গোবর আর কেঁচো দিয়ে ফলের ক্যারেটে লাখ টাকার জৈব সারের ব্যাবসা

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • #vermicompost ,#compost ,#krishi_o_krishok
    গোবর আর কেঁচো দিয়ে ফলের ক্যারেটে লাখ টাকার জৈব সারের ব্যাবসা
    Tags
    কৃষি ও কৃষক,Krishi o Krishok,ভার্মি কম্পোস্ট তৈরির পদ্ধতি,ভার্মি কম্পোস্ট সার,ভার্মি কম্পোস্ট সার তৈরির পদ্ধতি,ভার্মি কম্পোস্ট তৈরি,কেঁচো সার চাষ পদ্ধতি,কেঁচো সারের ব্যবহার,কেঁচো সার উৎপাদন,কেঁচো সারের উপকারিতা,কেঁচো সার উৎপাদন কৌশল,vermicompost at home,গোবর আর কেঁচো দিয়ে ফলের ক্যারেটে লাখ টাকার জৈব সারের ব্যাবসা,গোবর সার,গোবর দিয়ে সার,vermicompost,কেঁচো সার,গোবর আর কেঁচো দিয়ে ফলের ক্যারেটে লাখ টাকার জৈব সারের ব্যাবসা,vermicomposting,গোবর দিয়ে সার,জৈব সার
    Welcome to my channel Kroshi o Krishok . I am a Cattel farmer have a farm in Bangladesh . I want to show all kinds of farming video to getting my new videos please Subscribe my channel.
    বর্তমানে রাসায়নিক সারের বিকল্প হিসাবে কেঁচো কম্পোস্ট বা কেচো সারের জুড়ি নেই। জমির গুণাগুণ ও ফসলের মান বজায় রাখতে কেঁচো কম্পোস্ট
    অত্যন্ত কার্যকরী।
    কেচো সারের উপকারীতা
    ক.কম্পোস্ট সার মাটির ভৌত রাসায়নিক ও জৈবিক গুণাগুণ বৃদ্ধি করে।
    খ.এ সার ব্যবহারে পানির অনুপ্রবেশ ও শিকড়ের বৃদ্ধি ঘটে এবং মাটিতে বায়ু চলাচল বাড়ে।
    গ.কেঁচো কম্পোস্ট মাটিকে সমৃদ্ধ করে ও মাটির পুষ্টিমান বৃদ্ধি করে।
    ঘ.কেঁচো কম্পোস্ট মাটিতে পুষ্টি উপাদান যুক্ত করে এবং বেলে মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে।
    ঙ.এ সার ব্যবহারে মাটির গঠন উন্নত হয় এবং উৎপাদিত ফসলের গুণগতমান ভালো হয়।
    চ.মাটিতে উপকারী অনুজীবের কার্যক্রম বৃদ্ধি করে এবং সবজি ফসলে মালচিং এর কাজ করে।
    অনেক দেশে কেঁচো কম্পোস্টের ব্যবহার অনেক বেশি হলেও বর্তমানে আমাদের দেশে স্বল্প পরিসরে কেঁচো কম্পোষ্ট এর ব্যবহার শুরু হয়েছে।
    জেনে নেয়া যাক কেঁচো কম্পোস্ট সার তৈরির কিছু কলা-কৌশল।
    জমির উর্বরতা বাড়াতে মূলত কেঁচো কম্পোস্ট সার ব্যবহার করা হয় । এটি একটি জৈব সার। কেঁচো কম্পোস্ট তৈরির আগে দরকার হয় কেঁচো।
    কেঁচোরাই মূলত এই সার তৈরির আসল কারিগর। গোবর, লতাপাতা, গাছের পাতা, খড়, পচনশীল আবর্জনা ইত্যাদি খেয়ে কেঁচো মল ত্যাগ করে এবং
    এর সাথে কেঁচোর দেহ থেকে রাসায়নিক পদার্থ বের হয়ে কেঁচো কম্পোস্ট তৈরি হয়। বর্তমানে এ সার ফসল উৎপাদনে এবং জমির স্বাস্থ্য রক্ষায় ব্যাপক
    সাফল্য এনেছে। যে কোনো ব্যক্তি কেঁচো কম্পোস্ট উৎপাদন ও বিক্রি ব্যবসা শুরু করতে পারেন।
    সার প্রস্তুতক করার প্রথম ধাপে দরকার হবে সার প্রস্তুতকরণের জায়গা নির্ধারণ। জায়গা নির্ধারণ করার ক্ষেত্রে বাড়ীর কোন এক পতিত জায়াগাকে বেছে
    নেয়া হয়।প্রথমে স্যানিটারি রিং অথবা ফলের ক্যারেট এর ধারণ ক্ষমতা অনুযায়ী পরিমাণমত কাঁচা গোবর সংরক্ষণ করতে হবে।
