১০০০ ইটের গাঁথুনিতে কত ব্যাগ সিমেন্ট লাগে | 1000 iter cement hisab | iter hisab | cement er hisab

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • ১০০০ ইটের গাঁথুনিতে কত ব্যাগ সিমেন্ট লাগে | 1000 iter cement hisab | iter hisab | cement er hisab
    brick hisab
    brick cement hisab
    cement er hisab brick
    iter cement balir hisab
    1000 hier gathunir cement er hisab
    1000 ite koto bag cement lage
    cement estimate
    brick estimate
    How many bags of cement are needed to build 1000 bricks?
    We know, brick size = 9.5'' x 4.5'' x 2.75''
    Size of brick with mortar = 10'' x 5'' x 3''
    = .83' x .41' x .25'
    = 0.085 cft (the size of a brick)
    Let, = 1000 x .085 = 85 cft
    = 85 x .35 (dry volume) = 29.75 cft
    Brick masonry ratio = 1:4 = 5
    Volume Total = 29.75 = 30 cft
    Cement = 30/5 x .8 = 4.8 bag
    Sand = 30/5 x 4 = 24 cft/cubic feet
    ---------------------------------------------------------------------------------------------------
    #constructiondetails
    #construction_details
    #1000brick
    #1000itercementhisab
    #cementerhisab1000iter
    #1000itergathunircementerhisab
    #itercementhisab
    #itercementerhisab
    #cement
    #cement #hisab #estimate
    ---------------------------------------------------------------------------------------------------
    For Business information: constructiondetails7172@gmail.com
    sojib4338@gmail.com

ความคิดเห็น • 103

  • @liton..Construction
    @liton..Construction 3 หลายเดือนก่อน

    অনেক সুন্দর আইডি এবং উপস্থাপনা

  • @user-xn6md9qg5o
    @user-xn6md9qg5o 3 หลายเดือนก่อน +1

    ধন্যবাদ ভাই। অনেক সুন্দর হয়েছে আপনার উপস্থাপনা

  • @user-lm7eg6in6f
    @user-lm7eg6in6f 5 หลายเดือนก่อน +2

    20 bai 10 ar modhe 2to rom r akta baranda hight 10 fut koto eit ba siment lagbe aktu janaben

  • @user-cr3fc8ph6w
    @user-cr3fc8ph6w 5 หลายเดือนก่อน +6

    দশ ইঞ্চি গাঁথুনি তে বালি6/1 পাঁচ ইঞ্চি 5/1 তিন ইঞ্চি 4/1 ভাগে গাঁথুনি হয়।তাই বালি সিমেন্ট সে ই পরিমাণ মতো লাগে।

  • @newcreation-h9b
    @newcreation-h9b 2 หลายเดือนก่อน +1

    আরো শর্টকাট বলুন ভাই

  • @bijoyhossain121
    @bijoyhossain121 6 หลายเดือนก่อน +1

    very good

  • @ukilroy53
    @ukilroy53 3 หลายเดือนก่อน

    Excellent ❤

  • @Imrankhan-sf6pp
    @Imrankhan-sf6pp 2 หลายเดือนก่อน

    অনেক সুন্দর

  • @MDALAUDDIN-fe4un
    @MDALAUDDIN-fe4un 9 หลายเดือนก่อน +2

    আমি কন্টাক্টর কে জিজ্ঞেস করলাম
    চার হাজার ইট দিয়ে দশ ইঞ্চি ইটের গাঁথনি দিবো কত ব্যাগ সিমেন্ট লাগবে।
    বললো ২০/ ব্যাগ লাগবে তাঁর মানি এক হাজারে পাঁচ ব্যাগ সিমেন্ট লাগবে।
    """""""""""" আমার মনে হয় আপনি সঠিক হিসাব দিচ্ছেন বলে আমরা শিহ্মতে পারছি, তা অনেকের কাছে ভালো না ও লাগতে পারে।
    এবং যে হিসাবের কথা বললাম যদি ভালো মনে করেন। রিপ্লাই দিবেন।

