Shukh Pakhi | Balam Ft Julee | সুখ পাখি | বালাম ও জুলি | T I Antor | Sangeeta Official Music Video
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- Song: Shukh Pakhi | সুখ পাখি
Singer: Balam Featuring Julee | বালাম ও জুলি
Lyrics: T.I. Antor
Label: Sangeeta
SUBSCRIBE Sangeeta Music for unlimited entertainment:
/ @sangeetamusicbd
For more videos: shombhar.com/au...
Like us on Facebook: / sangeetamusicbd
Follow us on Twitter: / sangeetamusicbd
Circle us on G+: www.google.com/...
Visit us:
bit.ly/Sangeet...
Like us on Facebook:
/ sangeetamusicbd
Our Entertainment Facebook page:
/ sangeetamusicpod
Follow us on Twitter
/ sangeetamusicbd
দিনগুলো মোর সোনার খাচায় রইলো না😢😢😢আহারে জীবন, আহারে স্কুল জীবনের সেই সোনালি দিনগুলো।এই গানগুলো শুনলে খুব মিস করি সেই দিনগুলো।
বাংলা গানের সোনালি সময় এসেছিলো যাদের হাত ধরে... বালাম, হাবীব, আরেফিনরুমি, তাহসান, হৃদয়খান, তপু, নেন্সি, জুলি, কণা সহ সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর গানগুলো উপহার দেওয়ার জন্য। এখনো গানগুলো শুনলে আমরা সে সোনালি ফিরে যায় যা আজ খুব মিস করি..😭
তাদের গান গোলা অসাধারণ ছিল
এই গানটি ২০০৯ সালের দিকে এফ এম রেডিও তে সুনছিলাম 😪😪🥲🥲
কি সুর,কি কম্পোজিশন!! বালাম তুমি বাল্যকালের প্রেম❤️❤️😭😭
প্রায় ১০-১২ বছর আগে শোনা বালাম-জুলির গান। আজ হঠাত করে ইউটিউবে পেয়ে আবার শোনা হল। সত্যিই, যায় দিন ভালো। আমাদের ছেলেবেলার সময়গুলো এই শিল্পীরা কত রঙিন করে রেখেছিলেন। এখন ভাল গান খুঁজে খুঁজে বের করতে হয়।
বাটন ফোন, ২জিবি মেমরি, নোকিয়ার হেডফোন, এইরকমের গানগুলি আর প্রথম ভালবাসার জীবনটাই ছিল রঙিন খামে মোরানো।
ℍ𝕒 𝕧𝕒𝕚
তখন ৫১২ mb মেমোরি ই ব্যবহার করে প্রাউড ফিল করতাম
ডিজ্যুস সিম, আননোন নাম্বার, মিসড কল, কার্ড রিচার্জ....
Ekdom❤️
Oshadaron Chilo Shei Shomoi Ta❤️
♥️
বালাম ও জুলির গানের জুটি সবচেয়ে সেরা জুটি!!😍
Bhai bon er best Juti!
