রোজ হাশরে আল্লা আমার ক'রো না বিচার (আল্লা) বিচার চাহি না তোমার দয়া চাহে এ গুনাহ্গার।। আমি জেনে শুনে জীবন ভ'রে দোষ করেছি ঘরে পরে আশা নাই যে যাব ত'রে বিচারে তোমার।। বিচার যদি করবে কেন রহমান নাম নিলে। ঐ নামের গুণেই ত'রে যাব, কেন এ জ্ঞান দিলে। দীন ভিখারি ব'লে আমি ভিক্ষা যখন চাইব স্বামী শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে নাকো আর।।
অপূর্ব গজল ।প্রিয় শিল্পীর কন্ঠে শুনে মনটা ভরে উঠেছে ।
আমার প্রিয় সঙ্গীত।
কবি কাজী নজরুল ইসলাম ও গায়ক সোহরাব হোসেন সহ সকল গায়ক দের জানাই আন্তরিক মোবারকবাদ
All hamdulillah
Allah kobul koro! Amin!
মমতা আর নিটোল আবেদন!
রোজ হাশরে
আল্লাহ্ আমার প্রভু
এ দুটির উপস্থাপনায়
ফেরদৌসী রহমান, আমার প্রিয় হয়ে গেছেন।
অপূর্ব একটা গান শুনলাম। মন ভরে গেল।
অতুলনীয়
Amar priyo sangeet
Vary sweet voice
"Vary" na "Very" hobe
রোজ হাশরে আল্লা আমার ক'রো না বিচার (আল্লা)
বিচার চাহি না তোমার দয়া চাহে এ গুনাহ্গার।।
আমি জেনে শুনে জীবন ভ'রে
দোষ করেছি ঘরে পরে
আশা নাই যে যাব ত'রে বিচারে তোমার।।
বিচার যদি করবে কেন রহমান নাম নিলে।
ঐ নামের গুণেই ত'রে যাব, কেন এ জ্ঞান দিলে।
দীন ভিখারি ব'লে আমি
ভিক্ষা যখন চাইব স্বামী
শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে নাকো আর।।
মিউজিক থাকলে গানগুলো কেমন যেন "অনুভূতিহীন" লাগে। বাজনা ছাড়া কথাগুলো চোখ ভিজিয়ে দেয়।
Sir apni amake ei najrulgeeti kahari tore keno daake er lyrics dite parben plz
Thanks.W.B.India.
ফিরদৌসি রহমান এর ভিডিও দেখান
আপনার দুরের তুলনা শুধুই আপনি
আপনার শুরের তুলনা শুধুই আপনি
তাও নয় ভাই,' সুরের' হবে।
q