Nijhum Sandhaye | Monihar | Bengali Movie Song | Lata Mangeshkar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025
  • เพลง

ความคิดเห็น • 818

  • @tahsinshayokh1437
    @tahsinshayokh1437 3 ปีที่แล้ว +148

    "লতা মঙ্গেস্কার" এই মানুষটা আজকে(06-02-22) দুনিয়া থেকে চিরন্তন বিদায় নিলেন।কিন্তু আমাদের মনে তার জায়গাটা চিরকালই থাকবে।

  • @sreebashbobita8195
    @sreebashbobita8195 4 ปีที่แล้ว +104

    উঃ কি হৃদয় ছোয়া গান! দিদির। চরনে নমস্কারএর চেয়েও বড় বেদনা এক দিন সব ই আমাদের মাঝ থেকে হারিয়ে যায়
    যায় যদি লুপ্ত হয়ে যাক শুধু থাক এক বিন্দু নয়নের জল।

  • @AbdullahAbdullah-rh4mi
    @AbdullahAbdullah-rh4mi 3 ปีที่แล้ว +175

    লতাজির তুলনা লতাজি নিজেই। আমি ৪০ বছর ধরে লতাজির কন্ঠে এ গানটি শুনছি, কিন্তু এখনো সাধ মিঠে নাই, কেবলই শুনতে ইচ্ছে করে। লতাজির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।

  • @dssubhamroy7599
    @dssubhamroy7599 3 ปีที่แล้ว +30

    শুদ্ধ এবং পবিত্র বাংলা ভাষা... 💖💖💖💖💖💖 যূগ টা এই কারণেই স্বর্ণ ছিল ।

  • @jajaborfahien.6241
    @jajaborfahien.6241 2 หลายเดือนก่อน +11

    আমার বয়স ৬৫ । যখন গানটা শুনি তখনই যৌবনের হারিয়ে যাওয়া সোনালী দিনগুলোর কথা মনে পড়ে, হৃদয় মুচড়ে ওঠে। জীবনে চলার পথে মানুষ যে কোথায় যায় তার ঠিকানা থাকে না।

  • @prodyutkumardutta2726
    @prodyutkumardutta2726 3 ปีที่แล้ว +201

    আজ থেকে ৫০ - ৫৫ বছর আগে গ্ৰামের আল পথ দিয়ে চলতে চলতে দূর কোনো গ্ৰামের অনুষ্ঠান বাড়ী থেকে এই গানের সুর ভেসে আসত তখন এক মন কেমন করা ভাব তাড়িয়ে বেড়াত তা ভাষায় প্রকাশ করার নয় !

    • @kamalenduhazra3039
      @kamalenduhazra3039 3 ปีที่แล้ว +15

      আপনাকে অনেক ধন্যবাদ, আপনি একেবারে আমরা মনের কথাটাই লিখেছেন। এই গানটার সঙ্গে সমস্ত বাঙালির একটা অদ্ভুত ভালো লাগা জড়িয়ে আছে।
      কি সুন্দর কথা(পুলক বন্দোপাধ্যায়ের),
      কি সুন্দর সুর(হেমন্ত মুখোপাধ্যায়ের)আর
      কি সুন্দর গায়কী(লতা মঙ্গেশকরের)
      চির নবীন, চির নতুন এই সব গান।

    • @imranakhand8750
      @imranakhand8750 2 ปีที่แล้ว +7

      আপনার সাথে পুরো একমত। এ গানটিতে মনকে কেমন করে দেয়ার একটি উপাদান আছে। গানটি শুনলেই ভালো লাগার সাথে সাথে মন উদাস হয়ে যায়।

    • @asokemakal5526
      @asokemakal5526 2 ปีที่แล้ว +8

      বাঙ্গালীদের সেই আবেগ এখন আর কোথায় ?

    • @diptanurang5237
      @diptanurang5237 2 ปีที่แล้ว +5

      Ekdom e moner kotha bolechen.

    • @md.firozmollah911
      @md.firozmollah911 2 ปีที่แล้ว +6

      At first I listened this song in the annual sports competition of our Joynagor High School, Kashiani, Gopalganj, Bangladesh in 1974. The song was played in between two sports events. It was played by gramophone records. Another side of the record was the song Ashar Srabon Manenato Mon. Since then how many times I listened this song can not be expressed in number. The more I listen the more I feel urge to listen again. These are the songs of the golden time of sub-continent music. Those days are gone.

  • @akmnoormohammad8148
    @akmnoormohammad8148 3 ปีที่แล้ว +544

    তখন দশম শ্রেনী,কান্দি রাজ হাই স্কুল,আর আজ সত্তর পার,রিটায়ার্ড ।তবু এই গান আমাকে যেনো পাঁচ মিনিটের জন্য নিয়ে গেলো ষোলো বছরে।

    • @udayta2038
      @udayta2038 2 ปีที่แล้ว +12

      J

    • @shyamaprosadadhikari8631
      @shyamaprosadadhikari8631 2 ปีที่แล้ว +8

      Correct comments dada.