গানটা শুনে ফিরে যায় সেই ২০১০ সালের দিকে। কত হাজার বার শুনেছি, আহা বালাম কোথায় হারিয়ে গেল। বালাম, জুলি হাবিব এরাই ছিলো আমার শৈশবের সেরা শিল্পী। মিস করি আপনাদের সেই কণ্ঠ, গান দিনগুলি। ভালো থাকবেন, সুন্দর শৈশব উপহার দেওয়ার জন্য।
যখন ছোট বেলা ২য় শ্রেনীতে পড়তাম তখন FM Radio কিনেছিলাম ২০০৬ সালে,
তখন এইসব গান হতো তবুও শুনতাম,
টিফিনের টাকা ঝমিয়ে ২টা পেন্সিল ব্যটারি কিনে FM Radio তে লাগিয়ে গানগুলো শুনতাম।
খুব মিস করি সেই দিনগুলো।
বার বার প্রেমে পড়ে ও এই গান গুলির অনুভূতি প্রকাশ করে শেষ করতে পারবো না। প্রিয় বালাম
আমি আর আমার বোন স্কুলজীবনে বিজয় দিবসে গান গেয়ে ১ম ২য় হয়েছিলাম কি যে অনুভুতি বলার মত না।।সেই দিনগুলো আর আসবে না ২০০৫ ২০০৬ ক্লাস সিক্স সেভেন।।বালাম আর জুই বাংলাদেশের গর্ব মিডিয়া জগতের আর কোন ভাইবোন এমন সাড়া বাংলায় আলোড়ন জাগাতে পারেনি।
Amio tokhon class 6 a portam 🤭🤭
আপনি হয়তো জানেন না শাহনাজ রহমত উল্যাহ, জাপর ইকবাল ভাইবোন এবং দুজনের অসংখ্য জনপ্রিয় গান আছে
রাইট
ভালোবাসি অনেক ভাই🥰
nice
ভাই বোনের গানের জুটি টা দারুণ হয়েছে, গানের কথা আর সুরের মোহনীয়তা আমাকে বিমোহিত করেছে।
Rights vaia ❤❤❤❤
Right
গানটি আমার এত ভালো লাগে তা ভাষায় প্রকাশ করতে পারিনা। সব মিলিয়ে অসাধারণ।
Hmmm
Hmm
Hmm
Hm amro
👌👌👌
কি যে অসাধারণ অনুভূতি ছিলো সেই সময় যখন গান গুলো প্রথম শুনেছিলাম,আজ ও সেই অনুভূতি গুলো হৃদয়ে দোলা দিয়ে যায় ❤
জীবনে যত গুলো গান সুনছি এই গানটি অন্যতম
কিছু গান কখনো পুরোনো হবে না🥰
তার মধ্যে এটাও ১টা❤️
ভাবা যায় ভাই বোনের এ গান সবার হৃদয় ছুঁয়ে যাবে।
গানটা যদি এখনকার সময় রিলিজ হতো কম হলেও ৪০+মিলিয়ন ভিউ হতো
Hmm bro
সহমত
CV
@@sheikhwazedmamun9318 😮😅 1:15 1:15 1:15 is
কিছু মনে করবেন না।।গানটা যদি এসময় রিলিজ হতো তাহলে আমি আপনি একটা সময় শুনতাম ই না।।গানটা ওই সময়ের তাই আমরা আজীবন শুনে যাবো,,আজীবন শোনার ম্যাজিকটাই এখানে যে গানটা ওই সময়ের।। ❤❤❤
ভাই বোনের এতো সুন্দর এবং এতো অসাধারন গান শতবার শুনলেও মনে হয় নতুন শুনি। দোয়া রইল এই রকম অসাধারণ গান যেন আপনারা সবসময় আমাদেরকে উপহার দিতে পারেন।
তোমাকে পেয়ে গেলে হয়তো এত সুন্দর গানটা শোনা হতো না প্রিয় স্মৃতি রেখে গেলাম ২০২৩ সালে যুগ যুগ ধরে মানুষ যখন এই গান শুনতে আসবে তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি আবার তোমাকে ভেবে গানটা আবার শুনবো প্রিয় love you jannatul akhi ❤❤
২০১৭ সালের ১৫ মে😥😥😥😥
২০০৯ সালে জিবনের প্রথম ভিডিও সেট পাই itel , তখন ইন্টারনেট ব্যাবহার কি জিনিস জানতাম না , মাত্র বুঝতে শিখেছি যে মোবাইলে গান শোনা যায় আবার ভিডিও দেখা যায় তখনো কম্পিউটার এর দোকান থেকে ৫০ টাকা দিয়ে ৫০ টা গান বাছায় করে মেমোরিতে লোড করেছিলাম তার ভিতরে বালাম এর এই গানটাও ছিলো ।
