ষড়দর্শন হল হিন্দু শাস্ত্রমতে আস্তিকদর্শনগুলির ছয়টি ভাগ। এখানে আস্তিক কথার অর্থ হল এই দর্শনগুলি প্রথমেই বেদকে প্রামাণ্যগ্রন্থ হিসেবে স্বীকার করে নিয়ে তারপর তার নিজস্ব প্রতিপাদ্য বিষয়গুলিকে বিচার করে। ভারতীয় আস্তিকদর্শনের এই ছয়টি ভাগ হল- ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, পূর্বমীমংসা বা মীমাংসা এবং উত্তরমীমাংসা বা বেদান্ত। বৈশেষিককে কখনও কখনও গুণাদ বলেও অভিহিত করা হয়ে থাকে। এই দর্শনগুলো এই অর্থে 'আস্তিক' যে এগুলি বেদে বিশ্বাস স্থাপন করে ও বেদকেই একমাত্র প্রামাণ্য বলে স্বীকার করে। এখানে আস্তিকতা অর্থে ঈশ্বরে বিশ্বাসের সাথে কোনও সম্পর্ক নেই। বস্তুত আস্তিক বলে পরিচিত এই ছ'টি দর্শনের অন্যতম সাংখ্য ও মীমাংসা জগতের স্রষ্টা হিসেবে ঈশ্বরের অস্তিত্বেই বিশ্বাস করে না; বৈশেষিক দর্শনেও সরাসরি ঈশ্বর সম্পর্কিত কোনও কথা বলা নেই। আবার ন্যায় দর্শন যদিও ঈশ্বর ও আত্মার অস্তিত্বে বিশ্বাসী, এই দর্শনের মতে জগতেরও স্বতন্ত্র অস্তিত্ব আছে। অর্থাৎ, বেদান্ত দর্শনে যে ঈশ্বর (সগুণ ব্রহ্ম) ও ব্রহ্মের (নির্গুণ) কথা বলা হয়েছে এবং ব্রহ্মই সত্য, জগত মিথ্যা বলে মতপ্রকাশ করা হয়েছে - আস্তিক বলে পরিচিত সমস্ত দর্শনগুলিই সে প্রশ্নে মোটেই একমত নয়। নাস্তিক দর্শনগুলির সাথে এদের মূল পার্থক্য হল এই যে, নাস্তিক দর্শনগুলি জড়বাদী, আত্মা ও ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে না এবং বেদকেও তারা কোনও প্রামাণ্যগ্রন্থ বলে স্বীকার করে না। চার্বাক, বৌদ্ধ ও জৈন দর্শন হল প্রাচীন ভারতে বিকশিত নাস্তিক দর্শনগুলির মধ্যে অন্যতম।
PANINI LOKOBHASHA PROCHAR NIKETAN .Sanskrit study center . Hasnabad . North 24 pgs .
Thank you sir
স্যার আপনি এখানে যে text bookএর পেজটা পড়াচ্ছেন সেই বইটার নাম এবং লেখকের নামটা একটু বলুন।
ভারতীয় দর্শনের সর্ম্পন্ন অধ্যায়ের ভিডিও আমরা পাবো?
অনেক কিছুই দেওয়া হয়েছে একটু প্লে লিস্টি দেখে নিন। ধন্যবাদ
sir আমাকে কিছু question আর answer করে দেবেন এই বেদান্ত সার গ্রন্থে থেকে ।।।।please sir ।।please
মাফ করবেন সম্ভব হবে না।
🙏🙏🙏
11 class phylosophy Advaita Vedanta with Bengla version
আমি শিক্ষাবিজ্ঞান বিভাগের শিক্ষক
Sir nbu ar syllabus niya bañgali te alochona korle valo hoy
ঠিক আছে
Vedanta darshan e banchona shikar kora hoy ki
Thank you sir🙏🙏
good
আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন।
Sir BA syllabus নিয়ে কিছু short question এর ভিডিও বনালে খুব ভালো হয় । যেমন করে xi,xii এর বানিয়েছেন।
BA education honours er subjects niye sir
আসলে সময়ের অভাবে কিছুই কমপ্লিট করতে পারছিনা। দেখি চেষ্ঠা করে যদি পারি।
@@EducationalZone oke sir অবসর সময়ে সাহায্য করলে খুবি উপকৃত হব।
@@santanasingha7717 3I
Sir please ja textbook ar page ta porachen oi boi tar nam ta bolun ?
