বাসুদেবদা আমার প্রিয় শিল্পীদের একজন। রমা কর্মকারের কণ্ঠেও গানটা খুব মানিয়েছে। আর বাসুদেবদা থেকে অনুপ্রাণিত হয়েই আমি দোতারা ধরেছি। সবার কাছে অনুরোধ,ধর্ম দিয়ে গানকে বিচার করতে যাবেন না,গানের কোনও ধর্ম নেই,বর্ণ নেই,ভৌগলিক সীমারেখা নেই। আমি সাহিত্যের ছাত্র। আমাদের সিলেবাসে রামায়ন, মহাভারত পাঠ্য ছিল। আমাদের দাদা ছিলেন একজন প্রখ্যাত আলেমেদ্বীন। কিন্তু তিনি মানুষকে ঘৃণা করতে শেখাননি,ভালোবাসতে শিখিয়েছেন। সুবলচন্দ্র দাশ নামে তাঁর একজন দোস্ত ছিলেন। আসুন আমরা নিজ নিজ ধর্মীয় বিশ্বাসে থেকেই পৃথিবীটাকে মানু্ষের পৃথিবী করে গড়ে তুলি। সব ধর্মের মর্মকথা,শুধু ভালোবাসা আর ভালোবাসা।
আমার সর্ব অঙ্গে লিখে দিও গো শুধু কৃষ্ণ কৃষ্ণ নাম । মথুরাতে যাবো গো আমি, মথুরাতে যাবো, কৃষ্ণের নাম জপতে জপতে কৃষ্ণের দেখা পাবো । না পুড়াইও রাধা অঙ্গ, না ভাসাইও জলে, মরিলে তুলিয়া রেখো তমালেরই ডালে । আমার সর্ব অঙ্গে লিখে দিও গো শুধু কৃষ্ণ কৃষ্ণ নাম ।
@@aranyasomteaches9913 একই অবস্থা তো আমারও। বুকের মাঝে কামড়ে ধরে রেখেছে ছাড়ছে না।গানটির গীতিকার কে ? কাজী নজরুল ইসলাম ছাড়া এত সুন্দর কৃষ্ণভক্তিমূলক গান খুব কম গীতিকারই লিখেছেন। গানটির বহুল প্রচার আন্তরিক কামনা।
অনেকদিন পরে আবার গান টা শুনলাম। বাংলা ভাসছে হাওয়ায় /আটটা বাজে দেরি করিস না / আর আমার চোখ ভাসিলো কৃষ্ণ কৃষ্ণ নামে। বাসুদেব দাস বাউল অন্তরে স্বপনদুয়ার মাঝে।।
এই গানটা আবার ৪ বছর পর শুনতেছি কাল থেকে খুব মনে পড়তেছিলো গানটা গানের প্রতিটি কথা সুর ও ছন্দ হৃদয় স্পন্দনে যত বারই আঘাত করে তত বারই গায়ের লোম কূপ জেগে উঠে
Nostalgic. Chelebelar din gulo mone pore Jay. E rokom amriter moto gan sune chele belata kecteche...........tokhn e rokom charon kobi/baul ra bari bari ese gan suniye jeto.............May God bless him............... 🙏
A really very spiritual and blessed person he is. Any word to express anything about him and his family falls short in describing the actual feelings that he arouses in us. He and his songs are spiritual satsangs for us. Let us pray to lord for him. He is ao sublime so special so spiritual. He is very close to god.
That simplicity with amezing words represent a hidden philosophy n obviously it conceive a different level of thoughts, philosophy, spirituality and hidden aim of life, I hope we all will meet to that supreme one by his grace and kindness.
আমি একজন মুসলিম, কিন্তু এই গান টা অনেক বার শুনেছি,খুব ভালো লেগেছে, কি আবেগ ময় শুর, কি আবেগ ময় ভাষা।
ধন্যবাদ ভাই আপিনাকে ভাই আমাদের ধর্ম নিয়ে জানার চেষ্টা করেন যদি একটু জানতে পারেন দেখবেন আরো ভালো লাগবে
Ami o muslim amar o valo lage kinto uni vul gaise hobe kali kali nam r banai dise krishna krishna
@@raymask7456 first class stupid you are.Why are you using Jesus photos in your profile.And you are saying you are Muslim..
