তাঁর কন্ঠের গানই আমাকে রবীন্দ্রনাথের প্রতি অনুপ্রানিত করেছে বেশী। ৮০-৯০ দশকে বাংলাদেশ টেলিভিশনে সপ্তাহে একদিন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্টান হতো। তীর্থের কাকের মত অপেক্ষায় থাকতাম কখন সাদী মোহাম্মদের গান হবে... গানগুলো শুনছি আর চোখের জলে তাঁর প্রতি শ্রদ্ধায় অবনত হচ্ছি। হে অন্তযামী ভালো রেখো, শান্তিতে রেখো বাঙ্গালীর গর্ব, এই ক্ষনজন্মা শিল্পীকে!!!!!!!!!!!!!!
আমার অন্তরের একজন শ্রদ্ধেয় শিল্পী, তার এই অকাল প্রয়ান আমাকে ব্যথিত করেছে, তার ব্যথা আসলে আমরা বাঙালি জাতি হিসেবে বুঝতে পারি নাই,সম্মানিত মানুষ কে সে হিসাবে আমরা তাকে প্রাপ্য সম্মান দেইনি।
উনি যদি স্বাভাবিকভাবে মৃত্যুবরন করতেন তাহলে আমার মনে কোন দুঃখ থাকত না,কিন্তু তার আত্মহত্যাটা আমি আজও মন থেকে মেনে নিতে পারিনি,কেন আপনি এভাবে চলে গেলেন সাদি মুহাম্মদ ভাই,আপনার স্মৃতির প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।
কী অপূর্ব গায়কী ! মুগ্ধতা শুধুই মুগ্ধতা ! আজ প্রথম পরিচয় পেলাম যিনি আর আমাদের মধ্যে আর নেই। এ জগতের পরপারে চির শান্তিতে বিরাজ করুন। মহান এই শিল্পীকে বিনম্র শ্রদ্ধা। চির জাগরুক থাকবেন সকল সঙ্গীত প্রেমী র হৃদয়ে। 🙏🙏🙏🙏🙏🙏
একজন অসাধারণ শিল্পী। মুক্তিযুূদ্ধের রক্তাক্ত ইতিহাসের ট্রমা থেকে তিনি শেষ পর্যন্ত বের হতে পারলেন না, বের হওয়াও যায় না যারা প্রতক্ষ্য করেছেন। এখনো অনেক ইতর পাকিস্তানের জিকির করে তাদের বয়কট করুন
আপনার এভাবে চলে যাওয়াকে আমি কিছুতেই মেনে নিতে পারছি না; নিজেকে খুব অসহায় , বিপন্ন বোধ করছি । রাষ্ট্র আপনাকে সম্মানিত করতে পারে নি , কিন্ত আমাদের হৃদয়ের মণিকোঠায় আপনি রয়ে যাবেন প্রিয় সাদি মোহাম্মদ । পরম করুণাময় আপনাকে পরপারে শান্তি দান করুন এই প্রার্থনা করি ।
সাদি মোহাম্মদ শুধু একজনই ছিলেন ও থাকবেন আমাদের সবার মাঝে। জানি না দেশ ও বাঙালি জাতি কি ভাবে এই শিল্পীকে ভুলে থাকলাম। না জানি কত গভীর বেদনা আর অভিমান নিয়ে চলে গেলেন।
বাবা সাদি মহম্মদ তুমি পৃথিবীর সব মায়া মমতা ছেরে চলে গিয়েছ। আমি আগে তোমার গান শুনিনি। কি অপূর্ব সুন্দর তোমার গান। রেজানার গান শুনেছিলাম। দুই দিন ধরেই তোমার অনুষ্ঠান শুনছি। চোখের জল ফেলছি। অপূর্ব অসাধারণ সুন্দর তোমার গলা। সাগর সেনের মত আওয়াজ। হিন্দু হয়েও কাদছি। 😢 বিশ্বাস কর।😢 ইশ্বর তোমার আত্মার শান্তি পদান করুন 🎉🎉🎉😢😢😢😢। ❤❤❤❤❤
