গাবু কেনার অর্থ ছিল না! বাউল গান গেয়ে প্রথম উপার্জন দু'কিলো চাল। ননীচোরা দাস বাউলের করুণ জীবন কাহিনি

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025

ความคิดเห็น • 205

  • @madhusudanmondal7694
    @madhusudanmondal7694 2 หลายเดือนก่อน +200

    ননী, খুব ভালো লাগছে তুমি এতটা সম্মান পেয়েছো দেখে। আমি তোমার গ্রামেরই মানুষ। গ্রাম ছেড়েছি প্রায় ৩৫ বছর আগে। যখন ছোটো ছিলাম তখন তোমাদের ঐ বিষয়পুর (আসলে ভালকুটি -বিষয়পুর একইসাথে উচ্চারিত গ্রাম ) থেকে 'দুকো '( আসল নাম জানিনা )নামে এক বহুরূপী আসতো নানা সাজে। আমরা খুব আনন্দ পেতাম। মাঝে মাঝে ভয়ও পেতাম। কোনো বাচ্চা ঝোঁক করলে বড়োরা বলতো 'ঐ দেখ দুকো আসছে, তোকে ধরিয়ে দেবো। আমি এখন একটি স্কুলে শিক্ষকতা করি। দীর্ঘদিন গ্রামছাড়া, কিন্তু তোমার কথাগুলো শুনে আমার গ্রামের পুরোনো শব্দগুলো স্মৃতিপটে ভেসে উঠছে। খুব ভালো লাগছে। তুমি নিশ্চয়ই আমাদের ভালকুটি হাইস্কুলের ছাত্র। আমি ওখান থেকে ১৯৮৬ তে madhyamik pass করেছি। তোমাদের পাড়ার অশোক বিত্তার, সুশীল ভান্ডারী আমাদের batchmate. এবার মন দিয়ে পড়াশুনোও করো যাতে তোমার শিল্পসাধনার উৎকর্ষতা দিনে দিনে আরও বৃদ্ধি পায়। আর কেউ 'কাটার কাপ 'বলবেনা। 😂😂আসলে কী জানো, যারা ও কথা বলে দেখবে তাদের আর্থিক অবস্থাও তথৈবচ। খুব ভালো লাগলো এই কথাটা শুনে --দুঃখ -বেদনা, হাসি-কান্না, মান -অপমান সবই তো শিল্পীর জীবনের অঙ্গ। ভালো থেকো ভাই। তুমি অনেক বড় হও, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি।

    • @dhanudutta9968
      @dhanudutta9968 2 หลายเดือนก่อน +1

      ধন্যবাদ বস

    • @RafiqeMuhammad
      @RafiqeMuhammad 2 หลายเดือนก่อน

      😅😅😅😅😊😊

    • @izazamed9550
      @izazamed9550 2 หลายเดือนก่อน +15

      কিন্তু যখন গরীব ছিলো তখন পরিচয় দিতে লজ্জা পেতো নিজের গ্রামের মানুষ বলে আজকে নাম কামিয়েছে শিল্পীর মর্যাদা পেয়েছে তাই পরিচয় দিলেন ?

    • @madhusudanmondal7694
      @madhusudanmondal7694 หลายเดือนก่อน

      না, ভাই আমি গ্রামে থাকিনা প্রায় ৩৫-৪০ বছর। Quite naturally I have no so called connection with my village excluding my uncle and some of my friends. Where I stay I extend my helping hand as far as I can.❤❤❤❤​@@izazamed9550

    • @mithusdays
      @mithusdays หลายเดือนก่อน

      ​@@izazamed9550Thik

  • @madanchatterjee9714
    @madanchatterjee9714 2 หลายเดือนก่อน +128

    শিল্পী আজ যোগ্য সম্মান পেয়েছে এতে আমাদের খুবই আনন্দ লাগছে

  • @madanchatterjee9714
    @madanchatterjee9714 2 หลายเดือนก่อน +152

    এই সমস্ত শিল্পীদের যারা সামনে এনেছেন তাদের প্রত্যেককে অসংখ্য, অসংখ্য, ধন্যবাদ

    • @ArpanChoudhuryOfficial
      @ArpanChoudhuryOfficial 2 หลายเดือนก่อน

      Etai bangla cinemar sothik vobishyot.