  • @EntertainmentFactory598
    @EntertainmentFactory598 2 หลายเดือนก่อน

    nc

  • @MDALAUDDIN-fe4un
    @MDALAUDDIN-fe4un 9 หลายเดือนก่อน

    চার তলা ফাউন্ডেশন দিয়ে নিচের কাজ কমপিলেট হয়েছে। ১৪ টা কলাম হয়েছে, চার কোনায় ছয় টা করে রড অন্য পিলারে ১০/টা ৮ টা করে দিয়েছি।
    তাই এখন গাথনি দিবো। গ্রামের বাড়ী তে। বেজ সাত ফুট বাই সাত ফুট। ১২০০/ ইস্কোয়ার ফুটে বিল্ডিং হবে। ইনশাহ আল্লাহ

    • @constructiondetails
      @constructiondetails  9 หลายเดือนก่อน

      অনেক মজবুত করেছেন।

  • @fazluhaque1465
    @fazluhaque1465 6 หลายเดือนก่อน +1

    আমি রাজমিস্ত্রী পরিচালনা করি, আমার সিদ্ধান্তে তারা আমার বাসার কাজ করে, আমার বাড়ির প্রতিটি দেওয়াল তিন ইঞ্চি /আড়াভাবে গাগনি করাই এভাবে আমার সিমেন্ট র খরচ অনেক কম অন্য দিকে ইট-ও অনেক কম লাগে, সেক্ষেত্রে বিল্ডিংয়ের ওজন-ও কম হবে অবশ্য অবশ্যই

    • @constructiondetails
      @constructiondetails  6 หลายเดือนก่อน

      ঠিক।

    • @abdulmazid5930
      @abdulmazid5930 5 หลายเดือนก่อน

      ৩" ওয়াল করলে দরজা লাগাতে সমস্যা হয় কিনা।​@@constructiondetails

    • @constructiondetails
      @constructiondetails  4 หลายเดือนก่อน

      সমস্যা তো আছে।

    • @abutaleb6097
      @abutaleb6097 3 หลายเดือนก่อน +1

      চিন্তার কোনো কারন নাই। আপনার দেয়ালের স্থায়ীত্বতাও কম।

    • @fazluhaque1465
      @fazluhaque1465 3 หลายเดือนก่อน

      @@abutaleb6097 আমি পিকেট ইট দিয়ে ভালো বালু তিন র ভাগে কাজ করাই এবং পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়াই প্লাস্টার করি ভালো বালি দিয়ে তিন র ভাগে করাই এবং সঙ্গে সঙ্গে সাদা সিমেন্ট দিয়ে লাইন পুটিং টানি এবং পানি পর্যাপ্ত পরিমাণে খাওয়াই,দরজা একদিকে পিলার অন্য দিকে ৮ ইঞ্চি পিলার তৈরি করি জানালার গ্রিল ও পাল্লা বা থাই র মাঝে স্পেস কম রাখি,তাতে বিল্ডিং র ওজন কম এবং ঘরের স্পেস বড় হয়, আপনার ধারণা ঠিক না এই দেওয়াল হাম্বোড় ছাড়া ভাঙতে পারবেন না গ্যারান্টি, আমার এলাকায় এখন আমাকে সবাই ফলো করে এমন নিয়মে আপনি ছোট্ট একটা দেওয়াল তৈরি করেন এবং তিন মাস পর ভাঙার চেষ্টা করে দেখেন জানাবেন ০১৯৩৯৩৩৯২২৪

  • @selimmusicandvedio4663
    @selimmusicandvedio4663 2 หลายเดือนก่อน +4

    দেখুন 5 ইঞ্চি গাথুনিতে 4 বেগ লাগবে আর 3 ইঞ্চি গাঁথুনিতে 5 বেগ লাগবে।

  • @user-bithu
    @user-bithu หลายเดือนก่อน

    ১০০০ হাজার ইটে ৫ ব্যাগ সিমেন্ট লাগলে ভাইয়া বালু কয় ব্যাগ লেগেচে আর মেসতেরি খরচ কত লেগেছে একটু যাবেন জানালে আমার একটু উপকৃত হবো ভাইয়া