দেখতে হবে। M. Ed এর বই ছিল এটি
@@EducationalZoneআচ্ছা স্যার একটু দেখে বলবেন।
@@EducationalZone আমি তাহলে কলেজ লাইব্রেরী থেকে বইটা তুলে পড়তাম খুব ভালো এই বইয়ের লেখা গুলো।
Swami Vivekananda r practical vedanta Bengali book kothy paoa jbe ?
বইয়ের দোকানে😃
@@EducationalZone *Dada clg street e gislam, Bengali version e pacchi na..* details ta age na bolar jnno sorry, jdi hlp koren khb upokrito hobo.
help hobe student der
#onlinephilosophyteachingandguide
Sir Bengali book tar nam ebong writer er Nam ta dile khub upokrito hotam
শিক্ষার দার্শনিক প্রেক্ষিত - মিহির কুমার চট্টোপাধ্যায় (M.Ed) এর বই।
ষড়দরশন এর ব্যাখ্যা
ষড়দর্শন হল হিন্দু শাস্ত্রমতে আস্তিকদর্শনগুলির ছয়টি ভাগ। এখানে আস্তিক কথার অর্থ হল এই দর্শনগুলি প্রথমেই বেদকে প্রামাণ্যগ্রন্থ হিসেবে স্বীকার করে নিয়ে তারপর তার নিজস্ব প্রতিপাদ্য বিষয়গুলিকে বিচার করে। ভারতীয় আস্তিকদর্শনের এই ছয়টি ভাগ হল- ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, পূর্বমীমংসা বা মীমাংসা এবং উত্তরমীমাংসা বা বেদান্ত। বৈশেষিককে কখনও কখনও গুণাদ বলেও অভিহিত করা হয়ে থাকে।
এই দর্শনগুলো এই অর্থে 'আস্তিক' যে এগুলি বেদে বিশ্বাস স্থাপন করে ও বেদকেই একমাত্র প্রামাণ্য বলে স্বীকার করে। এখানে আস্তিকতা অর্থে ঈশ্বরে বিশ্বাসের সাথে কোনও সম্পর্ক নেই। বস্তুত আস্তিক বলে পরিচিত এই ছ'টি দর্শনের অন্যতম সাংখ্য ও মীমাংসা জগতের স্রষ্টা হিসেবে ঈশ্বরের অস্তিত্বেই বিশ্বাস করে না; বৈশেষিক দর্শনেও সরাসরি ঈশ্বর সম্পর্কিত কোনও কথা বলা নেই। আবার ন্যায় দর্শন যদিও ঈশ্বর ও আত্মার অস্তিত্বে বিশ্বাসী, এই দর্শনের মতে জগতেরও স্বতন্ত্র অস্তিত্ব আছে। অর্থাৎ, বেদান্ত দর্শনে যে ঈশ্বর (সগুণ ব্রহ্ম) ও ব্রহ্মের (নির্গুণ) কথা বলা হয়েছে এবং ব্রহ্মই সত্য, জগত মিথ্যা বলে মতপ্রকাশ করা হয়েছে - আস্তিক বলে পরিচিত সমস্ত দর্শনগুলিই সে প্রশ্নে মোটেই একমত নয়।
নাস্তিক দর্শনগুলির সাথে এদের মূল পার্থক্য হল এই যে, নাস্তিক দর্শনগুলি জড়বাদী, আত্মা ও ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে না এবং বেদকেও তারা কোনও প্রামাণ্যগ্রন্থ বলে স্বীকার করে না। চার্বাক, বৌদ্ধ ও জৈন দর্শন হল প্রাচীন ভারতে বিকশিত নাস্তিক দর্শনগুলির মধ্যে অন্যতম।
পাশ্চাত্য দর্শন সম্বন্ধে কিছু বললে খুব খুশি হব স্যার
ভিডিও তৈরি করা আছে। আমাদের প্লে লিস্ট টি একটু অনুগ্রহ করে দেখুন। ধন্যবাদ।
স্যার বেদান্ত দর্শন কি ইশ্বরের অস্তিত্বে বিশ্বাসী?
th-cam.com/video/Gsk2FVpllJA/w-d-xo.html