Rabindranath Tagore Songs by Kabir Suman: 'কবীরের রবিগান'

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • এই ২৫ বৈশাখে TV9 বাংলায় একলা কবীর। দেখুন 'কবীরের রবিগান'।
    #TagoreSong | #RabindranathTagore | #TV9Bangla | #kabirsuman
    TV9 Network, the number one news network in India, proudly announces its digital offering in Bengali, tv9bangla.com. Associated Broadcasting Co. Pvt Ltd (TV9) believes in producing reliable and relevant contents for the audience of Bengal, which is intellectually progressive and is proud of its rich culture and language. From creating insightful, un-biased and comprehensive news stories to sports, entertainment and feature stories, tv9bangla.com aims at adding value to the thought process of its global Bengali audience.
    Website: www.tv9bangla....
    TOP Headlines | Breaking News | Trending On TH-cam | National News | World News | Sports News | Entertainment News | Business News | Technology News| | Science News | Health News
    #BanglaNews | #BanglaNewsLive | #BreakingNews
    TV9 Network, the number one news network in India, proudly announces its digital offerings in Bengali. Stay tuned and follow us.
    TV9 বাংলা: tv9bangla.com/
    Follow Us On Facebook: / tv9banglalive
    Follow Us On Instagram: / tv9_bangla
    Follow Us On Twitter: / tv9_bangla
    Subscribe Us On TH-cam: bit.ly/34uWUvN
    #tv9banglalive | #breakingnews | #banglanews

ความคิดเห็น • 136

  • @historyspeaks6625
    @historyspeaks6625 ปีที่แล้ว +25

    'কপালকুণ্ডলা'য় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র নবকুমারের মুখে বসিয়েছিলেন," আহা! কি দেখিলাম!জন্ম জন্মান্তরেও ভুলিবো না...।" আজ ২৫ বৈশাখের সকালে Tv9 এর পর্দায় ঘন্টা দেড়েক যা দেখলাম, নবকুমারের কথাটি অন্য ভাবে বলতে ইচ্ছে করছে, আহা!এ কি শুনলাম!জন্ম জন্মান্তরেও ভুলবো না!
    আমি জানিনা কতজন বঙ্গ সন্তান আজ এই অনুষ্ঠানটি দেখলেন! কবীর সুমন বলে চলেছেন রবীন্দ্রনাথকে নিয়ে। গাইছেন, বলছেন, সময় গুলো ছুঁয়ে যাচ্ছেন, রাগরাগিণীর গর্ভে ঢুকে তুলে আনছেন মণিমাণিক্য। আহা, আহা...এই মেধা,এই প্রজ্ঞা, এই গায়কি, আবেগ, অভিজ্ঞতা.... আজ tv9 এর সৌজন্যে সেরা প্রাপ্তি। না, এমনটা কেউ পারবে না। এভাবে কেউ বলবে না। খুব সচেতন ভাবে বলছি, কবীর সুমন ছাড়া রবীন্দ্রনাথ কে এভাবে ছবি আঁকতে এই মুহুর্তে, এই বাংলায় আর কেউ পারবে না। কেউ না।
    যাঁরা অনুষ্ঠানটি দেখতে পেলেন না, অপেক্ষা করুন রিপিট টেলিকাস্টের জন্য অথবা চ্যানেল কর্তৃপক্ষ যদি ইউটিউবে প্রকাশ করেন, তার জন্য।
    একটা সময় মনে হচ্ছিলো, যেন পাশাপাশি দুটো বাঘ। ছবি থেকে এক বাঘ শুনলেন আরেক বাঘ তাঁকে নিয়ে অনর্গল বলে চলেছেন।
    অথবা, সুকুমার রায়ের সেই ষষ্ঠীচরণকে দেখলাম যেন! যিনি অবলীলায় হাতি লুফে চলেছেন।
    আজ রবীন্দ্রনাথের জন্মদিনে সেরা প্রাপ্তি এই দেড় ঘন্টার অনুষ্ঠান।
    কবীর, আপনার কাছে ঋণী হয়ে রইলাম। এই ঋণটুকুই আপনাকে বাঁচিয়ে রাখবে আমাদের কাছে।
    #সুদীপ_বসু

    • @lenadasguptabasu4032
      @lenadasguptabasu4032 ปีที่แล้ว

      👌

    • @soumenduroychowdhury2196
      @soumenduroychowdhury2196 ปีที่แล้ว +2

      আশ্চর্য্য কথা,অলৌকিক সুর😀।
      একেই তো বলে রবীন্দ্রনাথ ঠাকুর😀।

    • @soumenduroychowdhury2196
      @soumenduroychowdhury2196 ปีที่แล้ว +2

      কবীর সুমন জিনিয়াস😀।
      বাকি সব ছাইপাঁশ😀।

    • @rajarshiray4451
      @rajarshiray4451 ปีที่แล้ว

      ঠিক

  • @parthapratim1341
    @parthapratim1341 ปีที่แล้ว +17

    আহা আহা! আর গাইতে গাইতে মাঝে ওই দ্বিধাহীন কনফেশান, 'ভালো গাইলাম না', আবার গাইছেন শুধরে নিয়ে... এইটা কবীর সুমন না হলে সম্ভব না... কার আছে এত সাহস? ❤️