@@dreamff5100 Jesus mean prophet isa ok and i am muslim so whats is your problem apnar permission nia amar pic use korte hobe faltu lok
@@raymask7456 stupid
কথাগুলো হৃদয় ছুঁয়ে গেলো।
মরিব, মরিবো সখী নিশ্চয়ই মরিব;
কানু হেন, গুণ নিধি কারে দিয়ে যাবো।
বাসুদেবদা আমার প্রিয় শিল্পীদের একজন। রমা কর্মকারের কণ্ঠেও গানটা খুব মানিয়েছে। আর বাসুদেবদা থেকে অনুপ্রাণিত হয়েই আমি দোতারা ধরেছি।
সবার কাছে অনুরোধ,ধর্ম দিয়ে গানকে বিচার করতে যাবেন না,গানের কোনও ধর্ম নেই,বর্ণ নেই,ভৌগলিক সীমারেখা নেই। আমি সাহিত্যের ছাত্র। আমাদের সিলেবাসে রামায়ন, মহাভারত পাঠ্য ছিল। আমাদের দাদা ছিলেন একজন প্রখ্যাত আলেমেদ্বীন। কিন্তু তিনি মানুষকে ঘৃণা করতে শেখাননি,ভালোবাসতে শিখিয়েছেন। সুবলচন্দ্র দাশ নামে তাঁর একজন দোস্ত ছিলেন।
আসুন আমরা নিজ নিজ ধর্মীয় বিশ্বাসে থেকেই পৃথিবীটাকে মানু্ষের পৃথিবী করে গড়ে তুলি।
সব ধর্মের মর্মকথা,শুধু ভালোবাসা আর ভালোবাসা।
বহু নামে তিনি সর্বত্রই বিরাজমান,আমরা সকল ভাষাভাষী, সকল ধর্মের ভাইয়ের কাধে কাধ মিলিয়ে যেন চলতে পারি ভগবানের কাছে এই প্রার্থনা।
মন প্রাণ জুড়িয়ে যায় বাসুদেব দাস বাউলের গান শুনলে। জয় শ্রী কৃষ্ণ। জয় মা রাধা 🙏🏻
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে
বাসুদেব দরিদ্র বটে, কিন্তু ভক্তি তাঁরে দিয়েছে অন্তরের শান্তি |
আমার সর্ব অঙ্গে লিখে দিও গো শুধু কৃষ্ণ কৃষ্ণ নাম ।
মথুরাতে যাবো গো আমি, মথুরাতে যাবো,
কৃষ্ণের নাম জপতে জপতে কৃষ্ণের দেখা পাবো ।
না পুড়াইও রাধা অঙ্গ, না ভাসাইও জলে,
মরিলে তুলিয়া রেখো তমালেরই ডালে ।
আমার সর্ব অঙ্গে লিখে দিও গো শুধু কৃষ্ণ কৃষ্ণ নাম ।
nice
Original song link please send
হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নাই, তার একটি চাক্ষুষ প্রমান, আমি মুসলিম হয়েও এ গান টি বহু বার শুনেছি
প্রেমের কোনো ধর্রম নাই 🥰
শ্রীকৃষ্ণ তোমাকে সঠিক পথ দেখাক এবং সনাতন ধর্মে আসার পথ দেখাক🙏🙏
@@sajalmondol5907p
বাসুদেব মর্তে থেকেও যেন স্বর্গের দেখা পেয়েছেন! Basudeb got heaven in the world!
আমি কতবার যে শুনেছি এই গানটি তা লিখে শেষ করতে পারবোনা। অসাধরণ।
আমিও শুনে চলেছি, থামানো সম্ভব নয়
রাধে রাধে এই অধমের প্রনাম নেবেন
@@aranyasomteaches9913 একই অবস্থা তো আমারও। বুকের মাঝে কামড়ে ধরে রেখেছে ছাড়ছে না।গানটির গীতিকার কে ? কাজী নজরুল ইসলাম ছাড়া এত সুন্দর কৃষ্ণভক্তিমূলক গান খুব কম গীতিকারই লিখেছেন। গানটির বহুল প্রচার আন্তরিক কামনা।
অসাধারণ লেগেছে গানটি। ছোট ভাইটির জন্য অন্তর থেকে আশীর্বাদ রইল।
রাধে রাধে খুব সুন্দর খুব ভালো লাগল
আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি
তোমরা অনেক বড় হও জয় শ্রী রাধা মাধব
আমার প্রাণ কৃষ্ণের নামের মহিমা অপার
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে
এই দুঃখে কষ্টে এই গান গুলাই বাচিয়ে রেখেছে। মন খরাপ লাগলে এই গান শুনি কত বার যে শুনেছে তা যানা নেই ।
অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসা ❤️❤️হরে কৃষ্ণ 🙏🙏🙏
❤
7
বছর পূর্বে শুনেছি গানটা আবারও শুনতেছি পরান জুড়িয়ে যায় গানটা শুনলে
হাজার বছরেও পুরোনো হবে না এই গান......
আহহ একদম হৃদয়ে গেঁথে গেল গানের কথা গুলা...