    • @sanjitroy6197
      @sanjitroy6197 หลายเดือนก่อน

      Sem soho moth ami puro somorthon kori ami khub khushi hoyechi ❤ sothi onek bochor por abar ai sob silpi der dakha pea khub khushi ....

    • @BhajanBauri-j8v
      @BhajanBauri-j8v หลายเดือนก่อน

      ❤❤​@@ArpanChoudhuryOfficial

  • @srabanimukherjee9964
    @srabanimukherjee9964 2 หลายเดือนก่อน +70

    এই সব শিল্পী দের যিনি সন্মান দিয়ে আলোর মঞ্চে উপস্থিত করেছেন। তাঁর প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা জানাই।

  • @ruchirakarmakar1569
    @ruchirakarmakar1569 2 หลายเดือนก่อน +53

    একটি শিল্প ও একজন শিল্পী এত সম্মান পেলেন সেটাই খুব ভালোলাগার একটি বিষয়...বেঁচে থাকুক শিল্প ও শিল্পী...প্রণাম সবাইকে🙏

  • @papiyaauddy9531
    @papiyaauddy9531 2 หลายเดือนก่อน +34

    আপনাকে মেকাপ ছাড়া দেখতে চেয়েছিলাম😊দেখে খুব আনন্দ পেলাম🎉

  • @Debnath-c1q
    @Debnath-c1q 2 หลายเดือนก่อน +21

    কোথাও যেন সেই সুবোধ ঘোষ স্যারের "বহুরূপী" গল্পের বাস্তব রূপায়ণ দেখলাম.. ❤❤❤ এই টিমকে ধন্যবাদ এরকম একটি conversation এর আয়োজন করার জন্য 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @Dev-h3h
    @Dev-h3h 2 หลายเดือนก่อน +24

    খুব ভালো লাগে এনাকে আমার। খুবই Talented person ইনি। ঈশ্বর এনাকে দীর্ঘায়ু করুক নমস্কার।

  • @arponnisedas6011
    @arponnisedas6011 2 หลายเดือนก่อน +13

    এই শিল্পী দের সন্মান দিয়েছে এটা অনেক বড় কথা

  • @achattopadhyay3389
    @achattopadhyay3389 2 หลายเดือนก่อน +7

    এঁর কাজ দেখে আমার কেরালার থেয়ম এর কথা মনে পড়লো। কেরালায় এখনও এইরকম স্থানীয় লোকশিল্প খুবই জনপ্রিয়।

  • @swapanhazra1729
    @swapanhazra1729 2 หลายเดือนก่อน +16

    ধন্যবাদ চ্যানেলকে , লোক সংস্কৃতি
    এবং "এমন শিল্পী মানুষদের"
    সাক্ষাৎকার সম্প্রচার করার জন্য।
    সঙ্গে আছি।।

  • @ahindramanna3237
    @ahindramanna3237 หลายเดือนก่อน +4

    এই গান গুলো শুনে ছোট্টবেলার দিন গুলো মনে পড়ে গেল। আমার ঠাকুমা এই গান গুলো গেয়ে আমাকে ঘুম পাড়াতো।ঠাকুমার মুখে মুখে গান গুলো ঘুরতো।আজ ঠাকুমা নেই। খুব মনে পড়ছে ঠাকুমা কে। অসংখ্য ধন্যবাদ ।

  • @sknurjamal4627
    @sknurjamal4627 หลายเดือนก่อน +5

    আমিও একজন বীরভূমবাসী , অনেক ভালো লাগলো, বহুরূপী রা যে ছড়ার মতো তাল করে পড়ে এগুলো আমাদের কাছে এগুলো কে হাবু গাওয়া বলে। ধন্যবাদ ননী দা সামনে এগিয়ে যাও...