    • @nasirulislamdipto
      @nasirulislamdipto 2 ปีที่แล้ว +4

      🥰🥰🥰

    • @pranatitripathi4376
      @pranatitripathi4376 2 ปีที่แล้ว +18

      জানিনা কোনোদিন এ সব গান ভুলতে পারবো কি না। কেমন যেনমন খারাপ হয়ে যায়।

    • @babyroysumon8054
      @babyroysumon8054 2 ปีที่แล้ว +2

      আপনার তখন কতো বয়স হবে

  • @MohammadRahmanKhosru
    @MohammadRahmanKhosru 3 ปีที่แล้ว +41

    সত্যি বলতে কি কেন যেন আজকালকার গানের সংগে মনকে মিলাতে পারিনা আর পুরান দিনের গানে কোথায় হারিয়ে যাই অন‍্য জগতে,,,,,,,,!

  • @rabinbhattacharya1555
    @rabinbhattacharya1555 2 ปีที่แล้ว +18

    লতা মঙ্গেশকর, হেমন্ত মুখোপাধ্যায় ও
    পুলক বন্দ্যোপাধ্যায় এই ত্রয়ীর এই
    গান শুনলে , হৃদয় জুড়িয়ে যায়।

  • @judhajitmukherjee1827
    @judhajitmukherjee1827 3 ปีที่แล้ว +298

    এখন ৬৭ বছর বয়স। পিসিমার সাথে সিনেমা দেখতে যেতাম। তখন সুর, যৌবনে কথা ও সুর আর এখন একটা উদাসীন ভাব। কত কিছু পেলাম কিন্তু ঐ দিনগুলো? ভাষায় প্রকাশ করা যায় না। ধন্যবাদ

    • @angelsongs
      @angelsongs  3 ปีที่แล้ว +10

      আপনার Feedback-এর জন্য ধন্যবাদ।
      You can enjoy the rest of our uploads available in :
      Android : bit.ly/3eSJtKq
      iOS : apple.co/2IyrUTZ
      Web : www.klikk.tv/

    • @sushantachowdhury8385
      @sushantachowdhury8385 3 ปีที่แล้ว +5

      Exactly so.

    • @astrologersriuday1187
      @astrologersriuday1187 3 ปีที่แล้ว +6

      My MOTHER also told me this .. Really .. Touchable ..😄😃🙏

    • @nasimsikder1695
      @nasimsikder1695 3 ปีที่แล้ว +3

      @@angelsongs the

    • @prabirsarkar2451
      @prabirsarkar2451 3 ปีที่แล้ว +6

      খুব ভালো বলেছেন

  • @mostafizurrahman5726
    @mostafizurrahman5726 3 ปีที่แล้ว +62

    সেই কোন কিশোর বয়সে শোনা গান। আজ এই প্রৌঢ়ত্বে আবার যখন শুনি মনটা অদ্ভুত নস্টালজিয়ায় ভারাক্রান্ত হয়ে যায়। সেদিনের সেই প্রেক্ষিত, সেই চপলতা, সেই খুনসুটি,কিশোর বয়সের সেই নিস্পাপ ভালোলাগা ( প্রেম নয় ) সব মানস চোখে ভেসে ওঠে। সত্যিই আমরা ভাগ্যবান। আমরা
    লতা-আশা-কিশোর-মান্না-হেমন্ত-গীতা-রফি - র মত কালজয়ী গায়ক-গায়িকাদের পেলাম। শচীন- সলিল-রাহূল-নওসাদ-গুলাম-আলাউদ্দিন-রবিশঙ্কর-গুলজার-মানবেন্দ্র-সতীনাথ দের মত বরেণ্য সুরস্রষ্টা পেলাম।
    উত্তম-সুচিত্রা-সৌমিত্র-সন্ধ্যা-শমিত-অনূপ-জহর-সাবিত্রী--লিলি-তুলসি-সুপ্রিয়া-ছায়া-মাধবী-চিন্ময়-তনুজা-রাখী দের মত সু-অভিনেতা-অভিনেত্রীদের অভিনয় দেখলাম, সত্যজিৎ-তরুন-যাত্রিক- ঋত্বিক-দের মত বিশ্ববন্দিত চিত্র পরিচালকদের পেলাম।
    উৎপল-দেবশঙ্কর-গৌতম দের মত মঞ্চ-কাপানো ( দু:খিত , আমার সেটে চন্দ্রবিন্দু নেই) কুশীলবদের চাক্ষুষ করলাম। গ্রামে-গঞ্জে যাত্রা শিল্পীদের যেমন অরুন-বীণা-ত্রিদিবদের অভিনয়-যাদু দেখলাম। পি সি সরকারের ম্যাজিক দেখলাম।
    ( জানি অনেকের নাম বাদ গেল ) ।
    আমাদের এই প্রজন্মের পাওয়ার ঝুলি কানায় কানায় পরিপূর্ণ। আর কী চায়! একজীবনে আমরা সব পেলাম। সত্যিই আমরা ভাগ্যবান।

    • @amaydas6279
      @amaydas6279 3 ปีที่แล้ว

      একেই মন ছোঁয়া গান

    • @sanjibbiswas7458
      @sanjibbiswas7458 3 ปีที่แล้ว +2

      Talat mehmood er namta na Nile Apnar kotha pranhin hoye thakbe.

