NTRCA Math Viva / ফাংশন / ১৮ তম নিবন্ধন ভাইভা প্রস্তুতি / গণিত

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025
  • NTRCA Math Viva / ফাংশন / ১৮ তম নিবন্ধন ভাইভা প্রস্তুতি / গণিত
    ********* অনলাইন গণিত পড়ানো হয় *********
    আমাদের বৈশিষ্ট্যঃ
    ১। SSC, HSC অনলাইন পড়ানো হয় (Class 9-12) ।
    ২। বিসিএস ও নিবন্ধন চাকরীপ্রার্থীদের অনলাইনে ব্যাচে পড়ানো হয়।
    ২। সহজ ও সঠিক পদ্ধতি অনুযায়ী গণিত সমাধান করা হয়।
    ৩। লেকচার শীট প্রদান করা হয়। তাই ছাত্রছাত্রীদের কষ্ট করে ও সময় নষ্ট করে নোট করার প্রয়োজন হয়না
    ৪। পিডিএফ দেয়া হয় এবং হার্ডকপি ফ্রি দেয়া হয়।
    Teachers profile:
    Md. Alamgir Hossain
    M.Phil., BUET (Reg. no -0419093010)
    M.S. in Applied Mathematics (1st class), CU
    B.Sc. in Mathematics (1st class), CU
    NTRCA (College-Lecturer) certified.
    Teaching Experience: School, College & University.
    WhatsApp: 01842040336
    More videos on Engineering math, BSc, HSC, SSC, Varsity admission math , Job preparation math (specially BCS and NTRCA math) will be uploaded in this channel.
    To get latest videos on Mathematics, subscribe our TH-cam channel.
    Our TH-cam channel link:
    / @alamgirsirmath
    You can like our Facebook page to stay updated with us and send text (if need).
    Our Facebook page link:
    / mathematicianalamgir
    You can email us (if need).
    Our email address:
    alamgirsir56@gmail.com
    #ntrca #maths #realnumbers
    This video contains:
    নিবন্ধন প্রিলিমিনারি প্রস্তুতি,নিবন্ধন গণিত লিখিত প্রস্তুতি,নিবন্ধন লিখিত গণিত সমাধান,ntrca update news,ntrca written math solution,প্রভাষক,কলেজ,নিবন্ধন লিখিত পরীক্ষার প্রশ্ন,কলেজ নিবন্ধন গণিত সমাধান,nibondhon exam preparation,ntrca result,বাস্তব সংখ্যা,অমূলদ সংখ্যা,প্রশ্ন,সিলেবাস,syllabus,১৮ তম নিবন্ধন,কলেজ নিবন্ধন লিখিত পরীক্ষার সিলেবাস গণিত,অসমতা,nibondhon written exam preparation math,demo class,১৯ তম নিবন্ধন,19 tomo nibondhon,circular,ntrca,update news, vector, ভেক্টর জ্যামিতি, ntrca math viva, ntrca viva, ntrca viva book, নিবন্ধন ভাইভ্যা গাইড, গণিত ভাইভা, 18 tomo nibondhon viva,ntrca math viva, ntrca update news

ความคิดเห็น • 2

  • @AlamgirSirMath
    @AlamgirSirMath  28 วันที่ผ่านมา

    🔥🔥🔥 ১০০% ভাইভা প্রস্তুতির জন্য সেরা বই।
    📗 গণিত ভাইভা প্রস্তুতি
    📢 বইটির বৈশিষ্ট্য;
    ১. লিখিত পরীক্ষার সিলেবাসের আলোকে প্রতিটি টপিকস আলোচনা করা হয়েছে।
    ২. প্রতিটি অধ্যায়ের বেসিক আলোচনা এবং নমুনা প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে।
    ৩. বিগত সালের ভাইভার অভিজ্ঞতার আলোকে প্রতিটি অধ্যায় সাজানো হয়েছে।
    ৪। প্রায় ৩২০ টি কমন উপযোগী নমুনা প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে।
    ৫। বইটি পড়লে লিখিত পরীক্ষার বেসিক ও ক্লিয়ার হয়ে যাবে।
    ৬। বইটির পৃষ্ঠা সংখ্যা ১৭৬ টি। অফসেট পেপারে প্রিন্ট এবং উন্নত মানের কভার।
    বইটি পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা হোয়াটসঅ্যাপ এ নক দিন।
    Facebook page link: facebook.com/mathematicianalamgir?mibextid=ZbWKwL
    ▶️ হোয়াটসঅ্যাপ - 01842040336

