Amarnath Yatra 2022 || RFID Tag || Jammu to Pahalgam Chandanwari

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025

ความคิดเห็น • 814

  • @TravelWithKoushik
    @TravelWithKoushik  2 ปีที่แล้ว +218

    পরের পর্ব আগামী মঙ্গলবার (12th) এবং শেষ পর্ব রবিবার (17th)

    • @somnathvlog7649
      @somnathvlog7649 2 ปีที่แล้ว

      dada tomar sata dakha korta chai

    • @gdtvbangla5450
      @gdtvbangla5450 2 ปีที่แล้ว

      Opakhai thakbo

    • @travelwithsrikanta1060
      @travelwithsrikanta1060 2 ปีที่แล้ว

      Opekhay roylam

    • @analdas6481
      @analdas6481 2 ปีที่แล้ว +2

      Date announce kore diyecho valo
      Noyto prottekta somoy vabi konsmy tmr channel notification ashbe

    • @somnathvlog7649
      @somnathvlog7649 2 ปีที่แล้ว

      Berhampur a kon jaiga baree

  • @palashmondal655
    @palashmondal655 2 ปีที่แล้ว +5

    তুমি যেমনি দীর্ঘ মেয়াদী আমাদের কাছে , তেমনি ভিডিওগুলো দীর্ঘমেয়াদি করে তুলুন,❤️❤️❤️ প্রিয় দাদা.

  • @sharmisthasengupta2555
    @sharmisthasengupta2555 2 ปีที่แล้ว

    পুরো কৌশিকময় রবিবার।। সকালে ৩০০টা গোলাপ, দুপুরে অমরনাথ যাত্রা, আর সন্ধ্যাবেলা অপেক্ষা করে আছে দিদি নং 1.. তোমার ভ্লগ সবসময় ভীষণ সুন্দর।। ছোট্ট ছোট্ট রসিকতা, সম্পূর্ণ ইনফরমেশন,, মনভোলানো মিউজিক,, আর অসাধারণ যাত্রাপথ।। সবমিলিয়ে কৌশিক সুপার ডুপার হিট।। ❤❤

  • @anjankumarmukherjee1416
    @anjankumarmukherjee1416 2 ปีที่แล้ว

    সবার মনোবল সমান নয়, কিমবা সামর্থ্যে কুলোয় না। কৌশিকবাবু তোমার মুখের কথাগুলো এত মজাদার এত সুন্দর যা হৃদয় স্পর্শ করে ও আনন্দ দেয়।
    তোমার বহু কষ্টার্জিত পূণ্যের ফলে ভাগ বসাই আর ঐ সব হিমালয়ের স্থান গুলো যেন তোমার চোখ দিয়ে দেখি, তোমার হাত দিয়ে স্পর্শ করি। ⚘🙂👍💖

  • @PMASMR02
    @PMASMR02 2 ปีที่แล้ว +4

    পুরো আগুন। কোনো কথা হবে না। সেরা কৌশিক দা মেদনিপুরের ঘাটাল থেকে ভালোবাসা নিও।।

  • @sumanrudra8954
    @sumanrudra8954 2 ปีที่แล้ว +8

    ভারতবর্ষ ঘোরা মানে কৌশিক দা ,
    আর কৌশিক দা মানে আমার দেশ ভারত ঘোরা ।♥️ জয় বাবা অমরনাথ ♥️

  • @mamataguha4285
    @mamataguha4285 2 ปีที่แล้ว

    Khub valo laglo amra 1986 Baba Amornath dorson korechilam ekhon nuton nuton sob niom hoyche khub valo legacy next vlog er jonno apekhkhay thaklam Babar kache prathona kore tomer echha puron hock joy Baba Amornath 🙏🙏

  • @mitaghosh5962
    @mitaghosh5962 2 ปีที่แล้ว

    তুমি খুব ভাগ্যবান বাবা অমরনাথ কে🙏🙏🙏🙏🙏 দর্শন করতে পারলে তোমার জন্য আমাররাও বাবা অমরনাথ কে 🙏🙏🙏 দর্শন করতে পারব। জয় বাবা অমরনাথ।🙏🙏🙏