সাদী মোহাম্মদ এর অকাল মৃত্যুতে আমি গভীর ভাবে শোকাহত। মহান ঈশ্বরের নিকট তাহার বিদেহী আত্মার চির শান্তি কামনা করছি । তাহার কন্ঠে রবীন্দ্র সংগীত শুনেই আমি রবীন্দ্র সংগীতের ভক্ত হয়েছি।
Shaadi Mohammed এর মত শিল্পী এত অল্প বয়সে চলে যাওয়াকে আমরা মেনে নিতে পারছিনা নিতে পারছিনা ভগবানের কোন বিচার বিচার নেই উনি যেখানে পড়া পড়ে গেছেন উনার আত্মার শান্তি কামনা করি শিল্পীকে জানাই শ্রদ্ধার্ঘ🎉🎉🎉🎉🎉🎉
শাদী মোহাম্মদের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা উনার মতন প্রতিভা গুণী রবীন্দ্র সংগীত শিল্পী বাংলার বুকে আর আসবে কিনা জানিনা তাই তার প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা উনি চলে গেলেন না ফেরার দেশে তাও আবার অভিমান করে তাই ব্যাপারটি বড় বেদনাদায়ক বড় দুঃখজনক এরকমটি যেন কোন গুণী ব্যক্তির জীবনে আর না সেই আশাই করি ভালো থাকুক আমাদের নতুন প্রজন্মের গুণীজনরা যারা জাতিকে উপহার দিয়ে যান ভালো কিছু তাদের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা
মানুষ মারা যাওয়ার পর আমরা মর্ম বুঝি। আজকে প্রথম সার্চ করলাম তার গান। কি অসাধারণ মায়াময় কন্ঠ।কেন আত্মহত্যা করতে সিদ্ধান্ত নিলেন। উনি জানতেন না আত্মহত্যা কত বড় পাপ। মানুষ কত যন্ত্রণা নিয়ে বেঁচে আছে তবুও আল্লাহর ভয়ে মরতে পারে না....
সেই 80 দশকে থেকে রবীন্দ্রনাথকে ছিনেছি সাদি মাহমুদের গান শুনে তিনি ছিলেন রবীন্দ্রসংগীতের ধারক বাহক আপনার প্রতি সম্মান ও শ্রদ্দা থাকবে কোটি বাংগালীর হ্রদয়ে,থাকবেন দেশ মাতৃকার অন্তরে আপনি চোখে আন্গুল দিয়ে দেখিযে গেছেন কারো কাছে মাথ নত না করা।আপনি শহিদ সলিমউল্রার সন্তান আপনি যেখানেই থাকবেন ভালো থাকবেন🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤
কি মিষ্টি ভাবে গানটা গাইছেন আপনি। সত্যি আমি আপনার প্রেমে পড়ে গেলাম। এই গানটি শুনে মনে হচ্ছে, 'হিন্দু - মুসলিম' আমরা একই মায়ের পেটের সন্তান। কেন যে আমরা এই ধর্ম নিয়ে মারামারি করি?? মনটা জুড়িয়ে গেল আমার। সাদী মহম্মদ ভাই, আপনি গানের জগতে আরও উন্নত করুন, ঈশ্বরের কাছে করজোড়ে এই প্রার্থণা করি । নমস্কার ভাই। ভাল থাকুন ।
সাদী তুমি হঠাৎ চলে গেলে স্বেচ্ছায়। ভেবেছিলাম তোমার সাথে যোগাযোগ করবো। আর সে সময় হলো না। শান্তিনিকেতনের অল্প দিনের স্মৃতি মনের মধ্যে জেগে থাকবে চিরকাল।
