Koyak | কোয়াক | Chonchol Chowdhury | Humayra Himu | Shahanaz Khushi | Bangla Comedy Natok
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
____________________________________________________________
Koyak | কোয়াক | Chonchol Chowdhury | Humayra Himu | Shahanaz Khushi | Bangla Comedy Natok
Drama : Koyak | কোয়াক
Script : Bindaban Dash
Director : Syed Shakil
Starring : Chonchol Chowdhury, Shahanaz Khushi, Bindaban Dash, Naznin Hasan Chumki, Humayra Himu, Sabbir Ahmed, Masud Rana Mithu, Shiraz Ahmed, Khadiza Mondol, Belal, Babu Milton, Aftab,
D.O.P : Md. Aslam Hossen
Edit & Color : Poritosh Sarkar
Background Music : Forid Ahmed
Asst. Director : Morshed Sumon
Digital Platform : ATN Bangla
Enjoy and stay connected with us !!
Subscribe us on TH-cam :
ATN Bangla Natok : bit.ly/2LaoEzO
ATN Bangla Program : bit.ly/3ovLznz
ATN Bangla News : bit.ly/38veSRF
ATN Bangla Dharabahik : bit.ly/38sUekS
Join us on Facebook :
ATN Bangla Entertainment : bit.ly/3nvgDlS
ATN Bangla Program : bit.ly/2MFrtsL
ATN Bangla News : bit.ly/3oxi8Bv
Visit : atnbanglaonlin...
Visit : www.atnbangla.tv
For any Copyright Issue Please contact: atncopyright@gmail.com
** ANTI-PIRACY WARNING **
This content's Copyright is reserved for ATN Bangla Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented!
Note: If you wish to share this video, please embed the link and share the original source. Please avoid methods of copying or duplicating the content, and help us support anti-piracy measures in every possible way. Thank you!
Office Address ATN Bangla (Online Division)
Dhaka Trade Center, 14th Floor, 99 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka 1215.
About ATN Bangla
ATN Bangla (Asian Television Network) is a Bengali-language digital cable television channel. It transmits from its studio in Dhaka, Bangladesh. This is the first satellite based channel in Bangladesh. The channel is transmitted in South Asia, the Middle East, Europe, and North America. The channel offers a wide variety of programming including news, movies, dramas, talk shows, and more. The channel started broadcast in South Asia on 16 July 1997, though their website shows 15 July. They officially started their broadcasting on 16 July. Broadcasts to Europe began in 2001. The channel started broadcasting news from 16 August 2001.
আমি পশ্চিম বাংলার মানুষ, আগে কোনদিন বাংলাদেশের নাটক/শর্টফিল্ম দেখিনি। গত কয়েক দিন ধরে দেখছি, আমি মুগ্ধ, অভিনয়, গ্রন্থনা, নির্দেশনা, সর্বোপরি গ্রামবাংলার লোক গানের মত জীবনের ছোট ছোট চাওয়া পাওয়া নিয়ে নাটকের গল্পো নির্বাচন। তার মধ্যে আর্থ সামাজিক দৃষ্টি কোন থেকে সংলাপ এর সঠিক প্রয়োগ। আর অভিনয় এবং সংলাপ প্রক্ষেপণ অসাধারন। জীবনের প্রকাশ তোমাদের নাটকে অনেক প্রাণবন্ত। আরো সমৃদ্ধ হোক বাংলা সংস্কৃতি তোমাদের হাতে, এই কামনায়.............
বৃন্দাবন দাশ এর রচনার সব নাটক দেখতে পারেন , অসাধারণ সব নাটক তার রচনায় অভিনয় করছেন চঞ্চল চৌধুরী।
হাড়কিপটে ও সাকিন শাড়ি শুঁড়ি নাটক ২ দেখবেন, অন্য রকম অভিনয় করেছে সবাই। খুব ভালো লাগবে
আমার এই ছোট্ট দেশের সুস্থ ধারার সংস্কৃতিকে এতটা সম্মান দেওয়ার জন্য তোমাকেও সাধুবাদ জানাই, বাংলাদেশ সাতক্ষীরা থেকে....
আমাদের দেশের নাটক আসলেই অনেক সুন্দর।
Thanks vai Bangladesh k proshongsha korar jonno
সাকিন সারিসুরি নাটক কে কে দেখেছেন??
