কোণ বা কর্ণ কেন গুরুত্বপূর্ণ | গড় পদ্ধতি কেন ভূল পদ্ধতি

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ธ.ค. 2024
  • অতি ঘা** #গড়বাবুদের তেমন বুঝাতে হয়তো পারবেন না৷ জনগনকে বুঝাতে পারবেন, ক্রেতাকে বুঝাবেন, কিভাবে তারা ক্ষতিগ্রস্থ হচ্ছেন, জমি পরিমানে কম পাচ্ছেন কিন্তু গায়েবী জমির দাম দিচ্ছেন, ক্রেতাকে বুঝাবেন। সাধারণ মানুষ সচেতন হলে এই #মিথ্যা_গড়সূত্র নামক ক্যান্সার অনেক নিয়ন্ত্রণে আসবে ইন শা আল্লাহ। গড়সূত্রের কারণে জমির পরিমাণ মিলেনা, আইল মিলেনা, মামলা ও হামলার বড় একটি কারণ এই গড়সূত্র৷
    নীচে ভিডিও লিঙ্ক দিচ্ছি তাদের দেখাবেন। রিপ্লাই কমেন্টেও দিবো তা দেখাবেন৷
    কর্মক্ষেত্রে সৎ ও সততার সাথে কাজ করবার জন্য আপনার মোরাল সাপোর্ট প্রয়োজন। আপনি মীম ডিজিটাল সার্ভে ভাইয়ের সাথে যোগাযোগ করুন - তিনি অত্যান্ত ভালো একজন মানুষ - বাংলাদেশ থেকে গড়সূত্র বিদায় নেক - এমন কম্যুনিটি পাবেন। এখন বাংলাদেশে এমন অনেক সার্ভেয়ার আছেন যারা সম্পূর্ণ ভাবে সঠিক গানিতিক ও জ্যামিতিক পদ্ধতিতে ভূমি #পরিমাপ করেন এবং নিজেদের দক্ষতা ও জ্ঞান ও ব্যক্তিত্ব এমন পর্যায়ে উন্নীত করেছেন যে, এরকম দু-চার-দশ জন #মিথ্যা_গড়বাবুকে একাই মাটিতে শুইয়ে দিয়ে আসেন।
    কমেন্টবক্সে দেওয়া ছবিটি দিয়ে বুঝাতে পারেন সাধারণ মানুষকে। #চিত্রে প্রকৃত ক্ষেত্রফল ≈২৮.৯৬ শতাংশ। গড়বাবুদের ক্ষেত্রফল = ৩০.৪৮ শতাংশ৷ পার্থক্য = ৩০.৪৮-২৮.৯৬ = ১.৫২ শতাংশ৷ শতাংশ প্রতি ১০ লক্ষ টাকা দাম হলে ক্রেতার ক্ষতি হচ্ছে = ১০,০০,০০০×১.৫২ = ১৫,২০,০০০/- টাকা অর্থাৎ ১৫ লক্ষ ২০ হাজার টাকা। এই ক্ষতির দায় কে নিবে? এবং এই #কাল্পনিক ১.৫২ শতাংশ জমির জন্য ক্রেতা, বিক্রেতা ও আশেপাশের জমিওলাদের মধ্যে ক্বিয়ামত পর্যন্ত দ্বন্দ্ব চলতে থাকবে।
    ভিডিও লিঙ্কঃ (www.facebook.c...)
    বিকল্প লিঙ্কঃ ( • গড় সূত্রকে ভুল বললো চো... )
    লিঙ্ক-১: (www.facebook.c...)
    লিঙ্ক-২: (www.facebook.c...)
    #bdlandsurvey #tawfiqaDigitalLandsurvey #surveyormasum #মীমজিটিটালসার্ভে

ความคิดเห็น •