'তুমি রবে নীরবে' গানটি শোনার জন্যই এলাম। যে গান মূলত কাউকে হারালে তার স্মৃতি স্মরণ করতে গাওয়া হয়৷ সে গানই গেয়েছেন সাদি মোহাম্মাদ! বাংলার কবি জীবনানন্দ দাশ কিংবা সালমান শাহ অকোতরে ধরাধাম থেকে চিরনিদ্রায় শায়িত হয়েছেন; তারা নিজেদের শেষসীমানায় নিয়ে গিয়েছেন ইহকালের মায়া ত্যাগ করেছেন, মানুষ বোধয় ভীষণ কষ্টে না পরলে এই কাজ করে না৷ হয়ত' মৃত্যুই সব কিছুর সমাধান। কিন্তু আত্নহত্যা কোনভাবেই সমাধান নয়'
আমি ভারতীয়। শান্তিনিকেতনের প্রাক্তনী। মৃত্যুর মধ্য দিয়ে আপনাকে চিনলাম। রাষ্ট্রীয় পুরস্কারের মূল্য কতটুকু? সে তো রাজনীতি সর্বস্ব। জনগণের রায়কে মূল্য না দেওয়াটা সঠিক হলো না ❗ শ্রদ্ধা জানাই।
😢😢এমন গুনী ব্যক্তি আমাদের জীবনে ওদেখা রয়ে যান, ছোটবেলা থেকে যে কন্ঠে আমরা ওনাদের ভক্ত হয়ে যাই!!! আজ সত্যি উনাকে হারিয়ে ফেলেছি।। 😢😢😢😢উনি যেনো স্বর্গবাসী হন সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি।।
তাঁর কন্ঠের গানই আমাকে রবীন্দ্রনাথের প্রতি অনুপ্রানিত করেছে বেশী। ৮০-৯০ দশকে বাংলাদেশ টেলিভিশনে সপ্তাহে একদিন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্টান হতো। তীর্থের কাকের মত অপেক্ষায় থাকতাম কখন সাদী মোহাম্মদের গান হবে... গানগুলো শুনছি আর চোখের জলে তাঁর প্রতি শ্রদ্ধায় অবনত হচ্ছি। হে অন্তযামী ভালো রেখো, শান্তিতে রেখো বাঙ্গালীর গর্ব, এই ক্ষনজন্মা শিল্পীকে!!!!!!!!!!!!!!
ৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃ
ৃ
আমার অন্তরের একজন শ্রদ্ধেয় শিল্পী, তার এই অকাল প্রয়ান আমাকে ব্যথিত করেছে, তার ব্যথা আসলে আমরা বাঙালি জাতি হিসেবে বুঝতে পারি নাই,সম্মানিত মানুষ কে সে হিসাবে আমরা তাকে প্রাপ্য সম্মান দেইনি।
উনি যদি স্বাভাবিকভাবে মৃত্যুবরন করতেন তাহলে আমার মনে কোন দুঃখ থাকত না,কিন্তু তার আত্মহত্যাটা আমি আজও মন থেকে মেনে নিতে পারিনি,কেন আপনি এভাবে চলে গেলেন সাদি মুহাম্মদ ভাই,আপনার স্মৃতির প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।
কি দারুণ কণ্ঠ, কত দরদ দিয়ে গেয়েছেন প্রতিটা গান❤ অথচ উনার মত শিল্পী জাতীয় কোনো পদক পায়নি ভাবলেই দুঃখ হয়।তবে আপনি প্রতিটা রবীন্দ্র প্রেমীদের অন্তরের অন্তস্তলে থাকবেন সারাজীবন।
কী অপূর্ব গায়কী !
মুগ্ধতা শুধুই মুগ্ধতা !