    সংগৃহীত কাঁচা গোবর গাঁদা করে পলিথিন অথবা পলিথিনের বস্তা দিয়ে ছায়া যুক্ত স্থানে মাটির উপরে অথবা মাটিতে গর্ত করে ৬-৮ দিন ঢেকে রাথতে হবে।
    এরপর কোদাল অথবা বেলচা দিয়ে উক্ত মাটিগুলো উলট-পালট করে দিতে হবে যাতে করে গোবরে ৪০-৫০% আদ্রতা থাকে।
    যদি আদ্রতা না থাকে তাহলে গোবরের উপরে হালকা করে পানি ছিটিয়ে দিতে হবে। এভাবে ওলট-পালট করতে করতে যখন গোবর কালচে রং ধারন করবে
    এবং গোবরের কাঁচা গন্ধ বা ঝাঁঝালো গন্ধ বের হয়ে যাবে ঠিক তখন মনে করতে হবে স্যানিটারি রিং বা চারিতে ঢালার জন্য উপযোগী হয়েছে।
    এবার পঁচানো গোবর স্যানিটারি রিং বা চারিতে ঢালতে হবে।লক্ষ্য রাখতে হবে যেন স্যানিটারি রিং বা চারিতে কমপক্ষে দুই ইঞ্চি পরিমান খালি থাকে।
    তা না হলে রিং বা চারি হতে কেঁচোগুলো বের হতে পারে।
    প্রতি ১৫০ কেজি গোবরে নির্দিষ্ট প্রজাতির প্রায় ২০০০ টি কেঁচো দিতে হবে। পরবর্তীতে স্যানিটারি রিং বা চারিকে মশারি বা নেট দিয়ে ঢেকে দিতে হবে।
    কেননা কেঁচোর অন্যতম শত্রু যেমন-পিঁপড়া, মুরগি, উইপোকা, ইঁদুর ও তেলাপোকা ইত্যাদির হাত থেকে রক্ষা করার জন্য মশারি বা নেট জাঁল দিয়ে
    ঢেকে দিতে হবে। কেঁচোর প্রধান শত্রু লাল পিঁপড়া। কেঁচোর ডিমগুলোকে লাল পিঁপড়া হাত থেকে রক্ষা করার জন্য পরিমাণ মতো মরিচের গুড়া,
    হলুদের গুড়া, ডিটারজেন্ট পাউডার এবং লবণ একত্রে মিশিয়ে স্যানিটারি রিং বা চারির চারপাশে বর্ডারের মত করে দিতে হবে। যাতে করে লাল পিঁপড়া
    কেঁচোর ডিমগুলোকে আক্রমণ করতে না পারে। এরপর বায়ু চলাচল করতে পারে এমন বস্তা বা চালা নির্বাচন করে উক্ত স্যানিটারি রিং বা চারির উপরে
    ঢেকে দিতে হবে। সেই সাথে স্যানিটারি রিং বা চারির উপরে দেওয়া বস্তা বা চালার উপরে একটু হালকা করে পানি ছিটিয়ে দিতে হবে। তবে লক্ষ্য রাখতে
    যেন পানির পরিমান খুব বেশী না হয় কারণ পানির পরিমাণ বেশি বা কম হলে উভয় অবস্থায় কেঁচো মারা যেতে পারে। স্যানিটারী রিং বা চারি অবস্থিত
    গোবরের উপরের অংশ কেঁচোর খাওয়া শেষ হয়ে গেলে পানি ছিটানো বন্ধ করে দিতে হবে। সঠিকভাবে যত্ন নিলে ৩০-৪০ দিনের মধ্যে কেঁচো সার প্রস্তুত
    হয়ে যাবে।
    vermicompost,
    vermicompost business,
    vermicomposting at home,
    vermicomposting process step by step,
    vermicompost kaise banaye,
    vermicomposting for beginners,
    vermicompost time lapse,
    vermicompost tea,
    vermicompost bin,
    vermicompost at home,
    vermicompost kya hota hai,
    vermicompost bin diy,
    vermicompost uses,
    vermicompost and worm breeding,
    vermicompost apartment,
    vermicompost and cocopeat,
    vermicompost a to z,
    vermicompost application,
    vermicompost assam,
    automatic vermicompost plant,
    amazon vermicompost,
    vermicompost bucket,
    vermicompost bag,
    vermicompost benefits,
    vermicompost bedding,
    best vermicompost brand,
    benefits of vermicompost,
    black gold vermicompost