    • @mostafizurrahman5726
      @mostafizurrahman5726 3 ปีที่แล้ว +4

      ঠিকই তো, তালাত মাহমুদ কোনো মতেই বাদ যান না । ছিলেনও বোধহয় । কেন জানি না আমার লেখার অনেকটা বাদ গেছে দেখছি।

    • @rayhanullah2596
      @rayhanullah2596 10 หลายเดือนก่อน

      সন্ধ্যা, প্রতিমা, ,হৈমন্তী, শ্যামল মিত্র সহ আরও অনেকের নাম তালিকায় নেই। তারপর ও ধন্যবাদ।

    • @mostafizurrahman5726
      @mostafizurrahman5726 21 วันที่ผ่านมา

      ​@@rayhanullah2596ঠিক বলেছেন । লিখেওছিলাম এই নামগুলো। ওই যে বললাম আমার এই লেখার কিছুটা অংশ বাদ পড়েছে । দুঃখিত।

  • @DrRoton-ln5br
    @DrRoton-ln5br 3 ปีที่แล้ว +117

    কৈশোর থেকে শুনছি
    আজকে মধ্যবয়সেও শুনলাম
    সেই আগের মতোই একই অনুভূতি ❤️

  • @dibakardutta9573
    @dibakardutta9573 3 ปีที่แล้ว +40

    আমার বাবা আমায় কোলে নিয়ে এই গানটা গাইতেন,আমি ঘুমিয়ে পরতাম,আজও কানে বাজে বাবার সেই স্বর সেই সুর ....এই গান আর আমার বাবার আলতো আদর ওতপ্রোত হয়ে রয়েছে আমার সঙ্গে সারাজীবন ...নিঝুম সন্ধ্যা ,কত এলো কত গেলো কত আসবে, কিন্তু গানটা সেই 40 বৎসর আগে যে আমেজ দিত আজও দিয়ে যাচ্ছে, বাবার কোলে তুলে নিয়ে গাওয়া গান আমায় ছোট্ট ছেলে বানিয়ে দেয় আজও চোখ বুজে বাবাকে পাই......................

    • @philipeisenberg6984
      @philipeisenberg6984 3 ปีที่แล้ว +2

      Thank you for expressing your inner feelings.

    • @omarfarook9221
      @omarfarook9221 3 ปีที่แล้ว +1

      Sweet memory !

    • @korbanshekh4300
      @korbanshekh4300 ปีที่แล้ว +1

      প্রতিটা সন্তানের কাছে তার বাবা হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ। বাবার তুলনা শুধুই বাবা।

    • @SAIFULISLAM-sh1mo
      @SAIFULISLAM-sh1mo 4 หลายเดือนก่อน

      আপনার বাবা গত হয়েছেন কবে?

  • @ganerbhubon80s90s
    @ganerbhubon80s90s 3 ปีที่แล้ว +36

    যতদিন বাংলা,,, ততদিন এই গান রবে....
    এমন মনোমুগ্ধকর কোকিলকন্ঠী শিল্পির আর জন্ম হবে কিনা, আমার জানা নেইে।
    অসাধারণ প্রতিভাধর শিল্পীর অক্ষয় গান....♥♥♥

  • @aninditagupta9482
    @aninditagupta9482 4 ปีที่แล้ว +228

    আহা রে, কোথায় হারিয়ে গেল পুরোনো দিনের সেই ভালো লাগার দিন গুলো 💞 আর ফিরে পাবো না 🌷 তবে আপনাদের মাধ্যমে পুরোনো দিন গুলো আবার নতুন করে ফিরে পেলাম। অসংখ্য ধন্যবাদ আপনাদের চ্যানেল কে।

  • @ornobsdaily
    @ornobsdaily 3 ปีที่แล้ว +61

    সবকিছু এতো পরিবর্তনশীল কেন?
    হারিয়ে যাচ্ছে সব ছোটবেলার দিনগুলো। দিনদিন আধুনিক হচ্ছি আর নিজেদের সবকিছু ধ্বংষ করে দিচ্ছি। গানটা অনেক শুনেছি শুনব কিন্তু ক্ষুদা মিটবে না ❤️💟

  • @madhumondal7939
    @madhumondal7939 4 หลายเดือนก่อน +9

    ছোট্ট বেলায় এই গান শুনতাম মাইকে তখন রেডিও অনুরোধের আসনে শুনতাম সেই দিন গুলোর কথা আজো মনে পড়ে ।

  • @subirdas8436
    @subirdas8436 3 ปีที่แล้ว +71

    চির সবুজ, এই গান গুলো চিরকাল সুন্দর থাকবে।

  • @sayanroychowdhury3325
    @sayanroychowdhury3325 3 ปีที่แล้ว +50

    What a beautiful composition by the great Hemanta Mukherjee. Humble respect to him, and also to Lataji for doing justice to this masterpiece composition through her beautiful rendition

    • @KuldeepSarma1405
      @KuldeepSarma1405 3 ปีที่แล้ว +2

      Indeed...also the eternally beautiful lyrics penned by none other than Pulak Banerjee!!

