ন্যাটোর সদস্যরা হলো পচ্শিমাদের অস্ত্রের ফিক্সড খদ্দের। এই জোট নিরাপত্তার জন্য তৈরী হয়নি, আমেরিকা এটা তৈরী করছে তাদের অস্ত্র বিক্রির জন্য। সময় মতো আমেরিকা সটকে পড়বে।
অস্ত্র চাইনা,খাদ্য চাই ৷ যুদ্ধ চাইনা, শান্তি চাই ৷ ধ্বংস চাইনা, সৃষ্টি চাই ৷ আমরা সবাই বাঁচতে চাই ৷ পৃথিবীটাকেও বাঁচাতে চাই ৷ যুক্তি-তর্কে সমাধান চাই ৷ বুদ্ধিমানদের কর্ম এটাই ৷
বিবিসি একটি সবসময়ই চমৎকার প্রতিষ্ঠান যার মাধ্যমে আমরা বস্তুনিষ্ঠ সংবাদ সবসময় পেয়ে থাকি এবং যে সংবাদগুলো সত্যতা সবসময়ই রয়েছে তাই এই চমৎকার একটি ভিডিও নিউজ দেখে আমরা পুলকিত এবং তথ্যবহুল বলে তা মানুষকে অনেক ক্ষেত্রে সহায়তা করে বিষয়টি সম্বন্ধে জ্ঞান ধারণ করতে
আমার কথা হলো রাশিয়ার সৈন্য রাশিয়ার সীমানার মধ্যে । কিন্তু আমেরিকার সৈন্য ঘটি ইউক্রেনে । অর্থাৎ যদি রাশিয়ার সেনা ঘাঁটি যদি টেক্সাস এ থাকতো তবে আমেরিকার যেই রকম মাথা ব্যাথা হতো ঠিক সেই রকম মাথা ব্যাথা এখন রাশিয়ার । এই ক্ষেত্রে আমি রাশিয়ার পক্ষে কথা বলবো
গাজা না ইয়াবা কোনটা টানেন। রাশিয়া যে বুদাপেষ্ট চুক্তি ভংগ করে ক্রিমিয়া দখল করে রেখেছে ২০১৪ থেকে সেটা চোখে পরে না। আর ন্যাটো রাশিয়া দুজনেই সেই চুক্তিতে ইউক্রেনকে নিরাপত্তা দেবার দায়িত্ব নিয়েছে। এখন ন্যাটোর দায়িত্ব ইউক্রেন এর প্রতিরক্ষা নিশ্চিত করা
@@KMHasan আপনি মার্কিন সাম্রাজ্যবাদের দালাল | আমেরিকাই চুক্তি ভঙ্গ করেছে --চুক্তি ছিল যে ন্যাটোকে আর পূর্বদিকে সম্প্রসারিত করা হবে না | তাছাড়া সারা বিশ্বে আমেরিকার শত শত সামরিক ঘাঁটির কি দরকার ? যদি না তারা পছন্দমতো সরকার নির্বাচিত না হলে সেই সব দেশে হস্তক্ষেপ করতে চায় ? আপনি আমেরিকার একচেটিয়া বিশ্ব আধিপত্যকে সমর্থন করছেন কেন ? আপনি কি বুর্জোয়া ? নাকি স্বাধীনতা বিরোধী ? কোনটা ? রাশিয়া চিরকাল আফ্রিকা দক্ষিণ এশিয়া ও লাটিন আমেরিকার উপনিবেশভুক্ত দেশগুলির মুক্তি ও স্বাধীনতার লড়াইয়ে সাহায্য করেছে --এটা ইতিহাস | তাহলে ন্যাটোর সম্প্রসারণ নিয়ে কিছু বলছেন না কেন ? ২) আপনার কোনো ধারণা আছে সারা বিশ্বে যুক্তরাষ্ট্রের কয় শো সামরিক ঘাঁটি আছে ? ল্যাটিন আমেরিকা ও দক্ষিণ আমেরিকাতে মার্কিন বিরোধী সেন্টিমেন্ট কেন ? কারণ আমেরিকা সেখানে নিজেদের শাসন ও শোষণের স্বার্থে , আধিপত্য কায়েম রাখার স্বার্থে , সব সময় স্বৈরশাসকদেরকে পৃষ্ঠপোষকতা দিয়ে পুতুল হিসেবে ব্যবহার করেছে | ল্যাটিন আমেরিকায় সি আই এ লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে বিপ্লব ঠেকানোর জন্য | সেসব নিয়ে বলেন না কেন ? চিলি, _গুয়াটেমালা , মক্সিকো , নিকারাগুয়া , এল . সালভাদর ইত্যাদি দেশে সি আই এ গণহত্যা চালিয়েছে | . . . আপনারা অকৃতজ্ঞ --রাশিয়া সাহায্য না করলে বাংলাদেশ স্বাধীন হতে পারতো না --ইতিহাস ঘাঁটেন ! ফিলিস্তিনিদের সংগ্রামে সাহায্য করেছে কে ? রাশিয়ার ১৯১৭ সালের অক্টবর বিপ্লব না ঘটলে পৃথিবীর বহু দেশ এখনো উপনিবেশের অধীনে থেকে যেত ! অক্টবর বিপ্লবের সাফল্য ও সোভিএট্ ইউনিয়নের পরাশক্তি হিসেবে উত্থ্যানের ফলাফল ছিল --আফ্রিকা , এশিয়া ও ল্যাটিন আমেরিকার দেশে দেশে জাতীয় মুক্তি আন্দোলন বৃদ্ধি পাওয়া | এবং একের পর এক দেশ ইউরোপীয় ঔপনিবেশিক শক্তির দাসত্ব থেকে মুক্তি | সোভিয়েত রাশিয়া বহু দেশের স্বাধীনতা আন্দোলনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য করেছে | . . . . . . ভারতের মতো অনেক