  • @pinakibanerjee1908
    @pinakibanerjee1908 2 หลายเดือนก่อน +74

    এনাকে আরও বেশি করে সিনেমার সঙ্গীতে ব্যবহার করা হোক।

  • @NKB3077
    @NKB3077 2 หลายเดือนก่อน +7

    খুব সুন্দর। শিল্পের জন্য শিল্পীর লড়াই। আমাদের উচিত লোকোশিল্পীদের সম্মান দেওয়া।

  • @kalyandatta8630
    @kalyandatta8630 หลายเดือนก่อน +2

    ভাই ননী চোরা , আমরা ফ্যামিলি সহ Cinepolis-এ (Acropolis Mall, Kolkata) বহুরূপী দেখলাম। খুব ভালো
    অভিনয় করেছো। ননী ভাই তুমি আমাদের মন চুরি করে নিয়েছো। ভাই এগিয়ে চলো। আশীর্বাদ রইল।
    এই TH-cam channel এর সকল কে এবং আপনাদের মারফৎ শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় কেও জানালাম অজস্র ধন্যবাদ.....রাঢ় বঙ্গের পুরানো ঐতিহ্য কে পুনঃরুদ্ধার করার প্রয়াসের জন্য।

  • @srijitadas9926
    @srijitadas9926 2 หลายเดือนก่อน +15

    আমি বোলপুর (বীরভূমের)মেয়ে হয়ে ভীষণ গর্ব বোধ করছি🥰 ছোটবেলায় প্রায় রোজ ই আমাদের পাড়া দিয়ে বহুরূপী আসতো , তখন অত বুঝতাম না ভীষন ই ছোটো ছিলাম, ভয়ে কান্নাকাটি ও করতাম, তারপর একটু জ্ঞান হওয়ার পর থেকে প্রায় ই বাড়িতে জিজ্ঞেস করতাম বহুরূপী আসেনা কেনো? প্রতি রবিবার বহুরূপী আসতো তখন বাড়িতে বা পাড়া দিয়ে, ভয় ও লাগতো আবার ভীষণ এক্সসাইটেড ও থাকতাম ওদের দেখার জন্য ওদের মজার ছড়া গুলো শোনার জন্য, এরপর তো মাঝে অনেক বছর কেটে গেছে, ওদেরও আর দেখা পাইনা, আর স্মৃতির পাতা থেকেও হালকা হালকা মুছে যেতে থাকলো বহুরূপীরা। আজকে আবার যখন এতবছর পরে বহুরূপী দের নিয়ে এত ভালো একটা ছবি বেরোলো তখন ভীষণই ভালো লাগছিল ছোটবেলার সেই দিন গুলোর কথা মনে পড়ছিল, এভাবেই আমাদের গ্রাম বাংলার বিলুপ্তপ্রায় সংস্কৃতি গুলো এরকম ছবির মাধ্যমে তুলে ধরা হোক।

    • @----------hannanchowdhury-3141
      @----------hannanchowdhury-3141 หลายเดือนก่อน

      Amio Srijita khub khushi...ami panagarh theke...

    • @JyotiMukherjee-q6w
      @JyotiMukherjee-q6w หลายเดือนก่อน

      Ami birbhum bokasor side a bohurupi choto balakar anak sriti joriya acha anak bochor ta bilupto ,anak anak dhonnobad dairactor ka erokomekta sinama bar korar jonno

  • @sipramalakar1847
    @sipramalakar1847 2 หลายเดือนก่อน +14

    খুব খুব ভালো লাগলো আপনার কথা শুনে। অনেক শুভেচ্ছা রইল। এই শিল্পের আরও প্রসার হোক, আদৃত হোক বহুরূপীরা

  • @ratnasengupta727
    @ratnasengupta727 หลายเดือนก่อน +1

    ননী চোড়া বাবু আপনি এত কষ্টের জীবনে ও আপনার শিল্প ও শিল্পী স্বত্বা কে বাঁচিয়ে রেখেছেন তাই এ পথেই আপনি যে সন্মান ও ভালবাসা পেলেন এটা খুবই আনন্দের ও খুশির। আমার আন্তরিক অভিনন্দন রইল। তবে একবার যদি ভগবানের উদ্দেশ্যেও শতকোটি প্রণাম জানাতেন তো ভাল লাগত,কারণ তাঁর ইচ্ছা ছাড়া তো কিছুই হয় না। ভাল থাকবেন।