কি যে শান্তি।।।
বাউল অঙ্গে কীর্তন।
অপূর্ব।।।
হরিবোল হরিবোল।।।
অনেকদিন পরে আবার গান টা শুনলাম। বাংলা ভাসছে হাওয়ায় /আটটা বাজে দেরি করিস না / আর আমার চোখ ভাসিলো কৃষ্ণ কৃষ্ণ নামে। বাসুদেব দাস বাউল অন্তরে স্বপনদুয়ার মাঝে।।
গত ৫-৬ বছর আগে দাদার মোবাইলে শুনেছিলাম। এখনও শুনি। দেখতে দেখতে ১১ বছর হয়ে গেল।ধন্যবাদ বাসুদেব দাদা, আপনাকে
এই গান গুলেতে যে কত মধুরতা তা বলে বুজানো যায় না সর্বদা প্রান ছুয়ে যায়।কোথায় যেন হারিয়ে যাই, খুব ভাল লাগে
প্রায় ১০বছর ধরে শুনতেছি গানটা দাদা,
এখনো শুনতেছি,কি অসাধারণ গানের কথা যেন প্রান জুরিয়ে যায় বার বার।
ভালবাসা রইল বাসুদেব দাদা❤️
ganta atotai Mon mugdhokor chokhe Jol ashe jai sunle..
...Hare Krishna....
এই গানটি শুনলে চোখ থেকে জল বেরিযে আসে.
Wonderful musical family, wish we all could have such love.
So fine in my heart
Hi mem forms where u
00966599095400
পদীপ
ঘুমানোর আগে কোন গান শুনবো ভাবতেই এই সুন্দর গানটি শুনে ঘুমিয়ে যাই
অসাধারণ গান দাদা যতো বারই শুনি, কিন্তু মন ভরে না।।
Joy guru.lot of thanks Basudev sir.
সত্যি বলতে এক কথায় অসাধারণ গেয়েছেন দাদা অনেক অনেক ভালোবাসা রইলো আপনার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনাকে সুস্থ রাখুক এই প্রার্থনা করি 🙏🙏
What a family. I could hold all the children of Basubeb.
Vijali's World Wheel
Vijali's World Wheel 👧
Basudaab song good
এই গানটি আমি অনেক বার প্রায় প্রতি রাতে গুমানোর সময় শুনি গানটা শুনলে প্রানটা জুড়িয়ে যায়
shribas majumder me too
I like u
Exactly
এই গানটা আবার ৪ বছর পর শুনতেছি কাল থেকে খুব মনে পড়তেছিলো গানটা
গানের প্রতিটি কথা সুর ও ছন্দ হৃদয় স্পন্দনে যত বারই আঘাত করে তত বারই গায়ের লোম কূপ জেগে উঠে
@@sreebasbiswas6511 Right
শিল্পে হিন্দু মুসলিম নেই। ধর্ম বর্ণ নির্বিশেষে শিল্প সবার। হৃদয় ছুয়ে যাওয়া বানী এবং সুর
জয় গুরু আমার জিবনেও এমন গান সুনি নাই। অনেক ভালো লাগলো
Joy guru
Nostalgic.
Chelebelar din gulo mone pore Jay. E rokom amriter moto gan sune chele belata kecteche...........tokhn e rokom charon kobi/baul ra bari bari ese gan suniye jeto.............May God bless him............... 🙏
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ । অনেক ধন্যবাদ । শুনে ভালো লাগলো।
জয়গুরু জয়গুরু জয়গুরু জয়গুরু জয়গুরু জয়গুরু জয়গুরু জয়গুরু জয়গুরু জয়গুরু জয়গুরু জয়গুরু জয়গুরু জয়গুরু জয়গুরু জয়গুরু জয়গুরু জয়গুরু জয়গুরু জয়গুরু জয়গুরু জয়গুরু জয়গুরু জয়গুরু জয়গুরু জয়গুরু জয়গুরু জয়গুরু জয়গুরু জয়গুরু জয়গুরু জয়গুরু জয়গুরু জয়গুরু জয়গুরু জয়গুরু জয়গুরু জয়গুরু জয়গুরু জয়গুরু
Ami jani na keno ato maya lage apnake apnar video er gaan sune....amr sato koti pronam apnar charon tole
বাসুদেব একজন লিজেন্ড। অমায়িক একজন মানুষ ও শিল্পি। বাংলাদেশ থেকে তার জন্য অনেক শুভ কামনা ও দোয়া জানাই।
স্বর্গীয় সুখ অনুভব করলাম যতটা সময় গানটা শুনলাম কোন এক রাজ্যে হারিয়ে ছিলাম ❤️
যতবারই শুনি,প্রান জুড়িয়ে যায় ❤️
Hare Krishna🌸🌸🌸
Bar bar koto bar j a gun shuni tar hiseb nai...kub valo lage gan ta..oshadaron gun.aponake amr pronam guru 🙏🙏🙏🙏
এই গানটি আমি বহুবার শুনেছি কিন্তু যতই শুনি আরো বেশি বেশি করে শুনতে ইচ্ছে করে 😊😊😊
রাধা বিরহের আকুতিগুলো কি চমৎকার ভাবে গেয়েছেন...
