চিলমারি, কুড়িগ্রাম জেলার একটি উপজেলা তবে স্থানটি দেশীয় ও আন্তর্জাতিক ভাবে খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান। বাংলাদেশ ইতিহাসের ঐতিহ্যের সাথে চিলমারি নাম জড়িত। জনশ্রুতি আছে, এক সময় ব্রহ্মপুত্র নদের উপকূল ঘেঁষে গড়ে উঠেছিল এক নদী বন্দর। বড় নৌকা আর জল জাহাজ ভীড়তো এই নদী বন্দরটিতে। মালামাল খালাস করা হতো আবার জাহাজে নতুন করে মাল ভরে পাড়ি জমাতো অন্য বন্দরের পানে। ঐ সময় ব্রিটিশ প্রশাসন কর পরিশোধ করবার জন্য এই বন্দরটিতে একটি কাষ্টম অফিস স্থাপন করেছিল। কাষ্টম অফিসার যিনি ছিলেন তিনি কর পরিশোধ হওয়া মাত্রই মালের উপর সিল মেরে দিতেন। সেই সিল মারা দেখে অনেক অশিক্ষিত লোক তখন এই কাষ্টম অফিসটি সিল-মারী অফিস হিসেবে চিনতো। এই সিল-মারী কালের বিবর্তনে আজকের চিলমারী নামকরণ হয়ে গেছে।
অসাধারণ ইনফরমেশন । আজ থেকে প্রায় বিশ বছর আগে ব্রহ্মপুত্র নদীর ইতিহাস পরেছিলাম। মূলত আসাম বাংলা প্রদেশে 1702 সালে নাকি 1762 সালে ব্যাপক ভূমিকম্প হয় যার ফলে নদীর তলদেশে পরিবর্তন ঘটে। ব্রম্মপুত্রের শাখা নদী যমুনা নদী দিয়ে মূল স্রোত প্রবাহিত হচ্ছে। আর শেরপুর ময়মনসিংহ অঞ্চল দিয়ে ব্রহ্মপুত্র নদ টি দিনদিন মৃত হয়ে যাচ্ছে।
লাবিদ ভাই, এই ভিডিও টা পুরোটা দেখেছি এবং ভালোভাবেই বুঝেছি। এই ২১ মিনিট মনে হইলো ৩/৪ মিনিট। এরকম কোল্যাবোরেশন আবার হোক এবং একটা বিষয়কে বিভিন্ন দৃষ্টিকোন থেকে ব্যখ্যা করা হোক। খুব ই সুক্ষ্ণভাবে বিশ্লেষন করা হয়েছে। ধন্যবাদ ভাই।
@@LabidRahat The changes in the courses of rivers (Jamuna, Brahmaputra, Teesta) due to earthquakes might have contributed to 1770 famine. Any clue? I could not find any.
চমৎকার , আরও চমৎকার উপস্থাপকত্রয়ীর ভিন্ন রকম উপস্থাপন পদ্ধতি। সবচেয়ে ভালো লাগলো বিষয় বস্তু নির্বাচন ও তার উপর বিস্তারিত তথ্য উপস্থাপন। এধরনের ভিডিও এর আরও প্রত্যাশা করি। ধন্যবাদ।
I didn’t expect such a collaboration!I really enjoyed it.Though I knew the fact why Brahmaputra river flows through the Jamuna river,I learned many new things from the video.Great job.
আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। অনেক অজানা তথ্য জীবনে প্রথম জানলাম। আসলে ভূগোলের আঁকিবুকি আমরা কতজন ই বা বুজি? এ ধরনের শিক্ষামূলক ভিডিও আরো চাই। অসংখ্য ধন্যবাদ ছোট ভাইয়েরা আমার।
ভাই স্টোরি হেড মাসে না, যদি পুরো বছরেও একটা ভিডিও বানায়, আমি ঐ ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকি। আসলে খুবই খুবই বেশি কোয়ালিটি ফুল ভিডিও বানায়। আর এই ভিডিওতে তো উনি একদম ফাটায় দিসে।
আমি এডমিশন ক্যান্ডিডেট।আজকেই এই টপিকটা পড়েছিলাম দুপুরে,সব মাথার উপর দিয়ে যাচ্ছিলো।ইউটিউবে সার্চও দিয়েছিলাম তেমন কিছু পাইনি! কিন্তু সন্ধ্যায়ই যে এমন একটা সারপ্রাইজ গিফট পাবো ভাবতেও পারিনি😍অনেক অনেক ধন্যবাদ ৩ জন লিজেন্ড-কে।এত সুন্দর আর এত সরল,সাবলীল ভাবে এমন জটিল বিষয়টাকে বুঝিয়ে দেয়ার জন্য!💞 সকল এডমিশন ক্যান্ডিডেটদের পক্ষ থেকে অনুরোধ রইলো ভাইয়া,আমাদের এমন কিছু ভিডিও উপহার স্বরূপ দিন,যেন আমাদের জিকে পানির মতো সহজ হয়ে যায় এই টপিকটার মতো💥🥰
Story head bhai try korechen bhalo kre bhujanor jonno, but Enayet bhai best, apnader chesta ke dhonnobad janai, Insahallh aro bhalo content hbe asa kori❤️
Brilliant.Enjoyed lucid description of an important topic.The style of narrating the topic is unique.Three of them have done very very well in their respective part.need more collaboration video.
আমার বাড়ি যমুনা পাড়ে। এতদিন মনের মধ্যে একটা প্রশ্ন ছিল শুনে বা দেখে আসছি যমুনা নদী। কিন্তু গুগল ম্যাপে ঢুকলে ব্রম্মপুত্র নদী দেখায়। এই প্রশ্ন অনেক র কাছে জিজ্ঞেস করছি, কেউ বলতে পারে নাই, আজকে আপনার ভিডিও থেকে সঠিক ভাবে জানতে পারলাম। অসংখ্য ধন্যবাদ ভাই
ভাই আপনার এই কষ্ট গুলোর জন্য ধন্যবাদ ছাড়া কিছুই দিতে পারছি না ভাইয়া,, দোয়া করি অনেক বছর বাচেন এবং আমাদের কে এতো সুন্দর ভিডিও উপহার দিতে থাকেন💙💙💙💙 Big fan লাবিব ভাই
Khuboi vlo lgbe 3jon k 1sathe dekhe. 3jon er video ami khub pochondo koi. Shomvob hole futura a 3jon k 1sathe aro beshi video te dekhte pabo, In-shaAllah. 3joner jonnoi, suvo kamona roilo
আপনাকে আমাদের চিলমারীতে ঘুরে যাওয়ার অনুরোধ করছি। এখানকার মানুষের খুব চিল করে জীবন পার করার মুহুর্ত উপভোগ করার জন্য আমন্ত্রন রইল। আর বলে রাখি চিলমারীতে ব্রহ্মপুত্র আছে বলেই এখানকার মানুষ এক অন্যরকম জীবন-যাপন করে। যেটা কোনো সময় হয় দুঃখের আবার অনেক সুখেরও হয়। চিলমারী নিয়ে একটা বই আছে, বইটি পড়লে আপনি চিলমারী সম্পর্কে ভালো জানতে পারবেন। আর হ্যা, এতো সুন্দর সুন্দর ইনফোর্মেটিভ ভিডিওর জন্যে কিন্তু আপনি প্রশংসার দাবিদার!🥰🥰
জাতির কাছে আমার প্রশ্ন হচ্ছে : এনায়েত ভাই এই শীতকালে ফ্লোরে কেন ???