আজ ১০ বছর পরে এসে বুঝতে পারি যে সেই ৫০ টা গান থেকে যে তৃপ্তি পেতাম আজ হাই স্পিড ওয়াফাইয়ে ইউটিউব এ হাজারটা গান শুনে ও ঐ তৃপ্তি পাই না , জিবন টা যতো সহজ আর গতিময় হচ্ছে ততোই হারিয়ে ফেলছি তৃপ্তি 😟
Right bro
রাইট ভাই
thik bolcen amar sathe apnar purota mil ace vai
Screenshot নিলাম আপনার comments এর
মিস করবো সারাজীবন সেই সময়টা
ছোটবেলায় সিডি কিনে এই সব গান শুনতাম 😊।
গানটা এখনো অনেক ভালো লাগে।
Mon chuye dewa r moto song ta love u bro emn ekta song gift korar jonno❤❤❤😢
আমার প্রিয় শিল্পী বালাম
যার হৃদয়ে সংগীতের সুর আছে সে প্রেম প্রীতি ভালো বাসায় অদ্বিতীয়
এক চোখে আকাশ আমার
অন্য চোখে শুন্যতা
কোন চোখে চোখে রাখবে চোখ,খুজে নেবে পুর্নতা🥀
সত্যি যদি চোখ রাখতে পারতাম তবে তোমার শূন্য চোখেই চোখ রাখতাম
তোমার চোখ গুলো অনেক মায়াবী
প্রিয় কাশফুল ❤️🎤
এক চোখে আকাশ আমার
অন্য চোখে শূন্যতা
কোন চোখে রাখবে চোখ খুঁজে নেবে পূর্ণতা?
অসাধারণ ❤
সেই ২০০৯ বা ২০১০ শৈশবের স্মৃতি আরো কতো কি এক কথায় অসাধারণ যানিনা আর কখনো ফিরে পাওয়া যাবে কি-না
কোথায় যে হারিয়ে গেল সেই সোনালী দিন গুলি মনে পরে গেল সেই বালাম ও জুলির কথা
FM e Suntam,,,, akon suni redmi note 8 diye
অসাধারণ একটি গান। সকল গান থেকে এক দম আলাদা,, এক বার শুনলে বার বার শুনতে ইচ্ছে করে। বাস্তবতার সাথে মিলে যায়। ❤️❤️❤️❤️
Right
স্কুল জীবনে এই গান গুলি ছিলো আমাদের একমাত্র মনের খোরাক।
আহারে শৈশবের কথা মনে পড়ে গেলো কতবার লক্ষ্য বার শুনছি গান গুলো 🥰
অসাধারণ সুর, কম্পোজিশন।
🥰🥰🥰
সেই দিন গুলো মনে পরে গেল
আহা....! অতীত 🥰🥰
১০০ বছরে এক বার সোনালী যোগ আসে বাংলাদেশ ও এসেছিলো
তখন গান শোনার জন্য ফোন ছিল না। তারপর ও অন্যের ফোনে গান শুনতাম।
এতো মধুর কন্ঠ শুনে মনটা জুড়িয়ে যায়। সত্যি এরাই হচ্ছে শিল্পী।
মিস করবো সারাজীবন সেই সময়টা
Tokhon FM radio manei ei gaan gulo silo😍😍
Miss kori din gulo😭
জানিনে কেমন আছো সূচী,বিশ্বাস করো সব কিছুই রেখেছিলাম যত্ন করে তোমার সব স্মৃতি তোমার কন্ঠে এই গান ও কিন্তু আজ কোনো কিছুই নেই,আমার কাছে অবশিষ্ট শুধু তুমি আর তোমার স্মৃতি গুলি রয়েছে আমার বাহু ডরে হয়তো থাকবে মহাকাল।
গান টা প্রথম শুনি রেডিওতে তখন থেকেই গান টা যে কত পছন্দের বলে প্রকাশ করা সম্ভব নয়। বালাম ফিউচারিং বলে কথা অনব্দ্য হতেই হবে। আর এত পছন্দের কারণ দুঃখই আমার সাথী। কাউকে যদি পাওয়া যেতো যে ভাগ করবে সুখদুখ তবেই না হয় সুখের পরশ এই ডিপ্রেশনে ভরা মন পেতো।🙂🙃♥️
এসব গান গুলো সুনলে সত্যি পাগল হয়ে জাই
২০০৯_১০ সালে এই গানগুলো খুব বেশি শুনা হতো।
অনেক বছর পর শুনলাম।
হুট করেই মনে পরল।
আহ ছোটবেলা! আহ নস্টালজিয়া!