  • @keyaganguly46
    @keyaganguly46 2 ปีที่แล้ว

    আরও এক অসাধারণ পর্ব। মনটা অদ্ভুত এক আনন্দ ও শান্তিতে ভরে উঠলো। ভালো মন্দ সবদিকের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন আপনি। ভবিষ্যতে সিদ্ধান্ত নিতে খুব সুবিধা হবে। বাবা অমরনাথের পায়ে ভক্তিপূর্ন প্রনাম জানাই। তাঁর কৃপা সবসময় আপনার উপর থাকুক

  • @devildeb7489
    @devildeb7489 2 ปีที่แล้ว

    Tumi sotti khub valo manus eto sundor kore kotha bolo jeno mone hoe nijer choto vai bolche...god blessed u

  • @debabratabanik4201
    @debabratabanik4201 2 ปีที่แล้ว +1

    অসাধারণ একটা ভ্রমণের বিবরণ দিয়ে আমাদের সকলকে মুগ্ধ করলে এবং অবশ্য ই পরের ব্লগের অপেক্ষায় রইলাম...... ধন্যবাদ.... শুভ সকাল।

  • @arnabghosh8467
    @arnabghosh8467 2 ปีที่แล้ว +28

    ইসস এভাবেও যদি কোনো একদিন, কোনো রেলস্টেশনে, বা এয়ারপোর্টে বা কোনো রেস্তোরাঁতে তোমার সাথে দেখা হতো!খুব খুশি হতাম তাহলে 😍

  • @anuradhabhattacharjee7784
    @anuradhabhattacharjee7784 2 ปีที่แล้ว

    অসাধারণ তোমার যাত্রা বর্ননা। এগিয়ে চলো। আমাদের এই boyesee তোমার বর্ননা শুনে এর দেখে নিজেকে কৃতার্থ করি। আমরা আর যেতে পারবো না ।ভালো থেকো।

  • @ananyamondal8113
    @ananyamondal8113 2 ปีที่แล้ว +2

    রবিবারের রাতের খাবারে ফ্রায়েড রাইস আর চিকেন কষা সাথে তোমার এই অসাধারণ গলা আর সেই সাথে এত সুন্দর vlog সব মিলিয়ে ভোরের স্বপ্ন সত্যি হবার মতো ।। ❤❤

  • @Comedybabap
    @Comedybabap 2 ปีที่แล้ว +2

    Ami apnar video opeka korchilam... finally... thank you dada

  • @rinamukherjee9805
    @rinamukherjee9805 2 ปีที่แล้ว

    এই পর্বে মাসিমাকে দেখলাম আশীর্বাদ করতে এবার একটু বিদেশ দেখাও আমার আশীর্বাদ সবসময় ঠাকুর মায়েরআশীর্বাদে ঠিক পারবে নিজের ওপর ভরসা আর বিশ্বাস করে ঠাকুর রামকৃষ্ণ আর মা সারদা আছেন ওনাদের আশীর্বাদ সবসময় সাথে থাকবে এগিয়ে চলো ঠিক পারবে

  • @madhumitamukherjee1433
    @madhumitamukherjee1433 2 ปีที่แล้ว

    দারুণ লাগলো অমরনাথ ধাম যাওয়ার তোমার প্রথম দিনের যাত্রা। অপূর্ব প‍্যাহেলগাঁও এর প্রাকৃতিক সৌন্দর্য। আগেও দেখিয়েছ তবুও মনে হলো যেন নতুন করে আবার প‍্যাহেলগাঁও কে দেখলাম। ভালো লাগলো রাস্তায় চলতে চলতে তোমার ছন্দ মেলানো কথা আর মিউজিক। এইভাবে এগিয়ে যাও। তোমার মনে ইচ্ছা পূরণ হোক এই আশীর্বাদ করি। ভালো থেকো ভাই।সাবধানে চলাফেরা কোরো।

  • @samirray4826
    @samirray4826 2 ปีที่แล้ว +1

    Asadharon laglo aajker porbo. Anek diner iccha ebar aapnar vloger sahajye purnota luv korbe. Porer duti porber janye odhir agrohe opekkhai roilam. Bhalo thakben.