  • @jharnakolom
    @jharnakolom 2 หลายเดือนก่อน +6

    আমাদের গ্রামের দাদা
    খুব ই আনন্দ পেলাম
    আর খুব গর্ব ও হচ্ছে ❤
    অভিনন্দন

  • @Bayenananya3927
    @Bayenananya3927 2 หลายเดือนก่อน +7

    বর্তমান সমাজ এ দাঁড়িয়ে এই অসাধারণ শিল্প কে সিনেমার মাধ্যমে তুলে ধরার জন্য,, যাদের অবদান রয়েছে তাদের জানাই অসংখ্য ধন্যবাদ ☺️🙏

  • @AditiGanguli
    @AditiGanguli 2 หลายเดือนก่อน +19

    Moydamukho takaichhe, dab dab kore takaichhe..... Darun..darun.

  • @masalacafe4925
    @masalacafe4925 หลายเดือนก่อน +1

    ননী বাবুল ও সকল শিল্পীরা খুব ভালো থাকো ... এখন তুমি সকলের মুখ হয়ে অর্থ সংগ্রহ করো ... আমরা সাথে আছি

  • @malabhattacharjya863
    @malabhattacharjya863 หลายเดือนก่อน +2

    খুব খুব ভালো লাগলো। সত্যিই সম্পূর্ণ একটা অজানা দিক কে এইভাবে জানানোর জন্যে। ভাবলে অবাক লাগে আমাদের বাংলার বহুমুখী সংস্কৃতি কতটা সম্পন্ন ছিল। কিন্তু আজ সব ই বিলুপ্ত প্রায়। সরকারের কাছে অনুরোধ অপাত্রে টাকা বিলিয়ে না দিয়ে আমাদের ঐতিহ্যকে বাঁচাতে খরচ করুন। এরা হয়ত আপনাদের ভোট ব্যাঙ্ক নয়, কিন্তু তবুও এদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিন।

  • @letsgowithmadhumita
    @letsgowithmadhumita 2 หลายเดือนก่อน +6

    বেশ ভালো লাগলো.. শিল্পী যোগ্য সম্মান পাক এটাই চাই🙏🙏

  • @amitchakraborty4938
    @amitchakraborty4938 25 วันที่ผ่านมา +1

    বাঃ বেশ সুন্দর কষ্ট না করলে কোনোদিন কেষ্ট মেলে না আরো অনেক দূর এগিয়ে যান স্যার ভালো থাকবেন 👍👌🥰❤

  • @palashghosh1590
    @palashghosh1590 2 หลายเดือนก่อน +22

    My personal suggestion to Noni da ....ekta youtube channel khulun r apnar creation upload korun ,amra apnar pase thakbo....

  • @palashghosh1590
    @palashghosh1590 2 หลายเดือนก่อน +5

    Darun darun ekjon manush er interview dekhlam...Monta chuye glo...I'm really touched by his candid and outspoken interview...❤

  • @biswarupmukherjee5715
    @biswarupmukherjee5715 2 หลายเดือนก่อน +7

    দারুন শিল্পী খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে

  • @subhrabhattacharya3986
    @subhrabhattacharya3986 หลายเดือนก่อน +1

    সাক্ষাৎ খুব মনোগ্রাহী। মানুষ anando করে বাঁচতে চায়। anado e best medicine. অতএব বহুরূপী বাউল গোবিন্দলালের আশীর্বাদে সমাজের অনেক কাছে এগিয়ে আসবে।

  • @arunghosh9155
    @arunghosh9155 2 หลายเดือนก่อน +2

    খুব ভালো লাগলো যে উনি স্বীকৃতি পেয়েছেন, এই শিল্প আরো বড় হোক, আরো প্রচার হোক যাতে এদের আর্থিক অভাব না থাকে ....