    • @constructiondetails
      @constructiondetails  หลายเดือนก่อน

      ২১ ব্যাগ বালি লাগবে। মিস্ত্রি খরচ অঞ্চল ভেদে হয়ে থাকে। যেখানে যেমন দাম।

  • @user-bithu
    @user-bithu หลายเดือนก่อน

    ভাইয়া ১.৯২ শতক জায়গায় L সিষ্টেম সাইড ওয়ালর্ড করতে কত হাজার ইট লাগবে কত বস্তুা সিমেন্ট বালু লাগবে আর কত টাকা খরচ হবে একটু কষ্ট করে জানাবেন জানালে আমি একটু উপকৃত হবো ভাইয়া

    • @constructiondetails
      @constructiondetails  หลายเดือนก่อน

      এইভাবে সঠিক হিসাব বলা যায় না।

  • @user-yl1gj8gl1v
    @user-yl1gj8gl1v 4 หลายเดือนก่อน

    সহজ ভাবে জানতে চাই পেলেস্টারে এক বালতি সিমেন্টে কত বালতি বালি দেওয়া যায় আর গাঁথুনিতে কি একি পরিমাণ নাকি কম বেশী হবে জানালে উপকৃত হবো

    • @constructiondetails
      @constructiondetails  4 หลายเดือนก่อน

      এক বালতি সিমেন্টের সাথে চার বালতি বালি ব্যবহার করে প্লাস্টারের জন্য আর গাঁথুনি যদি আপনার 10 ইঞ্চি করেন বা মাটির নিচে করেন তখন এক বালতি সাথে ৫ বালতি বালি দিয়ে থাকে। আর ৫ ইঞ্চি গাথুনির ক্ষেত্রে এক চারে করে থাকে। ধন্যবাদ

    • @user-yl1gj8gl1v
      @user-yl1gj8gl1v 4 หลายเดือนก่อน

      @@constructiondetails অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে বুঝিয়ে বলার জন্য

  • @ConfusedForestTrees-os5nl
    @ConfusedForestTrees-os5nl 5 หลายเดือนก่อน +1

    ছয় হাজার ইট গাথুনি কতো ব্যাগ সিমেন্ট লাগে আর মিস্তি খরচ কতো টাকা আসে

    • @constructiondetails
      @constructiondetails  5 หลายเดือนก่อน +3

      আমাদের ১০০০ ইট গাথুনি করতে লাগে ৫ ব্যাগ সিমেন্ট তাহলে ৬০০০ লাগে ৩০ ব্যাগ সিমেন্ট। মিস্ত্রি খরচ আপনার এলাকা ভিত্তিতে ।

  • @takrimhasan7098
    @takrimhasan7098 5 หลายเดือนก่อน +1

    সিমেন্ট =(৩০/৫ו৮)•৮ কিশের মান।

    • @constructiondetails
      @constructiondetails  5 หลายเดือนก่อน

      আমরা সিমেন্ট ব্যাগ বের করার জন্য = 1.২৫ দিয়ে ভাগ করি। এখানে .৮ দিয়ে গুণ করলে একই রেজাল্ট বের হবে।

  • @rampadasamanta1191
    @rampadasamanta1191 4 หลายเดือนก่อน

    পাঁচ ইঞ্চির এক হাজার ইটের গা,ঁথুনি প্লাসটা্য করতে কত বালি ও সিমেন্ট লাগবে?

    • @constructiondetails
      @constructiondetails  4 หลายเดือนก่อน

      ভিডিও আছে চ্যানেলে দেখে নিন।

  • @khadijakobra9797
    @khadijakobra9797 6 หลายเดือนก่อน +1

    4 bag normal it gathunitay.

