স্যার মুরগি সুস্থ করে দেন ভালো মেডিসিন
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- ফার্মিং বিষয়ে অনেক তথ্য পেতে, আমার ফেসবুক পেজ ফলো দিন, (পেজ লিংক) www.facebook.c...
__________________
আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে এই লিংকে ক্লিক করুন:
__________________
উদ্দেশ্য,
প্রান্তিক পর্যায়ের খামারিরা, সঠিক তথ্য না জানার কারণে লসের সম্মুখীন হচ্ছে, এই ইউটিউব চ্যানেল খোলার উদ্দেশ্যটা হয়েছে সঠিক তথ্য সবার মাঝে ছড়িয়ে দেওয়া । ইউটিউবে চটকদার ভিডিও দেখে, লক্ষ লক্ষ টাকা লাভ দেখে, কেউ এই মুরগি পালনের জন্য বড় ধরনের বিনিয়োগ করবেন না, সঠিক ভাবে দেশি মুরগি পালন করতে পারলে, লস হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, আমার কয়েক বছরের অভিজ্ঞতায়, কখনোই দেশি মুরগি পালন করে লস এর সম্মুখীন হয়নি, একমাত্র আমার অভিজ্ঞতার কারণে।
__________________
আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা ও ডাক্তারদের পরামর্শে যেসব কিছু প্রয়োগ করা প্রয়োজন সেসব বিষয়ে ভিডিও দিয়ে থাকি। তবে না জেনে কেউ আমার ভিডিও দেখে ভুল চিকিৎসা দিলে আমি দায়ী থাকব না। আগে রোগ, লক্ষণ চিনতে হবে।
__________________
বাংলাদেশের সবথেকে আধুনিক দেশি মুরগির খামার,
👉 দেশি মুরগির কৃত্রিম প্রজনন করানো হয়,
👉 লেয়ারের খাচায় দেশি মুরগি পালন করা হয়,
👉 বাঁশের খাঁচায় মুরগি পালন করা হয়,
👉 লিটারে মুরগি পালন করা হয়,
__________________
বিলুপ্ত দেশি মুরগী খামার
দেশি বড় ঝুটি, দেশি গলাছিলা জুটি, গলাছিলা মুরগির খামার, বাংলাদেশের একমাত্র আমার কাছেই এই মুরগি আছেন
__________________
বই অথবা অন্য কেনো পণ্য ক্রয় করতে চাইলে আমাদের ওয়েবসাইট shakilfarming.... থেকে অর্ডার করুন।
▣ মুরগির রোগ বা অন্যান্য সমস্যার সমাধান বা পরামর্শ সরাসরি দেওয়া হয় না, সব ভিডিও থেকে জানতে ও শিখতে পারবেন, ভিডিও দেখবেন ও চাইলে বই টা অর্ডার করতে পারেন।
_____________
Tags:
#shakilfarming, #shakil, #farming, #শাকিল ফার্মিং, #শাকিলফার্মিং, #শাকিল, #ফার্মিং
th-cam.com/users/shortsyghI0zKKn0w?si=O6rwHJu9I-HWb7FD
আসসালামু আলাইকুম আপনার কথাগুলো শুনে খুবই ভালো লাগলো এবং শিখার কিছু ছিল আমি আপনার ভিডিও সব সময় দেখি খুব ভালো লাগে তবে আপনার সাথে লেখালেখি করলে কোন উত্তর পাই না আফসোস ভালো থাকবেন আসসালামু আলাইকুম
এই মেডিসেনর জন্য আমার ফামার সেশ পরজায়
এই মেডিসিনের কারনে নিউরো টক্সিসিটি এবং কিডনি ডেমেজ হতে পারে। অন্যান্য অনেক ভালো ভালো এন্টিবায়টিক আছে, ওগুলো ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করেন। পশু হাসপাতালে যান
ভাই আপনার দৃষ্টি আকর্ষণ করছি,আর এস কৃষি নামের একটা চ্যানেলে ওরা ব্রয়লার মুরগীর জন্য ভুট্টা ফারমেন্টেশন পদ্ধতি বের করছে এবং প্রচুর পরিমান মেডিসিন বিক্রি করছে।কিন্তু বিষয় হচ্ছে এই পদ্ধতি ব্রয়লারের জন্য কতটুকু যুক্তি যুক্ত, প্লিজ এটা নিয়ে একটা ভিডিও বানাবেন
ভাই ৩৫ দিনের দেশি মুরগির বাচ্চা কে পক্স ভেক্সিন দেওয়ার পর ৭টা বাচ্চা মারা গেল কারন কি।
সাকিল ভাই সুপার হাইব্রিড মুরগী নিয়ে কাজ করা যাবে কি?
আপনার ওপেনিয়ন টা জানাবেন ❤
Vai deshi morgir baccar pox hole ki medicine debo??
আমাদের একটি খালি জায়গা রয়েছে, যা উঁচু ও ঘাসযুক্ত। জায়গাটির পরিমাণ প্রায় পাঁচ থেকে ছয় কাটা (৮ এর মাপে)। বর্তমানে আমাদের হাতে প্রায় ২ লক্ষ টাকা বিনিয়োগের সুযোগ রয়েছে। এখন এই জায়গায় কী ধরনের উদ্যোগ নিলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যেতে পারে?
আসসালামুয়ালাইকুম ভাই। আমাদের ধামরাই টিডি প্লাস টা পাওয়া যায় না । আপনার কাছ থেকে আনা যাইবো
এতে কলিস্টিন থাকে। কলিস্টিনের কারনে নিউরো টক্সিসিটি এবং কিডনি ডেমেজ হতে পারে। অন্য আরো অনেক ভালো ভালো এন্টিবায়টিক আছে, যেগুলোর সাইড এফেক্ট কম। ডাক্তারের পরামর্শ নিয়ে ওগুলো ব্যবহার করেন। পশু হাসপাতালে যান
Ho shuru te bhalo ta do. Tarpor resistant hoye gele tokhon boshe boshe kanna korio
❤
ভাই এই মেডিসিন তো পাই না
ভাই হেল্প করেন প্লিজ ভাই
❤❤❤❤