না পুড়িয় রাধা অঙ্গ না ভাসাইও জলে.....
অসাধারন,
আমার শোনা শ্রেষ্ট গান।
যত বার শুনি,
আরো শুনতে মোন চায়
Hari bol hari bol
Jay rhade
Sara jogot jeno Baul fakir ae vore uthuk...❤️❤️❤️❤️❤️
মনটা ভরেগেলো দাদু😢😢😢❤
অস্থির গান দাদা
🙏🙏🙏জয় গুরু🙏🙏🙏
গাজা খেয়ে এই গান গুলু শুনলে হারিয়ে যাই কোথাই জানিনা
দিনে অন্তত 5 বার শুনি গানটা। আসলে ওনার গানে তৃপ্তি পাই❤
Joy guru ... Joy radhe Govinda
Sobi gobinda jir i66a ... Joy guru
হৃদয় শীথিল হওয়ার মতো গান❤❤
ki sundor kotha ar sur tao khuv sundor
A really very spiritual and blessed person he is. Any word to express anything about him and his family falls short in describing the actual feelings that he arouses in us. He and his songs are spiritual satsangs for us. Let us pray to lord for him. He is ao sublime so special so spiritual. He is very close to god.
মধুর ভান্ডার। জয় শ্রী কৃষ্ণ 🙏🙏🙏❤
এই গানটা শুনলে আমার মুর্শিদের কথা মনে পড়ে যায় তাই এই গানের গায়ক কে আমার অন্তর থেকে দোয়া রইল
বাসুদেব দাস বাউল
Tta Xz
এই ছেলেটির নাম কি?
That simplicity with amezing words represent a hidden philosophy n obviously it conceive a different level of thoughts, philosophy, spirituality and hidden aim of life, I hope we all
will meet to that supreme one by his grace and kindness.
*kkk lii trey y I don't know what I found out FC
HP wo
amazing voice -- takes you to another level
omg!! this is pure beauty !! what a lyrics!! too good!! this has become my new favorite baulsong!! absolute beauty !!
Asadharan
দাদা অসাধারণ গান,ভালবাসা অবিরাম রইলো
অসাধারণ ❤
অসাধারণ 🙏🙏🙏
its amazing too! mind blowing
Great! My love and respect all of you and your country!
Joy sri krishna
🙏
আহা! বাসুদেব দা 💗
The hidden god gifted golden talent . Awesome.
গান শুনতে শুনতে লাইক করতে ভুলে গিয়েছি।
যতবার শুনি ততবার ভালো লাগে।।
জয় শ্রীকৃষ্ণ বাসুদেব নম
Masterpiece ❤❤
what a voice, rendition and meaning-simply awesome
Awesome mon bhore gelo.. Jai guru.
গানটি আমার বহুবার শুনা! কিন্তু আমার মনে হয় গানের কথাথেকে সুরের প্রতি ভক্তি বেশি। কারণ উক্ত গানটি অনেকের মুখথেকেই শুনেছি। কিন্তু ভক্তি আসেনি।
Amar priyo ekta gaan.onk valo lage
nice song.krishna radha is the name of eternal love...
আমার প্রিয় একজন শিল্পী ❤️
কি অসাধারণ গায়কী
হরে কৃষ্ণ।অসাধারন
জয় শ্রী কৃষ্ণ!
Awesome mon bhore gelo..
অপূর্ব ❣️❣️❣️
আমি প্রায় ই এই গান টি শুনি, এক কথায় অসাধারণ।
pran juriye gelo
Hori Bol 👏👏🏻👍👍
যতোই শুনি, হারিয়ে যাই।
এই গানটা অনেক বার শোনার পরও বারবার শুনতে ইচ্ছে হয়
হেডফোন ইউজ করে শুনছিলাম, অসাধারণ
ছোট ভাইয়ের অসাধারণ গলা।
আমার জীবনে সোনা সব থেকে সেরা গান
খুব ভালো লাগল
দেহতত্ত্ব গান মনটা জুরিয়ে গেল গান শুনে।
হরিবোল হরেকৃষ্ণ
এই শিল্পীর গান গুলো হ্রদয় ছুয়ে যায়
খুবই সুন্দর হয়ছে
Mon ta Santo hoyagalo, go , kacha jado
Sundor
হরে কৃষ্ণ
That kid is SO awesome.. He's really really advanced..