  • @user-go3hf6hy9s
    @user-go3hf6hy9s 2 หลายเดือนก่อน

    ১:৩ ভাগে গাথুনি করলে ভাল হয় নাকি জানাবেন

    • @constructiondetails
      @constructiondetails  2 หลายเดือนก่อน

      অতিরিক্ত কিছু ভাল নয়।

  • @sabusarker3311
    @sabusarker3311 2 หลายเดือนก่อน

    কোন মিস্ত্রি সিমেন্ট যদি কম দেয় আইন তো ব্যবস্থা নেওয়া যাবে কোন মিস্ত্রী সিলেট

  • @sukantasarkar6285
    @sukantasarkar6285 4 หลายเดือนก่อน

    প্লাস্টার করতে কি পরিমানে সিমেন্ট বালি লাগে?
    এটা একটু বলবেন।

    • @constructiondetails
      @constructiondetails  4 หลายเดือนก่อน

      প্লাস্টার করতে সাধারণত ১ বস্তা সিমেন্ট এবং ৪ বস্তা বালি দিয়ে, মিশিয়ে করে থাকি। এই হিসাবটা মূলত জায়গার উপর ভিত্তি করে করা হয়। আমার জায়গা কতটুকু,এতটুকু জায়গায়,কতটুকু সিমেন্ট এবং বালি লাগবে। ধন্যবাদ

    • @sukantasarkar6285
      @sukantasarkar6285 4 หลายเดือนก่อน

      এক বস্তা সিমেন্টের সাথে তিন বস্তা বা সাড়ে তিন বস্তা বালি মিশিয়ে প্লাস্টার করলে কি কোন ক্ষতি হবে?

    • @constructiondetails
      @constructiondetails  4 หลายเดือนก่อน

      সিমেন্ট বেশি ব্যবহার তো ভালো না।

    • @sukantasarkar6285
      @sukantasarkar6285 4 หลายเดือนก่อน

      ধন্যবাদ

  • @MdAlAmin-gw9nd
    @MdAlAmin-gw9nd 8 หลายเดือนก่อน +1

    ভাইজান ইটের তারাতাড়ি হিসাব কিভাবে বের করব

    • @constructiondetails
      @constructiondetails  8 หลายเดือนก่อน

      অনেক ভিডিও আছে আমার চ্যানেলে দেখে নিতে পারেন।

  • @manumondal3277
    @manumondal3277 4 หลายเดือนก่อน

    Dada1 hajar eet a ki ekta room hoye jabe?

  • @user-uq6gl4up8o
    @user-uq6gl4up8o 5 หลายเดือนก่อน +1

    .৮ কোথা থেকে আসলো??

    • @constructiondetails
      @constructiondetails  5 หลายเดือนก่อน

      আপনি ১.২৫ দিয়ে ভাগ করেন।

  • @asaahadul1424
    @asaahadul1424 9 หลายเดือนก่อน

    ধরেন আড়াই ফুট/ 2 ফুট এর স্কোয়ার ফুট কত হবে কমেন্ট এর রিপ্লাই দিয়েন ,,, একটু ভালো হবে

    • @constructiondetails
      @constructiondetails  9 หลายเดือนก่อน

      মনে করেন এক পাশে ২'৬" যাকে আমরা ফুটে করলে আসবে =২.৫' ফিট আর আরেক পাশে ২' ফিট। তাই = ২.৫'×২'= ৫ ব্গফুট অথবা স্কোয়ার ফুট।

    • @mdboshirboshir4878
      @mdboshirboshir4878 6 หลายเดือนก่อน

      5

  • @user-xr8bg3sv5m
    @user-xr8bg3sv5m 7 หลายเดือนก่อน

    1000৷ হাজার ইট গাতথে কয়টা মিস্ত্রি এবং জাগালে লাগে বাই জানাবেন

    • @constructiondetails
      @constructiondetails  7 หลายเดือนก่อน +2

      দুই মিস্ত্রি লাগে,আর জোগালী কতো দুর থেকে ইট নিয়ে গাঁথুনি করবে তার উপর নির্ভর করবে।

