আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আমার বাড়ীতে সোলার সিস্টেম আছে এবং দুইটা কাচা সোলার ফ্যান আছে কিন্তু যখন আমি সোলার চার্জ কন্ট্রোলার থেকে কানেকশন দি তখন ফ্যান গুলো স্লো চলে আর ডাইরেক্ট কানেকশন দিলে ফুল স্পিড চলে আপনি একটু জানাবেন এটার সমাধান কি?
কোন মডেলের চার্জ কন্ট্রোলার ব্যাবহার করেছেন?কত ওয়াট সোলার প্যানেল? রাতের বেলা সরাসরি চার্জ কন্ট্রোলার থেকে ও সরাসরি ব্যাটারি থেকে চালিয়ে চেক করেছিলেন স্পিড একই দেয় কিনা?
কন্টোলার থেকেই তো ডিসি সিস্টেম চালানো যেত।। বাক কনভার্টার না লাগালেও তো হতো।। আর কারেন্ট দিয়ে ব্যাটারি চার্জ করলে তো কারেন্ট খরচ হয়।। তো সুবিধা টা আসলে কি হলো।। দয়া করে জানাবেন
সোলার প্যানেল ব্যবহারের সুবিধা ও অসুবিধা টাই তো এখানে। বাংলাদেশের কিছু অসাধু ব্যবসায়ীরা জাস্ট বলে যে সোলার প্যানেল লাগানোর বিদ্যুৎ বাঁচান কিন্তু আমাদের বাংলাদেশের আবহাওয়ার অনুকূলে যে কতটুকু এটা কার্যকর তা কিন্তু বলে না। মেঘলা আকাশে আউটপুট খুবই কম দেয় যার কারণে ব্যাটারি ফুল চার্জ হবে না আর তাই অগত্যা কারেন্ট দিয়েই কিন্তু চার্জ দিতে হয় না হলে কিন্তু আমি ব্যাকআপ পাবো না।। 👉👉 আর বাক কনভার্টার লাগানোর উদ্দেশ্য হলো সোলার কন্ট্রোলার এর ব্যবহার কমানো ও হাই এম্পিয়ার ব্যবহার করা। সোলার কন্ট্রোলার থেকে যখন আমি ১০/১২ অ্যাম্পিয়ারের মত আউটপুট নিব তখন কিন্তু কন্ট্রোলার খুব গরম হয়ে যাবে আর যত গরম হবে তত তার লং জিব্লিটি কমতে থাকবে। তাছাড়া কন্ট্রোলার থেকে ডিসি লোড চালালেও কিন্তু সেটা সরাসরি ব্যাটারি ব্যবহার করবে আর ব্যাটারির ব্যবহার যত কমানো যাবে ব্যাটারির লাইফটাইম তত বাড়বে। তাই অন্তত দিনের বেলা সম্পূর্ণ ব্যাটারি পাওয়ার বাদ দিয়ে বাক কনভার্টারের মাধ্যমে সোলার প্যানেলের পাওয়ার সরাসরি ব্যবহার করছি।
ধন্যবাদ আপনার সিস্টেম টা ভাল। বাট আমি mppt সোলার কন্ট্রোলার চালায়। ৭০০ ওয়াট প্যানেল দিয়ে ১০ বাল্ব, ৫ টা এসিডিসি সিলিং ফ্যান ২৪ ঘন্টা চালায়। কোন কারেন্ট খরচ হয় না। ব্যাকাপ হিসেবে দুইটা ভ্যানের ব্যাটারি।
buck coverter এর দরকার নাই তো। সোলার চার্জ কন্ট্রোলার এ ওই একই সিস্টেম দেওয়া আছে। বোঝার জন্য প্যানেল, ব্যাটারি এবং লোডে মিটার লাগান।দেখবেন লোড অন করলে সোলার চার্জ কন্ট্রোলার লোড চলানোর পর যা বাঁচে সেইটা ব্যাটারিতে দেয়। না লাগলে দিবে না। অর্থাৎ দিনের বেলায় সোলার চার্জ কন্ট্রোলার এর মাধ্যমে প্যানেল থেকেই চলে।
@@Md.AtiqulIslam-k4k হাই এম্পিয়ার লোড আমি কন্ট্রোলার থেকে চালাতে চাচ্ছি না।১০+ এম্পিয়ার লোড থাকে অনেক ক্ষেত্রে যেটা কন্টিইউয়াস কন্ট্রোলার থেকে নিলে লাইফটাইম কমে যায়।তাই লোড আলাদা করার জন্য এটা করেছি
@@AbdulHakim-ot7ej লাভের বিষয়টা আমি যথেষ্ট ভালো বুঝি।। বাক কনভার্টারের যদিও পাওয়ার লস হচ্ছে তবে আমার যেহেতু সম্পূর্ণ ফ্রি এনার্জি এবং সোলার প্যানেল যথেষ্ট আছে তাই পাওয়ার লস হলেই কি বা না হলেই কি।। আর এই সিস্টেমে আমি চালাচ্ছি ফ্যান ও লাইট দিনের বেলা কোন ধরনের ব্যাটারি পাওয়ার ব্যবহার না করে।।
বাইপাস সুইচ কানেকশন কিভাবে করতে হয় ভিডিওতে একটু বুঝিয়ে দিয়েন???