  • @nilanjanachakraborty4554
    @nilanjanachakraborty4554 3 ปีที่แล้ว +16

    ছোটবেলার শোনা গান , আজ এতদিন বাদেও এতটুকু পুরোনো হয়নি । যেমন কথা , তেমন সুর , তেমন গায়কি । চির নতুন , চির কালিন এ গান । চিরকাল তার রেশ থেকে যাবে ।

  • @kamaldatta9071
    @kamaldatta9071 3 ปีที่แล้ว +17

    কত কাছের গান অথচ কত দুর চলে গিয়েছিল । আজ আবার ফিরে এলো ।

  • @basudevbala2319
    @basudevbala2319 5 หลายเดือนก่อน +5

    এই গান কোনদিনই পুরনো হবে না, আজও আমাদের মনকে আনন্দে ভরিয়ে তোলে।

  • @arifulalam2030
    @arifulalam2030 4 ปีที่แล้ว +21

    আহা কি মধু মাখা গান , অপূরুপ সুন্দর গান।

  • @faiznoorelahee133
    @faiznoorelahee133 7 หลายเดือนก่อน +6

    ১৯৬০ সালের কৃষ্ণচূড়া আর শাল গাছের ছায়া আর মায়ায় ঘেরা কুমিল্লায় আমার ছোট মাসির বিয়েতে প্রথম এই গান শুনি। রাতের ঘুমন্ত শহরে বাজা সেই গান। যতবার শুনি স্মৃতিতে ভেসে সেই রাতের গান।আহা!

  • @miashapan9878
    @miashapan9878 2 ปีที่แล้ว +7

    হৃদয়ের সবচেয়ে নম্র সূরে শ্রদ্ধা ও স্যালুট জানাই তিনিকে যিনি এই গানের ছন্দ ও সূরুকার ছিলেন,এবং এই গানের সকল সহযোগীকে,অন্তরের অন্তরস্থল থেকে অগনিত শুরভিত সকল ফুলের শুভেচ্ছা জানাই তিনিকে যিনি, অত্যন্ত মায়াবি,সূরেলা মধু ভাড়া কন্ঠে এই গানটা আমাদের জন্য পরিবেশন করেছেন লতা জি কে,এ-যুগে এমন সূর ও ছন্দের খোবই অভাব, আছে শুধু ঝাকানাকা গান যে গান শুনে হৃদয় শান্তি পায়না।

  • @kiranchandraray2368
    @kiranchandraray2368 3 ปีที่แล้ว +4

    তখন সিক্সে পড়তাম। সিনেমায় যাওয়ার সৌভাগ্য হয় নি। এমনকি আজও ঐ সিনেমাটি দেখার সুযোগ পেলাম না। কিন্তু বয়সে বড় কিছু বখাটে ছেলের গলায় এবং বিয়ে বাড়িতে মাইকে শোনা যেত ঐ গান গুলো। আজও মনটাকে ঐদিন গুলো মনে করিয়ে দেয়।

  • @MDAlAMGIR-ds3uz
    @MDAlAMGIR-ds3uz 2 ปีที่แล้ว +9

    লতাজি ও সন্ধ্যা রায় সত্যিই অতুলনীয়

  • @alokkumardas922
    @alokkumardas922 4 ปีที่แล้ว +35

    Lata ji the queen of melody, living legend lots of respect from my heart. 🙏🙏🙏🙏

  • @tarunaghosh7072
    @tarunaghosh7072 2 ปีที่แล้ว +6

    লতা মঙ্গেশকর অমর থাকবে আমাদের মনে সারাজীবনের জন্য।❣️💗💓❤️☺️☺️🌹🌹🥰🥀🥀

  • @virendragupta9326
    @virendragupta9326 3 ปีที่แล้ว +8

    क्या गाना, क्या compsition, क्या music, क्या गायिकी, overall fantastic. मैं 50 वर्ष से ये गाना सुनता हूँ.

  • @parthadebbarma9143
    @parthadebbarma9143 3 ปีที่แล้ว +27

    Even after human civilization ended,
    These songs will be traveling with radio waves soothing the ever ending cosmos
    Thank you.
    🙏✊👏

  • @babyblinkandarmy5236
    @babyblinkandarmy5236 3 ปีที่แล้ว +20

    এই মেলডি, কথার ভাব অনুযায়ী সুরসৃষ্টি, আর গায়কী শুধু বাংলা বা ভারতের নয়, সমগ্র মানবজাতির ঐশ্বর্য,। --- বর্তমান যুগের সুরকারদের কাছে বিনম্র নিবেদন, আমাদের পূর্বজদের এই ধারা সার্থকভাবে এগিয়ে নিয়ে চলুন, সাধনা-নিমগ্ন থাকুন ।

  • @jagannathchowdhury4254
    @jagannathchowdhury4254 3 ปีที่แล้ว +30

    When I was 10 first time heared this song, Now iam 60 but it gives me same feeling like 50 years back, the song, lyrics evergreen ...