  • @swarupkumardas527
    @swarupkumardas527 2 ปีที่แล้ว +3

    গতকাল টিভিতে অমরনাথ যাত্রী দের মৃত্যুর খবরটা দেখে খুব দুঃখ লাগলো। সাথে সাথে তোমার কথা মনে পড়ে গেলো। মনে হলো কৌশিক গিয়েছিল ঠিক ঠাক বাড়ি পৌঁছেছে কিনা জানিনা। তোমার ফোন নম্বর থাকলে অবশ্যই কল করতাম। ভীষণ দুশ্চিন্তার মধ্যে ছিলাম। আজ তোমার ব্লগ টা পেয়ে মন থেকে শান্তি পেলাম। আমরা যারা তোমার ব্লগের নিয়মিত দর্শক বা তোমার ফ্যামিলি মেম্বার তাদের জন্য এবার থেকে কুশল সংবাদ দেবে বাড়ি পৌঁছে। ভ্রমণের ব্লগটা পরে দিলেও চলবে। ইতি
    উমাদি।
    মেদিনীপুর থেকে

  • @prosontajana1756
    @prosontajana1756 2 ปีที่แล้ว

    সত্যি তোমার ব্লগ ভীষন ভালো লাগে।আর মাঝে মাঝে একটু রসিকতা ব্লগকে সুন্দর থেকে সুন্দরতর করে তুলেছে।পরবর্তী ব্লগের অপেক্ষায় রইলাম।ধন্যবাদ।

  • @alomukherjee4402
    @alomukherjee4402 2 ปีที่แล้ว +2

    ভাই তোমার সাথে বরফানি বাবা কে দর্শন করার প্রত্যাশা নিয়ে বসে আছি, খুব ভালো থেকো সুস্থ থেকো ভাই, জয় বরফানি বাবা 🌷🙏🙏🙏🌷

  • @jayitachakraborty4976
    @jayitachakraborty4976 2 ปีที่แล้ว +1

    Koushik bhai er sob video awesome..Daruuun laglo ..Mone holo khub taratari ses hoagalo video ta..khub bhalo laglo...

  • @tanmoybiswas7066
    @tanmoybiswas7066 2 ปีที่แล้ว

    বাঙালি হিসেবে দুটো ইউটিউব চ্যানেলকে খুবই ভালো লাগে। একটা হচ্ছে কৌশিকদার youtube চ্যানেল ট্রাভেল উইথ কৌশিক। আর একটা হচ্ছে ঘুরতে ফিরতে এই দুটো ইউটিউব চ্যানেল খুবই সুন্দর। মানে অবসর সময়ের সঙ্গী

  • @MrSouravkarmakar
    @MrSouravkarmakar 2 ปีที่แล้ว +3

    পরের পর্ব দেখার অপেক্ষায় থাকলাম দারুন ভিডিও জয় বাবা ভোলানাথ।

  • @kakoliskitchen5126
    @kakoliskitchen5126 2 ปีที่แล้ว

    তোমার ব্লগের কোন কথা হবে না
    ভাই। তুমি এতো সুন্দর ভাবে সব
    কিছু তুলে ধরো তে অনেক কিছু
    জানতে পারি। জয় বাবা অমরনাথ 🙏।

  • @mamondey5817
    @mamondey5817 2 ปีที่แล้ว

    Joy Amarnath ki joy.......ami o vison ghurte valobasi......tomar vlog dekhe aro energy grow hoi amar......

  • @arijitkundu6273
    @arijitkundu6273 2 ปีที่แล้ว +4

    দুর্দান্ত নেক্সট পর্ব জন্য অপেক্ষাই থাকলাম 💛🙏। বাঙালীর কলোম্বাস তুমি এগিয়ে যাও 💛🙏

  • @MedinipurerMohit
    @MedinipurerMohit 2 ปีที่แล้ว +5

    খুব ভালো লাগলো 👍🏻👍🏻❤️,গল্প, কবিতা, প্রাকৃতিক সৌন্দর্য,গাড়ি ভ্রমণ ট্রাফিক জ্যাম সব মিলিয়ে উপভোগ করলাম 👌 ভালো লাগছে❤️❤️🌹🌹👍🏻

  • @srilekhabhattacharyya2656
    @srilekhabhattacharyya2656 2 ปีที่แล้ว

    Khub bhalo lagchhe dekhte.Next episode er apekshay raila. Baba Amarnather kripay apni bhalo bhabe fire esechhen dekhe bhalo lagchhhe.Jara firte parlona tader parijander prati amar samobedona railo. Bhalo khaben.