সেই ২০০৮/২০০৯ এ ফিরে গেলাম
এখনো মাঝে মাঝে শুনা হয়
শৈশবের কতো স্মৃতি কতো আবেগ ভালোবাসা লুকিয়ে আছে গানগুলোর মাঝে...!
স্মৃতি যেন থমকে দাঁড়ায়!!
সেই 15/16 এর দিকে যার কথা ভেবে গানটা শুনতাম। সে আজ কোথায় কিভাবে আছে জানি না 😢💔
শৈশবের সেই গান শুনতে শুনতে শুনতে শুনতে মন চায়
অনুভূতি বড় অদ্ভুত ,,না কাওরে বলা যায় না সহ্য করা যায় 😔
এই গান গুলোর সাথে যে কতো মিষ্টি মিষ্টি অনুভূতিরা জড়ানো,,,তা বলে বোঝানোর ভাষা নেই 🥰....
Still love this song 2008-2023....
এই গানগুলো কখনো পুরনো হবার নয়🖤🥀🌸
এমন জনপ্রিয় গানে এত কম ভিউ বুজিনা
এগুলো ১৯ কিডদের জন্য স্বর্ণের সময় ছিল,মেমোরিতে লোড করে বসে বসে শুনতাম, অন্যরকম এক ভালোলাগার মুহুর্ত,
২০০৯ সালে গানটা শুনতাম বেশি
তখন আমি প্রথম বিদেশ থেকে গেছিলাম
২০১০ সালে প্রথম শুনছিলাম ❣️
তখন ক্লাস সিক্স এ পড়তাম❣️
তখন আমি বিদেশ থেকে বারিত গেছি
২০০৯ সালে আমি ও একটা গান করেছি মিক্সি এলবামে
সেই কলেজ জীবনে একা শুনতে শুনতে কলেজে যাওয়া।
আর আজ পাশে সহধর্মিণীকে নিয়ে আবার শোনা। কিন্তু জীবন থেকে হারিয়ে গেছে ১১ বছর।
দারুণ কেটেছিলো আমার ছেলেবেলা।❤️
আমি তো এখনো আমার মানুষটার জন্য হাহাকার হয়ে যাচ্ছে জীবনটা
@@endtimessecrets..4759
সবার ভাগ্যে সব কিছু থাকে না ভাই। অনেক কষ্ট করেছি। কিন্তু পাইনি। মেনে নিয়েছি সব। নতুন করে জীবনটাকে শুরু করেছি।
আবার শুনতে আসলাম।
৩০/৫/২৪
এই যে শুনছি ১ যুগের ও আগে এখনো মনে হয় নতুন শুনছি ধন্যবাদ শিল্পী
প্রেম এমন একটি শক্তি যা প্রতি টি মানুষ কে ভেঙে আরও মজবুত করে গড়তে সাহায্য করে,,,,, তাই নিজেকে সঠিক ভাবে গড়তে হলে জীবনে প্রেমে পরা প্রত্যেক মানুষের উচিৎ
স্কুল জীবন থেকে শুরু করে এখন পর্যন্ত আমি এই গান গুলো শুনি। সব সময় শুনবো। আমার কাছে বালাম সবচেয়ে প্রিয় শিল্পি
ভাল গান আজীবন বেঁচে থাকে ভালো মনের মাঝে ❤❤
Just oshadharon..khubi vlo Lage song ta..😍😍
2024 কে কে শুনছো? ❤
প্রেমে পড়ার চেয়ে ঘুমিয়ে পড়া ভালো,,,,বরং সাস্থ ভালো থাকবে
R8
@@MHMEDIAONE r8
সত্যি বলতে গেলে প্রেম করা ও একটা আর্ট। যারা প্রেম এর মর্ম বুঝেনা তারাই বলেই, প্রেম করার চেয়ে ঘুমানো ভালো। প্রেম এর জন্য কত ইতিহাস রচনা হইসে, সেই খবর কি রাখেন?