Khob vlo natok
arokom natok hoi na
Ai rkm natok ar hbe na.
ভাই আমি তিন বার দেখছি,,, তাও মন ভরে না আরো মন চায় দেখি
সর্বশ্রেষ্ঠ নাটক সাকিন সারিসুরি
বাংলার ঘরে ঘরে যদি এমন দুই ভাইয়ের বউ মিলে মিশে থাকতো তাহলে কোন দিন ভাইয়ে ভাইয়ে ঝগড়া হতো না সংসার ভেঙ্গে যেতো না,,
বৃন্দাবন দাস এর নাটকের শেষ মানেই কান্না।তিনি যে এত সুন্দর নাটক কি ভাবে লিখেন।অসম্ভব ।অনেক অনেক ভালো বাসা রইলো দাদা।❤❤❤
চঞ্চল দার অভিনয় কার কার ভালো লাগে লাইক করে বলবেন প্লিজ👍👍🙏🙏
Ki sundor EKTA natok!!!!!!!
ভাষার বিকৃতি, উদ্ভট কাহিনী আর কাতুকুতু দিয়ে জোর করে মানুষ হাসানোই শুধু নাটক নয়। বর্তমানে প্রচলিত নাটকের নামে যে অখাদ্যগুলো মানুষকে খাওয়ানো হয় এর বাইরেও যে সুন্দর সাবলীল শিক্ষণীয় কিছু নাটক আছে বৃন্দাবন দাস স্যারের এই সৃষ্টিগুলো তার প্রকৃষ্ট উদাহরণ।
অনবদ্য অভিনয়, অসাধারণ বিষয়বস্তু, গুরুত্বপূর্ণ কিছু মেসেজ সব মিলিয়ে নাটকটিকে একটি কমপ্লিট প্যাকেজ বলা যায়।
সবার অভিনয় দারুন বড়ো ভাবির অভিনয় অসাধারণ 👍
সন্তান না হওয়ার যে কষ্ট যার সন্তান নেই সেই বোঝে
২০২৩ এ এসে এই নাটকটা দেখছি।এই নাটকটা কম করে ১৫/১৮ বছর আগে বানানো।এত পুরোনো গ্রাম বাংলার পরিবেশ এখন নেই বললেই চলে।আর অভিনয় যেনো মনে হচ্ছে একদম সত্যি প্রতিচ্ছবি দেখছি সামনে।প্রতিটি চরিত্র যেনো প্রানবন্ত।
আজকারকার নাটকে ভালোবাসা আর নিউডিটি ছাড়া কোন টপিক নেই।দেখতেই ক্রিঞ্জি লাগে।আর এইসব নাটক দেখতেই মন ভরে আসে।
একটা ব্যাপার কেও খেয়াল করেছেন? ১ কেজি আটা, ১ কেজি চিনি আর ২৫০ গ্রাম চা পাতার নাম টোটাল ১৯০ টাকা।
আহা সেই বাংলাদেশে।ভীষণ ফিরে যেতে মন চায় এমন দিনগুলোতে।কি সোনালী সময় কেটেছে সেই সময়কালে
বাংলা ভাষাভাষীদের কাছে সবচেয়ে প্রিয় বাংলাদেশী নাটক।
আর যদি হয় লাভলু,বৃন্দাবন ও হুমায়ন আহমেদের তাহলে কথা নেই।
Kolkatar banglish bhashabhashi bangla natoker khoj peyechay aie lockdown ay eta borabori bangladesher chilo,kolkatader jonno shiliguri train vromon,feni nodir pani betoron ittadi koreo tara amader upohar dilo abrar fahader lash....
tu dis ok maman c'est bon. Je te le dis à chaque fois. c'est bon
@@chetonabaaz7298 এলো
@@chetonabaaz7298 ে
Right 💟🇮🇳
অসাধারণ নাটক...