  • @arni.00
    @arni.00 ปีที่แล้ว +9

    কবীর সুমন, এই মানুষটির সম্পর্কে ব্যাখ্যা করা আমার জন্যে সত্যিই দুঃসাহসিক কাজ। উনি আমার কাছে একজন বিশাল উঁচু মাপের মানুষ। হ্যাঁ,উঁচু মাপের মানুষ কিন্তু 'মানুষ'।
    মানুষটি গভীর রবীন্দ্রভাবনায় নিজের জীবনকে খুব সুন্দর করে দর্শন করেছেন। প্রতি মুহূর্তে যেন উনি রবীন্দ্রনাথকে অনুভব করছেন।
    কি অসাধারণ নিখুঁত সুরের প্রয়োগ...রবীন্দ্রগানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ এবং নিজেকে কি সুন্দর করে প্রকাশ করেছেন। গানের এক-একটা বাক্যের, এক-একটা শব্দের কি নিখুঁত বিশ্লেষন,আর সঙ্গে সুরের গভীরতা,গানের গভীরতা..
    রবীন্দ্রনাথ বলেছেন-"আমি আগে মনের ভাব প্রকাশ করতাম গানে। কিন্তু আমি এখন রূপ দেই", ওনার মধ্যেও আমি সেই একই উপলব্ধি দেখতে পাচ্ছি এখানে। তাহলে সেই মানুষটির মধ্যে কতটা জ্ঞান,কতটা অভিজ্ঞতা আর কতটা self confidence না থাকলে তিনি রবীন্দ্রনাথের এই উক্তি টি তুলে ধরে নিজেরও ওই একই উপলব্ধিটা প্রকাশ করেছেন।
    তারপর আসি ওনার আনুগত্যের কথায়।
    উনি বলেছিলেন:'রবীন্দ্রনাথ,আপনার কাছে আমায় মাথা নিচু করতে হবে বলে আমি মনে করিনা কারণ আপনিই আমার মালিক।'উনি এও বলছেন -যেমন রবীন্দ্রনাথ ওনার মাথার মালিক তেমনি ওনার মাথার মালিক Ustad Allauddin Khan. তাহলে তো এর থেকে স্পষ্ট মানুষটির মধ্যে কি সীমাহীন আনুগত্য...
    ওনার আনুগত্য এতটাই গভীর, যে কারণে উনি বর্তমান দিনের যাঁদের পণ্ডিত,বিদুষী বা উস্তাদ বলা হয়,তাঁদের সঙ্গে Pt.Ravi Shankar or Ustad Alauddin Khan,Vidushi Girija Devi
    প্রমুখদের এক পঙক্তিতে রাখতে রাজি নন তাই তিনি এনাদেরকেও পণ্ডিত বা উস্তাদ বলে অপমানিত করতে চাইছেন না। হতে পারে এটা ওনার গভীর আনুগত্য,ভালোবাসার বহিঃপ্রকাশ। কিন্তু আপাতদৃষ্টিতে এটা গ্রহণযোগ্য নাও হতে পারে।
    একদম ঠিক বলছেন উনি..."আসবেন? বেড়াতে আসবেন একবার এখানে?না আসাই ভালো বরং...বরং..."(রবীন্দ্রনাথকে উদ্দেশ্য করে)
    এই কথাটার মধ্যে দিয়ে উনি আমাদের সচেতন করাতে চাইলেন। সারা সমাজকে এক বিশাল বার্তা দিয়ে গেলেন উনি যাতে আমরা সচেতন হই। কিভাবে আমরা রবীন্দ্রনাথকে নিয়ে খেলা করছি উনি সেটাই বোঝালেন।
    হ্যাঁ কবীর সুমন বাঘ ঠিকই, আমাদের কাছে উনি বাঘ ঠিকই কিন্তু বড় বড় বাঘ বলতে যাঁদের উনি বোঝাতে চেয়েছেন,ছোট বাঘ বলে নিজেকে ওই একই পঙক্তিতে নিয়ে যাওয়াটা আপাতদৃষ্টিতে ওনাকে অহংকারী মনে হয়....হয়তো এটাই ওনার self-confidence.. তবে উনি যে মাপের মানুষ এই অহংকারী রূপ বোধ হয় ওনাকেই মানায়।
    চুরি! সত্যিই তো চুরি কে না করে! "চুরি না করে কি বেঁচে থাকা যায়?" সত্যি এই উক্তিটির মাধ্যমে উনি 'চুরি' শব্দটিকেই এতো সরলীকরন করে দিলেন যে, 'চুরি' শব্দটিকে আমরা একটু যে অন্য চোখে দেখি সেটা আর মনে হচ্ছেনা। বড্ড 'ভালো' লাগছে।
    যাই হোক তারপর ওনার সৃষ্টি....কি অসাধারণ! আমরা যদিও জেনে এসছি ওনার সৃষ্টি অসাধারণই....
    রবীন্দ্রনাথকে খুঁজতে গিয়ে কি আশ্চর্য ভাবে উনি নিজেকে খুঁজে পেলেন এটাই আমার কাছে সবচেয়ে সুন্দর।