ความคิดเห็น • 53

  • @nesarkhan5693
    @nesarkhan5693 8 หลายเดือนก่อน +7

    আপনার যতগুলি ভিডিও দেখলাম তার মধ্যে এটাই বেস্ট আমার কাছে,জাযাকাল্লাহ খায়ের।

    • @KrishioKrishok
      @KrishioKrishok  8 หลายเดือนก่อน +1

      ধন্যবাদ ভাই

  • @user-porbashi
    @user-porbashi 8 หลายเดือนก่อน +15

    হবে নাকি আল্লাহর নামে ১০০টা লাইক

    • @KrishioKrishok
      @KrishioKrishok  8 หลายเดือนก่อน

      Thanks

    • @AnimalLoverYouTubeChannel
      @AnimalLoverYouTubeChannel 5 หลายเดือนก่อน +1

      কেন আল্লার লাই কি করবেন?

    • @abrarrumi1851
      @abrarrumi1851 3 หลายเดือนก่อน

      tui like kamaite aisos Allahr nam Nia??? Jahannam er poth hata bondho kor

    • @samsulhaque1820
      @samsulhaque1820 หลายเดือนก่อน

      Dormo babsa keno kaj Kam nai

  • @MdMelonHossain-el7yq
    @MdMelonHossain-el7yq 4 หลายเดือนก่อน +1

    আলহামদুলিল্লাহ , লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

  • @mashallahoverseas3288
    @mashallahoverseas3288 ปีที่แล้ว +2

    VERY NICE VIDEO FOR FARMER

  • @ksa3013
    @ksa3013 7 หลายเดือนก่อน

    বেস্ট ভিডিও

  • @javedalt
    @javedalt ปีที่แล้ว

    relay is amazing business idea!

  • @pocox2510
    @pocox2510 2 หลายเดือนก่อน

    আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,,, হাসান ভাই কেমন আছেন

    • @KrishioKrishok
      @KrishioKrishok  2 หลายเดือนก่อน

      আমি ভালো আছি ভাই কে বলছিলেন ।

  • @couplegarden1975
    @couplegarden1975 8 หลายเดือนก่อน

    লাইক ডান 👍 কিছু আনকমন ফুল ছিল বেশি ফুলে জানা তুমি নিজেই কিছু নাম ভুল বললে❤

    • @KrishioKrishok
      @KrishioKrishok  8 หลายเดือนก่อน

      Thanks for your comments

  • @JahanaraBegum-pf8ql
    @JahanaraBegum-pf8ql 4 หลายเดือนก่อน +1

    ভাইয়া আমিও একজন মহিলা উদ্দোক্তা আমিও গরুর পাশাপাশি গরুর গোবর দিয়ে কেঁচো কম্পোস্ট ব্যবসা শুরু করছি তবে এখনো ক্যারেটে শুরু করিনাই করতে চাচ্ছি কিন্তু ক্যারেটের তলায় কি দিছেন বলেন প্লিজ

    • @KrishioKrishok
      @KrishioKrishok  4 หลายเดือนก่อน +1

      ক্যরেট এর তলায় কিছু দিতে হবে না। তবে আমাদের ক্যরেটের বাহিরের নিচে আর্থত ফ্লোরেি ইট দেয়া আছে আপনার ফ্লোর যদি পাকা হয় তাহলে কিছু দিতে হবে না আর যদি কাচাঁ হয় তবে ক্যারেটের নিচে প্লাস্টিক অতবা প্লাস্টিকে একটা বস্থা বিছিয়ে দিতে পারেন।

