আমার কৈফিয়ৎ # কাজী নজরুল ইসলাম # Foysal Aziz’s Recitation

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • ফেইসবুক: / faysalazizrecitation
    ভয়েস আর্ট ইমেইল: voice.art@outlook.com
    কবিতা : আমার কৈফিয়ৎ (Poem: Amar Koifiot )
    কবি : কাজী নজরুল ইসলাম (Poet : Kazi Nazrul Islam )
    আবৃত্তি : ফয়সাল আজিজ (Recitation : Foysal Aziz)
    বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই ‘নবী’
    কবি ও অকবি যাহা বলো মোরে মুখ বুজে তাই সই সবি !
    কেহ বলে, ‘তুমি ভবিষ্যতে যে
    ঠাঁই পাবে কবি ভবীর সাথে হে !
    যেমন বেরোয় রবির হাতে সে চিরকেলে -বাণী কই, কবি ?’
    দুষিছে সবাই, আমি তবু গাই শুধু প্রভাতের ভৈরবী !
    কবি বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা প’ড়ে শ্বাস ফেলে ।
    বলে, কেজো ক্রমে হচ্ছে অকেজো পলিটিক্সের পাঁশ ঠেলে ।
    পড়েনাক’ বই, ব’য়ে গেছে ওটা ।
    কেহ বলে, বৌ-এ গিলিয়াছে গোটা ।
    কেহ বলে, মাটি হ’ল হ’য়ে মোটা জেলে ব’সে শুধু তাস খেলে ।
    কেহ বলে, তুই জেলে ছিলি ভালো, ফের যেন তুই যা’স জেলে ।
    গুরু ক’ন, তুই করেছিস শুরু তলোয়ার দিয়ে দাড়ি চাঁচা ।
    প্রতি শনিবারই চিঠিতে প্রেয়সী গালি দেন, ‘তুমি হাঁড়িচাঁচা !’
    আমি বলি, ‘প্রিয়ে, হাটে ভাঙি হাঁড়ি-‌’
    অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি।
    সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে, হিন্দুরা ক’ন, আড়ি চাচা !
    যবন না আমি কাফের ভাবিয়া খুঁজি টিকি দাড়ি, নাড়ি কাছা !
    .........
    .........
    ......
    ......
    ......
    আমরা তো জানি, স্বরাজ আনিতে পোড়া বার্তাকু এনেছি খাস ।
    কত শত কোটী ক্ষুধিত শিশুর ক্ষুধা নিঙাড়িয়া কাড়িয়া গ্রাস
    এল কোটী টাকা, এল না স্বরাজ !
    টাকা দিতে নারে ভুখারি সমাজ ।
    মা'র বুক হতে ছেলে কেড়ে খায়, মোরা বলি, বাঘ, খাও হে ঘাস !
    হেরিনু, জননী মাগিছে ভিক্ষা ঢেকে রেখে ঘরে ছেলের লাশ !
    বন্ধু গো, আর বলিতে পারি না, বড় বিষ-জ্বালা এই বুকে,
    দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে,
    রক্ত ঝরাতে পারি না তো একা,
    তাই লিখে যাই এ রক্ত-লেখা,
    বড় কথা বড় ভাব আসেনাক' মাথায়, বন্ধু, বড় দুখে !
    অমর কাব্য তোমরা লিখিও, বন্ধু, যাহারা আছ সুখে !
    পরোয়া করি না, বাঁচি বা না-বাঁচি যুগের হুজুগ কেটে গেলে,
    মাথার ওপরে জ্বলিছেন রবি, রয়েছে সোনার শত ছেলে ।
    প্রার্থনা ক'রো-যারা কেড়ে খায় তেত্রিশ কোটী মুখের গ্রাস,
    যেন লেখা হয় আমার রক্ত-লেখায় তাদের সর্বনাশ ।

ความคิดเห็น • 33

  • @Kobitareezu
    @Kobitareezu 2 ปีที่แล้ว +5

    আপনি অনেক ভালো আবৃতি করন। আর আমার নজরুল তো নজরুলেই

  • @mahbuburrahman5336
    @mahbuburrahman5336 7 หลายเดือนก่อน +2

    কত শতবার যে শোনেছি তার হিসেব নেই।
    অমৃতের মতো যত শুনি ততই ভালো লাগে কেনো জানি!!!

