Buddhor Hoda এক বৌদ্ধ ভিক্ষুণীর গল্প/শিক্ষণীয় কাহিনী

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 มิ.ย. 2024
  • Buddhor Hoda এক বৌদ্ধ ভিক্ষুণীর গল্প/শিক্ষণীয় কাহিনী
    ভালো মন্দ কে জানে
    একজন ভিক্ষুণী তাঁর সামান্য কিছু জিনিসপত্র নিয়ে একটি গুহায় খুব সরলভাবে দিন কাটাতেন
    প্রতিদিন সকালে তাঁর ভিক্ষাপাত্র নিয়ে দিনে একবার আহারের জন্য খাদ্যদ্রব্য সংগ্রহ করতে তিনি কাছের গ্রামটিতে যেতেন প্রতিদিন ধ্যান করতে পড়াশুনা করতে ও স্থানীয় গ্রামগুলোর লোকজনকে তিনি যা জানেন তা শেখাতে ভিক্ষুণী প্রচুর সময় পেতেন
    #buddho_hoda #luri_deshana
    একদিন ভিক্ষা শেষ করে গুহায় ফিরে তিনি দেখলেন একটি ইঁদুর তাঁর চীবর কেটে আবার ছিদ্র করে দিয়েছে
    আরও একবার তিনি ছোট একটি কাপড়ের টুকরা খুঁজে নিয়ে সেটি চীবরের ওপর রেখে হাতে সেলাই করে নিলেন
    সেলাই করার সময় তিনি ভাবলেন, যদি একটি বিড়াল তাঁর থাকত তাহলে সেখানে কোনো ইঁদুর থাকত না এবং তাঁকেও চীবরে তালি লাগানোর জন্য এতো সময় ব্যয় করতে হতো না
    অতএব পরদিন তিনি গ্রামবাসীদের বললেন তাঁকে একটি বিড়াল দিতে
    তাঁরাও তাঁকে একটি বেশ ভালো স্বভাবের বাদামি রঙের বিড়াল দিলেন বিড়ালের গায়ের রঙটি তাঁর চীবরের রঙের সঙ্গে মিলেও গিয়েছিল
    বিড়াল দুধ খায় মাছ খায় অতএব ভিক্ষুণীকে প্রতিদিন ভিক্ষা করার সময় গ্রামবাসীকে এসব অতিরিক্ত জিনিসের কথাও বলতে হচ্ছিল একদিন সকালে তিনি ভাবলেন যদি তাঁর নিজের একটা গরু থাকে তাহলে গ্রামবাসীর কাছ থেকে তাঁকে আর দুধ চাইতে হবে না
    অতএব তিনি তাঁর একজন ধনী অনুসারীকে বললেন তাঁকে একটি গরু দেওয়ার জন্য
    ভিক্ষুণী তাঁর চীবর কেটে খাওয়া ইঁদুরের হাত থেকে রক্ষা পেতে পুষতে থাকা বিড়ালের খাওয়ার জন্য দুধের যোগান পেতে একটি গরু পাওয়ার পর
    এবার তাঁর প্রয়োজন হলো গরুর জন্য ঘাসের
    অতএব তিনি গ্রামবাসীদের বললেন তাঁকে ঘাস দিতে কিছু দিন পর ভিক্ষুণী ভাবলেন যদি তাঁর নিজের একটা জমি থাকে তাহলে প্রতিদিন ঘাসের জন্য গরিব গ্রামবাসীদের বিরক্ত করার প্রয়োজন হবে না
    অতএব তাঁর গরুর জন্য একটা তৃণভূমি ক্রয়ের উদ্দেশ্যে গ্রামবাসীদের কাছ থেকে চাঁদা ওঠানোর ব্যবস্থা করলেন তিনি
    প্রতিদিন সকালে গরুটিকে ধরে এনে দুধ দোওয়ানো অনেক ঝামেলার কাজ
    তাই ভিক্ষুণী এবার ভাবলেন, যদি একটা ছেলে অর্থাৎ কমবয়সী একজন পরিচারক থাকে তাহলে তাঁর কাজে বেশ সহায় হয় ছেলেটি তাঁর জন্য এসব কাজ করবে বিনিময়ে ভিক্ষুণী তাকে নৈতিক নির্দেশনা ও শিক্ষা দেবেন গ্রামবাসীরা কিছুটা নৈতিক নির্দেশনা পাওয়া প্রয়োজন এমন একটি গরিব পরিবার থেকে একটি ছেলেকে ভিক্ষুণীর কাজের জন্য নির্বাচন করলেন
    এখন থেকে ভিক্ষুণী প্রতিদিন সকালে ভিক্ষায় বেরিয়ে যে খাবার আগে সংগ্রহ করতেন তার দ্বিগুণ সংগ্রহ করতে হচ্ছে। ছেলেটি খায়ও প্রচুর এ ছাড়া ছেলেটির থাকার জন্য গুহার কাছে একটি কুঁড়েঘরও তৈরি করতে হবে তাঁকে কারণ ভিক্ষুণীর সঙ্গে ছেলেটির একই গুহায় থাকা নিয়মবিরুদ্ধ তাই তিনি ছেলেটির থাকার জন্য একটি কুঁড়েঘর তৈরি করে দিতে গ্রামবাসীদের অনুরোধ জানালেন
    ইতোমধ্যে তিনি লক্ষ করতে শুরু করলেন যে গ্রামবাসীরা তাঁকে এড়িয়ে যেতে শুরু করেছেন তাঁরা এই ভয়ে ভীত ছিলেন যে
    তিনি বোধ হয় আবার কিছু একটা তাঁদের কাছে চাইবেন
    এমনকি যদি তাঁরা কোনো বাদামি গরুও দূর থেকে তাঁদের দিকে এগিয়ে আসতে দেখতেন তখনও তাঁরা ভিক্ষুণী আসছেন এই ভেবে পালিয়ে যেতেন অথবা ঘরের ভেতর গিয়ে লুকিয়ে পড়তেন
    তার আগে তাঁরা দরজার খিল ভালোভাবে আটকে দিতেন এবং জানালার পর্দাগুলো নামিয়ে দিতেন
    ⛔Copyright :
    We allow anyone to make reaction videos but the video must remain branded under Buddho_Hoda_24 (with our channel link) in the description box.

