ব্রিক ফাউন্ডেশনের সুবিধা-অসুবিধা, ভালো এবং মন্দ | Ahmad Construction

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 พ.ย. 2024

ความคิดเห็น • 6

  • @KamalAhmed-mc5fd
    @KamalAhmed-mc5fd 20 วันที่ผ่านมา

    স্যার,ইলেকট্রিক মিস্ত্রি ফ্লোর এ গ্রুফ কাটতে গিয়ে কনসিল বীমের পাশ থাকা কয়েকটা রড কেটে ফেলেছে।
    মে বি রড গুলো ক্রাংক রড। পরে অয়েল্ডিং করা হয়েছে। কোনো সমস্যা হতে পারে?স্যার

    • @Ahmadconstruction
      @Ahmadconstruction  20 วันที่ผ่านมา

      বুঝতে পেরেছি। ওয়েল্ডিং করা হলে সমস্যা হওয়ার কথা না।

  • @MilonMia-v2t
    @MilonMia-v2t หลายเดือนก่อน

    আসসালামুয়ালাইকুম আমি দুতলা বাড়ি করতে চাই দুইটা রুম কলমের উপরে। কয়টি কলম লাগবে কত টাকা খরচা হবে একটু হিসাবটা দিতে পারলে ভালো হতো আরেকটু কেমন রুম করলে ভালো হবে। ডিজাইন দিলে ভালো হতো

    • @Ahmadconstruction
      @Ahmadconstruction  หลายเดือนก่อน

      ওয়া আলাইকুমুস সালাম। আপনার প্রশ্নের উত্তরের জন্য অনেক বিষয় জানতে হবে। আর সর্বপ্রথম আপনাকে একটা নকশা/প্লান করতে হবে। যোগাযোগ করুন- 01762 767696 হোয়াটসঅ্যাপে।।

  • @toufiktv1445
    @toufiktv1445 หลายเดือนก่อน

    পর্বের দিনে রাজা বাদশাহ রা ইটের ফাউন্ডেশন দিয়ে বাড়ি করেছে। সে বাড়ি গুলো এখনো মজবুত রয়েছে। কারণ টা দয়া করে জানাবেন।

    • @Ahmadconstruction
      @Ahmadconstruction  หลายเดือนก่อน

      কারণ, ভিডিওতে বলেছি। আপনি ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন, আমি বলেছি- আমরা ব্রিক ফাউন্ডেশন বলি, কিন্তু যেটা করি, সেটা হলো ব্রিকের উপর বাড়ি করা। ব্রিক ফাউন্ডেশন আসলে ৩০-২৫-২০-১৫ ইঞ্চি হয় ফ্লোর পর্যন্ত। পরে ওয়াল হয় মিনিমাম ১০ ইঞ্চি, কখনো ওয়াল ১৫ইঞ্চিও হতে দেখেছি। এটা হলো ব্রিক ফাউন্ডেশন। আর আগেকার রাজা বাদশারা এই ব্রিক ফাউন্ডেশনে প্রাসাদ / বাড়ি করতো। এখন, ২০/১৫ দিয়ে ফ্লোর করে পরে ৫ ইঞ্চি দিয়ে ওয়াল করে, যা নন-লোড বেয়ারিং এবং ঝুঁকিপূর্ণ। আশা করি, পরিষ্কার করতে পেরেছি। ধন্যবাদ