটি গান। এহসান, মন্ট্রিল