ความคิดเห็น • 14

  • @Sumedh-
    @Sumedh- หลายเดือนก่อน +4

    🙏🙏🙏

  • @user-lh5qn3kv9w
    @user-lh5qn3kv9w 5 วันที่ผ่านมา +1

    Sadhu sadhu sadhu 🙏🙏🙏

  • @mukti-if7ow
    @mukti-if7ow 17 วันที่ผ่านมา +2

    Shadu shadu shadu

  • @Sujanchakma-y4c
    @Sujanchakma-y4c 23 วันที่ผ่านมา +2

    Tui bhante nahe dayok

  • @simonchangma3244
    @simonchangma3244 26 วันที่ผ่านมา +3

    Vante tui ahma ckm gunore palibhasa shega muio palibhasa shigibar sang palibhasa beparey video bana

    • @BuddhoHoda24
      @BuddhoHoda24  26 วันที่ผ่านมา

      Dukkhito mije r haja mui pali bhasa no parong....tobe pali vasa sega or bottomane zoom live ot.. Ven viveka jyoti vante daghi segadon.. Tumi taraloi contact gori paro. Mui taraloi contact help gori parim

  • @indrachakma908
    @indrachakma908 หลายเดือนก่อน +2

    Sadhu3 🙏🙏🙏

  • @Sujanchakma-y4c
    @Sujanchakma-y4c 23 วันที่ผ่านมา +2

    Tui bhante nahe dayok

  • @Sujanchakma-y4c
    @Sujanchakma-y4c 23 วันที่ผ่านมา +2

    Tui bhante nahe dayok

    • @BuddhoHoda24
      @BuddhoHoda24  23 วันที่ผ่านมา

      @@Sujanchakma-y4c dayok noi