  • @sujay2340
    @sujay2340 หลายเดือนก่อน +1

    ছোটোবেলায় প্রায় বহুরূপী আসত আমাদের পাড়া দিয়ে।।
    খুব ভয় লাগতো ছোটোবেলায়। এখন আর লুপ্ত হয়ে গেছে।দেখা যায় না।
    আর বহুরুপী দেখে গর্ব বোধ মনে করি ❤️❤️
    এগিয়ে যাও ননী

  • @AmitRoy-wu2xh
    @AmitRoy-wu2xh 2 หลายเดือนก่อน +6

    নন্দিতা দেবী এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় একটি লুপ্ত প্রায় শিল্প কে বহু মানুষের সামনে নয় এসেছেন সেটা এককথায় অনবদ্য। অনেক অনেক কৃতজ্ঞতা নন্দিতা দেবী এবংভশিবপ্রসাদ মুখোপাধ্যায় কে। আজকের প্রজন্ম ওনাদের কাছে কৃতজ্ঞ একটা লুপ্তপ্রায় শিল্প কে পুনরজীবন দিয়েছেন।

  • @krishnamoydas3278
    @krishnamoydas3278 หลายเดือนก่อน +1

    বীরভূমের জল হাওয়ায় বহুরূপীর ছড়া আজও শোনা যায়। খুব ভালো লাগলো একজন শিল্পীকে সম্মান পেতে দেখে। ছোটোবেলার আমরাও টিনের কৌট দিয়ে গাবু বানাতাম। বাংলার প্রাচীন শিল্পীদের বাচিয়ে রাখা আমাদের কর্তব্য।

  • @rinibarman67
    @rinibarman67 2 หลายเดือนก่อน +4

    এই শিল্প কে বাঁচিয়ে রাখার জন্য এই পরিবার গুলি কি কষ্ট করে চলেছেন।কি সুন্দর ছড়া কাটার দক্ষতা।আবার নতুন করে এগিয়ে চলুক।

  • @neenasaha6749
    @neenasaha6749 2 หลายเดือนก่อน +4

    Very humble and simple ....he deserves this popularity....

  • @jyotishpradipsastri4547
    @jyotishpradipsastri4547 หลายเดือนก่อน +1

    জয় গুরু ভালো থাকুন বিষয় পুর -ভালকুটি থেকে আগত বহুরুপী দেখেছি আমি আর ছোট বেলায় খুব ভয় পেতাম ও আনন্দ পেতাম, আর কার্তিক দাস বাউল আমার খুব খুব খুব কাছের মানুষ ও হৃদয়ের মানুষ।

  • @rinakhanra7506
    @rinakhanra7506 2 หลายเดือนก่อน +2

    খুব ভালো থেকো ভাই,,,, তোমার জীবনের লড়াই এর করুন কাহিনী শুনে কষ্ট পেলাম, ক জনই বা তোমাদের খবর রাখে,,,, বহুরূপী মুভির মাধ্যমে পরিচালক দ্বয় তোমাদের উপস্থাপনা করেছেন, মুভি টা খুব জনপ্রিয়তা লাভ করেছে,,,, তোমাদের নিপুন অভিনয়ে র জন্য,,,,, প্রত্যেক অভিনেতা, অভিনেত্রী র অনবদ্য অভিনয় মুগ্ধ করেছে,,,,,🙏🙏😊

  • @zinialili
    @zinialili 2 หลายเดือนก่อน +6

    খুব ভালো ইন্টারভিউ ❤️❤️❤️❤️ননীদা আরও এগিয়ে যান আপনি ♥️

  • @pujaaulia5212
    @pujaaulia5212 หลายเดือนก่อน +3

    ইনি আমাদের গ্রামেও আসেন বহুরুপী সেজে , ছোট বেলায় এদেরকে দেখে আমি খুব ভয় পেতাম , ভাবতাম ধরে নিয়ে যাবে আমাকে , দোতলার ঘরে দরজা বন্ধ করে বসে থাকতাম ❤😅।

  • @AVICKCREATION
    @AVICKCREATION 2 หลายเดือนก่อน +8

    পুরো ইন্টারভিউটা দেখলাম ভালো লাগলো

  • @kakaliroyghatak4825
    @kakaliroyghatak4825 หลายเดือนก่อน

    একজন প্রকৃত শিল্পী আরো একজন শিল্পীর যথাযথ মর্যাদা দিয়েছেন তার জন্য সমাজের অনেক মানুষই খুব খুশি। নোনি বাবু আপনি আপনার এই শিল্প সত্তা নিয়ে অনেক দূর এগিয়ে যান এটাই কামনা করি ✊
    খুব ভালো থাকবেন 🙏