@@uchalamarma1875কোনও দরকার নাই 🙏
Ha ha ha
#I can understand what was, is & will be my feels and feelings but I can't describe it... in words 😢😢😢😢
#I was born in 6th April, 1993... Now 30+ I mean 32 running 😊😊😊
But Whenever I listen it I can feel that times which left 18-20 years ago... And I can feel that music of souls & rhythms ❤❤❤❤❤
#Balam & Juli ❤❤❤❤
#From Shariatpur And Dhaka 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩2024
ভাই বোন যদি এমন না হয়!💞
এই গানটা শুনলে আমার বড় আপুর কথা মনে পড়ে,আমরা ভাই-বোন হাবিব ন্যাস্নি,বালাম আর জুলির ডিভিডি কেসেট আনতাম..খুব ভালই কাটতো দিন কাল।বড় আপুর ২০১০ বিয়ে হবার পর থেকে আর বালাম জুলির গান দেখি না।খুব মিস করি সেই দিনগুলা..
অসাধারণ গান, আমাদের এইএসসি সময়কার স্মৃতি বহন করে
আপনি যখন প্রথম প্রেমে পড়বেন তখন এই গান গুলো হবে আপনার জিবন সঙ্গী❤❤❤
ভালোলাগার আটটি বছর বা তার বেশি ❤ সুখ পাখি🦋
এসব গানে ছিলো অনুভুতি,আবেগ,মায়া।
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
our golden Era.
R akhn bal sal dj mere lyrics nai.
আরও ১০ বছর পরে যারা এই গান টা চার্চ দিয়ে শুনবে তাদের রুচির প্রতি সম্মান জানিয়ে রাখলাম__/
সে আমার কোনো চোখে পূর্ণতা খুজে পায় নি!💔
এই গান গুলোর কোন তুলনা হয় না। সেরাদের সেরা এই গান গুলা।
বিষণ মন খারাপ হলে গান গুলো শুনি আর প্রিয় মানুষটার কথা মনে পড়ে যায়। গান গুলো যেনো মনের কথাই বলে।
অনেক মিস করি প্রিয়।💔😊
2023
RUVA MY DEAR .❤️❤️❤️
হঠাৎ 2022 সালে গানটার কথা মনে পড়লো। গানটা শুনে পুরানো সেই দিনের কথা মনে পরে গেল। ৯০ দশক কখন আর ফিরে আসবে না। শুধু স্মৃতি হয়ে থাকবে।
হুমম একদম
বালাম ফিচারিং জুলি অডিও ইন্ডাস্ট্রি ক্যাসেট যুগের অন্তিম পর্যায়ে নতুনত্ব এনেছিলো এই এলবাম দিয়ে। এফএম রেডিও তখন সারাদেশে একটা জাগরন তুলেছিলো এসএমএস এর মাধ্যমে এ গানটির জন্য অনেক রিকোয়েস্ট পাঠানো হতো। সবেমাত্র কলেজে ভর্তি হই।তখন পড়ার টেবিলে রেডিও থাকতো জুলির গান তখনই আমাকে মুগ্ধ করে তারপর বাটন মোবাইলে নোকিয়া ৩১১০ ম্যামোরি লোড দিয়ে শুনতাম। আমাকে আর পাবেনা শিরোনামের আরেকটি জনপ্রিয় গান ছিলো ২০০৬ সালের দিকে।গানের জগত থেকে জুলি এখন হারিয়েই গেছে। আজ দূর প্রবাসে মালদ্বীপের একটি রিসোর্টে বসে বৃষ্টিতে বারান্দায় বসে খুব মনে হচ্ছে গানটির সুর ইউটিউবে সার্চ দিয়ে শুনছি আর গুনগুন করে গাইছি।
