রাঙ্গামাটির গহীনের অবহেলিত জনপদ বড়থলি; যেখানে নেই জনপ্রতিনিধি! | Borotholy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024
  • পাহাড়ের অবহেলিত এক জনপদ বড়থলি। ২০১৫ সালে ইউনিয়ন গঠনের পর নির্বাচন হয়েছে একবার। দীর্ঘদিন জনপ্রতিনিধিশূণ্য এই ইউপির মানুষ নতুন চেয়ারম্যানের অপেক্ষায়। কেননা স্থানীয়দের মৌলিক চাহিদা আর দাবি দাওয়া শোনার কেউ নেই দুর্গম এলাকায়। মারমা, ত্রিপুরা, ম্রো, খুমি, বমসহ নৃ-গোষ্ঠির প্রায় আড়াই হাজার মানুষের বসবাস বড়থলি ইউনিয়নে। পাহাড়বেষ্টিত ৯টি ওয়ার্ডে জীবিকার উৎস জুম চাষ আর গবাদি পশু পালন।
    Enjoy and stay connected with us:
    Subscribe to Jamuna Television on
    TH-cam / jamunatvbd
    Like Jamuna Television on
    Facebook
    Follow Jamuna Television on
    Twitter / jamunatv
    For More update visit www.jamuna.tv
    #JamunaTV #Jamuna_Television #Borotholy

ความคิดเห็น • 28

  • @mdmuniruzzaman
    @mdmuniruzzaman 2 ปีที่แล้ว +19

    বাংলাদেশের নাগরিক হিসেবে সবরকমের সুযোগ সুবিধা পাওয়া তাদের অধিকার। অথচো সরকার এই ব্যাপারে কোন উদ্যোগ নিচ্ছে না। এই ভাবে অবহেলিত থেকে থেকে এরা হয়তো একসময় কোন সন্ত্রাসীগোষ্ঠী তে জড়িয়ে পরবে। তাই সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি এদের কে সবরকমের নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য।।

  • @ahadhossain9239
    @ahadhossain9239 2 ปีที่แล้ว +3

    এতো সুন্দর সরল মনের মানুষ পৃথিবীতে আর কোথায় পাবে না।।।

  • @abulhasnattanim3013
    @abulhasnattanim3013 2 ปีที่แล้ว +9

    বাংলাদেশ সেনাবাহিনী তো দক্ষিণ সুদানে 400 কিলোমিটার রাস্তা করে দিচ্ছে ...এই অবহেলিত মানুষগুলোর খোঁজখবর নেওয়া দরকার..................

  • @drahRakib
    @drahRakib 2 ปีที่แล้ว +7

    অবহেলিত হতে হতে এরা একসময় বিদ্রোহী হয়ে উঠে। দেশের সকল ধর্মের সকল বর্নের সকল মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে না পারলে এরা বিপথগামী হবেই এই দ্বায়ভার কার?

  • @available2673
    @available2673 2 ปีที่แล้ว +8

    সরকারের উচিত তাদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধার আওতায় নিয়ে আসা নাহয় এভাবে অবহেলিত থাকলে একদিন তারা নিজেদের স্বাধীনতা চাইতে দ্বিধাবোধ করবে না।