  • @kamrulhasanrepon3205
    @kamrulhasanrepon3205 27 วันที่ผ่านมา +2

    বেসরকারি শিক্ষকতায় প্রবেশের বয়স ৩৫। কিন্তু আসলেই কী ৩৫ বছর ধরা হয়? বেসরকারি শিক্ষক (MPO ভুক্ত) হতে গেলে নিবন্ধন পরিক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হয়। নিবন্ধন পরিক্ষা দিতে গিয়ে বয়স থাকে ৩২-৩৩ কিন্তু এই পরিক্ষা শেষ হতে হতে এবং গণবিজ্ঞপ্তি দিতে দিতে বয়স হয় ৩৫,, তখন বয়সের লিমিট শেষ,, তাহলে কীভাবে বয়স ৩৫ করা হলো? সরকারীতে আবেদনের বয়স ২ বছর বাড়িয়ে ৩২ করা হলো, এখানে ৩১ বছর ১১ মাসে আবেদন করলেও নিয়োগ পেতে পেতে বয়স ৩৩ হলেও সমস্যা নেই,, কী এক শুভঙ্করের ফাকি দেয়া হচ্ছে বেসরকারি শিক্ষকের প্রবেশের বয়স সীমায়,, বলা হচ্ছে ৩৫ কিন্তু ৩২/৩৩ হতেই আর আবেদনের যোগ্যতা নাই.. সুতরাং শিক্ষক নিয়োগে অন্তত পক্ষে ৩৫ থেকে ৩৭ পর্যন্ত বয়স বৃদ্ধি করা একান্ত যৌক্তিক দাবী। তাছাড়া NTRCA এর আরো বেশ কিছু অনিয়ম আছে যেগুলো সংশোধন করা জরুরি। যেমন লিখিত পরীক্ষায় কোন সাবজেক্ট পাশ মার্ক কত সেটা উল্লেখ করতে হবে। অনেক সময় দেখা যায় অনেকে ভালো পরীক্ষা দেওয়ার পরেও রেজাল্ট আসে না। যেমন, আমরা ১৮ তম শিক্ষক নিবন্ধনে আবেদন করেছিলাম ২০২৩ সালে, আমাদের প্রিলি ও লিখিত পরীক্ষা হয়েছিলো ২০২৪ সালে, এরপর ভাইভা শেষ হতে ২০২৫ সালের মাঝামাঝি সময় পার হবে। যার কারণে আমাদের অনেকের বয়স সীমা ৩৫+ হয়ে গেছে। অথচ যখন আমরা আবেদন করেছিলাম তখন আমাদের বয়স ছিলো ৩৩/৩৪ বছর। অথচ তারা বলে গণবিজ্ঞপ্তির আবেদনের সর্বোচ্চ বয়স সীমা ৩৫ বছর, আবার শিক্ষক নিবন্ধনেও আবেদনের সর্বোচ্চ বয়স সীমাও ৩৫ বছর। তাদের কি কমন সেন্স আছে? তারা নিজেরই দেরি করে আমাদের বয়স ৩৫+ করে দিয়েছে। এখানে তো আমাদের কোনো দোষ নেই, দোষ করেছে ওরা, ভোগান্তির শিকার হচ্ছি আমরা সাধারণ প্রার্থীরা। এটা নিয়ে কেউ কি কোনো প্রতিবাদ করবে না? আবার কিছু বাজে বেয়াদব লোক আছে আমাদেরকে ভেটো দেয়। তারা বলে বুড়ো বয়সে কিসের চাকরি? আগে কি করেছে? আমার কথা হচ্ছে আগে কি করার আছে? ওদের আসন সংখ্যা যত ওরা তত লোককেই টিকায়, আর বাকিরা ভালো পরীক্ষা দিলেও আর টিকাবে না। ওরা কি আবার ট্রাই করবে না? ওরা যখন ট্রাই করেছিলো তখন তো বয়স সীমার মধ্যেই ছিলো। ওরা সার্কুলারের সময় যে ডেট দিয়েছিলো সেটাই কাউন্ট করতে হবে। দয়া করে সবাই এটা নিয়ে প্রতিবাদ করুন, আমাদেরকে সাপোর্ট দিন।