🤣🤣🤣🤣🤣
মনে হয় ভাবি ধাক্কা দিয়া ফ্লোরে ফালাইয়া দিছে অথবা তাকে দিয়ে ফ্লোর মুছতে বলছিলো। সেই কাজের সময় ভিডিওটা বানাইছি।
সে মনে হয় তার খাট এবং অন্যান্য আসবাবপত্র বড় করতে দিসে, সামনে কিছু মিছু আছে👩❤💋👩
সবই লাবিদ ভাই এর কেরামতি🫢
লাবিদ ভাইর গরমে ভাই ঠান্ডা ফ্লোরে বসেছে🙂
আহা
চিলমারি, কুড়িগ্রাম জেলার একটি উপজেলা তবে স্থানটি দেশীয় ও আন্তর্জাতিক ভাবে খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান। বাংলাদেশ ইতিহাসের ঐতিহ্যের সাথে চিলমারি নাম জড়িত। জনশ্রুতি আছে, এক সময় ব্রহ্মপুত্র নদের উপকূল ঘেঁষে গড়ে উঠেছিল এক নদী বন্দর। বড় নৌকা আর জল জাহাজ ভীড়তো এই নদী বন্দরটিতে। মালামাল খালাস করা হতো আবার জাহাজে নতুন করে মাল ভরে পাড়ি জমাতো অন্য বন্দরের পানে। ঐ সময় ব্রিটিশ প্রশাসন কর পরিশোধ করবার জন্য এই বন্দরটিতে একটি কাষ্টম অফিস স্থাপন করেছিল। কাষ্টম অফিসার যিনি ছিলেন তিনি কর পরিশোধ হওয়া মাত্রই মালের উপর সিল মেরে দিতেন। সেই সিল মারা দেখে অনেক অশিক্ষিত লোক তখন এই কাষ্টম অফিসটি সিল-মারী অফিস হিসেবে চিনতো। এই সিল-মারী কালের বিবর্তনে আজকের চিলমারী নামকরণ হয়ে গেছে।
Bah
Wow...
ভাইয়ের মাথায় বুদ্ধি আছে
Good story
ওমা ক্যামনে কি? দেখতে ঠিক আমার মতই লাগতেছে।
আজকে আপনি just কাপাইসেন বস !!!!
আপনার আর এনায়েত ভাইয়ের টিউন কাছাকাছি লাগে। এনায়েত ভাইয়ের কথার স্পিড বেশি
Khub Enjoy korechi and new things learn korechi. Thanks a lot Vaiya 😊
জমজ ভাই নাকি?
আমারও কেমন জানি মনে হচ্ছে আপনার মতই দেখতে.... এটা কি আপনি??
ও রে ভাই রে ভাই। এইটা কী ছিল। আমি আসলেই জানতাম না। সেরা একটা কোল্যাব হইসে আসলে এইটা। লাবিদ বস জিন্দাবাদ।
@@LabidRahat আচ্ছা উঠতেসি :P
অসাধারণ ইনফরমেশন ।
আজ থেকে প্রায় বিশ বছর আগে ব্রহ্মপুত্র নদীর ইতিহাস পরেছিলাম। মূলত আসাম বাংলা প্রদেশে 1702 সালে নাকি 1762 সালে ব্যাপক ভূমিকম্প হয় যার ফলে নদীর তলদেশে পরিবর্তন ঘটে। ব্রম্মপুত্রের শাখা নদী যমুনা নদী দিয়ে মূল স্রোত প্রবাহিত হচ্ছে। আর শেরপুর ময়মনসিংহ অঞ্চল দিয়ে ব্রহ্মপুত্র নদ টি দিনদিন মৃত হয়ে যাচ্ছে।
সবাই তো কাঁপায় দিছে। কিন্তু সবার বোঝানোর স্টাইল পুরা জোস। কাউরে কম বলা যাচ্ছে না। কোলাবোরেশান চাই আরো🔥🥰
বিজ্ঞানের এত কঠিন বিষয় হাসিখুশি ভাবে বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। শুভকামনা
৩ জনকে একসাথে দেখে ভালো লাগলো 🙂🙂
ঢাকা বিশ্ববিদ্যালয় এডমিশন এর জন্য প্রস্তুতি নিচ্ছি , আজ এই বিষয়টা নিয়ে পড়ছিলাম, অসংখ্য ধন্যবাদ লাবিদ রাহাত ভাইয়া 🖤
চিলমারী কুড়িগ্রামের একটি উপজেলা। সেখানকার মানুষ এখনো যেভাবে নদীর উপর নির্ভরশীল এটা আমি উত্তরবঙ্গে আর কোথাও দেখি নি। তবে তারা অনেক প্রগতিশীল।