  • @mdahad1041
    @mdahad1041 2 ปีที่แล้ว +9

    বড় কথা বড় ভাব আসে নাকো মাথায় বন্ধু বড় দুখে অমর বাক্য তোমরা লিখিও বন্ধু যাহারা আছো সুখে কবি কি যে লিখেছেন তাহা অন্তর দিয়ে পরিলে বোঝা যায় আল্লাহ কবিকে জান্নাত দান করুক আমিন

  • @durontaexpress9117
    @durontaexpress9117 3 ปีที่แล้ว +8

    অমর কবিতা

  • @LifeofBangladesh
    @LifeofBangladesh 3 ปีที่แล้ว +7

    বাংলাদেশের জাতীয় কবি এবং বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবির কবিতা খুবই ভালো লাগে।

  • @TahabubAlam
    @TahabubAlam 3 ปีที่แล้ว +7

    সবাই ভালো করে শুনি এবং অনুভব করি কবিতার কথাগুলো! কী অপূর্ব! ধন্যবাদ আবৃত্তিকারককে!

  • @s......................
    @s...................... 3 ปีที่แล้ว +2

    কাজী নজরুল ইসলামকে আমার প্রনাম।

  • @kalo2897
    @kalo2897 3 ปีที่แล้ว +3

    আমি প্রতিটি কবিতা আবৃত্তি করার আগে আপনার ওই কবিতা আবৃত্তি কমপক্ষে তিনবার শুনি

  • @SohelRana-nq7bu
    @SohelRana-nq7bu ปีที่แล้ว +1

    অসাধারণ

  • @BrainHealer
    @BrainHealer 3 ปีที่แล้ว +2

    ভাল...

  • @Hanifbd96
    @Hanifbd96 2 ปีที่แล้ว +1

    চমৎকার

  • @sayantandhar4579
    @sayantandhar4579 10 หลายเดือนก่อน +1

    খুবই দুর্বল আবৃত্তি। আরও অনেক ভালো হতে পারতো।

  • @ahsanullahhasan6864
    @ahsanullahhasan6864 2 ปีที่แล้ว +1

    আপনাকে ধন্যবাদ

  • @kamrunkabir9643
    @kamrunkabir9643 ปีที่แล้ว +1

    Darun !

  • @আলোকিতইসলাম-ভ৬য
    @আলোকিতইসলাম-ভ৬য 3 ปีที่แล้ว +1

    অসাধারণ কবিতা

  • @iqbalyousuf9205
    @iqbalyousuf9205 6 หลายเดือนก่อน

    মুগ্ধ

  • @KhudezaDazy
    @KhudezaDazy 3 หลายเดือนก่อน

    খুব সুন্দর,🎆✨🧨🎇🌨️💘💔❤️‍🩹💌❤️‍🔥🌦️🌧️🌨️💛💚💙🤎🖤🧡🧡🧡❤️❤️❣️❣️❣️❣️💟💟💟💕💕💞💓💗💖💝💣💣🤍👍🌟⭐🌞🌙🌹💌💟💚💔❤️‍🔥❣️

  • @abdulrahaman8000
    @abdulrahaman8000 ปีที่แล้ว +1

    অসাধারণ লাগল আপনার আবৃত্তি

  • @prandas5763
    @prandas5763 2 ปีที่แล้ว +1

    🌹❤️🌹❤️

  • @mdsumonkhan8192
    @mdsumonkhan8192 2 ปีที่แล้ว +1

    চমৎকার আবৃত্তি

  • @s......................
    @s...................... 3 ปีที่แล้ว +1

    সুন্দর লাগলো উপস্থাপন

  • @nicemelody3314
    @nicemelody3314 2 ปีที่แล้ว

    চমৎকার!

  • @jabirabdullah1260
    @jabirabdullah1260 ปีที่แล้ว +1

    অসাধারণ! অসাধারণ অসাধারণ!!

  • @ahasanulhabib2915
    @ahasanulhabib2915 3 ปีที่แล้ว +1

    ❤️

  • @Biswassusmita1002
    @Biswassusmita1002 2 ปีที่แล้ว

    ভালো লাগল।ধন্যবাদ।

  • @ranahossain2021
    @ranahossain2021 ปีที่แล้ว

    kob sondor laglo dada

  • @Aktarul-Islam_Official
    @Aktarul-Islam_Official 2 ปีที่แล้ว

    ❤️❤️❤️

  • @voiceofsumon3532
    @voiceofsumon3532 3 ปีที่แล้ว +1

    খুব সুন্দর লাগলো

  • @tusharsingha7118
    @tusharsingha7118 2 ปีที่แล้ว

    মনে হয় কবি নিজেই আবৃত্তি করছেন।

  • @sayantandhar4579
    @sayantandhar4579 10 หลายเดือนก่อน +1

    অনেক ভুল উচ্চারণ, ভুল শব্দ, যা লেখা আছে কবিতায় তাই বলা উচিত। আর এক্সপেশনে অনেক অভাব।

  • @farjanarina8452
    @farjanarina8452 2 ปีที่แล้ว +1

    অসাধারণ