আজ প্রথম পরিচয় পেলাম যিনি আর আমাদের মধ্যে আর নেই। এ জগতের পরপারে চির শান্তিতে বিরাজ করুন।
মহান এই শিল্পীকে বিনম্র শ্রদ্ধা।
চির জাগরুক থাকবেন সকল সঙ্গীত প্রেমী র হৃদয়ে।
🙏🙏🙏🙏🙏🙏
আহা এত সুন্দর দড়াজ কন্ঠ, চোখে পানি এসে গেল, বিনম্র শ্রদ্ধা জানাই ।
একজন অসাধারণ শিল্পী। মুক্তিযুূদ্ধের রক্তাক্ত ইতিহাসের ট্রমা থেকে তিনি শেষ পর্যন্ত বের হতে পারলেন না, বের হওয়াও যায় না যারা প্রতক্ষ্য করেছেন। এখনো অনেক ইতর পাকিস্তানের জিকির করে তাদের বয়কট করুন
আপনার এভাবে চলে যাওয়াকে আমি কিছুতেই মেনে নিতে পারছি না; নিজেকে খুব অসহায় , বিপন্ন বোধ করছি । রাষ্ট্র আপনাকে সম্মানিত করতে পারে নি , কিন্ত আমাদের হৃদয়ের মণিকোঠায় আপনি রয়ে যাবেন প্রিয় সাদি মোহাম্মদ । পরম করুণাময় আপনাকে পরপারে শান্তি দান করুন এই প্রার্থনা করি ।
কী অপরিসীম দরদ গলায়। রবীন্দ্রসঙ্গীত তাঁর কন্ঠে যেন আর এক মাত্রায় উন্নীত হয়েছে। এই অমর শিল্পী কে প্রণাম ও শ্রদ্ধাঞ্জলি। 🙏
আহা... এমন ভরাট কন্ঠস্বর...এমন গায়কী... 😢 ওপারে ভালো থাকবেন সাদী স্যার।
সাদি মোহাম্মদ শুধু একজনই ছিলেন ও থাকবেন আমাদের সবার মাঝে। জানি না দেশ ও বাঙালি জাতি কি ভাবে এই শিল্পীকে ভুলে থাকলাম। না জানি কত গভীর বেদনা আর অভিমান নিয়ে চলে গেলেন।
জাতি একটা অমূল্য সম্পদ হারালো।❤
তুমি রবে নীরবে। কি এক তীব্র আর্তনাদ। সাদী মোহাম্মদ এভাবে চলে গেলেন অভিমান করে মায়ের কাছে ভাবা যায় না। 😢
কতোবার প্ল্যান করেও আপনার সাথে দেখা করাই হয়ে উঠলোনা।
আপনি আমাদের চিরকালের,চিরদিনের মন ও মননের গহীন থেকে ডাক দিয়ে যাওয়া প্রিয় শিল্পী। আপনি আমাদের আত্মার পরম আত্মীয়। রুহের শান্তি কামনা করছি।।
Ami aj prothom bar shunlam onr kontho.. mone holo keno etodin shuni nai
.saved in my favorite playlist.. Devine voice 🙏
সাদী মহম্মদের মতো একজন বরেণ্য শিল্পীর এভাবে চলে যাওয়া কোনভাবেই মেনে নেয়া যায় না...! ওপারে ভালো থাকবেন প্রিয় শিল্পী... ❤❤
রবীন্দ্র সংগিতের শ্রেষ্ঠ শিল্পী ছিলো। আল্লাহ্ তাকে বেহেস্তবাসি করুন।
আমিন।
সাদী মহম্মদ বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে।
আহা! এমন শিল্পীর মৃত্যু নেই, সে যে রবিতে মিশে আছে, ছড়িয়ে আছে অনন্ত নক্ষত্রলোকে।
বাবা সাদি মহম্মদ তুমি পৃথিবীর সব মায়া মমতা ছেরে চলে গিয়েছ। আমি আগে তোমার গান শুনিনি। কি অপূর্ব সুন্দর তোমার গান। রেজানার গান শুনেছিলাম। দুই দিন ধরেই তোমার অনুষ্ঠান শুনছি। চোখের জল ফেলছি। অপূর্ব অসাধারণ সুন্দর তোমার গলা। সাগর সেনের মত আওয়াজ। হিন্দু হয়েও কাদছি। 😢 বিশ্বাস কর।😢 ইশ্বর তোমার আত্মার শান্তি পদান করুন 🎉🎉🎉😢😢😢😢। ❤❤❤❤❤
আজ বিশ্বভুবন কাদছে তোমার অকাল মৃত্যুতে হে মহান শিল্পী। ওপারে ভালো থাকো এই কামনায়।