  • @subratachatterjee3916
    @subratachatterjee3916 ปีที่แล้ว

    Thank you once again!

  • @manna97
    @manna97 2 ปีที่แล้ว +3

    জম্মু তাওয়াই থেকে চন্দনবাড়ী দীর্ঘ পথ। BUT আমাদের কাছে ১৯ মিনিট ১৫ সেকেন্ডে শেষ। খুব ভালো লাগলো। পরের ভিডিওর অপেক্ষায় রইলাম।।।।।।।।

  • @dibyendu1805
    @dibyendu1805 2 ปีที่แล้ว

    Darun laglo..... God bless you..... Khub bhalo theko.... Aar amader erokom bhabei sara world ghuriye dao..... Big fan of you.....

  • @swatichandra2360
    @swatichandra2360 2 ปีที่แล้ว

    ভাই তোমার ভিডিও দেখে খুব খুব ভালো লাগলো 💚💛💚💖❤️💚 তোমার চোখ দিয়ে অমরনাথের সৌন্দর্য উপভোগ করলাম। খুব সুন্দর খুব সুন্দর 👌👌👌👌👌❤️❤️💜🧡🧡

  • @tushar-b8z
    @tushar-b8z 2 ปีที่แล้ว +1

    I am regularly getting notifications from your channel. I like your channel very much. Most descriptive & sometimes humorous audio is enjoyable.
    Very very nice videos.
    Keep it up.
    With best wishes ever & ever.
    I wish you every success in your life.

  • @budhadityadas_babu
    @budhadityadas_babu 2 ปีที่แล้ว +1

    বাবার আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে আছে দাদা,যত কষ্ট হোক না কেন দিশা ঠিক পাবে। খুব ভালো লাগলো দাদা। পরের পর্বের অপেক্ষায় রইলাম, জয় বাবা বরফানি 🙏

  • @RinaMondal-xu1pr
    @RinaMondal-xu1pr 9 หลายเดือนก่อน

    অসাধারণ অমরনাথ যাত্রা হার হার মহাদেব 🙏

  • @amitbhattacharyya26
    @amitbhattacharyya26 2 ปีที่แล้ว

    मैं और मेरी तनहाई , হাহা, এই তনহায়ী ভীষণ ভীষণ দামী। আজকের vlog টা একদম ঝকঝকে। জম্মুতে RFID tracker না নেওয়ায় আমি ভাবলাম tracker ছাড়াই যাচ্ছ নাকি ? এত যাত্রী, এত বাঙালি মুখ দেখে খুব ভালো লাগল। সঙ্গে খুব আশঙ্কাও হচ্ছে এদের জন্য‌ । বালতাল বেস ক্যাম্প বিপর্যস্ত। জানিনা এদের সকলের কি পরিনতি। আমার যে দিদি এবার যাত্রায় সামিল হয়েছিলেন,উনি আহত হয়ে শ্রীনগর হসপিটালে ভর্তি। বরফানি বাবা সকলের মঙ্গল করুন।

    • @TravelWithKoushik
      @TravelWithKoushik  2 ปีที่แล้ว +1

      নেক্সট Vlog এ দেখাব ওই জায়গা র পরিবেশ

  • @anganamukherjee7570
    @anganamukherjee7570 2 ปีที่แล้ว

    জাস্ট ফাটাফাটি একটা Amazing ব্লগ দুর্দান্ত। প্রাকৃতিক সৌন্দর্য আপনার কথা বলার ভঙ্গিমা ছড়া কাটা মাঝে মধ্যে দারুন দারুন। 1 নম্বর ব্লগার অপেক্ষায় রইলাম পরের ভিডিও র জন‍্য। জয় বাবা ভোলেনাথ 🙏🙏🙏