লাবিদ ভাই, এই ভিডিও টা পুরোটা দেখেছি এবং ভালোভাবেই বুঝেছি। এই ২১ মিনিট মনে হইলো ৩/৪ মিনিট। এরকম কোল্যাবোরেশন আবার হোক এবং একটা বিষয়কে বিভিন্ন দৃষ্টিকোন থেকে ব্যখ্যা করা হোক। খুব ই সুক্ষ্ণভাবে বিশ্লেষন করা হয়েছে। ধন্যবাদ ভাই।
তিন জনকে একসাথে দেখতে খুব বেশি ভালো লাগলো! সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। ❤️
ভাবছিলাম ভিডিও টা ভালো হবে না স্কিপ দেখব😀। কিন্তু সম্পুর্ন ই দেখলাম। অসাধারণ
জোয়ার -ভাটার জন্য নদী ভাঙ্গন পদ্ধতিটি পরিপূর্ণ সঠিক, যা এনায়েত ভাই যর্থাথ বিশ্লেষণ করেছেন ফেনী নদীর এই রীতি অসংখ্যবার দর্শন করেছি।
একই ভিডিওতে ইতিহাস , বিজ্ঞান আর ভূ-বিদ্যা ! আর তিনজন প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ।
Loved it 💌
৩ জন অসাধারণ কন্টেন্ট ক্রিয়েটর,
একসাথে দেখে খুবই ভালো লাগলো & দারুন একটা ভিডিও..!!!
৩ জনের সম্মিলন খুবই চিত্তাকর্ষক ও উপভোগ্য হয়েছে। আরো চাই 👉
আপনাদের তিনজনকে একসাথে দেখে থ্রি ইডিয়টস সিনেমাটা আবারও দেখার ইচ্ছা জাগলো। ধন্যবাদ তিনজনকেই।
আন্টি এইটা কোনো কথা 🤥🥵
@storyhead ভাই বুঝাইতে বুঝাইতে শেষ, একবার জ্যাকেট খুলে আরেকবার পরে, যতক্ষণ দেখলাম টানটান উত্তেজনা। শুভকামনা রইলো আপনাদের সবার জন্য।❤️
সব বসরা একসাথে 🤩
অসাধারণ! অসাধারণ! অসাধারণ!
তিনজন মিলে যেই জ্ঞান দিলেন ঘুমাইতে পারুম না।তবে ভাল হইছে খুব❤️
নদীর গতিপথ পরিবর্তনের সময় জনজীবনে কি হয়েছিল এবং কি প্রভাব পড়েছিল তা উল্লেখ করলে ভিডিওটি আরো তথ্যবহুল ও মজাদার হতো।
এতো ডাটা পাওয়া যায় না ভাই সেইসময়ের ! চেষ্টা করেছিলাম
@@LabidRahat The changes in the courses of rivers (Jamuna, Brahmaputra, Teesta) due to earthquakes might have contributed to 1770 famine. Any clue? I could not find any.
Then video would be overlenghty
লাস্টে Storyhead এর explanation টা মাথায় গেতে গেছে । 🥰🥰
এমন কোলাবরেশনে আরো অনেক ভিডিও চাই। দারুন এপিসোড!! ❤❤
একটা অসাধারণ প্রযোজনা। বাংলাভাষায় বিরল। অসংখ্য ধন্যবাদ, আপনাদের তিনজনকেই।
চমৎকার , আরও চমৎকার উপস্থাপকত্রয়ীর ভিন্ন রকম উপস্থাপন পদ্ধতি। সবচেয়ে ভালো লাগলো বিষয় বস্তু নির্বাচন ও তার উপর বিস্তারিত তথ্য উপস্থাপন। এধরনের ভিডিও এর আরও প্রত্যাশা করি। ধন্যবাদ।
আজকের ভিডিওর সবগুলো টেকনিক্যাল টার্ম গুলা ইঞ্জিনিয়ারিং পড়ার সময় একটা সাবজেক্টে পরসিলাম কিন্তু এই তিনজন লিজেন্ড আজকে যেভাবে উপস্থাপন করলো এখন বিষয় গুলো সহজেই উপলব্ধি করতে পারছি 😃
তিনজনের একসাথে ভিডিও অসাধারণ এবং অথ্য গুলো ও খুবই সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে ❤️❤️ ❤️
তিনজনের জন্য দোয়া রইল ❤️
I didn’t expect such a collaboration!I really enjoyed it.Though I knew the fact why Brahmaputra river flows through the Jamuna river,I learned many new things from the video.Great job.