  • @captsunilmoreshwargodbole9257
    @captsunilmoreshwargodbole9257 2 ปีที่แล้ว +9

    Salute to Hemantda n Lataji.... I am from Maharashtra & do not know Bangla, but like the bangali songs,,, as very closer to marathi..... Sunil fauji

  • @বোকামানুষ-দ৮ণ
    @বোকামানুষ-দ৮ণ 3 ปีที่แล้ว +5

    এই গান গুলি তো পৃথিবীতে থেকে যাবে, থাকবো না আমরা,ভবিষ্যৎ প্রজন্মের কাছে ও এই গান গুলি সর্বদা বেচে থাকবে

  • @sanjuktachowdhury1748
    @sanjuktachowdhury1748 6 หลายเดือนก่อน +6

    আমি শুনছি ২০২৪ সালে এই গান। ছোটবেলা থেকে শুনছি। সারাজীবন শুনে যাবো। লতাজী, আশাজী আমাদের মনে চিরকাল অমর হয়ে থাকবেন। এইসব গান শুনতে শুনতে মৃত্যু হলেও নিজেকে ধন্য মনে করব। ওনাদের চরণে শতকোটি প্রণাম।❤❤❤❤❤❤

  • @MrDipankar2008
    @MrDipankar2008 ปีที่แล้ว +4

    কি অভূতপূর্ব সব গান ❤ ছিল আর কি সব গানের মান এখনকার ।।।

  • @sumitmitra6064
    @sumitmitra6064 3 ปีที่แล้ว +12

    How nice those days were! Golden era of Bengali Modern songs. Same feelings like 50 years ago. Most appealing and versatile. Applicable to now-a-days also. Long live those days.

  • @adityabose8706
    @adityabose8706 3 ปีที่แล้ว +4

    Ki apurbo singer chilen shotti..🥺🥺🥺RIP Lata ji...really the voice of gold

  • @syedaanam7271
    @syedaanam7271 2 ปีที่แล้ว +6

    মন ছুঁয়ে যায় ,এই সব গানের সাথে কিছু স্মৃতি জড়িয়ে থাকে যেটা ভোলা যায়না।❤️💚

  • @rahmanmoti
    @rahmanmoti 3 หลายเดือนก่อน +5

    প্রিয় গান। বিশ্ববিদ্যালয়ে রাতে হাঁটতে বের হলে গানটি গাইতাম। লতাজীর কণ্ঠের কোনো তুলনা নেই। সন্ধ্যা রায়ের নিষ্পাপ চাহনি।
    বাংলাদেশ থেকে...❤❤❤

  • @sanjibacharyya7720
    @sanjibacharyya7720 ปีที่แล้ว +1

    ছোটবেলায় এই গানটি কি অদ্ভুত সুন্দর লাগতো আজ আমার 48 বছর বয়স এ সেই দিনটি আবার মনে পড়ে গেল। আমার দিদি হারমোনিয়াম বাজিয়ে এইগানটি রেওয়াজ করত সেই দিনটি মনে পড়ে গেল। লতামঙ্গেসকার চিরস্মরণীয় অক্ষয় অমর❤❤❤❤

  • @abdulhannansey
    @abdulhannansey 3 ปีที่แล้ว +13

    Very sweet song, remembered my beautiful past

  • @chinmoychatterjee1729
    @chinmoychatterjee1729 2 ปีที่แล้ว +8

    Hearing the song after a long time, but same appealing today. What a melody!! Respect to great Hemanta Mukherjee for his music direction and immortal voice of another great Lataji. We are fortunate to hear such composition in our lifetime.

  • @sunflower5776
    @sunflower5776 3 ปีที่แล้ว +9

    THE GREAT ACTRESS.....
    LOVE FOR RESPECTABLE SANDHAYE JI....LOVE FROM BANGLADESH....!!!!!

  • @JyotiSinghMusicMelody
    @JyotiSinghMusicMelody 3 ปีที่แล้ว +20

    Music and singing is life's true happiness
    Doesn't need language..

  • @pradipraychaudhuri7252
    @pradipraychaudhuri7252 4 ปีที่แล้ว +30

    Old is gold, those days will never come back. Now remake or anything like that, which never leaves it's print in heart.

  • @ronelsinha3186
    @ronelsinha3186 2 ปีที่แล้ว +5

    খুব পছন্দের একটা গান / বহু বছর ধরে শুনছি - প্রতি দিন শুনতে ইচ্ছে করে / এই গান কখনো পুরনো হবে না /

  • @muhammadabulhossain5628
    @muhammadabulhossain5628 3 ปีที่แล้ว +17

    I become nostalgic when I hear this melodious song.

  • @bharatchandramandal8307
    @bharatchandramandal8307 ปีที่แล้ว +2

    ভুপেন হাজারিকা মত স্বনামধন্য শিল্পী বলেছেন এই গানটি লতাজির কণ্ঠে ঐতিহ্য পূর্ণ যা একবার শুনা মাত্র মনটা উদাস হয়ে বাধ্য ❤

  • @makazad915
    @makazad915 2 ปีที่แล้ว +1

    এসব পুরনো দিনের গান শুনলে এখনো মন ভরে যায়। আমি এই গানটি শুনে কিছুক্ষণের জন‍্য ৬৮ থেকে আঠারোতে ঘুরে আসলাম। ভাই এগুলো সচল রাখুন তবেই তো শেষ distination এ পোঁছার আঘ পযর্ন্ত মাঝে মাঝে মনটা নিয়ে ১৮-২৫ বয়সে জীবনের মধুর সময়ে ঘুরে আসতে পারি।