    • @KHPhysics
      @KHPhysics 8 หลายเดือนก่อน

      খুব সুন্দর লিখলেন।

  • @sujatadasgupta7883
    @sujatadasgupta7883 หลายเดือนก่อน +2

    এই রবীন্দ্র-মনন ও রবীন্দ্র-যাপনের কোনো তুলনা নেই! সুমন রবীন্দ্রনাথের সঙ্গে কথা বলছেন! এ যে কি অপূর্ব উপস্থাপনা! আমার রবি! তুমি কি শুনতে পেলে? 😢❤

  • @asimkumardas4915
    @asimkumardas4915 2 หลายเดือนก่อน +3

    এত সুন্দর উপস্থাপনা! মনটা যেন কোথায় নিয়ে গেল। চিরকালই আপনার যেকোনো উপস্থাপনা ভাল লাগে। যেদিন প্রথম ১৯৯৩ সালে আপনাকে গিরীশমঞ্চে দেখেছিলাম। ভাল থাকবেন।

  • @subhendunch
    @subhendunch 2 หลายเดือนก่อน +2

    🙏
    যেন মনে হয় আরও চলুক...শেষ না হয়ে !
    এমন ভাবে বিশ্লেষণ ও পরিবেশন... ভাবনার বাইরে
    আরও বহুদিন আপনি এমনভাবেই সঙ্গীত নিয়েই থাকুন... আমরা সমৃদ্ধ হই
    ❤❤❤🙏

  • @Hawks-Oasis
    @Hawks-Oasis ปีที่แล้ว +10

    কথায় আর গানে, রঙে আর রসে ভরা অনুষ্ঠানটি অভিভূত হয়ে শুনে গেলাম- ঘন্টারও অধিক কাল যেন ঝরনা ধারার মতন বয়ে গেল! কবিরের প্রতি একান্ত নিবেদন, রবি রশ্নি বুকে নিয়ে আরো দীর্ঘদিন এভাবে আমাদের মোহিত করে রেখো।

  • @nitashadas340
    @nitashadas340 ปีที่แล้ว +12

    টেলিকাস্টের দিন থেকে এই নিয়ে বেশ কয়েকবার শুনলাম, প্রতিবার একইরকম মুগ্ধতা নিয়ে। প্রত্যেকবারই শেষ হওয়ার পর মনে হচ্ছিল, আরও কিছুক্ষণ যদি শুনতে পারতাম, আরও কিছুক্ষণ যদি চলতো! আপনাদের অনেক ধন্যবাদ এমন সুন্দর একটা অনুষ্ঠান আয়োজনের কথা ভাবার জন্য। কবীর সুমনের এরকম আরও কিছু অনুষ্ঠান যদি টেলিকাস্ট করেন আপনারা, সাধারণ দর্শক, শ্রোতা হিসেবে আমরা যারা গান, সুর শুনতে ভালবাসি, আমরা খুব উপকৃত হই, সমৃদ্ধ হই। সত্যি বলতে কী উনি শুনতে শেখান। এমন করে আর কেইবা বলবে?

    • @soumenduroychowdhury2196
      @soumenduroychowdhury2196 ปีที่แล้ว

      আশ্চর্য্য কথা,অলৌকিক সুর😀।
      একেই তো বলে রবীন্দ্রনাথ ঠাকুর😀।

  • @ramenchowdhury2904
    @ramenchowdhury2904 ปีที่แล้ว +14

    আমার প্রণাম নেবেন স্যার..... আমি গর্বিত কারণ আমি সুমনিস্ট...

  • @user-ce3sc7og3g
    @user-ce3sc7og3g ปีที่แล้ว +10

    এমন অনুষ্ঠান একজনই করতে পারেন। তিনিই করলেন।
    TV9 বাংলাকে ধন্যবাদ- এমন অনুষ্ঠান উপহার দেবার জন্য। জীবনের স্মরণীয়তম ২৫ শে বৈশাখ। ক্যামেরা এবং recording অনন্য । ❤❤❤

    • @siddharthabrahmachari7535
      @siddharthabrahmachari7535 11 หลายเดือนก่อน

      এমন অতি সৌন্দর্যময় অনুষ্ঠান এক মাত্র আপনি ই করতে পারেন। আমি কেমন করিয়া জানাব, আমার জুড়ালো হৃদয় জুড়ালো।

  • @kumareshkcb4076
    @kumareshkcb4076 ปีที่แล้ว +6

    আপেক্ষিক অর্থৈ আমি কেঁদেছি -
    কবির সুমনের ব্যক্তিগত জীবনের তার আর্দশের অনেক কিছু ঘৃণা করি অবজ্ঞা করি কিন্তু আজ যা শুনলাম তাতে এই মানুষকে কোন ভাববেই উপেক্ষা করার সাহস আমাড নেই - ভালো থাকুন বাংলাদেশ থেকে 🇧🇩🇧🇩