As always wonderfully explained
The part of StoryHead was too good
That's awesome man.
We're very much thankful to all of you who makes this type of topic so interesting.
Hats off 🫡
তিন জনকে একসাথে দেখেই সাথে সাথে প্লে করে দিছি😬
অসম্ভব সুন্দর আলোচনা, আমার নিজের রিসার্চের জন্য এই ভিডিও টা যে কি পরিমাণ হেল্পফুল!❤️
না ভাই সেই ছিলো💥
এমন ইনফরমেটিভ ভিডিও বোধহয় বাংলাদেশে কারো নাই❤️
এতো চমৎকার ভিডিও জীবনেও দেখি নাই। এরকম তিনজনের একসাথে ভিডিও আরো চাই 💓💓💓💓
সবার টা জানি না,আমার কাছে এটা সেরা ভিডিও ছিলো।
তিন জনের একি টপিক।এবং লাবিদ ভাই আপনি টপিকটাও জোশ নিয়েছেন❤️
অসাধারণ ছিল তিন জনের সমন্বয়!
অনেক কিছুই জানলাম ও শিখলাম।
ধন্যবাদ 🥰
আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। অনেক অজানা তথ্য জীবনে প্রথম জানলাম। আসলে ভূগোলের আঁকিবুকি আমরা কতজন ই বা বুজি? এ ধরনের শিক্ষামূলক ভিডিও আরো চাই। অসংখ্য ধন্যবাদ ছোট ভাইয়েরা আমার।
Valobasha roilo Vai ❤️
Joss Vai. Go on brothers ...
Waiting for next video....
তার অত্যন্ত বুদ্ধিমানের মত একটা ভিডিও হয়েছে সবাই মিলেমিশে ভিডিও করছে, আপনাদের সবার সম্মিলিত মেধার প্রশংসা করতেই হয় সত্যিই আপনার ট্যালেন্ট
ভালই লাগল, এভাবে সকল ইউটিউবাররা একসাথে থাকলে বাংলাদেশ নম্বর ওয়ানেই থাকত
তিন জন মিলে ভালোই বুঝাইলেন।। 🥰🥰
সেই হইসে ভাই, তিনজনের এইরকম কোলাবোরেশান ভিডিও আরো দেখতে চাই। ❤️
Mon ta khusi hoye gelo apnader aksathe explain korte dekhe...3 prio mukh💚💚💚💚
আমি তিনজনের ভিডিওই নিয়মিত দেখি।
একসাথে তিনজনকে দেখে বেশ জমেছে❣️👌
ভাই স্টোরি হেড মাসে না, যদি পুরো বছরেও একটা ভিডিও বানায়, আমি ঐ ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকি। আসলে খুবই খুবই বেশি কোয়ালিটি ফুল ভিডিও বানায়। আর এই ভিডিওতে তো উনি একদম ফাটায় দিসে।
ব্রম্মপুত্র নিয়ে জানার আগ্রহ ছিলো, ধন্যবাদ অসাধারণ ভিডিও এর জন্য। অহ! collaboration was amazing 🌋
এক কথায় অসাধারণ।।। পছন্দের তিনজন ইউটিউবারকে এক ভিডিওতে এমন একটা মাস্টারপিস ভিডিও উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।।এমন ভিডিও আরো চাই লাবিদ রাহাত ভাইয়া।❤️❤️❤️
ভীষণ ভীষণ ভালো লাগলো সকলের জন্য রইল আমার আন্তরিক ভালোবাসা।
তিন জন মানে তিন রত্ন❤
Story head r looking awesome 😁😅just give you positive energy 🤟
এনায়েত ভাই আর অর্ণব ভাই এর intro দুই টা সেই হয়েছে! একদম ১০০ তে ১৫০👏
অসাধারণ পরিকল্পনা ও উপস্থাপনা। শুভ কামনা রইল
Good to see this kind of collab.