  • @Purbi.3
    @Purbi.3 หลายเดือนก่อน +1

    আমাকে উইথআউট মেকাপে দেখে আরো আরো বেশি ভালো লাগছে এবং ভবিষ্যতে আরও বিভিন্ন সিনেমাতে তোমাকে দেখতে চাই তোমার গান খুব ভালো লেগেছে ❤❤❤❤❤❤👌🏻👌🏻👌🏻

  • @arindamvlogg
    @arindamvlogg หลายเดือนก่อน

    Ki likbo....bhebe uthe parchina...ek kathai ashadharon....ashadharon tao bodhai exact word noi.ki nei ..sab ache....hats off to Bohurupi director has helped this particular art n culture from getting vaporized

  • @runu3367
    @runu3367 2 หลายเดือนก่อน +2

    খুব ভালো লাগলো,এই গান কে এতটা সম্মান দেওয়ার জন্য। ❤

  • @papiyaauddy9531
    @papiyaauddy9531 2 หลายเดือนก่อน +3

    আপনার শিল্প খুব ভালো লেগেছে🎉এই ইন্টারভিউ আমার বহু প্রতীক্ষিত🎉

  • @niveditabhattacharyapaul102
    @niveditabhattacharyapaul102 24 วันที่ผ่านมา

    এই শিল্প এবং শিল্পীদের জনপ্রিয় করে তোলার উদ্যোগ সরকারের নেওয়া উচিত।

  • @RekhaChakraborty-o2g
    @RekhaChakraborty-o2g หลายเดือนก่อน +2

    আমি বীরভূমের মেয়ে হিসেবে গর্ব বোধ করছি এই হারিয়ে যাওয়া শিল্প আবার ফিরে আসুক

  • @titasray3306
    @titasray3306 หลายเดือนก่อน +2

    Anek ashirbaad roilo.janbe koshto bartho jai na kokhono.bhogobaan achen.shudhu matite paa rekhe cholo

  • @uttamlaha6808
    @uttamlaha6808 2 หลายเดือนก่อน +1

    দারুণ লাগল ❤,মন ভাল হয়ে গেল

  • @susantamondal1758
    @susantamondal1758 หลายเดือนก่อน

    আমি তোমাদের পাশের গ্রাম হেতে, থেকেই বলছি,এবং এখন আমি গঙগা সাগরে আছি তোমার সংলাপ,শুনে খুব ভালো লাগলো ।

  • @ayantikadey7480
    @ayantikadey7480 2 หลายเดือนก่อน +1

    Suboprasad mukherjee tumi sotti ossadharon akjon manush.....ei vdo onk kichu bole dilo❤❤❤❤❤

  • @DISHAGHOSH-e6t
    @DISHAGHOSH-e6t 2 หลายเดือนก่อน +2

    খুব ভালো লাগল শুনে। আমাদের এদের আরো সামনে আনা uchit

  • @neenasaha6749
    @neenasaha6749 2 หลายเดือนก่อน +4

    Superb talented Noni Charan Das ...erom kore aro naam korun

  • @ajaysingha8278
    @ajaysingha8278 2 หลายเดือนก่อน +6

    Apni aro egiye jan bondhu..onek subhokamona roilo ❤❤

  • @kumarsaheb1138
    @kumarsaheb1138 2 หลายเดือนก่อน +2

    Ami enar Boro vokto hoye gechi Bohurupi dekhar por... R interview dekhe aro anek kichu janlam.... Thank u Tolly times 😊

  • @lakkhidas-si2og
    @lakkhidas-si2og 2 หลายเดือนก่อน +3

    shibo prosad sir apna ke asankhya dhannyavad apni je ekta o shadharan protibha ke joggyo samman dilen

  • @popykolay7163
    @popykolay7163 2 หลายเดือนก่อน +2

    Ki sundor kore apni kotha bolen. Ato sorol snigdho apnar kotha gulo, seta apnar sorol moner protichobi. Valo thakun, r o gaan upohar din amader.