বাই পাস সুইজার কানেকশনটা তো বুঝতে পারলাম না এই নিয়ে একটা ভিডিও দিয়েন
ভাইয়া, আমি ২৪ ভোল্ট ৫৮০ ওয়াট সোলার প্যানেল থেকে কি এই বাক কনভার্টার ইউজ করতে পারবো?
না, ইউজ করা যাবে না। যদিও সাপোর্ট করবে কিন্তু বাক কনভার্টার নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি।
বাঘ কন কনভেটার দিয়ে কয়টা ফ্যান
৪/৫ টা ডিসি ফ্যান চলে
আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আমার বাড়ীতে সোলার সিস্টেম আছে এবং দুইটা কাচা সোলার ফ্যান আছে কিন্তু যখন আমি সোলার চার্জ কন্ট্রোলার থেকে কানেকশন দি তখন ফ্যান গুলো স্লো চলে আর ডাইরেক্ট কানেকশন দিলে ফুল স্পিড চলে আপনি একটু জানাবেন এটার সমাধান কি?
কোন মডেলের চার্জ কন্ট্রোলার ব্যাবহার করেছেন?কত ওয়াট সোলার প্যানেল?
রাতের বেলা সরাসরি চার্জ কন্ট্রোলার থেকে ও সরাসরি ব্যাটারি থেকে চালিয়ে চেক করেছিলেন স্পিড একই দেয় কিনা?
panel থেকে ভোল্টেজ বেশি পাই। তাই জোরে ঘুরে।
কত মডেলের সার্কিট ব্যাবহার করছেনা জানাবেন
বাক কনভার্টার সার্কিট। আইসি মডেল মনে নেই
👍🏻
👍
বাঘ কনভেটার কত কত টাকা
৫৫০ টাকা
কোন কোম্পানি সোলার প্যানেল ইউজ করতেছেন
Aiton
আমিও ১২ ভোল্ট হিসাবে এই প্যানেল নিচ্ছি। @@techandteardown2734
ভাই ৫kv হাইব্রিড আই পি এস বানান, এবং আমাদের শিখান
আমার ত এত প্রয়োজন নেই।আমার লোড সর্বোচ্চ ১ কেভি তাই ৫ কেভি সিস্টেম কি জন্য বানাব বলেন
আমার সিস্টেমটাকেই ধীরে ধীরে আপগ্রেড করবো
@@techandteardown2734কে জানি একজন বলল,আমি কাউকে বুদ্ধি দিই না,যেও একজনকে দিলাম সে এখন ভিক্ষা করে খায়,
কন্টোলার থেকেই তো ডিসি সিস্টেম চালানো যেত।। বাক কনভার্টার না লাগালেও তো হতো।। আর কারেন্ট দিয়ে ব্যাটারি চার্জ করলে তো কারেন্ট খরচ হয়।। তো সুবিধা টা আসলে কি হলো।। দয়া করে জানাবেন
সোলার প্যানেল ব্যবহারের সুবিধা ও অসুবিধা টাই তো এখানে। বাংলাদেশের কিছু অসাধু ব্যবসায়ীরা জাস্ট বলে যে সোলার প্যানেল লাগানোর বিদ্যুৎ বাঁচান কিন্তু আমাদের বাংলাদেশের আবহাওয়ার অনুকূলে যে কতটুকু এটা কার্যকর তা কিন্তু বলে না।
মেঘলা আকাশে আউটপুট খুবই কম দেয় যার কারণে ব্যাটারি ফুল চার্জ হবে না আর তাই অগত্যা কারেন্ট দিয়েই কিন্তু চার্জ দিতে হয় না হলে কিন্তু আমি ব্যাকআপ পাবো না।।
👉👉 আর বাক কনভার্টার লাগানোর উদ্দেশ্য হলো সোলার কন্ট্রোলার এর ব্যবহার কমানো ও হাই এম্পিয়ার ব্যবহার করা।