  • @sujatachatterjee7129
    @sujatachatterjee7129 2 ปีที่แล้ว +6

    ওঃ দারুন... অবশেষে সব বাধা পেরিয়ে শুরু হবে যাত্রা..... পরের ভিডিওর জন্য উন্মুখ হয়ে রইলাম..... 👌👌👌👌👌

  • @mymom5278
    @mymom5278 2 ปีที่แล้ว

    Jete parbo na apnar through darsan holo... Khub valo thakben... Onek boro hok apnar channel.. Joy baba amarnaath 🙏🙏🙏🙏

  • @khursadalam98
    @khursadalam98 2 ปีที่แล้ว

    আমি বাংলাদেশ থেকে আপনার ভিডিও দেখি। খুব খুব ভালো লাগে। আপনার জন্য শুভকামনা রঈল।

  • @shamabasu2379
    @shamabasu2379 2 ปีที่แล้ว

    যাক তোমার এই ব্লগটা পেয়ে খুব শান্তি পেলাম। ওখানকার বিপর্যয় এর খবর শোনার পর থেকে খুব দুশ্চিন্তা হচ্ছিলো।

  • @hrishavsengupta44
    @hrishavsengupta44 2 ปีที่แล้ว

    খুব ভালো লাগলো বিশেষ করে আপনার কবিতা গুলো 👌👌💗💗

  • @mitarakshit1732
    @mitarakshit1732 2 ปีที่แล้ว +2

    খুব ভালো লাগলো অপেক্ষায় রইলাম পরের ব্লগ দেখার জন্য

  • @bithikabiswas264
    @bithikabiswas264 2 ปีที่แล้ว

    Sob kichu melia vedio khub sundor....tobe sei khon ter jonno opekha korche je din baba Amarnath dorson hobe apner vedio r madhome

  • @sanjuktaroy4872
    @sanjuktaroy4872 2 ปีที่แล้ว

    Oshadharon vlog dakhlam. Amornath jatra 1st vlog ta khub sundor laglo.next vlog jono wait korlam .tomar kobita gulo sotti khub valo 🤭🤭🤭🤭.amader jono tumi ato kosto koray jay vlog ta korcho tar jono thanks.

  • @aloktarafdar5888
    @aloktarafdar5888 2 ปีที่แล้ว

    দাদা আপনার ভিডিও একটা অন্য লেবেল , অসাধারণ
    খুব খুব খুব খুব...... ভালো..........

  • @apuranavlog
    @apuranavlog 2 ปีที่แล้ว +12

    তোমার vlog মানেই অন্য কিছু ❤🥀

  • @sarmisthabhattacharya3829
    @sarmisthabhattacharya3829 2 ปีที่แล้ว +1

    Khub valo laglo. Porer vdo r opekhay achhi.

  • @adityakumarroy8309
    @adityakumarroy8309 2 ปีที่แล้ว

    খুব ভালো লাগলো। গত মে মাসের লাস্ট উইক কাশ্মীর ঘুরে এসেছি। জম্মু থেকে শ্রীনগর বাই রোড যাবার কথা কোনোদিন ভুলব না। রামবাণ ঢোকার আগে বিনা কারণে দুঘন্টা রাস্তায় আটকে দিয়েছিল। ট্রাফিক পুলিশের ব‍্যবহারে খুব আশাহত হয়েছি। তোমার ব্লগ গুলো আমাদের ভ্রমণের জন্য খুব হেল্পফুল। পরর্বতী ব্লগের জন্য অধীর আগ্ৰহে অপেক্ষায় থাকলাম। জয় বাবা বর্ফানি ।

    • @TravelWithKoushik
      @TravelWithKoushik  2 ปีที่แล้ว

      পাবলিক এর মার ওদের জন্য ঠিক আছে ভীষন হ্যারাস করে কিছু বলতে গেলেই Fine আজকের Vlog এ সেটাই দেখানোর চেষ্টা করলাম