সাদী মোহাম্মদ এর অকাল মৃত্যুতে আমি গভীর ভাবে শোকাহত। মহান ঈশ্বরের নিকট তাহার বিদেহী আত্মার চির শান্তি কামনা করছি । তাহার কন্ঠে রবীন্দ্র সংগীত শুনেই আমি রবীন্দ্র সংগীতের ভক্ত হয়েছি।
সাদি মোহাম্মদ এর মতো শিল্পীর কারনেই
রবীন্দ্র সংগীত একটু বেশি শুনতাম, আগামীতে ও শুনবো। দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন...............
Shaadi Mohammed এর মত শিল্পী এত অল্প বয়সে চলে যাওয়াকে আমরা মেনে নিতে পারছিনা নিতে পারছিনা ভগবানের কোন বিচার বিচার নেই উনি যেখানে পড়া পড়ে গেছেন উনার আত্মার শান্তি কামনা করি শিল্পীকে জানাই শ্রদ্ধার্ঘ🎉🎉🎉🎉🎉🎉
ওহ! এ ভাবে এত সুন্দর সৃষ্টিকে শেষ করে দিলেন!
অপূর্ব গান ! কত সাধনার গলা -শেষ হয়ে গেল
শাদী মোহাম্মদের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা উনার মতন প্রতিভা গুণী রবীন্দ্র সংগীত শিল্পী বাংলার বুকে আর আসবে কিনা জানিনা তাই তার প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা উনি চলে গেলেন না ফেরার দেশে তাও আবার অভিমান করে তাই ব্যাপারটি বড় বেদনাদায়ক বড় দুঃখজনক এরকমটি যেন কোন গুণী ব্যক্তির জীবনে আর না সেই আশাই করি ভালো থাকুক আমাদের নতুন প্রজন্মের গুণীজনরা যারা জাতিকে উপহার দিয়ে যান ভালো কিছু তাদের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মহান এ শিল্পীর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত! যতদিন পৃথিবী থাকবে ততদিন এই মহান শিল্পী সাদী মোহাম্মদ মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।
বাংলাদেশের সেরা রবীন্দ্র সংগীত গায়ক আমার প্রিয় একজন শিল্পী,
সাদী মহম্মদ ও রেজুওয়ান চৌধুরী বন্যা
বিনম্র শ্রদ্ধা প্রিয় শিল্পীর প্রতি!
আমি খুব ছোটবেলায় বিটিভির দিনগুলোতে মুগ্ধ হয়ে দেখতাম, আমার রবীন্দ্রপ্রেম এর শুরু ওনার গান শোনে।ভালো থাকুন উপারে।
এমন একজন শিল্পীর অকাল প্রয়াণ মানা যায় না । প্রণাম জানাই ।🙏
বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এই কন্ঠস্বর আর শুনতে পারবো না।
যে খানে থাকেন ভালো থাকবেন।
বিনম্র শ্রদ্ধা জানাই ।আহা মন ভালো হয়ে যায় এইসব গান শুনলে। যেখানে থাকুন ভালো থাকুন 😢🙏🙏
তিনি আমাদের মাঝে থাকবেন তাঁর অনিঃশেষ মাধুর্যসাধক কন্ঠে।
খুব প্রিয় শিল্পী। আল্লাহ উনাকে পরপারে শান্তিতে রাখুন। শুধু গান নয়, কোন অনুষ্ঠানে উনার কথাগুলোও গান শোনার মতই মুগ্ধ করত।
মানুষ মারা যাওয়ার পর আমরা মর্ম বুঝি। আজকে প্রথম সার্চ করলাম তার গান। কি অসাধারণ মায়াময় কন্ঠ।কেন আত্মহত্যা করতে সিদ্ধান্ত নিলেন। উনি জানতেন না আত্মহত্যা কত বড় পাপ। মানুষ কত যন্ত্রণা নিয়ে বেঁচে আছে তবুও আল্লাহর ভয়ে মরতে পারে না....