  • @tusardas4850
    @tusardas4850 หลายเดือนก่อน

    HYPNOTIC VOCALS WITH PERFECT INSTRUMENTALS.
    DR TUSAR FROM WEST BENGAL,BHARAT. ❣❣

  • @srabontimim04
    @srabontimim04 21 วันที่ผ่านมา

    বাবা গান টা শুনতেন মাঝে মাঝে গেয়ে শুনাতেন তিনি আজ বেচেঁ নেই। তাকে মনে করে গানটা সার্চ করলাম শুনে ভালো লাগলো বাবার গাওয়া সেই ছোটবেলার সময়টার কথা মনে পড়ে গেলো।

  • @panchananhalder9825
    @panchananhalder9825 4 ปีที่แล้ว +12

    Thanks to Lataji for her sweet song.We pray for her long life.

  • @md.firozmollah911
    @md.firozmollah911 2 ปีที่แล้ว +3

    In 1974, when I was a student of class six at Joynagor High School, Kashiani, Gopalganj, Bangladesh I first listened this song at the annual sports competition programme of our school. The song was played in gramophone records. Another song was “Ashar Srabon Mane Na To Mon”. Then I didn’t know who was the singer, where was she from etc. When I was a college student I learned only that the singer was Lata Mangeskar. From the first day to this day the song gives me same feelings of joy. No change at all. But I have observed that present generation has very little interest in these songs.

  • @MominMia-ie6ff
    @MominMia-ie6ff 2 หลายเดือนก่อน +1

    Unmatchable singer lataji famous in world ❤❤❤

  • @arindamchakrabarty8466
    @arindamchakrabarty8466 9 หลายเดือนก่อน

    Used to hear my mother humming the song 50 years back. Today I hum the song when I am almost on the verge of retirement. Wonderful composition and performance of the one and only Lata ji ❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @angeltanusree7368
    @angeltanusree7368 4 ปีที่แล้ว +739

    ২০২১ সালে কারা কারা এই গানটা শুনছেন লাইক দিন।

    • @bishwazit9312
      @bishwazit9312 4 ปีที่แล้ว +4

      Good

    • @skalamgir5006
      @skalamgir5006 4 ปีที่แล้ว +7

      Purano gan ,sonamane gold.

    • @lutubali1113
      @lutubali1113 3 ปีที่แล้ว +3

      Hmm

    • @pkbhattacharya7929
      @pkbhattacharya7929 3 ปีที่แล้ว +3

      @@bishwazit9312 অপূর্ব সুন্দর ।শুনতে শুনতে শুনতেই দিন কাটুক ।

    • @bhramandeb3274
      @bhramandeb3274 3 ปีที่แล้ว +3

      B Deb

  • @tusardas4850
    @tusardas4850 7 หลายเดือนก่อน

    EVER GREEN TRACK WITH SOULFUL VOICE OF LATA JI.
    ❤❤DR.TUSAR FROM WEST BENGAL

  • @AbdulJabbar-q6p
    @AbdulJabbar-q6p 4 หลายเดือนก่อน

    একেই বলে গান আর শিল্পীর কথাতো বলার অপেক্ষা রাখে না। অজস্র শ্রদ্ধা।

  • @sarkerashish9905
    @sarkerashish9905 2 ปีที่แล้ว +2

    যখন দুনিয়ার সব গানের প্রতি বিতৃষ্ণা আসে.. তখন এসব শুনি , অমৃত যেন❤❤❤

  • @mudaswaralam6106
    @mudaswaralam6106 3 ปีที่แล้ว +8

    Sweet song•••sweet voice••••just heart touching

  • @kamranhossain9691
    @kamranhossain9691 3 ปีที่แล้ว +11

    Evergreen song..Lata didi you great ♥

  • @shofiqulvlogs9994
    @shofiqulvlogs9994 ปีที่แล้ว +1

    আহা কি সুন্দর গান, জানি আর ফিরে আসবে না পুরনো দিন গুলি।

  • @leadnews248
    @leadnews248 3 หลายเดือนก่อน

    প্রতিবছর কয়েক দফায় মনের আবেশে লতা মঙ্গেশকারের এই সংগীতটি আমি শুনে থাকি। আমি বাংলাদেশী হলেও ভারতের শুধুমাত্র ছবির সংগীত এর প্রতি আমার বিশেষ আকর্ষণ চিরদিনের।

  • @pnk-f7u
    @pnk-f7u ปีที่แล้ว +1

    রাঙীন আকাশে পাখিদের ডানা মেলা অপরূপ গোধূলীতে দিগন্তে ভাসে এই গান এল নিঝুম সন্ধ্যা উদাস কবির সবুজ বঙ্গদেশে

  • @MDAlAMGIR-ds3uz
    @MDAlAMGIR-ds3uz 2 ปีที่แล้ว +4

    আমার প্রিয় গান ও দৃশ্য....দেখছি আর আনন্দ পাচ্ছি.....

    • @amalbose1429
      @amalbose1429 ปีที่แล้ว

      So heart touching melodious song.