    • @user-yl1gj8gl1v
      @user-yl1gj8gl1v 4 หลายเดือนก่อน +1

      @@constructiondetails আপনি যথেষ্ট জ্ঞানি এবং বিল্ডিং এর জন্য । পরিপূর্ণ অভিজ্ঞতা সম্পর্ণ ব্যক্তি আপনার কমেন্টে লক্ষ করা যায়। নম্বর টা দিয়েন আমার প্রয়োজন আছে

    • @moshiursujon6044
      @moshiursujon6044 4 หลายเดือนก่อน +1

      একজন মিস্ত্রি ও একজন জোগালী ১ কর্ম দিবসে কতগুলো ইট গাঁতথে পারবে আনুমানিক

    • @constructiondetails
      @constructiondetails  4 หลายเดือนก่อน +1

      @@moshiursujon6044 এটা আপনার নির্ভর করে কত দূর থেকে ইট এনে কাজ করছেন ,যদি কাছে থেকে হয় তাহলে, ৪৫০ থেকে ৫৫০ পযন্ত গাঁথুনি করে থাকে , এটা মিস্ত্রী উপর নির্ভর করে। ধন্যবাদ

    • @constructiondetails
      @constructiondetails  4 หลายเดือนก่อน

      @@user-yl1gj8gl1v ফেসবুক পেজে এসে মেসেজ দেন.

  • @takrimhasan7098
    @takrimhasan7098 5 หลายเดือนก่อน

    ৩০ ভাগ ৫ গুণ. ৮ কিসের মান

  • @Neelofficial-hk5ld
    @Neelofficial-hk5ld 7 หลายเดือนก่อน

    ভাই একটা কথা বলবো ভাই আমি একটা ঘর দিবো ভিটা পাকা ১২ ২৬ হাত কত গুলো ইট লাগবে সিমেন্ট কত ব্যাগ আর বালু কত ফুট লাগবে

    • @constructiondetails
      @constructiondetails  7 หลายเดือนก่อน +1

      এইভাবে মুখে মুখে হিসাব দেওয়া যাবে না। কারন আপনার রুম কয়টা, দরজা, জানালা কয়টা, বাড়ির প্লান না দেখে বা সামনাসামনি না দেখে বলা যাবে না। আর আপনার হাত কি ১৮ ইঞ্চিতে কি সকল বিষয় জেনে নিয়ে। হিসাব দেওয়া সম্ভব নয়তো ভুল হবে।

  • @user-xr8bg3sv5m
    @user-xr8bg3sv5m 7 หลายเดือนก่อน

    বাই আমি জানতে চাই জে 1000 ইট গাঁথতে কয়টার মিস্ত্রি জোগালে
    লাগবে বাই আমাকে একটুও জানাবেন

    • @constructiondetails
      @constructiondetails  7 หลายเดือนก่อน

      দুইটি মিস্ত্রি লাগবে, আর যোগালি আপনার ইট কতো দুর থেকে নিবে। এর উপর নির্ভর করবে।

    • @moshiursujon6044
      @moshiursujon6044 4 หลายเดือนก่อน

      সময় কতদিন লাগবে 1000 ইট গাঁতথে

    • @constructiondetails
      @constructiondetails  4 หลายเดือนก่อน

      2 দিন

  • @md.habilislam3508
    @md.habilislam3508 7 หลายเดือนก่อน

    ভাইয়া আসসালামুয়ালাইকুম একটি প্রিকাস্ট প্যানেল এক ফিট বাই 6 ফিট ওয়াল বাউন্ডারি প্যানেল তৈরি করতে কত ফিট সিমেন্ট বালি পাথর লাগে দয়াকরে জানাবেন ভাই আর খুঁটিতে সাড়ে 12 ফিট বাই 6 ফিট বাই 6 কত ফিট সিমেন্ট বালি পাথর লাগে দয়াকরে জানাবেন ধন্যবাদ ভাই আপনাকে