  • @nirmalkumardas4744
    @nirmalkumardas4744 ปีที่แล้ว +4

    যাক, বহুদিন বাদে কোনও টিভি চ্যানেল এত ভাল মানের একটি অনুষ্ঠান দর্শকদের উপহার দিল। আজকাল টিভিতে ইন্টারেস্টিং কোনও কিছুই পাই না। বিতৃষ্ণ হয়ে টিভি দেখাই ছেড়ে দিয়েছিলাম। এমন অনুষ্ঠানের পর মনে আবার একটু আশার সঞ্চার হ'ল। কবীর সুমনকে নিয়ে কিছু বলা আমার মতো একজন নিতান্তই সাধারণ দর্শক, শ্রোতা হিসেবে ধৃষ্টতাই হবে। ওই মেধা, প্রজ্ঞার সামনে চুপ করে শুনে যাওয়া যায় শুধু। ভাবলে গর্ব হয়, আমাদের একজন কবীর সুমন আছেন। TV9 বাংলা, আপনাদের কাছে সনির্বন্ধ অনুরোধ, আপনারা কবীর সুমনকে নিয়ে এরকম আরও অনুষ্ঠান দর্শকদের সামনে আনুন। আমাদের যাদের বয়সজনিত কারণে বাইরে বিশেষ বেরোনো হয় না, পা সাথ দেয় না, আমাদের কাছে টিভির এই অনুষ্ঠানগুলোই সম্বল মন ভাল রাখার।আমাদের মতো দর্শকদের আবদার বিবেচনা করে এরকম আরও কয়েকটা এপিসোড হোক ওঁকে নিয়ে। দয়া করে নিরাশ করবেন না আমাদের।

  • @DebarghyaNGodLoveMusic
    @DebarghyaNGodLoveMusic ปีที่แล้ว +6

    এতো আবেগ দিয়ে মনে হয়না আর কেউ রবীন্দ্রসঙ্গীত গাইতে পারে ....সব controversy একদিকে থাকুক আর আরেকদিকে থাকুক সুমনের রবীন্দ্রসঙ্গীত । 🙏🤘❤ tv9 বাংলাকে অনেক ধন্যবাদ এরকম একটা online concert উপহার দেবার জন্যে। এরকম concert আরো হোক ....বারবার হোক এমন concert ❤

    • @user-oi6tg8or2p
      @user-oi6tg8or2p 8 หลายเดือนก่อน

      হুম পারেন। সবচেয়ে ভালো গান হেমন্ত মুখোপাধ্যায় ও দেবব্রত বিশ্বাস।

  • @rkraybardhan9923
    @rkraybardhan9923 ปีที่แล้ว +4

    এইরকম একটা অনুষ্ঠান শুধু কবীরই করতে পারেন। মুগ্ধ হলাম। পাগল হলাম বন্ধু। সমৃদ্ধ হলাম।

  • @MitaliLaha
    @MitaliLaha 11 หลายเดือนก่อน +7

    কী অসাধারণ! শুনতে শুনতে অভিভূত হয়ে পড়েছি। ভারতবর্ষে আর একজন সঙ্গীতশিল্পীর পক্ষেও এইরকম পরিবেশনা সম্ভব না।

  • @samirchakraborty9633
    @samirchakraborty9633 3 หลายเดือนก่อน +3

    কিছু মনে করবেন না সাহস করে একটি কথা বলতে চাই। ভারতবর্ষে্র এই সময়ের এক নম্বর গায়কের নাম হল কবীর সুমন ।ধন্যবাদ প্রথম থেকেই প্রথমে TV9 কে যে-চ্যানেল এই অনণ্য, অপরিসীম এবং অনবদ্য গায়ককে নিয়ে ২৫শে বৈশাখ এক মনোজ্ঞ
    অনুষ্ঠান করার জন্য । একজন uncompromising Sumanist হিসাবে বলতে চাই এই সমাজ থেকে, রাজ্য থেকে এবং দেশ থেকে সুমনের অনেক কিছু পাওয়া উচিৎ ছিল।শুধু বেসলেস সমালোচনা , ভিত্তিহীন আক্রমণ এবং ঘৃন্য কিছু মানুষের বিদ্বেষ কোথায় যেন আটকে রেখেছে ।তারা কেউ কিছু করতে পারেনি ।এতবড় সঙ্গীত শিল্পী স্বাধীনতার পর বোধহয় আর আসেননি।

  • @taifhasanratul4218
    @taifhasanratul4218 ปีที่แล้ว +2

    অতুলনীয়, দাদা আপনার পরিবেশনা। একে উপমা দেবার মত ভাষা আমার জানা নেই। সংগীত এবং রবীন্দ্রনাথ কে৷ যে নীবিড়ভঅবে ভালো বাসেন এবং যত্নে লালন করেন একমাত্র তাঁর পখ্খেই সম্ভব একা , একান্তে এমন মাধুরি ঢেলে একটি অনুষ্ঠান সাজানো । আমি বাংলাদেশ
    থেকে বলছি। আমাদের গর্ব সাবিনা ইয়াসমিন ও আপনার দীর্ঘায়ু কামনা করছি ।

  • @chandrabolisen2368
    @chandrabolisen2368 ปีที่แล้ว +21

    " আরও চাই , ওগো আরও চাই..."। অনুষ্ঠান শেষে শুধু এই কথাটাই বলতে ইচ্ছে করছিল। কবীর সুমনকে আমরা মনেপ্রাণে চাই......সুমন গানে, বাংলা খেয়ালে, রবীন্দ্রসঙ্গীতে, নজরুলগীতি, দ্বিজেন্দ্রগীতিতে,দিলীপ কুমার রায়, অতুল প্রসাদ সেন, হিমাংশু দত্তের গানে। কবিতা - গল্প পাঠে। দেশী - বিদেশী ছায়াছবিতে সঙ্গীতের ব্যবহারের বিশ্লেষণে........অন্তহীন এই তালিকা। অপেক্ষায় রইলাম।