  • @kausikpal2509
    @kausikpal2509 2 ปีที่แล้ว

    অপেক্ষায় থাকলাম স্বপনের অমরনাথ দেখার জন্য । অনেক ধন্যবাদ আপনাকে ।

  • @dibyaroychowdhury6243
    @dibyaroychowdhury6243 2 ปีที่แล้ว

    Asadharon, Apurbo, bhishon valo, Khub sundor hoyeche video ta koushik da

  • @buddhadebdasbairagya
    @buddhadebdasbairagya 2 ปีที่แล้ว

    Uff ki road sotti darun laglo nijer mon proshno korche amake sotti ki ato sundor jaiga hoi,khub khub khub e valo,r tmi valo korecho ✈️ e na giye,ato sundor prokiti amra dekte patam na

  • @sarojchhabra2888
    @sarojchhabra2888 2 ปีที่แล้ว

    Apnar cok diye amarnath darshan. Korlam. 👌👌👌👌👌👌aami fist taim. Deklam apnar bolk👍👍👍👍👍👍

  • @subhasisghatak5124
    @subhasisghatak5124 2 ปีที่แล้ว +6

    Nice to know frm yr community feed that u already completed Amarnath yatra🙏 & returned home safe n sound... awating to see those vlogs. Wd like to add I like vry much yr sarcastic phrases 😄 to ease out nagging situations👍

  • @proloysarkar9450
    @proloysarkar9450 2 ปีที่แล้ว

    Sotti koushik da you are great. Tomar protekta vdo eta natural Jay nijekei mona hochay tomar sathay cholay gechi. Bhalo theko.

  • @raajbiswaas9169
    @raajbiswaas9169 2 ปีที่แล้ว +1

    দারুন লাগলো 👍 জয় বাবা অমরনাথ 🙏🙏

  • @aparnamaity8236
    @aparnamaity8236 2 ปีที่แล้ว

    আপনার চোখ দিয়ে আমরাও অনেক জায়গা দেখছি ভাই। ঘরে বসে আমরাও অনেক জায়গা দেখার অপেক্ষায় রইলাম।

  • @sampadass6764
    @sampadass6764 2 ปีที่แล้ว

    তোমার জন্য চিন্তা হচ্ছিল ।আজ তোমার ব্লগ দেখে নিশ্চিত হলাম। ভালো থেকো তোমার দীর্ঘায়ু কামনা করি।

  • @mitachakraborty363
    @mitachakraborty363 2 ปีที่แล้ว

    Sotti ami jeno nijer choke diyr amarnath babar ke dekhchi. Khub bhalo laglo.

  • @Rahulkhan-dz6um
    @Rahulkhan-dz6um 2 ปีที่แล้ว

    তোমার ভিডিও দেখে মনটা ভরে যায় কৌশিক দা

  • @abhijitbanerjee7374
    @abhijitbanerjee7374 2 ปีที่แล้ว +1

    Happy Journey 😆😄😀😃😆😄 Joy Amarnath 🙏🙏🙏🙏🙏🙏 Always Enjoy Your Vlogs Kaushik Da 👍✨✨✨
    🎉😊👏😁👏😃🎉
    Congratulations!

  • @saswatiganguly4679
    @saswatiganguly4679 2 ปีที่แล้ว

    Best of luck Koushik...porer blog er apekhhai thaklam...Jai baba Amornath

  • @DipayanBanerjee560
    @DipayanBanerjee560 7 หลายเดือนก่อน

    osadharon boss khubi bhalo jatra ta lagche

  • @goutammajumder530
    @goutammajumder530 2 ปีที่แล้ว

    Tomar vlogs gulo dekhte etotai valo lage je dekhte dekhte takhan mone hoy amio jeno thik sei jayega tei chale gechi ! Valobasa nio ❤️ ei vabe aaro sundar sundar vlogs banao amader jonno !

  • @abhijitguharoy5042
    @abhijitguharoy5042 2 ปีที่แล้ว +1

    অসাধারণ লাগল। পরবর্তী ভিডিওটির অপেক্ষায় রইলাম দাদা।❤❤🙏🙏

  • @sipradutta3243
    @sipradutta3243 2 ปีที่แล้ว

    Darun Darun laglo Amarnath Yatra.Mone hochchhe amio tomar sathe sathe cholechhi.