Amar o eki abostha ajk prothom sunchi onar gan
same to you
এই মহান শিল্পী সাদী মোহম্মদ চলে গেল দোয়া করি তিনি যেন ভাল থাকে। রবীন্দ্রসংগীত গাইত। 😭😭
❤
আজ তিনি প্রয়াত হয়েছেন! আহ। বিনম্র শ্রদ্ধা, গভীর শোক।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় শিল্পী, প্রিয় মানুষ, শ্রদ্ধেয় সাদী ভাই ওপারে ভালো থাকবেন।
আপনার কথা কোনদিন ভুলবো না ভাইয়া! রং চা চিনি কম হতো কিন্তু এখন মনে হচ্ছে ঐ রং চা - ই সেরা ছিল 😢😢😢
রবীন্দ্র সংগীত এর উজ্জ্বল নক্ষত্র হল শিল্পী সাদী মহম্মদ। ❤❤❤❤।
গানের মাধ্যমে আপনি আমাদের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন।
😭😭😭
আহারে কি ভরাট কণ্ঠ
😭😭😭
মায়ের আদর তার ছেলেকে এই পৃথিবীর মায়াজাল কাটিয়ে শেষ পর্যন্ত নিয়ে গেল..
চিরবিদায় হে গুণীজন 😔
❤ আমরা গভীরভাবে শোকাভিভূত ও মর্মাহত ইন্নাহলিল্লাহে ওয়া ইন্নাহলিল্লাহে রাজেউন তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি আমিন ✌
সেই 80 দশকে থেকে রবীন্দ্রনাথকে ছিনেছি সাদি মাহমুদের গান শুনে তিনি ছিলেন রবীন্দ্রসংগীতের ধারক বাহক
আপনার প্রতি সম্মান ও শ্রদ্দা থাকবে কোটি বাংগালীর হ্রদয়ে,থাকবেন দেশ মাতৃকার অন্তরে আপনি চোখে আন্গুল দিয়ে দেখিযে গেছেন কারো কাছে মাথ নত না করা।আপনি শহিদ সলিমউল্রার সন্তান আপনি যেখানেই থাকবেন ভালো থাকবেন🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤
কি মিষ্টি ভাবে গানটা গাইছেন আপনি। সত্যি আমি আপনার প্রেমে পড়ে গেলাম।
এই গানটি শুনে মনে হচ্ছে, 'হিন্দু - মুসলিম' আমরা একই মায়ের পেটের সন্তান।
কেন যে আমরা এই ধর্ম নিয়ে মারামারি করি?? মনটা জুড়িয়ে গেল আমার।
সাদী মহম্মদ ভাই, আপনি গানের জগতে আরও উন্নত করুন, ঈশ্বরের কাছে করজোড়ে এই প্রার্থণা করি ।
নমস্কার ভাই। ভাল থাকুন ।
Deeply respect. He was one of the legends in Bangladesh. RIP
খুবই সুন্দর গলা, স্পষ্ট প্রাঞ্জল। শুনে অনেকেই ভাল লাগল ।
ওপারে ভালো থাকবেন প্রিয় সাদী মহম্মদ!