    • @fahmidarinty5629
      @fahmidarinty5629 ปีที่แล้ว +2

      যথার্থ বলেছেন 🙏

    • @soumenduroychowdhury2196
      @soumenduroychowdhury2196 ปีที่แล้ว

      আশ্চর্য্য কথা,অলৌকিক সুর😀।
      একেই তো বলে রবীন্দ্রনাথ ঠাকুর😀।

    • @soumenduroychowdhury2196
      @soumenduroychowdhury2196 ปีที่แล้ว

      কবীর সুমন জিনিয়াস😀।
      বাকি সব ছাইপাঁশ😀।

    • @swapankuila6693
      @swapankuila6693 ปีที่แล้ว

      Absolutely right

    • @goutamchakraborty192
      @goutamchakraborty192 11 หลายเดือนก่อน

      Lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

  • @sudiptabarman6990
    @sudiptabarman6990 ปีที่แล้ว +7

    অসাধারণ উপস্থাপনা; আমি উনার অনেক কিছুই পছন্দ করি না, কিন্তু উনার গান?? - আমি একজন একনিষ্ঠ ভক্ত। উনার রবীন্দ্রনাথের গান নিয়ে ভাবনা আমার কাছে উনার উপলব্ধিকে আলাদা ভাবে পেলাম। মাঝে মাঝে ভাবি উনি মাঝে মাঝে কেন যে বিতর্ক সৃস্টি করেন??

  • @suklachakraborty2797
    @suklachakraborty2797 ปีที่แล้ว +7

    অসাধারণ পাণ্ডিত্য অসাধারণ গভীরতা।

  • @ratandas2591
    @ratandas2591 8 หลายเดือนก่อน +3

    এই মানুষটির যাবতীয় কথা গান সংরক্ষিত করা হোক যাতে ভবিষ্যত প্রজন্ম শুনে একইরকম ভাবে ঋদ্ধ হতে পারে ।

  • @rajarshiray4451
    @rajarshiray4451 ปีที่แล้ว +3

    অসাধারন আলোচনা ও বিশ্লেষণ
    ঋদ্ধ হলাম
    সুমন সুমনই, ছোট বাঘ

    • @skylark304
      @skylark304 29 วันที่ผ่านมา

      BAGH ? TOR MATHA TIK ACHE BOKCHOD ?

  • @azizeesfishingbd8855
    @azizeesfishingbd8855 8 หลายเดือนก่อน +2

    এ মহৎ গুণী মানুষটির কথা মনে হলে ভালোবাসায় শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে, এই ধরনের গুণীরা এ পৃথিবীতে খুব একটা বেশী জন্মায় না, এরা কিন্ত তাদের প্রাপ্য সন্মন ঐ ভাবে পানওনা,বাংলাদেশ থেকে।।

  • @arindamdutta5056
    @arindamdutta5056 ปีที่แล้ว +8

    Just mesmerized. Such a wonderful analysis! An earnest request to TV9 Bangla, please start a weekly program like this asap featuring this living legend, Kabir Suman. We, the unfortunate folks being far away from our hometown, miss all his live shows and regret everytime. Such programs can be a compensation and a true bliss for us. Please.

  • @bakulsova3039
    @bakulsova3039 23 วันที่ผ่านมา

    Aa..ha.. aa... !!! AWOSADHARON!!! 🤩 🙏🙏🙏

  • @SaptakTUNE
    @SaptakTUNE ปีที่แล้ว +4

    ২৫ বৈশাখ সকালটা সুন্দর হল। আমরা পরিবার সহ শুলাম। তারপরেও কয়েকবার শুনলাম। আরও শুনতে ইচ্ছে করে, সময়টা আরেকটু বেশি হলে বেশ হতো।

  • @subrataadak113
    @subrataadak113 ปีที่แล้ว +10

    সমৃদ্ধ হলাম। এরকম রবি প্রণাম একমাত্র কবির সুমন পারেন। কজন আছেন এরকম আর এই পোড়া ভারতবর্ষে ?

  • @ariaisriahappiness
    @ariaisriahappiness 22 วันที่ผ่านมา

    Excellent thread of Suman sir stringing Tagore the tiger’s tunes together! Will look forward to more such erudite presentations.

  • @sumonmondal5920
    @sumonmondal5920 ปีที่แล้ว +3

    'সুরের গুরু দাও গো সুরের দীক্ষা
    মোরা সুরের কাঙাল,
    এই আমাদের ভিক্ষা।... '
    এই মানুষটিই সর্বসমক্ষে বলতে পেরেছিলেন-"আমার রক্তে রবীন্দ্রনাথ"।
    আপনার সুস্বাস্থ্য প্রার্থনা করি...🙏🏻

  • @subhasbagchi8824
    @subhasbagchi8824 ปีที่แล้ว +2

    It's a life-time experience to hear this living legend speaking from within on another ever-legend. Both are path-breaking 'three in one' creators (lyricist/composer/singer) in their ways who appeared at different times--hundred years between them--when Bengali modern songs was in real deep crisis; and both succeeded in their endeavour to make it get over that ever successfully. Rabindranath was one point ahead of Suman having been the 'creator' of 'adhunik bangla gaan'. But then, the latter made the score even, presenting himself as the first-ever 'performer' of this particular genre of Bengali song.
    In fact, they had known their songs well before they started composing. Nothing did happen abruptly.
    That's why it may well be said, they made history.❤