  • @manobendrabordoloi4630
    @manobendrabordoloi4630 3 ปีที่แล้ว +8

    We heard this song about fifty years ago..and liked too much.I am a Assamese person and liked this bengalee song.Really nice song remind me my kid days events

  • @ummekulsum1472
    @ummekulsum1472 3 ปีที่แล้ว +12

    I can’t never express how much like I’m this song

  • @kibrias.mahtab9656
    @kibrias.mahtab9656 9 หลายเดือนก่อน +1

    Evergreen song of Lata Mangeshkar which is written by Pulak Banerjee & composed by Hemanta Mukherjee.

  • @bankimmazumdar72
    @bankimmazumdar72 ปีที่แล้ว

    This is why Lata ji is sakhyat Maa Saraswati! And, she is a non-Bengali! Just awesome rendition.

  • @moumitasabnamkhanam7199
    @moumitasabnamkhanam7199 ปีที่แล้ว +1

    আমি যখন অনেক ছোটো ৪-৫ বছর আমার আপা .. এই গান টা হারমোনিয়াম বাজিয়ে রেওয়াজ করছিল ... প্রথম তখন শোনা ... সকাল বেলা এমন একটা গান শুনে ঘুম থেকে উঠেছিলাম....তখন থেকেই খুব পছন্দের... তখন কথা গুলো কিছুই বুঝতাম না তবে সুরটা মনের গহীনে গেঁথে গিয়েছিল... এখন আমি ১৭ বছরের... এখন পর্যন্ত যত গানের লড়াই খেলেছি "ন" দিয়ে আসলেই এই গান টা গাই....❤❤

  • @babeeboruah2088
    @babeeboruah2088 3 ปีที่แล้ว +1

    বিদায়, লতাজী। এই গানটিৰে প্ৰথম চিনাকি হৈছিল golden voice ৰ লগত।

  • @joybormon7769
    @joybormon7769 2 ปีที่แล้ว +1

    আমার বয়স ২০ আমার কেনো যানি এই আগের লতা দিদির গান অনেক অনেক ভালো লাগে আর এখন আমি এই পুরানো দিনের গান গুলো রোজ রাতে শুনি শুনতে শুনতে ঘুমিয়ে যাই

  • @arifbhooiyanuk
    @arifbhooiyanuk 3 ปีที่แล้ว +5

    Thanks. My mum used to listen to this & other songs. Beautiful old days. Sweet memories.
    15/08/2021

  • @IndragoutamChakrabarty-pw6tg
    @IndragoutamChakrabarty-pw6tg 7 หลายเดือนก่อน +1

    খুব সুন্দর গান টি পরিবেশন করলে পিউ।
    খুব সুন্দর। খুব ভালো লাগলো।
    সবাই সহ ভালো থেকো।

  • @mayeenhasan3831
    @mayeenhasan3831 3 ปีที่แล้ว +3

    That old good days,golden era. That passing gentle breeze will not come again. What a sweet......!

  • @pradipsamadder6099
    @pradipsamadder6099 4 หลายเดือนก่อน

    আমারও ছোট্ট বেলার কথা মনে পড়ে যায়। পেয়ারা গাছের উপর চেপে, হাতে চোঙা নিয়ে কতবার গেয়েছি, পুজো প্যান্ডেলে এগান অবধারিত ভাবেই বাজানো হত। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতাম। এ এক অমরগীতি। আপনি সুরলোকে বিরাজ করুন।💐💐🙏🙏

  • @parimaldevnath-f6b
    @parimaldevnath-f6b 8 หลายเดือนก่อน +1

    magical song-- enjoying it for more than last 50 years. what sweetness!!

  • @Rafatali76890qi
    @Rafatali76890qi 3 ปีที่แล้ว +2

    এই গান গুলো জৌবন কালের সব স্মৃতি জাগিয়ে দেয়।এমন গান শুনার মানুষ এখন খুব বেশী পাওয়া যায়না।

  • @omarfaruq44
    @omarfaruq44 8 หลายเดือนก่อน

    আব্বার সাথে , করিমপুর সিনেমা হলে বাংলা ছায়াছবির, এই গানটি ,প্রথম শোনার সেই আনন্দ ও অনুভূতির কথা আজও মনে আছে।এ গান কোনোদিন পুরোনো হবে না। এ গানের সুর ,আমার মনে আব্বার কথা স্বরন করিয়ে দেয়।মনে হয় তিনি যেন আমার পাশেই আছেন । May Allah bless and forgive him . আমিন

  • @subhammishra152
    @subhammishra152 4 ปีที่แล้ว +8

    এইসব গানগুলো শুনলে ঠাকুরদার কথা মনে পড়ে যায়। সেই পুরোনো দিনে রেডিও তে দাদু শুনতো।❤️❤️❤️

  • @abusufian8135
    @abusufian8135 3 ปีที่แล้ว +2

    আহা আগের দিনের গানগুলো কতটা মার্জিত,শুদ্ধ বাংলা। চীর সবুজ এ গানের তুলনা হয়না।

  • @abhisankaradhikary1067
    @abhisankaradhikary1067 9 หลายเดือนก่อน

    কোথায় হারিয়ে গেল পুরোনো দিনের সেই ভালো লাগার দিন গুলো ............সত্যি আজ এতদিন বাদেও এতটুকু পুরোনো হয়নি ...❤