সোলার কন্ট্রোলার থেকে যখন আমি ১০/১২ অ্যাম্পিয়ারের মত আউটপুট নিব তখন কিন্তু কন্ট্রোলার খুব গরম হয়ে যাবে আর যত গরম হবে তত তার লং জিব্লিটি কমতে থাকবে। তাছাড়া কন্ট্রোলার থেকে ডিসি লোড চালালেও কিন্তু সেটা সরাসরি ব্যাটারি ব্যবহার করবে আর ব্যাটারির ব্যবহার যত কমানো যাবে ব্যাটারির লাইফটাইম তত বাড়বে।
তাই অন্তত দিনের বেলা সম্পূর্ণ ব্যাটারি পাওয়ার বাদ দিয়ে বাক কনভার্টারের মাধ্যমে সোলার প্যানেলের পাওয়ার সরাসরি ব্যবহার করছি।
ধন্যবাদ আপনার সিস্টেম টা ভাল। বাট আমি mppt সোলার কন্ট্রোলার চালায়। ৭০০ ওয়াট প্যানেল দিয়ে ১০ বাল্ব, ৫ টা এসিডিসি সিলিং ফ্যান ২৪ ঘন্টা চালায়। কোন কারেন্ট খরচ হয় না। ব্যাকাপ হিসেবে দুইটা ভ্যানের ব্যাটারি।
মিটার এর দাম কতো
কোন মিটার?
যেটাই লাউ সেটাই কদু।
??
অনেক টাকা খরচের ব্যাপার
জি ভাইয়া সোলার সিস্টেমের খরচ অনেক বেশি। আরো যদি নিজের সুবিধামতো সবকিছু করতে চান সে ক্ষেত্রে আরো খরচ বাড়ে
buck coverter এর দরকার নাই তো। সোলার চার্জ কন্ট্রোলার এ ওই একই সিস্টেম দেওয়া আছে। বোঝার জন্য প্যানেল, ব্যাটারি এবং লোডে মিটার লাগান।দেখবেন লোড অন করলে সোলার চার্জ কন্ট্রোলার লোড চলানোর পর যা বাঁচে সেইটা ব্যাটারিতে দেয়। না লাগলে দিবে না। অর্থাৎ দিনের বেলায় সোলার চার্জ কন্ট্রোলার এর মাধ্যমে প্যানেল থেকেই চলে।
@@Md.AtiqulIslam-k4k হাই এম্পিয়ার লোড আমি কন্ট্রোলার থেকে চালাতে চাচ্ছি না।১০+ এম্পিয়ার লোড থাকে অনেক ক্ষেত্রে যেটা কন্টিইউয়াস কন্ট্রোলার থেকে নিলে লাইফটাইম কমে যায়।তাই লোড আলাদা করার জন্য এটা করেছি
আপনার মোবাইল নাম্বার টা পাওয়া যাবে প্লিজ
একটু কথা বলার দরকার ছিল
যে কোন কিছু বিস্তারিত জানার জন্য বা আলোচনা করার জন্য আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট দিতে পারেন
facebook.com/groups/340997797006961/
ভাই এর কানেকশন ডায়গ্রাম এর একটা পিক দিয়েন প্লিজ
ভাই এর কানেকশন ডায়গ্রাম এর একটা পিক দিয়েন প্লিজ
বাক কনভার্টার টি সম্পর্কে আরেকটু বেশি জানতে চাই।
@@Aurthermorgan02 এই ভিডিওটি দেখতে পারেন th-cam.com/video/DlB1CBdqMqw/w-d-xo.html
এতে কোন লাভ হয়নি ভুল সিস্টেম
@@AbdulHakim-ot7ej লাভের বিষয়টা আমি যথেষ্ট ভালো বুঝি।। বাক কনভার্টারের যদিও পাওয়ার লস হচ্ছে তবে আমার যেহেতু সম্পূর্ণ ফ্রি এনার্জি এবং সোলার প্যানেল যথেষ্ট আছে তাই পাওয়ার লস হলেই কি বা না হলেই কি।।
আর এই সিস্টেমে আমি চালাচ্ছি ফ্যান ও লাইট দিনের বেলা কোন ধরনের ব্যাটারি পাওয়ার ব্যবহার না করে।।