তৃতীয় বিশ্বের অনেক দেশকে শিল্পে উন্নত হতে সাহায্য করেছে রাশিয়া | বাংলাদেশের বিদ্যুৎ শিল্প রাশিয়ার সাহায্য ছাড়া এতদূর আসতে পারতো না | আমদের মতো অকৃতজ্ঞ জাতি খুব কম আছে --একাত্তরের নভেম্বরের শেষ দিকে , পাকিস্তানের পরাজয় যখন নিশ্চিত , তখন আমেরিকা বাংলাদেশকে মাটির সঙ্গে মিশিয়ে তামা বানিয়ে দেওয়ার জন্য বঙ্গোপসাগরে তার সপ্তম সামরিক নৌবহর বা Warfleet পাঠিয়েছিল | তখন সোভিয়েত রাশিয়া বাংলাদেশকে রক্ষার জন্য তাদের ষষ্ঠ নৌবহর পাঠিয়ে দেয় এবং বার্তা পাঠায় : " তোমরা যদি একটা গোলা ছোড়ো , আমরা তোমাদের উপর দশটা গোলা নিক্ষেপ করবো | . . রাশিয়া চিরকাল দুর্বলকে রক্ষা করেছে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে | সিরিয়াকে যদি পুতিন সাহায্য না করতেন তাহলে সিরিয়াকে আমেরিকা ও ইসরাইল ধ্বংস করে দিতো | আপনারা কিভাবে এতটা মীরজাফর হতে পারেন ! এটা কি মুসলমানদের রক্তে আছে ? মির্জাফরি ?
@@оля-о7п8р গাঁজা ইয়াবা দুতাই খাস তুই। রেফারেন্ডাম দিতে হইলে জাতিসংঘের অধীনে দিতে দিতে হয়। রাশিয়ার অধীনে না। মূর্খ বাঙ্গাল, এই জন্যই ঐ রেফারেন্ডাম গ্রহণযোগ্য না। আর বুদাপেস্ট মেমরেন্ডাম অনুযায়ী, ইউক্রেন এর সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপ করার অধিকার রাশিয়া পুরোপুরি ছেড়ে দিয়েছে। তাই রেফারেন্ডাম করেও ক্রিমিয়া নেবার কোন বৈধতা নেই।
@@lalonfakir9350 বাঙ্গালী তার খাসিলতের জন্য সারা দুনিয়াতে অসভ্য জাতির তালিকায় উঠে গেছে। মতের সাথে না মিললেই দালাল, বেঈমান, কাফির কত শব্দ জুড়ে দেই এই সব মূর্খের দল। অথচ নিজেরা নিজেদের অজ্ঞতার কারনেই নিজেদের শত্রুদের গোলামী করেও গর্ব বোধ করে। আরে মূর্খ, আমেরিকা করবে কোন চুক্তি করে বলছে যে ন্যাটো আর অগ্রসর হবে না?? পুতিন কইছে আর পড়াশুনা না করেই মূর্খের মত বিশ্বাস করে তা আবার গলা বাজী করে প্রচার করতে শুরু করলেন যে আপনি একজন মূর্খ। রাশিয়া ভারত আর বাংলাদেশের কি উপকার করল, আমেরিকা কি ক্ষতি করল এইসব বলার অর্থ হল, আপনি ইউক্রেন এর বিষয়ে কিছুই জানেন না, ইউক্রেন এ রাশিয়া ঠিক না বেঠিক তার ধার ধারেন না বরং ওইসব কারনে রাসিয়াকে অন্ধের মত সমর্থন করেন। কারন বাকি যা বক বক করলেন তার সাথে এর কোন সম্পর্ক নেই। অন্য বিষয়ে নিজের কিছু জ্ঞান জাহির করে এই ইউক্রেন বিষয়ে নিজের একটা ধারনা প্রতিষ্ঠিত করার মত চাতুরি করতে চেষ্টা করলেন। আপনার সমাজের মানুষ এই রকম কপট/ মুনাফিক চরিত্রের জন্য এখন জগত বিখ্যাত। আপনাকে এই বিষয়ে জান দিয়ে বিজ্ঞ বানাবার ইচ্ছে নেই, আপনি তার যোগ্য না। বরং আমি চাই আপনি যেই মূর্খ আছেন সেই মূর্খই থাকেন। আপনার মত নিচু চরিত্রের মানুষের সাথে তর্ক করে তাকে জ্ঞানী বানাবার মত বোকা আমি না। তাই তর্কের জন্য আমি কি জানি সেটা আপনাকে বলার দরকার মনে করছি না। শুধু আপনার ভুলটা ধরিয়ে দেই যেন নিজে যে মূর্খ সেটা বুঝতে পারেন। আমেরিকা ন্যাটো কি বলে সেটা সবাই জানে। রাশিয়া কি বলে সেটাও জানে। কিন্তু ইউক্রেন এর একটা ভিন্ন মত আছে। আর তাদের অভিযোগ ন্যাটো আর রাশিয়া দুই পক্ষেরই বিরুদ্ধে। আমি তাদের পক্ষে। কারন তারা ন্যাটো আর রাশিয়া দুই পক্ষের দ্বারাই প্রতারিত আর নির্যাতিত জাতি।
আপনাদের বাংলা উচ্চারণ বাংলার মত একটা মিষ্টি ভাষাকে মিষ্টি থাকতে দিচ্ছেনা। ক্রমেই স্বাদ হারাচ্ছে আপনাদের বাংলা উচ্চারণ!!! দিল্লি থেকে শুভ জ্যোতি ঘোষ আর আপনাদের পার্থক্য স্পষ্ট লক্ষ করা যায়!!!