  • @sridharjas7838
    @sridharjas7838 11 หลายเดือนก่อน +1

    একবারে নতূন আঙ্গিকে এমন পরিবেশন এর আগে কখনো শুনিনি।
    দীর্ঘজীবি হোন আর আনন্দ দান করুন।

  • @mitasaha840
    @mitasaha840 ปีที่แล้ว +2

    i t is an unbelevable presentation .Never.
    heard such a trip through Tagore's treasure . Congratulation. .
    Dr. Maitreyi. Deb Saha . Ottawa, Canada

  • @ritzsound6235
    @ritzsound6235 ปีที่แล้ว +4

    Kabir Suman is an extremely valuable asset for the music of Indian Subcontinent. This kind of extraordinary programmed should be conducted more and more and also preserved for the coming generations. Incredible ! Please listen to this and get an opportunity to discover Tagore.

  • @seisomoy_Sudeshnarsathe
    @seisomoy_Sudeshnarsathe ปีที่แล้ว +1

    বাংলা সাহিত্য মনিমুক্তের আকর। এর রূপে ডুব দিয়ে অরূপরতন পাওয়া যায়। সেইসময়ের গল্প শুনুন আমার সাথে। এভাবেই বিশ্বকবির জীবনের সেইসব আংশিক অজানা তথ্য তুলে ধরলাম আপনাদের কাছে।😊

  • @suchandakhan9739
    @suchandakhan9739 ปีที่แล้ว +2

    অসাধারণ,মন ছুঁয়ে যায়, অনেক কিছু জানলাম!

    • @soumenduroychowdhury2196
      @soumenduroychowdhury2196 ปีที่แล้ว +1

      আশ্চর্য্য কথা,অলৌকিক সুর😀।
      একেই তো বলে রবীন্দ্রনাথ ঠাকুর😀।

  • @subhamaydutta1175
    @subhamaydutta1175 หลายเดือนก่อน

    অদ্ভুত ইন্দ্রজাল

  • @biswajitsamadder4883
    @biswajitsamadder4883 ปีที่แล้ว +2

    বেজে ওঠা স্মৃতি I আহা! আহা! জাস্ট ভেসে যাওয়া I

  • @ankurnaskar9719
    @ankurnaskar9719 3 หลายเดือนก่อน +1

    ❤❤

  • @umapradhan433
    @umapradhan433 ปีที่แล้ว +3

    শুধুই মুগ্ধতা 🙏

  • @dibasmanna8233
    @dibasmanna8233 ปีที่แล้ว +3

    Thanks TV9 Bangla. You have the good taste.

  • @ayanchatterjee8715
    @ayanchatterjee8715 ปีที่แล้ว +1

    আহা এই অনুষ্টান গুলোই তো চাই সপ্তাহন্তে, হয়না কেন? ওনাকেই তো দেখতে চাই, এভাবেই তো দেখতে চাই। আশা রাখলাম এবার পাবো।।

  • @sarbanimukherjeeghosh6764
    @sarbanimukherjeeghosh6764 ปีที่แล้ว +2

    আহা!❤অনবদ্য!🙏

  • @somnathmajumder3175
    @somnathmajumder3175 ปีที่แล้ว +1

    I am grateful to kabir suman for this programme

  • @ayanw705
    @ayanw705 11 หลายเดือนก่อน +1

    ki osadharon poribesona ! he is the host as well as the guest !

  • @puspitachattopadhyay8599
    @puspitachattopadhyay8599 ปีที่แล้ว +2

    আহা কি শুনলাম!
    ❤❤

    • @soumenduroychowdhury2196
      @soumenduroychowdhury2196 ปีที่แล้ว +1

      আশ্চর্য্য কথা,অলৌকিক সুর😀।
      একেই তো বলে রবীন্দ্রনাথ ঠাকুর😀।

  • @golamali2149
    @golamali2149 8 หลายเดือนก่อน +1

    A mastermind! Collect from him whatever he says and sings as you will not get another Kabir Sumon.

  • @s.shuvosong3388
    @s.shuvosong3388 9 หลายเดือนก่อน +1

    অসাধারণ বলেছেন।

  • @JaydipSenCompScProfessor
    @JaydipSenCompScProfessor ปีที่แล้ว +1

    Oshadharon kotha khub marmare hoye jabe tai ar kichhu bolte parlam na.

  • @user-ce3sc7og3g
    @user-ce3sc7og3g ปีที่แล้ว +3

    গায়ে কাঁটা দেয় !❤

  • @rajanyadutta2378
    @rajanyadutta2378 7 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @subalghosh4659
    @subalghosh4659 7 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏

  • @danialaron5065
    @danialaron5065 8 หลายเดือนก่อน +1

    ভারতবর্ষের শ্রেষ্ঠতম শিল্পী।

  • @debashismajumder6266
    @debashismajumder6266 9 หลายเดือนก่อน +1

    A real genious

  • @asishchakraborty9432
    @asishchakraborty9432 11 หลายเดือนก่อน +1

    Asadharan

  • @kajalchatterjee9512
    @kajalchatterjee9512 10 หลายเดือนก่อน +1

    তোমাকে চাই আরো আরো।।

  • @sg6091
    @sg6091 ปีที่แล้ว +3

    #স্বপনকুমারঘোষ
    গায়ক সুমন,
    শুধু তোমাকে চাই, আরো চাই...
    সুস্থ থেকো
    প্রণাম নিও।🙏 💖 🙏 💛 🙏🙏