- একবার নয় শত'বার শুন্তে ইচ্চে হয় ৯ সাল টা খুব মিস করছি 🙂
আমার অসম্ভব ভালো লাগার একটি গান।আমার বেইমানটার প্রেমে পড়েছিলাম তার মুখে কলেজ অনুষ্ঠানে এই গানটা শুনে ২০১০ এ। অনেক দিন পরে আবার শুনলাম।
জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলেছি হয়তো বা আমি ও এক দিন হারিয়ে যাবো কিন্তু আমার প্রিয় গান টা রয়ে যাবে।
আর এই সোনালি দিন গুলি ফিরে আসবে না আর এই গান ও না...
হঠাৎ ঘুম ভাঙ্গে গেলো প্রাক্তনের স্বপ্ন দেখতে দেখতে, যদি বিচ্ছেদর আজ ৫ বছর হয়।
first love korar somoy k ay song golo sonten tolonn
Ei somoye gan ta release hole onek view hoto
শৈশব কাটিয়েছি,,এসব গান দিয়ে,,খুব মনে পরে এখন😢😢 ২০২৩ কোরবানি ঈদের দিনে কমেন্টটা রেখে গেলাম,,স্মৃতি হিসেবে❤❤
গান গুলো আগে কম্পিউটার দোকান থেকে টাকা দিয়ে মেমরি কার্ডে লোড দিয়ে শুনতাম।আর এখন সার্চ দিলেই পায়💖
Amon gan gulaii amader deshe jno abar fire ashe!! ❤️
রাত ১২ ট ৪০ এ বর+বউ ২ প্রদেশে থেকে একে অপরের ভালো লাগার গান গুলো এভাবেই শুনছি এখন💜
❤❤❤আবেগীয় গান ছিলো ২০২৪ সালে স্রতি রেখে গেলাম 🤟❤❤❤
প্রথম প্রেমের অনুভূতি যেন এই গানটার মতো 🥰🥹🥹🥹🥹🥹❤❤❤❤
এস এস সি ব্যাচ ২০১৩ থাকলে হাত তুলুন। ওই সময়কার হৃদয় জুড়ানো গান এটা।🖐
Ami aci khulna theke
2012
আছি
Thanks all❤️❤️
2013
২০১১ ডিসেম্বর ১৮ তারিখ এই গান লিখে দিয়ে শেষ বিদায় নিয়েছিলে!☺️
বালাম ও জুলি আমার অতি পছন্দের শিল্পী।
Ami jokhon 63sho mobile chalaitam tokhon aie ghan ta shuntam khub valo laghto
কমেন্টগুলো ইতিহাসের পাতায় লিখা থাকবে,,,২০৫০ সালে আবার আসতে চাই,,,, ইনশাআল্লাহ,,,,
2021.. Tobuo Gaan er Kotha gulo aj o notun kore rekheche Gaan ti k...🖤
"Ek haat e dukkho amar... Onno haat e shuk pakhi... Kon haat e rakhbe haat... Boshe boshe vabcho ki" 🖤
Ager gaan gula asolei onek valo chilo 🙂❤
Akhn er gaan e sei rokom fill nai
এত শুনতাম এই গান গুলো!! ইস কি দিন ছিল!! ২০০৮/০৯ নো টেনশন আবার যদি ফিরে পেতাম সেই দিন গুলী
সত্যি ভাই দিন গুলো অনেক মিস করি