কবুতরের ঠান্ডার স্থায়ী চিকিৎসা

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • Music: Wander
    Musician: @iksonmusic
    আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাইয়েরা। এই বৃষ্টির সিজনে বেশিরভাগ সময় কবুতর বাইরে অবস্থান করে এবং বৃষ্টিতে ভিজার কারণে কবুতর ঠান্ডা কাশিতে আক্রান্ত হয়। এই সমস্ত ঠান্ডা আক্রান্ত হওয়া কবুতর সময় মৃত্যুর কোলে ঢলে পড়ে।
    এই সকল ঠান্ডা সর্দি জ্বর কাশি ইত্যাদির কবুতরকে বাঁচানোর জন্য। আমি দুটি ওষুধ আপনাদেরকে পরামর্শ দিয়েছি। এ দুটি ওষুধ পরামর্শ অনুযায়ী যদি আপনি ব্যবহার করেন সহজেই আপনার কবুতরকে সুস্থ করে নিতে পারবেন।
    ব্যবহারবিধি
    ১ / trevox এই ওষুধটি কাঁচি দিয়ে কেটে ছয় টুকরো করে নিবেন। প্রতিদিন সকালে ও সন্ধ্যায় এক বাক করে খাইয়ে দিবেন।
    ২/ হিস্টার‌সিন,, এই ওষুধটি আপনি অর্ধেক করে নেবেন। সকালে ও সন্ধ্যায় খাওয়াবেন দুটি ওষুধ পাঁচ থেকে সাত দিন খাওয়াবেন। আশা করি আপনার কবুতর সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে।
    বিশেষ দ্রষ্টব্য :
    এই ওষুধ দুইটি আমি আমার কবুতরকে ব্যবহার করে উপকার পেয়েছি। এজন্য আমি আপনাদেরকে পরামর্শ দিলাম। আপনার কবুতরের ভিন্ন কোন সমস্যা হলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শেও ওষুধ ব্যবহার করবেন। আপনার কবুতরের কোন ক্ষতি হলে আমি বা আমার চ্যানেল দায়ী থাকিবে না। আমি শুধুমাত্র আমার কবুতরের ব্যবহার অভিজ্ঞতা শেয়ার করলাম।
    Music: Wander
    Musician: @iksonmusic

ความคิดเห็น • 16