এই নাটকে কমপক্ষে দশ মিলিয়ন ভিউস হবেই হবে..,❤️💯🇧🇩👌💯💯🇧🇩
নাটক খুব সুন্দর হইছে , অনেক শিক্ষা মুলক ছিল, চন্চল ভাই, বৃন্দাবন দাস,শাহনাজ খুসি,সবার অভিনয় অসাধারণ হইছে,
আমি পশ্চিমবাংলা থেকে বলছি 😊 বাংলাদেশের এই নাটকগুলো 🎬 এককথায় অসাধারণ 👏✊👍 ও অনন্য ❤❤❤💐💐💐 বিশেষ করে গ্রামবাংলার প্রেক্ষাপটে রচিত এই নাটকগুলো অতুলনীয় 👍✌🤟👌🙏
বৃন্দাবন দাসের, হাড় কিপটে সাকিন সারিসুরি ,এই দুটো নাটক দেখবেন মন ভরে যাবে। কখনো ভুলবে না নাটকগুলো অসাধারণ অভিনয় এবং কথা বাংলাদেশ নাটক আরো দেখতে মন চাইবে
উরে যায় বকপক্ষী নাটক টি দেখার আমন্ত্রণ রইলো।
পাবনার ভাষায় নাটক অসাধারণ সুন্দর। বৃন্দাবন দাস 'শাহনাজ খুশি 'চঞ্চল 'হুমাইরা হিমু এদের অভিনয় দেখলে মনেই হয় না নাটক দেখতাছি মনে হয় বাস্তব জিবনটা চোখের সামনে। এত বড় মাপের অভিনেতা অভিনেত্রী আছে বোলেই বিনোদনের দিক থেকে বাংলাদেশ এগিয়ে।
এরকম সুন্দর নাটক অার বাংলার মানুষ দেখে না ! কতো সুন্দর কাহিনি ৷ বাস্তব জীবনের মতো ৷ অার এখন সময়ের নাটক ফ্যামিলি নিয়ে দেখা যায় না ৷ নাটক এ এখন শুধু প্রেম ভালবাস চলে ৷
এটিএন বাংলার উপস্থাপনায় 'কোয়াক' নাটক টি দেখে মুগ্ধ হলাম । সকল কুশীলব কে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং এই রকম একটি নাটক উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ।
বৃন্দাবন দাসের রচনায়। শাহনাজ খুশি আর চঞ্চল চৌধুরী অভিনীত মানে শিক্ষনীয় কিছু গ্রামগঞ্জের বাস্তব গল্প। ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ। বাহরাইন থেকে বলছি
আপনার সাথে যোগাযোগ করা যাবে
আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি .....বৃন্দাবন দাস দাদার রচিত নাটক গুলি অসাধারণ ..চণ্চলদা খুশী দি এঁদের অভিনয় ... ভাষায় প্রকাশ করা অসম্ভব ......সত্যি বলতে কি বাংলাদেশের প্রত্যেক শিল্পীই অসাধারণ .....ভীষণ ভীষণ ভলো লাগলো ৷ আপনারা সব্বাই খুব ভালো থাকুন ৷💐
মনটা ভরে গেলো আন্দাদে চোখে জল এসে গেলো অসাধারণ
Wonderful 2 .Bindabonda khusidi o chanchalda excilent jindabad darun 2 ovinoy.👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍.
কসম এই প্রথম কোনো দুই ভাবির এতো মিল দেখলাম,,,,🥰🥰🥰
কি নাটক রে ভাই! আন্তর্জাতিক পুরস্কার পাওয়ার যোগ্য।
কারা সিনেমার চাইতে ও বেশি বাংলা নাটক দেখেন?
