কেয়ার গিভার ভিসার বিশাল সুযোগ, Are you Ready? কারা পাবে? সময় এখন আপনার।

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 มี.ค. 2023
  • care giver permit পেতে যোগাযোগ করুন আমার ঢাকা ও সিলেট অফিসে।
    wats up number :
    01618459843
    প্লিজ একটু পড়ুনঃ
    ৪২ হাজার কেয়ার গিভার ভিসা দিবে যুক্তরাজ্য সরকার তার মানে বাংলাদেশিদের জিন্য বিরাট সুযোগ... কেয়ার স্টাফদের জন্য ভিসানীতি শিথিল করছে ব্রিটেন। তার মানে নতুন করে কেয়ার ওয়ার্কার আসার সুযোগ তৈরি হচ্ছে ব্রিটেনে। এই ভিসার আওতায় বাংলাদেশ থেকেও অনেকে আবেদন করতে পারবেন। তবে সেক্ষেত্রে কেয়ার ওয়ার্কারদের জন্য শিক্ষা ও কাজের অভিজ্ঞতার প্রয়োজন হবে।। ব্রিটেনে করোনাকালীন কেয়ার ওয়া র্কার সংকট চলছে। তাছাড়া বেক্সিটের কারণে অনেক কর্মী চলে গেছেন। এরই মধ্যে ব্রিটেনে কেয়ার ওয়ার্কার, কেয়ার এসিসটেন্স এবং হোম কেয়ার কর্মীদের জন্য অভিবাসন নিয়ম শিথিল করা হবে বলে সরকারের পক্ষ থেকে স্বিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির স্বরাষ্ট্র দফতর থেকে বলা হয়েছে, কর্মীদের শূন্যতা পূরণের জন্য বিদেশ থেকে হাজার হাজার অতিরিক্ত কেয়ার ওয়ার্কার নিয়োগ করা হবে। নতুন একটি গবেষণায় দেখা গেছে, এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে কর্মীদের সংখ্যা প্রায় ৪২ হাজার কমেছে। গবেষকরা বলেছেন, স্টাফ সংকটের কারণে দুর্বল বয়স্ক ব্যক্তিদের কেয়ার হোমগুলো বন্ধ হচ্ছে। আর এ কারণে শূন্যতা পূরণ করার জন্য কেয়ার কর্মীদের হোম অফিসের ঘাটতি পেশার তালিকায় যুক্ত করা হবে। তার মানে এ খাতে বাইরে থেকে কর্মী আনার তালিকায় যুক্ত করা হবে। ব্রিটেনের স্বরাষ্ট্র দফতর সূত্রে জানা গেছে, ব্রিটেনের বাইরে থেকে আসা কর্মীদের বছরে ২০ হাজার ৪৮০ পাউন্ড বেতন দেওয়া হবে। কেয়ার ওয়ার্কার তাদের পরিবার মানে স্বামী বা স্ত্রী ও সন্তানসহ ব্রিটেনে আসার ভিসা পাবেন। আরও বলা হয়েছে, আগামী বছর যে কোনো সময় নতুন নিয়মগুলোর বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। ধারণা করা হচ্ছে কেয়ার ওয়ার্কারদের ক্ষেত্রে ১২ মাসের ভিসার সুযোগ থাকবে। তাদের স্বরাষ্ট্রসচিব প্রীতি প্যাটেল বলেছেন, কেয়ার খাত করোনা মহামারির কারণে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে এবং সরকার স্বাস্থ্য ও পরিচর্যা ভিসায় যে পরিবর্তন করছে তা কর্মশক্তিকে শক্তিশালী করবে। বর্তমানে যে চাপের মধ্য দিয়ে সরকার যাচ্ছে তা অনেকটাই দূর হবে।