ইউক্রেন স্বাধীন দেশ তারা তাদের ইচ্ছে মত দেশ চালাবে এটাই স্বভাবিক তবে রাশিয়া সহ অন্যান্য দেশের যেন ক্ষতিগ্রস্ত না হয় সে দিকেও নজর রাখতে হবে ইউক্রেন কে ।
ইতালি ও ফ্রান্স প্রবাসীদের পাসপোর্ট সংশোধন চাই 10 হাজার মানুষ পাসপোর্ট সংশোধন করতে না পারে অবৈধ হয়ে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি প্রবাসীদের কে বৈধ হওয়ার সুযোগ করে দিন এবং তাদেরকে কর্ম করার সুযোগ করে দিন।
আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের পাতাও নড়েনা। পৃথিবীতে বা মহাবিশ্বে যা কিছু ঘটে তার সবই আল্লাহর ইচ্ছায়। ইউক্রেন রাশিয়া যুদ্ধের জন্যেও আল্লাহই দায়ী। আর এই যুদ্ধ সহ পৃথিবীর অন্যান্য সকল যুদ্ধ আল্লাহর ইচ্ছায়ই হচ্ছে। আল্লাহ চাইলেই সকল যুদ্ধ থামিয়ে দিতে পারেন। পৃথিবীতে এই যুদ্ধ বিগ্রহ লাগানোর জন্য আল্লাহর বিচার হওয়া উচিৎ।
আমি মনে করি যে কোন পরিস্থিতিতে সাধারণ মানুষের মতামতকে সবসময় গুরুত্ব দেয়া উচিত।কিছু লোভী মানুষ বহির্বিশ্বের সাথে চক্রান্ত করে সাধারণ মানুষের মতামতকে হরন করা হয়।দেশ স্বাধীন মানেই সাধারণ মানুষ স্বাধীন নয়।মুলত ক্ষমতা লোভী নেতাদের নিজেদের স্বাধীনতা ক্ষমতা অর্থ হাতানো
আমেরিকার অস্ত্র ব্যবসা ভালো যাচ্ছে না কারণ আফগান যুদ্ধও শেষ...
তাই রাশিয়ার উপর যুদ্ধ চাপিয়ে দিয়ে অস্ত্র ব্যবসা চাঙ্গা করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।
যুক্তি আছে কথায়
ন্যাটোর সদস্যরা হলো পচ্শিমাদের অস্ত্রের ফিক্সড খদ্দের। এই জোট নিরাপত্তার জন্য তৈরী হয়নি, আমেরিকা এটা তৈরী করছে তাদের অস্ত্র বিক্রির জন্য। সময় মতো আমেরিকা সটকে পড়বে।
Kakhono deshco, আমেরিকার অস্ত্র ব্যবসা korte? Sala balodh.
তুরস্কও আর আমেরিকার থেকে কোন সমরাস্ত্র কিনছে না,তাই তো তুরস্কের বিরুদ্বে চক্রান্ত করছে
@@harunurrashid3214 তুরস্কও বর্তমানে আর আমেরিকার থেকে কোন সমরাস্ত্র কিনছে না,তাই তো তুরস্কের বিরুদ্বে চক্রান্ত করছে
অসাধারণ তথ্য বহুল উপস্থাপনা। এরকম আরো ভিডিও চাই। বাংলাদেশের একমাত্র মিডিয়া যেখানে জ্ঞান মূলক তথ্য পেয়ে থাকি। ধন্যবাদ @BBC বাংলা।
আল্লাহ ইউক্রেনের সুন্নি মুসলমান সম্প্রদায়কে নেক হায়াত দান করুন এবং দ্বীন পালনের পথ সহজ করে দিন।
Aameen summa aameen
La ilaha illallah
পাগল নাকি ? ইউক্রেনে আপনি মুসলমান পেলেন কোথা থেকে ?