    • @constructiondetails
      @constructiondetails  7 หลายเดือนก่อน

      ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহ, ভাই আপনার প্রশ্ন বুঝতে পারি নাই।
      ঢালাইয়ের হিসাব বের করতে হলে।
      দৈর্ঘ্য =
      প্রস্থ =
      উচ্চতা =
      লাগে, ঢালাইয়ে হিসাবে ভিডিও আছে দেখেন অনেক সহজ সবাই পারবে।

    • @md.habilislam3508
      @md.habilislam3508 7 หลายเดือนก่อน

      @@constructiondetails বলছিলাম ভাইয়া প্রিকাস্ট ওয়াল বাউন্ডারি পেনেলর কথা বলছি,এক ফিট উচ্চতা দৈর্ঘ্য ছয় ফিট ও প্রস্থ 2.5 ইনছী এটার হিসাবটা চাচ্ছিলাম

    • @constructiondetails
      @constructiondetails  7 หลายเดือนก่อน

      তাহলে হিসাবে আসে,
      ১'×৬'×০.২০৪'=১.২৪৮ cft/ ঘনফুট
      ঢালাই রেশি টা বললে ভালো হতো,

    • @md.habilislam3508
      @md.habilislam3508 7 หลายเดือนก่อน

      ভাই
      প্রিকাস্ট বাউন্ডারি স্লাবের কথা বলছিলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ

  • @alamshahin5655
    @alamshahin5655 7 หลายเดือนก่อน

    ভাই আপনি বলেছেন এক ব‍্যাগ সিমেন্ট চার ব্রাগ বাড়ি আমি যদি এক ব্যাগ সিমেন্ট দুই ব‍্যাগ বালি ব্যবহার করি তাহলে কি তাহলে কি বেশি শক্ত হবে

    • @constructiondetails
      @constructiondetails  7 หลายเดือนก่อน +2

      আপনার জন্য নাপা ২ হলে ভালো হয়। কিন্তু আপনি যদি মনে করেন। ৪ টি খাবো আমার তাড়াতাড়ি কাজ হবে। তাহলে আপনার শরীলে যে রেজাল্ট দিবে ঠিক এখানেও একই রেজাল্ট দিবে।

    • @user-ym4co3ol8i
      @user-ym4co3ol8i 7 หลายเดือนก่อน

      😂😂😂😂​@@constructiondetails

    • @Aijul905
      @Aijul905 4 หลายเดือนก่อน

      সিমেন্টের ভাগ বেশি হলে ওয়াল ফেটে যাবে

  • @FncVnc-eq2yu
    @FncVnc-eq2yu 3 หลายเดือนก่อน

    ব্লকের ইট হাজার গুনে ভাল

  • @moulagolam240
    @moulagolam240 7 หลายเดือนก่อน

    ১৪ ভাই ১৩ রুমে কয় হাজার ইট আর সিমেন্ট লাগে চার রুমে একটু জানাবেন

    • @constructiondetails
      @constructiondetails  7 หลายเดือนก่อน

      চ্যানেলে ইটের হিসাব কিভাবে করতে হয়। দেওয়া আছে ওইখান থেকে দেখে নিন।

  • @sujanchowdhury349
    @sujanchowdhury349 9 หลายเดือนก่อน

    0.085 ইটের cft. কিন্তু আপনি এটাকে ১০০০ দিয়ে গুন করলে
    ১০০০টি ইটের cft. বের হলো কিন্ত আপনি এটাকে cement এর cft ধরলেন কেন? বুঝিয়ে বলবেন না? শুধু একনাগারে বক্ বক্ করতে থাকেন, যা শিখাবেন ভালো করে শিখাবেন অন্যথায় বিরত থাকবেন।

