মহাশয় আমার ছেলে রামকৃষ্ণ মিশনে class six ভর্তি পরীক্ষা পাস করেছে এবং আমি রামকৃষ্ণ মিশনে ভর্তি করেছি class six জন্য কিন্তু আমরা ছেলে class four অবদি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরেছে এবং class five পাইভেট বিদ্যালয়ে পড়াশোনা করেছেন কিন্তু বিদ্যালয় তরফ থেকে student id class five এ এনটি করেন নী এখন বিদ্যালয় থেকে আমি টি সি চাইছি কিন্তু ওনারা আমাকে টি সি দিচ্ছে না মিশন থেকে টি সি জমা করার জন্য বলেছেন এখনএই অবস্থায় আমার কি উপাই আছে একটুকু দয়াকরে বললে একটি ছেলের ভবিষ্যৎ নস্ট হয়না🫸🫷🫸🫷
প্রাইভেট স্কুল যদি বাংলার শিক্ষা পোর্টালে অন্তভূর্ক্ত না থাকে, সেক্ষেত্রে প্রাইভেট স্কুল যে ট্রান্সফার সার্টিফিকেট দেবে তাতে মেনশন করে দেবে যে এই বিদ্যালয় বাংলার শিক্ষা পোর্টালে অন্তভূর্ক্ত নয়।। নতুন যে বিদ্যালয়ে ভর্তি হবে, তাঁরা পোর্টালে ফ্রেস এন্ট্রি করবে নতুন অ্যাডমিশন হিসেবে।।
চতুর্থ শ্রেণীতে যে বিদ্যালয়ে পড়তো সেখান থেকে যে ট্রান্সফার সার্টিফিকেট দিয়েছিল, সেটি সংশ্লিষ্ট বিদ্যালয় যে SI অফিসের আওতাধীন সেখানে গিয়ে স্টুডেন্ট আইডি ডিএকটিভ / ডিলিট করতে হতে পারে।।
প্রাথমিক স্কুলের ID ডিলিট করিয়ে দিন। প্রয়োজনে SI অফিসে যোগাযোগ করুন।তারপর প্রাইভেট স্কুলের ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে মিশনে জমা দিন। তাহলে মিশন New ID করে নেবে। তবে ওই প্রাইভেট স্কুলটি যে BS portal এর আওতাভুক্ত নয় সেটার একটা Declaration নিয়ে নেবেন।
Class V to X এর প্রমোশন এবং ডিটেনশন পদ্ধতি টা একটু বলেন বা একটি ভিডিও দেন প্লিজ
1. th-cam.com/video/EEylWwQMGfk/w-d-xo.html
2. th-cam.com/video/k-NOcvw8JSQ/w-d-xo.html
egulo dekhte paren. ei channel e anek vdo peye jaben.
@schooltech31 স্যার ক্লাস X টা available soon কেনো দেখাচ্ছে
Class X এর মধ্যে available soon কেনো দেখাচ্ছে
X, XI, XII এখন কোনো কাজ হবে না।
মিশনের তরফে কি class ফোরের টি সি সাটিফিকেট দিয়ে class six এ পোটালে ভতি করতে পারবেন
Ha kra jabe
যদি ঐ ID ডিলিট না হয়ে থাকে তাহলে বয়স অনুসারে ষষ্ঠ শ্রেণীতে transfer in হয়ে যাবে। কিন্তু পঞ্চম শ্রেণী কোথায় পড়েছে প্রশ্ন উঠবে মিশনে।
মহাশয় আমার ছেলে রামকৃষ্ণ মিশনে class six ভর্তি পরীক্ষা পাস করেছে এবং আমি রামকৃষ্ণ মিশনে ভর্তি করেছি class six জন্য কিন্তু আমরা ছেলে class four অবদি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরেছে এবং class five পাইভেট বিদ্যালয়ে পড়াশোনা করেছেন কিন্তু বিদ্যালয় তরফ থেকে student id class five এ এনটি করেন নী এখন বিদ্যালয় থেকে আমি টি সি চাইছি কিন্তু ওনারা আমাকে টি সি দিচ্ছে না মিশন থেকে টি সি জমা করার জন্য বলেছেন এখনএই অবস্থায় আমার কি উপাই আছে একটুকু দয়াকরে বললে একটি ছেলের ভবিষ্যৎ নস্ট হয়না🫸🫷🫸🫷
প্রাইভেট স্কুল যদি বাংলার শিক্ষা পোর্টালে অন্তভূর্ক্ত না থাকে, সেক্ষেত্রে প্রাইভেট স্কুল যে ট্রান্সফার সার্টিফিকেট দেবে তাতে মেনশন করে দেবে যে এই বিদ্যালয় বাংলার শিক্ষা পোর্টালে অন্তভূর্ক্ত নয়।। নতুন যে বিদ্যালয়ে ভর্তি হবে, তাঁরা পোর্টালে ফ্রেস এন্ট্রি করবে নতুন অ্যাডমিশন হিসেবে।।
চতুর্থ শ্রেণীতে যে বিদ্যালয়ে পড়তো সেখান থেকে যে ট্রান্সফার সার্টিফিকেট দিয়েছিল, সেটি সংশ্লিষ্ট বিদ্যালয় যে SI অফিসের আওতাধীন সেখানে গিয়ে স্টুডেন্ট আইডি ডিএকটিভ / ডিলিট করতে হতে পারে।।
প্রাথমিক স্কুলের ID ডিলিট করিয়ে দিন। প্রয়োজনে SI অফিসে যোগাযোগ করুন।তারপর প্রাইভেট স্কুলের ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে মিশনে জমা দিন। তাহলে মিশন New ID করে নেবে। তবে ওই প্রাইভেট স্কুলটি যে BS portal এর আওতাভুক্ত নয় সেটার একটা Declaration নিয়ে নেবেন।