Chutmaranir po Sunni tui age kayem kor.
হে আল্লাহ তুমি সকল কিছুর সৃষ্টিকর্তা পালনকর্তা তুমি এই এই মানুষগুলোর জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হবে
আল্লাহ আমার বাল
আমরা প্রবাসীরা সবাই যুদ্ধ বন্ধ হোক এটাই চাই শান্তি চাই
দেশ বাসীরাও তাই চায়.
অসাধারণ প্রতিবেদন আপনার মুখ নিঃসৃত ভাষাগুলো ও সাবলীল ও সাজানো গোছানো।
__ )))
Hj
Hhhjhhjhhhhh
Jhhh
Hhhhh
নীলা আপু
আমি আপনার একজন বড় ভক্ত । আপনার উপস্হাপনা এবং উচ্চারণ খুবই সুন্দর । আপনার জন্য সুভ কামনা রইলো।
ইউক্রেন ও পশ্চিমাদের একটা শিক্ষা দেওয়াই উচিৎ 💙💚💙💚💙
ভালো লাগলো প্রতিবেদনটা। অনেক সুন্দর ভাবে বুঝানো হয়াছে।তবে মহড়া হবে যুদ্ধ হবেনা।
অত্যন্ত তথ্যবহুল ৷ সুন্দর উপস্থাপনা ৷
এগিয়ে যাও পুতিন 🌹
অসাধারণ আমি খুঁজতে ছিলাম এরকম নিউজ পেয়ে গেলাম ধন্যবাদ বিবিসি বাংলাকে
আমি মনে করি রাশিয়া তার জায়গায় বরাবর সঠিক আছে..
রাইট
সুন্দর প্রতিবেদন। খবর এভাবেই উপস্থাপন করা উচিৎ, আজকের বাংলা ও হিন্দি চ্যানেলগুলোর মত না।
সমস্ত প্রতিবেদন শুনলাম।পুতিন মনে হয় তার দেশের সার্থে সঠিক কাজটাই করেছেন।
স্বার্থে
Very nice speech showing okay well &good ok
@@mukulkarmakarwb153 ppookokkokkkookkomokkoooppmloplpppplplllppookokkokkkookkomokkoooppmloplp
Po0
যুদ্ধ নয় সাধারণ মানুষের কথা চিন্তা করে শান্তি চাই
হযরত মুহাম্মদ (স.) এর ভবিষ্যৎ বাণী একদিন সত্যি হবেই হবে ইনশা-আল্লাহ
কোনো শান্তি নাই...... যুদ্ধ হোক.....
@@tasniyasaima1620 কষ্ট পাচ্ছি কান্না দেখে
বিবিসি এভাবেই সাম্প্রতিক কন্টেন্ট গুলো তুলে ধরবে বলে আশা করছি। স্মার্ট েপ্রসেন্টেশান।
আপনি কি করেন
ধন্যবাদ আফরোজা নীলা আপু আপনাকে এত সুন্দর একটা প্রতিবেদন করার জন্য🇧🇩🌷
آپ کو مبارک باد
অসারন
@@akonditv1060 gggvgv
آپ کو مبارک باد
অসম্ভব সুন্দর সংবাদ পরিবেশন
এই আধুনিক বিশ্বে কোনো যুদ্ধ চাই না।
শুধুই শান্তি বয়ে চলুক
সব দেশের মধ্যে
Hmm ar j news porche se mone hoy pakistan 🙄🙄🙄
@@sagorika2820 sorry
উপস্থাপনা খুব সুন্দর হয়েছে।
ইউকেন নাম মুছে দাও রাশিয়া রাশিয়া এগিয়ে চলো
অসাধারণ উপস্থাপনা, মিস আফরোজা নীলা, লাজয়াব। আপনার কাছ থেকে আরো ভিডিও চাই।
ধন্যবাদ আফরোজা। আপনার প্রতিবেদনটি দেখে রাশিয়া এবং ইউক্রেনে র মধ্যে চলমান বিবাদের একটা পরিস্কার ধারণা পাওয়া গেল।
আপনার কথাই সত্যিই হল।
অস্ত্র চাইনা,খাদ্য চাই ৷
যুদ্ধ চাইনা, শান্তি চাই ৷
ধ্বংস চাইনা, সৃষ্টি চাই ৷
আমরা সবাই বাঁচতে চাই ৷
পৃথিবীটাকেও বাঁচাতে চাই ৷
যুক্তি-তর্কে সমাধান চাই ৷
বুদ্ধিমানদের কর্ম এটাই ৷
যুদ্ধ ছাড়া জাতির উন্নয়ন অসম্ভব
বাঃ!বাঃ খুব সুন্দর বিশ্লেষণ করেছেন।
বিবিসি একটি সবসময়ই চমৎকার প্রতিষ্ঠান যার মাধ্যমে আমরা বস্তুনিষ্ঠ সংবাদ সবসময় পেয়ে থাকি এবং যে সংবাদগুলো সত্যতা সবসময়ই রয়েছে তাই এই চমৎকার একটি ভিডিও নিউজ দেখে আমরা পুলকিত এবং তথ্যবহুল বলে তা মানুষকে অনেক ক্ষেত্রে সহায়তা করে বিষয়টি সম্বন্ধে জ্ঞান ধারণ করতে
খুব গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ আলোচনা, ধন্যবাদ,,,,,
চমৎকার প্রতিবেদন
অসংখ্য ধন্যবাদ ম্যাডাম
হরিণের মাংস সবাই খেতে চায় স্বাদের জন্য কিন্তু হরিণ যে কাউকেই তার শরীরের ভাগ দিতে চায় না সেটা কে দেখে!