    ১। কারা যেতে পারবেঃ
    মেয়েদের অগ্রাধিকার।
    ২। খরচ? শূন্য টাকা।
    ৩। পরিবার নিতে পারবে?
    হ্যা। আর কি চাই??
    এতো সুযোগ এর পরেও বসে থাকবেন নাকি? সুযোগ হেলায় নষ্ট করবেন না প্লিজ। ভিডিও তে খুব ভালো করে দেখিয়ে দিয়েছি কোন সাইটে ঢুকে এপ্লাই করবেন। এর থেকে সহজ আর কিছুই হতে পারে না। সব কমেন্টস বা সব ইমেইল এর উত্তর আমার একার পক্ষে সময়মত দেয়া সম্ভব না। কারন আমি সারা দিন চাকুরি করে রাতে বাসায় এসে ব্যাক্তিগত পারিবারিক সময় দিতে হয়, শুক্র, শনিবারে আমি সাধারনত মেইল চেক করি। তাই বলছি অধৈর্য্য হবেন না প্লিজ। আমি চেষ্টা করি সকল গুরুতপূর্ন মেইল এর রিপ্লাই দিতে। কোথায় কোথায় এই চাকরির কর্মখালির খোঁজ পাবেন?
    linkedin, Indeed, Reed, carehome, jobsite, homecare, totaljob, agencycentral ageuk jobcommunityg এসব সাইটে গিয়ে পোস্টগুলোয় কর্ম খালি খুঁজতে পারেন। দরখাস্তের সঙ্গে কী কী জমা দিতে হয়? যদি কোনো স্পন্সর আপনাকে কাজ দিয়ে দেয়,
    তাহলে কী কী জিনিস জমা দেবেন?
    ১. দরখাস্ত
    ২. পাসপোর্ট
    ৩. সার্টিফিকেট অব স্পনসর (এমপ্লয়ার দেবে)
    ৪. এমপ্লয়ারের সঙ্গে চুক্তি
    ৫. অ্যাপ্লিকেশন ফি (২৩২ পাউন্ড ৩ বছরের ভিসা ফি)
    ৬. এনএইচফি (লাগবে না)
    ৭. টিবি টেস্ট সার্টিফিকেট
    ৮. আইইএলটিএস সার্টিফিকেট
    ৯. এক মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট ১২৭০ পাউন্ড থাকবে, মেইনটেইন্যান্স ফান্ড।
    KW: UK WORK PERMIT VISA 2023, UK VISA, LONDON VISA, LONDON DOMESTIC WORKER VISA, LONDON CARE GIVER VISA, ENGLAND CARE GIVER VISA, EASY TO GO TO LONDON, SYLHET TO UK, UK VISA, UK CARE GIVER VISA, CARE GIVER VISA 2024, VISA, 2023, care giver visa, Canada caregiver visa, Canada, ENGLAND WORKPERMIT VISA, WORK PERMIT IN EUROPE EUROPE, STUDENT VISA, UK STUDENT VISA, UK STUDENT VISA 2021, VISA PROCESS, VISA, UK STUDENT VISA FOR BANGLADESHI STUDENTS, SPOUSE VISA, UK SPOUSE VISA, কেয়ার গিভার ভিসা, ইউ কে কেয়ার গিভের ভিসা, ভিসা, ভিসা ২০২৩, লন্ডন ভিসা, লন্ডন ভিসা ২০২৩, ইংল্যান্ড ভিসা ২০২৩, কিভাবে সহজে ইংল্যান্ড যাবো, ইংল্যান্ড, ইংল্যান্ড ২০২৩, সিলেট টু লন্ডন, লন্ডন ভিসার খরচ কত, কেয়ার গিভার ভিসা, কেয়ার গিভার, নার্সিং,