  • @siddharthasankarbasuroy1216
    @siddharthasankarbasuroy1216 ปีที่แล้ว +3

    🙏❤️❤️❤️🙏

  • @probalchhoton
    @probalchhoton ปีที่แล้ว +4

    Songiter mahapurush

  • @arkaghosh8348
    @arkaghosh8348 ปีที่แล้ว +1

    ❤❤❤❤

  • @liberaldemocracy2024
    @liberaldemocracy2024 11 หลายเดือนก่อน +1

    সবই তো হল। কিন্তু কোথায় যেন কি একটা হল না। সুমনের prelude আর interlude। আহা।

  • @_ArnabGhosh
    @_ArnabGhosh 11 หลายเดือนก่อน +1

    39:50

  • @KumkumSyeda
    @KumkumSyeda ปีที่แล้ว +1

    অপেক্ষায়

    • @soumenduroychowdhury2196
      @soumenduroychowdhury2196 ปีที่แล้ว +2

      আশ্চর্য্য কথা,অলৌকিক সুর😀।
      একেই বলে রবীন্দ্রনাথ ঠাকুর😀।

  • @_ArnabGhosh
    @_ArnabGhosh 11 หลายเดือนก่อน +1

    42:47

  • @jitsurojit
    @jitsurojit 3 หลายเดือนก่อน +1

    গানটি B স্কেল এ গাইলে আমার আরো একটু ভালো লাগতো , ধৃষ্টতা মার্জনা করবেন ।

  • @abanidutta6405
    @abanidutta6405 8 หลายเดือนก่อน +1

    Ami obak hoye shuni...tumi kyamon kore gaan koro hey guni!

  • @rudrendranathbhattacharya2947
    @rudrendranathbhattacharya2947 ปีที่แล้ว +1

    ঋদ্ধ হলাম

  • @diprachatterjee4115
    @diprachatterjee4115 4 หลายเดือนก่อน +1

    A Genius went down to political flames.Ended up as shit

  • @biswajitsamadder4883
    @biswajitsamadder4883 ปีที่แล้ว +1

    Swarwale duruni ...marathi ভাষায় গাওয়া এই গানটি ও তবে মাঝ khamaj ...বেশ তো ব্যাপারটা I

  • @somnathmajumder3175
    @somnathmajumder3175 ปีที่แล้ว +1

    Rajeswari datter pore dwitiyo jon kabir suman ei gaan sonalen sarthhak bhabe

  • @arghyadeepbarat5624
    @arghyadeepbarat5624 ปีที่แล้ว +1

    Kokhon suru hobe ?

  • @bakulsova3039
    @bakulsova3039 23 วันที่ผ่านมา

    CAPITAL "I" AR SMALL "l" er difference rakha dorkar Link TOIRI KORAR SOMOYE.
    CAPITAL "I" BOJHATE OPORE AR NICHE DUTO 'TAAN' DILEI TOW HOY.

  • @rounakbiswas4553
    @rounakbiswas4553 7 หลายเดือนก่อน

    নব্বই শতাংশ সময়ে কবীর এর চোখ ছিলো বন্ধ, এভাবেই বোধহয় নিজের এবং কবির অন্তর স্পর্শ করতে হয়
    সুমন সভ্যতা !

  • @enayetunrkushum1808
    @enayetunrkushum1808 15 วันที่ผ่านมา

    সাথে ওর বউ কই

  • @Mahmoodisa849
    @Mahmoodisa849 11 หลายเดือนก่อน +1

    Aapni, Shubhidhaabaadist, Shujogsondhaanist. Aapneraa aabaar, Nokshaalbaareer Shomorthok. Eu jonnoi bodhoy Nokshaalbaaree Aandolon shofol hoyni. Sheyaanaa Shubhidhaabaadider paal er jonno.

  • @bubyde1059
    @bubyde1059 ปีที่แล้ว +5

    একে আর শিল্পী বলে মনে করি না অতি কূরুচি র পরিচয় এ রেখেছে একসময় এর গান সারাক্ষণ বাজাতাম

    • @sirshadey2200
      @sirshadey2200 ปีที่แล้ว +1

      Silpi ke sanman dite sikhun.

    • @SulagnaDasgupta
      @SulagnaDasgupta ปีที่แล้ว +6

      ব্যক্তি কবীর সুমনের অনেক কিছু পছন্দ না হতে পারে কিন্তু উনি একা হাতে বাংলা সংগীত বলতে কী বোঝায় তার মোড় ঘুরিয়ে দিয়েছেন এ কথা কেউ অস্বীকার করতে পারে না। রবীন্দ্রনাথকে নিয়ে ওনার চিন্তা তো একেবারেই অদ্বিতীয়। আমি জেনে খুবই খুশি হলাম আপনি এক সময় ওনার গান সবসময় বাজাতেন। সেই ৯০ এর দশক আমরা কেউই ভুলতে পারিনা... কবীর সুমনের গানের হাত ধরে বাংলা সংগীত জগতে এক নবজোয়ার। এখনো বারবার শুনুন (rather "হাত পেতে নিয়ে চেটেপুটে খান", if I may 😁), না শোনার কিছু নেই। কবীর সুমনের এক একটি সৃষ্টি বাংলা গান কে এক একটা প্রজন্ম এগিয়ে দিয়েছে।
      রবীন্দ্রনাথ ছিলেন সেই মুক্ত হাওয়ার বসন্তে ধরতে তোমার কথার খেই গেলেন গানের অনন্তে...