ভীষণই ভাল লাগল
নমস্কার নেবেন।
ধন্যবাদ B B C বাংলা কে।
আমার কথা হলো রাশিয়ার সৈন্য রাশিয়ার সীমানার মধ্যে । কিন্তু আমেরিকার সৈন্য ঘটি ইউক্রেনে । অর্থাৎ যদি রাশিয়ার সেনা ঘাঁটি যদি টেক্সাস এ থাকতো তবে আমেরিকার যেই রকম মাথা ব্যাথা হতো ঠিক সেই রকম মাথা ব্যাথা এখন রাশিয়ার । এই ক্ষেত্রে আমি রাশিয়ার পক্ষে কথা বলবো
গাজা না ইয়াবা কোনটা টানেন। রাশিয়া যে বুদাপেষ্ট চুক্তি ভংগ করে ক্রিমিয়া দখল করে রেখেছে ২০১৪ থেকে সেটা চোখে পরে না। আর ন্যাটো রাশিয়া দুজনেই সেই চুক্তিতে ইউক্রেনকে নিরাপত্তা দেবার দায়িত্ব নিয়েছে। এখন ন্যাটোর দায়িত্ব ইউক্রেন এর প্রতিরক্ষা নিশ্চিত করা
গাজাতো মনে তুমিই টানো মিয়া। Russia didn't capture or anex crimea rather after the referendum , they wanted to be part of Russia.
@@KMHasan আপনি মার্কিন সাম্রাজ্যবাদের দালাল | আমেরিকাই চুক্তি ভঙ্গ করেছে --চুক্তি ছিল যে ন্যাটোকে আর পূর্বদিকে সম্প্রসারিত করা হবে না | তাছাড়া সারা বিশ্বে আমেরিকার শত শত সামরিক ঘাঁটির কি দরকার ? যদি না তারা পছন্দমতো সরকার নির্বাচিত না হলে সেই সব দেশে হস্তক্ষেপ করতে চায় ? আপনি আমেরিকার একচেটিয়া বিশ্ব আধিপত্যকে সমর্থন করছেন কেন ? আপনি কি বুর্জোয়া ? নাকি স্বাধীনতা বিরোধী ? কোনটা ? রাশিয়া চিরকাল আফ্রিকা দক্ষিণ এশিয়া ও লাটিন আমেরিকার উপনিবেশভুক্ত দেশগুলির মুক্তি ও স্বাধীনতার লড়াইয়ে সাহায্য করেছে --এটা ইতিহাস | তাহলে ন্যাটোর সম্প্রসারণ নিয়ে কিছু বলছেন না কেন ? ২) আপনার কোনো ধারণা আছে সারা বিশ্বে যুক্তরাষ্ট্রের কয় শো সামরিক ঘাঁটি আছে ? ল্যাটিন আমেরিকা ও দক্ষিণ আমেরিকাতে মার্কিন বিরোধী সেন্টিমেন্ট কেন ? কারণ আমেরিকা সেখানে নিজেদের শাসন ও শোষণের স্বার্থে , আধিপত্য কায়েম রাখার স্বার্থে , সব সময় স্বৈরশাসকদেরকে পৃষ্ঠপোষকতা দিয়ে পুতুল হিসেবে ব্যবহার করেছে | ল্যাটিন আমেরিকায় সি আই এ লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে বিপ্লব ঠেকানোর জন্য | সেসব নিয়ে বলেন না কেন ? চিলি, _গুয়াটেমালা , মক্সিকো , নিকারাগুয়া , এল . সালভাদর ইত্যাদি দেশে সি আই এ গণহত্যা চালিয়েছে |
. . . আপনারা অকৃতজ্ঞ --রাশিয়া সাহায্য না করলে বাংলাদেশ স্বাধীন হতে পারতো না --ইতিহাস ঘাঁটেন ! ফিলিস্তিনিদের সংগ্রামে সাহায্য করেছে কে ? রাশিয়ার ১৯১৭ সালের অক্টবর বিপ্লব না ঘটলে পৃথিবীর বহু দেশ এখনো উপনিবেশের অধীনে থেকে যেত ! অক্টবর বিপ্লবের সাফল্য ও সোভিএট্ ইউনিয়নের পরাশক্তি হিসেবে উত্থ্যানের ফলাফল ছিল --আফ্রিকা , এশিয়া ও ল্যাটিন আমেরিকার দেশে দেশে জাতীয় মুক্তি আন্দোলন বৃদ্ধি পাওয়া | এবং একের পর এক দেশ ইউরোপীয় ঔপনিবেশিক শক্তির দাসত্ব থেকে মুক্তি | সোভিয়েত রাশিয়া বহু দেশের স্বাধীনতা আন্দোলনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য করেছে |