Via ami asi
আমি
নাটক দেখে হাসছি এবং আবেগে অনেক চোখের পানিও ঝোরছে 😍
এইসব নাটক যদি আমাদের দেশের মা বোন গুলো দেখতো তাহলে আর স্টার জলসা আর জি বাংলা দেখতো না
এক কথায় দারুণ।
@@basudebsaha4805
আমি দেখি ভাইয়া, খুব খুব পছন্দ করি
আমি ভারতের পশ্চিমবঙ্গের বাংলাদেশ লাগোয়া কোচবিহার জেলার বাসিন্দা।চঞ্চল বাবু এবং বৃন্দাবন বাবুর ফ্যান। খুব ভালো লাগে বাংলাদেশের এই ছোট বই গুলো দেখতে আর খুব ইচ্ছে করে বাংলাদেশের সুজোলা সুফলা গ্রাম বাংলা অর্থাৎ কবি জোশিমুদ্দিনের লেখা পল্লী বাংলা দেখার । আর সত্যি ভালো লাগে মানুষের মুখে শোনা বাংলাদেশের অতিতীয়থা যা সত্যি শেখার একটা বিষয়। বাংলাদেশের নাটকের আরও অনেক উন্নতি হোক আমরা বৃন্দাবন বাবুর রচনা করা মনোমুগ্ধকর আরও অনেক নাটক দেখার ইচ্ছে রইলো । সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
দাদা আপনাদের দেশটা দেখার খুব ইচ্ছুক।
আমার অনেক দিনের আশা ভারতে যাবো।
বৃন্দাবন দাসের গ্রাম বাংলার নাটক মানেই অসাধারণ নাটক ।
আমার দেশের নাটক দেখে, আমি অভিভূত হই সবসময়। শাহনাহজ খুশি আপা অসাধারণ অনবদ্য, তার অভিনয় অনেক উঁচু লেভেলের। তার সাথে আছে চঞ্চল চৌধুরী, বৃন্দবন দাসের রচনা এক কথায় অসাধারণ।
বৃন্দাবন দার নাটকগুলো দেখলেই চোখে পানি এসে যায়। হুমায়ুন আহমেদ স্যার এর পর ওনার নাটকগুলো বেশি ভাল লাগে।লাভ ইউ বৃন্দাবন দাস ❤️❤️❤️
7:30 এর দোকানদার টা হল ইভ্যালি😂
মনে হচ্ছে অভিনয় না বাস্তব হচ্ছে সবকিছু। এরাই হলো শিল্পী। লাভ উ অল❤️❤️❤️
অতি মজাদার শিক্ষণীয় নাটক ।
কথা বলার ছিল
বলবেন কি
খুব কেঁদে ছি, দেখার পরে, আমিও আমার বউয়ের সাথে খারাপ আচরণ করতাম বাচ্চা হয় না বলে, এখন আপনাদের দোআয় আল্লাহর রহমতে আমার এক ছেলে এক মেয়ে হয়েছে,
আমি সবার কাছে বিনতি করে বলি কারো যুদি এই রকম সমস্যা হয়ে থাকে প্লিজ বৌউ কে গালাগালি করবপন না,কারন আপনার যেমন খারাপ বা কষ্ট লাগে আপনার বৌউ তারো একি রকম কষ্ট লাগে,,, ❤️❤️👌👌
♥️
সত্যি অসাধারণ সৃষ্টি, ভাল লাগলো।
সবই আল্লাহ পাকের ইচ্ছে
এতো সুন্দর নাটক এখনো বাংলাদেশেই সম্ভব,
হ্যাঁ, আমি একজন গর্বিত ভারতবাসী হিসেবেই সত্যিটা বলেছি।
নাটকটি দেখে সর্বোপরি আমি অভিভুত,আপ্লুত
amader Bangladesh Natok valo
South indian Movie onek valo
উরে যায় বকপক্ষী নাটক টি দেখার আমন্ত্রণ রইলো।
❤❤❤
এককালে কলকাতায় বড় বউ , ছোট বউ ' মেজদির মত ছবিও আমাদের দেশের মানুষের খুব ভাল লাগত। কালের পরিক্রমা! শর্ট কার্টে জনপ্রিয়তা লাভ আর টাকার প্রয়োজনটা তাদের বেশি এখন। তাই সমাজের ভাবনা তাদের মাথা থেকে উঠে গেছে!