It makes extra flavor to the content. Well done and keep it up 👍👍💛💛
৩ জনের কোলাবোরেশান এ ভিডিও টি খুবই ভালো হয়েছে। সুন্দর উপস্থাপনা এনজয়েবল। খুব গোছালো। খাপছাড়া মনে হয়নি।
What a tremendous journey it was!
Keep it up!
Our expectation level reaches to sky!!!
৩জনের সম্মিলিত ভিডিওটি ভালো লেগেছে। অনেক কিছু শিখতে পারলাম♦♦।
ভাল্লাগছে ভাই তিনজনকে একসাথে এক ভিডিওতে দেখে❤️❤️❤️
ভালোবাসা আপনাদের জন্যে
আমি এডমিশন ক্যান্ডিডেট।আজকেই এই টপিকটা পড়েছিলাম দুপুরে,সব মাথার উপর দিয়ে যাচ্ছিলো।ইউটিউবে সার্চও দিয়েছিলাম তেমন কিছু পাইনি!
কিন্তু সন্ধ্যায়ই যে এমন একটা সারপ্রাইজ গিফট পাবো ভাবতেও পারিনি😍অনেক অনেক ধন্যবাদ ৩ জন লিজেন্ড-কে।এত সুন্দর আর এত সরল,সাবলীল ভাবে এমন জটিল বিষয়টাকে বুঝিয়ে দেয়ার জন্য!💞
সকল এডমিশন ক্যান্ডিডেটদের পক্ষ থেকে অনুরোধ রইলো ভাইয়া,আমাদের এমন কিছু ভিডিও উপহার স্বরূপ দিন,যেন আমাদের জিকে পানির মতো সহজ হয়ে যায় এই টপিকটার মতো💥🥰
Story head bhai try korechen bhalo kre bhujanor jonno, but Enayet bhai best, apnader chesta ke dhonnobad janai, Insahallh aro bhalo content hbe asa kori❤️
পুরাই আগুন ভাই💥💥
আগামী দিনগুলোতেও আপনাদের তিনজনকে এক ফ্রেমে দেখতে চাই💝💝
You three are rocks!
Collaboration টা ভাল্লাগছে।
মাত্র তিনশো বছর! অনেক তথ্যবহুল ভিডিও দেখে ভাল লাগলো।
শিক্ষিত মানুষ গুলো ই সমাজের পরিবর্তন নিয়ে আসতে পারে তেমন ই যেকোন প্লাটফর্ম এর পরিবর্তন নিয়ে আসতে পারে এই ভিডিও গুলোই তার প্রমাণ 🥀❤️
It was a great collaboration and so much information in one video! Loved every bit of it.
তিন জনকে একসাথে দেখে খুবই ভালো লাগলো।
অসাধারণ লেগেছে। এমন ভিডিও ভবিষ্যতেও আশা করি
তিন জনকে একসাথে দেখে খুব ভালো লাগলো ।।
Thank you 3 jonkei🥰
অনেক অনেক ধন্যবাদ, কিছু শিখতে এবং জানতে পারলাম,,আরো কিছু এরকম শিক্ষনীয় ভিডিও উপহার দেন
খুব দারুন হয়েছে ভিডিও! খুব জটিল জিনিস সবাই খুব সহজ ভাবে বুঝিয়েছেন। ধন্যবাদ আপনাদের
Brilliant.Enjoyed lucid description of an important topic.The style of narrating the topic is unique.Three of them have done very very well in their respective part.need more collaboration video.
Many thanks!
Great and Good Collaboration... Valo Legeche.
কোলাবরেশন অনেক ভালো হইছে ভাই।
অর্ণব ভাইয়ের পার্টটা মজার ছিলো।
সুন্দর!
এরকম আরও হতে পারে দেশের সকল গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে।
🌼🥀🍀
তিনজনই খুব ভালো করে বুঝিয়েছেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।
খুব ভালো লাগলো।উপস্থাপনা টাও অতি চমৎকার।
অনেক ধন্যবাদ ভাইয়া। অবশেষে একটা লম্বা ভিডিও দিলেন।
তিনজন প্রিয় মানুষ একসাথে😍
Intro's were awesome.