. . . . . . ভারতের মতো অনেক তৃতীয় বিশ্বের অনেক দেশকে শিল্পে উন্নত হতে সাহায্য করেছে রাশিয়া | বাংলাদেশের বিদ্যুৎ শিল্প রাশিয়ার সাহায্য ছাড়া এতদূর আসতে পারতো না | আমদের মতো অকৃতজ্ঞ জাতি খুব কম আছে --একাত্তরের নভেম্বরের শেষ দিকে , পাকিস্তানের পরাজয় যখন নিশ্চিত , তখন আমেরিকা বাংলাদেশকে মাটির সঙ্গে মিশিয়ে তামা বানিয়ে দেওয়ার জন্য বঙ্গোপসাগরে তার সপ্তম সামরিক নৌবহর বা Warfleet পাঠিয়েছিল | তখন সোভিয়েত রাশিয়া বাংলাদেশকে রক্ষার জন্য তাদের ষষ্ঠ নৌবহর পাঠিয়ে দেয় এবং বার্তা পাঠায় : " তোমরা যদি একটা গোলা ছোড়ো , আমরা তোমাদের উপর দশটা গোলা নিক্ষেপ করবো |
. . রাশিয়া চিরকাল দুর্বলকে রক্ষা করেছে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে | সিরিয়াকে যদি পুতিন সাহায্য না করতেন তাহলে সিরিয়াকে আমেরিকা ও ইসরাইল ধ্বংস করে দিতো | আপনারা কিভাবে এতটা মীরজাফর হতে পারেন ! এটা কি মুসলমানদের রক্তে আছে ? মির্জাফরি ?
@@оля-о7п8р গাঁজা ইয়াবা দুতাই খাস তুই। রেফারেন্ডাম দিতে হইলে জাতিসংঘের অধীনে দিতে দিতে হয়। রাশিয়ার অধীনে না। মূর্খ বাঙ্গাল, এই জন্যই ঐ রেফারেন্ডাম গ্রহণযোগ্য না। আর বুদাপেস্ট মেমরেন্ডাম অনুযায়ী, ইউক্রেন এর সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপ করার অধিকার রাশিয়া পুরোপুরি ছেড়ে দিয়েছে। তাই রেফারেন্ডাম করেও ক্রিমিয়া নেবার কোন বৈধতা নেই।
@@lalonfakir9350 বাঙ্গালী তার খাসিলতের জন্য সারা দুনিয়াতে অসভ্য জাতির তালিকায় উঠে গেছে। মতের সাথে না মিললেই দালাল, বেঈমান, কাফির কত শব্দ জুড়ে দেই এই সব মূর্খের দল। অথচ নিজেরা নিজেদের অজ্ঞতার কারনেই নিজেদের শত্রুদের গোলামী করেও গর্ব বোধ করে।
আরে মূর্খ, আমেরিকা করবে কোন চুক্তি করে বলছে যে ন্যাটো আর অগ্রসর হবে না?? পুতিন কইছে আর পড়াশুনা না করেই মূর্খের মত বিশ্বাস করে তা আবার গলা বাজী করে প্রচার করতে শুরু করলেন যে আপনি একজন মূর্খ।
রাশিয়া ভারত আর বাংলাদেশের কি উপকার করল, আমেরিকা কি ক্ষতি করল এইসব বলার অর্থ হল, আপনি ইউক্রেন এর বিষয়ে কিছুই জানেন না, ইউক্রেন এ রাশিয়া ঠিক না বেঠিক তার ধার ধারেন না বরং ওইসব কারনে রাসিয়াকে অন্ধের মত সমর্থন করেন। কারন বাকি যা বক বক করলেন তার সাথে এর কোন সম্পর্ক নেই। অন্য বিষয়ে নিজের কিছু জ্ঞান জাহির করে এই ইউক্রেন বিষয়ে নিজের একটা ধারনা প্রতিষ্ঠিত করার মত চাতুরি করতে চেষ্টা করলেন। আপনার সমাজের মানুষ এই রকম কপট/ মুনাফিক চরিত্রের জন্য এখন জগত বিখ্যাত। আপনাকে এই বিষয়ে জান দিয়ে বিজ্ঞ বানাবার ইচ্ছে নেই, আপনি তার যোগ্য না। বরং আমি চাই আপনি যেই মূর্খ আছেন সেই মূর্খই থাকেন। আপনার মত নিচু চরিত্রের মানুষের সাথে তর্ক করে তাকে জ্ঞানী বানাবার মত বোকা আমি না। তাই তর্কের জন্য আমি কি জানি সেটা আপনাকে বলার দরকার মনে করছি না। শুধু আপনার ভুলটা ধরিয়ে দেই যেন নিজে যে মূর্খ সেটা বুঝতে পারেন। আমেরিকা ন্যাটো কি বলে সেটা সবাই জানে। রাশিয়া কি বলে সেটাও জানে। কিন্তু ইউক্রেন এর একটা ভিন্ন মত আছে। আর তাদের অভিযোগ ন্যাটো আর রাশিয়া দুই পক্ষেরই বিরুদ্ধে। আমি তাদের পক্ষে। কারন তারা ন্যাটো আর রাশিয়া দুই পক্ষের দ্বারাই প্রতারিত আর নির্যাতিত জাতি।