চঞ্চল চৌধুরী কোয়াক ও সবাই দারুন কোনো তুলনা নাই শিলিগুড়ি পশ্চিম বঙ্গ ভারত থেকে
বৃন্দাবন দা আপনার ব্যাবসা চঞ্চল দার চিকিৎসা আপনার দের সবার অভিনয় অসাধারন ভাল থাকবেন শিলিগুড়ি ভারত
এতো ভাল নাটক, সম্পর্কের টানাপড়েন ও বার্তা, ভীষন খুশী। অন্তরের শুভেচ্ছা রইল।
নাটকটা আমার কাছে খুব সুন্দর লাগছে বড় ভাই কখনো ছোট ভাইয়ের খারাপ চায় না সুখী পরিবার সামাজিক নাটক
নিজেকে গর্বিত লাগে কারণ, "আমি কল্যাম পাবনার ছাওয়াল" ❤️❤️
ম্যান ইজ মটাল "মানুষ মাত্রই ভুল করে" 😁😁😁
😁😁
আমি পশ্চিমবঙ্গের লোক। দুই বাংলার গ্রামীন, সামাজিক নাটকের মতো কাহিনী ও নাট্য উপস্থাপনা বিশ্বের অন্য কোনো দেশে পাওয়া যাবে না। আমি ভীষণ উপভোগ করি এই নাটকগুলি। ধন্যবাদ সবাইকে।
Dui banglar nah Bangladesh er hobe mone hoy
গল্পকথা, উপন্যাস এবং নাটক, টেলিছবি বা
চলচিত্রের গল্পকথা যখন একজন লেখক রচনা
লিখেথাকেন, তখন তিনি প্রতিটি বর্ণমালা'র
রন্দ্রে রন্দ্রে সুচ দিয়ে নকশীকাঁথা সেলাইয়ের
মতোকরে প্রবেশ করেথাকেন।
#কোয়াক_নামিয়_এই_নাটকটি
যদিও আজ অনেকদিপরে দেখলাম,
কিন্তু প্রথমথেকেই বেশ মনোযোগদিয়ে
দেখার কারনে প্রতিটি চরিত্রের গল্পকথা
আমার অনুভূতিতে এমনিভাবেই প্রবেশ
করেছিল যে, হাসির স্থানে নিজের অজান্তেই
হেসছি।
আবার অভিনেতা অভিনেত্রীদের আবেগময়
চরিত্রে অভিনয়ের সময়েও নিজের অজান্তেই
চোখদুটি ছলছল করে উঠেছে।
এখনও বাংলাদেশে ভালোমানের গল্পকার রয়েছে,
ঠিক তেমনিভাবে রয়েছে ভালোমনের
অভিনেতা এবং অভিনেত্রী।
💖💖💖💖💖💖💖💖✌️💖💖💖💖💖
বৃন্দাবন দাশ অসাধারণ ❣️❣️
সেরা..... সেরা নাটক ❤💙💚 কলকাতা থেকে প্রতিদিন আপনার নাটকে নজর
অসাধারন গল্প, সংলাপ, দেশের গ্রাম-বাংলার বাস্তব কাহিনী ফুটে ওঠেছে। খুব গর্ব লাগে আমাদের একজন বিন্দাবন দা এবং চঞ্চল দা আছে, শ্রদ্ধা তাদের জন্য। এগিয়ে যাক বাংলা সংস্কৃতি, এগিয়ে যাক বাংলা নাটক।
সত্যিই অনেক সুন্দর গল্পটা
এক কথায় অসাধারণ। চোখে এসে গেলো।
সারিসুরির হানু ❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹
🐘🐘🐘
আমি এপার বাংলার মানুষ। নাটকটি দেখে বহুদিন পর চোখে জল এলো।এত সুন্দর এত আন্তরিক অভিনয়,নিঃসন্তান পিতামাতার শুধু নয় একটি পরিবারের যে বেদনা মূর্ত হয়ে উঠেছে নাটকে তা মনকে আবিষ্ট করে রাখে অনেকক্ষণ। প্রত্যেক অভিনেতা অভিনেতৃ তাদের সেরা অভিনয়টুকু উজাড় করে দিয়েছেন। সকলের জন্য রইলো আন্তরিক শুভকামনা।
ঠিক বলেছেন
সত্যি অসম্বভ ভাল একটা নাটক,
বৃন্দাবন দাশ গ্রামীণ নাটকের দৃশ্যগুলো তুলে ধরে।সবগুলো নাটক অসাধারণ।
বৃন্দাবন দাশ এর নাটক অনেক বাস্তবতার সাথে মিল থাকে তাই খুব ভাল লাগে। ‘সার্ভিস হোল্ডার’ নাটক দেখার পরে বাংলাদেশ এর নাটক এর একজন ফ্যান হয়েগেছি।
সুযোগ পেলে বৃন্দাবন দাসের সাকিন সারিসুরি এবং হারকিপটে এই দুটো নাটক দেখে নিবেন
খুশি খুশি কত খুশি সবার মনে খুশিরে, খুশি এবার মা হবে সবার মনে খুশিরে
আসুন আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ নিজে পড়ে অন্য কে দাওয়াত দিয়া
@@minionssadia4796 bal chere chudir bhai youtube e comment marate ase chutiya
apnake na bhai jini youtube e namaz porchen take
@@kuntalyourtube তাতে তোর কি রে বেটা তোর ভালো লাগে না তো দুরে থাক তুরে কে বলেছে এখানে নাক গলাতে চুপ থাক
এক কথায় অসাধারন নাটক,❤️❤️❤️
ছেলে -মেয়ে যে আল্লাহর অনেক বড নেয়ামত, জিনিসটা ফুটে উঠলো।
দারুন
খুব ভালো লাগে যখন নিজের প্রানের জেলা পাবনা কথা নাটক এর মধ্যে শুনি...
