মানিক বন্দ্যোপাধ্যায় এর ব্যক্তিগত জীবনের অজানা কাহিনী | Manik Bandopadhayay | জীবনী | Bangla

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 มิ.ย. 2023
  • মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম বিহারের সাঁওতাল পরগণার দুমকা শহরে ১৯০৮ সালের ১৯ মে। বাবা হরিহর বন্দ্যোপাধ্যায় ছিলেন ঢাকা জেলার সেটেলমেন্ট বিভাগের সাব-রেজিস্ট্রার, মা নীরদাসুন্দরী দেবী।
    চার ভাইবোনের পর জন্ম হয়েছিল ঘুটঘুটে কালো গায়ের রঙের মানিকের। এমন গায়ের রং দেখে আঁতুড় ঘরেই নাম তার নাম রাখা হলো কালোমানিক। বামুনের ছেলে বলে কথা। রীতিমতো গণক ডেকে জন্মঠিকুজি তৈরি করা হয়েছিল। ঠিকুজিতে নাম রাখা হলো অধরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। অবশ্য এই নামে কেউ ডাকেনি তাকে।
    এমনকি বাবা হরিহর সাধ করে ছেলের নাম রাখলেন প্রবোধকুমার। অবশ্য ভালোবেসে কালোমানিক বলেই ডাকত সকলে।
    বাবার বদলির চাকরির সুবাদে মানিকের শৈশব-কৈশোর ও ছাত্রজীবন অতিবাহিত হয়েছে বাংলা-বিহার-ওড়িষার দুমকা, আরা, সাসারাম, কলকাতা, বারাসাত, বাঁকুড়া, তমলুক, কাঁথি, মহিষাদল, গুইগাদা, শালবনি, নন্দীগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইলসহ বহু জায়গায়। এদিকে তার মা নীরদাসুন্দরীর আদিনিবাস ছিল বিক্রমপুরের লৌহজং এর গাউদিয়া গ্রামে।
    মাত্র পাঁচ বছর বয়সে প্রাতিষ্ঠানিক শিক্ষায় হাতেখড়ি হয়েছিল মানিকের। ১৯২৬ সালে মেদিনীপুর জেলা স্কুল থেকে ম্যাট্রিক ও ১৯২৮ সালে বাঁকুড়া ওয়েসলিয় মিশন কলেজ থেকে আই.এস.সি. পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন মানিক। এরপর তো কলকাতা প্রেসিডেন্সি কলেজে গণিত বিষয়ে ভর্তি হওয়া।
    এই কলেজে পড়ার সময় বাম রাজনীতিতে হাতেখড়ি মানিকের। বন্ধুদের সঙ্গে বাজি ধরে গল্প ছাপা হওয়ার পরে তো চলছে দিনরাত সাহিত্য চর্চা। কলেজের পড়াশোনা উঠলো লাটে।
    #viralvideo
    #biography
    #bengaliliterature
    #manikbandopadhayay
    #bangla
  • บันเทิง

ความคิดเห็น • 39

  • @chanchaldasgupta5766
    @chanchaldasgupta5766 ปีที่แล้ว +2

    সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় এর জীবনী জেনে খুব উপকৃত হলাম। কার্ল মার্কস এর মত তার কোনো এঙ্গেলস ছিলেন না। তাই খুব কঠিন সত্যিটা বলে গেছেন তিনি। কিন্তু খাওয়া পরার ব্যবস্থা কি করে সম্ভব একজন দরিদ্র সাহিত্যিক এর পক্ষে? আসলে একজন প্রতিভাবান মানুষের শিল্পী সত্ত্বাকে বাঁচিয়ে রাখার মত সমাজই তখন ছিল না। আমি পদ্মা নদীর মাঝি দেখেছি। ধন্যবাদ।

  • @kartiksarkar7337
    @kartiksarkar7337 ปีที่แล้ว +2

    অসাধারণ উপস্থাপন। হৃদয়বিদারক জীবনী। মানিক বন্দ্যোপধ্যায় চিরজীবন আমাদের মধ্যে বেঁচে ❤থাকবেন।

  • @nikhildey8939
    @nikhildey8939 11 หลายเดือนก่อน

    😢😔🙏🙏🙏

  • @user-mk1ri1nu9t
    @user-mk1ri1nu9t หลายเดือนก่อน

    Very sad story, it hart's me.

  • @somnathmitra2448
    @somnathmitra2448 ปีที่แล้ว +1

    কি সুন্দর উপস্থাপনা ,ভীষণ ভীষণ ভালো লাগল। শতকোটি প্রনাম ঐ কিংবদন্তী লেখকের শ্রীচরনে। 🙏🙏🙏

  • @sanjitdebnath7255
    @sanjitdebnath7255 ปีที่แล้ว

    ধন্যবাদ।

  • @nilimadey9738
    @nilimadey9738 ปีที่แล้ว +1

    Satti bolecheñ ..prothom srenir lekhak chilen ..darun laglo tomar uposthapona..amar pronam roilo sanam dhonno sahittker jonno

  • @priyalalnath9446
    @priyalalnath9446 ปีที่แล้ว

    উপস্থাপনাটি খুব ভালো লেগেছে।

  • @TotalStar24
    @TotalStar24 ปีที่แล้ว

    খুব সুন্দর ভিডিও

  • @prakashghosh8988
    @prakashghosh8988 ปีที่แล้ว

    Very good presentation

  • @manojkrdas9889
    @manojkrdas9889 ปีที่แล้ว

    Khub sundor

  • @rabighosh3104
    @rabighosh3104 ปีที่แล้ว +2

    জীবনের এই পরিণতি তিনি যখন বুঝতে পারলেন সেদিন চিঠিতে লিখেছিলেন 'ডাল-রুটির সংস্থান না করে কেহ যেন সাহিত্যিক হওয়ার কথা না ভাবেন।' এ ছাড়া তখন আর কিছুই করার ছিল না।

  • @barunbasu9073
    @barunbasu9073 ปีที่แล้ว

    Nice presentation. Pay my rich tribute to the great writer who left us at an early age due to poverty. Really heart breaking. We see that many brilliant poets, writers of Bengal like D L Roy, Michael Madhusudan, Kabi Rajanikanta, Kabi Jibanananda died early.

  • @hasibbhuiyan8399
    @hasibbhuiyan8399 7 หลายเดือนก่อน +1

    এমন একজন কিংবদন্তি অর্থকষ্ট করে মারা গেছে। অভাগা জাতি এই আমরা।

  • @LakshmiMajumdar-fw2vv
    @LakshmiMajumdar-fw2vv 27 วันที่ผ่านมา

    Phul guli sariya now aamar lagch

  • @miraguchait1904
    @miraguchait1904 ปีที่แล้ว

    Ami mira gchait bolci valo lageache

  • @anjanabasuchowdhury9794
    @anjanabasuchowdhury9794 ปีที่แล้ว

    সশ্রদ্ধ প্রণাম জানাই

  • @nimairoy1862
    @nimairoy1862 ปีที่แล้ว

    Very nice