সুন্দর আলোচনা। ধন্যবাদ আপনাকে
সুন্দর বিষয় ও বক্তার বলার সাবলীল গতি ও প্রকৃতি বেশ ভাল।
দারুন প্রতিবেদন হইছে। অনেক কিছু জানতে পারছি। ☺️
মোল্লা প্রধান দেশ গুলোকে কেলিয়ে ধোয়া তুলে দিক রাশিয়া সহ অন্যানো খ্রিস্টান দেশ গুলো এটাই চাই, কিন্তু ইউক্রেন এর উপর নয়
খুব ভালো লাগলো
রাশিয়ার দাবী সঠিক।
তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা চলছে😪🚙🛶
দারুন উপস্হপনা হয়েছে
আপনাদের বাংলা উচ্চারণ বাংলার মত একটা মিষ্টি ভাষাকে মিষ্টি থাকতে দিচ্ছেনা। ক্রমেই স্বাদ হারাচ্ছে আপনাদের বাংলা উচ্চারণ!!! দিল্লি থেকে শুভ জ্যোতি ঘোষ আর আপনাদের পার্থক্য স্পষ্ট লক্ষ করা যায়!!!
অসাধারণ ইনফরমেটিভ ভিডিও
দারুণ একটা প্রতিবেদন😲😯😮
তাহলে একটু প্রতিদিনের টাইম টু টাইম আপডেট খবর টা পেলে আমি খুশি হতাম ধন্যবাদ বিবিসি বাংলাকে
চমৎকার বিশ্লেষণ
ধন্যবাদ সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য
কথা গুলো অস্পষ্ট।
আপনাদের সংবাদ খুব ভালো লাগে
খুব সুন্দর উপস্থাপনা সেজন্য ধন্যবাদ 🌹
ইউক্রেন স্বাধীন দেশ তারা তাদের ইচ্ছে মত দেশ চালাবে এটাই স্বভাবিক তবে রাশিয়া সহ অন্যান্য দেশের যেন ক্ষতিগ্রস্ত না হয় সে দিকেও নজর রাখতে হবে ইউক্রেন কে ।
মোল্লা প্রধান দেশ গুলোকে কেলিয়ে ধোয়া তুলে দিক রাশিয়া সহ অন্যানো খ্রিস্টান দেশ গুলো এটাই চাই, কিন্তু ইউক্রেন এর উপর নয়
যুদ্ধ নয় শান্তি চায়..... ।
খুবই সুন্দর ও গোছানো প্রতিবেদন।
সব দেশকে সাহায্য করা ঠিক না। রাশিয়াকে সাহায্য করলেই ভালো হবে বাংলাদেশের
ভালো লাগছে প্রতিবেদন টি
খুব সুন্দর বূস্টকাস্ট।
অনেক ভালো লাগলো আপনার উপস্থাপনা
আফরোজা নীলা আপনাকে অণীক ধন্যবাদ।
দারুণ এক প্রতিবেদন
Valo laglo news ta dekhe
অসাধারণ উপস্থাপনা ❤️❤️
সুন্দর বিশ্লেষণ।
Thanks বোন
onek sondur hoice ai rokom video aro chai
ইতালি ও ফ্রান্স প্রবাসীদের পাসপোর্ট সংশোধন চাই 10 হাজার মানুষ পাসপোর্ট সংশোধন করতে না পারে অবৈধ হয়ে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি প্রবাসীদের কে বৈধ হওয়ার সুযোগ করে দিন এবং তাদেরকে কর্ম করার সুযোগ করে দিন।
সুন্দর বক্তব্য
কারণ যাই হউক না কেনো মানুষের স্বার্থে যুদ্ধ বন্ধ হওয়া জরুরী 🤨🤨🤨🇮🇳
আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন কে সম্পূর্ণ ধ্বংস না করলে, আগামী দিনেও এযুদ্ধ চলবে বিশ্বজুড়ে ।
অসাধারণ।ধন্যবাদ সাংবাদিক নীলা আপনাকে।
আফরোজা নীলা আপনার ভয়েস দারুণ।
ভালোবাসা নিবেন। ❤
পশ্চিমাদের শিক্ষা দেওয়া উচিত ❤️
🤣🤣
@@sandhi188 😂😂😂
Thanks afroza api & BBC.
আপনার উপস্হাপনা খুব চমৎকার।
বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নির্দলীয় প্রত্যাশা করি,তা নাহলে নির্বাচন কখনও সুষ্ঠু ও নিরপেক্ষ হবেনা
যুদ্ধ নয় শান্তি চাই
Apo valo asen.