ความคิดเห็น • 165

  • @footy1769
    @footy1769 ปีที่แล้ว +8

    ভাই আমি উত্তরা মেডিকেল ইনিস্টিউট এ কেয়ার গিভার ৬মাসের কোর্সে ভর্তি হয়েছি...

  • @ashiqadnan716
    @ashiqadnan716 ปีที่แล้ว +3

    আসসালামু আলাইকুম স্যার আমি আপনার ভিডিও দেখি আমি কানাডায় বাংলাদেশি মালিকানা ডিপার্টমেন্টাল স্টোরে কাজ করতে চাই আমি ইংলিশ জানি না কিন্তু আমার যোগ্যতা এইচএসসি পাশ আমি কি কানাডার ভিসা পাবো।

  • @shirinmohammedcookingchann3915

    তিনি কোন ভাষা পরিষ্কার করা রান্না করা বাবুর্চির কাজ এ ধরনের আসেনি জানেনা গেলে তো ঠিকই ইংলিশ পারবো একসাথে থাকতে থাকতে ইংলিশ করতে পারবো কোন কাজ আছে নি

  • @md.aminulislam3498

    স্যার আস্সালামুআলাইকুম আমি একজন কেয়ার গিভার ওয়ার্কার কিন্তু আমি এস এস সি পাস আমি কি অস্ট্রেলিয়া যেতে পারবো জানালে উপকার হবে দয়া করে জানাবেন প্লিস

  • @user-cr6wf7eb5v

    আসসালামু আলাইকুম ছার ভালো আছেন আমি ফরিদপুর জেলা থেকে বলছি আমি মাস্টার্স ডিগ্রী কম্পিলিট করছি এবংতিন মাসের কেয়ার গীভার ট্রেনিং করেছি বর্ত্তমান ঢাকায় মিলেনিয়ামহাসপাতালে জব করতেছি সাতমাস জাবত আমার ইচ্ছে কেয়ারগীভার ভিসায় বাহিরে জাবার আমাকে একটু হেল্প করবেন প্লিজ কিভাবে কোথায় যোগাযোগ করতে পারি একটু জানাবেন প্লিজ

  • @khansalman1776
    @khansalman1776 ปีที่แล้ว +1

    আস্সালামুআলাইকুম ভাই H S C পাস I ELTS 5,5 পেয়েছে কিন্তু অস্ট্রেলিয়া এপ্লিকেশন করে রিজেক্ট মারছে এখন আমেরিকা কি হবে ভাই আমাকে জানা বেন প্লিজ

  • @RaihanRaihan-fx6tc

    সরকারি ভাবে কেয়ার গিভার কোষ কোথায় আছে

  • @ahmedmaruf3390
    @ahmedmaruf3390 ปีที่แล้ว

    Apni visa bebosta kore dan

  • @kazizulislamvlog289
    @kazizulislamvlog289 ปีที่แล้ว

    স্যার পর্তুগালের এম্বাসি কি বাংলাদেশে হইছে ।

  • @lota-pata
    @lota-pata ปีที่แล้ว +2

    স্যার আমি একটা প্রাইবেট হাসপাতালে সাত বছর যাবত চাকরি করতেছি। আমি কি কেয়ার গিভার ভিসায় বিদেশে যেতে পারব। দয়া করে একটু জানাবেন।

  • @AvaAnna-kh6jg
    @AvaAnna-kh6jg 4 ชั่วโมงที่ผ่านมา

    Good katha bolsenvia18Yea dhare kaz kortesi

  • @meawthecandy3546
    @meawthecandy3546 ปีที่แล้ว +3

    Hello Sir, I am really really happy to get this information... The video will help those people who are looking this kind of opportunity in Uk.

  • @md.mohiuddinctg7975
    @md.mohiuddinctg7975 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম ভাইয়া আপনি কেমন আছেন আনেক পরে আবার ভিডিও পাই আনেক ভালো লাগে ও

  • @user-ys3bj5ih8f

    উপদেশ মুলক ভিডিও খুশি হলাম

  • @nazrulrafi2839
    @nazrulrafi2839 ปีที่แล้ว +1

    আসছালামুআলাইকুম ধন্যবাদ আপনাকে ভাই

  • @habiburRahman-vc9nl

    Vai sylhet khotai korano hoy pls pls janaben

  • @mdmasudurrahman3182
    @mdmasudurrahman3182 ปีที่แล้ว

    Donnobad sir Sundor vabe bojanor jonno

  • @user-yo2dv5vp3j

    আমি একজন কেয়ারগিভার। আমি যেতে চাই।

  • @raisuddin9600

    একটা প্রতিষ্ঠানের নাম বলুন।

  • @mdtariqul6777

    স্যার আমি একটু আপনার সঙ্গে কথা বলতে চাই স্যার আমি এখন মালেশিয়া থেকে বলছি