  • @shrabonimandal9838
    @shrabonimandal9838 หลายเดือนก่อน +2

    আমার ছেলে এই গানটা চললেই সব সময় নাচে🥰🥰

  • @rupalimondal6382
    @rupalimondal6382 หลายเดือนก่อน

    Khub khub Valo laglo Ai Silpo Jano hariye na jay Asonkho Dhannobad Shiboprosad Nandita Di ke valo thakben Apnara

  • @vidisharoy3630
    @vidisharoy3630 2 หลายเดือนก่อน +4

    Thank you so much for this interview

  • @Atanu-x1z
    @Atanu-x1z หลายเดือนก่อน

    ননীচোরা দাস বাবু আপনাকে খুব খুবই ধন্যবাদ এরকম সুন্দর সুন্দর গান

    • @Atanu-x1z
      @Atanu-x1z หลายเดือนก่อน

      আমি চাই আরো সুন্দর সুন্দর করে গান আমাদের উপহার দিন❤❤❤❤

  • @Tulirsahityasambhar
    @Tulirsahityasambhar 2 หลายเดือนก่อน +2

    Khub valo lagchhe ai dadar ato somman prapti dekhe❤

  • @music_station27
    @music_station27 หลายเดือนก่อน

    ভীষণ ভীষণ আমরা ভাগ্যবান ❤❤❤❤খুব ভালো থেকো

  • @aratrikaghosh3365
    @aratrikaghosh3365 2 หลายเดือนก่อน +4

    Dada apnar ganguli sotti mon voriea deai❤😊

  • @dreamproduction0.2
    @dreamproduction0.2 หลายเดือนก่อน +1

    Ai lok ta k onak din aga thaka chintam viral howar khub anondo paya6i ❤

  • @paglachodacheletaklachodabaap
    @paglachodacheletaklachodabaap 2 หลายเดือนก่อน +7

    Nonichoraa Das Baul is now a role model and ambassador of Bohurupi Art of our Bengal

  • @nupurkamakar4112
    @nupurkamakar4112 หลายเดือนก่อน

    ন নী আপনার লড়াই কে সম্মান জানাই। লুপ্ত প্রায় সংস্কৃতি ফিরে এল।

  • @santanumajumdar1709
    @santanumajumdar1709 หลายเดือนก่อน

    স‍্যালুট...... ননী বাবু আপনাকে।

  • @AditiGanguli
    @AditiGanguli 2 หลายเดือนก่อน +5

    Shilpi jogyo samman pele, khub bhalo lage.....koto kichhu shekhar achhe.

  • @ujn9296
    @ujn9296 2 หลายเดือนก่อน +1

    এটা আপনার ঈশ্বর দত্ত❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @neverend4318
    @neverend4318 2 หลายเดือนก่อน

    খুব আনন্দ অনুভব করলাম
    ঈশ্বর আপনার মঙ্গল করুন 🙏

  • @arunkumarsengupta9612
    @arunkumarsengupta9612 2 หลายเดือนก่อน +1

    Ki daroon interview.Nani chorada apnake anek anek Salam.

  • @SomnathPanda
    @SomnathPanda 24 วันที่ผ่านมา

    Khub valo laglo interview ta dekhe❤

  • @learn2teach2020
    @learn2teach2020 หลายเดือนก่อน

    ভীষণ সুন্দর। অনন্য প্রতিভা।🙏🙏

  • @stubborncompetitor
    @stubborncompetitor หลายเดือนก่อน +1

    Lots of respect
    Kintu dada gram er proti bari bari giye taka chao ta ki thik ...
    E gulo te apnader smman nosto hoi ...apnara silpisotta dekhiye taka rojgar koren jara khusi taka debe nahle dbe na ete taka kom hbe kintu somman ta thkbe ....

  • @shyamalchakraborty9669
    @shyamalchakraborty9669 2 ชั่วโมงที่ผ่านมา

    Salute bhai many many thanks

  • @S_s_12s
    @S_s_12s หลายเดือนก่อน

    Class 10 e bohurupi porechilam... Khub priyo golpo... Skhon eii boi ta dekheo bhalo laglo...