#ভালোবাসি_পাবনা❤️❤️❤️
pagla garot
বড় ভাবির অভিনয়টা সুন্দর হয়েছে
বৃন্দাবন, চঞ্চল two gems of BD ❤️❤️....
সব কিছু খুব ভালো লাগলো। নাটকে দেখানো ঘটনাস্থল যদি সত্যিই পাবনার চাটমোহর হয় তবে ৫৫-৫৬ বছর আগের চাটমোহরের সাথে আজকের এই চাটমোহরের পার্থক্য নাই বললেই চলে। আমি পশ্চিম বাংলার লোক। কোনদিন পূর্বপুরুষের দেশ বাঙলাদেশ দেখিনি।প্রচুর গল্প শুনেছি। তবে আমি আমার প্রয়াত শ্বশুর মশাইয়ের কাছে চাট মোহরের অনেক গল্প শুনেছি। তিনি সেখানকার হাইস্কুলের শিক্ষক ছিলেন। তিনি ১৯৬৪ সালে তাঁর সহকর্মী মুসলিম শিক্ষক দের পরামর্শে সপরিবারে চাটমোহর ত্যাগ করে চিরদিনের জন্য কলকাতার পাশে হাওড়াতে চলে আসেন। কিন্তু তিনি আমৃত্যু চাটমোহর ও তার বাসস্থান পাবনার হরিপুরকে এক মূহুর্তের জন্যও ভুলতে পারেননি।
শত হলেও জন্মস্থান
aha re
বৃন্দাবন দাশ,খুশি আপু,চঞ্চল দার নাটক মানে জমে ক্ষীর❤️❤️❤️👍👍👍
এমন একটি নাটক আমাদের উপহার দিলেন অসংখ্য ধন্যবাদ সবাই কে এবং নাটক নির্মাতা কে 😍
Moi Assamiya.. Kintu bangla vasa buji pao.. Bohut duniya lagise natok.. I love you bangladesh🇧🇩
এই নাটকের সঙ্গে জড়িত সবার প্রশংসা করার মত ভাষা নেই, অসাধারণ, আমি গর্বিত আমি বাঙালি, Bengali is the most Sweetest language of the World
অসাধারণ গল্পের অসাধারণ নাটক।
বৃন্দাবন, চঞ্চল চৌধুরী মানেই দারুন কিছু।।একই সাখে শিক্ষামূলক।
LLLLLL
অনেক দিন চঞ্চল স্যারের নাটক দেখি না,স্যারের অভিনয় অন্য রকম
অসাধারন একটি নাটক। বৃন্দাবন দাসের লেখা মানে গ্রামীণ বাস্তব চিত্রকে নাটকের মাধ্যমে দেখানো। কিংবদন্তি নাট্যকার বাংলাদেশের।
বাংলাদেশের নাটকের জগতের সেরা অভিনেত্রী
শাহানাজ খুশি
শানাজ খুশি বৃন্দাবন দাস এবং চঞ্চল চৌধুরী এরা অনেক বড়ো লেভেলের অভিনেতা
Dada monoj Pramanik....
Dada biddah Sinha mim to a6e.....
Bu.
@@jiyaullaskar328 8
L.