    • @JahanaraBegum-pf8ql
      @JahanaraBegum-pf8ql 3 หลายเดือนก่อน

      @@KrishioKrishok জাজাকাল্লাহু খাইরান

  • @BurhanHasan-mv6be
    @BurhanHasan-mv6be 3 วันที่ผ่านมา

    ভার্মিক কম্প্রেসার করা শুরু করেছে স্যার আপনার কাছে একটা প্রশ্ন বায়োগ্যাস প্লান এর ভিতর আমাদের গোয়াল থেকে গুরুর চেনা সহ খবর যায় ওই কবরে তোলে চার-পাঁচ দিন রেখে দেওয়ার পরে গোবর টেরে তে ভরে দিয়ে কেচো ছেড়ে দিলে কি ক্ষতি হবেনি

    • @KrishioKrishok
      @KrishioKrishok  3 วันที่ผ่านมา

      সোনা থাকলে গোবরের ভিতর কোন সমস্যা নাই কিন্তু খেয়াল রাখতে হবে যে গোবর আপনি কেসকে খেতে দিচ্ছেন ওই গোবরে কোনরকম গ্যাস যাতে না থাকে গ্যাস থাকলে কিছু মারা যাবে

    • @BurhanHasan-mv6be
      @BurhanHasan-mv6be 3 วันที่ผ่านมา

      গোবর প্রায় হাউজে চেনা গোবর পানি সহ হাউজের ভিতরে থাকে এক থেকে দেড় মাস তারপরে গোবর হাউস থেকে তোলে 10 থেকে 12 দিন খোলা জায়গায় রেখে গোবর যখন হালকা সুখে যায় তখন কি ব্যবহার করা যাবে গোবর এর কালার আরেক রকম হয়ে যায় এতে কি সমস্যা হবে নি ।

  • @বেন.নেতানিয়াহু
    @বেন.নেতানিয়াহু หลายเดือนก่อน

    ভাই ক্যারেট কোথা থেকে কিনেছেন?

  • @saadislam9484
    @saadislam9484 2 หลายเดือนก่อน

    Ek bostai Koto kg.ek bostar dam koto

  • @abidhasan70
    @abidhasan70 6 หลายเดือนก่อน

    Kecho koto taka kg?

  • @14SR-Sera-Fatullah-Mostak
    @14SR-Sera-Fatullah-Mostak 2 หลายเดือนก่อน

    ভাই কেঁচো পাবো কিভাবে।

    • @KrishioKrishok
      @KrishioKrishok  2 หลายเดือนก่อน

      01317462048 এই নাম্বারে যোগাযোগ করুন

  • @md.mahmudulhasan1228
    @md.mahmudulhasan1228 3 หลายเดือนก่อน

    ভাই কেচোর দাম কত কেজি।

  • @JahangirAlam-v1i
    @JahangirAlam-v1i 7 หลายเดือนก่อน

    Vai kacho sale korban no plese

  • @mahfuzajesmin2982
    @mahfuzajesmin2982 2 หลายเดือนก่อน

    Sar nite chai

  • @mdsaimahmad7002
    @mdsaimahmad7002 4 หลายเดือนก่อน

    খামারির নাম্বার টা দেয়া যায় ভাই

  • @rahmatullah-hg1sx
    @rahmatullah-hg1sx 4 หลายเดือนก่อน

    Fon nuberta diben

  • @JiaulHoque-j1f
    @JiaulHoque-j1f 5 หลายเดือนก่อน

    এই প্লান্ট থেকে কি রান্না করার গ্যস পাওয়া যায়

    • @KrishioKrishok
      @KrishioKrishok  5 หลายเดือนก่อน

      No

    • @riponhassan4098
      @riponhassan4098 4 หลายเดือนก่อน

      @@KrishioKrishok কেন হবে না??

  • @আইননিয়েযতকথা
    @আইননিয়েযতকথা 5 หลายเดือนก่อน

    আপনার fb page আছে..?