  • @milibarua291
    @milibarua291 2 ปีที่แล้ว

    ছোটবেলায় লতা মঙ্গেশকরজি'র গান ক্যাসেট প্লেয়ারে শুনতাম। ঐসময় এ অথবা বি সাইডে মণিহার মুভির এই দুটি গান একসাথে থাকত। আষাঢ় শ্রাবণ মানে না তো মন আর নিঝুম সন্ধ্যায় ক্লান্ত পাখিরা। ❤❤❤❤

  • @ajoybhat9964
    @ajoybhat9964 3 ปีที่แล้ว +5

    আমার মা এই গানটা গাইতেন
    অনেক বৎসর পরে আবার গানটা
    শুনে আগের কথা গুলো মনে পড়েছে

    • @angelsongs
      @angelsongs  3 ปีที่แล้ว

      আপনার Feedback-এর জন্য ধন্যবাদ।
      You can enjoy the rest of our uploads available in :
      Android : bit.ly/3eSJtKq
      iOS : apple.co/2IyrUTZ
      Web : www.klikk.tv/

  • @razzakmony
    @razzakmony 3 ปีที่แล้ว +4

    অনেক হৃদয় ছোঁয়া। চিরসবুজ।

  • @ferdousferdouskhan7359
    @ferdousferdouskhan7359 3 ปีที่แล้ว +5

    A REAL SOURCE OF HEARTS PLEASURE FOR TIME IMMORIAL.THANKS. LONG LIVE LOTAJI.THANKS.

  • @shyamaprosadroychowdhury3911
    @shyamaprosadroychowdhury3911 2 ปีที่แล้ว +3

    Thank you so much for this nostalgic song of our young age.

  • @costabinu9759
    @costabinu9759 2 ปีที่แล้ว +1

    কালজয়ী গান,যে গান কোনদিন মুছে যাওয়ার মত নয়,বাংগালী যতদিন বেচে আছে এই পৃথিবীতে, এই গান বেচে থাকবে যুগ থেকে যুগান্তরে, সহস্র থেকে সহস্রাব্দীতে।

  • @prakashambekar2869
    @prakashambekar2869 5 หลายเดือนก่อน

    One of the most melodious song of pure love and tender feelings. Manna da was a truly verstile singer.

  • @mridulmitra2415
    @mridulmitra2415 2 ปีที่แล้ว +1

    এই গান আজও বুঁদ হয়ে শুনি, তরুন/যৌবনের জোয়ার ভাটার সময় এ গান আমাদের হৃদয়ে মনিমানিক্য হয়ে আছে
    হেমন্ত/লতা সে সময় আমাদের গহীন অরণ্যে ভাসিয়ে নিয়ে গেছে

  • @tusardas4850
    @tusardas4850 หลายเดือนก่อน

    EXCELLENT SOOTHING VOICE WITH LOVABLE TRACK.
    DR TUSAR FROM WEST BENGAL,BHARAT ⚘

  • @amareshmajumdar9420
    @amareshmajumdar9420 2 ปีที่แล้ว

    অদ্ভুত এক ভালো লাগা।
    আর বোধ হয় এই গান সৃষ্টি হবে না!

  • @Rafatali76890qi
    @Rafatali76890qi 3 ปีที่แล้ว +5

    এই গান গুলো আগে প্রতিদিন শুনতাম।স্মৃতি জাগিয়ে দেয়।

    • @angelsongs
      @angelsongs  3 ปีที่แล้ว

      Thankyou for your feedback. Enjoy the rest of our uploads available in :
      Android : bit.ly/3eSJtKq
      iOS : apple.co/2IyrUTZ
      Web : www.klikk.tv/

    • @runumukherjee4014
      @runumukherjee4014 2 ปีที่แล้ว

      P ami je

  • @tapasdutta284
    @tapasdutta284 ปีที่แล้ว +1

    My memories go back to the year of 1965,when I was a student of the school. The tune of this song used to reach my ears played in a Mike of a boat floating on the river Ganges at Nabadwip. Thereafter, being a student of the university at Kalyani I had watched the movie Manohar at the cinema hall. It is really an excellent film. Good Night.

    • @tapasdutta284
      @tapasdutta284 ปีที่แล้ว

      It would be 'Manohar".Mistake is regretted.

  • @mlalmozumdar
    @mlalmozumdar 5 หลายเดือนก่อน

    অসাধারন পরিবেশন করায় প্রাণটা ভরে গেল।

  • @shyamaprosadadhikari8631
    @shyamaprosadadhikari8631 4 ปีที่แล้ว +6

    Immortal creations. Eever lasting so long Bengali people will be exist in the world.

  • @kalyankumarhalder3675
    @kalyankumarhalder3675 3 ปีที่แล้ว +5

    Old is always gold..... unforgettable

  • @abijitboro5166
    @abijitboro5166 8 หลายเดือนก่อน

    Sarbakaler Shrestha geeter madhye ee ekti chirasundar geet. Unforgettable.So sweet.