সাদী মহম্মদের মৃত্য মেনে নিতে পাচ্ছি না। তাঁর গানের মাঝে আমাদের কাছে শ্বাশত কাল বেঁচে থাকবেন।
Outstanding presentation. Allah jannatbashi koruk salute sir. Cannot forget you
নিশ্চিতভাবেই আল্লাহ আপনাকে পুরষ্কৃত করবেন। কি সুধা আপনার কন্ঠে দিয়েছিলেন মহান সৃষ্টিকর্তা! আপনি আপনার সময়গুলো কাজে লাগিয়েছেন মানুষকে সুন্দর ও পবিত্র গান শোনাতে। আপনি বেহেশতবাসী হবেন।
He is such a great person to listen .From our very childhood we listen him on audio caset player.Pray for his good health .
এমন গলায় আর কেউ কোন দিন রবীন্দ্র সংগীত গাইবে না😥
শত সহস্র শ্রদ্ধা রইল।জন্ম হলেই মৃত্যু অবধারিত।কিন্তু আপনার মত একজন গুনী শিল্পীর আত্মহত্যা😢মেনে নিতে কষ্ট হয়।
আপনার স্মৃতির প্রতি শ্রদ্ধা 💐💐
Sadi Mohammad is the prominent Rabindra Songit singer in Bangladesh ,we miss you sir.
আহা!!! কি অসাধারণ সুন্দর গায়কী।
প্রাণ জুড়িয়ে গেল।
Commendable. ❤💙💚💛💜
শিল্পীর জন্য অনেক শুভকামনা।
You have succeeded in your carrier. From Engineering college to shanti nikaton.
I never forget you. From Engr.Rana. Malaysia.
আহ ! সাদী ভাই এভাবে চলে গেলেন? আপনার আত্মার শান্তি কামনা করি।
আপনার অসাধারণ গানের জন্য চিরদিন বেঁচে থাকবেন ও স্বরণীয় হয়ে থাকবেন,,পরপারে ভালো রাখুক ঈশ্বর এই প্রার্থনা করি🙏😢
First time listening him from West Bengal… great voice…
সাদী তুমি হঠাৎ চলে গেলে স্বেচ্ছায়। ভেবেছিলাম তোমার সাথে যোগাযোগ করবো। আর সে সময় হলো না। শান্তিনিকেতনের অল্প দিনের স্মৃতি মনের মধ্যে জেগে থাকবে চিরকাল।
মনের সব সুখ-দুঃখ,কষ্ট এই গানে । শিল্পীর কন্ঠে মাদকতা আছে। আমার ছাত্র জীবনের ক্রাশ!
আমার প্রিয় শিল্পী। আল্লাহ উনাকে জান্নাত নসিব করুন
আললাহ সাদী কে তুমি শান্তি তে রেখো।
এভাবে চলে যাওয়া মেনে নিতে কষ্ট হচ্ছে। পরপারে ভালো থাকবেন গুণী শিল্পী।
রবীন্দ্র সংগীত দিয়ে সকালটা শুরু হয়...
অথচ আজ তুমি এ কি করলে হে গুনি?
অন্তিম প্রণাম তোমাকে, পরকালে ঈশ্বর ভালো রাখুন
গান শুনলে মন ভরে যেত😢😢😢😢
কণ্ঠ যেন হৃদয়ে চিরকাল লেগে থাকার মতোন!
এই সুর আর কোন দিন ,,নতুন কোন সুর নিয়ে আসবে না😢😢
'তুমি রবে নীরবে' গানটি শোনার জন্যই এলাম। যে গান মূলত কাউকে হারালে তার স্মৃতি স্মরণ করতে গাওয়া হয়৷ সে গানই গেয়েছেন সাদি মোহাম্মাদ! বাংলার কবি জীবনানন্দ দাশ কিংবা সালমান শাহ অকোতরে ধরাধাম থেকে চিরনিদ্রায় শায়িত হয়েছেন; তারা নিজেদের শেষসীমানায় নিয়ে গিয়েছেন ইহকালের মায়া ত্যাগ করেছেন, মানুষ বোধয় ভীষণ কষ্টে না পরলে এই কাজ করে না৷ হয়ত' মৃত্যুই সব কিছুর সমাধান। কিন্তু আত্নহত্যা কোনভাবেই সমাধান নয়'
❤
অসাধারণ !!!