  • @prabirmondal7947
    @prabirmondal7947 2 หลายเดือนก่อน +1

    যোগ্য শিল্পী যোগ্য সম্মান 🙏🙏🙏

  • @madhusreedhar1734
    @madhusreedhar1734 2 หลายเดือนก่อน +5

    Asadhoron Nonichora. Thanks.

  • @chandrachakrabarty9073
    @chandrachakrabarty9073 2 หลายเดือนก่อน

    Noni...tumi aro egiye jao aro unnoti koro, ei ashirbad janai. Tomar nobo jonmo diyechen Nandita di r Shibo prasad. ❤

  • @raunakmukherjee5468
    @raunakmukherjee5468 หลายเดือนก่อน +2

    আর কতদিন অপেক্ষা করতে হবে আমাদের যেখানে হারিয়ে যাওয়া শিল্প নির্ভর করবে সিনেমার উপর শুধু যোগ্য সম্মান পেতে। কেন? মানুষের কি এতই খারাপ অবস্থা

  • @MahmudaAndSamim
    @MahmudaAndSamim 2 หลายเดือนก่อน +4

    Khub valo laglo

  • @swastikadas431
    @swastikadas431 2 หลายเดือนก่อน +3

    আরও বাউল গান চাই, বহুরূপী ছড়া চাই মজার মজার , অনেক।
    শুভেচ্ছা বহুরূপী বাউল ভাই,

  • @moumitaghosh3074
    @moumitaghosh3074 2 หลายเดือนก่อน +3

    অনেক খানি শ্রদ্ধা❤

  • @rahulsen349
    @rahulsen349 หลายเดือนก่อน

    খুবই ভালো লাগলো ❤❤❤❤

  • @SrabaniBiswas-z5i
    @SrabaniBiswas-z5i 2 หลายเดือนก่อน +1

    আপনার সরলতা আপনাকে অনেক উপরে নিয়ে যাবে

  • @shuklamukherjee2543
    @shuklamukherjee2543 2 หลายเดือนก่อน +1

    খুব ভালো লাগল।

  • @baundule9463
    @baundule9463 หลายเดือนก่อน

    ভীষন ভালো ইন্টারভিউ ❤❤❤❤

  • @sumitashaw397
    @sumitashaw397 หลายเดือนก่อน

    খুব ভালো লাগলো আপনাকে মেকআপ ছাড়া দেখতে

  • @MdPal-u8d
    @MdPal-u8d 2 หลายเดือนก่อน +2

    Salute Boss

  • @AditiGanguli
    @AditiGanguli 2 หลายเดือนก่อน +4

    Bohurupi shilpo amader one of the root, Shibu da o Nandita di abar o proman kore dilen.

  • @papiabanerji6720
    @papiabanerji6720 หลายเดือนก่อน

    Khub bhalo legeche onar gaan.

  • @Ankita11-z5x
    @Ankita11-z5x 23 วันที่ผ่านมา

    এসো একে অপরকে সাপোর্ট করি 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @debasishchakraborty7217
    @debasishchakraborty7217 2 หลายเดือนก่อน +1

    Aage bahurupi 7din 7Rokom vave saje last din chal taka Paisa tulto chotobeli.khub dekhtam voy patam akhon khub kom dekha jai sottyi.adar jibon onk ki kosrar aaj aaabr natun kore bahurupi Man ta onk bare galo vai kotha gulo khub e bastab onk onk valobasa subchha vai

  • @shibam6552
    @shibam6552 หลายเดือนก่อน

    Khub sundor Dada 🙏🙏🙏🙏🙏

  • @TheLol-1M
    @TheLol-1M หลายเดือนก่อน

    বেশ ভালো মানুষ বটে ❤

  • @nibeditadey693
    @nibeditadey693 2 หลายเดือนก่อน +2

    অসাধারন

    • @dilipkar6802
      @dilipkar6802 2 หลายเดือนก่อน +1

      Very good good

  • @ujn9296
    @ujn9296 2 หลายเดือนก่อน +1

    আমি খুব আনন্দ পেয়েছি যে উনি যোগ্য সমমান পেয়েছেন আমি খুব শুনি

  • @jodays5534
    @jodays5534 2 หลายเดือนก่อน

    Darun manus uni ❤️