শাহনাজ খুশি আর শাহনাজ খুশির দাইলি বা জা যেটাই বলি না কেন এদের দু'জনার অভিনয় সবচাইতে ভালো লেগেছে বর্তমান সমাজে এমন দৃশ্য খুবই কমই দেখা যায়
মাশাল্লাহ সবাই খুব সুন্দর অভিনয় করেছে
what an excellent drama!!!awesome ❤️
চঞ্চল চৌধুরীর নাটক দেখতে খুব চমৎকার নাটক গ্রাম বাংলার ঐতিহ্য ধরনের নাটক দেখার ইচ্ছা করে বারবার
Amro gramer oitiho valo lage
সব লিজেন্ড একসাথে।অসাধারণ নাটক ❤️
অসাধারণ কাহিনী, অসাধারণ তার পরিবেশনা....
সত্যিই মুগ্ধ বাংলাদেশ।। 🙏👌👏👏👏
মার,মার দেখি 1,2,3 মার😆😆 সেই লেভেলের ডাইলোগ😂😂
man is mortal😁মানুষ মাত্রই ভুল করে😁😁
মনটা ভরে গেল দারুন নাটক এখন আর এরকম নাটক হয় না।
Khub sundor ekta natok .kahinikar brindabon das ebong abhineta abhinetrider asadharon abhinoy golpoke pranbanto kore tulechhe .👍👍
ভালো লাগলো, এই সব গ্রাম বাংলার নাটক এখন আর পাওয়া যায় না।এই সোনালী অতীত গুলোতে আবার যদি ফিরে যেতে পারতাম।
সত্যি খুবই সুন্দর মনস্তাত্ত্বিক ছবি দেখালেন। খুবই মরম স্পরশি। ধন্যবাদ ভারত থেকে।
... Very nice...! Excellent...! So nice story...!
... From Kolkata West Bengal India🇮🇳🇮🇳🇮🇳...
আমি আপনাদের সব নাটক দেখি
শেষ টা অসাধারণ চোখে পানি আসছে
খুব ভালো লাগলো নাটক টি দেখে ।
আমি অনেক সিনেমা টেলিফিল্ম দেখেছি কিন্তু আমাদের বাংলাদেশের নাটক পৃথিবীর সবচেয়ে সুন্দর
সামাজিক সুন্দর একটি নাটক উপহার দেয়ার জন্য যত কলাকুশলী আছে সবাইকে শুভেচ্ছা
💘
নাটকটার শেষে চোখের জল ধরে রাখতে পারলাম না,,আর এতো সুন্দর একটা মেসেজ দিল,,, এক কথায় অসাধারণ নাটকটা।/২০২৩,,,,🌹2023🌹
যেমন সুন্দরভাবে লেখা উপস্থাপনা করা হয়েছে তেমনি সুন্দর অভিনয় করেছেন সবাই। ভারতীয় টিভি সিরিয়াল না দেখে বাংলাদেসের সকলের এই ধরনের শিক্ষা মূলক নাটক দেখা উচিত
এতো ভালো ভালো নাটক গুলো থাকতে বিভিন্ন দেশের নাটক মানুষ দেখে কোন রুচিতে আমি বুঝতে পারি না।
হুমায়রা হিমুকে মিস করি
অসাধারণ অভিনয়, চমৎকার কাহিনী।
"Man is motal"manush matroy vhul😂 lv frm India❤️
🤣🤣
😇এই হলো বাংলা নাটক😇
Just amazing,, with love from kolkata
যাদের আবেগ বেশি তারা নাটকের শেষ অংশটুকু না দেখায় ভালো।।চোখে পানি আসতে পারে।।
😭😭😭😭
Atai abeg💙🇮🇳
হয় গো ভাই
অসাধারণ অভিনয় করেছেন সবার অভিনয় অনেক সুন্দর হয়েছে সবাইকেই অনেক সুন্দর লাগছে ধন্যবাদ সবাইকে
বাংলাদেশের নাটক শ্রেষ্ঠ নাটক,
হুমায়ুন আহমেদ, লাভলু ভাই, আদিবাসী মিজান, মোহন খান, আল হাজেন এদের নাটক একবার যে দেখবে সে আর মুভি দেখবে না।
গ্রাম বাংলার বাস্তব চিত্র অনেক ভালো লাগলো....
অসাধারণ সুন্দর অভিনয় 💯
Valo laglo natok ta, ❤️❤️