    • @constructiondetails
      @constructiondetails  9 หลายเดือนก่อน

      ভাই বোঝাতে হলে কথা বলা লাগে, এটাই সাধারণ বিষয় আপনার মতো কেউ এতো বুদ্ধিমান না। তারা অল্প কথাতে বুঝবে।

    • @constructiondetails
      @constructiondetails  9 หลายเดือนก่อน

      আপনার জন্য আরেকটা ভিডিও বানানো ইনশাল্লাহ সহজে বুঝতে পারবেন।

  • @snmcolorprinting1110
    @snmcolorprinting1110 9 หลายเดือนก่อน

    হিসাব সহজ করে বলতে হবে

    • @constructiondetails
      @constructiondetails  9 หลายเดือนก่อน

      জি, সহজ করে আপনার জন্য নতুন ভিডিও বানালাম দেখে আসেন। ঠিক আছে কি না।

  • @Luckypunnyo
    @Luckypunnyo 7 หลายเดือนก่อน

    30/5 এখানে ৫ সংখ্যাটা কি বুঝি বলবেন কি?

    • @constructiondetails
      @constructiondetails  7 หลายเดือนก่อน

      এখানে প্লাস্টারের রেশিও বা অনুপাত ধরা হইছে ১ বস্তা সিমেন্ট এবং ৪ বস্তুা বালি এটা যোগ করতে হয়। = ৫ হয়। এটাকে কাজের আয়তন দিয়ে ভাগ করতে হয়।

  • @JamalSk-yr1eu
    @JamalSk-yr1eu 7 หลายเดือนก่อน

    আমি মিস্ত্রি ১০০০ লাগবে ৬ব্যাগ

    • @constructiondetails
      @constructiondetails  7 หลายเดือนก่อน

      আপনি মসলা মিশান কতো আনুপাতে। ১ বস্তা সিমেন্টে বালি কয় ব্যাগ দেন??

    • @exportimport4060
      @exportimport4060 7 หลายเดือนก่อน

      ​@@constructiondetailsak bostay 10/11tin valu dewa jay 😂

    • @derantripura4737
      @derantripura4737 7 หลายเดือนก่อน

      আমার হাজারে 9বেগ গেল

  • @JamalSk-yr1eu
    @JamalSk-yr1eu 7 หลายเดือนก่อน

    ভুল

    • @constructiondetails
      @constructiondetails  7 หลายเดือนก่อน

      ধন্যবাদ আপনার মতামতের জন্য। বেশি ব্যবহার করেন আপনি সিমেন্ট।

  • @nikhilbangladesh
    @nikhilbangladesh 7 หลายเดือนก่อน

    গ্রামে ২/৩ রুম বিশিষ্ট বাথরুম তৈরীর ক্ষেত্রে-
    ১) উচ্চতা কত ফুট দিলে ভালে হয়।৭ নাকি ৮ ফুট?
    ২)বাথরুমের কলামে কত মিমি রড দিতে হয় এবং কত ফুট নিচ থেকে ফুটিং এর কাজ করা হয়?
    ৩)আর বাথরুম,গোসলখানা মাপ ৪*৬, ৬*৭,৫*৭ কোনটা পারফেক্ট হবে?

    • @constructiondetails
      @constructiondetails  7 หลายเดือนก่อน +1

      ১/ ৭ ফিট হলো স্ট্যান্ডার মাপ।বিল্ডিং এরজন্য, গ্রামের বাড়িতে আলাদা ভাবে বাথরুম করলে ৮ ফিট দিবেন ভালো হবে।
      ২/ফুটিং কাজ মাটির উপর বিবেচনা করে হয়। ১০/ ১২ মিলি ব্যবহার করতে পারেন।
      আর স্লাবে ১০ মিলি দিবেন।
      ৩/ আপনার পর্যাপ্ত পরিমাণ জায়গা যদি থাকে, সুবিধা মতো নিতে পারেন।

  • @RajuRaju-mm8gm
    @RajuRaju-mm8gm 8 หลายเดือนก่อน

    5 bag