  • @kakoliroy2319
    @kakoliroy2319 2 ปีที่แล้ว

    Darun vlog, mojar mojar kotha gulor jonay aro premay poray jachhi apnar vloger💐💐💐💐💐💐❤❤❤❤❤❤❤

  • @sudeshnaroy2343
    @sudeshnaroy2343 2 ปีที่แล้ว

    Khub bhalo laglo blog ta. Tomar kotha presentation sob sob khub bhalo laglo. Aar eta sotttiiii tomar blog dekhe bishon inspired hoi.. tomar moto dedicated blogger ami sottttiiii dekhini.God bless u. Always stay happy and blessed.

  • @sasankaghosh6635
    @sasankaghosh6635 2 ปีที่แล้ว

    শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজী তোমায় আশীর্বাদ করুন।

  • @pharmalimelight1549
    @pharmalimelight1549 2 ปีที่แล้ว

    Asadharon blog. Amio amarnath gchilm 2014 e. Apnake dhonnobad uposthaponar jnno

  • @tusharchongder6911
    @tusharchongder6911 2 ปีที่แล้ว

    Darun laglo Bhai love you joy baba amarnath

  • @dipayansadhukhan7416
    @dipayansadhukhan7416 2 ปีที่แล้ว

    অনবদ্য দাদাভাই। জয় বরফানি বাবার জয় ।

  • @sudipbharati3883
    @sudipbharati3883 2 ปีที่แล้ว

    Awsome Guru ji...Be Safe...khub bhalo laglo

  • @yobudhad007
    @yobudhad007 2 ปีที่แล้ว

    সেটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে দাদা তোমার ভিডিও অসাধারণ

  • @sankarkumarghosh3953
    @sankarkumarghosh3953 2 ปีที่แล้ว

    অসাধারণ তোমার কথা বলার ভাষা অনবদ্য ভালো থেকো

  • @shovan23081991
    @shovan23081991 2 ปีที่แล้ว

    দাদা আমরা তোমার চোখ দিয়ে ভারত দর্শন করি। ভগবান এর কাছে প্রার্থনা করি তোমার ব্লগ চ্যানেল যেনো অনেক অনেক অনেক বড় হয়।আর তোমার সাথে কখনো যেন আমার সামনাসামনি দেখা হয়ে যায়

  • @abhinabosarkar7563
    @abhinabosarkar7563 2 ปีที่แล้ว

    Khub sundor..Har har Mahadev🙏🙏

  • @benugopalbasu4968
    @benugopalbasu4968 2 ปีที่แล้ว

    দারুণ ভালো লাগানো সুন্দর ভাবে বললেন

  • @sutapamukherjee474
    @sutapamukherjee474 2 ปีที่แล้ว

    Khub bhalo laglo Koushik da.
    Next vlog jonno wait kore thaklam.

  • @malasdailypunch3627
    @malasdailypunch3627 2 ปีที่แล้ว +1

    অসাধারণ। খুব ভালো লাগলো।পরের পর্বের জন্য অপেক্ষায় রইলাম।

  • @ChandanDas-fk6fh
    @ChandanDas-fk6fh 2 ปีที่แล้ว

    টিপিকাল বহরমপুরের ছেলে। 😂😂😉
    "পয়সা করে নিলো"....😀😀
    অনেকদিন পর এই কথাটা শুনে অনেক ভালো লাগলো।

  • @arjunsen2607
    @arjunsen2607 2 ปีที่แล้ว

    abar dekhi khub mojar mood e accho. khub bhalo laglo. spiritta dhare rakho.