  • @Himel96753
    @Himel96753 2 ปีที่แล้ว +5

    আমি সেখানে জনপ্রতিনিধি হিসেবে কাজ করতে চাই।

  • @sikdersamiul9580
    @sikdersamiul9580 2 ปีที่แล้ว +6

    সরকারের উচিত তাদের প্রতি সুনজর দেওয়া

  • @kazikazikk4854
    @kazikazikk4854 2 ปีที่แล้ว

    কত সুন্দর গ্রাম মাশাআল্লাহ যেন এক ক্যালেন্ডার

  • @asntv5219
    @asntv5219 2 ปีที่แล้ว

    আল্লাহ ও তার রসুলকে কারা কারা ভালোবাসেন।

  • @Abul-hb2io
    @Abul-hb2io 2 ปีที่แล้ว +1

    আপু আজ শবেবরাত, আমরা সবাই আল্লাহ তায়ালার নিকট খুমা চাইব।আ,,মিন

  • @babudocumentary2835
    @babudocumentary2835 2 ปีที่แล้ว

    Absolutely amazing

  • @ChineseDeshiivai
    @ChineseDeshiivai 2 ปีที่แล้ว +1

    চীন থেকে সকলের জন্য শুভ কামনা সব সময়।

  • @flyingnews24
    @flyingnews24 2 ปีที่แล้ว +3

    সরকার কোনো খবর রাখে কেনো,

  • @MdSharif-lz6et
    @MdSharif-lz6et 2 ปีที่แล้ว

    Asola onak kosto ami borotholi gaci 3 bocor hil a cilam

  • @kaiserhamid2825
    @kaiserhamid2825 2 ปีที่แล้ว

    Sara Deshe Unnown 😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

  • @mdasptensonmilon
    @mdasptensonmilon 2 ปีที่แล้ว

    💝💝💝💝

  • @mehediafrozmahi6132
    @mehediafrozmahi6132 2 ปีที่แล้ว

    গতকাল জাতীয় শিশু দিবস ছিল।। অথচ আমাদের দেশের শিশুদের নিয়ে কোনো প্রতিবেদনই করা হয়নি।। আমাদের দেশের প্রত্যেকটি শিশু কি মৌলিক অধিকার পেয়ে খুবই আনন্দে দিনযাপন করছে।। যে তাদের নিয়ে কোনো প্রতিবেদন করার প্রয়োজন বোধ করেনি।আমাদের দেশের অনেক শিশুই তো যুদ্ধ করে টিকে আছে।। অথচ ইউক্রেন যুদ্ধ নিয়ে মিনিটে মিনিটে প্রতিবেদন দেয়😓

  • @TodayTour22
    @TodayTour22 2 ปีที่แล้ว +1

    এই সাংবাদিক বোন কে কে কে ভালবাসেন।

    • @Heart-Hacker-The-Boy
      @Heart-Hacker-The-Boy 2 ปีที่แล้ว

      কেনো?😏 ভালোবেসে কি হবে?😴

  • @আলেকসাঁই
    @আলেকসাঁই 2 ปีที่แล้ว

    আপন মনকে মহ শূণ্য করার নামই সাধনা মন মহশূণ্য না হইলে গুরুর প্রেম ভাব মনে জাগ্রত হয় না আর মনকে মহশূণ্য অবস্থায় অবস্থান করাইতে পারিলে মন আপন গুরুর প্রেমে মসগুল হইয়া সদা সর্বদা তাহার নামের প্রেমময় তাসবি পাঠ করিতে থাকে।মনের চঞ্চল অবস্থাকে সান্ত করিয়া মনকে গুরুগত গুনে পরিচালিত করাইতে হয় সাধকের জিবনে ইহা সর্ব শ্রেষ্ট সাধনা।
    "মনের হলো মনি মন্দ তাইতে রইলাম জন্ম অন্ধ"।
    মনের মন্দ ভাব আপন গুরু ছারা কেহ জানে না সৌর জগতের সকল কর্ম কান্ডের পরিচালক যেমন সূর্য তেমই করিয়া মন জগতের নিয়ন্ত্রক হইলো গুরু তাই গুরু খুব ভাল করিয়ায় জানেন কেমন করিয়া শিষ্যের মনের সকল প্রকারের কুলশিতা দুর করিয়া মনকে একটি মহশূন্য অবস্থান তৈয়ার করিয়া দেয়া যায়।গুরুর গুনে নিজেও গুনি হইতে পারিলেই কেবল মাত্র গুরুর আসল পরিচয় পাওয়া যায় তাহা ছারা গুরুর পরিচয় পাইবার কোন উপায় নাই।একজন অন্ধ লোক কখনও জগৎ দর্শণ করিতে পারেনা, তেমন করিয়া একটি গুরু শূণ্য গৃহ অর্থাত মন কখনও আপন কে দর্শণ করিতে পারেনা।
    "মন চলে যায় পাহারে সাগরে,আকাশে পাতালে মনকে নিয়ে এসো নিজেরি ভেতরে"।
    মানুষ জাগতিক বিদ্যায় যতই বিদ্যাধর হোক না কেন গুরুর মহা বিদ্যা আপন দেহ মনে আলোর সঞ্চয় রা করিলে সে মানুষ হইতে পারে না মানুষ হইতে গেলে জাগতিক মনুষ্যের মুখোশ পরিহার করিয়া গুরুর প্রেমময় পোষাক অঙ্গে ধারন করিতে হয়।
    ______„সুফিবাদ💕🙏🥀

  • @ahadhossain9239
    @ahadhossain9239 2 ปีที่แล้ว

    বড় দুঃখজনক

  • @PrimaryschoolOnlineclass
    @PrimaryschoolOnlineclass 2 ปีที่แล้ว

    বাচ্চাদের পড়াশোনায় মনোযোগী করতে Mobile এ Games/ Cartoon দেখতে না দিয়ে আমাদের পাঠদান গুলো দেখানোর অনুরোধ করছি।...