কোনো খাপছাড়া লাগে নাই ভাই। এরকম ভিডিও আরো চাই। লাভ ইউ ভাই।❤❤❤
অসংখ্য ধন্যবাদ 🤍 তিনজন ভাইকেই🤍
আমার বাড়ি যমুনা পাড়ে। এতদিন মনের মধ্যে একটা প্রশ্ন ছিল শুনে বা দেখে আসছি যমুনা নদী। কিন্তু গুগল ম্যাপে ঢুকলে ব্রম্মপুত্র নদী দেখায়।
এই প্রশ্ন অনেক র কাছে জিজ্ঞেস করছি, কেউ বলতে পারে নাই, আজকে আপনার ভিডিও থেকে সঠিক ভাবে জানতে পারলাম।
অসংখ্য ধন্যবাদ ভাই
৩ জনকে একসাথে দেখে খুব ভালো লাগলো!
৩ জনের কোলাবোরেশানে ভিডিওটা খুব ভালো লেগেছে, এনজয় করেছি। ❤️
Knowledge based video. I learnt a lot from this video.Thanks.
ভাই আপনার এই কষ্ট গুলোর জন্য ধন্যবাদ ছাড়া কিছুই দিতে পারছি না ভাইয়া,, দোয়া করি অনেক বছর বাচেন এবং আমাদের কে এতো সুন্দর ভিডিও উপহার দিতে থাকেন💙💙💙💙
Big fan লাবিব ভাই
ভালোবাসার তিন জন মানুষ। তিনজনের একত্রে আরো আরো ভিডিও চাই
Khuub josss bhai
Purai geology, geomorphology
Khuboi vlo lgbe 3jon k 1sathe dekhe. 3jon er video ami khub pochondo koi. Shomvob hole futura a 3jon k 1sathe aro beshi video te dekhte pabo, In-shaAllah.
3joner jonnoi, suvo kamona roilo
In one word Magnificent.
Collaboration videos are fun to watch and when the collaboration is with such awesome people 😍😍😍😍😍😍😍.
অনেক ধন্যবাদ।অজানা জানা ।সত্যিই অসাধারণ।
What a great moments the 3 legends are here.wow..thank you Labib vaiya for it... great work.
ব্রম্মপুত্রের গতিপথ পরিবর্তনের ফলে আজকে আমাদের একটা বড় পুকুর আছে,,,মানে আগে সেটা নদী(বংশাই) ছিল,,,প্রায় ২৫০বছর আগে😎😎😎
ভিডিও টা অনেক ভালো ছিলো। এরকম ভিডিও আরো চাই ৩ জনের ❤️🌿
আপনাকে আমাদের চিলমারীতে ঘুরে যাওয়ার অনুরোধ করছি। এখানকার মানুষের খুব চিল করে জীবন পার করার মুহুর্ত উপভোগ করার জন্য আমন্ত্রন রইল।
আর বলে রাখি চিলমারীতে ব্রহ্মপুত্র আছে বলেই এখানকার মানুষ এক অন্যরকম জীবন-যাপন করে।
যেটা কোনো সময় হয় দুঃখের আবার অনেক সুখেরও হয়।
চিলমারী নিয়ে একটা বই আছে, বইটি পড়লে আপনি চিলমারী সম্পর্কে ভালো জানতে পারবেন।
আর হ্যা, এতো সুন্দর সুন্দর ইনফোর্মেটিভ ভিডিওর জন্যে কিন্তু আপনি প্রশংসার দাবিদার!🥰🥰
এক কথাই অসাধারণ প্রেজেনটেশন।
ভিডিও টা সেই জমছিল দেখার সময় 🤟❤️
Beautifully explained you three!
osthir hoise vai 😘😘😘
Onek valo legeche, video mone hocchilo 2,1 minute er ❤️
I am just thrilled about the collaboration
tnx! for this amazing content, funny but informative..! go ahead bro..