  • @ghoshmoloy5136
    @ghoshmoloy5136 2 ปีที่แล้ว +2

    ভালোবাসা নিও দাদা
    তোমার ভিডিও notification ale r অপেক্ষা করা যায় না সত্যি vaobasa নিও

  • @aninditamukherjee7672
    @aninditamukherjee7672 2 ปีที่แล้ว

    Khub valo laglo......opakhai thaklam .....porer video jonno

  • @swatichandra2360
    @swatichandra2360 2 ปีที่แล้ว

    ভগবান তোমার মঙ্গল করুন 🙏🙏🙏🙏🙏 খুব খুব ভালো থেকো সকলে 💚💙💛💖💚

  • @ayanmondal7344
    @ayanmondal7344 2 ปีที่แล้ว

    মাম্মা আর্থ এর কবিতা টা দারুন ছিল কৌশিক দা। আপনি পারেন ও বটে।😃😃😃😃 এখনও সুন্দরীদের স্বপনে আসার ইচ্ছা হয় আপনার😃😃😃😃😃😃????????

  • @ratnachaudhuri8606
    @ratnachaudhuri8606 2 ปีที่แล้ว +3

    তুমি safe জেনে খুব খুশি হলাম। তোমার কোনো খারাপ হতেই পারেনা।🥰😍🙌

  • @sumanabhaduri3975
    @sumanabhaduri3975 2 ปีที่แล้ว

    Apnar energy ke Salute;ki bhabe je somoy par hoye jai apnar blog dekhe boghai jai na; wish you a happy 😊 journey

  • @kaustubhchakraborti5533
    @kaustubhchakraborti5533 2 ปีที่แล้ว +4

    Koushik you are so lucky Baba Amarnaath blessed you 🙏 current situation very tensed. Pray God for all good🙏

  • @rupalidatta6098
    @rupalidatta6098 2 ปีที่แล้ว

    খুব সুন্দর লাগলো ব্লগ টা 👍👍👍👍

  • @cataringvlogs_18
    @cataringvlogs_18 2 ปีที่แล้ว

    Dada Ooi Kotha Ta Havi Laglo - "গাড়ি থেকে হাত নাড়ছে অচেনা সুন্দরী"♥️♥️♥️

  • @thebongfamily9098
    @thebongfamily9098 2 ปีที่แล้ว

    Dada tomar vdo gulo dekhte dekhte amon jaygate chole asi mone hoy j tomar sathe amio sei vdo te achi ...puro real fellings ta hoy ...
    ❤️❤️❤️

  • @sumandey1840
    @sumandey1840 2 ปีที่แล้ว +1

    A big difference between comments & live comments from subscribers.
    Keep it up and go ahead gradually...
    Best of Luck...👍

  • @Sangita9012
    @Sangita9012 2 ปีที่แล้ว

    Khub sundor hoyeche video ta.khub valo laglo.👍

  • @sanjudas6472
    @sanjudas6472 2 ปีที่แล้ว

    সামনে গাড়ি, পেছনে গাড়ি
    আর গাড়ির ভেতর থেকে হাত নাড়ছে অচেনা সুন্দরী।
    Ooh dada ki dile😁😍😍😍

  • @susmitasaha6143
    @susmitasaha6143 2 ปีที่แล้ว

    Darun lagche vi.tumi chaliey jao tomar jatra.

  • @jollybanerjee3964
    @jollybanerjee3964 2 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌👌. 👍👍👍👍👍👍👍 Koushik. Valo thako.amadero airakom vlog diye valo rakho. Mon vore jaye ,tomar vlog dekhe.❤️❤️❤️❤️❤️. 🙌 🙌 🙌 🙌

  • @mallikaacharya4507
    @mallikaacharya4507 2 ปีที่แล้ว

    তোমার ব্লগ দেখতে দারুন লাগে।
    ব্লগ দেখতে দেখতে আমিও তোমার সাথে ঘুরছি মনে হয়।
    তোমার বচন ভঙ্গি এতই সুন্দর যা ভাষায় প্রকাশ করতে পারবো না।

  • @parthachakraborty8565
    @parthachakraborty8565 2 ปีที่แล้ว

    বাবার আশীর্বাদে তোমার তুমি এইভাবেই এগিয়ে যাবে ঠিকই ।আমি এবং আমরাও তোমার চোখে তোমার সাবলীল ভাবে ব্যাখ্যা সহ প্রকৃতির নিজস্বতা উপভোগ করতে থাকবো। অ নে ক শুভকামনা রইলো আরও এগিয়ে যাওয়ার।