আল্লাহ প্রিয় শিল্পীকে জান্নাতবাসী করুক
💖💖💖শুদ্ধতম শুদ্ধি সংগীত সাগরের কান্ডারী তুমি হে প্রিয়।
এনেছ সুন্দরতম সু -কন্ঠ,
ঈশ্বর হতে।
রেখেছ জনতে,
ছড়িয়ে দিতে রবীন্দ্রনাথের আলো,
নিজ গৃহে আর মানবের মন মন্দিরে।
আহা কি অপূর্ব
Rest in peace Sadi Mohammed. I'm praying to the All Mighty God.
দোয়া করি আল্লাহ তাকে জান্নাত দান করুক😭😭😭
আমি ভারতীয়। শান্তিনিকেতনের প্রাক্তনী। মৃত্যুর মধ্য দিয়ে আপনাকে চিনলাম। রাষ্ট্রীয় পুরস্কারের মূল্য কতটুকু? সে তো রাজনীতি সর্বস্ব। জনগণের রায়কে মূল্য না দেওয়াটা সঠিক হলো না ❗ শ্রদ্ধা জানাই।
😢😢এমন গুনী ব্যক্তি আমাদের জীবনে ওদেখা রয়ে যান, ছোটবেলা থেকে যে কন্ঠে আমরা ওনাদের ভক্ত হয়ে যাই!!! আজ সত্যি উনাকে হারিয়ে ফেলেছি।। 😢😢😢😢উনি যেনো স্বর্গবাসী হন সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি।।
দারুন লাগলো। মন ভরে গেল।ভালো থাকবেন।
এভাবে সবাইকে কাঁদিয়ে চলে যাওটা মেনে নিতে কষ্ট হচ্ছে। আল্লাহর গৃহে ভালো থাকুক, এ দোয়া করি।😢
বাংলাদেশের গর্ব 💓
খুব হৃদয় বিদারক ঘটনা
অপূর্ব
যে মানুষটা হাজার ভেঙে যাওয়া মানুষের বাঁচার অনুপ্রেরণা,,, 😢😢 সে মানুষটার বেঁচে থাকা দায় হলো পৃথিবীতে 😢😢😢 হায়! জীবন!!
ভাল থাকবেন কিং বদন্তি❤️❤️❤️রবিন্দ্র সংগীতের রাজা
বারবার শুনতে মন চায়
Very deep &sweet voice with Rabindra atmosphere.
It would be better or rather best if Sadid Sir comes in India to teach the students of Rabindra sangeet.pure Rabindra wave.
এই গানের মতোই তুমি বেঁচে থাকবে চিরদিন শ্রোতা হৃদয়ে
Sadi Bhai, What you did can't accept. Can't believe you are no more. Tumi Robe Nirobe.
Asadharon
খুব ভালো উপস্থাপনা করেছেন
এভাবে তুমি চলেযাবে মেনে নিতে পারিনি ও আমার পরিবার। আল্লাহ তোমার সহায় হউন।
সাদি ভাই এর গান আমার খুব প্রিয় l খুব ভালো লাগলো
You are the greatest . We will miss you always.
রবীন্দ্রনাথ ঠাকুর আমার অন্তরের ভালো ভাষার এক মাত্র কবি
Sir, oshadharon legeche apnar konthe gan gulo
mugdho ami
ভগবান তাঁর আত্মার শান্তি দিন। আবার যেনো শিল্পী হয়ে জন্মান । অতীশ, উত্তর চব্বিশ পরগনা ।
দুর্দান্ত