    • @uttiyadeb7583
      @uttiyadeb7583 ปีที่แล้ว +2

      ​@@SulagnaDasgupta দারুণ বললেন Sulagna। ' দেখা হবে সুমনে সুমনে '...

    • @soumendranathbiswas203
      @soumendranathbiswas203 ปีที่แล้ว +2

      Satyajit Roy took Bengali cinema to a high standard and in the same way as Bengali songs. Before watching Satyajith's movie, none of us could have imagined that the movie could be like that. The same goes for Suman's songs.
      Suman's song is different from all. No one could compose and sing such songs as Suman. I don't know if anyone can analyze the song like this.

    • @liberaldemocracy2024
      @liberaldemocracy2024 11 หลายเดือนก่อน

      শিল্পের গোড়ার কথা বোঝার মতো মানুষ সবাই নন। সবই রাজনীতি নিয়ন্ত্রণ করে না। ছবি আর সংগীত তো আরো বিমূর্ত শিল্পের ফর্ম। সেটি চিরস্থায়ী । রাম মন্দির করে ভোটে জেতা যায় একটি রাগ তৈরি করা যায় না। ব্যাক্তি ও ব্যাক্তির সৃষ্টি এক নয়।

  • @SubrataDas-ho7kv
    @SubrataDas-ho7kv ปีที่แล้ว +2

    শ্রাবণী সেন, শ্রীকান্ত আচার্য, জয়তী,লোপামুদ্রা, মনোজ মুরলি নায়ার , শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় , স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত এঁদের কথা মনে পড়লনা আপনাদের? একটু অন্যরকম ভাবনা থাকলে প্রতুল মুখোপাধ্যায় ছিলেন।

    • @fahmidarinty5629
      @fahmidarinty5629 ปีที่แล้ว +12

      আপনি মনে হয় অনুষ্ঠানটি পুরোপুরি শুনেন নাই? আপনি গ্রহণ করতে পারছেন না এটা আপনার সীমাবদ্ধতা। এজন্য আমরা রবীন্দ্র প্রেমী, কবীর প্রেমীরা বঞ্চিত হবো কেনো?
      এমন শ্রদ্ধার্ঘ্য রবীন্দ্রনাথকে কবীর সুমন ছাড়া আর কেউ দিতে পারতেন না।

    • @tathagatas2391
      @tathagatas2391 ปีที่แล้ว

      enader sobai ke miliye 1000000 diye gunn korleo , Kabir Suman er dhare kache ashben na, uni jeibhabe sur ke dekchen, onar gayoki , uccharon, insight , rabindranath er sur o shei sur er layers jotota bojhen ei prithivi teh ei muhurte onar somokokkho r ekjon o nei , r konodin keo ashbeo na je Rabindranath ke atota bhujhe, ato gobhir bhabe ...rabindranath er SUR...kotha noy...... ei onusthan er uddogta ke Salute .....r Hazar Hazar salute Kabir Suman ke .....apni poth dekhalen ....eirokom kuruchikor poribesh eo Kabir Suman achen ...Kabir Suman er ekta onusthan jibon bodle dite pare, shrobon bodle dite pare chirokal er jonno

    • @fahmidarinty5629
      @fahmidarinty5629 ปีที่แล้ว +4

      আমার বিশ্বাস এই কথা প্রতুল মুখোপাধ্যায় ও জানেন।

    • @sanjupodder9479
      @sanjupodder9479 ปีที่แล้ว +10

      সুব্রত বাবু, এমন সংকীর্ণ মনন নিয়ে আপনি বরং ঘরে বসে উক্ত শিল্পীদের গান শুনুন। এখানে এসে নোংরা মন্তব্য করে এই স্নিগ্ধ আবহটাকে নষ্ট করবেন না।

    • @kanadsaha
      @kanadsaha ปีที่แล้ว

      Ki aar korbe hey Subrata... onader theke gaan tuku sudhu sunte paben. Kabirer progarho gyaner govirota okhan theke paoa jabe na... ektu kosto kore sune nijer kaan aar mon ke poriskar korun.

  • @taifhasanratul4218
    @taifhasanratul4218 ปีที่แล้ว +1

    অতুলনীয়, দাদা আপনার পরিবেশনা। একে উপমা দেবার মত ভাষা আমার জানা নেই। সংগীত এবং রবীন্দ্রনাথ কে৷ যে নীবিড়ভঅবে ভালো বাসেন এবং যত্নে লালন করেন একমাত্র তাঁর পখ্খেই সম্ভব একা , একান্তে এমন মাধুরি ঢেলে একটি অনুষ্ঠান সাজানো । আমি বাংলাদেশ
    থেকে বলছি। আমাদের গর্ব সাবিনা ইয়াসমিন ও আপনার দীর্ঘায়ু কামনা করছি ।

  • @golpodadu123
    @golpodadu123 ปีที่แล้ว

    ❤❤