@@litonbarua3562 আলহামদুলিল্লাহ
@@ayashasiddiqa apni halen TH-camr regular fans. Anek valo lagey apnakey. Thankyou
@@litonbarua3562 জাযাকাল্লাহ খাইরান
@@ayashasiddiqa atar ki mane bojbonatho?
অনেক ধন্যবাদ সুন্দর খবর শুনানোর জন্য
Ram Narayana Ram.
এই নাম মুক্তি ঘটাবে। ধন্যবাদ খবর শোনানোর জন্য।
রাশিয়ার
সিদ্ধান্তাই সঠিক
রাশিয়া ও ইউক্রেন কে একে অন্নের জিম্মাদার হয়ার আহবান জানাই।
Onk sundor news hoice onk kicu janty parlam
অসাধারণ উপস্থাপন
গতকালকে এনায়েত চৌধুরীর ভিডিও আর আজকের এই প্রতিবেদনের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার।
যুক্তরাষ্ট্রের ধারনাই সঠিক হলো দেখছি 🙆♂️
তথ্যবহুল
প্রথমবার BBC bangla র খবর ও উপস্থাপনা দেখলাম,খুব ভালো লাগলো।চেষ্টা করবো follow করার।ধন্যবাদ
😆😆 বিবিসি বাংলায় কিচ্ছু নাই; আনন্দবাজার দেখেন।🤣
সমকালীন প্রেক্ষাপটে কনটেন্ট বানানোর জন্য বিবিসি বাংলাকে অসংখ্য ধন্যবাদ । আমি মনে মনে এই ভিডিওটাই খুঁজছিলাম 🥴
বিবিসি বাাংলা🥰
@@md.shydujjamanpablu7201 আমি খেয়ালই করিনি বিবিসি কে যে বিসিবি লেখছিলাম । 🤭😆
এখন এডিট করে নিছি । ধন্যবাদ
@@Imtiazhasansohan ql
@@018183715 ql ki? 🤭
@@md.shydujjamanpablu7201 5
খুব ভালো নিরপেক্ষ বিশ্লেষণ ছিল।
ধন্যবাদ এতো সুন্দর ধারনা দেওয়ার জন্য
একটি সুন্দর ও তথ্যবহুল আলোচনা। ধন্যবাদ আপনাকে এত সুন্দর উপস্থাপনা ও তথ্যগুলোর জন্য। অনেককিছু ক্লিয়ার হতে পারলাম।
টেনশন নিবেন না, যুদ্ধ তুদ্ধ হবে না। কারণ তারা সবাই এক। যুদ্ধ শুধু মুসলমানদের সাথেই হবে।
Kader?
Ja bujis na,ta niye kotha bolis na re pagla …juddho shuru hoye geche !!
@@alalmahmud196 haha, bujhdar manush chole eseche.
@@alalmahmud196 aare beta, eitare jodi juddho bolish, afganistaner juddho re ki bolbi? palistain er juddho re ki bolbi?
আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের পাতাও নড়েনা। পৃথিবীতে বা মহাবিশ্বে যা কিছু ঘটে তার সবই আল্লাহর ইচ্ছায়। ইউক্রেন রাশিয়া যুদ্ধের জন্যেও আল্লাহই দায়ী। আর এই যুদ্ধ সহ পৃথিবীর অন্যান্য সকল যুদ্ধ আল্লাহর ইচ্ছায়ই হচ্ছে। আল্লাহ চাইলেই সকল যুদ্ধ থামিয়ে দিতে পারেন। পৃথিবীতে এই যুদ্ধ বিগ্রহ লাগানোর জন্য আল্লাহর বিচার হওয়া উচিৎ।
রাশিয়ার অধীনস্থ দাগেস্তান চেচেনিয়া ইঙ্গুশেটেনিয়া ও ক্রিমিয়া স্বাধীন করার এইটাই উপযুক্ত সময়। আল্লাহ তায়ালা যেন সাহায্য করেন।
মোটামুটি ক্লিয়ার হলাম
আমি মনে করি যে কোন পরিস্থিতিতে সাধারণ মানুষের মতামতকে সবসময় গুরুত্ব দেয়া উচিত।কিছু লোভী মানুষ বহির্বিশ্বের সাথে চক্রান্ত করে সাধারণ মানুষের মতামতকে হরন করা হয়।দেশ স্বাধীন মানেই সাধারণ মানুষ স্বাধীন নয়।মুলত ক্ষমতা লোভী নেতাদের নিজেদের স্বাধীনতা ক্ষমতা অর্থ হাতানো
সাধারণ মানুষ সাধারণ ভাবে থাকাই ঠিক আছে!
তথ্যবহুল।উপস্হাপনা সাবলীল।
বাহ্ সুন্দর হয়েছে প্রতিবেদনেটি
US ডলার এর বিপরীতে নতুন মুদ্রা ব্যবস্ত্থা চালু করা উচিত।
এত সহজ নয় 🤔🤔🤣😇
কেমনে?
America
@@jck2041 না জন
Onek vlo laggo. Sundor upsthapna.Thanks bbc news.
Informative....👏👏👏
দারুণ উপস্থাপনা